শেয় ছটো বেলা থেকে একি নাটক দেখতে নতুন নতুন বই না ধরলে ভালো শিল্পি হতে পারবেন্না। এই ডিজিটাল যুগে এখনো আদিম কালের সুর চালাই। লাইটিং মিউজিক পরিবর্ত্ন না হলে মানুষ কি দেখে, শিবনাথাবাবু অভিনয় এখনো সেখার আছে দাদা। সমস্ত শিল্পি কেই বোলছি অভিনয় এর নতুন সুর যোগ করা লাগবে। এপার বাংলাই এই নাটক গুলা করতো দুশ্যাষ সাহা স্বপন কুমার অসিম পারুল এযুগে এসে এখন সেলিম ভালো বলে তাদের কাছ থেকেও তো শিখতে পারেন বিয়ে পড়ানোর মতো করে টেনে টেনে অভিনয় এখন চলবেনা ভুল হলে খমা করবেন ড্রেকট্রর সাহেব,
ঝন্টুর মা ভাল অভিনয় করছে কিন্তু একি বললো প্যাট ভরে খেতে পারবে??
মোটেও ভালো হয়নি। মহিষাডাংগা তরুন নাট্য সংস্থার কুমার দেবুর অনুসন্ধান পালাটি দেখার অনুরোধ রইলো
শেয় ছটো বেলা থেকে একি নাটক দেখতে
নতুন নতুন বই না ধরলে ভালো শিল্পি হতে পারবেন্না।
এই ডিজিটাল যুগে এখনো আদিম কালের সুর চালাই।
লাইটিং মিউজিক পরিবর্ত্ন না হলে মানুষ কি দেখে,
শিবনাথাবাবু অভিনয় এখনো সেখার আছে দাদা।
সমস্ত শিল্পি কেই বোলছি অভিনয় এর
নতুন সুর যোগ করা লাগবে।
এপার বাংলাই এই নাটক গুলা করতো দুশ্যাষ সাহা স্বপন কুমার অসিম পারুল
এযুগে এসে এখন সেলিম ভালো বলে
তাদের কাছ থেকেও তো শিখতে পারেন
বিয়ে পড়ানোর মতো করে টেনে টেনে অভিনয়
এখন চলবেনা
ভুল হলে খমা করবেন ড্রেকট্রর সাহেব,
ভালোই হয়েছে কিন্তু নায়ক কে আরো সুন্দর করে নাটক মুখস্থ করতে হবে।
আর নায়ক এর বাংলা উচ্চারণ এ ভূল আছে।
কেনো কে কিনো বলছে🙏
আন কোরা শিল্পী। কারো অভিনয়ই ভালো লাগছে না।