অসাধারণ অভিজ্ঞতা। এত কঠিন সময়ের গল্প যে কোনো মানুষ এত অবলীলায় হাসি মুখে বলে যেতে পারেন আপনাকে না দেখলে জানতে পারতাম না। আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রইলো।
"দেবব্রত বিশ্বাস" এর গান শোনার পর এতো উদাত্ত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দারুণ লাগছে। তবে হ্যাঁ, এই অস্থির সময়ে আপনার জীবন দর্শন আমার চলার পথে পাথেয় হবে। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।
আমি একজন অবসর প্রাপ্ত শিক্ষিকা, তোমার গান শুনে ভীষন ভালো লাগলো। কোথায় যেনো মাটির তান অনুভব করলাম। তুমি এত অল্প বয়সে জীবনের অনেক কঠিন পথ পরে ফেলেছ, তাই তোমার জীবন দর্শন অনেক প্রগাঢ় হয়েছে। তোমার কথা বলবার ধরন খুব সাবলীল, অথচ মার্জিত, কোথাও কোনো অহমিকা নেই। সামনের জীবনে তুমি অনেক নাম ও যশ লাভ করবে জানি, কিন্তু তুমি যেন বদলে যেওনা ভাই! প্রচুর অর্থ মানুষের মনকে বদলে দেয় tumi ei রকমই থেকো।,😊😊
অদ্ভুত সুন্দর গলা,যেমন গলা তেমনি গায়কী, তোমার গান বেশ কিছু দিন ধরে শুনছি, ভীষণ ভালো লাগে। আমি কলকাতায় থাকি, উত্তর বঙ্গের তোমার বাড়ি, উত্তর বঙ্গে আমার কিছু আত্মীয় স্বজন,পরিচিত মানুষ জন আছে, তোমার সাথে সাক্ষাতে গান শুনতে চাই, ইচ্ছা রইল। ভালো থেকো
আমি তোমাকে আপনি বলব না কারনআমিও তোমার মা এর বয়সী হবো তাই বলছি তুমি লিখে দাও এত সময় বাকবাকানি কিন্তু তোমার যে গানে তুমি কিছু বলও না সেটা আমি তখন শুনি না পরে শুনব ভাবি আর তোমার কথার মধে এত আনন্দ , খুব ভালো কথা বলও আর গানের তুলনা নেই , সত্যি বাবা তুমি শিল্পী , আমি এত বয়সে তোমার গান শুনে গান গাওয়ার প্রেরণা পাই , আর আমি গাইতে থাকি, কেউ শুনলে শুনবে না হলেও যতদিন গাইতে পারব গেয়ে যাবো নিজের ভালো লাগার জন্যে , তুমি কেন জেলে গেছিলে??যদিও জানতে চাওএ বোধায় ঠিক নয় তাও যদি বলার মতো হলে জানিও . ❤❤
আমি তোমার থেকে হয়তো বয়সে বড়োই হবো তাই ভাই বললাম কিছু মনে কোরোনা। তোমার গান গুলো মোটামুটি সবগুলোই শোনার চেষ্টা করি। খুব খুব খুব ভালো লাগে, আর শুধু ভালোলাগে তাইনয় ভেতর থেকে ইনস্পায়ার্ড হই। তোমার গান শুনেই এই 50+বয়স পার হবার পরেও প্রথাগত ভাবে গান শেখা শুরু করছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি আরো ভালো ভালো গান এভাবেই আমাদের উপহার দাও এটাই তোমার কাছে অনুরোধ। আর তোমাকে আমি একটা ম্যাসেজ করেছিলাম তুমি দেখেছো কিনা জানিনা। সেখানে লিখেছিলাম আমার কিছু শ্যামাসংগীত লেখা আছে সেগুলো তোমাকে উপহার স্বরূপ দিতে চাই। তুমি যদি সেগুলো নিয়ে কাজ করো তাহলে খুব ভালো লাগবে। আমি জানিনা মায়ের কি ইচ্ছা। তোমার কোনো নং পেলে লেখাগুলো পাঠাতাম। খুব ভালো থেকো ভাই। উইথ❤❤❤❤❤❤।
মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম।
Excellent voice
Jala galp o sunta gan ami bar bar sunla ato valo laga
চমৎকার
অপূর্ব গাইলে...তোমার কথা গুলো নিছক 'বকবকানি' নয়,বরং অত্যন্ত motivational ♥️....from falakata high school.
Supper dada.
বকবকানিটা খুব ভাল। খুব ভালো ছেলে তুমি। গানটা আবার শুনলাম। গান তো রোজ শুনি। না শুনে পারিনা। খুব সুন্দর গান ও গায়কের মন।
শুভ সকাল।হে গায়ক এবার থেকে গান শোনার শর্ত আগে গায়কের মিষ্টি কথা তারপর গান।এত অপূর্ব বাগ্মী সে সব প্রশংসা কম পড়ে যায়।❤
অপূর্ব সুরের সম্ভার পেলাম প্রভাতে,মিষ্টি সুরে মন মোহিত হলো।❤
আপনার বকবকানি ও গান দুটোই খুব ভালো লাগে👌👌
অপূর্ব...!
আপনার মানসিকতা তথা শিল্পীসত্তাকে আমি প্রণাম জানাই...🙏🏻
অসাধারণ অভিজ্ঞতা। এত কঠিন সময়ের গল্প যে কোনো মানুষ এত অবলীলায় হাসি মুখে বলে যেতে পারেন আপনাকে না দেখলে জানতে পারতাম না। আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রইলো।
দাদা তোমার কথা এবং গান আমি খুব মন দিয়ে সুনি ভালো লাগে।
Apurba anabadya 🙏🙏🙏
Pran juriea galo.Darun gayaki.
"দেবব্রত বিশ্বাস" এর গান শোনার পর এতো উদাত্ত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দারুণ লাগছে। তবে হ্যাঁ, এই অস্থির সময়ে আপনার জীবন দর্শন আমার চলার পথে পাথেয় হবে। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।
একদম ঠিক বলেছেন।
Apurbo gaan❤❤❤❤. Khub bhalo thako bhai.
অসাধারণ অভূতপূর্ব কি ভাষায় যে বলব!
সত্যি বলছি অপূর্ব অপূর্ব
আমি হতবাক , মুগ্ধ !
রবিঠাকুরের গান আপনার গলায় আমার জীবনে কতটা অপরিহার্য সেটা বোঝাতে পারবো না।
Tumi amar praner vai hobe? Ami to.
mar didi hobo
এ কিরে ভাই , এভাবেও সম্ভব । অপূর্ব ।
আমি একজন অবসর প্রাপ্ত শিক্ষিকা, তোমার গান শুনে ভীষন ভালো লাগলো। কোথায় যেনো মাটির তান অনুভব করলাম। তুমি এত অল্প বয়সে জীবনের অনেক কঠিন পথ পরে ফেলেছ, তাই তোমার জীবন দর্শন অনেক প্রগাঢ় হয়েছে। তোমার কথা বলবার ধরন খুব সাবলীল, অথচ মার্জিত, কোথাও কোনো অহমিকা নেই। সামনের জীবনে তুমি অনেক নাম ও যশ লাভ করবে জানি, কিন্তু তুমি যেন বদলে যেওনা ভাই! প্রচুর অর্থ মানুষের মনকে বদলে দেয় tumi ei রকমই থেকো।,😊😊
অদ্ভুত সুন্দর গলা,যেমন গলা তেমনি গায়কী, তোমার গান বেশ কিছু দিন ধরে শুনছি, ভীষণ ভালো লাগে। আমি কলকাতায় থাকি, উত্তর বঙ্গের তোমার বাড়ি, উত্তর বঙ্গে আমার কিছু আত্মীয় স্বজন,পরিচিত মানুষ জন আছে, তোমার সাথে সাক্ষাতে গান শুনতে চাই, ইচ্ছা রইল। ভালো থেকো
অপূর্ব গাইলেন ভাই খুব ভালো লাগলো❤❤
খুব ভালো গাইলেন। 🙏
তোমার গায়কীতে এতো অভিনয় গানের অর্থকে স্পষ্ট করে। বেশ ভালো লাগে
অসাধারণ ভাই!
BA alok brother tui amar prani brother thank you
Darun2 ভাই
ভালো লাগলো 😊
তোমার এই ব্যাক্ষা তে একটা কবিতা র লাইন মনে পরে গেল আমি ভালোবাসি যারে সে কি কভু আমা হতে দূরে যেতে পারে
খুব ভালো থেকো সোনা আর অনেক গান শুনিও
❤❤❤❤❤
হা করে শুনেই গেলাম ,💚😊আপনি নয়ন তারাতেই আছেন
ভালো লাগলো। সুন্দর বলার ভঙ্গী
আপনার গান শুনে খুব ভালো লেগেছে। গানের কোন কোর্স করেছেন এবং এখনো গান শিখছেন কি না জানাবেন? খুব ভালো।
Apnake amar base lage ar tar sathe gan to achai e , apni je rom achen tamon e thakun 😊
আমি তোমাকে আপনি বলব না কারনআমিও তোমার মা এর বয়সী হবো তাই বলছি তুমি লিখে দাও এত সময় বাকবাকানি কিন্তু তোমার যে গানে তুমি কিছু বলও না সেটা আমি তখন শুনি না পরে শুনব ভাবি আর তোমার কথার মধে এত আনন্দ , খুব ভালো কথা বলও আর গানের তুলনা নেই , সত্যি বাবা তুমি শিল্পী , আমি এত বয়সে তোমার গান শুনে গান গাওয়ার প্রেরণা পাই , আর আমি গাইতে থাকি, কেউ শুনলে শুনবে না হলেও যতদিন গাইতে পারব গেয়ে যাবো নিজের ভালো লাগার জন্যে , তুমি কেন জেলে গেছিলে??যদিও জানতে চাওএ বোধায় ঠিক নয় তাও যদি বলার মতো হলে জানিও . ❤❤
❤❤❤❤
Bahh
Àpurba.👍👍👍❤️👍👍👍
আমি তোমার থেকে হয়তো বয়সে বড়োই হবো তাই ভাই বললাম কিছু মনে কোরোনা। তোমার গান গুলো মোটামুটি সবগুলোই শোনার চেষ্টা করি। খুব খুব খুব ভালো লাগে, আর শুধু ভালোলাগে তাইনয় ভেতর থেকে ইনস্পায়ার্ড হই। তোমার গান শুনেই এই 50+বয়স পার হবার পরেও প্রথাগত ভাবে গান শেখা শুরু করছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি আরো ভালো ভালো গান এভাবেই আমাদের উপহার দাও এটাই তোমার কাছে অনুরোধ। আর তোমাকে আমি একটা ম্যাসেজ করেছিলাম তুমি দেখেছো কিনা জানিনা। সেখানে লিখেছিলাম আমার কিছু শ্যামাসংগীত লেখা আছে সেগুলো তোমাকে উপহার স্বরূপ দিতে চাই। তুমি যদি সেগুলো নিয়ে কাজ করো তাহলে খুব ভালো লাগবে। আমি জানিনা মায়ের কি ইচ্ছা। তোমার কোনো নং পেলে লেখাগুলো পাঠাতাম। খুব ভালো থেকো ভাই। উইথ❤❤❤❤❤❤।
কি সাবলীল পরিবেশন
Sab miliye boli "APOORBA".
Tomar alok dharai duba galam
দাদা আপনার ঠিকানা কি?
Ei simplicity ta hariye phelo na bhai, erpor to anek nam korbe.
বাকরুদ্ধ
জেলে যেতে হয়েছিল কেন?
হ্যাঁ, আমিও তা জানতে চাই।
এমন গুণীজন কে কেন জেলে যেতে হয়েছিল। খুব জানতে ইচ্ছা করছে।এরকম বকবকানি শুনতে আমাদের একটুও বিরক্তিকর লাগছে না।এর মধ্যেওসুর ছন্দ খুঁজে পাচ্ছি।
আমার ও জানতে ইচ্ছুক। কি জন্য এ মাপের শিল্পীর ও রকম একটা জায়গায় যেতে হল....
❤❤❤❤