স্বপ্নের আমেরিকা | প্রকৌশলী স্বামী হলেন নিরাপত্তা কর্মকর্তা | চিকিৎসক স্ত্রী শিক্ষক

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.พ. 2023
  • জায়েদুর রহমান ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। অবসর জীবনে থিতু হয়েছেন আমেরিকায়। আর, তার চিকিৎসক স্ত্রী আমিনা হাসনাত চৌধুরী ছিলেন সেনা কর্মকর্তা। কর্নেল পদে। তিনিও অবসর শেষে স্বামী সন্তানের সাথে থাকছেন নিউ ইয়র্কের বাফেলো সিটিতে।
    গত ৩ ফেব্রুয়ারি গিয়েছিলাম তাদের বাড়িতে। সেখানেই আলাপ।

ความคิดเห็น • 197

  • @anwarmohammad730
    @anwarmohammad730 ปีที่แล้ว +8

    Congratulations & thanks for all family member's with a best wishes from U. K. Many men many mind . May be always respect to all good work's except a bad or criminal work's . Must be change our country's people's mentality & consusness . ❤️ ❤️ ❤️

  • @Monu19912
    @Monu19912 ปีที่แล้ว +28

    একটা মরিচীকার পেছনে সবাই ছুটছে।

  • @md.mofajjelhossainsabuj6324
    @md.mofajjelhossainsabuj6324 ปีที่แล้ว +12

    অর্থ পাচারকারী একটি পরিবারের সাক্ষাৎকার শোনলাম। এ জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীনতা পেয়েছিলাম।

  • @rokeyakhanam3645
    @rokeyakhanam3645 ปีที่แล้ว +5

    So much impressed. I ive in Arizona. Me also came here after retirement.And I worked in a preschool. I enjoy it. What u said these are correct figuring. Thank u apu. I appreciated.

  • @healer2008
    @healer2008 ปีที่แล้ว +12

    I moved to USA about 34 years ago. When I got here , I had to take a security guard job so I can get medical benefits. I was also struggling with english (writing). I kept working hard and took some college courses on criminal justice. I also took some certification courses on investigations , surveillance etc. It took me some time but I ended up becoming a corporate investigator . When I started working as a security guard , our Desi brothers and sisters look down on me , teased me and called me a "Chokider" but I followed my heart and kept moving forward . I have done well in this field I also teach "Interview & interrogation" and I love going to work everyday. Don't worry about what people think or say , keep moving forward :).

  • @muktadirchowdhury9358
    @muktadirchowdhury9358 ปีที่แล้ว +4

    এত positive কথার মধ্যে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। সেটা জেনে না নিজেদের মনের কষ্ট লাঘব করার জন্য বুঝতে পারছি না। অবসরে প্রপ্তটাকা নিশ্চয়ই বৈধ ভাবে আনতে গিয়ে সরকারকে বিরাট অংকের ট্যাক্স দিতে হয়েছে৷ এতে অন্যায় কি। যারা অবৈধ ভাবে টাকা সরাচ্ছেন তারাই প্রকৃত অপরাধী।

  • @AmranGreenHouse
    @AmranGreenHouse ปีที่แล้ว +2

    Very nice, Thanks for tell the true,please share this video in my country Bangladesh. From New York

  • @ayeshasiddika878
    @ayeshasiddika878 ปีที่แล้ว +28

    নিজের দেশ ছেড়ে চলে গিয়ে এভাবে জীবন যাপন করার কোনো মানে খুঁজে পাইনা। ডাঃ হিসেবে নিজের দেশে থাকলে অনেক মানুষকে চিকিৎসা দিতে পারতেন। আমি নিজের দেশকে ভালোবাসি তাই কখনও দেশ ছেড়ে যাবোনা।

  • @amaarcreation5506
    @amaarcreation5506 ปีที่แล้ว +2

    Wow, good to see this couple. .. They are so innocent..Thanks for sharing this video.

  • @akhterrokeya8572
    @akhterrokeya8572 ปีที่แล้ว +8

    আপু ও ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ।

  • @syed9021
    @syed9021 ปีที่แล้ว

    Alhamdullilah! great statement also Mrs Amena you are very confident. Wish you all the best😊

  • @learningfromlife6992
    @learningfromlife6992 ปีที่แล้ว +2

    বাংলাদেশ আর্মির প্রতি আপনার শ্রদ্ধা আর আপনার সারাটা জীবন খরচ দিয়ে এই পর্যন্ত আপনাকে তুলে দিয়েছে , তাদের প্রতি আপনার কোন শ্রদ্ধা নেই। আপনি বাংলাদেশে থাকলে দেশের মানুষ অনেককিছু পেত। কিন্তু আপনি খুব ছোট স্তরের কাজ করছেন আমেরিকা।

  • @NigarsCookingCorner
    @NigarsCookingCorner ปีที่แล้ว +1

    Assalamualaikum

  • @saidulalam-fu3cv
    @saidulalam-fu3cv ปีที่แล้ว

    Madam wishing you all the very best. salute from the Corp of my heart

  • @user-bm2bj2pz4l
    @user-bm2bj2pz4l ปีที่แล้ว

    সোহেল ভাই -- আপনার করা সাক্ষাৎকার ভিত্তিক ভিড়িও অনেক ভালো।

  • @ziaur565
    @ziaur565 ปีที่แล้ว

    Congratulations Zaidur & Bhabi. May Allah swt. bless you & your family.

  • @kantidas4817
    @kantidas4817 ปีที่แล้ว +16

    আপনারা সাংবাদিক, এটা কেন জিজ্ঞেস করেন না।এতো শিক্ষিত হয়ে কেন বাংলাদেশে কেন থাকলে না?

  • @funnelbd001
    @funnelbd001 ปีที่แล้ว +9

    ম্যাডাম ঠিক আছে। আপনারা আমেরিকাতে গিয়েছেন। মুখে বলছেন ভালো আছেন কতটা আছেন সেটা আপনারাই ভাল জানেন। বাংলাদেশের সরকার আপনাদেরকে বাকি জীবন একটু আরামে থাকার জন্য অবসর দিয়েছেন এবং তার জন্য যথেষ্ট টাকা পয়সা এবং অন্যান্য সুযোগ সুবিধাও দিয়েছেন। কিন্তু আমার মনে হয় আপনারা শেষ জীবনে নিজেদের জীবনকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছেন। হয়ত সন্তানদের কারনেই হয়ত শেষ জীবনেও কষ্ট করতে হচ্ছে।

  • @ferdowsimoni8250
    @ferdowsimoni8250 ปีที่แล้ว +2

    Thanks madam hats off you . I am also from BD Army .

  • @khadizabegum6167
    @khadizabegum6167 ปีที่แล้ว +3

    আমার ও একই অবস্থা। আমি যদি আপনার মতো একটা চাকরি পেতাম । তবে আপনার কথা শুনে আমি সাহস পেলাম।