"আল্লাহ ভগ্ন হৃদয়কে সুস্থ করে দিন। যারা নীরব, যারা তাদের কষ্ট প্রকাশ করতে পারে না। যারা যন্ত্রণায় ক্লান্ত। যাদের একটি বিরতি প্রয়োজন. আল্লাহ আপনার দুঃখের অবসান ঘটান, তিনি আপনার মুখে হাসি ফোটান।" বিলাল ফিলিপস
নক্ষত্রের রাত নাটকে আসাদুজ্জামান নূরের একটা সংলাপ আছে। সংলাপটা অনেকটা এরকম, এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে, যার মধ্যে বুদ্ধির চেয়ে ভালোবাসার পরিমাণ থাকবে বেশি। কথাটা প্রথমবার শোনার সাথে সাথেই চমকে উঠেছিলাম। সারা জীবনে আমরা বন্ধু খোঁজার সময় বুদ্ধির খোঁজ করি। কে ভালো পড়তে পারে, কে ভালো খেলতে পারে, কে ভালো আঁকতে পারে, আমাদের বেশিরভাগ বন্ধুত্বই গড়ে উঠে এসবের উপর ভর করে। অথচ, আমরা একটা প্রশ্ন করতে বারবার ভুলে যাই, সে ভালো বাসতে পারে তো? পৃথিবীর সব মা বাবাই ছেলে মেয়েদের অঙ্ক করতে দেখলে খুশি হন, ইংরেজি পারতে দেখলে খুশি হন, বুদ্ধিমান সন্তানের জন্য খোদার কাছে হাত তোলেন। কিন্তু পৃথিবীর কয়টা মা বাবা খোদার কাছে বলেন, খোদা, ও খোদা, আমার সন্তানকে তুমি ভালোবাসতে পারার ক্ষমতা দিও? ইন্টেলেকচুয়ালিটি গুরুত্বপূর্ণ, সন্দেহ নাই। কিন্তু যে ইন্টেলেকচুয়ালিটিতে এমপ্যাথি থাকে না, লাভ থাকে না, আন্ডারস্ট্যান্ডিং থাকে না, শুধু থিওরি আর ফরমালিটিজ থাকে, ঐ ইন্টেলেকচুয়ালিটি নিয়ে আমি কী করবো? আমার বন্ধু, আমার বান্ধবী, আমার প্রেমিকা বা বৌ বিশাল বড় পন্ডিত মানুষ, বিশাল জ্ঞানী মানুষ, কিন্তু আমি তার কাছে যাইয়া প্রাণ খুলে হাসতেই যদি না পারলাম, কাঁদতে ইচ্ছে করলে কাঁদতেই যদি না পারলাম, তবে ঐ পন্ডিত বন্ধু বা প্রেমিক বা প্রেমিকা নিয়ে আমি কী করবো? আর তার পান্ডিত্যই বা আমার কোন কাজে আসবে? আপনি দুই হাজার বই পড়েছেন, ভালো কথা, কিন্তু আপনি আমার মন খারাপ হলে একটা ভালো কথা বলতে পারেন না, বই পড়ার ঠেলাতে আমার কথা শোনার সময়টাও আপনার হয় না। তাইলে আপনাকে দিয়ে আমার কী কাজ? ওরচে তো পাড়ার রিকশাওয়ালা ভালো, কারণ, সে অন্তত আমার গল্প শুনে মাথা নাড়ায়, আমার সাথে আহা উহু করে। এই যে আজ আমাদের সবকিছু পেয়েও কিছুই না পাওয়ার অনুভূতি, জাগতিক সব পূর্ণতার পরেও আমাদের হৃদয়ে শূণ্যতার হাহাকার, আমার মনে হয় এর পেছনের কারণ, আমরা আমাদের মনের কথা শুনছি না, হৃদয়ের কথা বুঝছি না বা বুঝেও না বোঝার ভান করছি। আমরা যখন আমাদের সমস্ত সময়, সমস্ত এনার্জি নিয়ে পাগলের মতো মেধা, বুদ্ধি, ইন্টেলেকচুয়ালিটি, নেইম আর ফেইম খুঁজে ফিরছি, তখন আমাদের অন্তর চিৎকার করে বলছে, আজীবন কিচ্ছু চাইনি আমি ভালোবাসা ছাড়া!! বুদ্ধি বা ইন্টেলেকচুয়ালিটি ছাড়া মানুষ চলতে পারে, ভালোবাসা ছাড়া মানুষ চলতে পারে না।
লাইক দিয়ে তোমার ভিডিও দেখে নিলাম দিদিভাই খুব সুন্দর রেসিপি পুরো ভিডিও দেখে তোমার পরিবারে সদস্য হয়ে গেলাম আশা করছি তুমিও আসবে অপেক্ষায় রইলাম ভালো থেকো
আছালামু আলাইকুম কেমন আছো আপু আশা করি ভালো আছো আপু আমিও তুমারি মতো আমার সংসার টা কে অনেক অনেক বেশি ভালো বাসি আর সংসার সন্তান কে ঘিরেই আমার পৃথিবী টা দোয়া করো আপু ভালো থেকো আল্লাহ হাফেজ 🙂❤️🙂
খালি বড় বড় কথা আর নীতিবাক্য আওড়ানো। আপনার নিজের মেয়ের দিকে খেয়াল রাখেন। আপনার সাথে কি পরিমাণ বেয়াদবি করে, আপনাকে মুটকি ডাকে। ভালো কথা, সবাইকে তো পরামর্শ দিলেন যে ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। আপনার মত নাকি? এতই হৃদ্যতা যে আপনার মেয়ে আপনাকে তুই বলে সম্মোধন করে। এতো কষ্ট করে জন্মদিনের আয়োজন করলেন আপনার মেয়ের, কিন্তু ও দেখলাম ভাবলেশহীন। মনে হচ্ছিল, নায়িকা শুটিং স্পটে এসেছে শুটিং করতে। শুধু ফটো তুলে গেলো সোশ্যাল মিডিয়াতে শো অফ করার জন্য। এর চেয়ে আপনার ছেলে মোস্তফা প্রকৃত অর্থে খুশি হয়েছে। আপনার আর পরিবারের করা আয়োজনকে এপ্রিশিয়েট করেছে। রাইসার তো মুখে হাসিও ছিল না। আপনি যে জ্ঞান দান করে থাকেন, বাস্তবে হয় তার উল্টোটা।।
বাহ্! আপনার কমেন্টে লাইকও দিয়েছেন উনি। মানে উনি একপ্রকার স্বীকার করে নিলো। দুইদিন পর আবার অস্বীকার করে আরো মহান কিছু বাণী নিয়ে উনি চলে আসবে, উনার জ্ঞান ভর্তি বালতি ঢেলে দিতে।
অসাধারন হয়েছে একদম মুখে লেগে থাকা মতো আপু আসব না কি
৪টি সুন্দর শব্দঃ🌸
সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ্, আস্তাগফিরুল্লাহ্, আল্লাহু আকবার!'🖤
Mashallah Apu ❤❤❤
"আল্লাহ ভগ্ন হৃদয়কে সুস্থ করে দিন। যারা নীরব, যারা তাদের কষ্ট প্রকাশ করতে পারে না। যারা যন্ত্রণায় ক্লান্ত। যাদের একটি বিরতি প্রয়োজন. আল্লাহ আপনার দুঃখের অবসান ঘটান, তিনি আপনার মুখে হাসি ফোটান।" বিলাল ফিলিপস
নক্ষত্রের রাত নাটকে আসাদুজ্জামান নূরের একটা সংলাপ আছে। সংলাপটা অনেকটা এরকম, এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে, যার মধ্যে বুদ্ধির চেয়ে ভালোবাসার পরিমাণ থাকবে বেশি।
কথাটা প্রথমবার শোনার সাথে সাথেই চমকে উঠেছিলাম।
সারা জীবনে আমরা বন্ধু খোঁজার সময় বুদ্ধির খোঁজ করি। কে ভালো পড়তে পারে, কে ভালো খেলতে পারে, কে ভালো আঁকতে পারে, আমাদের বেশিরভাগ বন্ধুত্বই গড়ে উঠে এসবের উপর ভর করে।
অথচ, আমরা একটা প্রশ্ন করতে বারবার ভুলে যাই, সে ভালো বাসতে পারে তো?
পৃথিবীর সব মা বাবাই ছেলে মেয়েদের অঙ্ক করতে দেখলে খুশি হন, ইংরেজি পারতে দেখলে খুশি হন, বুদ্ধিমান সন্তানের জন্য খোদার কাছে হাত তোলেন। কিন্তু পৃথিবীর কয়টা মা বাবা খোদার কাছে বলেন, খোদা, ও খোদা, আমার সন্তানকে তুমি ভালোবাসতে পারার ক্ষমতা দিও?
ইন্টেলেকচুয়ালিটি গুরুত্বপূর্ণ, সন্দেহ নাই। কিন্তু যে ইন্টেলেকচুয়ালিটিতে এমপ্যাথি থাকে না, লাভ থাকে না, আন্ডারস্ট্যান্ডিং থাকে না, শুধু থিওরি আর ফরমালিটিজ থাকে, ঐ ইন্টেলেকচুয়ালিটি নিয়ে আমি কী করবো?
আমার বন্ধু, আমার বান্ধবী, আমার প্রেমিকা বা বৌ বিশাল বড় পন্ডিত মানুষ, বিশাল জ্ঞানী মানুষ, কিন্তু আমি তার কাছে যাইয়া প্রাণ খুলে হাসতেই যদি না পারলাম, কাঁদতে ইচ্ছে করলে কাঁদতেই যদি না পারলাম, তবে ঐ পন্ডিত বন্ধু বা প্রেমিক বা প্রেমিকা নিয়ে আমি কী করবো? আর তার পান্ডিত্যই বা আমার কোন কাজে আসবে?
আপনি দুই হাজার বই পড়েছেন, ভালো কথা, কিন্তু আপনি আমার মন খারাপ হলে একটা ভালো কথা বলতে পারেন না, বই পড়ার ঠেলাতে আমার কথা শোনার সময়টাও আপনার হয় না। তাইলে আপনাকে দিয়ে আমার কী কাজ? ওরচে তো পাড়ার রিকশাওয়ালা ভালো, কারণ, সে অন্তত আমার গল্প শুনে মাথা নাড়ায়, আমার সাথে আহা উহু করে।
এই যে আজ আমাদের সবকিছু পেয়েও কিছুই না পাওয়ার অনুভূতি, জাগতিক সব পূর্ণতার পরেও আমাদের হৃদয়ে শূণ্যতার হাহাকার, আমার মনে হয় এর পেছনের কারণ, আমরা আমাদের মনের কথা শুনছি না, হৃদয়ের কথা বুঝছি না বা বুঝেও না বোঝার ভান করছি।
আমরা যখন আমাদের সমস্ত সময়, সমস্ত এনার্জি নিয়ে পাগলের মতো মেধা, বুদ্ধি, ইন্টেলেকচুয়ালিটি, নেইম আর ফেইম খুঁজে ফিরছি, তখন আমাদের অন্তর চিৎকার করে বলছে, আজীবন কিচ্ছু চাইনি আমি ভালোবাসা ছাড়া!!
বুদ্ধি বা ইন্টেলেকচুয়ালিটি ছাড়া মানুষ চলতে পারে, ভালোবাসা ছাড়া মানুষ চলতে পারে না।
আপুর রান্নার কোনো তুলনা হয় না।।অতুলনীয় ❤️❤️❤️
লাইক দিয়ে তোমার ভিডিও দেখে নিলাম দিদিভাই খুব সুন্দর রেসিপি পুরো ভিডিও দেখে তোমার পরিবারে সদস্য হয়ে গেলাম আশা করছি তুমিও আসবে অপেক্ষায় রইলাম ভালো থেকো
অসাধারণ হয়েছে। দুর্দান্ত।
Ranna gulo valo lagloo apu 👌r ato sundor korea bolar jonno dhonnobad onek ar upokar hobea❤️❤️❤️❤️
Apu assalamualaikum. Pita redyir sistemtakhub nice .sontaner niea kotagula khub bastob.thik bolecen amader jamana ar nire bon. Àmer doti sontan muhib pore 10 muskan pore eight doa Korben ader keno Manus korte Pari.soory anek kotiy bole fellam.
রান্না গুলো খুবই সুন্দর হয়েছে কথাগুলো অনেক ভালো লাগলো। সত্যি কথাই বলছ।
আসসালামু আলাইকুম আপু খুব সুন্দর হইছে ভিডিও এবং রেসিপি গুলো দেখে নিলাম ধন্যবাদ আপু
আপু আপনার রেসিপিগুলো অনেক সুন্দর হয় ।প্রত্যেকটা ব্লগ অনেক ভালো লাগে আপনার জন্য অনেক ভালোবাসা রইলো। ❣️❣️
A pita amader sylhet a kub Jonpio apu
সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো আপু রেসিপি গুলো দারুন 😋😋👌👌
Kub Sundor hoice ranna apu
ঠিক কথা অনেক সুন্দর ভিডিও খুব ভালো লাগলো ধন্যবাদ সবাইকে
সবাই মিলে আমাকে সহযোগিতা করবেন
আসসালামু আলাইকুম আপু, আমি সবসময় দেখি, চিটাগাং থেকে দেখি আপনার কথা গুলো বেশ ভালো লাগে,
পিঠাগুলো দেখতে লোভনীয় লাগছে 😋
Apni varry talent apu apnar vioce kub shundor apu.api baiya koy deka jai na.
আজকের কথা গুলো খুব ভালো লাগলো আপু খুব সুন্দর হয়েছে প্রতি টা রান্না সব মিলিয়ে অনেক ভালো লাগলো ব্লগ টা
তোমার রান্না গুলো সব সময় অসাধারণ হয় আপু আমার খুব ভালো লাগে
??????
Masha Allah onke mojar mojar yummy recipe Apu sharing♥️♥️♥️
আপু ফুলকো পিঠা আর মাছ মাংস রান্না খুব ভালো লাগলো
Oshadharon recipe ..thanks for sharing ❤️👍👌
Apu salam,, apni piaj bata na diye kata piyaj diye ki meet shb somoy ranna kren?kata piyaj er jul ki greavi hoi?
হয়তো আপু
অনেক সুন্দর কথা বলেছেন আপু
আপু কিছু ফাকিবাজি রেসিপি দাও😃ব্যাস্ত সময়ে খুব কাজে লাগে♥
আপু আপনার কথা গুলো শুনতে খুব ভালো লাগে সব সময়
খুব ই ভালো লাগলো আপু তোমার রান্না বান্না আর কথা গুলো
আমার ভীষণ পছন্দ আপনার ভিডিও।
Je amar family te join hobe 24 ganta por amio join hoye jabo ❤️❤️❤️ inshallah
Thik apu prem kora haram so aigula theke amader allah dure rakhuk aamin
রাইট আপু।পিঠা দারুণ আয়োজন
Apnar dakhano ranna gulo sottii khub valo. Apna ke malpua dakhabar jonno
Request korlam
আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, রান্না গুলো অসাধারণ হয়েছে ❤️❤️❤️
Tomar ranna onk Valo laga
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ❤️ আপনার পরিবারের সদস্য হলাম। সাথে গিফট টা দিয়ে গেলাম দেখে নিও
আপু ভিডিওটি ভাল লাগল পাশে থেকে গেলাম আপনিও পাশে থাকবেন
Nice.
আপু খুব ভালো লাগগো
Khub sundor ranna gulo
আপু পিঠা গুলো লোভনীয় ছিল।
আসসালামুআলাইকুম আপু।খুব মজার মজার খাবার রান্না। শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক দুয়া রইল।
আসসালামু আলাইকুম আপু মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার নতুন ভিডিও 🌹🌹🌹🌹💯
আছালামু আলাইকুম কেমন আছো আপু আশা করি ভালো আছো আপু আমিও তুমারি মতো আমার সংসার টা কে অনেক অনেক বেশি ভালো বাসি আর সংসার সন্তান কে ঘিরেই আমার পৃথিবী টা দোয়া করো আপু ভালো থেকো আল্লাহ হাফেজ 🙂❤️🙂
আপু রান্না গুলো অনেক ভালো লাগে
Apni khub dami kotha bolchen👍🤝
আপু পাঁকা রাঁধুনি ।ভীষণ সুন্দর রান্না করেন ।
Walaikumsalam anty Kemn aso 🥰🥰??
খালি বড় বড় কথা আর নীতিবাক্য আওড়ানো। আপনার নিজের মেয়ের দিকে খেয়াল রাখেন। আপনার সাথে কি পরিমাণ বেয়াদবি করে, আপনাকে মুটকি ডাকে। ভালো কথা, সবাইকে তো পরামর্শ দিলেন যে ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। আপনার মত নাকি? এতই হৃদ্যতা যে আপনার মেয়ে আপনাকে তুই বলে সম্মোধন করে। এতো কষ্ট করে জন্মদিনের আয়োজন করলেন আপনার মেয়ের, কিন্তু ও দেখলাম ভাবলেশহীন। মনে হচ্ছিল, নায়িকা শুটিং স্পটে এসেছে শুটিং করতে। শুধু ফটো তুলে গেলো সোশ্যাল মিডিয়াতে শো অফ করার জন্য। এর চেয়ে আপনার ছেলে মোস্তফা প্রকৃত অর্থে খুশি হয়েছে। আপনার আর পরিবারের করা আয়োজনকে এপ্রিশিয়েট করেছে। রাইসার তো মুখে হাসিও ছিল না। আপনি যে জ্ঞান দান করে থাকেন, বাস্তবে হয় তার উল্টোটা।।
★★ পায়েল আপু,আপনার বোন মুক্তা আপু এখন ব্লগিং করেনা কেন ? ★★
অসাধারন ভিডিও 🥰
So testy so nice
আপু তুমি ঠিক কথা বলেছ💕💕💕
Apu apnar vlog amar onek valo lage
Kmn aso Apu?
মাসাআললা
আপু তোমার রেসিপি টা দারুণ হয়েছে
Please amake aktu support koro sobai please
Mashaallah
Apu ami food home dlivary dai amr page ar name ta aktu bolio fahomids kitchen home
পিঠা গুলো খুব মজাদার হয়েছে আপু
লাইক দিয়ে দেখে নিলাম আপু
শশুর বাড়ির মেহমান মনে হচ্ছে
আপু ভালো লাগলো রান্না
দারুন মজার রেসিপি শেয়ার করলেন আপু😍
Very Nice Vlog 👌 👍
Valo
💕💕💕❤️❤️❣️❤️❤️💕💕💕💕
আপু চাইনিজ ভেজিটেবল এর লিংকটা দেন
Apu kmn aco
দারুন আয়োজন
খুব সুন্দর রান্না
😘😘😘
আপু তোমার রান্না গুলো অতি লোভনিও ।আমার কাছে অনেক ভাল লাগে ।
Masallah
আলাইকুম আসসালাম
Yummy apu🥰
Muktay tomar thotar moddhe dibone
Apu deep fry kora kawar sobsomoi valo na
Nice
44 khadijatul tahid Cox's Bazar Bangladesh 44
আপু সবজি রান্নাটা একটু দেখাতেন
Apo vlog diben protidin.na hoi valo lage na.love u always apo
মজার মজার হিডা💙💙💙💙💙
45 khadijatul tahid Cox's Bazar Bangladesh 45
খুব সুন্দর।
আপনার রান্না দেখতে কেন যেন খুব ভালো লাগে। খুব গুছিয়ে রান্না করেন আপনি। 😊
Yeammi
আপু মনে হচ্ছে পিটাটা অনেক মজা হয়ে ছিল
আন্টি মুক্তা আন্টি ভিডিও দেই না কেন।প্লিজ বলবেন
আপনের বড় বোনের মেয়ে কে নিয়ে এই কথা গুলো বললেন।।।।। সবাই জানে আপনের বড় বোন এর মেয়ে একটা ছেলের সাথে চলে গেছে।।।।।
বাহ্! আপনার কমেন্টে লাইকও দিয়েছেন উনি। মানে উনি একপ্রকার স্বীকার করে নিলো। দুইদিন পর আবার অস্বীকার করে আরো মহান কিছু বাণী নিয়ে উনি চলে আসবে, উনার জ্ঞান ভর্তি বালতি ঢেলে দিতে।
Amiu Amon shomporke joriye porec akhn kicco bujte parc 🙂💔🖤.. mritto Sara kuno poth baki nai.. bolar Motow Kono jaiga ney
দারুন লাগলো রান্না বান্না ও তেলেপিটা।
Apu tmk ki r video te dekhte pabo na amra
খুব ভালো লাগলো 💞💞
Osadaron sis
Tiktok papa
apu darun laglo preparation
অাপু একটা ব্লগ দেখলাম তুমি নাকি তোমার স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়েছো বিয়ে করতে চাচ্ছে বলে।