'সাইলেন্ট কিলার' গাছ পার্থেনিয়াম; সংস্পর্শে হতে পারে ক্যান্সারও | Parthenium Tree | Jamuna TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 456

  • @abdulwohab3159
    @abdulwohab3159 ปีที่แล้ว +91

    কোনো জিনিস আল্লাহ তাআলা অপ্রয়োজনে সৃষ্টি করেন নাই। নিশচই আল্লাহ তাআলার সব সৃষ্টিই মানুষের কল্যানের জন্য।

    • @tirthoroy1752
      @tirthoroy1752 ปีที่แล้ว +4

      ভাই ছাড়পোকার কি প্রয়োজন জানালে উপকৃত হতাম।

    • @blurworld8066
      @blurworld8066 ปีที่แล้ว +17

      ১ম অংশ সত্য, ২য় অংশ ভুল। আল্লাহ অপ্রয়োজনীয় কোন কিছু সৃষ্টি করেন নি, এটা সত্য। কিন্তু সবই যে কল্যাণের জন্য করেছেন তা নয়, কিছু জিনিস তিনি আমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন।

    • @imamhossain359
      @imamhossain359 ปีที่แล้ว

      @@tirthoroy1752 Hoyto tomader moto kichu manus oporiskar thake Tai char pokar jonmo hoyeche. Aro kichu thakte pare ja ekhon amar Jana nai

    • @SanyDewan-jm8xz
      @SanyDewan-jm8xz ปีที่แล้ว

      @@tirthoroy1752 , sap er bis thekeo moha-mulloban ousod toiri hoi eta hoito apner jana nai .
      Akhono onak kico e amra jani na .

    • @Lord_Ovijith
      @Lord_Ovijith ปีที่แล้ว

      বাসায় বসে তুমি গাজা খাও, মদ খাও, ইয়াবা খাও সাথে বিষ খেয়। সব তো প্রয়োজনীয়😂।
      সারাজীবন অন্ধ থাকবা আর সবাইকে সেই দিকে নিয়ে যাবে । যতসব দর্মন্ধ লোক😂।

  • @tajrisathi8141
    @tajrisathi8141 ปีที่แล้ว +91

    ছোটবেলায় এই গাছের ফুল দিয়ে খেলতাম 🙂🙂

    • @ebrahimmia67
      @ebrahimmia67 ปีที่แล้ว +1

      😢সেম

    • @rahamatalimondal4796
      @rahamatalimondal4796 ปีที่แล้ว +1

      ছোট বেলার সময় এই গাছ দেখি নাই।
      এখন প্রচুর দেখা যায়। বিশেষ করে রাস্তার ধারে--।
      প বঙ্গ ( ভারত)।

    • @tajrisathi8141
      @tajrisathi8141 ปีที่แล้ว

      @@rahamatalimondal4796 বাংলাদেশর গ্ৰামের মেয়ে আমি,তাই এই গাছের ফুল দিয়ে প্রায় সময় খেলছি।

    • @JakirHossen-sl3dz
      @JakirHossen-sl3dz ปีที่แล้ว

      মরার জন্য রেডি হোন

    • @msislam8745
      @msislam8745 ปีที่แล้ว

      আমি তো এখনো খেলি🙄

  • @nusratjahanlamiya228
    @nusratjahanlamiya228 ปีที่แล้ว +41

    ছোট বেলার খেলার গাছ ও ফুল আজ নাকি মানুষের জন্য ক্ষতিকর 😦😶

  • @prodipdas2941
    @prodipdas2941 ปีที่แล้ว +117

    ছোট কালের খেলার জিনিস এখন মানুষের জন্য ক্ষতিকারক 😯😯

    • @lumen5699
      @lumen5699 ปีที่แล้ว

      Besi bosor hoy ni.Bangladesh e asche

    • @mdakbor897
      @mdakbor897 ปีที่แล้ว +1

      সত্যিই কথা

  • @ahosanhabibdd2647
    @ahosanhabibdd2647 ปีที่แล้ว +43

    এই গাছের মধ্যে গড়াগড়ি খেয়ে 15 বছর পার করেছি আলহামদুলিল্লাহ কখনো তো কিছু হয় নাই

    • @nh9696
      @nh9696 9 หลายเดือนก่อน

      খান নাই ?

  • @habullahsk8051
    @habullahsk8051 ปีที่แล้ว +67

    এটা নিয়ে গবেষনা করলে অবশ্যয় উপকারি জিনিসও বেরিয়ে আসবে ৷কারন প্রত্যেক জিনিস আল্লাহ মানুষের কাজের জন্য সৃষ্টি করেছেন৷

    • @riganbiswas7658
      @riganbiswas7658 ปีที่แล้ว

      100% ঠিক বলেছেন এমন জিনিস আল্লাহ সৃষ্টি করে নাই যেটা মানব জাতি উপকৃত হবে না। গবেষণা করুন এটাও কোন প্রকার রোগ প্রতিরোধ হিসাবে গন্য হবে

    • @comceil891
      @comceil891 ปีที่แล้ว +3

      Bolod tora

    • @asmaulhusna7064
      @asmaulhusna7064 ปีที่แล้ว

      জ্বি ঠিক বলেছেন। বিষ দিয়ে যদি বিষ দমন করা যায় তবে অবশ্যই এটা দিয়ে যা যা রোগ হবে তা নিরাময় এর ওষুধও এটা দিয়ে তৈরি করা সম্ভব। কিন্তু বাংলাদেশে তো বিজ্ঞানী নেই।যা আছে সব বি এ এল।🙂

    • @N......R
      @N......R 9 หลายเดือนก่อน

      ক্ষতিকর জিনিস ক্ষতি করার আগে তাকে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন রাসুলাল্লাহ (সা) ।। আপনে আইসেন আজিরা ফতোয়া মাইরা লোক হাসাতে ।। সাপ বিচ্ছুর বিষও কোটি টাকার ঔষধ হিসেবে বিক্রি হয়, তাই বলে কি কোলে নিয়ে বসে থাকবেন ।

    • @nh9696
      @nh9696 9 หลายเดือนก่อน

      আপনি খান, ভালো লাগবে, উপকার পাবেন

  • @Reality15452
    @Reality15452 ปีที่แล้ว +73

    আল্লাহ তায়ালা কোনো কিছুই অযথা সৃষ্টি করেন্নি এটা আমি বিশ্বাস করি❤

    • @forhadhossain9225
      @forhadhossain9225 ปีที่แล้ว +1

      Tahole sikar korlen allah sob kharap jinis r kharap ruchir sristikari.

    • @cartoonBlast395
      @cartoonBlast395 ปีที่แล้ว +1

      @@forhadhossain9225 Na jene kono kotha bolien na

    • @mdnazim2887
      @mdnazim2887 ปีที่แล้ว

      @@forhadhossain9225 দাদা, উনি স্বীকার করলে কি আপনার অর্গাজম হবে?
      যে উৎসাহ আর আবেগ নিয়ে জিজ্ঞাসা করছেন,এজন্য বললাম।

    • @arfunhossainchowdhury2004
      @arfunhossainchowdhury2004 ปีที่แล้ว

      ​@@forhadhossain9225অনেক রোগের ঔযধ হিসেবে গাঞ্জা ও ব্যাবহার করা হয়..! কিন্তু আপনি যদি অতিরিক্ত সেবন করে নেশা করেন,তাহলে কী এর দায় আল্লাহ নিবে..? আল্লাহ তো আপনাকে বলেই দিছে যে, আপনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। ঐখন যদি আপনি খারাপটাই বেচে নেন তাহলে এর দায় আপনার, চল্লাহ তায়ালার নাহ্...!

    • @asptech3728
      @asptech3728 ปีที่แล้ว +5

      ​@@forhadhossain9225হুম তিনি যেমন তোমার মত একটা গো..পুং..প্রেমিক.. সৃ্ষ্টি করেছেন
      তিনিই সমস্ত খারাপ এবং ভালোর সৃিষ্টিকর্তা

  • @md.haidarmia.443
    @md.haidarmia.443 ปีที่แล้ว +53

    এত কালে মানুষের জানা ছিলোও না,সমস্যা ছিলো না।যত বিজ্ঞান আবিষ্কার হচ্ছে তত সমস্যা বাড়ছে।আল্লাহ সকলকে হেদায়েত দান করুন।আমিন

    • @AmKing_of_curses
      @AmKing_of_curses ปีที่แล้ว

      Thik ekhon chadhe giye manush jante parbe adeo keu Chad ke 2 vag kore6ilo kina

    • @SayedSafwan
      @SayedSafwan ปีที่แล้ว +2

      bolod

    • @md.haidarmia.443
      @md.haidarmia.443 ปีที่แล้ว +1

      @@SayedSafwan pagol

    • @NurMohammad-v8q
      @NurMohammad-v8q ปีที่แล้ว +1

      😂😂🤣🤣

    • @nh9696
      @nh9696 9 หลายเดือนก่อน

      জ্বী, বিজ্ঞান আবিষ্কার করে মানুষকে সচেতন করে করে জনসংখ্যা বৃদ্ধি করছে, না জানলে মরে গিয়ে জনসংখ্যা কমে যেত

  • @arifulariful6934
    @arifulariful6934 ปีที่แล้ว +194

    ছোটবেলাতেই এই গাছের সাথে আমার বন্ধুত্ব ছিল হায় হায়

    • @Armanbd2012
      @Armanbd2012 ปีที่แล้ว +10

      তাহলে ভাই তুই শেষ 🤣

    • @arifulariful6934
      @arifulariful6934 ปีที่แล้ว +10

      @@Armanbd2012আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি কিন্তু প্রতিবেদন রুপোর তো মনে হয় আর বাঁচবো নারে ভাই

    • @Armanbd2012
      @Armanbd2012 ปีที่แล้ว

      @@arifulariful6934 😢😢😢,,,,, ভাই ডাক্তারের কাছে চেকাপ কর।

    • @SN-Media433
      @SN-Media433 ปีที่แล้ว +3

      😅😅😂

    • @khiraki
      @khiraki ปีที่แล้ว

      😂

  • @সত্যেরসন্ধানে-ন৬খ

    এই গাছের পাতায় একটা অসহ্য গন্ধ.. নাকে গেলেই মস্তিস্কে অস্বস্তিকর লাগে 😢😢😢

  • @sabujgazi314
    @sabujgazi314 ปีที่แล้ว +37

    ছুলেই যদি রোগ হয় তাহলে এটা নিয়ে গবেষণা করা উচিৎ।ক্যানসারের ভ্যাকসিন মিলতে পারে।আর হ্যানিম্যানের মত হোমিওপ্যাথিতে ও গবেষণা করা দরকার।

  • @mariaakterila7098
    @mariaakterila7098 ปีที่แล้ว +8

    আজকে প্রথম দেখলাম এই গাছ। আল্লাহ বাঁচিয়েছে আমাদের এলাকার মধ্যে নেই।

  • @Hridoy2405
    @Hridoy2405 ปีที่แล้ว +4

    Camera quality নিম্ন মানের

  • @nothing-s9h
    @nothing-s9h ปีที่แล้ว +9

    😱😱,,গাছগুলো দেখতে আমার কাছে ভালো লাগায় এককালে আমি এ গাছগুলো ছোট টবে লাগিয়ে আমার পড়ার টেবিলের জানালার মাঝে ঝুলিয়ে রেখেছিলাম,,😐😐

  • @Jebin_shuvo121
    @Jebin_shuvo121 ปีที่แล้ว +67

    ছোট বেলাই অনেক খেলেছি এই গাছ গুলো নিয়ে 😷

  • @himuislam8272
    @himuislam8272 ปีที่แล้ว +1

    এগুলোর পাতার স্বাদ ঝাল ঝাল লাগে এবং চুলকায় অনেক ছোটবেলায় একবার খেয়েছিলাম।

  • @fakrulislam3390
    @fakrulislam3390 ปีที่แล้ว +3

    আমাদের নওগাঁতে রাস্তার ধারে এত হয়েছে, ছোট ছোট ফুলে দেখতে বেশ ভালোই লাগে,অনেকে আবার সেলফিও তোলে!!

  • @mdhamid5942
    @mdhamid5942 ปีที่แล้ว +4

    এই আগাছা গুলি আমি আজ ৪৫ বছর ধরে দেখতেছি আমাদের জানা ছিল না এই আগাছা মানব দেহের ক্ষতিকরে কক্সবাজারের চকরিয়াতে এই আগাছা আগে অনেক দেখা যেত

  • @asmaulhusna7064
    @asmaulhusna7064 ปีที่แล้ว

    ওহ শিট,এই গাছ তো নাটর টু আব্দুলপুর রেলওয়ের ধারে অসংখ্য। আর এত সুন্দর দেখে আমি মুগ্ধও হয়েছিলাম তাই মনে রাখতে পেরেছি এই গাছকে।😢😢😢😢

  • @mdnasimuddin6178
    @mdnasimuddin6178 ปีที่แล้ว +11

    আমাদের এখানে প্রচুর আছে ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য ❤

  • @shamimali5552
    @shamimali5552 ปีที่แล้ว +5

    চুয়াডাঙ্গা, দর্শনা এলাকায় এগুলো প্রচুর, আমাদের এখানে চাষাবাদ করা খুবই কষ্টকর হয়ে উঠেছে, এটা প্যারাকোয়াট জাতীয় আগাছানাশক দিলেও মরে না😥😥

  • @mdnazmulhasan8170
    @mdnazmulhasan8170 ปีที่แล้ว +8

    দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ

    • @ezazahammed8210
      @ezazahammed8210 ปีที่แล้ว

      ভুল ভাল , একটা সময় পরে যখন এই গাছ আর থাকবে না, তোমাদের কাছে তখন জানতে পারবেন এটি জীবনের জন্যে দরকারি , এবং আপনাকে কিনেনিতে হচ্ছে।
      ঠিক যেমন আপনাকে যোর করে রাসায়নিক সার ব্যবহার করতে বলে এখন তারাই আপনাকে জৈবিক ফসল বেশি দামে কিনতে বলছে।😅 সে

  • @MdImran-yu7yh
    @MdImran-yu7yh ปีที่แล้ว

    আমাদের চাঁদপুরে অনেক আছে।
    ছোটবেলায় কতো যে শুয়ে-বসে ছিলাম এই গাছের জমিতে।।

  • @bdshoriful9509
    @bdshoriful9509 ปีที่แล้ว +1

    ছোট বেলা এই গাছের সাথে ১০.১৫ বছর কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কিছু হয় নি ইনশাআল্লাহ কিছু হবেও না কারন পৃরর্ব পুরুষ থেকেই দেখে আসছে।

  • @mdnobirhosainnirobnirob9405
    @mdnobirhosainnirobnirob9405 ปีที่แล้ว

    ধন্যাবাদ

  • @shofiqsheikh
    @shofiqsheikh ปีที่แล้ว +7

    ছোটবেলায় এই গাছ দিয়ে অনেক খেলেছি

  • @ffkamil455
    @ffkamil455 ปีที่แล้ว +21

    এখন কথা হলো এটা কোন বিষাক্ত কিছু নষ্ট করছে নাকি সে নিজেই বিষাক্ত হচ্ছে। আরো গবেষণার দরকার মানুষের জন্য ক্ষতিকর লোক পরিবেশের জন্য উপকারী কিনা সেটা বুঝতে হবে। টাকা কিভাবে নিবে তার পথ এটা

    • @woundsclinic
      @woundsclinic ปีที่แล้ว +1

      Feverfew (Tenacetum parthenium), the traditional medicinal plant, has been used for treating migraines, inflammation, stomachache, fever, and rheumatoid arthritis. One of the main components of feverfew involved in the biological properties is parthenolide (PTL).

  • @asamoni7666
    @asamoni7666 ปีที่แล้ว +2

    আল্লাহ পাকের সকল সৃষ্টি মানুষের কল্যাণের জন্য

    • @nh9696
      @nh9696 9 หลายเดือนก่อน

      তাই ? তাহলে আপনি খান

  • @MMTV-i3m
    @MMTV-i3m ปีที่แล้ว +10

    ছোটবেলায় এই গাছকে আমরা এসিড গাছ হিসেবে চিনতাম

  • @md.ibrahimkhan2267
    @md.ibrahimkhan2267 ปีที่แล้ว

    আমাদের মাগুরা শ্রীপুরে দুই ধার দিয়ে অনেক হয়েছে

  • @apurboomi3583
    @apurboomi3583 ปีที่แล้ว

    Onk pochonder akta gach silo

  • @milikhatun736
    @milikhatun736 ปีที่แล้ว +2

    অনেকেরই ছোটবেলার সাথে এই গাছটি খুবই পরিচিত । খেলার সাথীও বলা যেতে পারে
    কতো লুকাইছি এই গাছের ঝোপের ভেতর এখন সেগুলো সবই সৃতি । কিন্তু বিকেলে খেলাধুলা শেষে দেখতাম হাত খুব তেতো হয়ে যেতো ...? কিন্তু গাছটা যে এতোটা ক্ষতিকর তা এতোদিন বাদে জানতে পেলাম

  • @mdkader8412
    @mdkader8412 ปีที่แล้ว

    Thanks for information

  • @খাদিজাতুলকোবরা-জ৪ঝ

    আমি তো এখনো এই গাছ নিয়ে খেলি আমার খুব ভালো লাগে

  • @jeonjannat.7
    @jeonjannat.7 ปีที่แล้ว

    A to onk hoyeche amder basar ASE pase ...rajshahi te

  • @Sapan1420
    @Sapan1420 ปีที่แล้ว +1

    হায় হায় আমিতো প্রতিদিন বাজি করে খাইতাম এখন আমার কি হবে 😢😢😢😊

  • @mdlademhossain2983
    @mdlademhossain2983 ปีที่แล้ว +2

    ছোট কালকার বন্ধু এখন বর্তমানে শত্রু হয়ে দাঁড়িয়েছে😢😅

  • @Learn_with_maliha
    @Learn_with_maliha ปีที่แล้ว +4

    ছোটবেলায় আমি এগুলো নিয়ে কত খেলছি 😄

  • @farhadsorker531
    @farhadsorker531 ปีที่แล้ว +1

    আমাদের রাজশাহী অঞ্চলে অনেক এই গাছ,,,বিশেষ করে রাস্তার ধারে

    • @sheikhrasel649
      @sheikhrasel649 ปีที่แล้ว

      আমরা তো শিতের গাছ বলে থাকি।
      গাজার মতো নাকি বেবহৃত করে, শুনেছি।

  • @ss.gaming8759
    @ss.gaming8759 ปีที่แล้ว

    আমাদের কুষ্টিয়াই অনেক আছে এই গাছ,, রাস্তার পাশ দিয়ে,, অনেক সুন্দর লাগে দেখতে,,, কিন্তু এই গাছ ক্ষতিকর সেটা জানতাম না,,এখনো এই ফুল হাতে নিই

  • @md.ekramulhuq5855
    @md.ekramulhuq5855 ปีที่แล้ว +1

    Amra to onek khelechi . Kintu kichu to hoy nai

  • @nodescription9284
    @nodescription9284 ปีที่แล้ว

    আমাদের চুয়াডাঙ্গায় রাস্তার আশেপাশে প্রচুর দেখা জাই এই গাছ

  • @mdmorshedmunshi3472
    @mdmorshedmunshi3472 ปีที่แล้ว +1

    Soto Balay Ami aye gas dia kaltam. PATA dia.. ko Ami to Mori ni.. bacca asi.. 🌴🌴🌴🍁🍁🍁

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 ปีที่แล้ว +9

    ভাগ্য ভালো আমাদের এলাকায় নাই। দেখিও নাই কখনো। আল্লাহ যেন সবাই কে হেফাজত করেন।

  • @mr_ronk_official
    @mr_ronk_official ปีที่แล้ว

    আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা নাটনাপাড়া গ্রামের রাস্তা গুলো দুই পাসে অনেক গুলো আছে 😮

  • @MdRaj-ws6zn
    @MdRaj-ws6zn 5 หลายเดือนก่อน

    পাবনাতে লিচু বাগানে অনেক এই গাছ আমাদের বাড়ির পাশে

  • @LaboniAktharHabiba
    @LaboniAktharHabiba ปีที่แล้ว +2

    আমাদের রাস্তায় প্রথমে দুইটা গাছ ছিল এখন ওখানে প্রচুর গাছ হয়ে গেছে দেখতে ভালোই লাগে।। কিন্তু জানতাম না এটা ক্ষতিকর

  • @md.atiqurrahman1542
    @md.atiqurrahman1542 ปีที่แล้ว +1

    হে আল্লাহ 😮
    আমাদের এদিকে প্রচুর পরিমানে হচ্ছে 😢😢

  • @fatemaakter232
    @fatemaakter232 ปีที่แล้ว

    Age saradin i ei ful niye kheltam 😮

  • @AshiKShaheB2.0
    @AshiKShaheB2.0 ปีที่แล้ว

    ছোট বেলা এই গাছের ফুল দিয়া কত খেলছি। আর এখন কি শুনি 😮

  • @sanjidaakther9385
    @sanjidaakther9385 ปีที่แล้ว

    Kokhono dekhi nai ai gash😮

  • @mridulhasan238
    @mridulhasan238 ปีที่แล้ว

    আমাদের টাঙ্গাইলের রাস্তার পাশে প্রচুর পরিমাণে হয়েছে

  • @banglavideo4549
    @banglavideo4549 ปีที่แล้ว +6

    শাহবাগে দেখি এগুলো দিয়ে বিয়ের গাড়ি সাজানো হয়।

  • @abuhanifabuhanif9598
    @abuhanifabuhanif9598 ปีที่แล้ว +5

    সবগুলো চ্যালেনে এ খবরটা প্রচার করা দরকার সবার দেওয়ার জরুরী দরকার

  • @FC-Cricket
    @FC-Cricket ปีที่แล้ว

    আমাদের বাড়ি যশোরে,আমার বাড়ির পাশে অনেক আছে।

  • @mdtariqali7306
    @mdtariqali7306 ปีที่แล้ว +6

    আমাদের এলাকায় এটাকে বুনচন্দনি বলা হয়

  • @mdnuralamislam2237
    @mdnuralamislam2237 ปีที่แล้ว +10

    ছোটবেলায় কতো খেললাম এগুলা দিয়ে

  • @mdsakibb9816
    @mdsakibb9816 ปีที่แล้ว

    আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা আমাদের বাড়ির সামনে অনেক আছে

  • @mohammadraselkhan275
    @mohammadraselkhan275 ปีที่แล้ว

    Egulo diyeto onek khela dula korchi😮

  • @arafatayon2060
    @arafatayon2060 ปีที่แล้ว

    Hay hay eta dia ami aajo shurshuri khai...

  • @Talabkhan-je3nn
    @Talabkhan-je3nn ปีที่แล้ว

    আহারে এই গাছ জে আমাদের গ্রামের বাড়িতে কতো দেখছি

  • @riyahasan4168
    @riyahasan4168 ปีที่แล้ว +1

    Koto dekhci ata

  • @ShahadaBd-hf4ql
    @ShahadaBd-hf4ql ปีที่แล้ว +6

    নিশ্চয়ই এগুলো চক্রান্ত

    • @ezazahammed8210
      @ezazahammed8210 ปีที่แล้ว

      ভুল ভাল , একটা সময় পরে যখন এই গাছ আর থাকবে না, তোমাদের কাছে তখন জানতে পারবেন এটি জীবনের জন্যে দরকারি , এবং আপনাকে কিনেনিতে হচ্ছে।
      ঠিক যেমন আপনাকে যোর করে রাসায়নিক সার ব্যবহার করতে বলে এখন তারাই আপনাকে জৈবিক ফসল বেশি দামে কিনতে বলছে।😅 সে

  • @arifbillah7479
    @arifbillah7479 ปีที่แล้ว +1

    এই গাছ নিয়ে কত খেলতাম।

  • @ezazahammed8210
    @ezazahammed8210 ปีที่แล้ว +7

    ভুল ভাল , একটা সময় পরে যখন এই গাছ আর থাকবে না, তোমাদের কাছে তখন জানতে পারবেন এটি জীবনের জন্যে দরকারি , এবং আপনাকে কিনেনিতে হচ্ছে।
    ঠিক যেমন আপনাকে যোর করে রাসায়নিক সার ব্যবহার করতে বলে এখন তারাই আপনাকে জৈবিক ফসল বেশি দামে কিনতে বলছে।😅 সে

  • @MitaraMujnuMitu
    @MitaraMujnuMitu ปีที่แล้ว

    উমা গো😯

  • @aysha744
    @aysha744 ปีที่แล้ว

    এই গাছ আমাদের এলাকায় অনেক আছে
    আমার তো খুব পছন্দ

  • @mollikasuraiya7452
    @mollikasuraiya7452 ปีที่แล้ว

    আমাদের এখানে অনেক আছে

  • @MahiyaafrinMahiyaafrin
    @MahiyaafrinMahiyaafrin ปีที่แล้ว

    Ahare koto vlo jntm gastare

  • @Sayanbiswas635
    @Sayanbiswas635 3 หลายเดือนก่อน

    Bhaiya ata choriya poracha kivaba janen ,rastar ja pathor anto rasta korar jonno sai tractor er thaka

  • @mohitshek6421
    @mohitshek6421 ปีที่แล้ว +1

    সারা বাংলাদেশের হাইওয়ে রোডেতেই এগুলো দেখা যায়

  • @anamulhaque6068
    @anamulhaque6068 ปีที่แล้ว +1

    আমাদের রাজশাহীতে এই উদ্ভিদ অনেক সমস্যা করছে।

  • @allbanglapoint4293
    @allbanglapoint4293 ปีที่แล้ว +3

    গাছগুলির বীজ হওয়ার আগেই কেটে দিতে হবে

  • @raihanraihan5976
    @raihanraihan5976 4 หลายเดือนก่อน

    Ishordy ta oneaik.. fosole jomiya

  • @Sakim-hl4tu
    @Sakim-hl4tu ปีที่แล้ว

    এগুলা তো নিয়ে কত খেলছি।
    আমাদের গবাদি পশু প্রিয় খাবার ।
    এবং লাকরী হিসেবেও ব‍্যাবহার হয়।
    আমাদের দিকে বনকে বনকে আছে এইগুলা।
    আমরা তো সিমান্ত এলাকায় থাকি।
    আমাদের প্রতিটা ইন্ঝি যায়গায় এই গাছ রয়েছে।
    এতো কেউ তো বলেনি এটা মারাত্মক এটা মাঠে শুয়ে থাকে😊

  • @RaNa-qt2yc
    @RaNa-qt2yc ปีที่แล้ว

    Amar antir basay onek

  • @sahinurakter5380
    @sahinurakter5380 ปีที่แล้ว

    ছোটবেলা কত বন্ধুত্ব করতাম কই কখনো তো আমার অসুখ হয় নাই সব হচ্ছে মিথ্যা কথা আল্লাহতালা সৃষ্টি করেন তা ভালোর জন্যই করেন কত খেলা করতাম ছোটবেলা আমার তো কখনো সুখ হয় নাই

  • @Raimahossainhasna
    @Raimahossainhasna ปีที่แล้ว +2

    তবে এই গাছটি আমাদের খুব উপকার করেছে আমাদের চুলচুলে হয়েছিল তখন এই গাছ দিয়েছিলাম একদিনের মধ্যে পরিত্রাণ পেয়েছি

  • @mitalysutradhar2107
    @mitalysutradhar2107 ปีที่แล้ว

    ছোটবেলাই কতো খেলতাম এগুলো দিয়ে,,, এখন কি হবে😭😭😭😭😭😭

  • @zIzul21
    @zIzul21 ปีที่แล้ว

    এগুলো কুষ্টিয়াতে প্রচুর। দেখতেও সুন্দর ‼️

  • @Rakim52
    @Rakim52 ปีที่แล้ว

    আমাদের কলেজ মাঠে অনেক আছে

  • @bonnaworld4574
    @bonnaworld4574 ปีที่แล้ว +2

    আমি তো ছোটকালে খেলতাম😮😮

  • @salamhossoin380
    @salamhossoin380 9 หลายเดือนก่อน

    এই গুলো বরিশালে অনেক আছে 🤔🤔

  • @MdKawsarSarder-qr8ql
    @MdKawsarSarder-qr8ql ปีที่แล้ว +1

    ভাইরে ভাই এটাতে তো ছোটবেলা খেলছি প্রচুর

  • @MayabiMaya-ni4ko
    @MayabiMaya-ni4ko ปีที่แล้ว +1

    এই গাছ গুলো রাজশাহীতে সব জায়গায় দেখা যায় বিশেষ করে আমাদের এলাকায় আরও বেশি

    • @XgroupFb
      @XgroupFb ปีที่แล้ว

      Amader ekhane o ace..binodpur

  • @mirazhosen495
    @mirazhosen495 ปีที่แล้ว

    ছোট বেলায় তো এগুলো দিয়েই খেলতাম...🤓🤓🤓

  • @princesssonaly5300
    @princesssonaly5300 ปีที่แล้ว

    Ay gach diye chotobelay onek khelechi,are sajugujo o kortam ay ful diye

  • @rajada033
    @rajada033 ปีที่แล้ว +1

    খুব সাবধান

  • @sompamulla9631
    @sompamulla9631 ปีที่แล้ว

    Amar onek valo lage tai jekhane dekhi tule ani

  • @alemafarjana
    @alemafarjana ปีที่แล้ว

    ছোট বেলায় এসব দিয়ে রান্না করতাম. এটাও ছিলো একটা রেসিপি. ইটের খুয়া ছিলো গোশ. সেমাইও রান্না করতাম সেই গাছটার নাম জানিনা. অনেক সুন্দর ছিলো সেই জীবনটা. 😢

    • @jubaierahmed8156
      @jubaierahmed8156 4 หลายเดือนก่อน

      আরেকটা গাছ ছিলো, ওইটাকে আমাদের এলাকায় মাছ বলে ডাকতাম।
      ওটা কেটেও রান্না খেলা হতো।।

  • @mdminarulislam3906
    @mdminarulislam3906 ปีที่แล้ว

    আমাদের বাড়ির সামনে আছে,সব সময় নিয়ে বসে থাকি

  • @shanatonbiswas2987
    @shanatonbiswas2987 6 หลายเดือนก่อน

    এই গাছ এত ক্ষতিকর আগে জানতাম না,,আমাদের রাস্তার ধারে অনেক গাছে

  • @nakibgaming3570
    @nakibgaming3570 ปีที่แล้ว

    Kire vhai ai full diya coto belai koto khelsi ar akhon ki bole aigula🙂😊

  • @subarnaniyaanAli
    @subarnaniyaanAli ปีที่แล้ว

    Amar basay onek hoyeche

  • @anishaislam3274
    @anishaislam3274 ปีที่แล้ว

    রেল এর কাছে ওনেক আমাদের,এইটা ওনেক ভালো লাগতো,বাসায় ও লাগাতে চাইছিলাম😢😢😢

  • @khaledhasan4352
    @khaledhasan4352 ปีที่แล้ว

    বাসা কুষ্টিয়া,
    কত যে খেলা করেছি ছোটবেলা আল্লাহ জানে🙄

  • @akashBiswas-l4v
    @akashBiswas-l4v ปีที่แล้ว

    মাগুরাতেও আছে

  • @woundsclinic
    @woundsclinic ปีที่แล้ว +9

    Feverfew (Tenacetum parthenium), the traditional medicinal plant, has been used for treating migraines, inflammation, stomachache, fever, and rheumatoid arthritis. One of the main components of feverfew involved in the biological properties is parthenolide (PTL).

  • @BM-ln7lp
    @BM-ln7lp ปีที่แล้ว

    রেল লাইন এর ধারে ও কবর স্থান এ প্রচুর আছে

  • @jannatulasha3798
    @jannatulasha3798 ปีที่แล้ว +4

    আল্লাহ এই ফুল দিয়ে কত খেলছি ছোট বেলায়