পুরো গল্পটা সেদিন মনযোগ দিয়ে শুনেছিলাম যেদিন BNMPC তে আপনার সাথে পরিচয়পর্ব হয়েছিলো। এখনও পুরোটা আবার শুনলাম। আর ধন্যবাদ স্যার আপনার জীবনযুদ্ধের গল্পটা প্রকাশ করার জন্য, এখন বন্ধুদের সাথে খুব সহজেই আপনার গল্পটা শেয়ার করতে পারবো ইন শা আল্লাহ।
প্রিয় স্যার আপনি দেশ ও জাতির গর্ব🥀❤️আপনার ভিডিওগুলো থেকে অনেক কিছু শেখার আছে।আমি অনুপ্রেরণীত আপনাতে❤️ধন্যবাদ স্যার খুটিনাটি সব কিছু উপস্থাপন করার জন্য💛💛
Onk Dhonnobad vaiya.ami DU te IER- Biological science a 1st year a pori.apner journey r golpo ta onk motivate korlo Vai.Doa rakhben vai.apner, apner family er jonno Doa roilo Vai🥰
চাপ নিবেন না। চাপ নিলেই সমস্যা। আমি অনেক চাপারের মাঝে থেকে পড়াশোনা করেছি হয়তো সব কিছু সুন্দর ভাবে তুলে ধরতে পারিনি চেষ্টা করেছি আমার কথাগুলো শুনে আপনারা নিজেকে তৈরি করতে পারেন💚
Assalamualaikum vaia..apnar kotha gulo shune khub valo laglo..nijer University life er Kotha mone pore gelo j kivabe savar theke daily dhaka University jetam..class kortam..ami Zoology Department er student vaia..recently ms korechi..akhn bcs er jonno preparation nicchi...family khub supportive Alhamdulillah.. Ms e thakte amr biye hoyeche..tokhn o savar theke giye class kortam..thesis korechi..akhn keno jeno hotash hye jacchi vaia.. Mone hocche ami khub pichiye achi amr aro agei bcs pora shuru korar drker silo... Kintu ami Ms shesh houer shathe shathei bcs coaching e vrty hyechi...regular class kori..exam dei..exam e top 10 e achi...kintu tar por o nijer moddhe satisfaction kaj kore na...khub tensed laage..jehetu married.. Mey Manush... Bcs kom shomoye crack korte parbo kina...amake diye hobe kina egulo dushcinta mathay ashe...ei bishoye apnar kono suggestions thakle dite paren vaia...valo thakben..fi amanillah
বউ এবং বিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেহেতু আপনি পরিবার থেকে একটু দূরে ছিলেন। শুভ হোক আপনার নতুন কর্মজীবন ❤️। এভাবেই প্রেরণা আর সহযোগিতা করে আমাদের সফলতার পথে জীবন গুরু হয়ে থাকবেন ইনশাআল্লাহ।
জ্বী। বিয়ের পর থেকে শুধু সফলতার মুখ দেখেছি আলহামদুলিল্লাহ। বিয়ে সত্যি বরকতময়।মজার বিষয় হলো আমার অনেক বন্ধু আমাকে আইডল মেনে তারাও বিয়ে করেছিল☺️ তারাও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। পড়াশোনাকে তারাও অনেক সময় দিয়েছে। জীবনে নিয়ম মেনে চললে সব ঠিক থাকে।দোয়া করবেন আমার পরিবারের জন্য💚
আসসালামু আলাইকুম স্যার, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি অনেক হতাশা কাজ করে যে বিসিএসের এই প্রতিযোগিতায় পাবলিকিয়ানদের সাথে অংশগ্রহণ করে ঠিকে থাকতে পারবো কি? আমাদের সম্পর্কে প্লিজ একটা ভিডিও বানাবেন যে কিভাবে বিসিএস প্রস্তুতি অনার্স থেকেই নিতে পারি পড়াশোনার পাশাপাশি।
ভাইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজেকর্ম বিভাগের ৩য় বর্ষের একজন ছাত্র। আমার বিসিএস পুলিশ ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। কিন্তু অনেক ভয় লাগে ভবিষ্যত নিয়ে। এবং কিভাবে শুরু করবো কিছু বুঝতেছি নাহ। এই বিষয়ে যদি কিছু বলতেন।
Vai,preli+written er combine preparation kivabe nea jai ai bishoy e akta vedio diben...kon kon tpic gula porle preli written 2 tai cover ho e jai ai bishoy e akta vedio diben....
স্যার,আমি আপনার নিয়মিত দর্শক ও সর্বোচ্চ চেষ্টা করি আপনার মূল্যবান উপদেশ অনুসরণ করতে। কিন্তু একটা বিষয় জানতে ইচ্ছে। আপনার SSC ও HSC কত সালে ও কেমন রেজাল্ট ছিল আমি রেজাল্ট নিয়ে অনেক হতাশার মধ্যে আছি।
ধন্যবাদ💚 আমি মোঃ আরিফ হোসাঈন গত ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ) সুপারিশ প্রাপ্ত হয়েছি। সারা বাংলাদেশে ৪৩ বিসিএস এ ৪,৩৫,১৯০জন প্রার্থীর মধ্যে প্রশাসন ক্যাডারে মেধাক্রম-০৪। দক্ষিণ নশরতপুর উচ্চ বিদ্যালয়, বলাইর বাজার থেকে এসএসসি (বিজ্ঞান বিভাগ জিপিএ- ৫.০০), সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি (বিজ্ঞান বিভাগ গোল্ডেন জিপিএ - ৫.০০), এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ( ৪.০০- প্রথম স্থান) ডিগ্রি অর্জন করি।প্রথম কর্মস্থান -প্রভাষক হিসেবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,পিলখানা,ঢাকায় কর্মরত ছিলাম।৪১তম বিসিএস প্রথম বিসিএস ছিল। ৪১ বিসিএসে তথ্য সাধারন ক্যাডার কর্মকর্তা, মেধাক্রম-১৭। ৪৩ ,২য় বিসিএস। আপনারা দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ভাই। বিসিএস প্রশ্নফাঁস হওয়া দেখে হতাশ হয়ে যাচ্ছি। কষ্ট করে এই দুর্নীতির কাছে স্বপ্নটা হেরে যাওয়ার। এই বিষয়ে কিছু বলবেন ভাই। আপনার ভিডিও নিয়মিত দেখা হয়। আশা পাই আবার দেশের দুর্নীতি দেখে হতাশায় ডুবে যায়। 😢
আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন যেন পৃথিবীর কোনো বাধা আপনার কাছে কঠিন মনে না হয়।মনে রাখাবেন সৎ ও পরিশ্রমীদের আল্লাহ কখনওই নিরাশ করেন না।তাই এসব নিয়ে হতাশ না হয়ে সময় নষ্ট না করে পড়ায় সময় দিন 💚 আপনার জন্য দোয়া রইল ফিয়ামানিল্লাহ
Vai, very struggling and impressive, take salam to Bhabi, i pray for you and your family too, i need your mental support or confession that i am currently passing 28yrs and at on the job Primary school teaching, with job i need to manage time to study,if i crack next one BCS luckily and with my perseverance, then it may take few years more to appointed,then the age of mine may be after 30yr (32/33 or more), will it be very delay joining in the service (specially in Administration)???
কেমন হয় যদি আপনি প্রতিদিন/ ১ সপ্তাহের পড়া দেন আর আমাদের মেম্বারদের ভিতর থেকে কোন একজন প্রশ্ন করল??? প্রিলি+রিটেন এক সাথে গুছানো গাইডলাইন + নোট দিলেন আপনার গাইডলাইনে আমরা এগিয়ে গেলাম।
আসসালামুআলাইকুম স্যার।প্লিজ আমায় একটু সাজেস্ট করেন। স্যার আট মাস সময় আছে মনে হয় বিসিএস এর। এদিকে আমি পারিবারিক কিছু সমস্যার জন্য আমি পড়াশোনা এতোদিন করতে পারিনি। এদিকে আমার মাস্টার্স শেষ হয়েছে ২ বছর আগে। আমি অনেক হতাশায় ভুগছি স্যার। প্লিজ একটু সাজেশন দেন আমি কি এখন পড়াশোনা করলে বিসিএস ক্যাডার হতে পারবো??? আর আমাকে এখন কতো ঘন্টা পড়তে হবে। প্লিজ স্যার একটু সাজেস্ট করেন আমি এখন কি করবো? এই মুহূর্তে শূন্য থেকে কি শুরু করতে পারবো?? শুরু যদি করি তবে কিভাবে করবো?? প্লিজ প্লিজ প্লিজ বলেন একটু🙏🙏🙏
আপনাকে ৬/৭ ঘন্টা ঘুমাতে হবে। ১/২ ঘন্টা খাওয়া+অন্যান্য কাজ করবেন বাকি সময় পড়তে হবে।কি ভাবে পড়বেন আমার ভিডিও দেয়া আছে দেখেন।শূন্য থেকে বিসিএস প্রস্তুতি, ছয় মাসে বিসিএস প্রস্তুতি।
Assalamualaikum via. Amr birth date 12/12/96. Ami r koyta bcs pabo? Plz janaben via. Apni onek gani & binoy akjon manush. Khub vlo lage apnr video gula
আপনার মতো এতো বিনয়ী মেধাবী মানুষ দেখিনি। সময় নিয়ে প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে যাচ্ছেন💖
ধন্যবাদ 💚
পুরো গল্পটা সেদিন মনযোগ দিয়ে শুনেছিলাম যেদিন BNMPC তে আপনার সাথে পরিচয়পর্ব হয়েছিলো। এখনও পুরোটা আবার শুনলাম। আর ধন্যবাদ স্যার আপনার জীবনযুদ্ধের গল্পটা প্রকাশ করার জন্য, এখন বন্ধুদের সাথে খুব সহজেই আপনার গল্পটা শেয়ার করতে পারবো ইন শা আল্লাহ।
☺️💚
ভাইয়া আপনার কথাগুলোর মাধ্যমে
বাস্তব জীবনে এগিয়ে চলার পথে
অনুপ্রাণিত হই। আপনি অনেক আন্তরিক ভাইয়া। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক।
ধন্যবাদ 💚
আমিও বিসিএস জার্নিতে পা বাড়ালাম আপনি যেহেতু এত কিছুর মাঝে বিসিএস ক্যাডার হয়েছেন আমিও যেনো হতে পারি, খুবই ভালো লাগলো।
দোয়া এবং শুভকামনা রইলো💚
আপনি অনেক বিনয়ী, ও ভালো মানুষ,আপনি পারবেন দেশ ও মানুষের জন্য ভালো কিছু করতে,দেশের জন্য এমন কিছু করুন এই দেশ আপনাকে নিয়ে গর্ভ করে
ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য।
@@arifgeo60 ফি আমানিল্লাহ, আমার জন্য দোয়া করবেন, ৪৭ দ্বিতীয় বিসিএস হবে,,,আপনার কাছে পড়ার খুব ইচ্ছে।
আমার অনলাইনে কোর্স ওপেন আছে।@@SanjidaIslam-i9z
@@arifgeo60 জুন এ শুরু হয়ছেপ্রায় ১/২ মাস মিস হয়ে গেছে ক্লাস,দ্বিতীয় ব্যাস শুরুর করার সুযোগ নাই এখন
প্রিয় স্যার আপনি দেশ ও জাতির গর্ব🥀❤️আপনার ভিডিওগুলো থেকে অনেক কিছু শেখার আছে।আমি অনুপ্রেরণীত আপনাতে❤️ধন্যবাদ স্যার খুটিনাটি সব কিছু উপস্থাপন করার জন্য💛💛
💚💚💚
Onk Dhonnobad vaiya.ami DU te IER- Biological science a 1st year a pori.apner journey r golpo ta onk motivate korlo Vai.Doa rakhben vai.apner, apner family er jonno Doa roilo Vai🥰
Obossoi... Best of luck
আপনি অনেক আন্তরিক,, এমন মানুষ আমি খুব বেশি দেখি নি,।
ধন্যবাদ 💚
পরিবার নিয়ে যেসব কথা বলেছেন সেগুলো আমাকে অনেক শান্তি দিল ভাই। মাঝে মধ্যে অনেক বেশি চাপ লাগে।
চাপ নিবেন না। চাপ নিলেই সমস্যা। আমি অনেক চাপারের মাঝে থেকে পড়াশোনা করেছি হয়তো সব কিছু সুন্দর ভাবে তুলে ধরতে পারিনি চেষ্টা করেছি আমার কথাগুলো শুনে আপনারা নিজেকে তৈরি করতে পারেন💚
May Allah bless you,,,,,.
💚
আপনার প্রতিটি কথাই অনেক মূল্যবান,,,, স্যার❤❤
💚💚💚
ভালো লাগলো কথা গুলো, ধন্যবাদ স্যার, আমাদের দিনাজপুরের গর্ব 🥰
ধন্যবাদ 💚
You are extremely talented bhai, masha Allah
💚💚
জী আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার
💚
আপনি আমাদের জন্যে অনুপ্রেরণা স্যার ❤️✊
ধন্যবাদ 💚
Vai akjon real Hero🖤
Onk onk doua roilo priyo vai💜
ধন্যবাদ 💚
Sir , an untold supreme story ❤️
💚
Apni amader jonno onoperona♥️
💚💚
স্যার আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।।
আপনাকে দেখলে মনে সাহস পাই।।
ধন্যবাদ 💚
দোয়া করবেন☺️
sir apnar video dekhe amr mon valo hoye jai.shob khosto vule jai 🥰🥰
dhonnobad 💚
অনেক ধন্যবাদ স্যার।অসাধ্য সাধন করেছেন আপনি, অলরাউন্ডার😎
💚
ইনশাআল্লাহ,স্যার।
💚
অনেক ধন্যবাদ ভাইয়া।।
💚
Great discussion, thank you vaiya 💚
💚
sir keep teaching us
INSAALLAH 💚
Assalamualaikum vaia..apnar kotha gulo shune khub valo laglo..nijer University life er Kotha mone pore gelo j kivabe savar theke daily dhaka University jetam..class kortam..ami Zoology Department er student vaia..recently ms korechi..akhn bcs er jonno preparation nicchi...family khub supportive Alhamdulillah.. Ms e thakte amr biye hoyeche..tokhn o savar theke giye class kortam..thesis korechi..akhn keno jeno hotash hye jacchi vaia..
Mone hocche ami khub pichiye achi amr aro agei bcs pora shuru korar drker silo...
Kintu ami Ms shesh houer shathe shathei bcs coaching e vrty hyechi...regular class kori..exam dei..exam e top 10 e achi...kintu tar por o nijer moddhe satisfaction kaj kore na...khub tensed laage..jehetu married.. Mey Manush... Bcs kom shomoye crack korte parbo kina...amake diye hobe kina egulo dushcinta mathay ashe...ei bishoye apnar kono suggestions thakle dite paren vaia...valo thakben..fi amanillah
আপনি বিসিএস এ অনেক ভালো করবেন।অনেক পড়লে তখন এমন ফিল হয় এটা গুড সাইন।মন দিয়ে পড়ুন আপনার সফলতার গল্পটা শুনার আশায় থাকলাম💚
@@arifgeo60 Thank you vaia..thank you so much.. These words really motivate me🥺
@@mmalihaanjumwelcome dear💚
আসসালামু আলাইকুম স্যার। আপনার জন্য শুভকামনা ❤
💚
Jazakallah khairon❤❤
💚
Masaallah.
💚
ধন্যবাদ ❤❤❤❤❤
💚
বউ এবং বিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেহেতু আপনি পরিবার থেকে একটু দূরে ছিলেন।
শুভ হোক আপনার নতুন কর্মজীবন ❤️।
এভাবেই প্রেরণা আর সহযোগিতা করে আমাদের সফলতার পথে জীবন গুরু হয়ে থাকবেন ইনশাআল্লাহ।
জ্বী। বিয়ের পর থেকে শুধু সফলতার মুখ দেখেছি আলহামদুলিল্লাহ। বিয়ে সত্যি বরকতময়।মজার বিষয় হলো আমার অনেক বন্ধু আমাকে আইডল মেনে তারাও বিয়ে করেছিল☺️ তারাও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। পড়াশোনাকে তারাও অনেক সময় দিয়েছে। জীবনে নিয়ম মেনে চললে সব ঠিক থাকে।দোয়া করবেন আমার পরিবারের জন্য💚
@@arifgeo60 আল্লাহ আপনার মঙ্গল করুক। আমিন।
Assalamualikum bhaiya amar job ar boyos aca 3 bosor 3 mas aca akhn jodi ami bcs preparation nita caitace akn thaka kivaba preparation nila ami bcs cader hota parbo boyos ses howar aga plz bhaiya janaban
💚@@howto.whatis
ভিডিও দেয়া আছে💚@@bithisb3180
আসসালামু আলাইকুম স্যার, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি অনেক হতাশা কাজ করে যে বিসিএসের এই প্রতিযোগিতায় পাবলিকিয়ানদের সাথে অংশগ্রহণ করে ঠিকে থাকতে পারবো কি? আমাদের সম্পর্কে প্লিজ একটা ভিডিও বানাবেন যে কিভাবে বিসিএস প্রস্তুতি অনার্স থেকেই নিতে পারি পড়াশোনার পাশাপাশি।
ওয়ালাইকুম আসসালাম ভিডিও দেয়া আছে।
ওকে স্যার, আমি খুঁজে পেয়েছি।
ভাইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজেকর্ম বিভাগের ৩য় বর্ষের একজন ছাত্র। আমার বিসিএস পুলিশ ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। কিন্তু অনেক ভয় লাগে ভবিষ্যত নিয়ে। এবং কিভাবে শুরু করবো কিছু বুঝতেছি নাহ। এই বিষয়ে যদি কিছু বলতেন।
@@saimkhan8299 আমার ইউটিউবের ভিডিও গুলো দেখুন।
অসাধারণ ❤
💚
Vai,preli+written er combine preparation kivabe nea jai ai bishoy e akta vedio diben...kon kon tpic gula porle preli written 2 tai cover ho e jai ai bishoy e akta vedio diben....
চ্যানেলে এই বিষয়ে ভিডিও আছে দেখে নেবেন।
অসাধারণ ভাইয়া❤❤❤❤
💚
Inspired sir ❤
💚
Arokom regular video chai vai❤
i will try dear💚
Onk valo laglo, mone sahosh barlo, dinajpurer kon upojelai basha vaia?
চিরিরবন্দর উপজেলা
Amr bari dinajpur jelar fulbari upojelai. Ki shouvaggo, apni amader jelar senior vai. Apnar prottekta upodesh amke khub inspire kore.
Thanks 👍
💚
ভাই, দ্বিতীয় বর্ষ থেকে বিসিএস প্রস্তুতি কীভাবে শুরু করব? বিশ্ববিদ্যালয়ের ক্লাস + সাংবাদিকতা করা + ডিপার্টমেন্টের পড়া ব্যালেন্স করে বিসিএস প্রস্তুতি কীভাবে শুরু করব? বললে উপকৃত হতাম।
সময় ব্যবস্থাপনা করতে হবে রুটিন তৈরি করুন
❤🤍🤍
💚💚
বিসিএস প্রস্তুতির সময় আপনার পড়া ও ঘুমানোর রুটিন কি ছিলো জানালে উপকৃত হবো। ❤️
💚💚💚
Mas-allah Vhaia..akta Question.. Apnr first year cgpa koto celo abong final cgpa koto hoyacelo?
First year cgpa was 3.43
Final year cgpa was 3.70
ভাইয়া,,,
দিনাজপুরের কোন থানায় আপনার বাসা? আমিও দিনাজপুর থেকে।
চিরিরবন্দরের রানীরবন্দর
❤
💚
স্যার,আমি আপনার নিয়মিত দর্শক ও সর্বোচ্চ চেষ্টা করি আপনার মূল্যবান উপদেশ অনুসরণ করতে। কিন্তু একটা বিষয় জানতে ইচ্ছে। আপনার SSC ও HSC কত সালে ও কেমন রেজাল্ট ছিল আমি রেজাল্ট নিয়ে অনেক হতাশার মধ্যে আছি।
ধন্যবাদ💚
আমি মোঃ আরিফ হোসাঈন গত ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ) সুপারিশ প্রাপ্ত হয়েছি। সারা বাংলাদেশে ৪৩ বিসিএস এ ৪,৩৫,১৯০জন প্রার্থীর মধ্যে প্রশাসন ক্যাডারে মেধাক্রম-০৪। দক্ষিণ নশরতপুর উচ্চ বিদ্যালয়, বলাইর বাজার থেকে এসএসসি (বিজ্ঞান বিভাগ জিপিএ- ৫.০০), সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি (বিজ্ঞান বিভাগ গোল্ডেন জিপিএ - ৫.০০), এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ( ৪.০০- প্রথম স্থান) ডিগ্রি অর্জন করি।প্রথম কর্মস্থান -প্রভাষক হিসেবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,পিলখানা,ঢাকায় কর্মরত ছিলাম।৪১তম বিসিএস প্রথম বিসিএস ছিল। ৪১ বিসিএসে তথ্য সাধারন ক্যাডার কর্মকর্তা, মেধাক্রম-১৭। ৪৩ ,২য় বিসিএস। আপনারা দোয়া করবেন।
@@arifgeo60 ধন্যবাদ স্যার,আপনার ইন্টার কত সালে?
জানতে ইচ্ছে।
@md.arifbillah2517
SSC- 2011
HSC-2013
Vaiya international affairs er written part niye ekto in details a boilen.
okeay ...
very well said sir 🤍
💚
👍❤️
💚
স্যার ,আপনি তাহলে বিসিএস পড়তেন কোন সময়?
এখানে আপনি টিউশন, ডিপার্টমেন্টের পড়া, ডিপার্টমেন্টের ক্লাস ও হলের কথা বলেছেন
ডিপার্টমেন্টের পড়াশোনা করে তারপরেও সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার হাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় থাকতো বিসিএস পড়ার।
Sir ami university 1st year a admitted holam ai year ,ami akhn thkei bcs er preparation ta kivabe start korte pari
শূন্য থেকে বিসিএস প্রস্তুতি কিভাবে করা যাবে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন।
Vai ami ekjon dr. Ami 47 bcs er jnne ekhn written er akta assurance digest kinsi... 7 mas next kivabe porbo bolen
Subject wise porte thakun
আপনার প্রাথমিক আবস্থায় এক বিষয় শেষ করতে কতদিন লেগেছিল?
1 month or more
Vaiya upni Dinajpure er kothy basa?
Dekha korte chai❤️
raninirbondor a....
@@arifgeo60 ❤️
Assalamualaikum sir! Sir apnar subject ki chilo?❤
Ami bar bar apnar ai vedio dekhe motivated hoi❤️❤️.onek sundor bolecen sir.protekkta kothay inspired hoi
Geography and Environment
💚💚💚
আসসালামু আলাইকুম ভাই। বিসিএস প্রশ্নফাঁস হওয়া দেখে হতাশ হয়ে যাচ্ছি। কষ্ট করে এই দুর্নীতির কাছে স্বপ্নটা হেরে যাওয়ার। এই বিষয়ে কিছু বলবেন ভাই। আপনার ভিডিও নিয়মিত দেখা হয়। আশা পাই আবার দেশের দুর্নীতি দেখে হতাশায় ডুবে যায়। 😢
আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন যেন পৃথিবীর কোনো বাধা আপনার কাছে কঠিন মনে না হয়।মনে রাখাবেন সৎ ও পরিশ্রমীদের আল্লাহ কখনওই নিরাশ করেন না।তাই এসব নিয়ে হতাশ না হয়ে সময় নষ্ট না করে পড়ায় সময় দিন 💚 আপনার জন্য দোয়া রইল ফিয়ামানিল্লাহ
@@arifgeo60 জাজাকাল্লাহ খাইরান ভাই। আশা করি আপনি আমাদের এভাবে আরো পরামর্শ আর গাইড দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন💚
@@arifgeo60 thankyou vaiya,,,
@@Sports360-ot9thobossoi 💚 InsaAllah
@@TafajjolHossain-kc6es💚
ভাইয়া আপনার গল্পের সাথে আমার জীবনের বেশ কিছু মিল পেলাম।উৎসাহিত হলাম বেশ।
💚
Vai, very struggling and impressive, take salam to Bhabi, i pray for you and your family too, i need your mental support or confession that i am currently passing 28yrs and at on the job Primary school teaching, with job i need to manage time to study,if i crack next one BCS luckily and with my perseverance, then it may take few years more to appointed,then the age of mine may be after 30yr (32/33 or more), will it be very delay joining in the service (specially in Administration)???
Not that much since you have a long cherish dream to become a bcs cadre officer.
@@arifgeo60 Ok, Thank you Vai
@@tahmidsaad5085💚
Bhai apnr session kto?
2014-15
Vai ami DU banking department... BBA sesh korsi...bhai koto hours porbo daily ! Ar ki vaba porle koto din e syllabus sesh Hobe !
ভিডিও দেয়া আছে💚
১২ ঘণ্টাতো পড়তেই হবে💚
কেমন হয় যদি আপনি প্রতিদিন/ ১ সপ্তাহের পড়া দেন আর আমাদের মেম্বারদের ভিতর থেকে কোন একজন প্রশ্ন করল???
প্রিলি+রিটেন এক সাথে গুছানো গাইডলাইন + নোট দিলেন আপনার গাইডলাইনে আমরা এগিয়ে গেলাম।
I will try dear💚
❤❤❤❤❤❤❤❤❤❤❤
💚💚💚
Vai apnar cg koto chilo Bsc te
CGPA 3.70
আপনার বাসা কি দিনাজপুরে,,কোথায়,,আমার বাসা দিনাজপুরে,,একেবারে শহরেই
রানীর বন্দর, চিরিরবন্দর
দিনাজপুর সদরেই আমার বাসা স্যার।
@@Prante2 কোথায় ?
vaiya Dinajpur e koi basa apnr? amio dinajpurer
রানীর বন্দর, চিরির বন্দর
❤❤
💚
vaia
46 tomo written exam tta hbe ki na
I don’t know.
Math a preliminary abong written kivabe valo jay ei bisoy a jodi bolten
ভিডিও দিব💚
Honors er total cg kto apnr vaia?
Honours CGPA 3.70
MSc CGPA 4.00
আসসালামুআলাইকুম স্যার।প্লিজ আমায় একটু সাজেস্ট করেন। স্যার আট মাস সময় আছে মনে হয় বিসিএস এর।
এদিকে আমি পারিবারিক কিছু সমস্যার জন্য আমি পড়াশোনা এতোদিন করতে পারিনি। এদিকে আমার মাস্টার্স শেষ হয়েছে ২ বছর আগে।
আমি অনেক হতাশায় ভুগছি স্যার।
প্লিজ একটু সাজেশন দেন আমি কি এখন পড়াশোনা করলে বিসিএস ক্যাডার হতে পারবো???
আর আমাকে এখন কতো ঘন্টা পড়তে হবে।
প্লিজ স্যার একটু সাজেস্ট করেন আমি এখন কি করবো? এই মুহূর্তে শূন্য থেকে কি শুরু করতে পারবো??
শুরু যদি করি তবে কিভাবে করবো??
প্লিজ প্লিজ প্লিজ বলেন একটু🙏🙏🙏
আপনাকে ৬/৭ ঘন্টা ঘুমাতে হবে। ১/২ ঘন্টা খাওয়া+অন্যান্য কাজ করবেন বাকি সময় পড়তে হবে।কি ভাবে পড়বেন আমার ভিডিও দেয়া আছে দেখেন।শূন্য থেকে বিসিএস প্রস্তুতি, ছয় মাসে বিসিএস প্রস্তুতি।
ধন্যবাদ স্যার@@arifgeo60
DU e kon dept e poresilen vaia
geography and environmental science
প্রশ্ন ফাস
সৎ ও কঠোর পরিশ্রমীদের আল্লাহ নিরাশ করেননা💚
আসসালামু আলাইকুম স্যার। আপনি কি যোগদান করে ফেলেছেন? না করলে কবে নাগাদ করবেন?
অলাইকুম আসসালাম, না। এখনো বলা যাচ্ছে না আরো দুই মাস লাগতে পারে।💚
Vaia...ami ekjn 2nd yr student...bcs er jnno amr koto hour spend kora ucit porasunay???
Plz do reply
৬ ঘন্টা অবশ্যই 💚
@@arifgeo60 vaia...sekhetre math, English complete koto mash a complete korar target nie porbo?!!
@@ahat98682 mash
দিনাজপুরের কোথায় বাসা ভাইয়া?
চিরিরবন্দর 💚
@@arifgeo60 দিনাজপুরে আসলে দেখা হবে ইন শা আল্লাহ।
@@isratzahan3334ইনশাল্লাহ 💚
ভাইয়া আপনার বাসা দিনাজপুরের কোথায় উপজেলা কি
চিরিরবন্দর 💚
@@arifgeo60 ভাই আমার বাড়ি পীরগঞ্জ ঠাকুরগাও তে
@@Sohelrana-rq3vi❤
এরকম গল্প শুনতেও ভালো লাগে । আপনার wife কি করেন ? উনিও কি bcs cadre?
আমরা ব্যাচমেট। ওর এমএসসি শেষ।জব করেনা। 💚
আসসালামু আলাইকুম স্যার।
কিছু নেগেটিভ কমেন্ট দেখা যাচ্ছে,এগুলোর জন্য আপনার উদ্যোগ বন্ধ করে আমাদের বঞ্চিত করবেন না স্যার।
ইনশাআল্লাহ সুস্থ যত দিন আছি দেশ ও দেশের মানুষকে সেবা দিব💚
ইনশাআল্লাহ স্যার❤❤
@greaterpurpose2712 💚
Assalamualaikum via. Amr birth date 12/12/96. Ami r koyta bcs pabo? Plz janaben via. Apni onek gani & binoy akjon manush. Khub vlo lage apnr video gula
ধন্যবাদ 💚চাকরির বয়স ৩০ বছর।
ক্যাম্পাসের সিনিয়র ভাই আপনার কোন হল ছিলো ভাই?
অমর একুশে হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন কিনেছিলেন কি???
আরেকজনকে কীভাবে প্রশ্ন করতে হয় সেটা জানতে হয় ভাই।
উনার ডেডিকেশন দেখেন তো একটু,ওনার ভার্সিটির রেজাল্ট দেখেন তো একটু।
সবাইকে ঢালাওভাবে জাজ করা উচিত না।
মাথা খাটান। বিনয়ী হোন। অযথা অন্যকে কষ্ট দেয়া বুদ্ধিমানের কাজ না।
এটা কি ধরনের ম্যানারস রে ভাই। কারো সম্পর্কে কিছু না জেনে না বুঝে দুম করে কিছু একটা বলে দিলাম। আর যাই হোক এটা কোনো শিক্ষিত বা মার্জিত ছেলের কাজ না।
দয়া করে মানুষ চিনতে চেষ্টা করেন।
সেই সৌভাগ্য আমার হয়নি। কষ্ট করে পড়াশোনা করে টিকতে হয়েছে।
আশা করি প্রশ্ন পেয়ে ক্যাডার হন নি
প্রশ্ন কিনে ক্যাডার হওয়ার সৌভাগ্য আমার হয়নি। অনেক পরিশ্রম এবং পড়াশোনা করে ক্যাডার হতে হয়েছে 💚দোয়া করবেন।
স্যার বোর্ড পরিস্কার রেখে ভিডিও করিয়েন। আগে থেকে লেখা থাকলে বুঝতে অসুবিধা হয়।
ভিডিও যেন বেশি লম্বা না হয় আপনাদের সময় সেভ হয় তাই আগে থেকে লিখে রাখি ধন্যবাদ 💚
অসাধারণ 💖
💚
❤❤❤
💚
❤❤❤
💚
❤❤❤
💚
❤❤❤
💚
❤
💚
❤
💚💚
❤❤❤❤❤
💚