লোড শেডিংয়ের ঘোষণায় তৎপর অসাধু ব্যবসায়ীরাঃ ইলেকট্রনিক্সের বাজারে অভিযান || DNCRP market monitoring

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @SOHELHARUNSARDER
    @SOHELHARUNSARDER 2 ปีที่แล้ว +6

    একদম খুব সুন্দর একটা প্রতিবেদন

  • @NeBangladesh
    @NeBangladesh 2 ปีที่แล้ว +5

    সব সময় অভিযান করা উচিত

  • @rezwandip7160
    @rezwandip7160 2 ปีที่แล้ว +4

    ভুক্তা অধিকারের সহকারী পরিচালক চালক নাসরিনা সুলতানা আপুর অভিযান দেখতে চাই। ওনার অভিযান খুব ভালো লাগে। উনার মত ম্যাজিস্ট্রেট বাংলাদেশের খুব কমই আছে

  • @kazinoor687
    @kazinoor687 2 ปีที่แล้ว +5

    আসসালামু আলাইকুম ,আমি প্রথমে মনে করেছিলাম আপনাদের আরেকজন মহিলা ম্যাজিস্ট্রেট তার নামটা আমার মনে নাই সে একটু শক্ত ভাষায় কথা বলেন, তো আমার কাছে বিষয়টা তেমন একটা ভালো লাগত না, কিন্তু এই ম্যাজিস্ট্রেটকে দেখে আমার কাছে মনে হইলো ওই শক্ত ভাষার মহিলাই এই কাজের জন্য উপযুক্ত একজন ম্যাজিস্ট্র, আমি বলবো না যে এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে হবে না, কিন্তু সে অনেক নরম মানুষ বলে মনে হচ্ছে ,আমাদের দেশে যে মানুষ তাতে একটু শক্ত লোকেরই দরকার বলে আমার মনে হয়, ধন্যবাদ

  • @mdanamul2572
    @mdanamul2572 2 ปีที่แล้ว +8

    নিয়মিত মনিটরিং করা আবশ্যক এবং কাষ্টমার যে কোনো সময় অভিযোগ করলে সাথে এসে সমাধান করার আবশ্যক ।

  • @juelahmedrana7754
    @juelahmedrana7754 2 ปีที่แล้ว +3

    Aera .jodi sonbo j kal .k keyamot . Oidin ora zainamaj tasbihr dam baraya dibo .

  • @masudrana9067
    @masudrana9067 2 ปีที่แล้ว +3

    আই পি এস, ব্যাটারির দোকানে অভিযান চালানোর জোডে দাবি জানাচ্ছি.... প্রত্যেকটা পণ্য ৫-১০ হাজার টাকা বাড়তি দামে বিক্রি করছে

  • @dmmasud7737
    @dmmasud7737 2 ปีที่แล้ว +1

    নিশ্চয় আমার রব দো‘আ শ্রবণকারী’। হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে। আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না’।
    আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।///////////////

  • @mdalaminopu280
    @mdalaminopu280 2 ปีที่แล้ว +1

    এই ম্যাডামকে দিয়ে হবেনা এদের সায়েস্তা

  • @sujonmia-dw1gh
    @sujonmia-dw1gh 2 ปีที่แล้ว

    ঢাকা রামপুরা বাজারের সাথে যত ফ্যানের দোকান আছে সবগুলা সেম ঘটনা

  • @mdshaikat8021
    @mdshaikat8021 2 ปีที่แล้ว +3

    Apnader sob video vlo lage kintu eta vlo lageni...uni 3000 bolle Kew 3000 diye kinbena damadami korei kinbe,,200/100 tk komabei..r uni 2500tk invest kore ki 200/250 tk lab krte parbena..ekhane uni koto. % lab korlo bolen..othocho medicine a 40/50% lab kore seta to dekhen na..r uni to bole nai j 3000tk fixed price..

  • @MDSAGOR-ok7ji
    @MDSAGOR-ok7ji 2 ปีที่แล้ว

    আমি নবাবপুর এর একজন ব্যাবসাহি হয়ে জেইটা মনে করি দাম বারানোর কারন যারা এই মাল গুলা আমদানি করে তারা মুল্য বারিয়ে মাল পাইকারি বিক্রি করে।

  • @azizurrahmanaziz6900
    @azizurrahmanaziz6900 2 ปีที่แล้ว +2

    2750 tk 200 tk profit kortei pare.

  • @mdbashar4437
    @mdbashar4437 2 ปีที่แล้ว +2

    স্যার আপনাকে ৫/৬ বছর আগে থেকে ফোলো করি।২৫০০ টাকার ফ্যান ২৭৫০ টাকা বিক্রয় করেছে।তাহলে শতকরা কত % লাভ করলো।তার পরে আছে দোকান ভাড়া কারেন্ট বিল হিসাব করলে আরো আছে।

    • @hazahaza3201
      @hazahaza3201 2 ปีที่แล้ว

      ডাকাত দোকানদার।

  • @hazahaza3201
    @hazahaza3201 2 ปีที่แล้ว

    দোকানদার হলো মাস্তান। ৫০০ টাকার মাল। ১২০০ টাকা চায়। আমরা কত বলবো।

  • @robinfahim941
    @robinfahim941 2 ปีที่แล้ว

    ha aibar thik ase jorimanar ammount jokhon khub beshi hobe tokhon bolben .....public will aware but kom jorimanar somoy ammount mention korar dorkar nai...if they can go away with small sum of fine they will always try to go away with it.. amader to character valo na...

  • @nidhisn2463
    @nidhisn2463 2 ปีที่แล้ว

    মোল্লা টাইপের মেজিস্টার দিয়ে কাম হবে না

  • @minhajulabedin1373
    @minhajulabedin1373 2 ปีที่แล้ว

    lokta thik bolse 2750 tk bostu kine se toh 3000 tk bikri korbei 250 tk benefit savabik, karon se invest korse 2750 taka.

  • @gamingboy0302
    @gamingboy0302 2 ปีที่แล้ว +2

    শুধু শুধু একজন ভালো নামাজি মানুষ কে ফাসাতে চাচ্ছে

  • @arifhussain4615
    @arifhussain4615 2 ปีที่แล้ว

    কাম কাজ নাই তো তাই আকাজ করছে। অভিযান চালান বড় বড় কোম্পানীতে যারা ট্রাক্স ভ্যাট ফাকি দেয়। সেখানে তো আপনারা যান না অভিযান চালাতে।

  • @hasan_nv
    @hasan_nv 2 ปีที่แล้ว

    খুব বেশী লাভ তো করে নাই দোকান দার। ২৫০০ টাকার জিনিস ২৭০০ টাকা। শতকরা হিসেব করলে অনেক কম লাভ। এরপরেও এত ঘটা করে অভিযান?

  • @somratarfin6299
    @somratarfin6299 2 ปีที่แล้ว

    কিছু অস্বাদু ব্যবসা আছে যাদের নবীর সূনাহ মাথায় দিয়ে পূন্যের দাম অনেক বেশি চায়?

  • @trainntours
    @trainntours 2 ปีที่แล้ว

    একটা ফ্যানে ১০০/২০০ টাকা লাভ করবে, এটাই স্বাভাবিক। এ জন্য আবার অভিযান চালানো লাগে?

  • @Infos68644
    @Infos68644 2 ปีที่แล้ว

    Assistant Director er shamne Boshe ase!! Shala beyadob shurorer bacca egula!!!!