অনলাইনে পছন্দ করে অর্ডার দিলে মাত্র ৬০ মিনিটে তৈরি হবে আপনার স্বপ্নের পাকা বাড়ি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2022
  • বাড়ি নির্মাণ মানেই বিশাল একটা যজ্ঞ , যদি এমন হত একটা বাড়ি কারখানায় তৈরি হবে এর পর সাইটে এসে শুধু সেট করলেই হবে তাহলে কেমন হত? এই অবাস্তব ভাবা জিনিস এখন বাস্তবে রুপ নেয়ার পথে। আজকে এমন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব আপনাদের সাথে .....................।
    ................................................................................................
    আপনার অনুসন্ধানের জন্য এই লিঙ্ক ব্যবহার করতে পারেনঃ forms.gle/7TtVNUc1CZbX5Nkf8
    Use the Google Form Link for your inquiry :
    forms.gle/7TtVNUc1CZbX5Nkf8
    subscribe my TH-cam channel for more video like this click : / @arniloy
    I love to share knowledge and exchange ideas , As I am an architect you could learn about architectural rules, tips and tricks that may related to Bangladesh context. I love to travel so you may be also get some travel video blog and some funny experience sharing story here.
    আমি স্থপতি হাসান শাহরিয়ার খান ,পরিচিত সবাই নিলয় নামে চিনে , স্থাপত্য পেশা নিয়ে সধারন মানুষের নানা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা, স্থাপত্য নিয়ে ভুল ধারনা ভেঙ্গে সঠিক পথ দেখানো, এছাড়া নানা স্থাপত্য বিষয়ক টিপস ও ট্রিক্স অথবা কাজের ফাকে ঘুরেবেড়ানো বা জীবন মুখি জিনিস নিয়ে ভিডিও পাবেন এই চ্যানেলে ।
    আমার ভিডিও নির্মাণ সম্পূর্ণ শখের বশে অবসরের কাজ। ভিডিও গুলা ধারন ও নিজ হাতেই করি। তাই ভিডিও ধারনের ক্ষেত্রে আমি আমার স্মার্ট ফোন মাঝে মাঝে গিম্বেল ক্যামেরা ব্যাবহার করি।ছবির চাইতে কন্টেন এর বিষয় গত মান আমার কাছে বেশি মূল্যবান । আমার আসল উদ্দেশ আপনাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা। ভিডিও গুলা আপনাদের কাজ আর আমার বিনোদনের উদ্দেশেই তৈরি করা । আমার শখের এই কাজ আপনাদের উপকার বা আনন্দ দিলে এইটা আমার একটা অতিরিক্ত পাওয়া। কোন প্রশ্ন থাকলে আমাকে ই-মেইল করতে পারেন । ই মেইল এড্রেসঃ myquestion2ar.niloy@gmail.com
    ................................................................................................
    আমি একজন স্থপতি এবং এইটাই আমার পেশা তাই কেউ পেশাগত সার্ভিস নিতে চাইলে যথাযথ প্রক্রিয়াতে আমার সাথে যোগাযোগ করতে হবে । আমার সাথে যোগাযোগের জন্য নিচে কিছু লিঙ্ক আছে সেখানে খুজে দেখতে পারেন। আমার ভিডিও দেখে যদি আপনার আমাকে দিয়ে আপনার কাজ করানোর আগ্রহ জন্মায় সেটা সঠিক সিদ্ধান্ত হবে না , আপনাকে আমার কাজ আর কাজের ধরন সম্পর্কেও জানতে হবে ।
    একেক জন স্থপতির কাজের ধরন ও প্রক্রিয়া ভিন্ন্য , আমি চাই আপনার সচ্ছ্য একটা ধারনা তৈরির পর আপনি আমার সাথে যোগাযোগ করেন, সবচাইতে বড় ব্যাপার আপনার যেমন স্থপতি হিসাবে আমাকে পছন্দ হতে হবে তদ্রূপ একজন ক্লাইন্ট হিসাবেও আপনাকে আমার পছন্দ হতে হবে।
    Ar.Hasan Shahriar Khan (Niloy)
    (MIAB- K113)
    Principal Architect
    Integral Design Studio
    / integral.bd
    ..................................................................................................
    Follow me on Facebook : / ar-niloy-110724681741349
    Follow me on Instagram : / architect.niloy
    Follow Labdho art Channel:
    / @labdhoart
    ........................................................................
    #Ar_niloy #arniloy #integral_Design_Studio #ids #integral #Architectniloy #নিলয় #স্থপতিনিলয়
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 249

  • @AbuTaher-jo2db
    @AbuTaher-jo2db ปีที่แล้ว +10

    সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ

  • @debashischakraborty2320
    @debashischakraborty2320 ปีที่แล้ว +6

    দারুণ একটা সময়োপযোগী জিনিস

  • @mabdullahalnoman2486
    @mabdullahalnoman2486 10 หลายเดือนก่อน +6

    Boxabl বাংলাদেশে আনা প্রয়োজন। আপনারা কয়েকজন স্থপতি মিলে এই সিস্টেমটা দ্রুত নিয়ে আসুন। অথবা বাংলাদেশেই তৈরি করুন। এটার বড় মার্কেট আছে। আর মাল্টিস্টোরেড করলে চাহিদা হবে আকাশচুম্বী।

  • @ahomepic
    @ahomepic ปีที่แล้ว +1

    অনেক সুন্দর আলোচনা।আমি আপনার ভিডিও গুলো সময় পেলে দেখার চেষ্টা করি।।

  • @chowdhurya.haider6563
    @chowdhurya.haider6563 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ।

  • @raselcma
    @raselcma ปีที่แล้ว +2

    অসাধারন ভাইয়া।

  • @Nilsadhu
    @Nilsadhu ปีที่แล้ว +1

    Excellent ideas. Go ahead.Thanks.

  • @md.abuyousuf3105
    @md.abuyousuf3105 ปีที่แล้ว

    অসাধারণ একটি ভিডিও।

  • @aleemashraful8528
    @aleemashraful8528 ปีที่แล้ว +1

    Very good technology.thank you.

  • @bbctv24
    @bbctv24 9 หลายเดือนก่อน +4

    কি ভাবে অর্ডার করা যায়,দাম কেমন হবে, এই নিয়ে একটা ভিডিও চাই 🤝🌹

  • @wazirachowdhury
    @wazirachowdhury 5 หลายเดือนก่อน

    Thank you very much for enriching me with the knowledge.

  • @kaziasifurrahman3843
    @kaziasifurrahman3843 ปีที่แล้ว

    Nice Ekta idea dilen.....

  • @pro0011000
    @pro0011000 ปีที่แล้ว +4

    জি অবশ্যই কন্টেইনার হাউজের ব্যপারে জানতে ইচ্ছুক। আপনার সুবিধাজনক সময়ে একটা ভিডিও আশা করছি।
    বক্সেবলের ধারনাটা একেবারে নতুন না হলেও আমাদের দেশে এটা এখনো নেই বলেই জানি। চীন এইধরনের কিছু প্রি-ফেব্রিকেটেড হাউজিং নিয়ে কাজ করছে। যা বেশ বায়বহুল।
    আমাদের দেশে জনবান্ধব বা সুদূরপ্রসারী কোনও ভালো কাজ ভুল করেও করা হয় না বা নীতিনির্ধারকেরা সেটা করতে পারেন না। সর্বশেষ ড্যাপ তার প্রমাণ। তাই সব সময় বাড়ি নির্মাণ করতে গেলে একটা দুশ্চিন্তা থাকে যে এই বাড়ির উপযোগিতা কত দিন থাকে। কারন অনেক টাকা খরচ করে বাড়ি করার পর দেখা যায় স্থানীও জনমিতি বা নগরায়ন বা পরিবর্তন গুলো এমনভাবে হয় যে ওই বাড়ির উপযোগিতা নষ্ট হয়। তখন আবার ভেঙ্গে নতুন বাড়ি তৈরি করা আর্থিকভাবে ক্ষতিকর।
    আপনারা প্রকৌশলীরা ও নির্মাণ সামগ্রীর ব্যবসায়ীরা মিলে আমাদের দেশের উপকরণেই, আমাদের আবহাওয়ার অণুকুলে সম্প্রসারণ ও স্থানান্তরযোগ্য এই ধরনের বাড়ি তৈরির পদক্ষেপ নিলে সেটা আমাদের জন্য সাশ্রয়ী ও টেকসই হবে বলে মনে করি।
    আপনাকে ধন্যবাদ।

  • @NazrulIslam-cs9ws
    @NazrulIslam-cs9ws ปีที่แล้ว

    বাটপারদের মিথ্যে তথ্যের যুগে আপনার অথেনটিক তথ্য আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এগিয়ে যান। শুভেচ্ছা নিরন্তর 💐

  • @sherinislam6385
    @sherinislam6385 5 หลายเดือนก่อน +1

    বিদেশের এধরণের বাড়ি গুলো ড্রয়িং ডাইনিং এবং ওপেন কিচেন একসাথে থাকে। ডিজাইনগুলো ও খুবই সুন্দর। ওই ডিজাইন গুলোর মতো করে যদি আমাদের দেশে তৈরি করা হয় তাইলে মানুষ এই বাড়িগুলো কিনতে আগ্রহী হবে।

  • @md.ahsanhabibsowmik4816
    @md.ahsanhabibsowmik4816 ปีที่แล้ว +14

    স্যার বর্তমানে এই ধরনের বাড়ি বাংলাদেশে তৈরি করা সম্ভব???

  • @md.sirajulislam3059
    @md.sirajulislam3059 7 หลายเดือนก่อน

    Thanks Niloy.

  • @ummesalma3204
    @ummesalma3204 ปีที่แล้ว +3

    জি স্যার, আপনি কন্টেইনার হোম বানানো সম্পর্কে একটা ভিডিও তৈরী করুণ।

  • @JahidHassan360
    @JahidHassan360 7 หลายเดือนก่อน +2

    স্যান্ডউইচ প্যানেল দিয়ে বাড়ি নির্মাণ সম্পর্কে একটা ভিডিও তৈরি করুন

  • @rashidunnabimostafa6652
    @rashidunnabimostafa6652 10 หลายเดือนก่อน +2

    এই প্রযুক্তির বাড়ি আমাদের দেশে কোথাও আছে যেখানে গিয়ে দেখা যাবে এবং আমাদের দেশে কোন Liasion off. আছে থাকলে দয়া করে ঠিকানা কি জানাবেন।

  • @ghanashamchandrabiswas648
    @ghanashamchandrabiswas648 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ

  • @arzuashik
    @arzuashik ปีที่แล้ว +8

    কন্টেইনার বাড়ি/রুম এর সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চাই এবং বাংলাদেশে কিভাবে, কোথায় থেকে বানানো যাবে, প্রতি রুমে কেমন খরচ হবে ইত্যাদি বিস্তারিত জানালে উপকৃত হব।
    ধন্যবাদ

  • @rubelrana1881
    @rubelrana1881 ปีที่แล้ว

    কনসেপ্টটা ভালো লাগছে

  • @md.jakirhossainshajal9746
    @md.jakirhossainshajal9746 ปีที่แล้ว +1

    আপনার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। বাংলাদেশ থেকেও কি এটা অর্ডার করা যাবে?

  • @roktoprobal9505
    @roktoprobal9505 ปีที่แล้ว +1

    স্যার, নতুন FAR এর নিয়ম অনুযায়ী, মিরপুর 1 নং এর শাহ আলী বাগ এলাকাতে পাঁচ কাঠা জায়গার উপর সর্বোচ্চ কত তলা দালান উঠোনো যাবে? একটু জানাবেন, প্লিজ!

  • @captainmasud3289
    @captainmasud3289 3 หลายเดือนก่อน +1

    খুব ভালো কিন্তু প্রাইস কেমন হবে? এ❤

  • @abdullahmasjidi462
    @abdullahmasjidi462 4 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ।ভাইয়া ,ইট বালু পাথর রড সিমেনট দিয়া ১/২/৩ / তলা বারী বানাতে যে টাকা খরছ হয় ,এর চেয়ে যদি খরছ কম হয়,এই মেটেরিয়ল দিয়া বারী বানালে ,তা হলে চেষটা করে দেখেন বাংলাদেশে এ রকম একটা ফ্যাকটরী করা যায় কি না ?ধনী গরীব সকলের উপকার হবে আপনি লাভ বান হবেন ।দোয়া ও পাবেন ।ধন্যবাদ।

  • @md.ahsanhabibsowmik4816
    @md.ahsanhabibsowmik4816 ปีที่แล้ว +3

    কন্টেইনার বাড়ির সমস্যা সম্পর্কে জানতে চাই স্যার।

  • @sabbirhossain64
    @sabbirhossain64 ปีที่แล้ว

    ‌বিষয়টা খুব মজার, প‌্যা‌কেট বাসা

  • @monowarhossain8942
    @monowarhossain8942 3 หลายเดือนก่อน +1

    কত স্কয়ার ফিট কত টাকা লাগবে স্থাপন করতে কতদিন লাগবে

  • @mobarakhossain3852
    @mobarakhossain3852 ปีที่แล้ว +1

    কন্টেইনার হাউজ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাই। প্লিজ এ বিষয়ে ভিডিও দিবেন। ধন্যবাদ আপনাকে।

  • @user-vq5ds4gf5v
    @user-vq5ds4gf5v 11 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ আপনাকে স্থাপনা তৈরি করার জন্য অফিসের ঠিকানা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

  • @saksab7301
    @saksab7301 ปีที่แล้ว

    ভাই, আস্ সালামু আলাইকুম।
    অনেক ধন্যবাদ আপনাকে।
    BOXABL সম্পর্কে অনেক তথ্য
    দেয়ার জন্য কিন্তু এর মূল্য নিয়ে
    ধারনা পেতে কোথায় যোগাযোগ
    করতে হবে? জানানোর জন্য আহ্বান রইল। ধন্যবাদ।

  • @shofiqkarim5363
    @shofiqkarim5363 11 หลายเดือนก่อน

    Niloy Bhai bangladeshe eta ki chalu korte perechen?is it possible to make now?

  • @mrmrsnoor07
    @mrmrsnoor07 ปีที่แล้ว

    Excellent video 😊

  • @alauddinkhandaker4013
    @alauddinkhandaker4013 10 หลายเดือนก่อน +3

    নিলয় সাহেব বক্সেবল বাড়ি কি ছাদে বসানো যাবে কিনা জানাবেন pls.জানালে পরে কথা বলব।

    • @AfuanHamid-dm5gn
      @AfuanHamid-dm5gn หลายเดือนก่อน

      জি আমিও যান্তে চাই ছাদে বসানো যাবে কি না

    • @parsonalblog-cn8gi
      @parsonalblog-cn8gi หลายเดือนก่อน

      হুম যাবে

  • @mhdvlogs634
    @mhdvlogs634 ปีที่แล้ว +1

    বক্সহাউস নিয়ে ভিডিও বানান

  • @mohammadimrose2037
    @mohammadimrose2037 ปีที่แล้ว

    WOW!........😱

  • @HabibHabibMagura
    @HabibHabibMagura ปีที่แล้ว

    আমিও একটা এমন বাড়ি বানাতে চাই

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 ปีที่แล้ว +4

    তবে আধুনিক যুগে যত অফ সিমেন্ট স্টিলের বাড়ি তৈরি হচ্ছে সেগুলোর যে কত খরচ বেড়ে যাচ্ছে সময় লাগতেছে অতিরিক্ত সেই হিসেবে এই রেডিমেড স্টিল বাড়িগুলো অনেক ভালো সবচেয়ে বড় কথা এগুলো হচ্ছে ভূমিকম্প অনেকটা সেভ মুক্ত থাকা যায়

  • @TheHRSALIM
    @TheHRSALIM ปีที่แล้ว

    Amader desa ki kora ahna jaba help korun

  • @hmsmechtechreviews7875
    @hmsmechtechreviews7875 ปีที่แล้ว

    ভাই বাড়ীর সামনের জন্য লোড বিয়ারিং গোল কলাম কারা বানাতে পারে। ৩০-৩২ ফুট লম্বা। ৩ ফুট ডায়ামিটার।

  • @engrsayeed6359
    @engrsayeed6359 ปีที่แล้ว

    আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে স্মার্ট সিটি প্রকল্প গ্রহন করত চাই। কস্ট ইফেক্টিভ এবং দ্রুততম সময়ে হাইরাইজ বিল্ডিং সম্পন্ন করতে একটি অভিজ্ঞতা সম্পন্ন কনসালটেন্ট/কনস্ট্রাকশন কোম্পানি প্রয়োজন। শুনেছি চাইনিজ কোম্পানি নাকি এই ধরনের প্রকল্প গুলো করে থাকে।

  • @tumirobenirobe-eb8tz
    @tumirobenirobe-eb8tz ปีที่แล้ว +5

    দেখে বেশ ভালো লাগলো, আমার পছন্দ হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে এমন বাড়ি কিনতে পাওয়া যায় কোথায় জানতে পারলে আন্তরিক ভাবে ভীষণ খুশি হতাম।

    • @ArNiloy
      @ArNiloy  ปีที่แล้ว +4

      এইটা এখনও বাংলাদেশে নাই ...

    • @mdsharier4324
      @mdsharier4324 6 หลายเดือนก่อน

      তবে যেটা পাবো না তাহলে এমন ভিডিও দেন কান

    • @ArNiloy
      @ArNiloy  6 หลายเดือนก่อน

      paben na keno? 400% tax diye import kore anle ante parben.....

    • @mdsharier4324
      @mdsharier4324 6 หลายเดือนก่อน +1

      তাহলে ভাই আপনি উদ্যোগ নেন বা একটা ফ্যাক্টরি দেন যাতে সবাই সহজলভ্যে পায়।তাতে আপনারও লাভ হবে আর আমাদেরও লাভ হবে।

  • @busirifaruque7639
    @busirifaruque7639 7 หลายเดือนก่อน

    Assalamualaikum. Dear Sir How can I contact with you?

  • @mahamud.hasan.designer
    @mahamud.hasan.designer ปีที่แล้ว

    Thanks....
    Bangladesh a thakle ami akta newar chinta korteam...
    R video te khoroch er baper a bolle r o valo hoito..

  • @mdsadaf-zv7cu
    @mdsadaf-zv7cu ปีที่แล้ว +2

    Boxable house er jonno kothay contract korbo?

  • @user-zt7xj6ig1y
    @user-zt7xj6ig1y 5 หลายเดือนก่อน

    ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার এটা বাংলাদেশে সম্ভব কিনা এবং কিভাবে জানাবেন

  • @MonirHossain-bs9wm
    @MonirHossain-bs9wm ปีที่แล้ว +1

    এই বাড়ি কি একটি নির্মিত বিল্ডিং এর ছাদের উপর বসানো যাবে এবং এর ছাদে কি ছাদ বাগান করা যাবে?

  • @showrabchandrasarkar8517
    @showrabchandrasarkar8517 6 หลายเดือนก่อน

    Super and duper

  • @sa.sagor40
    @sa.sagor40 ปีที่แล้ว

    Please make a video on container house..

  • @ihteshammuttakim354
    @ihteshammuttakim354 ปีที่แล้ว

    কনটেইনার হাউস সম্পর্কে জানতে চাই।।

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 ปีที่แล้ว +1

    এসব স্টিলের বাড়িতে অত্যন্ত গরমের দিনে গরম হয় বেশি এবং বাড়ির ছাদ অত্যন্ত নিচু এজন্য সিলিং ফ্যান দেওয়া যায় না মাথায় লেগে যায়

  • @mukithmukith890
    @mukithmukith890 ปีที่แล้ว +1

    স্যার, আমাদের দেশে কি কোন কোম্পানি এই প্রকল্প নিয়ে কাজ করছে কিনা।

  • @hasanmuhammad2527
    @hasanmuhammad2527 ปีที่แล้ว

    Great

  • @md.jakirhossainshajal9746
    @md.jakirhossainshajal9746 ปีที่แล้ว +41

    কন্টেইনারের বাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। কোন জায়গায় যোগাযোগ করে কন্টেনার বাসা করা যাবে? এর সুবিধা এবং অসুবিধা গুলো কি কি?

    • @kaziasifurrahman3843
      @kaziasifurrahman3843 ปีที่แล้ว +2

      Plz brother need more information about it

    • @NasirulHaqueholymushroomcenter
      @NasirulHaqueholymushroomcenter ปีที่แล้ว +2

      Yes we want to know that.

    • @digitalrobot.youtube
      @digitalrobot.youtube ปีที่แล้ว +2

      Living big in tinny house TH-cam channel ta dekhtea paren idea paben , thankX.

    • @arafatamin7429
      @arafatamin7429 ปีที่แล้ว +2

      yes,,, 1 video about this

    • @abroadlife21
      @abroadlife21 ปีที่แล้ว

      দেওয়া আছে ভিডিও ভালো করে দেখেন

  • @jalilalam5037
    @jalilalam5037 6 หลายเดือนก่อน

    কনটেইনার বাড়ি নিয়ে ভিডিও চাই

  • @arpitadhali7661
    @arpitadhali7661 7 หลายเดือนก่อน +1

    Boxabl আমি নিতে চাই।

  • @tanimchowdhury5439
    @tanimchowdhury5439 ปีที่แล้ว

    Bangladesh teka nite gele Prize kmn porbe...?

  • @zahidullah8520
    @zahidullah8520 ปีที่แล้ว +1

    Please let us know about cost also for this type of house 🏡

  • @rafidd
    @rafidd ปีที่แล้ว

    সাউন্ডপ্রুফ কিরকম হবে

  • @mychannel.latent
    @mychannel.latent 4 หลายเดือนก่อน

    সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িসহ আমি খানার মধ্যে পড়ে আছি।🤣🤣🤣

  • @mdemdadul1221
    @mdemdadul1221 ปีที่แล้ว

    কন্টেইনারের বাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

  • @dr.alikhan9069
    @dr.alikhan9069 ปีที่แล้ว

    আমি তৈয়ার করতে চাই ছাদের উপরে। কোথায় পাব

  • @sabbirhossain64
    @sabbirhossain64 ปีที่แล้ว

    Nice news

  • @alamgirkabir8521
    @alamgirkabir8521 ปีที่แล้ว

    Bangladeshe ki ai seba pabo

  • @kmmonir8175
    @kmmonir8175 7 หลายเดือนก่อน +1

    Expenses? Is it's wall roof safe from cutter Thief?

  • @anindoantu754
    @anindoantu754 ปีที่แล้ว

    Container house niye detail a jante chai

  • @shohelahmedkhan786
    @shohelahmedkhan786 8 หลายเดือนก่อน

    স্যার boxabl house বা এই টাইপের যেমন coodo, koda, keu, prefab house, capsule house, tiny house এসব কি বাংলাদেশে তৈরি হয় বা বাংলাদেশে তৈরি করা সম্ভব,? আমার জানা মতে এই বাড়িগুলো বিদেশে তৈরি হয় যদি বিদেশ থেকে আনা হয় তবে খরচ কেমন পরবে? এইসব বাড়ির মধ্যে prefab house টা আমার খুবই ভাল লাগে।

  • @ontoraayush5406
    @ontoraayush5406 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম স্যার

  • @mamunmridha84
    @mamunmridha84 ปีที่แล้ว

    নেপালের ঘর গুলো নিয়ে কিছু জানান প্যানেল দিয়ে কিভাবে ঘর বানাচ্ছে

  • @Its_Arif921
    @Its_Arif921 ปีที่แล้ว

    ঝড় তুফানে সময় কি সমস্যা হবে?

  • @bruisedpotatoes6251
    @bruisedpotatoes6251 ปีที่แล้ว +1

    Good news

  • @Mohua2006
    @Mohua2006 ปีที่แล้ว

    Sir eigulur ki Bangladesh e somvhob.....? R koto tk porbe......? Kivabe order korte hobe......? Kindly ektu bolben. Eisob bisoye aro 1ta Video cai.😊😊😊😊

  • @motinkhan9545
    @motinkhan9545 ปีที่แล้ว

    কয়তলা পর্যন্ত করা যাবে?

  • @nasiruddin3158
    @nasiruddin3158 ปีที่แล้ว +1

    Cool

  • @alamshoheli4369
    @alamshoheli4369 5 หลายเดือนก่อน

    রেডিমেট স্টীলের বাড়ীর দেয়ালে দেয়াল আলমারী তৈরী করা যাবে? ইটের বাড়ীতে যেভাবে ইনটিরিয়র ডিজাইন করা যায়, এই সমস্ত বাড়ীতে করা যাবে

  • @drmofazzel2138
    @drmofazzel2138 ปีที่แล้ว

    ভাই আমার একটা ফ্লোর প্ল্যান খুব জরুরী । জমির মাপ । ৩৪'-৪"/৪১' । যদি সময় হয় । প্লীজ হেল্প মী । দুই দিকে সমান মাপ আছে । ৩৪'-৪"-- এই সাইডের মাঝখানে সিঁড়ি হবে ।

  • @sahanabegum7830
    @sahanabegum7830 ปีที่แล้ว

    3 katha জমিতে বক্সাল বাড়ী করতে চাই। ডুপ্লেক্স স্মল সাইজ। নিচে এক বেড, উপরে 2 বেড।

  • @Mr.Dash_Babu
    @Mr.Dash_Babu ปีที่แล้ว

    এই বাড়ির সুবিধা কি বাংলাদেশে আছে। থাকলে ঠিকানাটা জানাবেন। ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য

  • @mdshahinuddin7249
    @mdshahinuddin7249 11 หลายเดือนก่อน

    খরচা নিয়ে আলোচনা করলে ভালো হতো

  • @mirazsharif9043
    @mirazsharif9043 ปีที่แล้ว

    কনটেইনার বাড়ি সম্পর্কের জানতে চাই

  • @stylishgaming3118
    @stylishgaming3118 ปีที่แล้ว

    Sir contact ki vaba korbo

  • @jesminakterruna5819
    @jesminakterruna5819 9 หลายเดือนก่อน

    3room korte koto taka koroc hobe

  • @imdadulhaquefaridsmartpbm3056
    @imdadulhaquefaridsmartpbm3056 ปีที่แล้ว

    আমার দরকার

  • @taslimkhan6494
    @taslimkhan6494 ปีที่แล้ว

    I want to make a house like what will the cost in making it

  • @matiurtalukder8562
    @matiurtalukder8562 3 หลายเดือนก่อน

    চারতলা ভীতের উপর ইটের পাকা বাড়ির চারতলা,কি কম খরচে বক্স ১২sq দুই ইউনিট বাড়ী করা সম্ভব এবং খরচ কত পরবে?

  • @zakirhossain-vh8bs
    @zakirhossain-vh8bs 7 หลายเดือนก่อน

    আমার ৫ কাঠা যায়গায়, ঢাকাতেই তিন তালা বাড়ি বানিয়ে দেওয়া যাবে কি?

  • @panchamsen9102
    @panchamsen9102 5 หลายเดือนก่อน

    দাম নিয়ে কোনো আলোচনা হলো না। টেকসই হবে কি? প্রটেকশন এর বিষয়ে আলোচনা চাই। ভারত থেকে বলছি।

  • @rafijakathun7966
    @rafijakathun7966 ปีที่แล้ว

    বাংলাদেশে কি আছে আর খরচ কেমন জানালে খুশি হবো

  • @binnati
    @binnati ปีที่แล้ว +4

    ৩ চেম্বারের সেপটিক ট্যাংক এর পার্টিশন দেয়ালের ডিজাইন কেমন হবে মানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম কিরকম হবে ট্যাংক এর ভিতর আবাসিক বাড়ির জন্য, এ বিষয়ে একটি পরামর্শ দিলে উপকৃত হতাম, ধন্যবাদ।

  • @ummeynasrin4379
    @ummeynasrin4379 ปีที่แล้ว

    Boxable home e costing kemon

  • @sabbirhossain64
    @sabbirhossain64 ปีที่แล้ว

    Wow

  • @Lotafull
    @Lotafull ปีที่แล้ว

    আমরা এগুলো কি ভাবে পাইতে পারি

  • @raiyanmatubbor7650
    @raiyanmatubbor7650 ปีที่แล้ว

    এটা কি ছাদের উপরে করা যাবে
    যদি যায় কেমন খরচ হবে কিভাবে অর্ডার করবো বিস্তারিত জানাবেন প্লিজ

  • @AliAl-ov8uq
    @AliAl-ov8uq 2 หลายเดือนก่อน

    Bangladesh Hobe naki

  • @elmanur7093
    @elmanur7093 ปีที่แล้ว

    এটি কি বাংলাদেশে করতে পারবে,

  • @MonirHossain-zs7zt
    @MonirHossain-zs7zt ปีที่แล้ว

    বাড়ি করতে চাই

  • @kamalhossin5567
    @kamalhossin5567 ปีที่แล้ว

    এই সার্ভিস কি বাংলাদেশে পাওয়া যাবে?

  • @Sarif1125
    @Sarif1125 ปีที่แล้ว

    এটা কি বাংলাদেশে সম্ভব ? বিস্তারিত জানতে চাই।