রহস্যময় হেমনগর রাজবাড়ি ও একটি ভৌতিক গল্প | Hemnagar Raj-Bari | গোপালপুর,টাঙ্গাইল

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Hello! Assalamu alaikum,The main objective of our Channel is to exposs the various historial places before you....
    হেমচন্দ্র চৌধুরী ছিলেন একজন প্রভাবশালী রাজা, সমাজসেবক, দক্ষ নির্মাতা, সাহিত্যিক এবং বিদ্যানুরাগী। তিনি হেমনগর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিবাহিনীর আশ্রয়স্থল হিসেবে বাবহারিত হয়েছে।
    হেমচন্দ্র ১৮৩৩ সালে মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯২৫ সালে কাশীতে মারা যান। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার পিতার নাম কালীচন্দ্র রায় । হেম চন্দ্রের চার পুত্র ও চার কন্যা ছিলো। হেমচন্দ্র চৌধুরী ছিলেন কুলীণ ব্রাক্ষ্মণ এবং ধর্মীয় নিষ্ঠাবান। হেমচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর তার উত্তরসুরিরা ১৯৪৬ সালে দেশ বিভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গার ভয়ে ভারতে পাড়ি জমান।
    হেমচন্দ্র চৌধুরী ১৮৮০ সালে (১২৮৬ বঙ্গাব্দ) মধুপুর উপজেলার আমবাড়িয়া রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার সুবর্ণখালি গ্রামে নতুন রাজবাড়ি নির্মাণ করেন। তিনি সেখান থেকেই জমিদারি পরিচালনা শুরু করেন। সুবর্ণখালি ছিল যমুনা তীরের প্রসিদ্ধ নদীবন্দর। তখন কলকাতার সাথে সহজ যোগাযোগের কারণে সুবর্ণখালিতে আসাম ও কলকাতার স্টীমার আসতো। ঊনবিংশ শতাব্দির শেষ দশকে যমুনার করাল গ্রাসে বিলীন হয় সুবর্ণখালি নদীবন্দর । সুবর্ণখালি ঐতিহ্য হারিয়ে আজ সোনামুই/সোনামুখী নাম ধারণ করে টিকে আছে।
    হেমচন্দ্র চৌধুরী ১৮৯০ সালে (১২৯৬ বঙ্গাব্দ) শিমলাপাড়া মৌজায় নতুন একটি দ্বিতল রাজপ্রাসাদ নির্মাণ করেন। এটি সুবর্ণখালি থেকে তিন কিলোমিটার পুর্ব-দক্ষিণে অবস্থিত।
    তিনি তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন। জমিদারবাড়ি অতিক্রম করতে হলে তাদেরকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত। এসকল নিয়ম মানতে বাধ্য করা হত তাদের।
    উঁচু ও প্রসস্থ দেওয়ালে ঘেরা বাড়ির ভেতরে সুপেয় পানির জন্য একাধিক কূপ খনন করা হয়েছিল। সেখানে ছিল হাতিশালা ও ফুলের বাগান। পরীর দালানের সামনেই ছিল দ্বিতল নাটঘর। ভবনের দেয়াল, পিলার, ফটকে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি তৈরি করা হয়েছে। অত্যন্ত কারুকার্য মণ্ডিত, দামি কড়ি ও অপুর্ব পাথরে মোড়ানো অগ্রভাগে দুইটি পরীর ভাস্কর্যসমৃদ্ধ বাড়িটি লতাপাতার অপরুপ নকশায় তৈরি। দিল্লী ও কলকাতার কারিগর ও রাজমিস্ত্রি দিয়ে ইটসুরকির তৈরি বাড়িটি দেখে মনে হয় যেন শিল্পকর্ম। ৬০ একর জায়গার উপর শত কক্ষবিশিষ্ট এ বাড়িটিকে ডাকা হয় পরীর দালান নামে।
    বাড়িটির ভেতরে ও সামনে রয়েছে পাকা সান (ইট ও সুরকির) বাঁধানো ঘাটসহ বিশাল পুকুর ।
    রাজবাড়িতে কলকাতা থেকে জমিদারের আত্মীয়-স্বজন ও ব্রিটিশ কর্মকর্তারা আতিথ্য গ্রহণ করতেন। পানসি নৌকায় অতিথিরা গরিল্লা বিলের অপরুপ জলরাশিতে নৌবিহার উপভোগ করতেন। বিলের মাঝখানে দ্বীপের মতো সদা ভাসমান বিস্ময়কর সৌন্দর্য ছিল যোগির ঘোপা, যা এখনও টিকে আছে।
    BACKGROUND MUSIC CREDIT:
    Indian-oriental-tune-01-15252
    Music by AntipodeanWriter from Pixabay
    Song: NIVIRO - The Ghost [NCS Release]
    Music provided by NoCopyrightSounds.
    Video: • NIVIRO - The Ghost | H...
    Download: ncs.io/TheGhost
    Desert City by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

ความคิดเห็น • 22

  • @journey_with_paul
    @journey_with_paul 5 หลายเดือนก่อน +1

    Thanks for unveiling this historical places

  • @পরিবারেরছোটসন্তান
    @পরিবারেরছোটসন্তান 5 หลายเดือนก่อน +1

    Wow ❤❤😊

  • @arkajyotidey9254
    @arkajyotidey9254 หลายเดือนก่อน

    Sei jomindari pratha abar jega uthbei

  • @ProdipKumardas-w4o
    @ProdipKumardas-w4o 11 หลายเดือนก่อน +1

    Vlo lagce vaiya

  • @MominVlogs
    @MominVlogs 2 ปีที่แล้ว +1

    অসাধারণ একটা জায়গা। অজানা ইতিহাস জানতে পারলাম 👍🏻

    • @touhid-excelx6260
      @touhid-excelx6260 2 ปีที่แล้ว

      Thank you Momin vai....

    • @md.touhidulislam248
      @md.touhidulislam248  2 ปีที่แล้ว

      Thank You Brother

    • @ranjankumarbhattacharyya9941
      @ranjankumarbhattacharyya9941 ปีที่แล้ว

      Govt ai bari gulo ke renovation kore uchit chilo. Thik aivabei amar baba-jathara 1939 e Chattagram o Dhakar bari o jomijoma chere chole jete badhho hoieachilo, desh vag na hoke aaj amra rajar moto jibon katate partam.

  • @dipusaha2624
    @dipusaha2624 ปีที่แล้ว

    অসাধারণ

  • @jomunasquad3678
    @jomunasquad3678 4 หลายเดือนก่อน +1

    এখানে একটা গোপন ঘর ছিলো! সেইটা বন্ধ করে দেওয়া হয়েছে! আর এই রাজবাড়ি19 71 সাল এ পরিত্যক্ত হয়!
    বিশ্বাস করবেন কি না.. আমি 2010 এ গিয়েছিলাম ১ম তখন ও দরজা জানালার চৌ- কাঠ ছিলো!
    বাট এখন কিছুই নেই 😢 পুকুর পাড় ও ভাঙা ছিলো না

  • @samorsaha9166
    @samorsaha9166 2 ปีที่แล้ว +1

    Excellent.....

  • @MizanurRahman-bf6hs
    @MizanurRahman-bf6hs 2 ปีที่แล้ว +2

    ❣️❣️❣️🥰🥰

  • @bankimroy3292
    @bankimroy3292 ปีที่แล้ว +4

    Bolar bhasa nei.ajj hindu hok ki muslim.bangalir sab gecha.jara chilo raja tarai akhon bharater bhikharee

    • @md.touhidulislam248
      @md.touhidulislam248  ปีที่แล้ว

      Thank you very much for your comment. This is now reality. please keep watching our channel and subscribe.

    • @ranjankumarbhattacharyya9941
      @ranjankumarbhattacharyya9941 ปีที่แล้ว +1

      Thik e bolechen, amar daduder sompottie gulo (Dacca r gramar bari ar Chattagram er town er bari ar babshya tike thakle amra rajar moto jibon katate partam, but bsba-jathara 1939 e chole jate badhho hoi.

  • @arkajyotidey9254
    @arkajyotidey9254 2 หลายเดือนก่อน

    হিন্দু বাঙালি সাম্রাজ্য ❤

  • @aninditaghosal5380
    @aninditaghosal5380 5 หลายเดือนก่อน +1

    Bangladeshi ra je ki hindu der dhore dhore mere pheleche ek samay bangladesh o to bharat e chilo kintu seita tader Mone nei bodhay