শীতে টাঙ্গুয়ার হাওর

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • শীতে টাঙ্গুয়ার হাওর
    গত ২০শে মার্চ আমরা দুই বন্ধু টাঙ্গুয়ার হাওর এলাকায় বেড়াতে যাই। যদিও সবাই এই সময়ে ওখানে যেতে নিরুৎসাহিত করেছিল। কারন ওখানে এখন পানি নাই। তাই দেখার কিছু নাই।
    কিন্তু এই সময়ের টাঙ্গুয়ার হাওর ও অসাধারন দেখতে।
    টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরনা) এসে মিশেছে এই হাওরে। দুই উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওর ২৮ বর্গকিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষিজমি। একসময় গাছ-মাছ-পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওর। ১৯৯৯ খ্রিষ্টাব্দে টাঙ্গুয়ার হাওরকে 'প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা' হিসেবে ঘোষণা করা হয়, তখনই অবসান হয় দীর্ঘ ৬০ বছরের ইজারাদারির। ২০০০ খ্রিষ্টাব্দে ২০ জানুয়ারি এই হাওরকে 'রামসার স্থান' (Ramsar site) হিসেবে ঘোষণা করা হয়। আইসিইউএন এই হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে। হাওর এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের মধ্যে ২০০১ খ্রিষ্টাব্দে ১২ ফেব্রুয়ারি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২০০৩ খ্রিষ্টাব্দের ৯ নভেম্বর থেকে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। সুইস অ্যাজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং আইসিইউএন ২০০৬ সালের ডিসেম্বর থেকে 'টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা' প্রকল্প পরিচালনা করছে।[৩]
    শীত মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় ২৪টি বিলের পাড় (স্থানীয় ভাষায় কান্দা) জেগে উঠলে শুধু কান্দার ভিতরের অংশেই আদি বিল থাকে, আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকেরা রবিশস্য ও বোরো ধানের আবাদ করেন। এ সময় এলাকাটি গোচারণভূমি হিসেবেও ব্যবহৃত হয়। বর্ষায় থৈ থৈ পানিতে নিমগ্ন হাওরের জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা -রোদ পোহায়, জিরিয়ে নেয়। কান্দাগুলো এখন (২০১২) আর দেখা যায় না বলে স্থানীয় এনজিও ও সরকারি ব্যবস্থাপনায় সেখানে পুঁতে দেয়া হয়েছে বাঁশ বা কাঠের ছোট ছোট বিশ্রাম-দণ্ড।
    Background Music credit Bensound.com
    Watch my other videos
    Char Kukri Mukri Part 2 চর কুকরী মুকরী ২য় পর্ব
    • Char Kukri Mukri Par...
    চর কুকরী মুকরী ১ম পর্ব Char Kukri Mukri Part 1
    • চর কুকরী মুকরী ১ম পর্ব...
    Dayout @Kishoregong (কিশোরগঞ্জে একদিন) - 3rd Part (Isha Kha Junglebari Fort)
    • Dayout @Kishoregong কি...
    Dayout @Kishoregong (কিশোরগঞ্জে একদিন) - 2nd Part (Sholakiya Eidgah)
    • Dayout @Kishoregong কি...
    Victory Day Lighting (বিজয় দিবসের আলোকসজ্জা)
    • Victory Day Lighting ব...
    Dayout @Kishoregong (কিশোরগঞ্জে একদিন) - 1st Part
    • Day out @Kishoregang ক...
    Ham Ham Falls Last Episode (হাম হাম ঝর্না - শেষ পর্ব)
    • Ham Ham Falls - Last E...
    Ham Ham Falls Part - 1 ( হাম হাম ঝর্না পর্ব - ১)
    • Ham Ham Falls Part - 1...
    Shitlai Jomidarbari @Edruc (Pabna) শীতলাই জমিদার বাড়ী - শীতলাই হাউজ
    • Shitlai Jomidarbari @E...
    Thailand Discovery Vlog 1 (থাইল্যান্ডে ঘুরাফেরা ১ম পর্ব)
    • Thailand Discovery Vlog 1
    Thailand Discovery Vlog 2 (River Cruising @Bangkok)
    • Thailand Discovery Vlo...
    Thailand Discovery Part 3 Phi Phi Island(থাইল্যান্ডে ঘুরাফেরা ৩য় পর্ব)
    • Thailand Discovery Par...
    Visiting Maowa (Padma Bridge) - পদ্মা ব্রীজ এলাকায় বেড়ানো
    • Visiting Maowa (Padma ...
    Beautiful clouds in blue sky (শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা) • Beautiful clouds in bl...
    Regards
    Travelling4Adventure
    Bdsaki
    raindropentertainment49@gmail.com

ความคิดเห็น • 4