ভারত বিভিন্ন ধর্ম ও ভাষা ভাষী দেশ। তাহলে শুধু মাত্র হিন্দু ও মুসলিম ধর্মের লোকদের বাংলাদেশ এ যাবার আমন্ত্রণ জানালেন কেন? এর জন্য বাংলাদেশ কে ভারতের সবাই পছন্দ করে না । 😂😂😂😂
What are the impediments of inviting non-Bengali Hindu/Mussalman/Christian/Buddhist Indian people ? A lot of such people live in West Bengal. A lot of Bengali speakers also live in other states of India. We have no problem. Why have you any such problems ? Nature does not tolerate uniformity. All Mussalmans of Bangladesh are not same. They have different food habits, different dress habits and different prejudices. If you tolerate these distinctions then why not different languages ?
@@Mizuseaofworld Well, what's QueenJulfy's view ? Janab Mizuseaof world (Oxygen O2 - probably you are a Science student)has laudably analysed my comment. He has good analytical power. Let him use this power to find out : 1) why Indian subcontinent has at all been divided ; 2) why Bengal has at all been divided ; 3) is there any relationship between the two ? 4) why any portion of the present day India does not want to go with Bangladesh in spite of obvious advantage : in this connection I am talking about Tripura 5 ) Need we abrogate the partition of Indian subcontinent ?
আমরা সবাই বাঙ্গালী জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ভালো বাসার শেষ নেই। তোমার ব্লগ দেখে ভারতীয় মানুষ গুলোর প্রতি শ্রদ্ধাএবং ভালো বাসা আরো বেড়ে গেলো, অবিরাম শুভকামনা রইল জয় বাংলা।
ধন্যবাদ কলকাতা সমস্ত বাংগালী ভাই এবং বোনেরা স্বাগতম আপনারা সবাই বাংলাদেশে আসেন আমরা সবাই বাংগালী তাই আমরা বাংলাদেশিরা আপনাদেরকে আপন মনে করি এবং আপনাদেরকে সর্মান করি
ভাই, কলকাতা বা পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরো বেশ কিছু রাজ্যে প্রচুর বাঙালি আছেন, যাদের প্রায় সবারই পূর্বপুরুষ বাংলাদেশে ছিলেন। সে সব রাজ্যের বাঙালিরাও বাংলাদেশের সাথে, তার মাটি, মানুষ আর সংস্কৃতির সাথে একাত্মতা বোধ করেন। একটা মজার বিষয় হল এই যে তাদের পূর্বপুরুষ বাংলাদেশের যে গ্রামে থাকতেন, সেখান থেকে নতুন জায়গায় যেখানে আবাদ করে বসতি বানালেন, সেই নতুন গ্রামটার নামও রাখলেন বাংলাদেশের সেই পুরনো গ্রামের নামে। ভারতের বাঙালি অধ্যুষিত অঞ্চলে এমন অনেক গ্রাম আছে যেগুলোর সাথে বাংলাদেশের অনেক গ্রামের নাম মিলে যাবে।
@@md.asikulislam8532ইতিহাস না জেনে উনাদের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবেন না আগে ইতিহাস জানুন তারপর কমেন্ট করুন আপনাদের মত উগ্রবাদীদের জন্যই দেশ ভাগ হয়েছে ঘেন্না করি আপনাদের মত মানুষদের
@@md.asikulislam8532 Yes , you have correctly said. In fact , you have divided India and we have divided Bengal. The lunatics have divided India and terrified have divided Bengal.
দাদা তোমাকে অনেক ভালোবাসি, আরো ভালোবাসি তুমি আমার দেশকে সবার মাঝে প্রকাশ করছ, আসলে দাদা একটা কাঁটা তারের বেড়া ছাড়া তোমাদের ও আমাদের মাঝে কোন পার্থক্য নেই, এক ভাষা, এক জাতি, এক বর্ণ, এক সংস্কৃতির মানুষ আমরা, বিশেষ করে তোমাদের পশ্চিম বাংলার। বাংলাদেশে তোমাদের স্বাগতম । ঢাকা, বাংলাদেশ থেকে। ভালো থেকো।
@@kazimotaher2220 Dhormo te abar apnar amar ki Dhormo toh aktai Sanatan ja sristir aageo chhilo ebong sristir sesheo thakbe...ekon jodi keu bole 50 yr er buro 6 yr er bachha meye k biye korle seta bhalo kaj tahole ki seta bhalo kaj hoe jabe
দাদা আপনার কথা শুনতে খুব ভালো লাগে। সত্যি আপনি দুই বাংলার মধ্যে যে প্রেম সৃষ্টি করছেন তার জন্য সাধুবাদ জানাচ্ছি । বাংলাদেশ 🇧🇩 🇮🇳 থেকে অনেক অনেক ভালোবাসা #artistcouple
আপনার কথাটা ঠবক না। দুটো মায়ের সন্তান না,একই মায়ের একটাই সন্তান। শুধু শ্যামাপ্রসাদ আর জিন্নাহ হারামরাজাদের চক্রান্ত,ষড়যন্ত্র আমাদের দ্বিখণ্ডিত করেছে। আমরা এক আমাদের পরিচয় বাঙালি। আর বাঙালি জাতির জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা জয় হিন্দ।
ভাই যারা ছোট করে দেখে তারা হয়তো আমাদের দেশের উন্নয়ন সম্বন্ধে ধারণা নেই আর তার ছাড়া ইতিহাস পড়ুন ইতিহাস পড়লে অনেক কিছু জানতে পারবেন যখন আমরা ভারতের সাথে যুক্ত ছিলাম তখন আমাদের পূর্ববাংলা অনেক গরিব ছিল যারা বর্তমান বাংলাদেশ সম্বন্ধে জানে না শুধু তারাই ভুল ভুল চিন্তাভাবনা নিয়ে মন্তব্য করে
৩০ বছর আগে যখন আমি ১০ম শ্রেণীর ছাত্র ছিলাম তখন বেনাপোল দিযে পশ্চিমবঙ্গে গিয়ে তিন দিন দিলাম এই পর্যন মনে হয১০ / ১২ গিয়াছি ৷ লন্ডন দুবাই সিঙ্গাপুর থেকে ভালো লাগছে ভারতের চেন্নাই
ভালোবাসার আর এক নাম বাংলাদেশ।। আমি জন্মসূত্রে পশ্চিমবঙ্গীয়।। কিন্তু মন বলে আমার জন্ম অবিভক্ত বাংলায়।। বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা। গেলে হিন্দু - মুসলিম নির্বিশেষে বাংলাদেশি বন্ধুরা সহযোগিতা পাবো তো? ♥️
আর ভারতে অবৈধ ভাবে কত বাংলাদেশী বসবাস করছে, সেটা জানেন কি? শুনলে চমকে যাবেন। আর বিভিন্ন ইউনিভার্সিটিতে কত বাংলাদেশী ছাত্রছাত্রী পড়াশোনা করছে, সেটাও মনেহয় জানেন না। অবশ্য পাশাপাশি দেশ হলে এইগুলো স্বাভাবিক ব্যপার।
@@soumendas5799 জি জানি। আপনি নিজে আগে সংখ্যাটা দেখে আসুন। আপনাদের ১.৫ লাখ মানুষ অবৈধভাবে আছে। আমাদের মেডিকেল কলেজ থেকে পড়ে আপনাদের দেশের ১৬% ডাক্তার। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী আমাদের দেশ থেকে পড়েছে। আমাদের মাথাপিছু আয়ও আপনাদের থেকে বেশি তারপরেও কোনকিছু না জেনেই মূর্খের মতো ছোট করতে চলে আসেন আপনারা
ভাই আপনি শিকরের টানে পুরবো পুরুষ এর বারি পুকুর ঘাট (মনি পাথর এর ঘাট) দেখতে আসেছেন। অই ভিডিওতে আপনার ফেন হইয়ে গেছি।আর তাই চেনেল টা সাবস্ক্রাইব করে দিলাম । পুরবো পুরুশের ভিটার প্রতি আপনার টান দেকে মন টা ভরে গেসে big fan from Bangladesh Bogura zila Mohasthan gor ( PUNDRO NAGAR)
অভিনন্দন দাদা আমার চোখে আপনাদের মত মানুষগুলোই প্রকৃত বাংলা মায়ের সন্তান যাদের ভিতর কোন মৌলবাদ নেই হিন্দুত্ববাদী নেই নেই কোন হিংসা যারা কখনো বাংলাকে ভাগ করে দেখে না বাংলাকে সব সময় এক চোখে দেখে আমার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি
আগে আমারও ভারত যাওয়ার ইচ্ছে ছিল,,কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে এখন কারো না যাওয়াই ভালো।আমাদের দেশের বসুন্ধরা কিংস যেখানে গিয়ে হোটেল সমস্যাসহ মাঠে প্রাকটিসের সুযোগও ওদের দেওয়া হয় না ভারতে।ভারতীয়রা যেইদিন অতিথি পরায়ন হবে,সেদিন ভেবে দেখব।
মন থেকে এইসব বিদ্বেষ ঝেড়ে ফেলে একটু ইতিবাচক চিন্তা করতে শিখুন। আপনাদের কর্মকর্তাদের কারণেই আপনাদের টিম সমস্যায় পড়েছিল। আর ভারত চিরকালই অতিথিপরায়ন দেশ। নবীজীর পুত্রগনকে এই ভারতই আশ্রয় দিয়ে ছিল। এটা খেয়াল রাখবেন।
Many thanks for your good video vlog. It is so nice that it benefits both bengali peoples with love & joy. We Bangladeshi also have best wishes & love to all bengali peoples. Thanks & best wishes to you all.. Dhaka, Bangladesh.
On the contrary "Bangalee Jati" has already divided. This is because of Direct Action of 1946 and thereafter the partition of India. Your fathers or grandfathers at that time spared no pains in driving out the Hindu Bengalees from Eastern Bengal.
অল্প খরচে ঘুরে দেখার জায়গার নাম খুলনা জেলা,,,, বাংলাদেশের খুলনা জেলায় প্রত্যেকটা পন্যের মুল্য খুব সিমিত,, অল্প খরচে ঘুরে বেড়ানোর অন্যতম জায়গার নাম খুলনা জেলা,,,,,
Bangladesh is amazingly developing country with world class infrustrature, coastal area, sundarban, most gorgeous capital city Dhaka, delicious dishes and excellent Bangali culrural atmosphere.
না যাওয়াই ভালো।আমাদের দেশের বসুন্ধরা কিংস যেখানে এত টাকা নিয়েও হোটেল সহ অন্যান্য সমস্যায় ভোগে,কোনো আতিথেয়তা দেখায় না,সেখানে আমাদের দেশের সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম
ভাই কলকাতা বাংলাদেশ না। এখানে গুজব রোটালে জেলে যেতে হয়। যদি আদৌ ভিসা পান, অবশ্যই আসবেন। দেখে যাবেন এখানকার অবস্থা। দেশে ফিরে আপনার ভাই বন্ধুদের গল্প করতে পারবেন। আপনারা যত টা আমাদের ঘেন্না করেন আমরা এখনো আপনাদের ততটা ঘেন্না করতে পারি নাই। চেষ্টা করছি , আপনাদের ঘেন্না করার। এখনো সফল হতে পারি নি।❤❤❤
বাংলাদেশ আমার জন্মভূমি তাই ওখানে যেতে ইচ্ছে হয় । ওদেশের এখন যে উঠতি ছেলেমেয়েরা পাকিস্তানকে ভালোবাসে । কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালো মানুষ ।
জী বাংলাদেশের সাথে পশ্চিম বঙ্গ যুক্ত করলে পশ্চিম বঙ্গের হিন্দু দের কলমা পড়িয়ে মুসলমান আগে করবে। তাই আমরা এ বিষয়ে সজাগ ও সচেতন। তার পর প্রতি টি কথায় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ, মার সাল্লাল্লাহু এই সব ইসলামী ভাষা প্রয়োগ করতে হবে। তাই টা টা বাই বাই।
@@shahadatmollick7968Apni ki obogoto achhen? 1 1947 e Bharot bhag o Pakistan ( bortoman Bangladesh soho) sristir por East Pakistan/ Bangladesh thekay 2022 porjonto 176 lakh Hindu Muslim der dara nihoto ba bitarito hoyechhay. 2 Dhaka University r Dr. Abul Barqat er research onusaray ekhono protidin average 632 Hindu protibeshi muslim der shikar hoye Bangladesh tyag koray Bharot e ashroy nei.
@@moshiurkhan4360ISLAM ER MOOL MONTRO " OMUSLIM/ KAFFIR RA ALLAHR DRISTITAY NIKRISTOTOMO JANWAR ( REF:QURAN ER SURAH AL ANFAL ER AYAT 55 O SURAH AL BAYYINAH R AYAT 6 ) .SUTORANG SOMOGRO BISSAY MUSLIM RA ONNO KONO JATI R BA SOMPRODAI ER SATHAY SHANTIPURNO BHABAY BOSOBAS KORTAY PARAY NA. MUSLIM DER SHOTRU 1 BHAROT O BANGLADESH E HINDURA 2 MYANMAR O THAILANDAY BOUDDHORA 3 MINDANAOTE PHILIPINORA 4 MODDHO PRACHCHE YEHUDIRA 5 CYPRUS E GREEKRA 6 TURKIYE O AZERBAIJAN E ARMENIANRA 7 NORTH NIGERIATAY EBO RA 8 LEBANON E MARONITE RA 9 CHECHNYATE RUSSIANRA 10 XIN JIANGAY CHINESERA 11 BALKAN ONCHOLAY SERBIANRA 12 PARIS E FRENCH RA.
যতই দেশ আলাদা হোক, আদতে আমরা এক । আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, চেহারায় এক, স্বভাবে এক। কারন আমরা বাঙালি, আমরা একই ধরনের ভৌগলিক পরিবেশে বড় হয়েছি। দু দেশেরই গাছপালা, ফল সবজি, পশু পাখি, নদী নালা, সবই এক। আমাদের রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে জোর করে আলাদা করে রাখা হলেও, আমরা মননে এক। সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ। এর কারণে আমাদের মধ্যে বিভেদ কমে আসছে। কারণ controlled media একটা narrative নিয়ে চলে। সমস্ত খবর এডিট করে পরিবেশন করা হয়। News Agency গুলো , রাজনৈতিক কারণে, বা আর্থিক কারণে খবর পরিবেশন করে। একমাত্র সোশ্যাল মিডিয়ার ক্ষমতা আছে এই বাঁধা অতিক্রম করার, এই বিভেদের বেড়া ভেঙে ফেলার। জয় বাঙ্গালী, জয় বাংলা।
আমি একবার কলকাতায় ঘুরতে গিয়ে খুবই আবেগী হয়ে গেছিলাম, ধন্যবাদ চন্দন বাবু, বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা 🇧🇩
🙏🏻🙏🏻
অতিমাত্রায় আবেগ সম্পর্কের জন্য হানি কারক...😂😂😂😂😂
@@positive_views12.8 আবেগে বলে ফেলছে বিবেকে বলে নাই 🤣🤣
আমরা বাংলাদেশীরা ভারতীয় বাংলা ভাষী হিন্দু মুসলিম ভাইদের বাংলাদেশে ভ্রমনে আমন্ত্রণ ও অভিনন্দন জানাচ্ছি।
❤️❤️
Thanks you dada
Thanks for your valuable speech Mr hassan
ভারত বিভিন্ন ধর্ম ও ভাষা ভাষী দেশ। তাহলে শুধু মাত্র হিন্দু ও মুসলিম ধর্মের লোকদের বাংলাদেশ এ যাবার আমন্ত্রণ জানালেন কেন? এর জন্য বাংলাদেশ কে ভারতের সবাই পছন্দ করে না । 😂😂😂😂
What are the impediments of inviting non-Bengali Hindu/Mussalman/Christian/Buddhist Indian people ? A lot of such people live in West Bengal. A lot of Bengali speakers also live in other states of India. We have no problem. Why have you any such problems ?
Nature does not tolerate uniformity. All Mussalmans of Bangladesh are not same. They have different food habits, different dress habits and different prejudices. If you tolerate these distinctions then why not different languages ?
বাংলাদেশ থেকে দেখছি ,,,,ভারতের বাঙালির উপর আমার পরিবার ও আমার পক্ষ থেকে রইলো অসীম শ্রদ্ধা
ভারত আমি পাসপোটে বছর দুইবারে আসি ভালো লাগে
QueenJulfy : Ashim shradha i.e. infinite regard ? I don't know why this compliment incites an involuntary smile in me.
@@somnathacharyya6372The purpose behind your smile can be ridicule or appreciative.. both has a great probability..
@@Mizuseaofworld Well, what's QueenJulfy's view ?
Janab Mizuseaof world (Oxygen O2 - probably you are a Science student)has laudably analysed my comment. He has good analytical power. Let him use this power to find out : 1) why Indian subcontinent has at all been divided ; 2) why Bengal has at all been divided ; 3) is there any relationship between the two ? 4) why any portion of the present day India does not want to go with Bangladesh in spite of obvious advantage : in this connection I am talking about Tripura 5 ) Need we abrogate the partition of Indian subcontinent ?
@@somnathacharyya6372 it would have been better if you put that more simply..
চন্দন আপনি ভীষণ মানবিক ওঅসাম্প্রদায়িক একজন মানুষ।আপনার অনেক উন্নতি হোক।
❤️❤️
Midia.anek.kisu.pare.deke.valo..laglo.ashar.janno.amontorno.rohilo.very good. Bangladesh
অনেক ভালো লাগে যখন আমাদের দেশ সম্পর্কে কেউ ভালো কিছু বলে।বাংলাদেশ চিরজীবী হোক।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমরা সবাই বাঙ্গালী জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ভালো বাসার শেষ নেই। তোমার ব্লগ দেখে ভারতীয় মানুষ গুলোর প্রতি শ্রদ্ধাএবং ভালো বাসা আরো বেড়ে গেলো, অবিরাম শুভকামনা রইল জয় বাংলা।
❤️❤️
Bangladesh থেকে ভারতীয়দের আসার জন্য স্বাগতম।
ধন্যবাদ কলকাতা সমস্ত বাংগালী ভাই এবং বোনেরা স্বাগতম আপনারা সবাই বাংলাদেশে আসেন আমরা সবাই বাংগালী তাই আমরা বাংলাদেশিরা আপনাদেরকে আপন মনে করি এবং আপনাদেরকে সর্মান করি
ভাই, কলকাতা বা পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরো বেশ কিছু রাজ্যে প্রচুর বাঙালি আছেন, যাদের প্রায় সবারই পূর্বপুরুষ বাংলাদেশে ছিলেন। সে সব রাজ্যের বাঙালিরাও বাংলাদেশের সাথে, তার মাটি, মানুষ আর সংস্কৃতির সাথে একাত্মতা বোধ করেন। একটা মজার বিষয় হল এই যে তাদের পূর্বপুরুষ বাংলাদেশের যে গ্রামে থাকতেন, সেখান থেকে নতুন জায়গায় যেখানে আবাদ করে বসতি বানালেন, সেই নতুন গ্রামটার নামও রাখলেন বাংলাদেশের সেই পুরনো গ্রামের নামে। ভারতের বাঙালি অধ্যুষিত অঞ্চলে এমন অনেক গ্রাম আছে যেগুলোর সাথে বাংলাদেশের অনেক গ্রামের নাম মিলে যাবে।
@@nilimespal105😥😥😥
রাজনৈতিক কারণে আমরা আজ আলাদা অবস্থানে আছি। কিন্তু আমরা সবাই বাঙালী। সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই।
rajnoitik na islam er jonno aj amra alada
@@SC-ee3oq😂😂😂
@@SC-ee3oqIslam 🐷child
আমরা বাঙালি জাতি ❤️।
পশ্চিমবঙ্গ আমারও খুব ভালো লাগে, কারন সেখানে বাঙালি আছে বলে। বাংলাদেশ থেকে ভালোবাসা রইল ❤️
❤️
বাংলা, বাঙালি, বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবোধ সবচেয়ে বড় বিষয় সে যে দেশেই থাকুক না কেন। বাঙালিরা এক থাকা সবচেয়ে বড় বিষয়। এটা বাঙালিদের বুঝতে হবে।
পশ্চিম বাংলার বাঙালি রা আসবে কেন? ওদের জন্যই দেশ ভাগ। ভারতের অন্যরাজ্য থেকে ঘুরতে আসুক। বাংলাদেশীদের ও পশ্চিম বাংলা না যাওয়া উচিত।
@@md.asikulislam8532ইতিহাস না জেনে উনাদের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবেন না আগে ইতিহাস জানুন তারপর কমেন্ট করুন আপনাদের মত উগ্রবাদীদের জন্যই দেশ ভাগ হয়েছে ঘেন্না করি আপনাদের মত মানুষদের
@@md.asikulislam8532 Yes , you have correctly said. In fact , you have divided India and we have divided Bengal. The lunatics have divided India and terrified have divided Bengal.
@@md.asikulislam8532 katwar bachcha der jonno desh bhag hoechhe
@@SC-ee3oq😂😂😂
দাদা তোমাকে অনেক ভালোবাসি, আরো ভালোবাসি তুমি আমার দেশকে সবার মাঝে প্রকাশ করছ, আসলে দাদা একটা কাঁটা তারের বেড়া ছাড়া তোমাদের ও আমাদের মাঝে কোন পার্থক্য নেই, এক ভাষা, এক জাতি, এক বর্ণ, এক সংস্কৃতির মানুষ আমরা, বিশেষ করে তোমাদের পশ্চিম বাংলার। বাংলাদেশে তোমাদের স্বাগতম । ঢাকা, বাংলাদেশ থেকে। ভালো থেকো।
❤️❤️ ধন্যবাদ দাদা ❤️❤️
Jodi parthokko e na thakto tahole desh bhag hoto na..parthokko holo amra dhormo follow kori r apnara borbor moru dakat er odhormo k biswas koren
@@SC-ee3oq ji Sir, apni onek intelligent , onek bese bujhen, apnar dharma nie valo thakun, thanks for comments.
@@kazimotaher2220 Dhormo te abar apnar amar ki Dhormo toh aktai Sanatan ja sristir aageo chhilo ebong sristir sesheo thakbe...ekon jodi keu bole 50 yr er buro 6 yr er bachha meye k biye korle seta bhalo kaj tahole ki seta bhalo kaj hoe jabe
সকল ভারতীয় বিশেষ করে বাংলা ভাষা ভাইদের বাংলাদেশে আমন্ত্রণ রইল।
বাংলাদেশ থেকে অবিরাম ভালবাসা।❤❤❤❤🎉🎉🎉
দাদা আপনার এই উদ্যোগ সাদুবাদ জানাই।এপার বাংলা ওপার বাংলা এক।কেউ আলাদা করতে পারবেনা যদিও দেশদুটি আলাদা। ♥️🇧🇩🇮🇳
🇮🇳🇧🇩
দাদা আপনার কথা শুনতে খুব ভালো লাগে। সত্যি আপনি দুই বাংলার মধ্যে যে প্রেম সৃষ্টি করছেন তার জন্য সাধুবাদ জানাচ্ছি । বাংলাদেশ 🇧🇩 🇮🇳 থেকে অনেক অনেক ভালোবাসা #artistcouple
ধন্যবাদ আপনাকে। ❤️
Artis couple er vidio ami dekhi from India 🇮🇳
Thanks 2 all Indian citizens 2 visit sunar BANGLADESH. We love ❤️ all Bangla Knowing people of India specialy West Bengal. Jai hind, Joy Bangladesh.
এপার বাংলা আর ওপার বাংলা আলাদা হলেও সব সময় একটা কথা মাথায় জাগে, আমরা একটা মায়ের দুটো সন্তান।
আপনার কথাটা ঠবক না। দুটো মায়ের সন্তান না,একই মায়ের একটাই সন্তান। শুধু শ্যামাপ্রসাদ আর জিন্নাহ হারামরাজাদের চক্রান্ত,ষড়যন্ত্র আমাদের দ্বিখণ্ডিত করেছে। আমরা এক আমাদের পরিচয় বাঙালি। আর বাঙালি জাতির জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জয় বাংলা জয় হিন্দ।
খুব খুব নস্টালজিক ভিডিও😢😢আমিও বাপ দাদার ভিটেবাড়ি মুর্শিদাবাদ জেতে চাই✌️✌️✌️ Thank you চন্দন দাদা❤❤🇧🇩🇧🇩🇮🇳
কাকার কথা গুলো অনেক সুন্দর❤❤ বেচে থাকোক সারা জীবন❤
আমি বাংলাদেশী 🇧🇩 সকল 🇮🇳হিন্দু মুসলিমদের আমাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ রইল ।
পশ্চিম বাংলার সবাইকে শুভেচ্ছা ও এদেশে ভ্রমন করার আমন্ত্রন ॥ 🇧🇩♥️🇮🇳
ধন্যবাদ দাদা বাংলাদেশকে নিয়ে এত কিছু তুলে ধরার জন্য
I am Bangladeshi. Very nice to see this video. Welcome to Bangladesh.
আমরা ভারতীয়দের যেভাবে দেখি ভারতীয়রা আমাদের ছোট করে দেখে এটা ঠিক না।সবাইকে সম্মান ও ভালোবাসা দেওয়া উচিত।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ভাই যারা ছোট করে দেখে তারা হয়তো আমাদের দেশের উন্নয়ন সম্বন্ধে ধারণা নেই আর তার ছাড়া ইতিহাস পড়ুন ইতিহাস পড়লে অনেক কিছু জানতে পারবেন যখন আমরা ভারতের সাথে যুক্ত ছিলাম তখন আমাদের পূর্ববাংলা অনেক গরিব ছিল যারা বর্তমান বাংলাদেশ সম্বন্ধে জানে না শুধু তারাই ভুল ভুল চিন্তাভাবনা নিয়ে মন্তব্য করে
দেখলন না ..... গ্রামে থাকা সোনাখালির ভাই বললো বাংলাদেশ গ্রাম 😄😄
এরাই বস্তিতে থেকে বিল গেইটসকে নিয়ে মজা করে।
ওর,,,হিন্দুরা খুব খারাপ জাতি।এদের পতন নিশ্চিত।
৩০ বছর আগে যখন আমি ১০ম শ্রেণীর ছাত্র ছিলাম তখন বেনাপোল দিযে পশ্চিমবঙ্গে গিয়ে তিন দিন দিলাম এই পর্যন মনে হয১০ / ১২ গিয়াছি ৷ লন্ডন দুবাই সিঙ্গাপুর থেকে ভালো লাগছে ভারতের চেন্নাই
❤️❤️
ভাই চন্দন চমৎকার ভিডিও উপভোগ করলাম। এ ধরনের রিয়াকশন ভিডিও দিতে থাকো ভাই, দারুণ সাড়া পাবে এটা বোলতে পারি।
Dhonnobad dada ❤️
আমরা দুদেশের বাঙালিরা দূর থেকে অনেকে একজন অন্য দেশের বাঙালিকে গালিগালাজ করি কিন্তু সামনাসামনি দেখা হলে বুঝা যায় আমরা কেমন করে একে অন্যকে ভালবাসি।
❤️❤️
ঠিক বলেছেন। fb তে একটু ঝগড়া করলেও মনে ভালোবাসা যথেষ্ট।
অভিনন্দন দাদা
বাংলাদেশে আসবেন।
আপনাকে অগ্রিম স্বাগতম
অবিরাম ভাল বাসা,, বাংলাদেশ থেকে দেখছি
পশ্চিম বাংলার মানুষের জন্য শুভকামনা রইল সবসময় বাংলাদেশে থেকে
❤কোরিয়া থেকে দেখছি অবিরাম ভালোবাসা❤
ভালোবাসার আর এক নাম বাংলাদেশ।।
আমি জন্মসূত্রে পশ্চিমবঙ্গীয়।।
কিন্তু মন বলে আমার জন্ম অবিভক্ত বাংলায়।।
বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা। গেলে হিন্দু - মুসলিম নির্বিশেষে বাংলাদেশি বন্ধুরা সহযোগিতা পাবো তো? ♥️
একদম পাবেন ❤️
অবশ্যই দাদা
বাংলাদেশ থেকে দেখছি🇧🇩 ❤ অনেক সুন্দর হয়েছে ভাইয়া ❤❤
বাংলাদেশ থেকে ভালোবাসা সব সময় থাকবে দাদা 🇧🇩🇧🇩🇮🇳🇮🇳❤️❤️
ধন্যবাদ এমন সুন্দর ব্লগ পরিচালনা করবার জন্য, শুভকামনা।
বাংলাদেশ থেকে দেখছি...বাংলাদেশ ভারত নিয়ে এ রকম ব্লগ কম দেখেছি। এক কথায় অসাধারণ...
ভারতীয় বাঙ্গালীদের অনেক ভালোবাসি। আসুন বেড়িয়ে যান।
আমি বাংলাদেশী ভারতীয় দের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো 😊
ভাই বাংলাদেশীরা ওপার বাংলার মানুষদের কে অনেক ভালোবাসে। দুই বাংলা ভাই ভাই।
We Bangladeshi also like to go India- because, we want to meet our root relations to Kolkata, Asam, Agartola, Murshidabad etc. Thanks !
Love from Hailakandi,Assam, we also speak sylheti
দাদা তুমি একমাত্র ইন্ডিয়ান হয়ে বাংলাদেশকে সাপোর্ট করো ❤❤❤লাভ ফ্রম বাংলাদেশ ময়মনসিংহ 🥰🥰🥰
বাংলাদেশ সম্পর্কে এমন সুন্দর ভিডিও প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে...
❤️❤️
Love you India from Bangladesh
এটাই ব্যাপার, বাংলাদেশের লোকেরা ভারতীয়দের গালাগালি দেয়। আর ভারতের মানুষেরা বাংলাদেশের সম্পর্কে এই রকম ভালোবাসা প্রকাশ করে। 😅
আপনাদের ভালোবাসার দরকার নেই আমাদের
@@jack-lb1kt এটাই হল বাংলাদেশের কাংলার প্রমাণ 😒
দাদা তোমার ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগলো ধন্যবাদ
৪০ লাখ মানুষ আছে এদেশে ভারতের।। ভারতের ৪র্থ সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী দেশ বাংলাদেশ। বাংলাদেশের মেডিকেল কলেজগুলো ইন্ডিয়ার স্টুডেন্টে ভরা।
আর ভারতে অবৈধ ভাবে কত বাংলাদেশী বসবাস করছে, সেটা জানেন কি? শুনলে চমকে যাবেন। আর বিভিন্ন ইউনিভার্সিটিতে কত বাংলাদেশী ছাত্রছাত্রী পড়াশোনা করছে, সেটাও মনেহয় জানেন না। অবশ্য পাশাপাশি দেশ হলে এইগুলো স্বাভাবিক ব্যপার।
@@soumendas5799 জি জানি। আপনি নিজে আগে সংখ্যাটা দেখে আসুন। আপনাদের ১.৫ লাখ মানুষ অবৈধভাবে আছে। আমাদের মেডিকেল কলেজ থেকে পড়ে আপনাদের দেশের ১৬% ডাক্তার। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী আমাদের দেশ থেকে পড়েছে। আমাদের মাথাপিছু আয়ও আপনাদের থেকে বেশি তারপরেও কোনকিছু না জেনেই মূর্খের মতো ছোট করতে চলে আসেন আপনারা
সোর্স : মাদ্রাসা
@@_heyo_harshita 🤣🤣🤣🤣 you are talking with a doctor.
@@kafiulkarimpreas6625 You're replying a Geo politics student lmao. , Go to hospital treat your riksaw poolars 💀
কলকাতার মানুষের জন্য শুভকামনা রইল বাংলাদেশ থেকে
দাদা, আপনাকে আজই দোখলাম, সাথে সাথে subscribe করলাম, আপনাকে অনেক ভাল লাগলো, আপনি চালিয়ে যান
ভাই আপনি শিকরের টানে পুরবো পুরুষ এর বারি পুকুর ঘাট (মনি পাথর এর ঘাট) দেখতে আসেছেন। অই ভিডিওতে আপনার ফেন হইয়ে গেছি।আর তাই চেনেল টা সাবস্ক্রাইব করে দিলাম
।
পুরবো পুরুশের ভিটার প্রতি আপনার টান দেকে মন টা ভরে গেসে
big fan from Bangladesh Bogura zila Mohasthan gor ( PUNDRO NAGAR)
I am from Dhaka, Bangladesh,
❤❤❤❤ West Bengal.
এটমিন কে অশেষ ধন্যবাদ জানাই সব ভারতীয় কে বাংলাদেশে আমন্ত্রিত
ধন্যবাদ ভাই । বাংলাদেশ কে নিয়ে আরো পজিটিভ ভিডিও চাই । দোয়া ও অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো। ❤
Ami bangladesh ke kub valo bashi akbar jabo,amar kub ichaa❤❤❤❤.ILove bangla desh😊😊
এপার বাংলা আর ওপার বাংলা আলাদা হলেও সবসময় একটা জিনিস মাথায় থাকে, আমরা একটা মায়ের দু
Tui rajakar,tui rajakar
অনলাইনে আমরা একে অপরকে গালাগালি করলেও,, বাস্তবে বাংলাদেশের মানুষ খুবই ভালো।।
All Indian Brother's and sister's welcome to Bangladesh. I am from Dhaka Bangladesh.
welcome bangladesh in sylhet ....
❤ from 🇧🇩 Bangladesh,❤ , I am with you from first video ❤
Thank you very much. We welcome all our Indian Brothers and sisters to visit Bangladesh.
বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ❤❤❤
ধন্যবাদ দাদা। আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে ♥🇧🇩♥
বাংলাদেশ থেকে বলছি দাদা,,
অবিরাম ভালোবাসা, 🥰🥰
বাংলাদেশ থেকে ভারতীয় দের আমন্ত্রণ জানাচ্ছি.! 🌸🇧🇩🇮🇳
🇮🇳🇧🇩
বাংলাদেশ থেকে দেখেছি দোয়া রইল🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমার বাড়ী ঢাকাতে, তোমরা আস ,দাওয়াত রহিল,তোমাদের ঘুরে দেখাব ।
অভিনন্দন দাদা আমার চোখে আপনাদের মত মানুষগুলোই প্রকৃত বাংলা মায়ের সন্তান যাদের ভিতর কোন মৌলবাদ নেই হিন্দুত্ববাদী নেই নেই কোন হিংসা যারা কখনো বাংলাকে ভাগ করে দেখে না বাংলাকে সব সময় এক চোখে দেখে আমার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি
কলকাতার তোমাদের সব সময় বাংলাদেশে সু স্বাগতম ❤❤❤আমরা বাংগালী ।
আমিও কিন্তু কলকাতায় গিয়েছিলাম শুধু ওখান কার মানুষ বাংগালী বলে। দেখার খুব ইচ্ছে ছিলো তাই গিয়েছিলাম, ভালো লেগেছে ❤
আমি বা;লাদেশ থেকে দেখছি খুব ভাল লেগেছে
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ❤️❤️
আগে আমারও ভারত যাওয়ার ইচ্ছে ছিল,,কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে এখন কারো না যাওয়াই ভালো।আমাদের দেশের বসুন্ধরা কিংস যেখানে গিয়ে হোটেল সমস্যাসহ মাঠে প্রাকটিসের সুযোগও ওদের দেওয়া হয় না ভারতে।ভারতীয়রা যেইদিন অতিথি পরায়ন হবে,সেদিন ভেবে দেখব।
মন থেকে এইসব বিদ্বেষ ঝেড়ে ফেলে একটু ইতিবাচক চিন্তা করতে শিখুন। আপনাদের কর্মকর্তাদের কারণেই আপনাদের টিম সমস্যায় পড়েছিল। আর ভারত চিরকালই অতিথিপরায়ন দেশ। নবীজীর পুত্রগনকে এই ভারতই আশ্রয় দিয়ে ছিল। এটা খেয়াল রাখবেন।
Abal Kisu Bangladeshi Hindhustan a gia Desh ar dollar pacar kora dia ascha o reserve crisis Cristi korca
Very nice, very nice, from Bangladesh.
আমি বাংলাদেশ সম্পর্কে অত কিছু জানিনা তো দাদা তোমার ব্লগ দেখে খুব ভালো লাগে ও অনেক কিছু জানা হয়
❤️❤️
বাংলাদেশের পাবনা জেলাতে আসো তোমার দাওয়াত রইলো ভাই ,,,
Very good video chandon babu
কোনো ভারতীয় বাংলাভাষী ভাই যদি বাংলাদেশে ঘুরতে আসেন আপনাকে বাংলাদেশে সাগতম..
আসুন আপনাদের জন্য চিরন্তন ভালোবাসা থাকবে..
❤❤❤❤
দাদা বাংলাদেশকে সবার মাঝে তোলে ধরার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤❤❤
Many thanks for your good video vlog. It is so nice that it benefits both bengali peoples with love & joy. We Bangladeshi also have best wishes & love to all bengali peoples. Thanks & best wishes to you all.. Dhaka, Bangladesh.
We want that Bangla speaking Bengali are welcome to the Bangladesh to visit the country .
আমরা বাংলাদেশের বাঙালীরা ভারতের স্বজাতি বাঙালীদের আমন্ত্রণ জানাচ্ছি।দেশ ভাগ হলেও বাঙালী জাতি ভাগ হয়নি।সুখে দু:খে দুনিয়ার সব বাঙালী পাশাপাশি থাকুক।
On the contrary "Bangalee Jati" has already divided. This is because of Direct Action of 1946 and thereafter the partition of India. Your fathers or grandfathers at that time spared no pains in driving out the Hindu Bengalees from Eastern Bengal.
ভিডিওটা অনেক ভালো লাগছে
দুই বাংলার ভালোবাসার বন্ধন অটুট থাকুক ❤❤❤❤
❤️
❤❤❤❤❤ অনেক অনেক ধন্যবাদ। 🎉🎉🎉🎉🎉 I Love Dhaka Bangladesh
আমারও খুব ইচ্ছা কলকাতায় যাওয়ার, কারন ওটাও আমাদের অবিভক্ত বাংলা 🇧🇩🇮🇳
Welcome to our Bangladesh 🇧🇩🤝🇮🇳
love you dada i From Bangladesh 🇮🇳🇮🇳🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️
🇮🇳🇧🇩
অল্প খরচে ঘুরে দেখার জায়গার নাম খুলনা জেলা,,,,
বাংলাদেশের খুলনা জেলায় প্রত্যেকটা পন্যের মুল্য খুব সিমিত,,
অল্প খরচে ঘুরে বেড়ানোর অন্যতম জায়গার নাম খুলনা জেলা,,,,,
Love From Dhaka Bangladesh ❤🇧🇩🇧🇩🇧🇩
Bangladesh is amazingly developing country with world class infrustrature, coastal area, sundarban, most gorgeous capital city Dhaka, delicious dishes and excellent Bangali culrural atmosphere.
দাদা আমারো ❤কলকাতায় যেতে ইচ্ছে কিনতু কলকাতার জনগণ কে ভয় লাগে যদি তারা আক্রমণ করে বসে....বর্তমানে প্রেক্ষাপট ঘটনার জন্য বলছি এটা✳️
Voy nai amar barite aso
কলকাতার জনগন আক্রমন করবেনা ভাই । আপনি যান ওখানে ঘুরে আসুন সমস্যা নাই।
না যাওয়াই ভালো।আমাদের দেশের বসুন্ধরা কিংস যেখানে এত টাকা নিয়েও হোটেল সহ অন্যান্য সমস্যায় ভোগে,কোনো আতিথেয়তা দেখায় না,সেখানে আমাদের দেশের সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম
Tmra ar Desh pau na jata. Hindhustan a gia Bangladesh ar dollar pacar kora dia ascho o reserve crisis hocca
ভাই কলকাতা বাংলাদেশ না। এখানে গুজব রোটালে জেলে যেতে হয়। যদি আদৌ ভিসা পান, অবশ্যই আসবেন। দেখে যাবেন এখানকার অবস্থা। দেশে ফিরে আপনার ভাই বন্ধুদের গল্প করতে পারবেন।
আপনারা যত টা আমাদের ঘেন্না করেন আমরা এখনো আপনাদের ততটা ঘেন্না করতে পারি নাই। চেষ্টা করছি , আপনাদের ঘেন্না করার। এখনো সফল হতে পারি নি।❤❤❤
Love from Bangladesh ❤❤🇧🇩🇧🇩❤❤
দাদা নমস্কার, আপনার সব বিডিও অনেক ভালো লাগে
বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ । আমি চাই বাংলাদেশ সবদিক থেকে উন্নত হোক ।
আসো ভাই বাংলাদেশে আমাদের বাসায়
বাংলাদেশ আমার জন্মভূমি তাই ওখানে যেতে ইচ্ছে হয় । ওদেশের এখন যে উঠতি ছেলেমেয়েরা পাকিস্তানকে ভালোবাসে । কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালো মানুষ ।
বাংলাদেশে আপনাদের স্বাগোতোম
From 🇧🇩
Take❤
Welcome to our country 🇧🇩🇮🇳
Brother I see West Bengal & Bangladesh equally, there’s no differences between one other because we are from same ethnicity, which is Bengali. ❤❤❤
আমি বাংলাদেশ থেকে আপনাদের sagoto জানাই।
বাংলাদেশ থেকে বলছি, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে যুক্ত থাকলে অনেক ভালো হতো।
জী বাংলাদেশের সাথে পশ্চিম বঙ্গ যুক্ত করলে পশ্চিম বঙ্গের হিন্দু দের কলমা পড়িয়ে মুসলমান আগে করবে। তাই আমরা এ বিষয়ে সজাগ ও সচেতন। তার পর প্রতি টি কথায় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ, মার সাল্লাল্লাহু এই সব ইসলামী ভাষা প্রয়োগ করতে হবে। তাই টা টা বাই বাই।
এতো ভয় পান কেন মহাশয়।
আপনারা আসলেই ভিতু।
@@shahadatmollick7968Apni ki obogoto achhen? 1 1947 e Bharot bhag o Pakistan ( bortoman Bangladesh soho) sristir por East Pakistan/ Bangladesh thekay 2022 porjonto 176 lakh Hindu Muslim der dara nihoto ba bitarito hoyechhay. 2 Dhaka University r Dr. Abul Barqat er research onusaray ekhono protidin average 632 Hindu protibeshi muslim der shikar hoye Bangladesh tyag koray Bharot e ashroy nei.
Hindu vs muslim....ei keycal dia ber hoitey parlam na....!!! Afsos.....
@@moshiurkhan4360ISLAM ER MOOL MONTRO " OMUSLIM/ KAFFIR RA ALLAHR DRISTITAY NIKRISTOTOMO JANWAR ( REF:QURAN ER SURAH AL ANFAL ER AYAT 55 O SURAH AL BAYYINAH R AYAT 6 ) .SUTORANG SOMOGRO BISSAY MUSLIM RA ONNO KONO JATI R BA SOMPRODAI ER SATHAY SHANTIPURNO BHABAY BOSOBAS KORTAY PARAY NA. MUSLIM DER SHOTRU 1 BHAROT O BANGLADESH E HINDURA 2 MYANMAR O THAILANDAY BOUDDHORA 3 MINDANAOTE PHILIPINORA 4 MODDHO PRACHCHE YEHUDIRA 5 CYPRUS E GREEKRA 6 TURKIYE O AZERBAIJAN E ARMENIANRA 7 NORTH NIGERIATAY EBO RA 8 LEBANON E MARONITE RA 9 CHECHNYATE RUSSIANRA 10 XIN JIANGAY CHINESERA 11 BALKAN ONCHOLAY SERBIANRA 12 PARIS E FRENCH RA.
যতই দেশ আলাদা হোক, আদতে আমরা এক । আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, চেহারায় এক, স্বভাবে এক। কারন আমরা বাঙালি, আমরা একই ধরনের ভৌগলিক পরিবেশে বড় হয়েছি। দু দেশেরই গাছপালা, ফল সবজি, পশু পাখি, নদী নালা, সবই এক। আমাদের রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে জোর করে আলাদা করে রাখা হলেও, আমরা মননে এক।
সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ। এর কারণে আমাদের মধ্যে বিভেদ কমে আসছে। কারণ controlled media একটা narrative নিয়ে চলে। সমস্ত খবর এডিট করে পরিবেশন করা হয়। News Agency গুলো , রাজনৈতিক কারণে, বা আর্থিক কারণে খবর পরিবেশন করে। একমাত্র সোশ্যাল মিডিয়ার ক্ষমতা আছে এই বাঁধা অতিক্রম করার, এই বিভেদের বেড়া ভেঙে ফেলার। জয় বাঙ্গালী, জয় বাংলা।
বাংলাদেশে আসেন ভালোবাসা হবে