আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কৃতজ্ঞতা জানাই। মন বড় চঞ্চল ছিল, আজ সব উত্তর পেয়ে খুব শান্তি পেলাম। আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন ছিল, বেশিরভাগ আজ সমাধান হলো। আপনার সাথে যোগাযোগ করার ইচ্ছা রইলো। আপনি অভয় দিলে, বা উপায় জানালে বাধিত থাকব। জয় শ্রী কৃষ্ণ। জয় মা তারা।
স্যার আমি গুরু দীক্ষা নিতে চাই কিন্তু সঠিক গুরুর কোন সন্ধান পাচ্ছিনা এবং কোন মন্ত্রে দীক্ষা নেব সেটাও বুঝতে পারছি না আপনি যদি একটা উপায় বের করে দেন তো খুব ভালো হয়
নমস্কার দাদা। আপনার কথা গুলো শুনে খুবই ভালো লাগলো । আমি মুসলিম তাই তো আপনার আশীর্বাদ কামনা করছি। সেই সাথে জানতে চাই যে । হিন্দু ধর্ম অবলম্বী যে সকল চেনেল গুলো আছে। বেশ কিছু চেনেল এ বলা হয়, যে গুরু মন্ত জপ করতে হবে। আসলে গুরু মন্তর কি। আমি নিজে নিজেই একটা হিসেবে করে দেখি যে, যাকে গুরু হিসেবে মানা হয়, তার নাম টা ই হলো, গুরু মন্ত ,আমার এই হিসাব টা কি ঠিক আছে ,যদি ঠিক হয়, তাহলে একটু দয়া করে বলুন। নমস্কার
গুরু তাঁর শিষ্যকে যে মন্ত্র প্রদান করে সেটাই গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র। শিষ্যের আধার অনুযায়ী গুরুই ইষ্ট ঠিক করে দেয় এবং সেই দেবতার মন্ত্র শিষ্যকে প্রদান করেন।
হিন্দু মতে, আমরা যার কাছে দীক্ষা গ্রহণ করি, বা যিনি দীক্ষা দেন, তিনি ই গুরু, মনে মনে তাঁর জপ করা, যেমন গুরু গুরু গুরু করা ই গুরু মনতর জপ, এর পরে কেউ শিব কে, কেউ কালীর, কেউ বিষ্ণুর, কেউ গণেশের ইত্যাদি দেব দেবীর মনতর নেন তাঁদের পছন্দ বা ভাললাগা অনুযায়ী, সে বিশেষ মনতর গুরু যখন দেন সেগুলি হল ইষঠ মনতর
@@prabirsarkar3258 ভাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুবই সুন্দর কথা বলেছেন তার জন্য। আমি ও কিন্তু একজন গুরু ভক্ত মানুষ, তাই আপনাকে জানাই আন্তরিক ভাবে নমস্কার।
নমস্কার । আমার কূল গুরু হইতে দীক্ষাগ্রহণ গ্রহণ করেছি এবং আমার স্ত্রী ও নিয়েছে।আমি স্ত্রীর ইচ্ছায় দীক্ষা নিতে বাধ্য হই।কিন্তু গুরু দীক্ষা সমন্ধ্যে যা আলোচনা করলেন ।তাহার সাথে কোন রুপ মিল নেই । যদিও প্রথম থেকেই আমার গুরুর প্রতি সন্তুষ্ট বা শ্রদ্ধা সেই ভাবে নাই বা শিষ্যের ভক্তি আনতে পারে নি।তাই এক্ষণে আমার মনের পরিবর্তন আসায় আমি ও নতুন করে গুরু দীক্ষা লইতে ইচ্ছুক ।তাতে কি আমার পাঁপ বা অন্যায় হবে ? সিদ্ধান্ত আমি নতুন করে গুরু দীক্ষা লইব ।
বিয়ের আগে একটি মেয়ে একজন ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছে নিজের বাবা মা এর অনুমতিক্রমে, এখন কি সে শশুর বাড়িতে গিয়ে আবার অন্য ঠাকুরের দীক্ষা নিতে হবে নাকি না নিলেও হবে?...যদি সে স্বামীর গুরুর দীক্ষা আবার নিতে যায় সেক্ষেত্রে কি কোনো পাপ হবে?
আমি স্বপ্নাদেশে গুরুর বীজ মন্ত্র পায়,পরে একজন মানুষের কথা শুনে বাবা অনুকূল দেবের একজন ঋত্বিক নিকট দীক্ষা গ্রহণ করি। এবং প্রতিদিন দুটি বীজ মন্ত্রই জপ করি। কিন্ত আমার শরীর খারাপের দিকে যাচ্ছে এখন আমি কি করবো?দয়া করে যদি কিছু বলেন। প্রথমে আমি তখন খুব চনডী পাঠ করতাম।
আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন এবং স্বপ্নে যে দীক্ষা পেয়েছেন, যদি দুটোর আরাধ্য দেবী পৃথক হন তাহলে অনেক সময় সমস্যা হয়। কূলদেবতা ভিন্ন অন্য দেবতার মন্ত্র গ্রহণেও সমস্যা হতে পারে। আপনার উচিত শুধুমাত্র গুরুর থেকে পাওয়া মন্ত্র জপ করা। অশুভ রাশির কারণে শারীরিক সমস্যা হতে পারে। কোন জ্যোতিষীর পরামর্শ নিন।
আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত,পারিবারিক অশান্তি ও পরিস্থিতির চাপে আমার সেকেন্ড ম্যারেজ হয় , সেকেন্ড বিয়ের পর আমার শাশুড়ি মা বলছে তোমার গোত্র , টাইটেল চেঞ্জ হয়েছে ,তাই তোমার নতুন করে দিক্ষা নেওয়া উচিত ,আমি কি করবো বুঝতে পারছি না,আর অনেক দিন হলো মন্ত্র জপ করাও ছেড়ে দিয়েছি ,প্লীজ আপনি কিছু পরামর্শ দিন আমার কি করা উচিৎ 🙏🙏🙏
যে গুরু তন্ত্র মতে দীক্ষিত তিনি অবশ্যই ননভেজ খান। তাই এটা কোন বিষয় নয়। যার কথার ওপর আপনার বিশ্বাস আছে, যাকে দেখে আপনার ভক্তি আসে, তার কাছেই দীক্ষা নিন।
Sir amio dikha nite chai...amar swamir bari sobai sree guru dikhay dikhito...kintu amar mon chai krishna nam korte...tai ami ki korbo? Kon guru dikha nebo...jodi aktu bolen...
নমস্কার 🙏 আমার একটি কথা ছিলে আমার বাবা ২০ বছর আগে দিক্ষা নিয়েছিলেন। অনুকূল ঠাকুরের, দিক্ষা নেওয়ার ২ মাস পর বিদেশে চলে যান,এতএব আামার বাবার কিছুই মনে নাই এখন আমার মা- বাবা তারা দুই জনে ভাবতেছেন নতুন করে দিক্ষা নেওয়ার কথা,আগে আামার বাবা যে গুরু ধারা দিক্ষিত হইছিলেন, থাকে ছারা অন্য গুরু গৌসামী ধারা দিক্ষা নেওয়া যাবে কি না? একটএ জানান দয়াকরে 🙏😢এমন কি এখন যে গুরুর কাছে থেকে দিক্ষা নিবো। ওনি বলেছে আগের টা যদি কিছুই মনে না থাকে তাহলে নতুন করে অন্য গুরুর কাছে থেকে দিক্ষা নেওয়া যাবে 😢 এখন আপনি কিছু বলেন কি করলে ভালো হয় 🙏🙏
Diksha guru o mantra Jodi bipad theke rokkha kore tahole 1943 e durbikkha theke 20 lakh bhakter mriyttu hoeche keno ? 1947 e desh bibhag e guru mantra keno lakkha lakkha bhakter pran bachate pareni ??? Anugraha koria eigulor ekta video banaben. We are on 2023 not minus (-) 2023.
Bolchi dada ami bharat sevashram sangha e diksha ei asar mashe nebo, kintu asar mashe diksha nile bolche bondhu, bhay er nash hoy ekhane nash bolte ki bojachhe? ar bangla asar mashe kon kon dev devir dikha neowa ta shubho jodi ektu bolen?
আপনার ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে মনটাও খুব শান্তি হয়েছে। দাদা আমার একটা প্রশ্ন কোন মহিলা গর্ভবতী অবস্থায় দীক্ষা মন্ত্র নিতে পারে কি ৮নং মাস গর্ভবতী অবস্থায়
Namaskar , Amar istha devota mahadev,, Ami “shaiv dikhsha” nite chai,,, Apnar kotha onujai amar chokhe valo kono guru jana nei apnar jodi erokom valo kono guru jodi jana thake tobe amk ektu address ba kono contact no. den tahole amar khub help hoyy…please 🙏 Thank you so much 🙏 Hor hor Mahadev 🌺🙏
প্রনাম নেবেন তন্ত্র মতে শক্তি মন্ত্রে দীক্ষা নিলেও কি শিক্ষা নিতে হয়, না কি দীক্ষার সাথে শিক্ষাও হয়ে যাবে। আমি আজ তন্ত্র মতে শক্তি মন্ত্রে দীক্ষা নিয়েছি আমার গুরু আমাকে বীজ মন্ত্র দিয়ে শুধু জপের কথা বোলেছেন কিন্তু একজন বৈষ্ণব আমাকে প্রশ্ন করেছে আমি কি দীক্ষার সঙ্গে শিক্ষাও কি নিয়েছি তাকে আমি কি উত্তর দেবো একটু বোলবেন দয়াকরে।
তন্ত্র দীক্ষারও অনেক পর্যায় থাকে। যেমন গৃহীদীক্ষা (সাংসারিক মানুষকে দেওয়া হয়।) এতে শুধুমাত্র জপই যথেষ্ট। সন্যাস দীক্ষা তাদের জন্য যারা তন্ত্র ক্রীয়া করবেন। শাক্ত অভিষেক, পূর্ণ অভিষেক, সাম্রাজ্য অভিষেক ইত্যাদি ইত্যাদি। এবার আশা করছি বুঝতে পেরেছেন আপনি কি ধরণের দীক্ষা নিয়েছেন।
যদি স্বামী কালি মন্ত্র এবং স্ত্রী কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন তবে কি কোনো সমস্যা হয়?? তাছাড়া বিয়ের পর কি নিজের দিক্ষিত মন্ত্র পরিবর্তন করতে হবে ? করা কি উচিত? একটু জানালে খুব উপকার হবে
গুরু হওয়ার অধিকারী কে? শক্তিপাত আজ্ঞাচক্র বা সহস্রার থেকে চৈতন্য সম্পন্ন মানুষ শক্তি প্রয়োগ করে কলকুনডলিনী শক্তি কে জাগান হয় সেই সঙ্গে মন্র শক্তিকৃত করে পশ্যনতী স্তর থেকে বৈখরী পর্যায়ে নিয়ে কানে মন্র প্রদান করা হয়। সদগুরুর যোগ্যতা কি?
নমস্কার দাদা , আমার বিয়ের তিন চার মাস পর আমার শুশোর শাশুড়ী আমাকে অনূকুর ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়ে দিয়েছেন, তখন আমি দীক্ষা সমপ্কে কিছু বুজতাম না, আর আমার সামি অনুকুল ঠাকুর থেকে দীক্ষা নিয়েছেন আমার বিয়ের দু বছর আগে, একসাথে ও দীক্ষা নেওয়া হয়নি, আর আমি আর আমার সামি পালন ও করি না, আমার নিয়ম গুলো কঠিন লাগে অনেক, কি করবো বুজতেছি না, আমার সামি ও পালন করতে পারতেছে না, প্লিজ দাদা কি করলে ভালো হবে বলেন, তবে আমি আমার শোশুর কে বলেছিলাম , আমরা কি অন্য গুরু ধরতে পারবো, আমার শোশুর বলেছে যে আমাদের পক্ষে সহজ হয় সেইটার থেকে দীক্ষা নিতে,
আপনাদের ইষ্ট দেবতা কে, জেনে দীক্ষা নেওয়া উচিত। যেখানে একসঙ্গে অনেকে দীক্ষা নেন, প্রয়োজনে অন্যকোনো গুরুর কাছে দীক্ষা নেওয়া যেতে পারে। গৃহী দীক্ষার জন্য ভালো রামকৃষ্ণ মিশন। গুরু পরিবর্তন না করে শিব কে গুরু জ্ঞানে সাধনা করা যায়।
যে গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, সেই গুরুকে মনে মনে জপ করুন, দিনে দুবার বা মনে মনে সময় পেলেই জপ করুন, গুরু, গুরু, গুরু ভক্তি দিয়ে ডাকুন গুরু ই সব করে দেবেন, দীক্ষা গুরু একজন ই হন, গুরুই শিব, গুরু ই বিষনু, তিনি ই মঙ্গলময়
Joya vlogu আমি দেখেছি ঋত্বিক রা ভীষণ জোর করে অনুকূল ঠাকুরের দীক্ষা দেয়।এটা একদম ঠিক নয়।রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষা নিতে গেলে ঠাকুর, মা,স্বামীজীর জীবনী ও কথামৃত পড়তে হয়।তার পর নিয়মানুযায়ী প্রেসিডেন্ট মহারাজ দীক্ষা প্রদান করেন।বউ বাচ্চা নাতি পুতি নিয়ে সংসার করছে আবার দীক্ষা ও দিচ্ছে।😂😂😂😂
Dadabhai amar maa Sreehari samproday theke dikkha niyeche , baba jehetu dikha ney ni, tai ami vebechi baba maa dujonkei Anukul samproday theke dikkha neoyabo .....dekhun soboi krishna sadhona ami ei bishoy niye kichu bolun ...... please
খুব সুন্দর কথা টা সত্যিই অনেক ভালো লাগছে
খুব প্রয়োজনীয় ভিডিও।
আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কৃতজ্ঞতা জানাই। মন বড় চঞ্চল ছিল, আজ সব উত্তর পেয়ে খুব শান্তি পেলাম। আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন ছিল, বেশিরভাগ আজ সমাধান হলো। আপনার সাথে যোগাযোগ করার ইচ্ছা রইলো। আপনি অভয় দিলে, বা উপায় জানালে বাধিত থাকব। জয় শ্রী কৃষ্ণ। জয় মা তারা।
Booking No. 8697190840 e phone kore or WhatsApp 9474977666 Ai Catboat er madhame nijer booking nije e korte parben..
ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানতে পারলাম
Anek kichu sikhlam video ta dekhe Dhanyawad
খুব ভালো হয়েছে এবং খুব সুন্দর শুনতে লাগলো ।
🙏🙏🙏অনেক কিছু জানতে পারলাম💞💞💞🙏🙏🙏
T
Pranam neben.. apnara alochona khub e valo legeche. Mon khub chanchal hoye ache..apnar alochona sune aktu swasti pelam..
onek dhonyobad. valo thakben. sathe thakun, dekte thakun..🙏
Joy guru dada oti sundor gyan Joy Sree Krishna Joy Radhe Radhe Joy Sree Sree thakur anukul chandra apnar mongol koruk
Khub bhalolaglo sir..khub sundor guchhiye bollen sobkichhu..Onek dhonyobad🙏🏻bhalo thakben
স্বাগত আপনাকে। সঙ্গে থাকুন।
খুব ভালো লাগলো অমূল্য কথা ❤️🇧🇩❤️
thank you
@@DIGDARSHANASTRO dikha sonsomoy dan kane kani daoya hoy
অসাধারণ খুব ভাল লাগল
খুব সুন্দর ব্যাখ্যা করেছেন এবং খুব ভাল লাগল ধন্যবাদ জানাই আপনাকে 🙏🙏🙏🙏🙏🙏
Khub valo laglo
Pronam niben
ধন্যবাদ। ভালো থাকবেন।
এই রকম আরো ভাল গেনের তথা্য দিন অস্্খ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ দাদা
Khub sundor laglo apnar kotha
Hare Krishna good job
Thank you
আমার মনের অনেক প্রশ্নের সমাধান পেলাম
Khub sundar sat gawan pranam railo Hare Krishna Hare Ram
thank you. joy maa..
ভালো গুরুর দর্শন পাওয়া ভাগ্যের। যার কৃপায় দাসের উদ্ধার হয়।🚩🔱🚩
স্যার আমি গুরু দীক্ষা নিতে চাই কিন্তু সঠিক গুরুর কোন সন্ধান পাচ্ছিনা এবং কোন মন্ত্রে দীক্ষা নেব সেটাও বুঝতে পারছি না আপনি যদি একটা উপায় বের করে দেন তো খুব ভালো হয়
Apni Jodi iskon mondire gie khoj koren tahole apni sot guru paben😊
আপনি অবশ্যই আপনার কুলগুরুর কাছে দিক্ষা নিবেন। আপনি অবশ্যই কৃষ্ণ মন্ত্রে দিক্ষা নিবেন।
ধর্ম ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। প্রকৃত গুরু খুঁজুন।
বেলুড় মঠে গিয়ে খোঁজ নিতে পারেন
খুব ভালো লাগলো আপনার কথা । আমি শ্রী চন্ডি দীক্ষা নিতে চাই এবং তার জন্য কোন গুরুর কাছে গেলে ভালো হয় সেটার জন্য দয়া করে আমাকে সাহায্য করুন 🙏
আপনার যেখানে খুশি দীক্ষা নিন। সঠিক গুরুই আপনাকে সঠিক পথের সন্ধান দেবে।
দাদা, সম্ভবি দীক্ষা নিয়ে একটা video বানাবেন ?
Please reply দেবেন। 🙏🙏🙏
Khub Sunder
Khub valo
thank you..
আনন্দ মার্গ আশ্রম এর সম্পর্কে ছোট্ট একটা কমেন্ট দিলে খুবই আনন্দিত হবো ।
দাদা প্লীজ আনন্দ মার্গ আশ্রম সম্পর্কে একটু বলুন❤❤❤❤❤❤
জয় গুরু
জয় মা।
❤❤❤❤❤Dada, আমি আনন্দ মার্গ আশ্রম এর গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি গুরুদেবের দীক্ষায় দীক্ষিত ❤❤❤❤
Fine
Shiv mantre dikhaa nite chai...kotha theke nile bhalo hobe seta bolun please 🙏
Nice 👍
সুন্দর.
Omm Nomoho Shibai 🙏🙏🙏
জয় শ্রী রাধে রাধে 🙏🙏🙏
Joy ma kali❤❤❤🙏🙏🙏
নমস্কার দাদা।
আপনার কথা গুলো শুনে খুবই ভালো লাগলো ।
আমি মুসলিম তাই তো আপনার আশীর্বাদ
কামনা করছি।
সেই সাথে জানতে চাই যে ।
হিন্দু ধর্ম অবলম্বী যে সকল চেনেল গুলো আছে।
বেশ কিছু চেনেল এ বলা হয়, যে গুরু মন্ত জপ করতে হবে। আসলে গুরু মন্তর কি।
আমি নিজে নিজেই একটা হিসেবে করে দেখি যে, যাকে গুরু হিসেবে মানা হয়, তার নাম টা ই হলো, গুরু মন্ত ,আমার এই হিসাব টা কি ঠিক আছে ,যদি ঠিক হয়, তাহলে একটু দয়া করে বলুন।
নমস্কার
গুরু তাঁর শিষ্যকে যে মন্ত্র প্রদান করে সেটাই গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র। শিষ্যের আধার অনুযায়ী গুরুই ইষ্ট ঠিক করে দেয় এবং সেই দেবতার মন্ত্র শিষ্যকে প্রদান করেন।
হিন্দু মতে, আমরা যার কাছে দীক্ষা গ্রহণ করি, বা যিনি দীক্ষা দেন, তিনি ই গুরু, মনে মনে তাঁর জপ করা, যেমন গুরু গুরু গুরু করা ই গুরু মনতর জপ, এর পরে কেউ শিব কে, কেউ কালীর, কেউ বিষ্ণুর, কেউ গণেশের ইত্যাদি দেব দেবীর মনতর নেন তাঁদের পছন্দ বা ভাললাগা অনুযায়ী, সে বিশেষ মনতর গুরু যখন দেন সেগুলি হল ইষঠ মনতর
নাম নয়।বীজ মন্ত্র হল দীক্ষা।
@@prabirsarkar3258 ভাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুবই সুন্দর কথা বলেছেন তার জন্য।
আমি ও কিন্তু একজন গুরু ভক্ত মানুষ, তাই আপনাকে জানাই আন্তরিক ভাবে নমস্কার।
না দাদা আসল নাম আছে।
নমস্কার ।
আমার কূল গুরু হইতে দীক্ষাগ্রহণ গ্রহণ করেছি এবং আমার স্ত্রী ও নিয়েছে।আমি স্ত্রীর ইচ্ছায় দীক্ষা নিতে বাধ্য হই।কিন্তু গুরু দীক্ষা সমন্ধ্যে যা আলোচনা করলেন ।তাহার সাথে কোন রুপ
মিল নেই । যদিও প্রথম থেকেই আমার গুরুর প্রতি সন্তুষ্ট বা শ্রদ্ধা সেই ভাবে নাই বা শিষ্যের
ভক্তি আনতে পারে নি।তাই এক্ষণে আমার মনের পরিবর্তন আসায় আমি ও নতুন করে গুরু দীক্ষা লইতে ইচ্ছুক ।তাতে কি আমার পাঁপ বা অন্যায় হবে ?
সিদ্ধান্ত আমি নতুন করে গুরু দীক্ষা লইব ।
Khub sundor bollen.valolaglo
dada tantrik dikkha niye kiso bolen plz👍🙏🙏🙏🙏🙏🙏🙏 akta video cai
Nischai chesta korbo..
বিয়ের আগে একটি মেয়ে একজন ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছে নিজের বাবা মা এর অনুমতিক্রমে, এখন কি সে শশুর বাড়িতে গিয়ে আবার অন্য ঠাকুরের দীক্ষা নিতে হবে নাকি না নিলেও হবে?...যদি সে স্বামীর গুরুর দীক্ষা আবার নিতে যায় সেক্ষেত্রে কি কোনো পাপ হবে?
পুনরায় নেওয়ার কোন প্রয়োজন নেই, যদি শ্বশুর বাড়ির ইচ্ছায় নিতেই হয়, তাহলে নেবেন।
আমি স্বপ্নাদেশে গুরুর বীজ মন্ত্র পায়,পরে একজন মানুষের কথা শুনে বাবা অনুকূল দেবের একজন ঋত্বিক নিকট দীক্ষা গ্রহণ করি। এবং প্রতিদিন দুটি বীজ মন্ত্রই জপ করি। কিন্ত আমার শরীর খারাপের দিকে যাচ্ছে এখন আমি কি করবো?দয়া করে যদি কিছু বলেন। প্রথমে আমি তখন খুব চনডী পাঠ করতাম।
আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন এবং স্বপ্নে যে দীক্ষা পেয়েছেন, যদি দুটোর আরাধ্য দেবী পৃথক হন তাহলে অনেক সময় সমস্যা হয়। কূলদেবতা ভিন্ন অন্য দেবতার মন্ত্র গ্রহণেও সমস্যা হতে পারে। আপনার উচিত শুধুমাত্র গুরুর থেকে পাওয়া মন্ত্র জপ করা। অশুভ রাশির কারণে শারীরিক সমস্যা হতে পারে। কোন জ্যোতিষীর পরামর্শ নিন।
Jay Gurudev
আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত,পারিবারিক অশান্তি ও পরিস্থিতির চাপে আমার সেকেন্ড ম্যারেজ হয় , সেকেন্ড বিয়ের পর আমার শাশুড়ি মা বলছে তোমার গোত্র , টাইটেল চেঞ্জ হয়েছে ,তাই তোমার নতুন করে দিক্ষা নেওয়া উচিত ,আমি কি করবো বুঝতে পারছি না,আর অনেক দিন হলো মন্ত্র জপ করাও ছেড়ে দিয়েছি ,প্লীজ আপনি কিছু পরামর্শ দিন আমার কি করা উচিৎ 🙏🙏🙏
বিয়ে যতবারই হোক গুরু এক রাখাই কর্তব্য। এটা শাস্ত্র বিহিত। পুনরায় দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। জপ শুরু করুন।
Ami goto 11 bochor dhore try korchi dikkha neoar
Kichutei hocchena
Nanan ghotona badha
Constantly try kore jacchi
mon sthir korun..one week "Namaha Shivaya" ei mantra jop korun.. sathik gurur sandhan peye jaben..🙏🙏
Video valo lagle please share korun..
@@DIGDARSHANASTRO apni bodh hoe amar boktobyo bujhte parenni.
Details e bolchi
Ami 9 bochor boyos theke sadhana korchi..
Amr anek sikkhaguru mantraguru achen, aj obdhi tader thekei sadhana nie korchi
Nanan panth o marg er guru achen.
RKM er bhabdharar ekti bikhyato school e porechi,nam ti publicly bollam na.
Tai 9 bochor boyos thekei spiritual
Somosto Hindu scriptures porechi choto theke
Spiritual books sobsomoy pori
Ar jap sadhana puja stotrapath meditation asha kori bujhtei parchen atogulo bochor dhore korchi.
Kintu formal dikkha hoeni.
Anek ashram e jatayat.
Etai bolchilam
Pranam neben amader, guru Diksha jodi nite hy gurudev ke ki vegitarian hote hobe?
যে গুরু তন্ত্র মতে দীক্ষিত তিনি অবশ্যই ননভেজ খান। তাই এটা কোন বিষয় নয়। যার কথার ওপর আপনার বিশ্বাস আছে, যাকে দেখে আপনার ভক্তি আসে, তার কাছেই দীক্ষা নিন।
Hare Krishna
Amr gurur bari jete 1din time Lage tahole kotodin por jete hobe kripa kore bolun
Sir amio dikha nite chai...amar swamir bari sobai sree guru dikhay dikhito...kintu amar mon chai krishna nam korte...tai ami ki korbo? Kon guru dikha nebo...jodi aktu bolen...
apner swami jodi sree guru r dikhito..tahole apnakeo oi ek e gurur theke diksha newa uchit.. nahole krishna diksha nite paren..valo thakun..
আমার মকর রাশি, বৃষ লগ্ন, শ্রাবনা নক্ষত্র, আমি মহাদেবের দীক্ষা নিতে চাই, আমার কোথায় যোগাযোগ করা উচিত
নমস্কার 🙏
আমার একটি কথা ছিলে
আমার বাবা ২০ বছর আগে দিক্ষা নিয়েছিলেন। অনুকূল ঠাকুরের, দিক্ষা নেওয়ার ২ মাস পর বিদেশে চলে যান,এতএব আামার বাবার কিছুই মনে নাই এখন আমার মা- বাবা তারা দুই জনে ভাবতেছেন নতুন করে দিক্ষা নেওয়ার কথা,আগে আামার বাবা যে গুরু ধারা দিক্ষিত হইছিলেন, থাকে ছারা অন্য গুরু গৌসামী ধারা দিক্ষা নেওয়া যাবে কি না? একটএ জানান দয়াকরে 🙏😢এমন কি এখন যে গুরুর কাছে থেকে দিক্ষা নিবো। ওনি বলেছে আগের টা যদি কিছুই মনে না থাকে তাহলে নতুন করে অন্য গুরুর কাছে থেকে দিক্ষা নেওয়া যাবে 😢 এখন আপনি কিছু বলেন কি করলে ভালো হয় 🙏🙏
সব ভালো লাগলো, কিন্তু আমি সীতারাম দাস ওঙ্কার নাথ দেবের শিষ্য, আপনি তার কথা উল্লেখ করলেন না বা তার মঠের ছবি দেখালেন না, সেটাই কেমন লাগলো
maf korben... oneker nam e bad gache... asole ami ei dharoner sakal protisthan er e katha e bolte chaichilam..
নমস্কার।
আমার একটি প্রশ্ন আছে।
স্বামী যদি স্ত্রী কে রেখে দীক্ষা গ্রহন করে,, সেক্ষেত্রে স্ত্রী এর করনীয় কি?
Ami dhisha Nita chi kothay guru pabo bola din.
জয়গুরু। আমি গুরুর বীজ মন্ত্র জপ করলে মনে শান্তি পাই না। আবার ওম নমঃ শিবায় জপ করলে মন শান্ত হয়। এ ক্ষেত্রে করনীয় কি।
jetate santi pan..setai korun..
আমার সামি বিয়ের আগে দিখ্যা নিয়ে নিয়েছে। আমার এখনও দিখ্যা নেওয়া হয়নি আমি কি ভাবে দিখ্যা নেবো।একা কি দিখ্যা নেওয়া যায়
দুজনে একসাথে নেওয়া উচিত। কিন্তু একজনের যদি নেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে অপর জনের একা নেওয়ায় কোন বাধা থাকে না।
স্বামী বিবেকানন্দের কি মন্ত্র আছে যে মন্ত্রে দীক্ষা নেওয়া যায়?
Ami biyer age anukul thakur er dikkha niyechi. Biyer por shami onno mote dikkha nite bolche eksathe. Ekhon ami ki ta parbo?
brahmans those who get poita and acherjoy guru they need have new guru is it correct if not why i think brohmoy giotry is best month ropy
Diksha guru o mantra Jodi bipad theke rokkha kore tahole 1943 e durbikkha theke 20 lakh bhakter mriyttu hoeche keno ? 1947 e desh bibhag e guru mantra keno lakkha lakkha bhakter pran bachate pareni ??? Anugraha koria eigulor ekta video banaben. We are on 2023 not minus (-) 2023.
গুরুর সম্প্রদায় কি করে জানতে হয়?
?
নমস্কার আমি সঞ্জীব মন্ডল আমি শৈব দীক্ষা নিতে চাই কি ভাবে এই মহান কাজ করতে পারবো ।
প্রথমে কোন প্রতিষ্ঠান বা গুরু ঠিক করতে হবে। তারপর গুরু আপনার আধার অনুযায়ী দীক্ষা দেবেন।
Bolchi dada ami bharat sevashram sangha e diksha ei asar mashe nebo, kintu asar mashe diksha nile bolche bondhu, bhay er nash hoy ekhane nash bolte ki bojachhe? ar bangla asar mashe kon kon dev devir dikha neowa ta shubho jodi ektu bolen?
nash bolte asubho bojhay. guru purnimay 17ashar 3rd july diksha nin, valo habe.
Accha dada ami dikkha nite chaina kintu jor kore jodi kau dai r ami jodi ni seta ki thik hbe?
ekdom e na.. jor kore kichu kara uchit noi.. tabe jakhon niye e felechen..takhon jop korun..
Sir apni rashi bolte parben amr DOB- 17/06/2006 time - 11:45a.m ar day- saturday please rashi bole din
kumbho rashi, kanya lagna.. birth place darkar..kolkata dhore..
@@DIGDARSHANASTRO Berhampore
Shikhyaguru nie kichu bolun sir
শাক্তদীক্ষা নিতে গেলে কোনো আশ্রম বাঃ মঠে যোগাযোগ করা যেতে পারে?
শাক্তমতে রামকৃষ্ণ মিশনে দীক্ষা দেওয়া হয়। আপনি অনান্য জায়গায়ও খোঁজ নিয়ে দেখতে পারেন।
শাক্ত দীক্ষা মানে কি বুঝতে পারলাম না
@@DA-hh2vr শক্তদীক্ষা মানে হলো 'তন্ত্র' মতে দীক্ষা।
একটা কথা জানতে চাইছি গুরু শিষ্যার মধ্যে কী সহবাস করা উচিৎ এটা যদি হয় তাহলে কোন নিয়মে please উওরটা দেবেন
এই কথার উত্তর দেওয়ার মতো না আমার জ্ঞান আছে, না সিদ্ধি।
আপনার ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে মনটাও খুব শান্তি হয়েছে। দাদা আমার একটা প্রশ্ন কোন মহিলা গর্ভবতী অবস্থায় দীক্ষা মন্ত্র নিতে পারে কি ৮নং মাস গর্ভবতী অবস্থায়
পারে
Namaskar ,
Amar istha devota mahadev,,
Ami “shaiv dikhsha” nite chai,,,
Apnar kotha onujai amar chokhe valo kono guru jana nei apnar jodi erokom valo kono guru jodi jana thake tobe amk ektu address ba kono contact no. den tahole amar khub help hoyy…please 🙏
Thank you so much 🙏
Hor hor Mahadev 🌺🙏
ভারতসেবাশ্রমে যোগাযোগ করে দেখতে পারেন।
অথবা শিবকেই শিবজ্ঞান বা গুরুজ্ঞাণে ১ বছর পূজা করুন, তিনিই পথ দেখাবেন।
Amr sokol prosner uttoe pelam...ami ami soibo montre dikhyito hote chai....karon shiv thakur amr pran....amk keu help korun... kolkata thaki...
bharat sebashram e dikha nite paren..r o onek prothisthan ache..
okhenkar head jini..onake amar nam bolben.
Sir,
Diksha keno nebo? Jodi bolen pls.
Bij montra ki guru dikha na niye jop kora jai na
না। বীজ মন্ত্র গুরুই প্রদান করেন।
কোথায় পাবো ভালো গুরু আমি দিখা নিতে খুব ইচ্ছে করে
বেলুড় থেকে নিতে পারেন। গৃহী দীক্ষা।
হরে কৃষ্ণ
শ্রী গুরু সঙ্খের দিখ্যা সম্পর্কে বলা হলোনা,
সব বলা হয়ে ওঠেনি। অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিক দুঃখিত।
প্রনাম নেবেন তন্ত্র মতে শক্তি মন্ত্রে দীক্ষা নিলেও কি শিক্ষা নিতে হয়, না কি দীক্ষার সাথে শিক্ষাও হয়ে যাবে। আমি আজ তন্ত্র মতে শক্তি মন্ত্রে দীক্ষা নিয়েছি আমার গুরু আমাকে বীজ মন্ত্র দিয়ে শুধু জপের কথা বোলেছেন কিন্তু একজন বৈষ্ণব আমাকে প্রশ্ন করেছে আমি কি দীক্ষার সঙ্গে শিক্ষাও কি নিয়েছি তাকে আমি কি উত্তর দেবো একটু বোলবেন দয়াকরে।
তন্ত্র দীক্ষারও অনেক পর্যায় থাকে। যেমন গৃহীদীক্ষা (সাংসারিক মানুষকে দেওয়া হয়।) এতে শুধুমাত্র জপই যথেষ্ট। সন্যাস দীক্ষা তাদের জন্য যারা তন্ত্র ক্রীয়া করবেন। শাক্ত অভিষেক, পূর্ণ অভিষেক, সাম্রাজ্য অভিষেক ইত্যাদি ইত্যাদি। এবার আশা করছি বুঝতে পেরেছেন আপনি কি ধরণের দীক্ষা নিয়েছেন।
যদি স্বামী কালি মন্ত্র এবং স্ত্রী কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন তবে কি কোনো সমস্যা হয়?? তাছাড়া বিয়ের পর কি নিজের দিক্ষিত মন্ত্র পরিবর্তন করতে হবে ? করা কি উচিত? একটু জানালে খুব উপকার হবে
Amaro eki proshno.. Apni ki er kno uttor peya Chen ??
আমার গুরু অনেক দিন হয়পেয়ে গেছে কিন্তু আমার অনেক কিছু যা না হয় নাই কিন্তু কি করবো যদি বলে দেন তাহলে খুব উপকার হয় আমার প্রনাম নেবেন
APURBA DADA
ব্রাহ্মণদের কি আবার দিক্ষার প্রয়োজন আছে?
ব্রাহ্মণদেরও দীক্ষার প্রয়োজন আছে।
2022 মকর রাশি কেমন যাবে ভিডিও দেবেন sir
nischai debo..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
কন্যা বিবাহিতা, কন্যা যে গুরুর কাছে দীক্ষা নেবেন, কন্যার বাবা -মা কি সেই গুরুর কাছে দীক্ষা নিতে পারেন?
নিশ্চয়ই পারেন। পিতা পুত্রও একই গুরুর কাছে দীক্ষা নিতে পারেন।
শিব মন্ত্রে কোথায় দীক্ষা দেয়া হয় আপনি জানেন?
ভারতসেবাশ্রমে সম্ভবত।
Mohamilan math, Omkarnath mission, Dunlop
Mohamilan math, omkarnath mission, Dunlop
❤
আমার তুলা রাশি তুলা লগ্ন কোন মন্ত্রে দীক্ষা নেওয়া উচিত
গুরু হওয়ার অধিকারী কে?
শক্তিপাত আজ্ঞাচক্র বা সহস্রার থেকে চৈতন্য সম্পন্ন মানুষ শক্তি প্রয়োগ করে কলকুনডলিনী শক্তি কে জাগান হয় সেই সঙ্গে মন্র শক্তিকৃত করে পশ্যনতী স্তর থেকে বৈখরী পর্যায়ে নিয়ে কানে মন্র প্রদান করা হয়।
সদগুরুর যোগ্যতা কি?
অনুকুল ঠাকুরের দীখ্যা কি সঠিক হল উনি কি নিজে দিচ্ছেন যিনি মনত দেন তিনি গুরু তাহলে গুরু কে হল বলবেন
যিনি দীক্ষা দিচ্ছেন তিনিই গুরু। শ্রী শ্রী অনুকুল ঠাকুর এখানে ব্রহ্ম।
গুরু গত হলে নতুন গুরু গ্রহণ করা যায়?
খুব প্রয়োজন হলে তবেই নতুন অন্যকোন গুরুর সাহায্য নিতে পারেন।
@@DIGDARSHANASTRO Thank you
আমদের বিবাহিত জীবন ২বছরের আমার এখনো কোনো সন্তান নিইনি আমরা কি দিক্ষা নিতে পারি
এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সাংসারিক দায়বদ্ধতা বজায় রেখে নিয়মিত গুরুমন্ত্র জপ করতে পারলে কোন সমস্যা নেই।
বৈষ্ণব দীক্ষা নিলে কোথা থেকে নিলে ভালো হবে যদি একটু বলতেন দাদা?
iscon theke nite paren.. r o enek sanstha ache.. jekhane apner mon tanbe sekhan theke nin.
মহামিলন মঠ, ডানলপ। সীতারামদাস ওঙ্কারনাথ জির চরণে আশ্রয় নিতে পারেন নিশ্চিন্তে।
একলব্যর মতো গুরু নির্বাচন করা যায় কি।
নমস্কার দাদা , আমার বিয়ের তিন চার মাস পর আমার শুশোর শাশুড়ী আমাকে অনূকুর ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়ে দিয়েছেন, তখন আমি দীক্ষা সমপ্কে কিছু বুজতাম না, আর আমার সামি অনুকুল ঠাকুর থেকে দীক্ষা নিয়েছেন আমার বিয়ের দু বছর আগে, একসাথে ও দীক্ষা নেওয়া হয়নি, আর আমি আর আমার সামি পালন ও করি না, আমার নিয়ম গুলো কঠিন লাগে অনেক, কি করবো বুজতেছি না, আমার সামি ও পালন করতে পারতেছে না, প্লিজ দাদা কি করলে ভালো হবে বলেন, তবে আমি আমার শোশুর কে বলেছিলাম , আমরা কি অন্য গুরু ধরতে পারবো, আমার শোশুর বলেছে যে আমাদের পক্ষে সহজ হয় সেইটার থেকে দীক্ষা নিতে,
আপনাদের ইষ্ট দেবতা কে, জেনে দীক্ষা নেওয়া উচিত। যেখানে একসঙ্গে অনেকে দীক্ষা নেন, প্রয়োজনে অন্যকোনো গুরুর কাছে দীক্ষা নেওয়া যেতে পারে। গৃহী দীক্ষার জন্য ভালো রামকৃষ্ণ মিশন।
গুরু পরিবর্তন না করে শিব কে গুরু জ্ঞানে সাধনা করা যায়।
যে গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, সেই গুরুকে মনে মনে জপ করুন, দিনে দুবার বা মনে মনে সময় পেলেই জপ করুন, গুরু, গুরু, গুরু ভক্তি দিয়ে ডাকুন গুরু ই সব করে দেবেন, দীক্ষা গুরু একজন ই হন, গুরুই শিব, গুরু ই বিষনু, তিনি ই মঙ্গলময়
Joya vlogu আমি দেখেছি ঋত্বিক রা ভীষণ জোর করে অনুকূল ঠাকুরের দীক্ষা দেয়।এটা একদম ঠিক নয়।রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষা নিতে গেলে ঠাকুর, মা,স্বামীজীর জীবনী ও কথামৃত পড়তে হয়।তার পর নিয়মানুযায়ী প্রেসিডেন্ট মহারাজ দীক্ষা প্রদান করেন।বউ বাচ্চা নাতি পুতি নিয়ে সংসার করছে আবার দীক্ষা ও দিচ্ছে।😂😂😂😂
ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহন করেছেন আর কিছুর দরকার নেই।।এখন তার নীতি পালন করে চলুন এতেই আপনার মুক্তি।।জয় গুরু
নমস্কার 🙏 দুই ভাই কি দুই গুরুর কাছে থেকে দিক্ষা গ্রহণ করতে পারবে?
Khub bhalo prosno .. Keu ans ta dita parle bhalo chilo
দীক্ষা সব ব্রাম্নন দিতে পারে
নাকি কোন শাস্র পালন করে দীক্ষাদারী ব্রাম্নন হতে হয়।
ব্রাহ্মণ মাত্রই দীক্ষা দিতে পারেন না। তাকে পূর্ণাভিষিক্ত হতে হবে। এবং তাকে অবশ্যই গুরুবংশীয় হতে হবে।
সব তো ঠিক আছে।কিন্তু আপনার গলে তুলসি মালা থাকলে খুশি হতাম।
নমস্কার
নমস্কার🙏, দুই ভাই যদি দুই যায়গায় থাকে আর বড় ভাইয়ের গুরুকে যদি ছোট ভাইয়ের ভালো না লাগে তাহলে কি সে অন্য গুরুর থেকে কি দিক্ষা নেওয়া যাবে?
নিশ্চয়ই যাবে। এবং তাই উচিত।
নিশ্চয়ই যাবে। এবং তাই উচিত।
Dadabhai amar maa Sreehari samproday theke dikkha niyeche , baba jehetu dikha ney ni, tai ami vebechi baba maa dujonkei Anukul samproday theke dikkha neoyabo .....dekhun soboi krishna sadhona ami ei bishoy niye kichu bolun ...... please
হ্যাঁ
আপনি শ্রী গুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরিকাচার্য্যবর শ্রী মদ্ শ্রী শ্রী দুর্গা প্রশন্ন পরমহংস দেবের নাম উল্লেখ করলেন না কেন,বর দূঃখের ব্যপার, শ্রী গুরু জয় শ্রী গুরু মহারাজের জয় শ্রী গুরু কৃপাহি কেবলম,