সন্ময়বাবু, বাংলার বুদ্ধিজীবীদের কথা শুনলে গা ঘিন ঘিন করে উঠে। আর তৃণমূলের কথা কানে গেলে বমি পায়। এতটাই অসহ্য হয়ে গেছে এরা। এদের কথা শুনতে আর ভালো লাগেনা। এখন একমাত্র কাজ হলো এই তৃণমূল দলটাকে কবর দিয়ে বাংলাকে শাপমুক্ত করা। সন্ময়বাবু আপনি দারুন কাজ করছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। সাবধানে থাকবেন। নমস্কার নেবেন।
@@nishitadas3147 এটাই তো সত্যি খবর ! আপনি জানেন না যে সে CPM এর অতোবড়ো প্রবক্তা ছিল, আর আজ তৃণমূল দলের রাজ্য মুখপাত্র নিযুক্ত হয়েছে ?/ কোনো মানুষের কোন বিবেক, বুদ্ধি, আর আত্মসম্মান থাকলে এই কাজ করতে পারে কি?
আমি বামপন্থী নই কিন্তু শতরূপ ঘোষের কথা শুনতে ভালো লাগে, শুধু এখানেই নয় যখনই কোন বক্তব্য রাখেন পরিষ্কার চাঁচাছোলা ভাষায় বলে থাকেন যা শুনতে খুব উপভোগ্য হয়।
বামপন্থায় আমার বিন্দুমাত্র আগ্রহ বা আস্থা নেই, কিন্তু স্বীকার করতেই হবে, বামপন্থী নেতারা ব্যক্তিগত রূপে অনেক সৎ । ওনাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ অস্বাভাবিক রূপে বৃদ্ধি পায় নি ।
Eksomoi Barun Sengupta CPI(M) party tar nam diechilen Contractors Promoters Incorporated (Monopoly). Satarup bodhai bujhte parche na j amader ini holen oderi mane CPM er school er First Class First chatri. Same to same shashon korchen,
@@sounakmukherjee7590 সিপিএমের সময় চাকুরিজীবিদের সংখ্যা বাংলায় প্রচুর ছিলো। দ্য হিন্দু'র একটা রিপোর্ট অনুসারে ২০০৫ সালে সারা ভারতের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল জবের দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে ছিলো। ইনফোসিস, সল্টলেকে আইটি হাব এসব বাম আমলেই তৈরি। হ্যাঁ অনেক সমালোচনা অবশ্যই ছিলো, অনেক খারাপ কাজও করেছে। কিন্তু তৃণমূলের মতো আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ছিলো না। আর আপনি যেই বরুণ সেনগুপ্তর কথা বলছেন, সে মমতা ব্যানার্জির খুব প্রিয় মানুষ ছিলেন। সবসময় মমতাকেই হাইপ দিতো। মমতা ক্ষমতায় আসার পর সিপিএমের বিরুদ্ধে ৮-৯ টা কমিশন বসায় একটারও রিপোর্ট বার করতে পারেনি
@@shampaghosh9454 ar shilpayan er kotha bolben na, dhoa bandh chaka bandh kore kore hazar hazar kol karkhana bondho korar nam cpm. Jan na ektu durgapur er dike, dekhben ek ekta township aj sosane porinato hoyeche. Tai ar CPM na. Ora birodhi i bhalo.
আনন্দবাজারের সাথে গত 60 বছরের সম্পর্ক ত্যাগ করেছি 18.03.2020. এই সব পত্রিকার পেছনে কোনো খরচ না করে আনন্দে আছি। সকলকে অনুরোধ করি সন্ময় বন্দোপাধ্যায়ের মত সত্যাকার সাংবাদিকদের প্রতিবেদন সম্পর্কে জনগণকে অবহিত করার দায়িত্ব গ্রহণ করি। সকলে অন্তত 10 জনকে share করুন।
WHERE ARE TRUE POLITICAL NEWS ! FEAR ? WHOM ? IF YOU WRITE TRUE, YOU CAN NOT GET ADVERTISEMENT ? YOU ARE NOT BRAVE ! BUT NEWS WILL BE " NIRAPEKSHA ". DO NOT SINGAL SIDE .
আপনার মত আমার ও বাড়িতে গত ৫৫ বছর ধরে আনন্দ বাজার পত্রিকা আসত। সকাল বেলা আনন্দ বাজার পত্রিকা না পড়ে কোন কাজ করাই যেত না। কিন্তু গত কয়েক বছর ধরে পত্রিকা র মান এত পড়ে গেছে বলে বোঝানো যাবে না। সত্যি কথা বলতে কি যে পত্রিকা অন্যায়ের বিরুদ্ধে লিখতে কিন্তু কিন্তু করে আর সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করে পত্রিকা চালাতে হলে তার আর যাইহোক সাধারণ মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করা সম্ভব নয়।
বুদ্ধিজীবীর সংজ্ঞা বাঙালি কিভাবে করে আমার জানা নেই। নামী অধ্যাপক বা ডাক্তার বা বিজ্ঞানী বা অর্থনীতিবীদ কাউকে দেখা যায় না। আছে কিছু পাড়ার অনুষ্ঠানে হাততালি পাওয়া কুচো অভিনেতা, নাম কাটা কবি সাহিত্যিক যাদের দৌড় এবং বুদ্ধির পরিসর সীমিত। কে এদের বাঙালি ছাড়া চেনে?
Dakat Rani ke chine chilam jokhan nijer sartho jonno Tata ke tariye chilo. Jai hok. Bangla 10 years nosto Holo. She is roadblock for any progress or development. Prochono lobhi, nirlojjo, bhayankar, uneducated , nisthur, asobhya, . According to Bharti Ghosh , she and her baipo should be thrown out to Bay of Bengal.
একদম ঠিক। গত ৫ বছর কাগজ বন্ধ করে দিয়েছি। কোন কাগজই আর পড়ি না। আনন্দবাজারতো পড়ি না প্রায় ১০ বছর। আমি বলি কি, ওটা "Views Paper" .... news paper na. কারন খবরকে (news) তুলে না ধরে নিজেদের মন্তব্য লেখে নিজেদের মতো করে। বাকিরাও করে, কিন্তু আনন্দবাজার এ ব্যাপারে champion !!!!
তৃনমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের দিন যে লকডাউন ছিল তার পরিবর্তন করা হয়েছিল, মহরমের দিন ঘোষিত লকডাউন পরিবর্তন করা হয়েছিল, তাহলে ১৩ তারিখের ঘোষিত সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার আগের দিন ১২ই সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার করা হবে না! কেন হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যত নিয়ে এভাবে ছেলেখেলা করা হবে??? প্রত্যেক পরীক্ষার্থীদের পরিবার এবং নাগরিকদের কাছে অনুরোধ আপনারা এ ব্যাপারে সোচ্চার হোন।
সাঃবাস শতরুপ। এই কথা আপনি প্রতিটি Channel বলে আসছেন আনেক দিন ধরে। ঠিকই ( ডাল মে কুছ কালা তো হ্যা ই হ্যায় )। আনন্দবাজার। ওটা পড়ার কাগজ নাকি? ঘেন্যা লাগে নাম শুনলে। ( বাংলার বার্তা দীর্ঘ জিবি হোক। ) সহ্ময় বাবু ভাল থাকুন।
Why are you wasting energy on the issue of corruption and nepotism displayed by the political merchant of our state(*) her days in nabanna are numbered(*) for the time being, let the voters who took the liar and fire lady for the symbol of honesty and poverty alleviation pay the price for digging canal to invite crocodile(*)
দাদা কর্মসংসথান এর ওপরে একটি বিস্তারিত ভিডিও করুন ।দাদা আপনার কাছে 1 টাই অনুরোধ যে কোন নিযোগ যেন এক বছরের মধ্যেই শেষ হয়, তার জন্য আইন প্রণয়ন এর ব্যবস্থা করুন ।আর চাকরির পরীক্ষা নিয়মিত করার জন্য আইন করুন ,এটা আমার ব্যক্তিগত মত।
Buiddhi jheebi na ogulo Udgaandu er dol... Raajjyo sorkarer ja kaaj seta oi Ashok babu r Maya debi korchen... Murkhomontri er lojja hoa uchit (jodi lojja theke thake)
My hearty congratulation to Mr. Sanmoy Banerjee for the critical and bold role taken by him in this trying time of Bengal. Appreciate your initiative. You have played critical role of exposing present situation of Bengal. Bengal will remember your bold stand for many years in future. You are one of the mouth piece of Bengal with straight backbone. Thank you Sir.
এক টাকা মাইনে তে যদি ৩৫ টা পাকা ফ্ল্যাট বাড়ি কেনা যায় তাহলে মাসে ৭০০০ টাকা মাইনে তে কয়টা পাকা বাড়ি তৈরি করা যায়? অথচ আমাদের মাথার উপর কোন পাকা ছাদ নেই রোজ ঠিক মতো খাবারই জোটে না
শতরূপ দা আপনাকে অশেষ ধন্যবাদ সত্যটা বলার জন্য, কিন্তু এতেও কি লাভ হবে বাংলার জনগণের
আমরা আর আনন্দ বাজার কিনি না,এটাকে এখন বাজারি পত্রিকা ।
দালাল বাজার পত্রিকা।
আনন্দ বাজার
নোংরা অসত্ সে জন্য আমরা
45 বছরের পাঠক, আমরা আনন্দ বাজার নাওয়া বন্ধ করেছি 3 বছর থেকে।
আমি মাসে 300.00 / 400.00 টাকার বই কিনি বাড়ির জন্য।
সন্ময়বাবু, বাংলার বুদ্ধিজীবীদের কথা শুনলে গা ঘিন ঘিন করে উঠে। আর তৃণমূলের কথা কানে গেলে বমি পায়। এতটাই অসহ্য হয়ে গেছে এরা। এদের কথা শুনতে আর ভালো লাগেনা। এখন একমাত্র কাজ হলো এই তৃণমূল দলটাকে কবর দিয়ে বাংলাকে শাপমুক্ত করা। সন্ময়বাবু আপনি দারুন কাজ করছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। সাবধানে থাকবেন। নমস্কার নেবেন।
🙏👍🙏
Momata Bogam hato TMC hato
ব্যানার্জি পরিবারের মোট সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণ করা দরকার। সঠিক উদ্যোগ গ্রহণ করুন
আনন্দ বাজার পত্রিকাকে আমি পড়া বন্ধ করেছি।খবরের সত্যতা নিশ্চিত নয়।
শতরূপ বাবু মানুষ হিসাবে তোমার শিরদাঁড়া ইস্পাতের মত শক্ত ও শক্তিধর এজন্য তোমাকে ধন্যবাদ, জানালেও আমার মনে হয় কম হয়ে গেল। এইভাবে চালিয়ে যাও।
ঔৌৌৌৌৌঔৌঔঔঔৌঔৌৌঔৌ
শতরূপ দাদা যা যা বলছেন আমি নিশ্চিত উনি একদমই সঠিক কথাই বলছেন।
apnar ki mone hoy thik na bolle etodin e jail er baire thake? proman ache bolei jail e gelona nahole sanmoy sir er kothi vabun
@@anubhabadhikary1514 আপনার সাথে আমি সম্পূর্ণ একমত।
@@saktimukherjee451 Advut katha bolchen toh.!!!
4
@@nishitadas3147 এটাই তো সত্যি খবর ! আপনি জানেন না যে সে CPM এর অতোবড়ো প্রবক্তা ছিল, আর আজ তৃণমূল দলের রাজ্য মুখপাত্র নিযুক্ত হয়েছে ?/ কোনো মানুষের কোন বিবেক, বুদ্ধি, আর আত্মসম্মান থাকলে এই কাজ করতে পারে কি?
আমি বামপন্থী নই কিন্তু শতরূপ ঘোষের কথা শুনতে ভালো লাগে, শুধু এখানেই নয় যখনই কোন বক্তব্য রাখেন পরিষ্কার চাঁচাছোলা ভাষায় বলে থাকেন যা শুনতে খুব উপভোগ্য হয়।
বামপন্থায় আমার বিন্দুমাত্র আগ্রহ বা আস্থা নেই, কিন্তু স্বীকার করতেই হবে, বামপন্থী নেতারা ব্যক্তিগত রূপে অনেক সৎ । ওনাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ অস্বাভাবিক রূপে বৃদ্ধি পায় নি ।
Party has finished and has no hope. He should better avoid this party.
Eksomoi Barun Sengupta CPI(M) party tar nam diechilen Contractors Promoters Incorporated (Monopoly). Satarup bodhai bujhte parche na j amader ini holen oderi mane CPM er school er First Class First chatri. Same to same shashon korchen,
@@sounakmukherjee7590 সিপিএমের সময় চাকুরিজীবিদের সংখ্যা বাংলায় প্রচুর ছিলো। দ্য হিন্দু'র একটা রিপোর্ট অনুসারে ২০০৫ সালে সারা ভারতের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল জবের দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে ছিলো। ইনফোসিস, সল্টলেকে আইটি হাব এসব বাম আমলেই তৈরি। হ্যাঁ অনেক সমালোচনা অবশ্যই ছিলো, অনেক খারাপ কাজও করেছে। কিন্তু তৃণমূলের মতো আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ছিলো না। আর আপনি যেই বরুণ সেনগুপ্তর কথা বলছেন, সে মমতা ব্যানার্জির খুব প্রিয় মানুষ ছিলেন। সবসময় মমতাকেই হাইপ দিতো। মমতা ক্ষমতায় আসার পর সিপিএমের বিরুদ্ধে ৮-৯ টা কমিশন বসায় একটারও রিপোর্ট বার করতে পারেনি
@@shampaghosh9454 ar shilpayan er kotha bolben na, dhoa bandh chaka bandh kore kore hazar hazar kol karkhana bondho korar nam cpm. Jan na ektu durgapur er dike, dekhben ek ekta township aj sosane porinato hoyeche. Tai ar CPM na. Ora birodhi i bhalo.
ওগুলো অনুপ্রেরণার প্লট.... ওগুলো অটোমেটিক হয়ে যায়। এতে দেবীর মহিমা আরো বৃদ্ধি পায়! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
অশোক দত্ত ও মায়া দাস কে অসংখ্য ধন্যবাদ। ইচ্ছে থাকলে প্রচারের প্রয়োজন হয় না।
হাজার হাজার কোটি প্রামণ ওনমস্কার
আনন্দবাজারের সাথে গত 60 বছরের সম্পর্ক ত্যাগ করেছি 18.03.2020. এই সব পত্রিকার পেছনে কোনো খরচ না করে আনন্দে আছি। সকলকে অনুরোধ করি সন্ময় বন্দোপাধ্যায়ের মত সত্যাকার সাংবাদিকদের প্রতিবেদন সম্পর্কে জনগণকে অবহিত করার দায়িত্ব গ্রহণ করি। সকলে অন্তত 10 জনকে share করুন।
WHERE ARE TRUE POLITICAL NEWS ! FEAR ? WHOM ? IF YOU WRITE TRUE, YOU CAN NOT GET ADVERTISEMENT ? YOU ARE NOT BRAVE ! BUT NEWS WILL BE " NIRAPEKSHA ". DO NOT SINGAL SIDE .
সবাই কে বিনম্র শ্রদ্ধা জানাই যাদের কাছে পৌঁছাতে পেরেছি।
আপনার মত আমার ও বাড়িতে গত ৫৫ বছর ধরে আনন্দ বাজার পত্রিকা আসত। সকাল বেলা আনন্দ বাজার পত্রিকা না পড়ে কোন কাজ করাই যেত না। কিন্তু গত কয়েক বছর ধরে পত্রিকা র মান এত পড়ে গেছে বলে বোঝানো যাবে না। সত্যি কথা বলতে কি যে পত্রিকা অন্যায়ের বিরুদ্ধে লিখতে কিন্তু কিন্তু করে আর সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করে পত্রিকা চালাতে হলে তার আর যাইহোক সাধারণ মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করা সম্ভব নয়।
আমি আনন্দবাজার পত্রিকার গ্রাহক ছিলাম,আমি সব পত্রিকা বাদ দিয়ে আনন্দ বাজার পড়তাম। ৩০ বৎসর আনন্দ বাজার পত্রিকা পড়া বাদ দিয়েছি এখন খুব আনন্দে আছি।
SANMAY BANDOPADHYAY-ER NATUN PATRIKA BER KARE SARA BANGLA-Y PRACHAR KARA HOKE. JANAPRIYATA SABAR THEKE BERE JABE.
বুদ্ধি জীবির কথা এলেই কেন জানি না, আমার সারা শরীরে ভীষণ জ্বালা ধরে। বিশ্বাস করুন।
Amaro oi ak e obostha. Jokhn e buddhi jibider kotha shuni r mukh gulo mone pore tkhon gaa haat paa vishan jole.
Agulo bokjibi
পশ্চিম বঙ্গে মানবাধিকার কমিশন কোথায় গেল এটা জানার ইচ্ছা বাঙলার তথাকথিত বুদ্ধিজীবীদের হয় না ?
আর কতদিন আনন্দ বাজার পত্রিকা কে বিশ্বাস /ভরসা করবেন ?
বুদ্ধিজীবীর সংজ্ঞা বাঙালি কিভাবে করে আমার জানা নেই। নামী অধ্যাপক বা ডাক্তার বা বিজ্ঞানী বা অর্থনীতিবীদ কাউকে দেখা যায় না।
আছে কিছু পাড়ার অনুষ্ঠানে হাততালি পাওয়া কুচো অভিনেতা, নাম কাটা কবি সাহিত্যিক যাদের দৌড় এবং বুদ্ধির পরিসর সীমিত। কে এদের বাঙালি ছাড়া চেনে?
ছি: ছি: ছি: একি কান্ড করেছি তৃণমূলকে ভুল করে ভোট দিয়েছি।
We too
Dakat Rani ke chine chilam jokhan nijer sartho jonno Tata ke tariye chilo. Jai hok. Bangla 10 years nosto Holo. She is roadblock for any progress or development. Prochono lobhi, nirlojjo, bhayankar, uneducated , nisthur, asobhya, . According to Bharti Ghosh , she and her baipo should be thrown out to Bay of Bengal.
এই ভুল আমরা সবাই করেছি । এবার শুধরে নিতে হবে , তা না হলে সর্বনাশ হবে ।
dekhe rakhun 😂
@@liberandu8110 😞
দিদির পায়ে হাওয়ায় চটি, আর দিদির ভাই - ভাইপোরা সব কোটিপতি।
DARUN EXCELLENT BUSINESS !
😂😂🤣🤣
দিদি। ভাই ওভাই পো এবংআরোকেউ থকলে হাজার হাজার কোটি টাকা টাকা টাকা
৩৫ টা প্লট কিনেছে। এ তো চীনা জিনপিং শুনলে লজ্জা পাবে😎
একদম 😊
TMC hato Bagal Bachi
আমাদের দুর্ভাগ্য, এতো সবের পরেও বাঙ্গালীর ঘুম কবে ভাঙবে।
বাঙ্গালীর ঘুম ভেঙে গেছে সারারাত জেগে আছে কখন ২০২১ আসবে তার অপেক্ষা করছে।।
গোটা কয়েক ঠিকানা পেলে একটু তীর্থ স্থান গুলিতে মাথা ঠেকিয়ে আসতাম।
এটা তো ভাবার ব্যাপার। খুব ভালো লাগলো আপনার চিন্তা ভাবনা।
Mairi... Dada!!!😂😂😂Solid bolechhen!!
Ami o jabo,
দাদা দারুন বোলেছেন
Khub vlo blechhen
শুভ সকাল দাদা পশ্চিমবঙ্গের বুদ্ধিজিবিরা ঘুমিয়ে পড়েছে।।
এইবার ওই গাধা গুলো রাস্তায় বেরোলে জুতো খাবে।
ei buddhi jibijder mukhe chhap deowa uchit
সুপ্রভাত সন্ময় বাবু মোমবাতি বাজারে পাওয়া যাচ্ছে না ।জ্বালাবে কি করে ।
আনন্দবাজারকে কেউ বিশ্বাস করে না।
true
Thik bolechen dada ameo believe korina akta chiting baj kagaj
Dalal AI paper
ওটা দালাল বাজার পত্রিকা।
একদম ঠিক। গত ৫ বছর কাগজ বন্ধ করে দিয়েছি। কোন কাগজই আর পড়ি না।
আনন্দবাজারতো পড়ি না প্রায় ১০ বছর।
আমি বলি কি, ওটা "Views Paper" .... news paper na. কারন খবরকে (news) তুলে না ধরে নিজেদের মন্তব্য লেখে নিজেদের মতো করে। বাকিরাও করে, কিন্তু আনন্দবাজার এ ব্যাপারে champion !!!!
আমি আনন্দবাজারকে বিশ্বাস করি না।
How to get it?
ওটাকে অনেকে ইদানিং দুঃখ বাজার বলে
@@sumitrosinha8913 ,দালাল বাজার পত্রিকা।
আমি আনন্দ বাজার পত্রিকা কে
ঘৃণা করি।
তৃনমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের দিন যে লকডাউন ছিল তার পরিবর্তন করা হয়েছিল, মহরমের দিন ঘোষিত লকডাউন পরিবর্তন করা হয়েছিল, তাহলে ১৩ তারিখের ঘোষিত সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার আগের দিন ১২ই সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার করা হবে না! কেন হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যত নিয়ে এভাবে ছেলেখেলা করা হবে??? প্রত্যেক পরীক্ষার্থীদের পরিবার এবং নাগরিকদের কাছে অনুরোধ আপনারা এ ব্যাপারে সোচ্চার হোন।
TMC Sarkar wb er Sabar life ses kara diyeche..Manush Jadi satti bujte pare tahale er jabab debe 2021 e.
Ani kr tumi kar Ba na dan?
Thik bujhe uthte parchi na vai🤔
এই দলটি যখন এতো উন্নয়ন করেছেন, তাহলে এত প্রচার কি কারণে? মানুষকে বোকা বানানোর চেষ্টা অবশ্যই ব্যর্থ হবে।
শতরূপ, দীর্ঘজীবী হও।
অসাধারণ বক্তব্য কমরেড সতরুপ ঘোষের, লাল সেলাম
আর কয়েকটা দিন অপেক্ষা করুন এর পর কিছুতেই যখন কিছু হবেনা তখন লেবেঞ্চুস বিলি করতে শুরু করবে পাড়ায় পাড়ায়।
কুর্নিশ জানাই শ্রদ্ধেও অশোক বাবুকে বাংলার ভবিষ্যত প্রজন্মের জন্য একটি মহত কাজ করার জন্য। আশা করেছিলাম বিরোধী দল গুলো এই প্রয়াসটি করলে ভাল হত।
Ashok Dutta and Maya Das should b e honoured by everyone. Hats off
P k is abbreviation for political killer(*)
এই সাহসকে কুর্নিশ জানাই। ৩৫ টা plot ?।
আপনি আমাদের সামনে সত্য কথা গুলো তুলে ধরেন , তার জন্য অনেক অনেক ধন্যবাদ
অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ জানবার । লোভী নির্লজ্জ মিথ্যাবাদীর মূল লক্ষ্য পরিষ্কার ।
এই রকম সত্যি খবর উদঘাটিত করুন। আমরা সাথে আছি।
বাংলার বুদ্ধজিবী মানে তো অপর্না সেন,কৌশিক সেন,রিদ্ধিসেন আর কিছু কবি আছে, ওনারো তো নাম,ধর্ম দেখে মোমবাতির মিছিল করেন
AAR KEU NEI
দিদি কে বলো কাজের কিছু নয়।
কেন মানুষ এই 'আনন্দ বাজার' কাগজটা পড়ে,তাও আবার টাকা দিয়ে কিনে ?
আমি কোনদিন সিপিএম কে সমর্থন করিনি, তবুও শতরূপ ঘোষকে ধন্যবাদ জানাই সত্যটা সাহসিকতার সাথে তুলে ধরার জন্য ।
Anandabazar patrika bikri hoye gache. Baje khobor thake, view change Kore lekhe
শুনতে পারছি আনন্দবাজার নাকি বিক্রি হয়ে গেছে। সঞ্জিব গোয়েঙ্কা কিনেছে। খবরটা কি ঠিক না ভুল।
হতেই পারে দাদা।অনুপ্রেরণা তে কিনা হয়!সব ই সম্ভব।
২০১৬ তেই হাতবদল হয়েছে।
পুরো পুরি ভুল। কালীঘাট কিনেছ।
WAIT FOR TIME. WEST BENGAL PUBLIC ANSWER TO TIME.
ধন্যবাদ আপনাকে চালিয়ে যান আমরা আছি আপনার সাথে ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ ,শতরূপ ঘোষ । সত্য কে উপস্থাপনা করার জন্য ।
দেশে আয়ের অধিক সম্পত্তি থাকলে তার জন্য Income Tax Department তো আছে। তাদের কাছে report করা হচ্ছে না কেন ?
একদম ঠিক কথা । আইটি আছে একশো তিরিশ কোটির , অবশ্যই তার ট্যাস সরকার পায় ।
শাবাশ্ শ্রী শতরূপ ঘোষ । এবং আন্তরিক অভিনন্দন । এই নব- প্রজন্মের বাম নেতার বুদ্ধিদীপ্ত কথা, আশা জাগায়, হয়তো সব কিছু শেষ হয়ে যায়নি ।
আনন্দবাজার পড়লেই মাথা গরম হয়ে যায়। পড়া ছেড়ে দিয়ে খুব ভালো আছি এখন।
*কুর্নিশ জনাই সতরুপ ঘোষ কে।*
শতরূপ বাবু এই সাহসিকতা নিয়ে এগিয়ে যান । তাতে এখন বিপদ এলেও ভবিষ্যৎ উজ্জ্বল হবেই -হবে ।
স্যালুট জানাই আপনাকে অশোক বাবু। 🙏🙏
সাঃবাস শতরুপ। এই কথা আপনি প্রতিটি Channel বলে আসছেন আনেক দিন ধরে।
ঠিকই ( ডাল মে কুছ কালা তো হ্যা ই হ্যায় )।
আনন্দবাজার। ওটা পড়ার কাগজ নাকি? ঘেন্যা লাগে নাম
শুনলে। ( বাংলার বার্তা দীর্ঘ জিবি হোক। ) সহ্ময় বাবু ভাল থাকুন।
Thank you Com. Satarup
আনন্দবাজার পত্রিকা পড়ি না ABP আনন্দ দেখি না।
না পরলে আনন্দ বাজার পত্রিকার কোন যায় আশে আজ মমতার 32 টা এডভেটাইস পেয়েছে,
আমি ও
Shatarup daa r kotha joto suni, toto obak hye jai. Erkom netar i dorkar banglar unnotir jnno.
শতরূপ ও আপনাকে অসংখ্য ধন্যবাদ স্পষ্ট ও জোরালো ভাবে এই বক্তব্য রাখার জন্য।
দাদা, বাংলার বুদ্ধিজীবি আর হারকাটা গলির মেয়েদের মধ্যে কোন তফাত আছে কি????
😜
আজ থেকে নয় দীর্ঘদিন যাবৎ আনন্দবাজার এই কাজটা করছেl আর্থিক বা ব্যবসায়িক সুবিধার জন্য
সন্ময় বাবু আমাদের বুদ্ধিজীবী রাও অনুপ্রাণিত কোনো এক ব্যাক্তি এর প্রেরণায়
কেনো হবে না 35 টা প্লট! আমার কাছে চিটিং করে 6 লাখ টাকা নিয়েছে দিদির ছোটভাই বাবন। এরকম কতোজনের কাছে নিয়েছে কে হিসেব রাখে!
Thank you satarupa Ghosh.
Why are you wasting energy on the issue of corruption and nepotism displayed by the political merchant of our state(*) her days in nabanna are numbered(*) for the time being, let the voters who took the liar and fire lady for the symbol of honesty and poverty alleviation pay the price for digging canal to invite crocodile(*)
Ha ha ha. You are crocodile of double digit thought
অশোক বাবু অসংখ্য ধন্যবাদ
সেলাম আপনাকে, এধরনের উদ্যোগ আবারো সেলাম
এই সত্য কথাটা প্রতি টি রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে শুনতে চাই।
এটা তো খুবই সামান্য ***
আর ভাইপোর হোটেলের হিসাব কোথায় ?
সিবিআই তদন্তের পর সবাই জানবে ।
খুব ভাল লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সুপ্রভাত!!!!!!!
অশোক দত্ত মহাশয়কে ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই। তিনি দেখালেন বাংলায় এখন ও মানুষ আছে।
আনন্দ বাজার পত্রিকা আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি ।
sera satarup dada, tomake amra cm hishabe dekte chai💓💓💓
ঝরে গাছ ঘরের উপর পরে ঘর ভেঙেছিল আবেদন করেও কিছু সাহায্য পাইনি।
আনন্দবাজার একটি মেরুদন্ডহীন পদলেহনকারী পত্রিকায় পরিনত হয়েছে, বর্তমান অনেক আগেই বিক্রি হয়ে গেছে।
সর্বভূক সর্বনাশী মিথ্যাবাদী সরকার বাংলাকে একেবারেই অন্ধকারে ঠেলে দিয়ে, আবার ভাঁওতা দিয়ে ভুল বুঝিয়ে ভোট চাইছে। এই চোরের দলকে একটাও ভোট নয়।
CN channel is the besttttttttttttttttt channel...Ami army te kaj Kori...kajer phake sujog Pele aboshy ei channel ta Dekhi Bharat mata ki joy
জাগো হিন্দু জাগো
দাদা কর্মসংসথান এর ওপরে একটি বিস্তারিত ভিডিও করুন ।দাদা আপনার কাছে 1 টাই অনুরোধ যে কোন নিযোগ যেন এক বছরের মধ্যেই শেষ হয়, তার জন্য আইন প্রণয়ন এর ব্যবস্থা করুন ।আর চাকরির পরীক্ষা নিয়মিত করার জন্য আইন করুন ,এটা আমার ব্যক্তিগত মত।
পত্রিকা এবং চ্যানেল (আনন্দ বাজার) কোনটাই আর দেখিনা, কেমন যেন গা ঘিনঘিন করে
"যে যায় লঙ্কায় সেই হয় রাবন" আর আমরা সাধারণ মানুষরা ,নেতাদের কথার ভীষণ বিশ্বাস করি। এটাই আমাদের অভ্যাস।
বাংলার তৃণভোজী বুদ্ধিজীবি দের খোঁজার জন্য INTERPOL এর সাহায্য নেওয়া হোক ।
What a pleasant statements given by Sri Satarup Ghosh. Hats off and salute to Sri Satarup Ghosh.
সতরূপ দা 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍
Thanks Dada
এই কারনে আনন্দ বাজার পত্রিকা রাখিনা ।ABP আনন্দ দেখি না।
ধন্যবাদ স্যার। সংবাদ মাধ্যম তো বেকারদের কথা বলে না আপনার মুখে বারবার শুনে ভরসা পাই, মনে হয় আপনি অন্তত পাশে আছেন🙏
অশোকবাবু কে সশ্রদ্ধ নমস্কার, জামশেদপুরে মৃত্যু শয্যা থেকে।
শতরূপ তোমায় সালাম।
টালীর চাল থেকে 35 প্লট কোথ্থেকে এলো
ধন্যবাদ ,এরকম খবরের জন্য।
Buiddhi jheebi na ogulo Udgaandu er dol... Raajjyo sorkarer ja kaaj seta oi Ashok babu r Maya debi korchen... Murkhomontri er lojja hoa uchit (jodi lojja theke thake)
বাম ঐক্য জিন্দাবাদ
এতোগুলো বাড়ী নিয়েও খোল ভরেনি ,সব ক্রোপ করা হবে
Thousand salutes to Shri Ashok Dutta and Ms Maya Das. Thousand salutes.
Bravo !! Sanmay Banerjee... Keep exposing the ruling party... Your egfort to cleanse the system will be successful very soon.
My hearty congratulation to Mr. Sanmoy Banerjee for the critical and bold role taken by him in this trying time of Bengal. Appreciate your initiative. You have played critical role of exposing present situation of Bengal. Bengal will remember your bold stand for many years in future. You are one of the mouth piece of Bengal with straight backbone. Thank you Sir.
শতরূপ ঘোষ- এর খবরের প্রেক্ষিতে বলি, আমাদের দেশে ED বা IT Department কী করে, এগুলো কি জানে না?
ভাই সব কিছু ঠিক বুঝতে পারছি কিন্তু সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে তাই মনে হয় সবটাই বোঝাপড়া হয়ে যাবে এটাই বাস্তবতা ।
এক টাকা মাইনে তে যদি ৩৫ টা পাকা ফ্ল্যাট বাড়ি কেনা যায় তাহলে মাসে ৭০০০ টাকা মাইনে তে কয়টা পাকা বাড়ি তৈরি করা যায়? অথচ আমাদের মাথার উপর কোন পাকা ছাদ নেই রোজ ঠিক মতো খাবারই জোটে না
হা ১ টাকা রোজগার করে ভাঙা Nokia থেকে লাখ টাকার অ্যাপেল স্মার্ট ফোন হতে পারে তবে আমাদের কেন হবে না ?
সোজা পথ পড়ে পায়ে সোজা পথ এ কেউ চলে না
ব্যাকা পথ জ্যাম হরদম ,জমজমাট ভীড় কমে না ।
শতরুপ, দা, একটু সাবধানে, থাকবেন
নতুন ছাত্রছাত্রীদের বেশিভাগই বুদ্ধিমান,তাই তাদের সহজে ভুল বোঝানো যাবে না,,,,,,,,,,,,,,,,,
সুপ্রভাত স্যার....