অন্তর্বর্তী সরকার: মেয়াদ জানা নাই

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • দেশের সার্বিক সংস্কার, নাকি নির্বাচন ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার- কোন পথে হাঁটছে ইউনূস সরকার?
    বিষয়: অন্তর্বর্তী ইউনূস সরকারের মেয়াদ কত?
    আলোচনা করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং অধ্যাপক, লেখক ও বুদ্ধিজীবী আনু মুহাম্মদ।
    দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য:
    #অন্তর্বর্তী #ইউনূস #সরকার #খালেদমুহিউদ্দীন #ঠিকানা
    প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায়: ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’। দেখুন আমাদের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন। আপডেট পেতে লাইক, ফলো দিতে পারেন আমাদের ফেইসবুক পেইজেও।
    ইউটিউব লিঙ্ক: / @thikanaykhaledmuhiuddin
    ফেইসবুক লিঙ্ক: / thikanaykhaledmuhiuddin

ความคิดเห็น • 909

  • @shifatism
    @shifatism 6 วันที่ผ่านมา +147

    একটা মানুষকে সবাই কত ভালবাসে।অনুষ্ঠানের নানান ক্রুটি সবাই খুব সুন্দর করে তুলে ধরছেন,যেটা অনুষ্ঠান আয়োজকদের জন্য খুব হেল্প করবে।প্রথম পর্বের থেকে আজকে অনেকটা ভাল,নিশ্চয় আগামিতে আরও ভাল হবে।

    • @mdashikesarker9381
      @mdashikesarker9381 5 วันที่ผ่านมา +4

      ঘোড়াঘোড়ি ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে হবে,টেবিল চেন্জ করতে হবে

    • @DeveloperNaeem-y4i
      @DeveloperNaeem-y4i 5 วันที่ผ่านมา +1

      গ্লোব ঘুরাঘুরি সরানো লাগবেই৷ লাল কালার ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া দরকার।

  • @RaselKhan-hb7tx
    @RaselKhan-hb7tx 6 วันที่ผ่านมา +103

    অনুষ্ঠান শুরুর আগে 12 মিনিট ঘড়ির মত এটা না থাকলে ভালো হতো,

    • @kaziarman4691
      @kaziarman4691 6 วันที่ผ่านมา +2

      এটা কেন বুঝলাম না।

    • @noblemalaker
      @noblemalaker 5 วันที่ผ่านมา +1

      Right 👍

    • @nothing533
      @nothing533 5 วันที่ผ่านมา +3

      Live program shuru howar age timer thakbei, eita youtube thekei ashe

    • @mohinuddinshakil6682
      @mohinuddinshakil6682 5 วันที่ผ่านมา +1

      পাঁচ মিনিটে নামিয়ে আনলে ঠিক হতো ‌।

  • @arnaeem7605
    @arnaeem7605 5 วันที่ผ่านมา +56

    🔴 লাল ব্যাকগ্রাউন্ড যেভাবেই হোক সরিয়ে ফেলেন।
    গ্লোব ঘুরাঘুরি এটাও বিরক্তিকর। গ্রাফিক্সের কাজে আরেকটু উন্নতি দরকার।

  • @MdAkis-kv5un
    @MdAkis-kv5un 4 วันที่ผ่านมา +39

    সৈয়দা রিজওয়ান ম্যাডামকে, আমি আগে জানতাম না। তবে ইদানীং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের, প্রশ্নের উত্তর গুলো অসাধারণ। ম্যাডামের বক্তব্য গুলো শুনবার মতো, এককথায় ম্যাডাম অনেক মেধাবী। ❤

    • @shimoonhuque6778
      @shimoonhuque6778 4 วันที่ผ่านมา

      ❤❤❤ Me to Same

    • @Composed_Soul
      @Composed_Soul 2 วันที่ผ่านมา

      One piece in Bangladesh. She is so brilliant

  • @mustakbiajed6603
    @mustakbiajed6603 6 วันที่ผ่านมา +148

    খালেদ ভাইয়ের মেকআপ এবার ঠিক আছে, লাইটিং পিছনের ব্যাকগ্রাউন্ডটাও এবার পারফেক্ট হয়েছে, তাছাড়া গেস্টের সাউন্ডে এখনও একটু সমস্যা আছে।

  • @AbdulAhad-h2d
    @AbdulAhad-h2d 6 วันที่ผ่านมา +80

    খালেক মুহিউদ্দিনের সামনের মনিটরের উচ্চতা কমাতে হবে।

  • @Moajjamhossain-k8b
    @Moajjamhossain-k8b 4 วันที่ผ่านมา +18

    রেজওয়ানা ম্যাডাম অনেক সুন্দর করে বক্তব্য দিছেন অনেক ভালো লাগলো শুনে যেমন প্রশ্ন তেমন উত্তর গুছিয়ে দেওয়ার মানুষ উনার কথাগুলো অনেক স্মার্ট যৌগ উপযোগী একজন উপদেষ্টা চালিয়ে যান ঠান্ডা মাথায় অনেকদিন ধরে অনেক বছর ধরে রাষ্ট্র সংস্কার কাজে যে বাধা দিবে তাকে আইনেরআওতয় আনতে হবে সে যে দলের

  • @ramnarayonrobidas9519
    @ramnarayonrobidas9519 วันที่ผ่านมา +1

    অনেক প্রাণবন্ত এবং সময়োপযোগী তথ্যবহুল আলোচনা ধন্যবাদ উপস্থাপক এবং আলোচকদের। বৈষম্যহীন বাংলাদেশে আধিপত্যের ঠাই নেই!!
    এটা চমৎকার ছিল👌👌

  • @kamrul5286
    @kamrul5286 6 วันที่ผ่านมา +103

    পিনাকী ভট্টাচার্য ও আসিফ নজরুল কে আপনার অনুষ্ঠানে দেখতে চাই

    • @munnaahmed6780
      @munnaahmed6780 6 วันที่ผ่านมา

      Pinaki re anar khomota nai
      Karon khalid sukkho vabe hasinar dalali korce sobsomai

    • @mr.na07
      @mr.na07 5 วันที่ผ่านมา +1

      barca ⚔️ Real

    • @miqsirajuddin5378
      @miqsirajuddin5378 4 วันที่ผ่านมา +5

      Pinaki Khaled ke Joy Bangla Kore dibe.😂

  • @shakil4466
    @shakil4466 6 วันที่ผ่านมา +78

    খালেদ ভাইয়ের সামনের মনিটর মনে হয় একটু উপরে উঠে গেছে । চোখের লেভেল দেখে মনে হলো।

  • @rokonuzzaman3744
    @rokonuzzaman3744 6 วันที่ผ่านมา +23

    ভয়েজ ঠিক ছিলো। তবে
    আমার চোখে দুইটা সমস্যা দেখেছি
    ১. খালেদ মহিউদ্দিন এর তাকানো টা অন্যদিকে যার কারণে মনোযোগ থাকতে ছিলো না আমার।
    ২. ব্যাগগ্রাউন্ড ঘোরাঘুরি টা ভালো লাগে নাই এইটাতেও মনোযোগ দিতে অসুবিধা হয়েছে।

    • @mdmohon5031
      @mdmohon5031 6 วันที่ผ่านมา

      Globe chara kichu pailo na Khaled bhai.. 🤢🤮

  • @TajulIslam-ck6ol
    @TajulIslam-ck6ol 6 วันที่ผ่านมา +28

    পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমলোচনার করা।

    • @masud169
      @masud169 5 วันที่ผ่านมา

      Well said…

  • @swateesultana8207
    @swateesultana8207 5 วันที่ผ่านมา +8

    অত্যন্ত সুন্দর গঠনমূলক আলোচনা হয়েছে। দুজনকেই ধন্যবাদ জানাই।খালেদ মুহিউদ্দিন আগের মতই আমাদের মনের কথাগুলোই প্রশ্ন হিসেবে করেছেন।

  • @ShattaBasak
    @ShattaBasak 6 วันที่ผ่านมา +13

    আমি আসলে এই খালিদ ভাইকেই দেখতে চেয়েছিলাম। সামনের গেস্ট মনিটর ক্যামেরার উপরে না দিয়ে ক্যামেরার দুই পাশে থাকলেও ভালো হতো। আরও ভালো হতো যদি স্টুডিও ক্যামেরার আটোস্ক্রিপ্টের নিচে মনিটর থাকতো।
    আর বাকি সব ঠিকঠাক। আসলে ভালোর কোন শেষ নেই।
    অনেক অনেক শুভকামনা। আর
    খালিদ ভাইয়ের জন্য অনেক শ্রদ্ধা।

  • @yeasinkabir6097
    @yeasinkabir6097 5 วันที่ผ่านมา +10

    অবৈধ বালু ব্যবসায়ী, ফসলী জমি ভরাট করে আবাসন ব্যবসায়ী এবং বন ও জীব বৈচিত্র বিনষ্টকারীদের বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাকে অনুরুধ জানাচ্ছি।

  • @rafiafsan7112
    @rafiafsan7112 6 วันที่ผ่านมา +12

    এত রক্ত, এত প্রাণ, এত ত্যাগ, - এখানে হাসাহাসি করার কোন সুযোগ আছে? 😢যারা ভুক্তভোগী তারাই জানে, যারা হারিয়েছে তারাই জানে, তাদের প্রতি শ্রদ্ধা, এবং নতুনের সম্ভাবনায় বুক বাধা আমরা।

  • @mdshaifulislam3772
    @mdshaifulislam3772 5 วันที่ผ่านมา +6

    অসাধারণ একটা আয়োজন আমার অনেক ভালো লাগলো দেশকে নিয়ে এ রকম আয়োজন অনেক হওয়া প্রয়োজন।সৈয়দা রেজওয়ানা চৌধুরী একজন বিজ্ঞ এবং জ্ঞানী গুণী মানুষ উনাকে যোগ্য জায়গায় বসানো হয়েছে। ইনশাআল্লাহ তাদের হাত ধরে আমাদের দেশ আবার অনেক দূরে যাবে।আমরা এই বাংলাদেশে শেখ হাসিনাকে দেখতে চাই না। দেশে পরিস্থিতি শান্ত হোক তারপর স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ এনে শাস্তির আওতায় আনা হোক। বাংলাদেশের মানুষ শান্তিতে সুখে শান্তিতে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক চাহিদাগুলো নিয়ে বাঁচতে চায় । আমরা উন্নয়ন উচ্চা বিলাসিতা হতে চাই না আমরা চাই মানুষ খেয়ে পড়ে সুখে শান্তিতে বেঁচে থাকুক। ❤❤❤

  • @RajibNandy
    @RajibNandy 3 วันที่ผ่านมา +5

    অসাধারণ প্রোগ্রাম। জমজমাট। চমৎকার উপস্থাপনা। অতিথি নির্বাচনও যথাযথ। শুভকামনা খালেদ ভাই।

  • @Byomkesh007bakshi
    @Byomkesh007bakshi 6 วันที่ผ่านมา +26

    একদম মাথার উপরে লাইট বেমানান লাগছে। চোখের নিচের eyebags চোখে লাগছে। লাইট টা এডজাস্ট করলে ভালো হবে হয়তো।

  • @TheOrionOracle
    @TheOrionOracle 6 วันที่ผ่านมา +51

    🤣হাসু আপা তোমার এতিম লীগ কাঁদছে। তুমি ফিরে এসো,তোমার জন্য ১০০টি মামলা নিয়ে দাঁড়িয়ে আছে 🎉🎈💯✌

  • @istihakahmed07
    @istihakahmed07 6 วันที่ผ่านมา +5

    চমৎকার আলোচনা....
    সব পরিবেশেই খালেদ ভাই ফিট। অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই

  • @সুশীল
    @সুশীল 2 วันที่ผ่านมา +2

    বাংলাদেশে চাকরিরত ২৬ লক্ষ্য ভারতীয় চাকরিজীবী র বিষয়ে কি সিদ্ধান্ত হলো?
    আসিফ নজরুল কে কেউ জিজ্ঞেস করেন না কেন?

  • @rahmanalaziz3732
    @rahmanalaziz3732 6 วันที่ผ่านมา +21

    খালেদ স্যার দয়া করে আওয়ামী কাউকে আনিবেন তাদের বক্তব্য অনেক দিন শুনি নাই।
    পারলে আহমেদ হোসেন বা আরাফাত, ব্যারিস্টার সুমন। এদের চাটামি শুনতে চাই প্লিজ।

  • @abmsourav
    @abmsourav 5 วันที่ผ่านมา +5

    দারুণ! উপভোগ্য আলোচনা। ধন্যবাদ ঠিকানা এবং খালেদ ভাই। ❤

  • @মমো-২০২৪
    @মমো-২০২৪ 6 วันที่ผ่านมา +10

    খালেদ মহিউদ্দিন স্যার এর প্রশ্ন গুলো খুবই যুক্তিক।কাউকে ছাড় দেন না।

  • @ecominfoo
    @ecominfoo 6 วันที่ผ่านมา +14

    ক্যামেরা সেটিং টু ব্যাড, মনে হয় আকাশের দিকে তাকায় আসেন। অডিয়েন্সের সাথে কানেক্টেড না। গেস্টদের দেখতে দেখতেই টাইম শেষ।
    DW এর মত সেটাপে আসেন।

  • @champagnebatsman
    @champagnebatsman 5 วันที่ผ่านมา +5

    I could listen to Rizwana Hasan all day long. She speaks so well!

    • @souravsaha1758
      @souravsaha1758 3 วันที่ผ่านมา

      রাজাকার কন্যাদের কথা মিষ্টি হয়।

    • @Composed_Soul
      @Composed_Soul 2 วันที่ผ่านมา

      Exactly

  • @MoeenulAhsanRasel
    @MoeenulAhsanRasel 4 วันที่ผ่านมา +2

    সব সময় যুগোপযোগী বিষয় নিয়ে খালেদ ভাইয়ের উপস্থাপন সত্যিয় মনোমুগ্ধকর! জনগনের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সামনের দিনগুলোর জন্য শুভকামনা!

  • @khanliakotrahman3184
    @khanliakotrahman3184 6 วันที่ผ่านมา +8

    ১৫ই জুলাই /২৪ - ০৫ই আগস্ট /২৪ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে মনে প্রানে ঘৃনা করি। এবং আওয়ামী লীগ বিরোধীরা এখন যেটা করছে সেটাকেও কোনভাবেই সমর্থন করতে পারছি না,তবে আমি মনে প্রানে চাই ড.ইউনুসের সরকার সফল হউক।

  • @BaruaPranab-w9h
    @BaruaPranab-w9h 4 วันที่ผ่านมา +4

    আলোচকদ্বয়ের বক্তব্য অনেক আশা জাগানিয়া ছিল। সেই সাথে অনেক মার্জিত ও সাবলীল।

  • @returnZeroo
    @returnZeroo 6 วันที่ผ่านมา +11

    খালেদ মহিউদ্দিনের সামনের মনিটর হয়তো কিছুটা উপরে, তাই উনাকে অনেকটা মাথা উপরের দিকে উচু করে তাকাতে হচ্ছে যা কিছুটা বেমানান লাগছে। তবে আগের সো এর তুলনায় এই সো অনেকটা উন্নত হয়েছে।

  • @abdulawoal5743
    @abdulawoal5743 5 วันที่ผ่านมา +5

    আসিফ নজরুল স্যারকে দেখতে চাই ও ২ লক্ষ ভারতীয় চাকরিজীবীদের ব্যপারে মন্তব্য শুনতে চাই

  • @RiazKhan-be6vz
    @RiazKhan-be6vz 5 วันที่ผ่านมา +3

    অনেক অনেক ধন্যবাদ জানাই খালেদ মহিউদ্দিন ভাই

  • @UncoverExcel
    @UncoverExcel 6 วันที่ผ่านมา +8

    মনে হচ্ছে পাসপোর্ট সাইজের পিকচার এর মধ্যে বসে কথা বলছে।। তিনজনের ছবির গেপটা উঠিয়ে দিন।

  • @mdmazedulislam2294
    @mdmazedulislam2294 6 วันที่ผ่านมา +4

    Audio quality got much better! Thank you so much to the production team!

  • @SharminSnigdha
    @SharminSnigdha 16 ชั่วโมงที่ผ่านมา

    সৈয়দা রেজওয়ানা হাসান ❤❤।এত সুন্দর করে কথাগুলো বলেন

  • @mdazizul6331
    @mdazizul6331 5 วันที่ผ่านมา +3

    খালেদ মুহিউদ্দিন সাহেবের উপস্থাপনা অসাধারণ অনন্য।

  • @FarukAhmed-h5g
    @FarukAhmed-h5g 2 วันที่ผ่านมา

    খালেদ মহিউদ্দিন ভাইকে উপদেষ্টা মন্ডলীতে ইনক্লুড করা হোক।

  • @DeveloperNaeem-y4i
    @DeveloperNaeem-y4i 5 วันที่ผ่านมา +4

    ১. গ্লোব ঘোরাঘুরি বাজে লাগছে,
    ২. রেড কালার ব্যাকগ্রাউন্ড টা সরান,
    এই দুইটা জিনিস বাদে অন্য ভাল কিছু এড করলেই হবে খালেদ ভাই। 🙏

  • @GaziRafiqMedia
    @GaziRafiqMedia วันที่ผ่านมา +1

    বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জিন্দাবাদ

  • @JaforSadiqSiam
    @JaforSadiqSiam 6 วันที่ผ่านมา +10

    এইবার লাইটিং,ব্যাকগ্রাউন্ড,মেকআপ সবকিছুই মোটামুটি ঠিক আছে। তবে সময়ে সময়ে আপগ্রেড করার আহ্বান থাকবে ❤

  • @JisanIslam71
    @JisanIslam71 วันที่ผ่านมา +1

    জবাব গুলো খুব স্পষ্ট এবং স্বচ্ছ এখন কর্মের দিকে মনোযোগ দিতে হবে বেশি করে🌅🇧🇩🫡

  • @Mohsin01
    @Mohsin01 6 วันที่ผ่านมา +11

    পেছন থেকে লাল ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেললে ভালহয়। ব্যাকগ্রাউন্ড যদি দিতেই হয় তাহলে সলিড কোন কালার দেওয়া যেতে পারে।
    আর ১২ মিনিটের অপেক্ষাটা ভাল না। সর্বোচ্চ ১ মিনিট হতে পারে।
    আর গ্লোব ঘুরাতে চোখের সমস্যা হয়। যদিও ঠিকানা পাবলিক প্রপার্টি নয়, তারপরও ভালবেসে মতামত দিলাম।

    • @DeveloperNaeem-y4i
      @DeveloperNaeem-y4i 5 วันที่ผ่านมา

      গ্লোব সরানো মাস্ট করাই লাগবে।

    • @jayedachoudhury2079
      @jayedachoudhury2079 5 วันที่ผ่านมา

      11 মিনিট পরে চালু করলেই ত হয় ।
      তারা যদি ৩০ মিনিট ঘড়ি রাখে তাহলে কি ৩০ মিনিটই থাকতে হবে অনলাইনে ?
      কি রে ভাই কি ধরনের প্রশ্ন

  • @Composed_Soul
    @Composed_Soul 2 วันที่ผ่านมา +1

    রিজওয়ানা ম্যাম এত সুন্দর করে যৌক্তিকভাবে কথা গুলো বলে, খালি শুনতেই মন চায় 😊

  • @shebluahamed9842
    @shebluahamed9842 6 วันที่ผ่านมา +16

    প্রথমে যে ১৫ মিনিট মতো অপেক্ষা করতে হয় অনুষ্ঠান শুরু করতে এইটা বন্ধ করা যায় কি???

  • @AlamSarder-uc6nq
    @AlamSarder-uc6nq 18 ชั่วโมงที่ผ่านมา

    রেজয়ানা আপার কথা গুলো জনোগনের চাহিদা মতো হয়েছে পরিসকার ধন্যবাদ জানাই।

  • @iktiarkhilge9939
    @iktiarkhilge9939 6 วันที่ผ่านมา +4

    মন্তব্য বাক্সের অসাধারন সব মন্তব্য!!!

  • @aktermuktadir8159
    @aktermuktadir8159 6 วันที่ผ่านมา +5

    সাউন্ড কোয়ালিটি এখনো ঠিক নাই৷ অতিথিদের কথা ক্লিয়ার শোনা যায় না। খুবই বিরক্তিকর। এগুলো দ্রুত ঠিক করান খালেদ ভাই। আপনার এই অনুষ্ঠানটা অন্য সব অনুষ্ঠান থেকে অনেক গুরুত্বপূর্ণ। সিরিয়াসলি ঠিক করান সবকিছু। ধন্যবাদ। 😊

  • @user-pq2ix9fs3g
    @user-pq2ix9fs3g 2 วันที่ผ่านมา

    সুশিক্ষিত সজীব ওয়াজেদ জয়।বাংলাদেশ আওয়ামী লীগ

  • @khanliakotrahman3184
    @khanliakotrahman3184 6 วันที่ผ่านมา +5

    অনিয়ম দুর্নীতির সিন্ডিকেট না ভেঙে, মাজার ভাঙা যাদের কাছে গুরুত্বপূর্ণ, তাদের ব্যাপারে কথা বলতেও ভয় হয়!

  • @TechRobot360
    @TechRobot360 2 วันที่ผ่านมา

    আপনার অনুষ্ঠান গুলো অনেক ভালো হয়।সব সময় দেখার চেষ্টা

  • @nixon13480
    @nixon13480 6 วันที่ผ่านมา +3

    প্রথম পর্বের থেকে আজ সবদিক থেকে বেশ ভালো,শুভকামনা ❤

  • @aqibbd
    @aqibbd 4 วันที่ผ่านมา +1

    3 amazing personalities. BEAUTIFUL.
    Great informative and positive show. Thanks.

  • @mnlitan65
    @mnlitan65 6 วันที่ผ่านมา +4

    কিভাবে যেনো খালেদ ভাই আমার প্রশ্নটাও করে ফেলেন। যখন মনে হয়,"আমার এই প্রশ্নটা যদি করা হতো"
    শেষ প্রযন্ত সেটাও করে ফেলেন খালেদ ভাই। এজন্যই উনি একটু অনন্য সাংবাদিক।

  • @khondkerjamil6521
    @khondkerjamil6521 5 วันที่ผ่านมา +3

    Time demanding questions.. and got impressive answers from two popular intellectuals❤. Thanks for giving the opportunity to have a quality time!

  • @sabujdebsharma5980
    @sabujdebsharma5980 5 วันที่ผ่านมา +2

    সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, অগ্নি সংন্ত্রাস, বাড়িঘর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার যথার্থ আইনের প্রয়োগ দরকার।।।।😢😢😢😢😢

  • @thefisherman-ce7oz
    @thefisherman-ce7oz 5 วันที่ผ่านมา +4

    সেট, সাউন্ড, লাইট, স্ক্রিনিংসহ প্রযুক্তিগত সমস্যাগুলো উন্নত দেশে অবস্থিত একটি চ্যানেল এতদিনেও ঠিক করতে পারেনি এটা খুবই হতাশাজনক।
    জনাব খালেদ মুহিউদ্দিন বরাবরের মতই প্রানবন্ত সঞ্চালনা করছেন কিন্তু 'ঠিকানা' এর প্রযুক্তিগত সমন্বয়হীনতার কারনে অনুষ্ঠানের মান খারাপ হবে এবং একই সাথে মনে হবে 'ডয়েচে ভেলে'ই ঠিক ছিলো।
    বিষয়টি 'ঠিকানা' বিবেচনা করবে বলে আশা করছি।

  • @gazijamal6546
    @gazijamal6546 20 ชั่วโมงที่ผ่านมา

    ছাত্র জনতা সরকার ডক্টর ইউনুস কে উনার কার্যবিধি ও সফলতার উপর নির্ভর করে সময় দেওয়া দরকার যাতে তিনি দেশটাকে একটি সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারেন আমরা সাধারণ জনগণ আশাবাদী তিনি ভালো কিছু করবেন

  • @smakkas6933
    @smakkas6933 2 วันที่ผ่านมา

    আনু ভাইরা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে সহায়তা করার পরও একজন বামপন্থী শুভাকাঙ্ক্ষীকেও সরকারের উপদেষ্টাতে রাখা হয়নি। এটা দুঃখ জনক।

  • @theorpheus544
    @theorpheus544 6 วันที่ผ่านมา +5

    কয়েকটা ব্যাপারে চেঞ্জ আনলে ভাল হবে!
    - পাসপোর্ট সাইজ ছোট ফ্রেমের মধ্যে হোস্ট, গেস্টকে রাখার চেয়ে ভিন্ন কিছু করা যায় কি না
    - ব্যাকগ্রাউন্ডে কনস্ট্যান্টলি মুভিং গ্লোবটা খুবই ডিস্ট্রাক্টিং এবং এমেচারিশ
    - গেস্টের সাউন্ড সিস্টেম নিয়ে আরেকটু কাজ কর‍তে হবে
    - খালেদ মুহিউদ্দিন ভাই ক্যামেরার দিকে না তাকালে ইন্টারভিউ এর মূল পারপাজ ই হারিয়ে যায়। ভিউয়ারের সাথে কানেক্ট করার জন্যে তাদের দিকেই তাকাতে হবে, উপরে বামে বা ডানে না।

    • @abidurrahmannaeem2711
      @abidurrahmannaeem2711 5 วันที่ผ่านมา

      বিশেষ করে লাল গ্লোব প্রচুর বিরক্তিকর।।

  • @mustafizurrahman4462
    @mustafizurrahman4462 5 วันที่ผ่านมา +4

    Brigadier Azmi was in the HELL (Ainaghar) for so many years. Just after getting back his freedom he started talking about less important issues, not the burning problems we are facing right now. We have every doubt about his mental status.

  • @mcrdh1258
    @mcrdh1258 5 วันที่ผ่านมา +1

    সুন্দর আলোচনা। সবাইকে অভিন্দন ও শুভেচ্ছা।

  • @mdrashelhowlader-pe2yn
    @mdrashelhowlader-pe2yn 5 วันที่ผ่านมา +3

    রিজওয়ানা আপার কথা যতোই সুনি ততোই অবাক হই । কারোন ওনার কথা বলার অন্য রকম একটা বৈশিস্ট ওনি খুব গুছিয়ে কথা বলেন। কথা গুলো মনে হয় কবিতা সাহিত্য এ রকম। আপা আপনার কাছে বাংলাদেশ অনেক কিছু আশাকরে। নিস্চই আপনি বাংলাদেশর সাধারন মানুষ কে নিয়ে ভাববেন।

    • @shimoonhuque6778
      @shimoonhuque6778 4 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤ We love You a Lot of Dear Rizona Chwodhury Apa 🎉🎉🎉🎉🎉 You are a great Women 🎉🎉🎉

  • @nextripofuk
    @nextripofuk 4 วันที่ผ่านมา +2

    প্রথম লাইভের থেকে দ্বিতীয় লাইভ অনেক ভালো হইছে৷
    আনু মোহাম্মদ স্যার বাম দলের হলেও অনেকটা ভালো আলোচনা করেছেন। আমি আগে কখনো বামদের পক্ষ্য থেকে এমন কথা শুনিনি।
    তবে আপা ❤ কিছু বলার নাই।
    অন্য দিকে খালেদ ভাই আপনি আজকে যেই কথাটা বলেছেন এই কথাটা আগেও বলতে পারতেন কিন্তু বলেন নাই। যাইহোক ভালো ছিলো।

  • @SumonAhmed-mr1ny
    @SumonAhmed-mr1ny 6 วันที่ผ่านมา +5

    লাল ব্যাকগ্রাউন্ড'টা সরানো উচিত মনে করছি

    • @abidurrahmannaeem2711
      @abidurrahmannaeem2711 5 วันที่ผ่านมา

      গ্লোব টাও বিশেষ করে।

    • @DeveloperNaeem-y4i
      @DeveloperNaeem-y4i 5 วันที่ผ่านมา

      ঠিক ধরছেন ভাই। গ্লোব টাও সাথে সরানো উচিত উনাদের।

  • @futurepresident3610
    @futurepresident3610 วันที่ผ่านมา

    Well said dear anu Muhammad sir

  • @speaktruth3891
    @speaktruth3891 6 วันที่ผ่านมา +5

    খালেদ ভাই মনে হয় আরেকদিকে তাকিয়ে গেস্টকে প্রশ্ন করছে এটা ভালো লাগে নাহ স্ক্রিনে, eye contact যাতে ঠিকমতো হয় এটা একটু খেয়াল করুন, সাউন্ড কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড ম্যাকআপ এবার ঠিক আছে

  • @MdShajahan-bw4ct
    @MdShajahan-bw4ct 2 วันที่ผ่านมา +1

    আনুমোহামদসারকে
    সঠিকবলারজন্যসেলুট

  • @SujanTaher
    @SujanTaher 6 วันที่ผ่านมา +4

    BDR bidroher bichar niye akta show koren bhai

  • @JahangirAlam-kp8fx
    @JahangirAlam-kp8fx 4 วันที่ผ่านมา +1

    Thank you Khaled mohiuddin

  • @KhairulZaman-q7b
    @KhairulZaman-q7b 6 วันที่ผ่านมา +6

    সামনের মনিটরের জন্য আমাদের মত দর্শকদের সাথে কানেকশন টা ঠিক আগের মতো নেই।

  • @nhfaruki
    @nhfaruki 4 วันที่ผ่านมา +1

    খালেদ ভাই, অতিথিকে পরিচয় করে দেয়ার সময় খুব সাবলীলভাবে পরিচয় করিয়ে দেয়া উচিত। আপনি এখানে প্রায়ই আটকে যান। অভিনেত্রী বাঁধন সহ আরো কয়েকজনের বেলায় বিষয়টি খেয়াল করলাম।

  • @syedshahriar4857
    @syedshahriar4857 6 วันที่ผ่านมา +13

    প্রফেসর সাহেব কি প্রশ্ন বুঝেন না? প্রশ্ন করা হয় এক উওর দেন আরেক। কেমন বুদ্ধিজীবি রে বাবা!!!

    • @ArafatOptics
      @ArafatOptics 6 วันที่ผ่านมา +2

      ভাই স্যার হলো বাম আন্দোলন করে মার্কিন পুতুলরে ক্ষমতায় বসানো বুদ্ধিজিবি। সেরকম পন্ডিত।

    • @pmam4241
      @pmam4241 6 วันที่ผ่านมา

      Arafat? Tor netri Hasina 100 bar jonmaileo ekjon anu mohammad hoite parbena…Bangladesch e sobai ruti halwa khai chance pele..anu mohammad e different. Sarajibon desherr interest er jonno fight kore gesen

  • @ganjemukhfi
    @ganjemukhfi 5 วันที่ผ่านมา +7

    খালেদ মহিউদ্দিন সাহেব আপনি আমাদের একমাত্র আশার জায়গা |বাংলাদেশের প্রচুর মাজার ভাঙতেছে প্লিজ একটু আপনি প্রতিবাদ করুন |আপনার হেল্প অনেক দরকার এখন |

    • @salambabul9681
      @salambabul9681 4 วันที่ผ่านมา

      মাজার ভাঙ্গা নিয়ে কথা বলতে বসছেন তিনি!

  • @emonraza
    @emonraza วันที่ผ่านมา

    একজন মানুষ কতটা জনপ্রিয় হলে দুইটা কনটেন্ট এ এত ভিউয়ারের ভালোবাসা পেতে পারে ❤

  • @jaynalhasan
    @jaynalhasan 6 วันที่ผ่านมา +3

    খালেদ ভাই আপনি আমার অনেক প্রিয় মানুষ সেই অনেক আগে থেকে যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেন। যদিও বা আপনি এখন নিউইয়র্কে আমিও নিউইয়র্কে আছি ।আমার অনেক কাছে আপনি। হয়তো একদিন কোন ভাবেই আপনার সাথে দেখা হয়ে যাবে। কিন্তু নিউইয়র্কের কর্মক্ষেত্র মেনে নিতে পারছি না ডিডাব্লিউইতে আপনাকে অনেক ভালো লাগছিল। মনের কষ্ট কোন দিন আপনার সাথে দেখা হলে প্রথমে সেটাই বলব । ভাল থাকবেন।

    • @alid9835
      @alid9835 5 วันที่ผ่านมา

      জয়নাল নিউইয়র্কে কই থাকো

  • @zahid.chairman
    @zahid.chairman วันที่ผ่านมา +1

    বর্তমান উপদেষ্টারা, আওয়ামীলীগ সরকারের মত করে কথা বলছেন।

  • @mohammadraselprodhan5772
    @mohammadraselprodhan5772 6 วันที่ผ่านมา +5

    সীমান্ত হত্যা নিয়ে কোন প্রশ্ন করলেন না কেন,

  • @ekramazadofficial
    @ekramazadofficial 5 วันที่ผ่านมา +1

    দারুণ কনভারসেশন। সব কয়টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আতিথিদের উত্তরও প্রশংসনীয়।

  • @GW.Raiyan
    @GW.Raiyan 6 วันที่ผ่านมา +3

    দেবপ্রিয় দাদা, আনু মুহাম্মদ ভাই, সলিমুল্লাহ ভাইকে সরকারে দরকার ছিল ।

    • @AhasanRakib-qp5tb
      @AhasanRakib-qp5tb 6 วันที่ผ่านมา

      সলিমুল্লাহ নিজেই দায়িত্ব নেন নি আর দেবপ্রিয় কে অর্থনীতির বড় একটা দায়িত্ব দেয়া হয়েছে

    • @99arafsohan67
      @99arafsohan67 5 วันที่ผ่านมา

      সব জ্ঞানীগুণীরা যদি সরকারে যায় তাহলে গঠনমূলক সমালোচনা কে করবে?

  • @mdtareq2793
    @mdtareq2793 2 วันที่ผ่านมา

    এই সরকার ক্ষমতা গ্রহন করার সাথে সাথে জঙ্গি দের ছেড়ে দেওয়া নিয়ে কোন প্রশ্ন দেখলাম না।প্রশাসনের বিভিন্ন বড় বড় জায়গাতে নিরপেক্ষ লোক দেওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে একটা বিশেষ দলের লোককে নিয়োগ দেওয়ার ব্যাপারে কোন প্রশ্ন দেখলাম না।আমরা হতাশ হলাম

  • @ebrahimhussain2459
    @ebrahimhussain2459 6 วันที่ผ่านมา +9

    DW এর ব্যাকগ্রাউন্ড ভালো ছিলো

  • @khaledhmilky
    @khaledhmilky 5 วันที่ผ่านมา +2

    পোশাক শিল্প নিয়ে সঠিক মন্তব্যের জন্য।
    ধন্যবাদ স্যার।

  • @bappihossain8312
    @bappihossain8312 6 วันที่ผ่านมา +7

    মনে হচ্ছে মহাকাশে টকশো হচ্ছে! ব্যাকগ্রাউন্ড এমন কেন। তবে আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে।

  • @myclusterdpe
    @myclusterdpe 5 วันที่ผ่านมา +1

    Many thanks Khaled Vai

  • @Tusharkhan99
    @Tusharkhan99 6 วันที่ผ่านมา +5

    সব ঠিক আছে এগিয়ে যান।
    বাংলাদেশের সাংবাদিক আইডল

  • @feedyourbrain3439
    @feedyourbrain3439 4 วันที่ผ่านมา +1

    In one world, brilliant journalism and maintained accountability. Thank you all of you.

  • @ferdousibegum7027
    @ferdousibegum7027 6 วันที่ผ่านมา +9

    আমি প্রফেসর ড ফেরদৌসী বেগম আপনার সাথে শিক্ষা কৃষি রাজনাতি নিয়ে কথা বলতে চাই

  • @akterhussain5513
    @akterhussain5513 5 วันที่ผ่านมา +2

    সরকারের গনহত্যা নিয়ে একটা এপিসোড চাই, ডিবি হারুন , মনিরুল এদের গ্রেফতার করা হয়না কেনো, যারা দায়িত্বে আচে তাদের প্রশ্নটা করুন, গোলাম মর্জুরা, ডা জাহিদ উনাদের দেখত চাই

  • @IbrahimBusiness-d2z
    @IbrahimBusiness-d2z 6 วันที่ผ่านมา +4

    মেইন পয়েন্টা তো মিউট করে দিলেন, কারন কি?

  • @LimaAkhter-j6z
    @LimaAkhter-j6z 2 วันที่ผ่านมา

    শিক্ষা সংস্কার করা উচিত

  • @unboxamerica5879
    @unboxamerica5879 6 วันที่ผ่านมา +4

    ভাই আপনার জায়গা অনেক বড়।কি এসব পাড়া মহল্লার চ্যানেলে যোগ দিলেন।আপনাকে এসব জায়গায় মানায় !! দেশে আসুন ভাই

  • @goldentech24h
    @goldentech24h 2 วันที่ผ่านมา

    আমি এই বিপ্লবী সরকারকে বিচারকার্য সহ সংবিধানসহ সবকিছু সংস্কার করে তারপর নির্বাচন নির্বাচন দেওয়ার পক্ষে।

  • @kamrul5286
    @kamrul5286 6 วันที่ผ่านมา +3

    চুপ্পু পদত্যাগ করতে রাজি না- কথাটি কতটুকু সত্যি?

  • @saifurrahman153
    @saifurrahman153 5 วันที่ผ่านมา +1

    Thank you honourable Adviser.

  • @shazadapervin2672
    @shazadapervin2672 6 วันที่ผ่านมา +6

    আলোচনা আজ জমেনি। আর খালেদ ভাই আপনার প্রশ্নের ধরন কেমন জানি বিটিভি বিটিভির মতো লেগেছে।
    ঐ গানের লাইন মনে পড়ছে, জানিনা,জানিনা তুমি আর নেই সেই তুমিতে 😂😅

    • @pinkhotlolly
      @pinkhotlolly 6 วันที่ผ่านมา

      Exactly.....few times, I thought if he got sold out with huge smuggled dollars😅😅😅

  • @user-uw3yw1qo6h
    @user-uw3yw1qo6h 5 วันที่ผ่านมา +2

    প্রথম পর্বে সাউন্ড সিস্টেমে ত্রুটি থাকার কারণে সম্পূর্ণ দেখা হয়নি। আজকে সবকিছুই ভালো হয়েছে। অনেক ভালো লাগলো দুজনের বক্তব্য। প্রফেসর আনু মোহাম্মদকে উপদেষ্টা হিসেবে পেলে আরো ভালো হতো।

  • @SohelRana-wd9bu
    @SohelRana-wd9bu 6 วันที่ผ่านมา +9

    পিনাকী ভট্টাচার্য স্যার কে আপনার প্রোগ্রামে দেখতে চাই❤

  • @AmirulIslam-dp8fz
    @AmirulIslam-dp8fz 3 วันที่ผ่านมา

    অনুষ্ঠান দেখতে আসি খালেদ মুহিউদ্দিনের প্রশ্ন শোনার জন্য,
    সুতরাং অথিতিদের নিকট আবেদন দয়া করে আপনাদের উত্তর গুলো সংক্ষেপে দিবেন।

  • @AE--MdNurIslam
    @AE--MdNurIslam 6 วันที่ผ่านมา +4

    ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় নাই। DW এর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ছিল।

    • @rashidunabii
      @rashidunabii 6 วันที่ผ่านมา

      Oi background ta ekdom realistic chilo. Ami prothom prothom vabtam ota real but pore dekhi green cover diye video kora background