একটি খাচায় সর্বোচ্চ কয়টি পাখিকে ব্রিডিং করানো যায় জেনে নিন | একসাথে অধিক পাখির ব্রিডিং কোথায় করাবেন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • গিভাওয়ে তে অংশ নিতে প্রথমে ভিডিওটি শেয়ার করুন ও এই ফর্মে আপনার নাম ও মোবাইল নম্বর সাবমিট করুন..এক জন একবার অংশ নিতে পারবেন...অংশগ্রহণের সর্বশেষ সময় ৩০ আগস্ট ২০২১ পর্যন্ত forms.gle/NmAd...
    বাজরিগারের ব্রিডিং কোর্স: • বাজরিগারের ব্রিডিং কোর্স
    #Bazrigar #বাজ্রিগার #ডিম_পাড়ার_লক্ষন
    #যত্ন
    বাজরিগার প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলে বনাঞ্চলের পাখি। তাছাড়াও তাস্মেনিয়া এবং আশপাশের কয়েকটি দেশেও এই পাখি দেখতে পাওয়া যায়। বনে বাস করে এমন বাজরিগার লম্বায় প্রায় ৬.৫ থেকে ৭ ইঞ্চি হতে পারে। তবে খাঁচায় পালা পাখি লম্বায় ৭ থেকে ৮ ইঞ্চি হয়ে থাকে। বন্য পাখির ওজন ২৫ থেকে ৩৫ গ্রাম। আর খাঁচায় পালনকারা পাখির ওজন ৩৫ থেকে ৪০ গ্রাম পর্যন্ত হয় জানতে পারেন ঘনঘন ব্রিডিং সম্ভব এই পাখির। একবার যদি বাচ্চা দেওয়া শুরু করে তো আর থামেই না।
    বাজরিগারের নামঃ
    টিয়া পাখির ঠোঁটের মতো এরা বিভিন্ন নামেরও হয়। যেমন; অ্যালবিনো, লুটিনো বাইল, ডিনিসপাই ও ইংলিশ বাজরিগার। অ্যালবিনো সাদা রংয়ের, লুটিনো বাইল হলুদ রংয়ের লাল চোখবিশিষ্ট। বাজরিগার পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা পাখি।
    স্ত্রী ও পুরুষ এবং ছোট বড় চেনার উপায়ঃ
    ৪ মাস বয়স হলেই নাকের উপরের রং দেখেই সনাক্ত করা হয়। যেমন- পুরুষ পাখির প্রথমে নাকের বর্ণ থাকবে গোলাপি রংয়ের। বয়স বাড়ার সঙ্গে রং হবে নীল। আর স্ত্রী পাখির নাকের বর্ণ হবে সাদা। বয়সg বাড়ার সঙ্গে হবে খয়েরি বা চকলেট। স্ত্রী পুরুষ ভেদে ডাকের পার্থক্য দেখেও নির্ণয় করা সম্ভব।
    ছোট বড় চেনার উপায় হচ্ছে প্রধানত চোখ দেখে। ছোট পাখির চোখের আকার হবে বড়। বড় হওয়ার সঙ্গে তাল মিলিয়ে চোখের আকার হবে ছোট। কারণ বয়স্ক না হওয়া পর্যন্ত চোখের বৃত্ত তৈরি হয় না। সেই সঙ্গে নাকের বর্ণ হবে গাঢ়।
    প্রজনন বয়স, ডিম ও বাচ্চাঃ
    বনে জঙ্গলে এরা ৪ থেকে ৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। খাঁচাতে প্রায় ১০ থেকে ১২ বছর। প্রজনন উপযোগী হতে সময় লাগে চার মাস। তবে চার থেকে আট মাস বয়সে প্রজনন ক্ষমতা অনেক বেশি। পাখি পালনে যারা বেশি অভিজ্ঞ তাদের মতে আট মাস বয়সের আগে জোড়া তৈরি করা ঠিক না। কম বয়স হলে ডিম-বাচ্চা পূর্ণাঙ্গ রূপ নেয় না। প্রাথমিক অবস্থায় এরা ৪-৫টি ডিম দেয়। পরে সংখ্যা বেড়ে আট বা তারও বেশি হতে পারে। তবে ১২টি পর্যন্ত ডিম দেওয়ার তথ্য আছে। ডিম থেকে বাচ্চা হতে ১৭-১৮ দিন সময় লাগে। বাচ্চাগুলো উড়তে সক্ষম হয় ৩০ থেকে ৩৫ দিন বয়সে।
    ক্রয় ও অন্যান্য বিষয়ে সতর্কঃ
    শখের বশে যারা বাজরিগার পোষেন তারা এক সময় ধৈর্য হারিয়ে ফেলেন। নিরিবিলি পরিবেষ না পেলে এই পাখি প্রজননে যায় না। চার পাঁচ মাসে প্রাপ্ত বয়স্ক হলেও অনেক সময় ১০-১২ মাস বয়স না হলে প্রজনন শুরু করে না।
    স্ত্রী-পুরুষ ঠিক থাকলে ধৈর্য ধরতে হবে। ডিম দিচ্ছে না বলে বার বার পাখি বদল করা যাবে না। তবে কেনার সময় খুবই সচেতন থাকতে হবে। প্রথমে চোখের বৃত্ত দেখে বুঝে নিতে পারেন। তবে বিক্রেতারা খুবই চতুর। তাই মুখের কথায় বিশ্বাস না করে নিজে নিজে নির্বাচন করতে পারলে ভালো। তাছাড়া যারা এই ব্যাপারে বেশি অভিজ্ঞ তাদের সঙ্গে নিয়ে দেখতে খুব সুন্দর ও রোগমুক্ত পাখি কেনা হবে বুদ্ধিমানের কাজ।
    লালন পালন
    ব্রিডিং উপযোগী খাঁচার দাম সর্বোচ্চ ৩শ’ টাকা। একজোড়া পাখি দিয়ে সফলতা আসার সম্ভাবনা কম। তাই প্রথমে কমপক্ষে দুইজোড়া পাখি দিয়ে শুরু করলে ভালো। দুটি পুরুষ ও দুটি স্ত্রী পাখি নিয়ে দুই জোড়া পাখির বয়স তিন থেকে চারমাসের মধ্যে হলে ভালো। তিন বা চার মাস বয়সের দুইজোড়া পাখির দাম ১ হাজর থেকে ১ হাজার ২শ’ টাকার মধ্যে।
    প্রথমে একটি খাঁচার মধ্যে শুধু পুরুষ পাখি কমপক্ষে ছয় থেকে সাত মাস বয়স পর্যন্ত রাখুন। অপর আরেকটি খাঁচায় শুধু স্ত্রী পাখিও সেভাবেই রাখুন। এবার জোড়া মিলিয়ে দুই খাঁচায় দিন।খাঁচায় দেওয়ার এক থেকে দুই মাসের মধ্যে হাঁড়ি ঝুলাবেন খাঁচার এক কোণে। বসার লাঠির একপ্রান্ত হাঁড়ির মুখের কাছাকাছি হতে হবে। যাতে সহজেই লাঠি থেকে হাঁড়িতে ঢুকতে পারে। ছোট লাঠি দেওয়া যাবে না। বসার লাঠি হতে হবে কাঠের বা বাঁশের চটা। লোহা, লোহার পাইপ বা পস্নাস্টিকের পাইপ এ রকম কোনো লাঠি দেওয়া ঠিক নয়। মিনারেল ব্লক, সমুদ্রের ফেনা ও গ্রিড খাঁচাতে দিয়ে রাখবেন। পানির পাত্র থাকবে পাখি বসার থেকে দূরে। আর খাবারের পাত্র হাঁড়ির নিচে থাকলে ভালো। কারণ পাত্রগুলো যেন পাখির মল থেকে নিরাপদ থাকে।
    বাসা পাল্টালে বা পাখির স্থান পরিবর্তন করলে পাখি প্রজননে বাঁধা আসবে। তাই ধৈর্য ধরতে হবে।
    খাবার বিষয়ে কর্তব্যঃ
    প্রতিদিন খাবারের তালিকায় থাকবে চিনা-কাউন সমপরিমাণ। অল্প পরিমাণ সূর্যমুখীর বীজ, তিসি, গুজিতিল, কুসুম ফুলের বীজ ও পোলাওয়ের চালের ধান। অথবা পাখির খাবারের দোকানে সিড মিক্স পাওয়া যায়।
    সপ্তাহে তিনদিন কলমি শাক বা পালন শাক দিন। ধান ও কলমি শাক চর্বি কাটাতে ও প্রজননে সাহায্য করে। প্রতিদিন সকালে পানি বদলান ভালো। খাবারের অপচয় কমাতে প্রতিদিন না হলেও একদিন পর পর সকাল বেলায় খাবারের তুষ ফেলে দিয়ে নতুন খাবার মিশিয়ে দিতে হবে।
    পাখি রেখে বেড়াতে যাবেন কোন সমস্যা নাই। এক্ষেত্রে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে। পানি নষ্ট হবে না এরকম ফিল্টার পদ্ধতি পাবেন পাখি কেনা-বেঁচার দোকানে। ফুটন্ত পানি ১০ দিনের বেশি পর্যন্ত চলবে। দাম খুব বেশি নয় প্রতিটি ২০ টাকা।
    যারা বাণিজ্যিকভাবে পালন করেন বা করবেন তাদের ক্ষেত্রে আলাদাভাবে যত্ন নিতে হবে। কারণ এতে খরচ কম হবে। যদি পাখির ওজন বেড়ে যায় তবে পোলাওয়ের ধান খাওয়ালে খরচ বেশি হবে। যত্নে থাকলে এই পাখির অসুখ হয় না বললেই চলে। তাছাড়াও আজকাল ফেইসবুকে সমস্ত বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে সহযোগিতা পাবেন।
    বিক্রি করার উপযোগী পাখিঃ
    ৩৫ থেকে ৪০ দিন বয়সি পাখি বিক্রি করা যায়। হাট, দোকান বা ফেইসবুকের মাধ্যমে বিক্রি করা যায়।
    পাখির খামার, বাসায় পোষেণ, হাট এমন কোনো জায়গা পরিদর্শন করতে পারেন। এতে আপনার আগ্রহ বাড়বে এবং অভিজ্ঞতা কাজে লাগবে।

ความคิดเห็น • 105

  • @mrinmoye_diaz
    @mrinmoye_diaz 3 ปีที่แล้ว +1

    plazzzzzzzzzzzz reply😶😶😶😶😶😵

  • @md.sabbirmiamd.sabbirmia3673
    @md.sabbirmiamd.sabbirmia3673 ปีที่แล้ว

    Thanks bai

  • @limaakter7998
    @limaakter7998 2 ปีที่แล้ว

    দনৌবাদ

  • @Arpisworld
    @Arpisworld 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও গুলি আমার খুব ভালো লাগে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      ♥️♥️♥️

  • @shahadat-eq1du
    @shahadat-eq1du 3 ปีที่แล้ว

    Vai amr pakhir nak sada r thut badami...r chale pakhi tar nak akdkm nill.maya pakhi ta ajk saradin hari te silo. Akon ki amr pakhi dim dibe

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      dim deyar lokkhon...

  • @s.sgaming5461
    @s.sgaming5461 3 ปีที่แล้ว

    Nice

  • @soumenmondal8b323
    @soumenmondal8b323 3 ปีที่แล้ว

    Amr acta cage a 2 pair bird acha but ora marpit kora na and cage ta actu choto ora ki dim daba....

  • @mdhabibkhan4136
    @mdhabibkhan4136 3 ปีที่แล้ว

    Bajrigar pakhi jonno eggfruit bazar theke ane khawla kmn hoy

  • @odhoraopi9960
    @odhoraopi9960 2 ปีที่แล้ว +1

    আমার দুটো পাখির মধ্যে ছেলে পাখিটির বয়স একটু বেশি সে ম্যাচিউর হয়ে গেছে এবং মেয়ে পাখিটি এখনো পুরোপুরি ম্যাচিউর হয়নি। ছেলে পাখিটির সঙ্গে যে সঙ্গিনী ছিল সেটি মারা যায় তারপর আরেকটা কে কিনে আনা হয়েছে তার সাথে বয়সের এডজাস্টমেন্টটা হয়নি এখন আমি কি করব আমার দুটো পাখিকে নিয়ে? kindly janaben

  • @MdToha-ix7qx
    @MdToha-ix7qx 2 หลายเดือนก่อน

    ভাই রিপ্লাই চাই
    আমার বাসায় আমি ১ জোড়া বাজলিগার পাখি পালি
    কিন্তু আজকে আমার বারান্দায় কোথা থেকে জেনো একটি মেয়ে বাজারিগার আসে ওইটা এখন খাচায় রেখেছি নতুনটাকে কি করবো?

    • @drtzoha
      @drtzoha  2 หลายเดือนก่อน

      পাখিটা যেহেতু বাইরে থেকে এসেছে তাই রোগাক্রান্ত হতে পারে...এজন্য আপনি এটিকে আলাদা রাখবেন কিছুদিন...এরপর অন্য মেইলের সাথে জোড়া দিয়ে দিন

  • @bashorsm3970
    @bashorsm3970 3 ปีที่แล้ว

    Vitamin E capsules ki Manus er gula dibo

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      জি

  • @ARAFATBhuiyan-o2s
    @ARAFATBhuiyan-o2s 5 หลายเดือนก่อน

    দাদা আমার বাজিগার পাখি মেল পাখি ফিমেল পাখিকে খাওয়ে দেয় গা চুকিয়ে দেয় পাখি দুটি অনেক চিলাচীলী করে ফিমেল পাখিটা হাড়িতে বসে থাকে দাদা হাড়ির মুখে হাত দিলে কামুর দিতে আসে দাদা এটা কি ডিম পাড়ার লক্ষ😊😊😊😊

    • @drtzoha
      @drtzoha  5 หลายเดือนก่อน

      Hae.. eta dim parar lokkhon

    • @ARAFATBhuiyan-o2s
      @ARAFATBhuiyan-o2s 5 หลายเดือนก่อน

      কত দিন পর ডিম পাড়বে

  • @mohammedrakib007
    @mohammedrakib007 3 ปีที่แล้ว

    চিনা,কাউনের সাথে পোলাও ধান মিক্স করে পাখিকে খাওয়ানো যাবে..?

  • @mdhabibkhan4136
    @mdhabibkhan4136 3 ปีที่แล้ว

    Vai amr bajrigar pakhi kalke mitin korce kobe dim dibe

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      ১০-১৫ দিন

  • @aklimaakter5070
    @aklimaakter5070 3 ปีที่แล้ว

    ভাইয়া মাল্টিভিটামিনের নামটা বললে ভাল হত।

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      ক্যলবোডি দেন...গুড়ো করে দিবেন

    • @aklimaakter5070
      @aklimaakter5070 3 ปีที่แล้ว

      রেট কত ভাইয়া।

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      ১ টি ১০ টাকা

    • @aklimaakter5070
      @aklimaakter5070 3 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাইয়া।

  • @sayemhassan9105
    @sayemhassan9105 3 ปีที่แล้ว

    vaia 30/18/18 size er khachai 2 jora pakhi rakha jabr ,ami majhkhane devider dia rakhsi

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      রাখা যাবে

  • @tahayeasin490
    @tahayeasin490 3 ปีที่แล้ว

    Vai cocatail k koto size er khaca te rakhsen?

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      ১৮-২৪

  • @mrinmoye_diaz
    @mrinmoye_diaz 3 ปีที่แล้ว +1

    ভাই আমার মাদি পাখি নর কে লাঠিতে বা হারির ধারে যেতে দিচ্ছে না এবং লাঠিতে গেলে ঠুকাচ্ছ এখন কী করবো

  • @abusayeed503
    @abusayeed503 3 ปีที่แล้ว

    Vi amar pakhi pani pani paykhana kortase akhon ami ki khawa bo vi aktu bolen plizz

  • @parvenakter2699
    @parvenakter2699 3 ปีที่แล้ว

    ভাইয়া আপনার কোকাটেল জোরাটা কত টাকা নিয়েছে

  • @soumenmondal8b323
    @soumenmondal8b323 3 ปีที่แล้ว

    Apner breeding course ar link ta daben ..

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      ডেস্ক্রিপশন বক্সে লিংক আছে

    • @soumenmondal8b323
      @soumenmondal8b323 3 ปีที่แล้ว

      @@drtzoha ok

  • @user-dp6rz2hf2l
    @user-dp6rz2hf2l 3 ปีที่แล้ว +1

    ভাই পাখির বাচ্চা ফুটলে কী ওদের খাচা কি মশারি দিব।আর কেমন আছেন আপনি। পাখির বাচ্চাকে কি মশা কমর দেয়।

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว +1

      মশারী দিতে পারেন তবে রসুন দিতে পারেন এতে মশা আসে না

    • @user-dp6rz2hf2l
      @user-dp6rz2hf2l 3 ปีที่แล้ว +1

      @@drtzoha কীভাবে দিব।

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      রসুন এর জুস বানিয়ে খাচার আসেপাশে ছিটিয়ে দিবেন বা একটি রসুন ছেচে খাচার মধ্যে দিয়ে রাখেন

  • @abdullahjuabayerabdullahju4455
    @abdullahjuabayerabdullahju4455 3 ปีที่แล้ว

    Bhai, Ami ki bazrigar pakhi ke ভূট্যা ভাঙ্গা khete diten parbo? Er dile kibabe dibo?

  • @tahayeasin490
    @tahayeasin490 3 ปีที่แล้ว

    24/18 te ki taile 2 jora rakha jabe ?

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      যাবে তবে ব্রিডিং করাতে গেলে সমস্যা হতে পারে

  • @s.sgaming5461
    @s.sgaming5461 3 ปีที่แล้ว

    ককটেল পাখির মেল ফিমেল কিভাবে চেনা যায়

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว +1

      পাখাটি মেলে ধরুন...কোন ডট থাকলে সেটা ফিমেল পাখায় কোন ডট বা ডোরাকাটা দাগ না থাকলে সেটা মেল

  • @s.sgaming5461
    @s.sgaming5461 3 ปีที่แล้ว

    আমি সান কনুর পাখি ও কিনেছি এটা কিভাবে মেল ফিমেল চেনা যায়??

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      বিস্তারিত ভিডিও বানানো হবে এ নিয়ে

  • @aminurrahaman2942
    @aminurrahaman2942 3 ปีที่แล้ว

    Vai amar colonity 2 ta fimel bajurika ak harity dim partysy r tara maramare o korcy na, kono problem hoby? Baccha ki futaby r ora 2 jon e ki baby k khauaby? somadhan ki?

  • @ankurdebnath9565
    @ankurdebnath9565 3 ปีที่แล้ว

    Dada amr cage ta hight ta r pash ta 18 r lomba ta 34 size 2jora bodri rakha jabe ? R breeding kora jabe ?

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว +1

      rakha jabe... jodi maramari kore tobe majhe diye partition diye dibe

    • @ankurdebnath9565
      @ankurdebnath9565 3 ปีที่แล้ว

      @@drtzoha Amar 2jora ase akjora bodrir female ta 3ta dim o diyese r onno jora ta meting korse oitaow dim debe 4.5 diner modhe but female 2ta mara mari kore na r male 2ta majhe majhe mara mari kore sob somoy na kichu hobe neki ?

    • @ankurdebnath9565
      @ankurdebnath9565 3 ปีที่แล้ว

      @@drtzoha dada bolun na

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      maramari kore tai majhe diye ekta partition dile valo hy...noyto abar mereo felte pare pakhi ke

  • @SalmanBhai-cf8kl
    @SalmanBhai-cf8kl 3 ปีที่แล้ว

    ভাই আমার পাখি বার বার হাড়িতে ঢুকছে কারন কি ভাই একটু বল্লে ভালো হতো☺☺☺

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      ডিম পাড়ার লক্ষন

  • @mdrajin5821
    @mdrajin5821 3 ปีที่แล้ว

    আর খাচার মধ্যে কয়দিন পর হাড়ি দিব...

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      জোড়া দেয়ার ৩-৪ দিন পর

  • @omarfaruque9946
    @omarfaruque9946 3 ปีที่แล้ว

    নতুন পাখি কিনেছি। এক জোড়া বাজ্রিগর। সারাক্ষণ গা চুলকায়। পাখা ছিড়ে ফেলতে চায়। মনে হয় মাইট। সমাধান কি? ধন্যবাদ।

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว +1

      nim patar paani din gosol er jonno

  • @ankitbaidya1818
    @ankitbaidya1818 3 ปีที่แล้ว

    ভাই আমার বাজরিগার পাখি একটির পায়ু পথে টয়লেট লেগে আছে। আমি ধুয়ে দিছি তবুও যাচ্ছে না। আমি কি করবো।

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      বেশি বেশি শাক লতা পাতা খাওয়ান

    • @MdSameer-td3iw
      @MdSameer-td3iw 3 ปีที่แล้ว

      Hi

  • @mrinmoye_diaz
    @mrinmoye_diaz 3 ปีที่แล้ว +1

    মাল্টি ভিটামিন এর দাম কত

    • @BLACKSTAR-1832
      @BLACKSTAR-1832 ปีที่แล้ว

      powder ta 30 /40 and liquid ta 120/ 130

  • @mohammedrakib007
    @mohammedrakib007 3 ปีที่แล้ว

    ভাইয়া আমার ছেলে পাখিটার পালক পড়ে যাচ্ছে।
    আর ও ঠোঁট দিয়ে চুলকিয়ে ফেলে দিচ্ছে কি করবো..?

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      এটা কে মোল্টিং বলে... এটা স্বাভাবিক...
      বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে আছে...সময় পেলে দেখে নিবেন...

    • @mohammedrakib007
      @mohammedrakib007 3 ปีที่แล้ว

      @@drtzoha দেখেছি 😍😍

  • @ipad8034
    @ipad8034 3 ปีที่แล้ว

    Bhiya ami to dui gater cage a dui dike hari lagaisi ar dui jora pusci .kintu amr budgie to breeding korse.

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      হা.বড় খাচায় ব্রিডিং করে..

    • @ipad8034
      @ipad8034 3 ปีที่แล้ว

      Bhiya ami apnar shate jogajog korte chi kmn korbo.?apniki masenger calan taile ami apnar shate jogajog korte pari..

  • @abdussalamsumon1755
    @abdussalamsumon1755 3 ปีที่แล้ว

    পাখি ডিম দিচ্ছে,কিন্তু নর ও হাড়িতে ডুকে বসে থাকে। এতে কি কোন সমস্যা হচ্ছে??????

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      সমস্যা নাই

  • @bodrulxawadbishal9962
    @bodrulxawadbishal9962 3 ปีที่แล้ว

    ভাই য়া আমার বাজি গার পাখি ৮/৯ মাস হয়ে গেছে তার পর ডিম পারে না এখন আমি কী করব

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      ব্রিডিং কোর্স ফলো করেন ডেস্ক্রিপশনে লিংক আছে...

  • @mdthamid1816
    @mdthamid1816 3 ปีที่แล้ว

    ভাই আমার বার্টঝারি ৩ টি আছে তার পরেও আমার পাখি ডিম পরেছিল । কিন্তু কয়েকটি ছোট ইদুর বা আমার অনেকেই ধরেয় বলে থাকি এগুলো এসে আমার পাখিগুলোকে ভয় দেখায় এবং তারা ভয়পেয়ে একটা ডিম পরে আর ডিম পরেনি।😢😢😢

  • @budgieslover2362
    @budgieslover2362 3 ปีที่แล้ว

    Vaiya amr 2 ta pakhi e harir upre bose thake khabar khaoyar jonno neme ase khoya ses kore abr harir upore bose thake

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      স্বাভাবিক ভাবে এমন করে থাকে পাখি

    • @budgieslover2362
      @budgieslover2362 3 ปีที่แล้ว

      @@drtzoha breeding course suru korbo vaiya

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว +1

      করেন ভাই

  • @jafarahmed5457
    @jafarahmed5457 3 ปีที่แล้ว

    Thanks bro for your information

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว +1

      ♥️♥️♥️

  • @sadequlislam8284
    @sadequlislam8284 3 ปีที่แล้ว

    বাজরিগারের ফিমেইলের নাক কারওর সাদা আর কারওর বাদামী জয় কেন।কিন্তু সব মেইল এর নাক নীল

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      ফিমেলের মুডের উপর ভিত্তি করে সাদা বাদামী বা খয়েরী হয়

  • @fahimrahman8602
    @fahimrahman8602 2 ปีที่แล้ว

    ভাই দুই টি দরজা সম্পন্ন খাঁচায় অর্থাৎ বড় একটি খাচায় আমি মাঝখান দিয়ে যদি আলাদা করে দেই তাহলে কি দুই জোড়া বাজরিগার বিড়িং করানো যাবে??

    • @drtzoha
      @drtzoha  2 ปีที่แล้ว +1

      Ji.... korano jabe..

    • @fahimrahman8602
      @fahimrahman8602 2 ปีที่แล้ว

      @@drtzoha ধন্যবাদ।।। ভাইয়া নেক্সট ভিডিও কবে দিবেন

  • @shmshishir1048
    @shmshishir1048 3 ปีที่แล้ว

    ভাই আমার দুই জোড়া বাজরিগার পাখি
    আগে ডিম বাচ্চা করছে
    কিন্তু তিন চার মাস যাবত ডিম দিচ্ছে না
    যথেষ্ট পরিমাণ ভিটামিন
    শাকসবজি
    খাওয়ানোর চেষ্টা করি
    এখন কি করতে পারি ভাই?

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      এভাবে চালিয়ে যান আর আজকের ভিডিও টা দেখেন...বিস্তারিত জানতে পারবেন

  • @MdJakir-ob9zq
    @MdJakir-ob9zq 3 ปีที่แล้ว

    হাড়ি না দিয়ে ১৫ দিনে হাড়ি দিয়ে ব্রিডিং কোর্স করালে কি কোনো সমস্যা হবে এবং ডিম দেওয়ার কি কোনো চান্স আাছে🥺🥺।

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      কোন সমস্যা নেই

  • @MdRabby-ho9uc
    @MdRabby-ho9uc 3 ปีที่แล้ว

    ভাই আমার ছেলে পাখি এখন বিডিং করতে চায় একটা শমসা যে আমার মেয়ে পাখি টা বিডিং করতে চায় না ।ছেলে পাখি টা খাইয়ে দিতে চায় মেয়ে পাখি টা কামরে শরিয়ে দেয় এখন কি করব।

    • @drtzoha
      @drtzoha  3 ปีที่แล้ว

      জোড়া মিলে নাই...ব্রিডিং কোর্স টা ফলো করেন

  • @mdrajin5821
    @mdrajin5821 3 ปีที่แล้ว

    ভাইয়া..আমার এক জোরা পাখি চুনা চুনা আর পানি পায়খানা করছে...এখন কি করব...আপনার ইমু নাম্বার টা দেওয়া যাবে ভাইয়া

  • @Mamud-h4h
    @Mamud-h4h 3 ปีที่แล้ว

    ভাই আমাকে আপনার ইমু নাম্বার টা দেন আমার পাখির ছবি পাঠাবো ডিম পারে না কেন বলবেন

  • @hasanmedia9951
    @hasanmedia9951 3 ปีที่แล้ว

    Nice