50K Special! “পারবে না” শোনার দেশের, থেমে না যাবার গল্প | Zaheed Sabur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • আমাদেরকে ছোট থেকেই শুনতে হয়, আমরা এটা করতে পারবো না, আমরা ওটা করতে পারবো না, আমরা যেন সাধারণের বাইরে কিছুই করতে পারবো না। সেই অনবরত "পারবো না" শোনাতে, থেমে না যাওয়ার গল্প নিয়েই এই ভিডিও। ভাল লাগলে SHARE এবং TH-cam চ্যানেলে SUBSCRIBE করতে ভুলবেন না। 🙂

ความคิดเห็น • 1.8K

  • @Zaheed
    @Zaheed  5 ปีที่แล้ว +663

    All of you who watch, like, comment, share, and SUBSCRIBE, are the real heroes of this channel. THANK YOU! 🥰

    • @ArmannKazi
      @ArmannKazi 5 ปีที่แล้ว +9

      ভাইয়া আপনার কথাগুলো শুনে নিজেকে কিছুটা হলেও শিক্ষা দিতে পেরেছি।

    • @ahrohan.19
      @ahrohan.19 5 ปีที่แล้ว +2

      😍

    • @mohammadkalam8030
      @mohammadkalam8030 5 ปีที่แล้ว +2

      Sir apna k khube kach theke dekhar echa.

    • @Bossexpress
      @Bossexpress 5 ปีที่แล้ว +3

      আপনি পারবেন ইনশাআল্লাহ।

    • @SoulTrekByPartho
      @SoulTrekByPartho 5 ปีที่แล้ว +4

      Brother you are *my_inspiration*

  • @DidarulAlamChy
    @DidarulAlamChy 4 ปีที่แล้ว +130

    আপনার ভিডিও দেখে (৫০বছর বয়সের এই বুড়োটির)পৃথিবীর প্রতি মায়া অনেক বেড়ে গেল। উদীপ্ত হলাম। আপনার প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি।

    • @jubayerahmed7175
      @jubayerahmed7175 4 ปีที่แล้ว +1

      আপনি ৫০ বছরে বুড়ো হলেন কেনো???

  • @chinmoychakraborty1554
    @chinmoychakraborty1554 5 ปีที่แล้ว +99

    পারবো না গল্পের থেকে এতো সুন্দর অনুপ্রেরণা পাবো। তা কখনোই চিন্তা করতে পারি নি❤❤
    ভালোবাসা রইল ভাই💓

  • @AHMehediOfficial
    @AHMehediOfficial 5 ปีที่แล้ว +49

    উফ!! এত সুন্দর উপস্থাপনা কিভাবে সম্ভব!!
    ভাই তুমি একজন বিস্ময় বাংলাদেশী!💗

  • @nrsrifty22_pro-crastinator
    @nrsrifty22_pro-crastinator 4 ปีที่แล้ว +26

    কতটা গোছানো কথাবার্তা...মুগ্ধ হলাম ভাইয়া.. The pride of Bangladesh💜

  • @OnlineMadrasa
    @OnlineMadrasa 5 ปีที่แล้ว +19

    খুব সুন্দর কথা বলেছেন কোন কাজে সফল হতে আল্লাহর উপর ভরসা, দোয়া এবং চেষ্টা করলে, আল্লাহ অবশ্যই তাতে সফলতা দান করেন। আল্লাহ আমাদের সকলকেই সফল হওয়ার তৌফিক দান করুন আমিন

  • @amazingthings532
    @amazingthings532 หลายเดือนก่อน +2

    রাত 1:28, 29 ডিসেম্বর, 2024।গত 4 বছরে শতবার শুনেছি এই কথাগুলো।যখনই হতাশ হতাম তখনই। আমি মেডিকেল এডমিশান ক্যান্ডিডেট। মেডিকেল সম্ভবনা পরীক্ষায় 23 পেয়েছি। কিন্তু আমি খারাপ ছাত্র না। আমি প্রচন্ডরকম হতাশ। কিন্তু আমি আবার দাঁড়াচ্ছি। যদি মারা যাই তাহলেও আফসোস থাকবেনা। শেষ চেষ্টা করবো! হ্যাঁ শেষ! দোয়া করবেন সবাই।

  • @RifayetUday
    @RifayetUday 5 ปีที่แล้ว +66

    “You” are the “Best” when “You” are “You” ✌️

  • @aseangardenchannel4244
    @aseangardenchannel4244 2 ปีที่แล้ว +1

    যখনই সময় পাই আপনার এই ভিডিওটা দেখি এবং শুনি। এই ভিডিওটা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। এটি আমার অনুপ্রেরণার সাগর।

  • @farabiichannel8642
    @farabiichannel8642 5 ปีที่แล้ว +32

    আমি নিজেকে একারনে ধিক্কার দিচ্ছি যে, কেন আমি এত দেরিতে আপনাকে পেলাম।। আল্লাহ আপনাকে যেন হাজার বছরের চেয়েও বেশি বাচিয়ে রাখে।। আমিন।।

  • @MS-xb2kj
    @MS-xb2kj 4 ปีที่แล้ว +6

    জাহিদ ভাই মেডিকেল কলেজে আমার লেকচারেও ছাত্র ছাত্রীদের অনেকবারই আপনার কথা বলেছি।আপনার অনুপ্রেরণা মূলক ভিডিও দেখতে বলেছি।আপনি সত্যিই বাংলাদেশের জন্য অনুপ্রেরণা।চালিয়ে যান ভাই। আপনার গল্পগুলো শুনতে আমার খুবই ভালো লাগে।বারাকাল্লাহ।

  • @mamunahmedsalman7276
    @mamunahmedsalman7276 5 ปีที่แล้ว +5

    একজন বঙ্গালী হিসেবে আপনাকে নিয়ে আমরা গর্ব করি । আপনিই এই বাঙ্গালীদের গর্ব। আপনার কথাগুলি শুনলে কেমন যানি একটা অনুপ্রেরনা পাই মনের মধ্যে সাহস যোগাই । এই ভিডিওর মাধ্যমে আমাদের কে যে বার্তা আপনি আমাদের দিচ্ছেন সেটার মূল্য কোটি কোটি ডলার চেয়েও বেশী। একজন বাঙ্গালী হিসেবে আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। শুভ কামনা রইলো।

  • @tanvirahmad3776
    @tanvirahmad3776 5 ปีที่แล้ว +43

    আমাদের দেশে বিল গেটস, মার্ক জাকারবার্গ না থাকলেও আপনি আছেন।
    আপনিই আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা ।
    আপনার কথা শুনলে মনে হয়, আমার পাশে থেকে আমার বড় ভাই আমাকে উপদেশ দিচ্ছে। ❤

  • @sharifsheikh5517
    @sharifsheikh5517 5 ปีที่แล้ว +26

    মায়ের জন্য দোয়া ও ভালোবাসা সবসময় ❤Love u maa❤

  • @zihadulislam2774
    @zihadulislam2774 4 ปีที่แล้ว

    মোটিভেট হওয়ার জন্য অনেক ভিডিও দেখেছি।কিন্তু এই ভিডিওটা আমার জন্য সবচেয়ে অনুপ্রেরণাদায়ক।

  • @abdulmutalibpromise3128
    @abdulmutalibpromise3128 5 ปีที่แล้ว +130

    আপনার কাছে অনুরোধ
    আমাদের জন্য ভিডিও বানাবেন প্লীজ
    ভালোবাসা অবিরাম

    • @hoque1181
      @hoque1181 4 ปีที่แล้ว +2

      ভাইয়া,অনেকে বলে তুমি বুয়েটে চান্স পেতে পারবানা!বুয়েটের ছেলেদের মেধা অন্যরকম,গুগলের চিন্তা বাদ দাও!!দেশে সরকারি চাকরি কর,ছোটো জায়গা থেকে এর বেশি কিছু করতে পারবানা।ভাইয়া,পরিশ্রম আর ইচ্ছাশক্তি দিয়েও কি পারবোনা?

  • @morshadakhanom7086
    @morshadakhanom7086 4 ปีที่แล้ว +3

    আমার জীবনেও একটা মানুষ আছে যে বলে আমি পারবো সে হলো আমার মা।আজ তুমিও বললে।তোমার জীবনের সাথে আমার জীবনের মিল পেয়েছি।আমি এখন ও সফল না কিন্তু চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ ভাইয়া।❤❤❤

  • @shakib6939
    @shakib6939 4 ปีที่แล้ว +3

    যে কাজে মানুষ এর ভাল হয় না সে কাজ করা উচিত না। সে কাজে বাহাদুর হয়ে লাভ কি।আপনার এই কথায় একজন ছেলে অন্ধকার জগত থেকে বাস্তব জগতে ফিরে এলো। ♥️ ধন্যবাদ এত সুন্দর কথাটা বলার জন্য

  • @bashirulamin101
    @bashirulamin101 5 หลายเดือนก่อน +1

    আমরা বাংলাদেশি বলে আজ গর্বিত, আমাদের দেশের মানুষ সত্যি এক একজন লড়াকু সৈনিকের মত। আমাদের একজন জাহিদ সবুর ভাই আছে। আমাদের অনুপ্রেরনা দেয় যিনি।
    আগে দূর্নীতির কারনে বাংলাদেশি হিসেবে লজ্জিত মনে হত তবে এখন আমার মনে হয় আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি, স্বাধীন করতে পারি এদেশে বারেবার। কতই না সুন্দর থাকতে পারতো আমাদের বাংলাদেশ যদি অনিয়ম না থাকতো।

  • @AnamulHaque-ux8qb
    @AnamulHaque-ux8qb 5 ปีที่แล้ว +146

    নভেম্বরের ৭ তারিখ ছিল ৫.৫২k subscriber....
    আজ জানুয়ারি ৭ তারিখ ৫০k +
    Subscriber.....
    অনেক তাড়াতাড়ি ১০০k হয়ে যাবে ইনশাআল্লাহ....
    love you brother....❤❤❤

    • @MuzahidKhanRafi
      @MuzahidKhanRafi 5 ปีที่แล้ว

      ৭নভেম্বর কত সালের??

    • @tanvirahmed904
      @tanvirahmed904 5 ปีที่แล้ว +1

      2019❤

    • @MuzahidKhanRafi
      @MuzahidKhanRafi 5 ปีที่แล้ว +1

      ৭/১১/১৯ এ ৫.৫২k ছিল,,আপনি এটা নিজ চোখে দেখেছেন??

    • @ehsanahmed1107
      @ehsanahmed1107 5 ปีที่แล้ว +1

      @@MuzahidKhanRafi হুম্মম

    • @MuzahidKhanRafi
      @MuzahidKhanRafi 5 ปีที่แล้ว +4

      @@ehsanahmed1107 আমি এক বছর আগে সাবস্ক্রাইব করেছি তখন ছিল ২০.১k আর আপনি দুই মাস আগে কিভাবে ৫.৫২k দেখলেন??

  • @rekharoy4520
    @rekharoy4520 4 ปีที่แล้ว +1

    Thanku you sooo much sir
    আমার দেখা বিশ্বের সেরার সেরা মানুষ আপনি।💗💗💗💗

  • @ajajulsardar5246
    @ajajulsardar5246 4 ปีที่แล้ว +16

    ❤❤❤“পারবো না” ঘটনা থেকে এতো সুন্দর অনুপ্রেরণা পাবো। তা কখনোই ভাবিনি❤❤❤
    So, You are really motivational speaker!!!

  • @mdraseleete4989
    @mdraseleete4989 3 ปีที่แล้ว

    প্রিয় ভাই
    ধন্যবাদ আপনাকে এত সুন্দর সাবলীল ভাষায় অনুপ্রেরণার ভিডিও শেয়ার করায়।।।।
    আপনি যা যা শুনেছেন আর ভেবেছেন পারবেন না তাই পারার জিদ মনে পুষেছেন যে আমি পারবো পারতে হবে।
    আর আপনার আম্মু দেয়া উৎসাহে,,, আপনার মানুষিক শক্তি আরো বেশি মনোবল বাড়িয়ে সফল করতে সহায়তায় করেছে আপনাকে।
    বেশির ভাগ মানুষ উৎসাহ না দিয়ে থামিয়ে দেয় ভয় দেখিয়ে পারবে না বলে।।।ওখানেই আসলে শেষ।।।
    আপনি একজন ভালো মনের মানুষ এসব কথাই তার পরিচয়।
    মানুষ বড় মাপের কোন জায়গায় থাকলে বড় হয় না
    হয় তার মন আর ভালো মানুষিকতায়। মানুষ মানুষকে কিছু অন্তত দিতে পারুক না পারুক উৎসাহ টাই দিক এটাই সবার নিকট কাম্য।
    আপনি ভাগ্যবান আপনার একজন উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার মতো মা থাকায়।
    আপনার মাও নিশ্চয়ই আপনার মতোই ভালো মনের মানুষ।।
    আল্লাহ আপনাকে আপনার পরিবারকে সুস্থ আর সুখী রাখুন এ দোয়া করি। আপনি আমাদের দেশের সম্মান।।।

  • @MehediHasan-db5mf
    @MehediHasan-db5mf 5 ปีที่แล้ว

    এইটা ভালো ভিডিও ভাই।এই জন্য বেশি ভালো কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ ই পারবো নাহ র ভিতর দিয়ে যায়৷ ধন্যবাদ ভাই, অনুপ্রেরণার জন্য। 💝💝

  • @Tbf93
    @Tbf93 5 ปีที่แล้ว +29

    বেস্ট ভাইয়া!!! আল্লাহ আপনাকে আরো উপরে যেন উঠায় সেই দোয়া করি!!

  • @milanchandro3484
    @milanchandro3484 5 ปีที่แล้ว

    এত সুন্দর করে মানুষ বলতে পারে। শ্রদ্ধা এবং ভালোবাসা।

  • @CodeCaravan
    @CodeCaravan 5 ปีที่แล้ว +23

    কেনো অামি পারবোনা?
    অামি পারবো,
    অামি পারবোই ইনশাআল্লাহ!

  • @masayeed
    @masayeed ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ। কয়েক মাস পর পর বেশ কয়েকবার দেখেছি৷ " পারব আমি " এই বোধ জাগ্রত হয় এই কথা শুনলে৷ ভালোবাসা রইল স্যার ❤

  • @arafathossain6540
    @arafathossain6540 5 ปีที่แล้ว +35

    *একদিন অাপনি হবেন বাংলাদেশের সেরা ইউটিউবার।*
    লাভ from চট্টগ্রাম

    • @Zaheed
      @Zaheed  5 ปีที่แล้ว +37

      অনেক ধন্যবাদ। যদিও আমি কিন্তু মোটেই ইউটিউবার নই। ইউটিউব শুধুই একটি মাধ্যম যেটা ব্যাবহার করে আমি আমার চিন্তাভাবনা গুলো আপনাদের কাছে পৌছে দেবার চেষ্টা করি। 🙂

    • @hellochina9490
      @hellochina9490 5 ปีที่แล้ว +11

      ওনার অর্জনের কাছে একজন ইউটিউবার হওয়া কিছুই নাহ। 😀 চিন্তাভাবনার উন্নতি ঘটান ব্রো।

    • @arafathossain6540
      @arafathossain6540 5 ปีที่แล้ว +1

      @@hellochina9490 hm

    • @khan2850
      @khan2850 5 ปีที่แล้ว +3

      bro কাকে কি বলছেন?একটু চিন্তা করুন

    • @arafathossain6540
      @arafathossain6540 5 ปีที่แล้ว

      @@khan2850 কেনো কি বলছি

  • @mdobaydullah9901
    @mdobaydullah9901 3 ปีที่แล้ว

    একটা কথা বলতে চাই আপনাকে।যদিও আপনার মত বিজ্ঞ মানুষকে এমন কথা বলা কতটা প্রাসঙ্গিক হবে জানি না।তবে মনে আসছে যখন বলে ফেলি।
    এটা খুবই আনন্দের ব্যপার যে মানুষ আপনাকে বলছে আপনি পারবেন না কিন্তু আপনি সেটা করে দেখিয়েছেন।খুবই চমৎকার ও উৎসাহমূলক।
    কিন্তু কথা হচ্ছে মানুষের এই বলা টা কি কখনো শেষ হবে?আপনি যত কিছুই অর্জন করে দেখান না কেন কিছু মানুষ আপনাকে সর্বদা বলতেই থাকবে আপনি এটা পড়লেও ঐটা পাড়বেন না!আর তাদের এই লিষ্টটা কখনো শেষ হবেনা।
    তাই একটা পর্যায়ে গিয়ে উচিত তাদের কথা গুলোকে উপেক্ষা করে নিজের অন্তরের কথাকে প্রাধান্য দেওয়া!!আপনি যা ভালবাসেন শুধু তাই করুন সেটা যদি কোন অন্যায় কাজ না হয় তাহলে অধিকাংশ মানুষের মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটাই করুন! এখানে আপনি এক অসাধারণ আত্মতৃপ্তি পাবেন।যা ভাষায় প্রকাশ করার মত না!!!
    ভাল থাকবেন।অনেক অনেক শুভকামনা আপনার জন্য!!!😍

  • @zobaerahmedzihad1934
    @zobaerahmedzihad1934 5 ปีที่แล้ว +15

    ভাইয়া আপনার ব্যাক্তিগত জীবনের অর্জন গুলো সত্যিই অসাধারন...!!

  • @sadmanislamsalman7053
    @sadmanislamsalman7053 5 หลายเดือนก่อน

    এত সুন্দরভাবে কথা বলা যায় ! অবাক হলাম " অনেক ভালোবাসা রইল ❤❤❤

  • @hridoyahmed281
    @hridoyahmed281 4 ปีที่แล้ว +5

    ভাইয়া, তোমার দেশের মানুষ হয়ে আজ যেন নিজেকে গর্বিত মনে হচ্ছে।হাজারো পারবো নার ভিড়ে আজ যেন কেউ একজন বলে গেল আমিও পারবো। অসংখ্য ধন্যবাদ😍।আর ভাইয়া আল্লাহ আপনাকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুক। ভালো থাকবেন এবং আশা করি পাশে থাকবেন।

    • @Zaheed
      @Zaheed  4 ปีที่แล้ว +1

      এত সুন্দর কমেন্টের জন্যে অসংখ্য ধন্যবাদ

  • @nazmunnahar8263
    @nazmunnahar8263 4 ปีที่แล้ว

    স্যার,,আপনার জীবনের কিছুটা গল্প আমি একটা পত্রিকা তে পড়েছিলাম...সেখানে আপনার একটা উক্তি ছিল এরকম যে,",আমাকে নিয়ে একটা মন্তব্য করতে তার সময় লেগেছিল কয়েক সেকেন্ড,,কিন্তু তাকে ভূল প্রমাণ করতে আমার লেগেছে কয়েক বছর" এটা আপনার সফলতার সাথে সম্পর্কিত।যদিও আপনার কথাটা আমি এখানে পুরোপুরি উপস্থাপন করতে পারিনি,,তবু ও কথার গুরত্ব এবং মাহাত্ম্য আমি খুব উপলব্ধি করেছি....
    আপনার মূল্যবান কথাগুলো এতদিন পরে আমি শুনতে পেয়ে খুবই খুশি,,আপনার এই কথা আমাকে যে কতটা অনুপ্রানিত করে তা বলে বোঝাতে পারব না।
    স্যার,,আপনাকে অনেক ধন্যবাদ।

  • @aktermia8798
    @aktermia8798 5 ปีที่แล้ว +13

    ভাই আপনার এই ভিডিওটা এতো বেশি ভালো লাগলো যা বলার অপেক্ষা রাখে না। অনেক অনুপ্রাণিত হলাম।

    • @Zaheed
      @Zaheed  5 ปีที่แล้ว +5

      অসংখ্য ধন্যবাদ 🙂

  • @finixdeep
    @finixdeep 4 ปีที่แล้ว

    নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে আপনার সান্নিধ্য পেয়ে!অনেক ভালো মনের মানুষ আপনি!

  • @eyasinarafat8263
    @eyasinarafat8263 4 ปีที่แล้ว +3

    Love you Vai😍
    আবারও নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আরো এক ধাপ এগিয়ে গেল এই পারবোনা গল্প থেকে
    Love you

  • @mosharof3017
    @mosharof3017 3 ปีที่แล้ว +1

    আমিও পারবো না বলে থেমে যাবো না।আমিও পারবো ইনশাআল্লাহ

  • @wdinformations9617
    @wdinformations9617 5 ปีที่แล้ว +13

    *"Don't be too serious about
    what you think.*
    *It's just a point of view."*
    *We learned from you, brother. Love you, brother,*

  • @AnisurRahmanPro
    @AnisurRahmanPro 4 ปีที่แล้ว

    আপনার কথা গুলো অনেক অনুপ্রেরণা জোগায়। আমি ও এরকম শুনে শুনে আজ এই পর্যন্ত যাওগায় এসেছি। সারা বাংলাদেশে অনলাইনে ফ্রিতে ট্রেইনিং দিয়ে অসংখ্য ফ্রিল্যান্সার তৈরি করতে পেরেছি।যারা দেশে বসে ফ্রিল্যান্সিং করে রেমিট্যান্স নিয়ে আসছে। এখন ও চেস্টা করে যাচ্ছি সবার জন্য দেশের জন্য ভালো কিছু করতে। পারব না বলে থেমে থাকতে নাই। চেস্টা চালিয়ে যেতে হবে সব সময়।

  • @mdsanaullah2950
    @mdsanaullah2950 5 ปีที่แล้ว +6

    Alhamdulillah... apner moto valo motivator paici...😍😍😍

  • @MOKBULHOSSEN
    @MOKBULHOSSEN 3 ปีที่แล้ว

    সত্যি আপনার কথা শুনে মনে হলো, যারা জীবন হাল না ছাড়ার সৈনিক, তারাই শুধু সফলতার পেছনে লড়ে যায় দৈনিক। তারাই হয়তো যত শুনে পারবোনা মন তাদের ভাবে হালও আমি ছাড়বোনা।এভাবে হাল না ছাড়ার লোক গুলোই হয়নো পারবোনার গল্পকে পেছনে ফেলে একদিন।পারবো এবং আমিও পারি দলের সদস্য হয়ে যায়।অনেক ভালো লাগলো আপনার সফল হওয়ার পেছনের কথা।যা হয়তো নতুনদের জন্য হবে, আশার বার্তা। ভালো থাকবেন। সব সময়।কারণ ভালো থাকলই হবে পারবোনা গল্পের পরাজয়।জীবন গল্পের হয় বীজয়।তাই সবার আগে সুস্থ থাকতে হয়।❤️

  • @ahmedsahil8277
    @ahmedsahil8277 4 ปีที่แล้ว +9

    I can really relate this to me from now cause I have done worst result in A levels and something inside me frequently saying "parbona". I know that life is not a bed of roses,you dont work hard nd expect something good and at the end of the day you blame your luck.This is a golden video and i am pretty sure it insisted all the viewers for a golden prospect but still after few hours negativity will arouse,but i am gonna taking it as concern to push harder for my dream! Btw thanks Zaheed brother for the video nd showing respect and feeling proud for you.

  • @zahanurrahman8324
    @zahanurrahman8324 4 ปีที่แล้ว +2

    'পারবো না' গল্প শুনে আপনার থেকে আরও অনেক কিছু শিখতে পারলাম।
    ভালোবাসা রইল আপনার প্রতি আরও অনেক❤❤❤💛

  • @malcolmx300
    @malcolmx300 5 ปีที่แล้ว +5

    স্যার 'পারবো' শব্দটাকে নতুন করে উপলব্ধি করলাম :) ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @sumoncorraya
    @sumoncorraya 4 ปีที่แล้ว

    ভাইয়া, আপনার কথা বলার ধরন, উপস্থাপনা আমার খুব ভালো লেগেছে। আপনার মতো আমিও বিশ্বাস করি, পৃথিবীর সব চেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো নিজের পরিবার। সব চেয়ে উত্তম শিক্ষক হলেন পিতা-মাতা। একটি ভালো বৃক্ষই ভালো ফল দিতে পারে। আপনার মা-বাবার প্রতি শ্রদ্ধা। আপনি আরো অনেক দূর এগিয়ে যান- এই কামনা করি।

  • @Bangladesh_Times_71
    @Bangladesh_Times_71 5 ปีที่แล้ว +70

    আপনার কথা বলার স্টাইল এবং ভয়েস একদম আমাদের তাহসান ভাইয়ের মত।

    • @rufussewel4553
      @rufussewel4553 4 ปีที่แล้ว

      কিছু টা তবে টেনে টেনে কথা বলায় খুব বিরক্ত লাগে

    • @tasnimsytc5900
      @tasnimsytc5900 3 ปีที่แล้ว +2

      Apnar বিরক্ত র সাথে কোনো কিছুই এসে যাই না 😶😶।
      সবাইকে সবার মত থাকতে দেন!!!
      নিন্দুক হইয়েন না 🙂

    • @nusrat8986
      @nusrat8986 3 ปีที่แล้ว

      @@rufussewel4553 lol! Judge na korle hoyna?

  • @mdforkan2012
    @mdforkan2012 4 ปีที่แล้ว

    আপনার নতুন ভিডিও আসলেই দেখা শুরু করি খুব আগ্রহ নিয়ে । মাঝেমধ্যে নিজের ট্র্যাক থেকে সরে গেলে আপনার ভিডিও আবার নিজের যায়গায় ফিরিয়ে আনে এবং আমার উদ্দেশ্য ও স্বপ্ন মনে করিয়ে দেয়। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

  • @zahidhasan1201
    @zahidhasan1201 4 ปีที่แล้ว +7

    Such a nice presentation, May Allah fulfill all of your dreams. And also thank you so much for giving us energy fro doing something bigger.

  • @fazlealahi5105
    @fazlealahi5105 5 ปีที่แล้ว

    জাযাকাল্লাহ্ খায়ের। অসাধারণ ভাই, আল্লাহ্ আপনার কাজে বারাকাহ্ দান করুক।

  • @mdnoman5963
    @mdnoman5963 5 ปีที่แล้ว +4

    আমার ভিতরের পারবনা শব্দটা ডিলেট করে দিলাম😍😍😍 শুকরিয়া 😍

  • @riajul7250
    @riajul7250 4 ปีที่แล้ว

    আসলেই চমৎকার কথা গুলো! এবং বাস্তবনিষ্ঠ। ভালোবাসা ও দোয়া রইলো!

  • @nazmulhasansourab6304
    @nazmulhasansourab6304 5 ปีที่แล้ว +7

    You Deserve Honor and love From Inside of Heart❤

  • @SufiaBegum-s4o
    @SufiaBegum-s4o 3 หลายเดือนก่อน

    আমার অনেক আপসোস আরও আগে কেন আপনাকে পেলাম না।। যদি পেতাম তাহলে হয়তো জীবনে এতটা সময় অযাথা নষ্ট হতোনা। তবে আল্লাহ কাছে শুকরিয়া দেরিতে হলেও আপনাকে পেয়েছি।এখন থেকে চেষ্টা করে যাবো সফল হওয়ার। ইনশাআল্লাহ।

  • @asifmohammed6686
    @asifmohammed6686 5 ปีที่แล้ว +34

    এদেশের বিশাল তরুণ কে আপনি ই পারেন সাহস দিতে।

  • @totogang9052
    @totogang9052 4 ปีที่แล้ว

    মন্তব্য না করে পারলাম না ভাই,
    অসাধারণ বলেছেন... অাপনাদের মতো কিছু মানুষ আছে বলেই ... নতুন কিছু করার জন্য অনুপ্রেরণা পাই।☺

  • @s.m.saburenishan3759
    @s.m.saburenishan3759 5 ปีที่แล้ว +5

    Brother, you are the pride of Bangladesh. Love you a lot.

  • @mamhodulhasan5484
    @mamhodulhasan5484 5 ปีที่แล้ว +2

    সৎ সাহস, ইচ্ছা আর দৃঢ় মনবল নিয়ে কানে তুলা দিয়ে এগিয়ে যান সফলতাই আপনার জন্য অপেক্ষা করবে
    সফলতা হচ্ছে একটি পাগলা গোড়া, তাই সফলতার জন্য কখনোই আপনার মনকে কোন কাজের জন্য আটকে রাখবেন না কারন আপনিই পারেন অন্যরকম একটা পৃথীবি গড়তে
    ইনশাআল্লাহ আমরাও পারবো

  • @minoriruba1828
    @minoriruba1828 5 ปีที่แล้ว +7

    আমার‌ AIUB তে computer science এসেছে,বাবাও ভর্তি হতে বলেছে..... কিন্তু HSC যে পড়ালেখা কম করার কারণে গণিতে অনেক সমস্যা...... এইজন্য খুবই tensed ....কি যে করবো....... আমি তো শুনেছি CSE যে গণিতে ভালো না করলে পড়া যায় না....😭😭😭😭😭 আমি খুবই সিদ্ধান্তহীনতায় ভুগছি।

    • @arifhossain9114
      @arifhossain9114 5 ปีที่แล้ว +5

      forget about Everything you know about math in Computer Science , start from beginning where you left your math lessons and try to regain what you have lost and what you dont know in math, its only a matter of time when you will be good at math after staring learning from the very basics . youtube have such great channels that can teach and will make you understand matheasily, if you want i can recommend them for you, if you want to enjoy math while learning go for chamak hasan ❤ math videos , he will make you fall in love with math, just like me 😊 and for higher understanding of calculas and linear algebra in Computer Science go for the organic chemistry chennel . do the hard work , give some time to learn math, believe me its more logical and interesting when you really understand whats going on inside of a math. good luck

    • @joyhossain1451
      @joyhossain1451 5 ปีที่แล้ว +2

      আবার ক্লাস ৫ এর থেকে ম্যাথ শুরু করেন।আমিও করেছি এবং ভালই ফল পাচ্ছি

    • @minoriruba1828
      @minoriruba1828 5 ปีที่แล้ว +1

      @@joyhossain1451 ধন্যবাদ ভাইয়া...... আম্মুও আসলে এক‌ই কথা বলেছিলেন কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না.. কিন্তু আপনার কমেন্ট পড়ে সাহসটা পেলাম। আমি আবার অবশ্যই ৫ম শ্রেণি থেকে ম্যাথ করা শুরু করব!

    • @minoriruba1828
      @minoriruba1828 5 ปีที่แล้ว +1

      @@arifhossain9114 Thank you so much brother....from now on I'll really try my best to understand the concepts of these maths....

    • @btluck9081
      @btluck9081 5 ปีที่แล้ว

      আমিও এবার এখানে cse তে admit হয়েছি।মতামতের জন্য ধন্যবাদ।

  • @mdnasiruddin4641
    @mdnasiruddin4641 5 ปีที่แล้ว

    আমি ইউটিউবে যতগুলা অনুপ্রেরামূলক কথ শুনছি তার মধ্যে থেকে আমার শোনা সব থেকে ভালো অনুপ্রেরামূলক কথা আজ শুনলাম। আমি চেষ্টা করছি আপনার সাবলিল বাংলার মত আমার লেখার মধ্যে ইংরেজি না আানা...
    আপনার জন্য দোয়া রইলো...
    দোয়া আমাদের জন্যও.....

  • @chinmoybala9143
    @chinmoybala9143 5 ปีที่แล้ว +4

    অনেক ধন্যবাদ ভাই। আরো ভিডিও চাই আপনার কাছ থেকে। অনেক অনুপ্রেরণা পাই আপনার ভিডিও থেকে।

  • @amtanvir5544
    @amtanvir5544 5 ปีที่แล้ว

    প্রথমত, আন্তরিক শুভেচ্ছা যানাই।
    বাংলা দেশের অনেক তরুন/তরুনী আছে যারা কিনা শুধু মাত্র আত্ববিশ্বাস আর সমাজের মানুষের নানান কথার মধ্যে নিজেকে আবদ্ধ করে সামনে অগ্রসর হতে ব্যর্থ হয়। আমাদের মতো এই মানুষ গুলোর জন্য প্রয়োজন পর্যাপ্ত কাউন্সিলিং এবং তা যদি হয় দৃষ্টান্তমূলক তাহলে তা অনেক বেশি আত্ববিশ্বাসের যোগন দিবে বলে আমার বিশ্বাস। আপনাদের মতো ব্যক্তিদের এই তরুন/তরুনীদের পাশে থেকে তাদের মানসিক ভারসাম্য বজায় রেখে তাদের মেধাকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনাকে বাস্তবায়িত করার বিনিত অনুরোধ।
    আন্তরিক শুভেচ্ছা...

  • @basirahmed2803
    @basirahmed2803 4 ปีที่แล้ว +5

    Man I've been following you since last year but the most interesting thing happened to me while I'm watching this video. My mom asked me about you and i explained her about you but she never heard about Google and there is a reason that she studied till class six but still she is giving me motivation and helping me in my studies, if everything goes well I'll be in Germany in October for my Bachelor degree and she is my strength. Thank you brother you tought me lots❤❤

  • @mdrahamatullahalamin4624
    @mdrahamatullahalamin4624 3 ปีที่แล้ว

    মন্ত্রমুগ্ধের মত শুনলাম শেষ পর্যন্ত। অনেক অনুপ্রেরণা পেলাম।
    আপনার জন্য এবং আপনার মায়ের জন্য অনেক অনেক শুভকামনা 💖💝💖

  • @abdullahalmohshin9399
    @abdullahalmohshin9399 5 ปีที่แล้ว +13

    Watching with my father.

  • @mdsajibshikder7370
    @mdsajibshikder7370 4 ปีที่แล้ว

    মায়ের দোয়া সন্তানের জন্য যথেষ্ট।
    "পারবে না" গল্প শুনে চোখে পানি এসে গেল।

  • @hold6962
    @hold6962 5 ปีที่แล้ว +19

    ভাইয়া আপনি একটা বই লিখলে কেমন হয়?
    আপনার জীবনের এতসব মিশ্র প্রবাহ দ্বারা সাজানো একটা বই।নিশ্চই পড়বো, ইনশাআল্লাহ।।।

  • @toriqtawfiq6957
    @toriqtawfiq6957 4 ปีที่แล้ว

    একদিন আমিও পারবো।
    ইনশাআল্লাহ।
    এত সহজ সুন্দর উপস্থাপনার জন্য আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো।
    ❤❤❤❤❤❤❤

  • @sheikhalamin2645
    @sheikhalamin2645 5 ปีที่แล้ว +87

    আমিও পারব ইনশাআল্লাহ। ভাই দোয়া করবেন আমিও গুগলে আসব।

    • @taz7914
      @taz7914 2 ปีที่แล้ว

      lol

    • @itbanglalearn1355
      @itbanglalearn1355 2 ปีที่แล้ว

      y ou can did it

    • @mdsun6221
      @mdsun6221 2 ปีที่แล้ว

      Amio

    • @Iamyourdad-r9l
      @Iamyourdad-r9l 6 หลายเดือนก่อน +2

      গুগলে যেতে পেরেছেন?

    • @maruf7879
      @maruf7879 5 หลายเดือนก่อน +1

      Vai. গুগলে যেতে পেরেছেন?

  • @shawkatakbar2506
    @shawkatakbar2506 2 ปีที่แล้ว

    ভাইয়া, আমাদের চেষ্টাতে শেষ অবধি চালিয়ে যেতে পারিনা বলে আমরা আসলেই সাক্সেস হয়না, আর আপনি সেটা করতে পেরেছেন বলে আজকে মাশাল্লাহ আপনি এ অবস্থানে আছেন। দোয়া করবেন আমাদের জন্য আমরাও যেনো সফল হওয়া অবধি চেষ্টা চালিয়ে যেতে পারি

  • @This_is_new_Bangladesh
    @This_is_new_Bangladesh 5 ปีที่แล้ว +5

    Boss you are my motivation. Before seeing your video first, I was very depressed. Now I am free from depression. Thanks a lot. I want to join Google as a Software Engineer. So, I have started learning programming again. Please pray for me.

  • @jhjitu8489
    @jhjitu8489 4 ปีที่แล้ว

    Ekhane jara dislike dise, tarai "tumi parbena" bole domye rakhe manushke🙂..Thanks for such a inspirational content ❤

  • @ashikghosh849
    @ashikghosh849 5 ปีที่แล้ว +4

    Eagerly waiting!😍

  • @MehediHasan-lu5qt
    @MehediHasan-lu5qt 4 ปีที่แล้ว

    অসম্ভব সুন্দর একটা ভিডিও।আল্লাহ আপনার মঙ্গল করুক।১৮ বছর বয়সেই এমন একটা ভিডিও দেখে ফেলবো এটা ভাবতেও পারিনি।জীবনে আর যা কিছু করি না কেনো চেষ্টা করাটা কখনো ছাড়বো না।ধন্যবাদ আপনাকে

  • @AkTraveller07
    @AkTraveller07 5 ปีที่แล้ว +6

    আবারও love u Man ❤

  • @ashrafulalom7506
    @ashrafulalom7506 4 ปีที่แล้ว

    আপনার পারবো না গল্পের শিক্ষায় সফল হওয়া। অসাধারণ!!

  • @easylearning2325
    @easylearning2325 4 ปีที่แล้ว +3

    I can't stop loving you Vaiya😍😍.Your words are actually precious for all of us to be motivated.

  • @tasfiaafrin6394
    @tasfiaafrin6394 4 ปีที่แล้ว

    :) orjon onk kichui korte chai,in sha allah ei video ta dekhar por theke nijer chesta korei jabo💕ami parbo

  • @fahimfahivlogs
    @fahimfahivlogs 5 ปีที่แล้ว +12

    আপনি এত সুন্দর করে বাংলা বলেন, মাশাল্লাহ 🙂 এইভাবেই ভিডিও করতে থাকুন 😊 Best wishes sir

  • @mahbuburrahman3328
    @mahbuburrahman3328 5 ปีที่แล้ว

    ভাইয়া ...আপনার অসাধারণ একটা স্কিল হল, আপনি দারুণ বাংলা বলতে পারেন...। যা আমাদের অনেক বাংলাদেশী শিক্ষিত নামের অশিক্ষিত গুলাও পারে না ...। আমি মনে করি বাংলা ইংরেজীর মিশ্রণ খুবি দূষণীয়...।
    আর একটা কথা...আপনি জীবনে জা কিছু পেরেছেন...তার মধ্যে আমার মনে হয় আপনার সেরা অর্জন হল, একজন ভাল এবং আলোকিত মানুষ হতে পারা

  • @tanvirhasansajib4125
    @tanvirhasansajib4125 5 ปีที่แล้ว +5

    Take hundreds and thousands of love from me Zaheed Sabur vaiya. You are my idol. Please keep making videos for me. And please pray for me. See you In Shaa Allah.

  • @knowledgetvman7105
    @knowledgetvman7105 3 ปีที่แล้ว

    যার কথা শুনলে দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখা শুরু হয়।
    আল্লাহ ভাইয়া কে নেক হায়াত দান করুক।

  • @shoharabshamim8837
    @shoharabshamim8837 5 ปีที่แล้ว +5

    Amazing!
    InshaAllah We Can Do.

  • @sheikhjoy8675
    @sheikhjoy8675 5 ปีที่แล้ว +1

    অনেক বেশী অণুপ্রাণিত হলাম ভাইয়া। এই পারবো না - এর দেশে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স করেও এখন আইটি প্রফেশনাল, CSE দের পেছনে ফেলে এখন তাদের টিম লিডার আমি। আরো এগিয়ে যাবার প্রত্যয়!

  • @Pz_mosharuf
    @Pz_mosharuf 5 ปีที่แล้ว +4

    The way u talk Just Amazing😚

  • @rafiqulislamraihan9621
    @rafiqulislamraihan9621 5 ปีที่แล้ว

    Onek valo laglo..video ta..
    Thanks for sharing such inspirational videos..

  • @lilnoro1694
    @lilnoro1694 5 ปีที่แล้ว +6

    ভাইয়া এরপর programming এর video বানাবেন please.. please please...

  • @parthokarmokar6724
    @parthokarmokar6724 ปีที่แล้ว

    এইরকম অসাধারণ ও বিনয়ী মানুষ আমি কখনো দেখিনি।আমার স্বপ্ন গুগোলে যাওয়া।সৃষ্টিকর্তা যদি আমারে স্বপ্ন পূরণ করে তাহলে যেন আমি আপনার সাথে একবার দেখা করতে পারি।

  • @shahinsiddique7261
    @shahinsiddique7261 5 ปีที่แล้ว +7

    You are my inspiration vaia. One day we will meet in Google with your colleague Insallah.

  • @washimkabirkhan5796
    @washimkabirkhan5796 3 ปีที่แล้ว

    আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুক। 😇
    Take Love from Kishoreganj ❤️

  • @0.0-q9h
    @0.0-q9h 5 ปีที่แล้ว +23

    আপনার কাছে অনুরোধ
    আমাদের জন্য ভিডিও বানাবেন প্লীজ
    ভালোবাসা অবিরাম ❤❤

  • @goeducateconsultancy92
    @goeducateconsultancy92 4 ปีที่แล้ว +1

    Bhai hatsoff to u...eto shundor kore kthagulu bollen...thanks

  • @riro58
    @riro58 5 ปีที่แล้ว +18

    Bangladesh people need to change their Mentality

  • @md.abulkalamazad5406
    @md.abulkalamazad5406 4 ปีที่แล้ว

    আপনার সম্পূর্ণ ভিডিওটা আমি দেখলাম। খুবই ভাল লেগেছে আপনার না পারা অথচ পেরে যাওয়ার গল্প। আপনি সব অসাধারণ না পারা করে প্রমাণ করেছেন যে লেগে থেকে চেষ্টা করলে না পারার কোন কিছু নেই। অনেক ধন্যবাদ।

  • @movielovers12765
    @movielovers12765 5 ปีที่แล้ว +4

    love & respect ❤

  • @mdanandamia2629
    @mdanandamia2629 5 ปีที่แล้ว

    আপনার প্রতিটি ভিডিও , প্রতিটি কথায়ই নতুন কিছু শেখায়, নিজেকে ভেঙ্গে নতুন উদ্যমে স্বপ্ন পূরণে ও একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলার সাহসিকতা এনে দেয় ।
    ধন্যবাদ-অনেক বেস্ততার মাঝেও আমাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য ।।

  • @njoy4140
    @njoy4140 5 ปีที่แล้ว +3

    Expensive speach for ever in my life

  • @knowledgesharing4570
    @knowledgesharing4570 5 ปีที่แล้ว

    পারবে না” শোনার দেশের, থেমে না যাবার গল্প
    অসাধারণ আমিও পারবো ইনশাআল্লাহ

  • @hellotechbd9199
    @hellotechbd9199 5 ปีที่แล้ว +4

    yes Bro, I can, I Can, I can, Insaallaha,

  • @achintamondal605
    @achintamondal605 2 ปีที่แล้ว

    Onuprerona mulok video,,,,,
    Onek kisue sikhlam kotha gulo sune. Er age jibone kokhono amon sikkha mulok video dekhini. Sotti e osshadharon 👌👌👌❤❤❤❤❤