আপনার কাছে একটাই অনুরোধ বই পড়া ছাড়বেন নাহ হয়তো বা ১ হাজার বা ২ হাজার ভিউ পরে কিছু ভিডিওতে। কিন্তু আপনি যে ভবিষ্যৎতের লোকদের জন্য সম্পদ রেখে যাচ্ছেন তা অতুলনীয়। হয়তো বা একসময় বাংলায় অডিও বুক লোকেরা খুব উৎসাহ নিয়ে শুনবে সে আশা করছি আমিও।❤❤❤ শুভ কামনা রইল।
আমরা যারা নন-ফিকশন বইয়ের ভক্ত তাদের সংখ্যা সব ভাষা সব কালেই ছিলো খুবই কম। কিন্তু বাংলা ভাষায় এই কথাটি আরো বেশি প্রকট কারন এখানে ঐতিহাসিক ভাবেই ক্রিটিক্যাল থিংকিং, গবেষনাধর্মী পুস্তকের অভাব। তবে গত দশ বছরে এই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। নন ফিকশন বই প্রকাশের সংখ্যা এবং রকমারিতে এর বিক্রির পরিমান দেখলে এই ব্যাপারটা বোঝা যায়। আপনারা সাথে থাকুন, আরো বই রিকমেন্ড করুন। আমি আছি প্রিয় 💚🙏
অসাধারণ! আমি শুধু পড়ে অবাক হলাম! বইটি প্রকাশের ৪০ বছর পার হয়ে গেলেও, বাঙালী মুসলমানের মন এখনো একই; অপরিণত। না পেরেছে পূর্ণাঙ্গ মুসলমান হতে, না পেরেছে পূর্ণাঙ্গ বাঙালী হতে। তথকথিত গণধারার বাঙালী আদর্শ বলে আজ আমাদের সমাজে যা গেলানো হচ্ছে, সেই আগাছা ধরে ভবিষ্যত প্রজন্ম ঠুংকো মুসলমান বা বাঙালী থেকে অধিকতর ভঙ্গুর আদর্শের অধিকারী হবে; এটা শুধু অনাগত সত্য।
পূর্ণাঙ্গ বাঙালি বলতে কি বোঝাতে চাচ্ছেন? বাঙালি একটা নৃতাত্ত্বিক পরিচয়। একটা এথনিসিটি। বাংলায় জন্মে বাংলায় কথা বলা কি বাঙালি হবার জন্যে যথেষ্ট নয়? এর জন্য আলাদা কোন রিচুয়াল পালন করতে হবে?
অনেক ধীর গতিতে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে চলেছি আমি। অনেক ভুল ভ্রান্তি হয়েছে তবু আমি সাহস পাই আপনাদের ভালোবাসা দেখে। সাথে থাকবেন সুহৃদ ❤️🙏 আরও অনেক পথ চলা বাকি।
I got some answers for many questions that I have for years in my mind about our Bangladeshi identity, thanks a lot for sharing this precious writing 💖
Thank you so much for your appreciation. Yes, I have a rich and dynamic list of books for audiobooks. The list consists of more than 300+ books. However I am severely bottle-necked by time as well as voice artists. ( as I am the only person who is behind this channel) I would like to venture out the horizon of Bangla non fiction genre more. Currently I am looking for some voiceover artist and experiment with some fiction books. Thanks for your concern.🙏♥️
খুব চমৎকার একটা বইয়ের খোঁজ দিলেন সুহৃদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রফেসর রাজ্জাকের অনুবাদ গ্রন্থটি কি আপনার কাছে পিডিএফ আকারে আছে। থাকলেন জানাবেন। ফাউষ্ট পড়ার খুব ইচ্ছা। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এতে আমি ছাড়াও কমপক্ষে আরো ৩ টি ভয়েস আর্টিষ্ট লাগবেই। ❤️👍
Abdur Razzak Sofa.r Phd supervisor chilen naa... Mr. Razzak informal advisor.er role play korsilen.. Jaddopi Amar Guru.te ei bapartaa Mr. Sofa boi.tar shurutai clearly bole gachen.. tobe ai misinformation.ta bazar.e chaur acche, eta thik... tobe ai channel.e eshob misinfo avoid korle bhalow hobe...
@@dhakacity6574 বিশ শতকের? পাগল নাকি আপনি? হায়াৎ মামুদ (মাহমুদ না) ছাড়া বাকি সবাই মধ্যযুগের। কাজী দৌলত বা দৌলত কাজী ষোড়শ শতকের শেষ দিক বা ১৭শ শতাব্দীর শুরুর দিকের মানুষ। চট্টগ্রামের রাউজানে জন্ম। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিলো বাংলা। ২। সৈয়দ আলাওলঃ সৈয়দ আলাওল (১৬০৭-১৬৮০) হলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। জন্ম ১৬০৭, জালালপুর, মাদারীপুর, ফতেহাবাদ, বঙ্গ। আলাওল তার কাব্যগ্রন্থ পদ্মাবতীর জন্য বিখ্যাত। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবিদের মধ্যে বিশেষত, মুসলমান কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবেচনা করা হয়। আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসাবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে শীর্ষস্থান অধিকারী। তিনি আরবি, ফার্সি, হিন্দি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। ৩। সৈয়দ মোহাম্মদ আকবরঃ ইনি বাংলা সাহিত্যের মধ্যযুগ-এর একজন উল্লেখযোগ্য বাঙালি কবি। তিনি সতের শতকের মুসলিম সাহিত্যিক ছিলেন। ১৬৭৩ খ্রিষ্টাব্দে সৈয়দ মোহাম্মদ আকবর প্রথমে জেবলমুলুক-শামারুখ কাব্য রচনা করেন। ৪। আবদুল হাকিমঃ আবদুল হাকিম (জন্ম : ১৬২০ - মৃত্যু : ১৬৯০) মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি। তিনি তার রচিত নূরনামা কাব্যের জন্য অধিক পরিচিত। তিনি ফার্সি, আরবি ও সংস্কৃৃত ভাষায় পণ্ডিত ছিলেন। ৫। কবি আবদুল হাকিমঃ ইনি আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে পর্তুগিজ শাসনাধীন চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুর গ্রামে (এখানে মতান্তর রয়েছে, কবি নোয়াখালী জেলার সুধারামের বাবপুরে) জন্ম গ্রহণ করেন। স্বদেশের ও স্বভাষার প্রতি তার ছিল অটুট ও অপরিসীম প্রেম। সে যুগে মাতৃভাষার প্রতি এমন প্রবল আকর্ষণ ছিল বিরল। তার আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন| বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। সেসময় একশ্রেণির লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন : _যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।_ _সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।_ ৬। হায়াৎ মামুদ (মাহমুদ না): ইনার জন্মঃ ২ জুলাই ১৯৩৯!! অর্থাৎ বিংশ শতাব্দীতেই!!! বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক ইনিও। কিন্তু তিনি পুঁথিকার নন বা মধ্যযূগীয় কবি নন, তিনি একজন -- আধুনিক কবি, প্রবন্ধকার , অনুবাদক ও অধ্যাপক!!! হায়াৎ মামুদকে আমি নিজে সামনাসামনি অনেকবার দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে। তাই নিশ্চিত করেই বলতে পারি উনি বাকি ৫ জনের মত মধ্যযুগীয় নন। তবে একইভাবে বাকি ৫ জনই মধ্যযুগীয়, বিশ শতকের নন।
আপনার কাছে একটাই অনুরোধ বই পড়া ছাড়বেন নাহ হয়তো বা ১ হাজার বা ২ হাজার ভিউ পরে কিছু ভিডিওতে। কিন্তু আপনি যে ভবিষ্যৎতের লোকদের জন্য সম্পদ রেখে যাচ্ছেন তা অতুলনীয়। হয়তো বা একসময় বাংলায় অডিও বুক লোকেরা খুব উৎসাহ নিয়ে শুনবে সে আশা করছি আমিও।❤❤❤
শুভ কামনা রইল।
আমরা যারা নন-ফিকশন বইয়ের ভক্ত তাদের সংখ্যা সব ভাষা সব কালেই ছিলো খুবই কম। কিন্তু বাংলা ভাষায় এই কথাটি আরো বেশি প্রকট কারন এখানে ঐতিহাসিক ভাবেই ক্রিটিক্যাল থিংকিং, গবেষনাধর্মী পুস্তকের অভাব। তবে গত দশ বছরে এই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। নন ফিকশন বই প্রকাশের সংখ্যা এবং রকমারিতে এর বিক্রির পরিমান দেখলে এই ব্যাপারটা বোঝা যায়।
আপনারা সাথে থাকুন, আরো বই রিকমেন্ড করুন। আমি আছি প্রিয় 💚🙏
নবীজির সিরাত আর রাহিকু মাখতুম করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যারা যারা শুনতে চান লাইক দিয়ে একমত নিশ্চিত করুন
প্রিয় সুহৃদ, পরবর্তী যখন নবী জীবনী পড়া হবে তখন সিরাতটি অবশ্যই রাহিকুল মাখতুম পড়া হবে। 🙏❤️
আমি শুনতে চাই
বাঙালি মুসলমানের মন,,,😊😊😊
অসাধারণ! আমি শুধু পড়ে অবাক হলাম! বইটি প্রকাশের ৪০ বছর পার হয়ে গেলেও, বাঙালী মুসলমানের মন এখনো একই; অপরিণত। না পেরেছে পূর্ণাঙ্গ মুসলমান হতে, না পেরেছে পূর্ণাঙ্গ বাঙালী হতে। তথকথিত গণধারার বাঙালী আদর্শ বলে আজ আমাদের সমাজে যা গেলানো হচ্ছে, সেই আগাছা ধরে ভবিষ্যত প্রজন্ম ঠুংকো মুসলমান বা বাঙালী থেকে অধিকতর ভঙ্গুর আদর্শের অধিকারী হবে; এটা শুধু অনাগত সত্য।
সুন্দর বলছেন। আমি আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে কমেন্ট করতে বা লিখতে পারি না।🙂
পূর্ণাঙ্গ বাঙালি বলতে কি বোঝাতে চাচ্ছেন? বাঙালি একটা নৃতাত্ত্বিক পরিচয়। একটা এথনিসিটি। বাংলায় জন্মে বাংলায় কথা বলা কি বাঙালি হবার জন্যে যথেষ্ট নয়? এর জন্য আলাদা কোন রিচুয়াল পালন করতে হবে?
আমার ভীষণ জানতে ইচ্ছা করে, রাজনৈতিক ভাবে পূর্ণাঙ্গ মুসলমানরা ঠিক কি চায়???
হয়তো ভিউস কম, তবে এই ভিউয়ারদের হৃদয় নিংড়ানো ভালোবাসার পরিমান কম না! এগিয়ে যান ভাই!❤
❤️❤️❤️❤️❤️❤️
তাকে অনেক বিনয়ী মনে হল এবং ব্যক্তিত্ববান।
খুব ভালো লেগেছে, মনে হইলো গবেষণালব্দ ফলাফল, যদি তাই হয়, তবে গবেষণার উপকরণ এবং পদ্দতিটা জানার আগ্রহ রয়ে গেলো।
শুনলাম, অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকেও সুহৃদ
আমার মনের খোরাক পুরন হয়েছে। পাঠকের কাছে কৃতজ্ঞ।❤
তৎকালীন সময়ের সত্য এবং সাহসী লেখক ছিলেন আহমদ ছফা,,, শুরু করলাম ✌️
অনেক শুভকামনা সুহৃদ ❤️🙏
চালিয়ে যান 🙏 অসাধারণ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা
অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে বই শোনার জন্য 🙏❤️
অভূতপূর্ব ❤
তবে এর সঙ্গে কোরআন এর মৌলিক চিন্তাভাবনার একটু ব্যাখ্যভ্থাকলে, এটা পৃথিবীর শ্রেষ্ট মানবদর্ষণ গুলির মধ্যে একটি হতে পারত 🙏
অডিও অসাধারণ লেগেছে। সাউন্ড কোয়ালিটি যথার্থ
অনেক ধন্যবাদ ভাই 🙏❤️
খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বি কন্টিনিউ
অনেক ধন্যবাদ আপনাকে
আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন
স্বাধীনতার ৫৩বছর পরও আহাম্মদ ছফা প্রাসঙ্গিক।
অত্যন্ত চমৎকার! এরকম একটা লেখাই আমি কিছুদিন যাবত খুঁজছিলাম।❤
এতো বছর হয়ে গেল, এই লেখাটি আজও গুরুত্বপূর্ণ
শুধু বাঙালি নয় সারা বিশ্বের মুসলমানদের মনই একরকম। কারণ আমরা ধর্মভিত্তিক জাতীয়তাবাদের দিকে এগোচ্ছি।
আর আমরা হিন্দুরা এখনো সেকুলারিজম বাপকে আগলে আছি
আহমদ সফার ফ্যান হয়ে গেলাম😍
💚🙏
অসংখ্য ধন্যবাদ ভাই,
এত সুন্দর করে উপস্থাপনার জন্যে❤
আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে অডিও বই শোনার জন্য
আপনার সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে?@@seishobboi
Thank you❤❤
You're welcome 😊
আহমদ সফার বাচনভঙ্গি শব্দ ভঙ্গির দুটোই ভালো লাগলো
অসাধারণ, অনন্য মনীষা,,,,
অসাধারণ ❤
ধন্যবাদ
অসাধারণ হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে সুহৃদ
Thanks ❤
Ahmed sofa sir er shob gulo boi asha kori upload korben 🙏
আপনাকেও ধন্যবাদ সুহৃদ। আহমদ ছফার সবগুলি বই হয়তো পড়া সম্ভব হবে না তবে প্রথমেই গুরুত্বপূর্ণ বইগুলি পড়বো।
শুভকামনা।
শ্রদ্ধেয় চিন্তাবিদের প্রিয় একটা বই ।
আমি এই চ্যানেলের অনেক বড় ভক্ত হয়ে গেছি... এটা দিয়ে মোট ৪ টা অডিও বুক শুনলাম... মুগ্ধ হয়েছি ❤ শুভকামনা আপনাদের জন্য 😊
অনেক ধীর গতিতে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে চলেছি আমি। অনেক ভুল ভ্রান্তি হয়েছে তবু আমি সাহস পাই আপনাদের ভালোবাসা দেখে।
সাথে থাকবেন সুহৃদ ❤️🙏 আরও অনেক পথ চলা বাকি।
Thank you so much. I do not have enough words to express gratitude and respect to you.
You are also welcome for this kind words. I hope to produce more important books like this. Stay tuned ♥️
সীরাত ইবনে হিশাম দিতে পারেন
অসাধারণ লেখার অসাধারণ পাঠ। অনেক ধন্যবাদ।
সাথে থাকবেন। আহমদ ছফার বইগুলি এক এক করে পড়তে চাই। 💚
শুকরিয়া জনাব।
আপনার জন্যও ভালোবাসা
I got some answers for many questions that I have for years in my mind about our Bangladeshi identity, thanks a lot for sharing this precious writing 💖
Thanks a lot for the kind words. The critic of this book বাংগালী মুসলমানের প্রশ্ন will follow soon.
Very good. Thank you very much. I salute Ahammod Caufa for right saying.
Hats off to Sofa for this great book.
Writings with great insight . Hats off to Ahmad Sofa.
Yes, the greatest political writer of our time.
অসাধারণ। অনেক অজানাকে জানা হলো আজ।
অনেক ধন্যবাদ ভাই। সাথে থাকবেন।
So far the best TH-cam channel in bengali. So underrated with subscription and view number.
It's a very encouraging compliment ☺️. Thank you so much.
Erokom lekha'r kodor dite pape na bangali musalman, boroi dukkher bishoe. Probondho path oti chomotkaar lagaeche. Onek shuveccha!
আপনাকেও শুভেচ্ছা। আহমদ ছফার বই আরও কয়েকটি আসছে। 💚
অসাধারণ
ধন্যবাদ ভাই।
Thanks for your work ♥️♥️♥️
You are so welcome
পাঠক ভাই কে অনেক অনেক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে বই শোনার জন্য
অনেকদিন পর সময় পেলাম, পুরোটা শুনে ফেললাম, বরাবরের মতোই অসাধারণ ছিল গল্পপাঠ।
সময় নিয়ে অডিও বই শোনার জন্য আপনাকেও ধন্যবাদ সুহৃদ। সাথে থাকবেন 💚
আপনার ভয়েসটা অসাধারন ভাইয়া,, দি প্রিন্স এবং অর্থশাস্ত্র বইয়ের অডিও শোনার জন্য পুরো জাতি অপেক্ষা করছে। হয়তো এই দুইটাই আপনাকে বিখ্যাত করে তুলবে।
আপনাদের ভালো লাগছে জন্য আমি অনুপ্রানিত হচ্ছি। সাথে থাকবেন। বইগুলি সব সামনে আসবে।
Ahamad safa sir akjon legend jobok dar parona comment rhaka galam porba bojba aro 30 years por ❤
প্রবন্ধটি চমৎকার ৫/৩/২০২৪ইং
হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রবন্ধ।
কৃতজ্ঞতা প্রকাশ করছি।
❤️🙏 ভালোবাসা ভাই
আপনার ভয়েস চমৎকার ভাই ।
❤️🙏
অসাধারণ।
অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।
আপনার কন্ঠ ❤️
🙏❤️
Oshonko dhonnobad
আপনাকেও ধন্যবাদ সুহৃদ
কৃতজ্ঞতা 🥺
আপনাকেও 🙏❤️
Thank you.
You're welcome!
The audio quality of your channel 👌🏽
❤️❤️🙏
কাজী নজরুলের পরে শ্রেষ্ঠ লেখক আহমেদ সোফা
বাংলা সাহিত্যে বিভূতিভুষনের মতো লেখা আর কারো নেই।।
Great work!
ধন্যবাদ সুহদ
Another fabulous creation of your Vocal bombing . Lots of Love dear Sifat
Thank you so much 🙏
বাঙালি মুসলমানের মন বইটি পড়ার পর আমার ধারণা, আহমদ ছফা যদি ইসলাম ধর্মের পন্ডিত হতেন, তাহলে তিনি এদেশের একজন সর্বশ্রেষ্ঠ ধর্মীয় সংস্কারক হতে পারতেন!!
ইসলামে সংষ্কার পাগল নাকি
আপনার পাঠ দারুন৷ থেমে যাবেন না৷
অবশ্যই না 💚🙏 আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই।
🙏
Secret of zionism বইটা শুনতে চাই।
অবশ্য ভাই। বইটি তালিকায় আছে।
আমরা কেন পিছিয়ে আছি তার সুন্দর ধারণা পাওয়া গেল
♥️
ধন্যবাদ
Starts from @4:30
❤
Please keep it up. And if possible, get assistance and enlarge this audio library.
Thank you so much for your appreciation. Yes, I have a rich and dynamic list of books for audiobooks. The list consists of more than 300+ books. However I am severely bottle-necked by time as well as voice artists. ( as I am the only person who is behind this channel) I would like to venture out the horizon of Bangla non fiction genre more. Currently I am looking for some voiceover artist and experiment with some fiction books.
Thanks for your concern.🙏♥️
অসাধারণ, বইয়ের বাকি প্রবন্ধগুলোও পড়ার অনুরোধ।
হ্যাঁ, যে বইগুলি পড়ার কথা এই অডিওবুকে উল্লেখ করা হয়েছে প্রথমে সেগুলি পড়া হবেই। এর পরে ধীরে ধীরে অন্যগুলি পড়বো আশা করি। ❤️
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই এর অডিও শুনতে চাই।
বইটি তালিকায় আছে। সামনে আসবে বইটি।
ধন্যবাদ, শুভকামনা ভালোবাসা আপনাদের প্রতি।
সাধু সাধু সাধু!
🙏
বাংলাদেশের পররাষ্ট্রনীতি by তারেক শামসুর রেহমান বই টি পড়ার অনুরোধ করছি
বইটি পড়ি নাই। অনেক ধন্যবাদ সুহৃদ বই সাজেস্ট করার জন্য। তালিকায় নিলাম।
পর্ব না করে অখণ্ডই ভাল
হ্যাঁ তাই তো ভাবছি। অখন্ডের ভিতরে টাইমট্যাম্প করে দিলে সমস্যা থাকে না।
Waiting for long time no new update? Busy ?
Thanks for the inquiry ☺️. I am working on মূলধারা ৭১. Unfortunately I had to go outside dhaka recently. That's why, the late schedule happened. 🙏♥️
❤❤❤❤
আহমদ ছফার বেশ কয়েকটা বই আমার পড়া হয়েছে।।
তাও আপনার কন্ঠে শোনার ইচ্ছা আছে এই বইটিও।।
মঈদুল হাসানের মূলধারা ৭১ বইটি কি আসবে শীঘ্রই?
হ্যাঁ বইটি খুব তাড়াতাড়ি আসবে। বেশ কয়েকটি বই অর্ধেক রেকর্ড করা আছে। তার মাঝে মূলধারা ৭১ একটি।
ভালোবাসা নিবেন সুহৃদ 🙏💚
মসনবি শুনতে চায়
মসনবি পড়া এখনো বাকি আছে। সামনে কয়েকটি বই পড়ার পড়ে বইটি পড়বো সুহৃদ
💚💚💚
👍💚
জনাব ছফা অসত্য তথ্যের উপর নির্ভর করে বইটি লিখেছেন
এই বইয়ের ক্রিটিক "বাংগালী মুসলমানের প্রশ্ন" বইটি খুব শীগ্রই আসবে।
ছফার এই বই পড়ার জন্য ধন্যবাদ, আর সাধীনতা উত্তর বাংলাদেশ বইটি পড়ার অনুরোধ রইল ।
পিনাকী ভাট্টাচার্যের এই বইটি তালিকায় আছে তবে আরো কয়েকটি বই পড়ার পরে আমি সেটি পড়ার সিদ্ধান্ত নিয়েছি সুহৃদ। 💚🙏
ফাউস্ট বইয়ের ভয়েজ দিয়েন।
আর রাজ্জাক সাহেবের অনুবাদ করা থিওরি অব পার্মানেন্ট রেভ্যুল্যশন (ট্রটস্কির বই বাংলায় তর্জমা করেছেন রাজ্জাক সাব)
খুব চমৎকার একটা বইয়ের খোঁজ দিলেন সুহৃদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রফেসর রাজ্জাকের অনুবাদ গ্রন্থটি কি আপনার কাছে পিডিএফ আকারে আছে। থাকলেন জানাবেন।
ফাউষ্ট পড়ার খুব ইচ্ছা। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এতে আমি ছাড়াও কমপক্ষে আরো ৩ টি ভয়েস আর্টিষ্ট লাগবেই।
❤️👍
আছে আমার কাছে
@@mdjakirhossainjewel পিডিএফ আকারে থাকলে একটু পাঠাবেন প্লিজ। আমার ইমেইল
storyofacloud28@gmail.com
ফাউস্ট বইয়ের অডিও বুক চাই
যদি সম্ভব হয় তাহলে বিশ্ব রাজনীতি নিয়ে বই নিয়ে আসবেন
তালিকায় অনেক বই আছে ভাই। অবশ্যই আনবো। 🙏💚 সাথে থাকুন।
আমি মো: আমিনুল ইসলাম, বগুড়ার ধুনট থেকে শুনছি।ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স আর চানক্যের অর্থশাস্ত্র বই দুই টার অডিও খুব শীঘ্রই দেয়ার জন্য অনুরোধ রইল
মিশরীয় মিথলজির আদি থেকে অন্ত বইটি পড়ার অনুরোধ রইল।
মিশরীয় সভ্যতা নিয়ে বেশ অনেকগুলি বই পড়ার জন্য তালিকায় আছে। এই বছরের মাঝামাঝি থেকে গ্রীক, ভারতীয় ও মিশরীয় মিথোলজি নিয়ে এক এক করে বই দিব।
মিথলজি জনরার বই পড়ার অনুরোধ রইল ধন্যবাদ ❤
মহাভারত, গ্রীক ও মিশরীয় মিথোলজি তালিকায় আছে। এই বছরের মাঝামাঝি থেকে মিথোলজি পড়া শুরু করবো ভাই।🙏❤️
এই বইটার দাম কত?
বইটি রকমারিতে পাবেন সুহৃদ
বুদ্ধিবৃদ্ধির বিন্যাস অডিও পাচ্ছিনা
বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বইটির রেকর্ডিং এর কাজ চলছে। খুব শীগ্রই অডিওবই আকারে বইটি পাবেন। ❤️🙏
যদ্যপি আমার গুরু এর লিংটা দেন ভাই।❤
বইটা আসছে...
Description a boi gulo pelam nah toh?!!!
হ্যাঁ, যে বইগুলি পড়ার কথা এই অডিওবুকে উল্লেখ করা হয়েছে প্রথমে সেগুলি পড়া হবেই, কিছু রেকর্ডের কাজ চলছে। এর পরে ধীরে ধীরে অন্যগুলি পড়বো আশা করি। ❤️
ক্রুসেড। রাগীব সারজানির।বাংলা অনুবাদ করলে খুব ভালো হত
অনেক ধন্যবাদ সুহৃদ। এই বইটি অবশ্যই তালিকায় আছে। সামনে বইটি পড়া হবে। আর একটু অপেক্ষা করুন।
40:00
এই বইটির ক্রিটিক "বাংগালী মুসলমান প্রশ্ন" মাহমুদ হাসানের বইটিও পড়া হবে।
ভাই, ছফার সব বইয়ের অডিও চাই। প্রবন্ধ সহ।
হ্যাঁ, যে বইগুলি পড়ার কথা এই অডিওবুকে উল্লেখ করা হয়েছে প্রথমে সেগুলি পড়া হবেই। এর পরে ধীরে ধীরে অন্যগুলি পড়বো আশা করি। ❤️
44.00, 54.00,1.00.00,1.16.00
Vai রাশ পুতিন এর বই টা পই রেন
রাশপুটিনের উপরে বাংলায় কোন ভালো বই থাকলে অবশ্যই জানাবেন।
ভাইয়া "রাশিয়ান জারদের ইতিহাস" নামের একটা বই আছে সেটা পরলেই সবচেয়ে ভাল হত। তবে সুব্রত চক্রবর্তী এর লেখা রাসপুতিন ও পরতে পারেন।
সিমর হার্শের দ্য কিলিং অব ওসামা বইটি একটু দেখবেন,প্লিজ
বইটি রকমারিতে দেখলাম। সম্ভবত দারুন বই হবে। আমি সংগ্রহ করে পড়ে আপনাকে জানাচ্ছি সুহৃদ। অনেক ধন্যবাদ নতুন বই সাজেস্ট করার জন্য 🙏❤️
অরয়েলের ১৯৮৪ নামে মনে হয় একটা বই আছে এটা অনুবাদ নাই। এই বইটি ভাল হবে
হুম ১৯৮৪ নামে জর্জ অরওয়েলের একটি বই রয়েছে। ওনার এনিমেল ফার্ম এর অনুবাদ পড়েছি কিন্তু ১৯৮৪ বইয়ের অনুবাদ চোখে পরেনি
ভালো বাংলা অনুবাদ এনিমেল ফার্ম ( সেবা প্রকাশনী ) আমি পাইনি। ১৯৮৪ বাংলা ভালো অনুবাদ হয়ে থাকলে আমাকে জানাবেন সুহৃদ।
BNP appreciate
1984 book
বইটি পড়বো। ভালো বাংলা অনুবাদ খুজছি।
অবশ্যই না 💚🙏 আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই।
Abdur Razzak Sofa.r Phd supervisor chilen naa... Mr. Razzak informal advisor.er role play korsilen.. Jaddopi Amar Guru.te ei bapartaa Mr. Sofa boi.tar shurutai clearly bole gachen.. tobe ai misinformation.ta bazar.e chaur acche, eta thik... tobe ai channel.e eshob misinfo avoid korle bhalow hobe...
ধন্যবাদ আপনাকে তথ্যগুলো দেবার জন্য। নি:সন্দেহে চেষ্টা থাকবে গবেষণার ব্যাপারে আরো মনোযোগী হবার। অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনাকে।🙏💚
আপনার উপস্থাপন অনেক সুন্দর
অনেক ধন্যবাদ আপনাকে সুহৃদ সময় নিয়ে বই শোনার জন্য।
❤❤❤
ধন্যবাদ
এসব ভিডিওতে লাইক ভিউ কম হওয়ায় এটা প্রমান করে জাতির বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকার,
😅😭
অধরা সুবাস বইটি পড়তে পারো দাদা
তখনকার ম্যাক্সিমাম পুঁথি লিখতো হিন্দুরায় এরা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এসব করতো। এখন এসব সম্ভব নাহ।
হ্যাঁ
বিশ শতকের তৃতীয় দশক থেকে কাজী দৌলত, আলাউল, সৈয়দ মুহম্মদ আকবর, আবদুল হাকিম, হায়াত মাহমুদ প্রভৃতির অবিমিশ্র বাঙলায় রচিত কাব্যগুলো।
#এরা হিন্দু ছিল?
@@dhakacity6574 কাজী দৌলত, আলাউল, সৈয়দ মুহম্মদ আকবর, আবদুল হাকিম -- এরা _বিশ শতকের তৃতীয় দশকের_ মানুষ ছিলেন??? আপনার অগাধ পাণ্ডিত্যে মাথা নুয়ে এল হে জ্ঞানাচার্য!!!
@@dhakacity6574হায়াৎ মামুদ পুঁথি লেখক ছিলেন? বাহ্ গুরুজী বাহ্! 👏
@@dhakacity6574 বিশ শতকের? পাগল নাকি আপনি? হায়াৎ মামুদ (মাহমুদ না) ছাড়া বাকি সবাই মধ্যযুগের। কাজী দৌলত বা দৌলত কাজী ষোড়শ শতকের শেষ দিক বা ১৭শ শতাব্দীর শুরুর দিকের মানুষ। চট্টগ্রামের রাউজানে জন্ম। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিলো বাংলা। ২। সৈয়দ আলাওলঃ সৈয়দ আলাওল (১৬০৭-১৬৮০) হলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। জন্ম ১৬০৭, জালালপুর, মাদারীপুর, ফতেহাবাদ, বঙ্গ। আলাওল তার কাব্যগ্রন্থ পদ্মাবতীর জন্য বিখ্যাত। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবিদের মধ্যে বিশেষত, মুসলমান কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবেচনা করা হয়। আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসাবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে শীর্ষস্থান অধিকারী। তিনি আরবি, ফার্সি, হিন্দি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। ৩। সৈয়দ মোহাম্মদ আকবরঃ ইনি বাংলা সাহিত্যের মধ্যযুগ-এর একজন উল্লেখযোগ্য বাঙালি কবি। তিনি সতের শতকের মুসলিম সাহিত্যিক ছিলেন। ১৬৭৩ খ্রিষ্টাব্দে সৈয়দ মোহাম্মদ আকবর প্রথমে জেবলমুলুক-শামারুখ কাব্য রচনা করেন। ৪। আবদুল হাকিমঃ আবদুল হাকিম (জন্ম : ১৬২০ - মৃত্যু : ১৬৯০) মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি। তিনি তার রচিত নূরনামা কাব্যের জন্য অধিক পরিচিত। তিনি ফার্সি, আরবি ও সংস্কৃৃত ভাষায় পণ্ডিত ছিলেন। ৫। কবি আবদুল হাকিমঃ ইনি আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে পর্তুগিজ শাসনাধীন চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুর গ্রামে (এখানে মতান্তর রয়েছে, কবি নোয়াখালী জেলার সুধারামের বাবপুরে) জন্ম গ্রহণ করেন। স্বদেশের ও স্বভাষার প্রতি তার ছিল অটুট ও অপরিসীম প্রেম। সে যুগে মাতৃভাষার প্রতি এমন প্রবল আকর্ষণ ছিল বিরল। তার আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন| বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। সেসময় একশ্রেণির লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন :
_যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।_
_সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।_
৬। হায়াৎ মামুদ (মাহমুদ না): ইনার জন্মঃ ২ জুলাই ১৯৩৯!! অর্থাৎ বিংশ শতাব্দীতেই!!! বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক ইনিও। কিন্তু তিনি পুঁথিকার নন বা মধ্যযূগীয় কবি নন, তিনি একজন -- আধুনিক কবি, প্রবন্ধকার , অনুবাদক ও অধ্যাপক!!! হায়াৎ মামুদকে আমি নিজে সামনাসামনি অনেকবার দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে। তাই নিশ্চিত করেই বলতে পারি উনি বাকি ৫ জনের মত মধ্যযুগীয় নন। তবে একইভাবে বাকি ৫ জনই মধ্যযুগীয়, বিশ শতকের নন।
মৌলবাদি লেখক আহম্মদ ছফা