ক্রোয়েশিয়ায় ফিঙ্গার দিলে ইউরোপের অন্যান্য দেশে গেলে সমস্যা হয় | ডাবলিন প্রসেস | এসাইলাম | TRC CARD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2024
  • ⭕ বেশকিছু দিন যাবত অনেকেই জানাচ্ছেন যে, ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে এসে ইউরোপের অন্য দেশগুলোতে যাওয়ার পর ডাবলিন বা ক্রোয়েশিয়ার ফিঙ্গার দেখাচ্ছে (টিআরসি'র জন্য ফিঙ্গার দিক বা না দিক)। আবার অনেকেরই ভিসা নিয়ে আসার পর টিআরসি'র জন্য ফিঙ্গার দেওয়ার পরেও কোনপ্রকার সমস্যা হচ্ছে-না। এখানে exactly কি হচ্ছে সেটা এখন পর্যন্ত আমিও পরিষ্কার নয়। আমি চেষ্টা করতেছি বিষয়টা ভালোভাবে জেনে আপনাদের জানাবো।
    মূলত ক্রোয়েশিয়াতে ফিঙ্গার দেয়া হলে বা যারা ক্রোয়েশিয়ায় এসে ফিঙ্গার দিচ্ছেন তারা যদি পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশে গিয়ে কাগজপত্র বা ডকুমেন্টস এর জন আবেদন করেন সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনপ্রকার সমস্যা হচ্ছে কি-না সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে।
    .
    .
    ক্রোয়েশিয়ায় ফিঙ্গার দিলে ইউরোপের অন্যান্য দেশে গেলে সমস্যা হয় | ডাবলিন প্রসেস | এসাইলাম | TRC CARD
    .
    .
    .
    #ক্রোয়েশিয়া_ফিঙ্গার #ডাবলিন_প্রসেস #এসাইলাম #এজাইলাম #ইউরোপে_আশ্রয়_আবেদন #ক্রোয়েশিয়া_টিআরসি_কার্ড #bongian
    🛑 সতর্কীকরণ: আমি কোন আইনি পরামর্শ নই এবং ভিসা রিলেটেড কোনপ্রকার কাজে জড়িত নয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু তথ্য শেয়ার করেছি। সুতরাং আপনারা যাচাই-বাছাই করে আপনাদের নিজ নিজ সিদ্ধান্ত গ্রহণ করবেন।
  • บันเทิง

ความคิดเห็น • 98

  • @bongian
    @bongian  8 วันที่ผ่านมา

    ⭕ বেশকিছু দিন যাবত অনেকেই জানাচ্ছেন যে, ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে এসে ইউরোপের অন্য দেশগুলোতে যাওয়ার পর ডাবলিন বা ক্রোয়েশিয়ার ফিঙ্গার দেখাচ্ছে (টিআরসি'র জন্য ফিঙ্গার দিক বা না দিক)। আবার অনেকেরই ভিসা নিয়ে আসার পর টিআরসি'র জন্য ফিঙ্গার দেওয়ার পরেও কোনপ্রকার সমস্যা হচ্ছে-না। এখানে exactly কি হচ্ছে সেটা এখন পর্যন্ত আমিও পরিষ্কার নয়। আমি চেষ্টা করতেছি বিষয়টা ভালোভাবে জেনে আপনাদের জানাবো।

  • @bongian
    @bongian  2 หลายเดือนก่อน +5

    মূলত ক্রোয়েশিয়াতে ফিঙ্গার দেয়া হলে বা যারা ক্রোয়েশিয়ায় এসে ফিঙ্গার দিচ্ছেন তারা যদি পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশে গিয়ে কাগজপত্র বা ডকুমেন্টস এর জন আবেদন করেন সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনপ্রকার সমস্যা হচ্ছে কি-না সেই বিষয়ে উক্ত ভিডিওতে আলোচনা করা হয়েছে।
    এ বিষয় আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।
    -ধন্যবাদ 🙂

    • @user-kz4ys3cm9l
      @user-kz4ys3cm9l 29 วันที่ผ่านมา

      ভিজিট ভিসায় যদি ক্রোসিয়া যাই তাহলে ও কি আমাকে টি আর সি কার্ড দিবে। নাকি শুধু কম্পানিতে ওয়ার্ক পারমিট ভিসায় গেলে টি আর সি কার্ড দিবে??

    • @bongian
      @bongian  29 วันที่ผ่านมา

      ওয়ার্ক পারমিট ভিসায় হয়।

    • @MdkawserMiah-cz3sl
      @MdkawserMiah-cz3sl 28 วันที่ผ่านมา

      Vai Croatia trc pawar por jodi France Italy gea asylum kori ami ke Italy and France kaj korte parbo jodi korte pari koto din por kajer onumothi pabo janaben please ar Italy France kaj korle koto taka BD incam korte parbo

    • @bongian
      @bongian  28 วันที่ผ่านมา

      Italy te kajer onumoti pete almost 3-6 mash lage. R france a normally asylum chola obostay kajer onumoti thakena. Tobe apni chaile kaj korte paren (jodi apni kaj manage korte paren).
      Takar kotha jdi boli, setao asole kopal. Kaj pele kew bd 1.5lakh income kore, kew 40-50k income kore. Abar kew kheye-deye soman.
      R kaj na peleto obosta kharap. Amon onek ace 2 years+- o bekar ace.

    • @amin6456
      @amin6456 9 วันที่ผ่านมา

      Vaiya croatia theke ekhon apni trc niya asen r trc chara asen Dubline apner asbei, ami nije promanito amar croatia te kono finger nai tao italy te amar dubline asche kintu 7 diner vitor amar dubline ses hoye geche r jara trc card niya ase tader dubline ses hoite onk time lage. Thank you 🙂

  • @mdsaddamkhan-xr4bh
    @mdsaddamkhan-xr4bh 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ ছোট ভাই এ বিষয়ে ক্লিয়ার করার জন্য অনেকেই এগুলো নিয়ে চিন্তিত ছিল যারা এই মুহূর্তে ক্রোয়েশিয়ায় আছে

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน +1

      💙❤️

  • @dailyvlogs6666
    @dailyvlogs6666 หลายเดือนก่อน

    Sondor video Bai. Very good 👍 ❤❤❤

  • @TaskinAhmed20
    @TaskinAhmed20 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ

  • @mdrasel6536
    @mdrasel6536 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ ভাই 💖

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      ❤️💙

  • @Neshan795
    @Neshan795 2 หลายเดือนก่อน

    ❤❤

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      ❤️💙

  • @husyeinarif2977
    @husyeinarif2977 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ ভাই দোয়া করি আপনার জন্য

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      ❤️💙❤️

  • @aktaiami5709
    @aktaiami5709 2 หลายเดือนก่อน

    assalamu alaikum vai.kemon asn? Croatia Metro rel cliner visha. 1 bosore green card. Prothome 1300 euro beton amake akjon bolcha ata koto tuku sotto vai onurudh janaben

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      walaikum assalam, Alhamdulillah vloy aci.
      Normally Bangladeshi jara road clear acen onara Croatia'r basic salary'e peye thaken. Sob bad diye almost 750-800 €. 1 year er to green card hoy na vai. 1st time to TRC Card dewa hoy.

  • @user-wf2ns8rf1i
    @user-wf2ns8rf1i หลายเดือนก่อน

    ভাই ফেইসবুক আইডির লিং টা দিয়েন আপনার

  • @user-re7ps6rc6m
    @user-re7ps6rc6m 16 วันที่ผ่านมา +1

    হয় নাই

  • @firojmolla969
    @firojmolla969 2 หลายเดือนก่อน

    ভাই জান আমার এক ছোট ভাই নতুন আসছে রোমানিয়া তার ভিসার মেয়াদ আছে চার মাস তার এখনো ফিঙ্গার হয় নাই সে কি ছাইলে স্পেন যেতে পারবে জানাবেন ভাই জান

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน +1

      জ্বি পারবে। ফিঙ্গার দিলেও পারবেন না দিলেও পারবেন।

  • @jahangiralam-fp5xl
    @jahangiralam-fp5xl 5 วันที่ผ่านมา

    ভাই ক্রোয়েশিয়া থেকে ইতালি যাওয়ার সময় স্লোভেনিয়া বডার পুলিশ যদি ফিঙ্গার নেয় তাহলে কি ইতালি তে কেস করা যাবে কি ,

    • @bongian
      @bongian  5 วันที่ผ่านมา

      আশ্রয় আবেদন করা যাবে। তবে আশ্রয় আবেদন করার পর আপনাকে ইতালির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্লোভেনিয়ার এই দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে আপনাকে সে দেশে পাঠানোর জন্য বন্দোবস্ত করবে।
      পরবর্তী প্রসেসিং তো ভিডিওতে বলেছি'ই।

  • @MMFot_ball.
    @MMFot_ball. 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন, ভাই পাইল জমা দিছি ২ মাস, বর্তমানে ভিসার রেশিও কেমন, প্লিজ জানাবেন ভাই

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน +1

      ভিসার রেশিও ভালো; ১.৫-৩ মাসের মধ্যেই বেশিরভাগ মানুষ ভিসা পাচ্ছেন। তবে হোটেল-রিসোর্টের ভিসা অন্য ভিসার তুলনায় একটু তাড়াতাড়ি দিচ্ছে।

  • @jishanahamad5141
    @jishanahamad5141 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাইয়া।
    ক্রোয়েশিয়ার ভিসার মিয়ার ৪ দিন আছে আমি কি এই চার দিন মেয়াদ থাকা কালীন ফ্রান্সে যেতে পারবো । নাকি কোন সমস্যা হবে প্লিজ দয়া করে একটু জানাবেন।

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      ওয়ালাইকুম আসসালাম ভাই।
      আশাকরি সমস্যা হবেনা; তবে সর্তকতার জন্য return cricket করে ফেললে কোথাও জিজ্ঞাসাবাদ করলে বলতে পারবেন আপনি আবার back করবেন।
      -যদি তেমন কোন সমস্যা না হয় তবে অন্তত টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত ক্রোয়েশিয়াতে stay করা ভালো। আর প্রথম অবস্থায় ক্রোয়েশিয়াতে থাকলে কি লাভ বা ক্ষতি সে বিষয়ে ভিডিও দেওয়া আছে; চাইলে দেখে নিতে পারেন।

  • @user-kz4ys3cm9l
    @user-kz4ys3cm9l หลายเดือนก่อน

    ভাই আমি ক্রসিয়াতে ভিজিট ভিসায় গিয়ে যদি ইতালি চলে যাই। ইতালি গিয়ে কি বৈধ কাগজ করতে পারবো?

    • @bongian
      @bongian  หลายเดือนก่อน

      কাগজপত্রের জন্য প্রসেসিং করতে পারবেন; কাগজপত্র পাবেন কি-না সেটা বলতে পারিনা। এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। তবে বৈধভাবে কোন কাজ করলে একটা সময় কাগজপত্র হওয়ার সম্ভাবনা থাকে।

  • @kobutor2637
    @kobutor2637 2 หลายเดือนก่อน

    ভাই আমি করসিয়ার ভিসা পাইছি করসিয়ার কিন্তু পুলিশ কিলিয়াররেন্স এর মেয়াদ নাই আমি আসলে কি আবার নিউ পুলিশ কিলিয়াররেন্স বের করে নিয়ে আসতে হবে

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      ভাই, ভিসা পাওয়ার পর আর পুলিশ ক্লিয়ারেন্স এর দরকার হয়না।

  • @rocksaifulblog121
    @rocksaifulblog121 หลายเดือนก่อน

    ভাই ক্রোশিয়ার টি আর সি পাইছি, এখন ইতালি গেলে কি ফিংগ্ঙারে সমস্যা হবে।

  • @firojmolla969
    @firojmolla969 2 หลายเดือนก่อน

    রোমানিয়ার ফিঙ্গার দিয়ে TRC পাইছি
    এখন কি Spain গিয়ে লিগেল হতে কোন সম্যাসা হবে ভাই জান

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน +2

      নাহ্, হবেনা। তবে কাজ করার জন্য রোমানিয়ার কার্ড স্পেনে কাজে দিবে না। স্পেনের দুই থেকে তিন বছরে আওতায় বিভিন্নভাবে কাগজপত্রের জন্য আবেদন করা যায়; যার মাধ্যমে সেখানে বৈধভাবে থাকার অনুমতি পাওয়া যায়।
      আর সেখানে যেহেতু প্রাথমিক অবস্থায় অবৈধভাবে কাজ-কাম করতে হবে। সুতরাং কাজের নিশ্চয়তা পেয়ে যে কোন দেশে যাওয়াটা ভালো হয়; কারণ থাকা-খাওয়ার অর্থ বহন করার একটা বিষয় রয়েছে। আশাকরি বুঝতে পেরেছেন।

  • @nadimkhan8720
    @nadimkhan8720 2 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম বড় ভাই। আমি কনস্ট্রাকশনের কাজের জন্য আবেদন করেছি বা ফাইল মজা করছি। এখন পারমিট পেতে কত দিন লাগবে। প্লিজ প্লিজ জানাবেন।

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน +1

      কতদিন লাগতে পারে সেটা একান্তই আপনার ডকুমেন্টস যারা বা যিনি প্রসেসিং করতেছেন তার উপর এবং আপনি যে কোম্পানিতে কাজের জন্য আবেদন করেছিলেন তাদের উপর নির্ভর করে। সাধারণত প্রায় ২-৪ মাসের মতো লাগে

    • @nadimkhan8720
      @nadimkhan8720 2 หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই ❤❤

  • @juwel4644
    @juwel4644 11 วันที่ผ่านมา

    ভাই দুবাই থেকে কোরিশিয়া ভিসা রাসিও কেমন? জানাবেন

    • @bongian
      @bongian  11 วันที่ผ่านมา

      কি ধরনের কাজের পারমিটের জন্য সেটা জানালে বলতে সহজ হয়।

    • @juwel4644
      @juwel4644 11 วันที่ผ่านมา

      @@bongian
      warehouses er

    • @bongian
      @bongian  11 วันที่ผ่านมา

      সাধারণত এখন পর্যন্ত সব দেশ থেকেই ভিসার রেশিও ভালো।

  • @mdnasir-du2zb
    @mdnasir-du2zb 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাই,,
    কেমন আছেন?
    ভাই আমি কাতার থেকে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়েছি।
    ফাইল অনলাইন হয়েছে আজকে ২মাস ২৮দিন শেষ কিন্তু এখন পারমিট আসে নাই।
    আমার পারমিট DOMOGOVIC সিটিতে আবেদন করছে।
    এখন আমার করনীয় কি?

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน +1

      ওয়ালাইকুম আসসালাম।
      আলহামদুলিল্লাহ ভালো আছি।
      ভাই, এই সময়ের মধ্যে তো পারমিট বের হওয়ার কথা। তাও পারমিট বের হওয়ার কিছু কারণ থাকে; আপনি যে মাধ্যমে কাগজপত্র সাবমিট করেছিলেন তাদের সাথে যোগাযোগ করেন। আপনি কি কাজের জন্য আবেদন করেছিলেন সেটা জানলে বুঝতে পারতাম।

    • @mdnasir-du2zb
      @mdnasir-du2zb 2 หลายเดือนก่อน

      @@bongian ওকে ভাই

  • @Adilhasannahid17
    @Adilhasannahid17 28 วันที่ผ่านมา

    আসসালামু আলাইকুম ভাই। ভাই ক্রোয়েশিয়াতে ৬ মাস বা ১ বছর অথবা ওয়ার্ক পারমিটের যে কয়দিন মেয়াদ থাকে ততদিন থাকার পর আমি যদি এর মধ্যে অথাবা পরে ইউরোপের অন্য কোনো দেশে টিআরসি দিয়ে যেতে চাই তাহলে আমার অরিজিনাল পাসপোর্ট যেইটা কোম্পানির কাছে থাকবে সেইটা আমি কিভাবে নিতে পারব? অরিজিনাল পাসপোর্ট এর কি কোনো প্রয়োজন হয় না স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানিতে নতুন করে কাগজ তৈরি করতে ?

    • @bongian
      @bongian  28 วันที่ผ่านมา

      প্রথমত আপনার পাসপোর্ট তো কোম্পানি নেয়ার কথা নয়।
      দ্বিতীয়ত, আমি যতটুকু জানি; বাস বা বিমানপথে যাতায়াত করতে টিআরসির পাশাপাশি পাসপোর্ট থাকা আবশ্যক (যদি বৈধভাবে চলাচল করেন)।
      তৃতীয়ত, এ সকল দেশে কাজ করতে পাসপোর্টের প্রয়োজন হয়না। তবে ভবিষ্যতে ডকুমেন্টের জন্য পাসপোর্ট এর প্রয়োজন হয়ে থাকে। যাদের পাসপোর্ট চুরি বা হারানো যায় তারা নতুন করে পাসপোর্ট করে থাকেন।

    • @shamimakabir4567
      @shamimakabir4567 23 วันที่ผ่านมา

      ​company passport niye geche akhon ki koronio @@bongian

    • @bongian
      @bongian  22 วันที่ผ่านมา

      @shamimakabir4567
      Ohhhh...
      Aitar actual solution amar jana ny vai.

  • @ashikkhan9253
    @ashikkhan9253 หลายเดือนก่อน

    ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার পরে আমি কি চাই ইউরোপের অন্য কোন কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারবো পোল্যান্ড পর্তুগাল কানাডায় আমি শুনেছি ক্রোয়েশিয়া থেকে ইউরোপের অন্য কোন কান্ট্রিতে ট্যুরেশ বিষয়ে যেতে পারব তিন মাস থাকতে পারবো কাজ করতে পারবো না এইটা কু সত্যি আর জদি যাওয়া যায় তাহলে ওই খান থেকে খরচ কতো হয় আমি যে গানটি গুলোর কথা বললাম ভাই কষ্ট করে পুরো কথা উত্তর দিবেন

    • @bongian
      @bongian  หลายเดือนก่อน

      আপনার ভিসা বা টিআরসি কার্ডের মেয়াদ যতদিন থাকবে ততদিন আপনি ইউরোপে বৈধ। যেকোনো দেশে কাজ পেলে করতে পারবেন; তবে বৈধভাবে কাজ পেলে বা বৈধভাবে কাজ করলে কোনপ্রকার সমস্যা নেই।

  • @jrshekar5715
    @jrshekar5715 2 หลายเดือนก่อน

    সৌদে থেকে ক্রোয়েশিয়া গেলে ফ্লাইটের সময় সৌদীর কেম্পানি বা কফিল এর অনুমতি লাগে কি বলবেন প্লীজ??

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน +2

      এটাকে কোম্পানির অনুমতি/ছাড়পত্র বা NOC বলে। সৌদি থেকে ক্রোয়েশিয়ার জন্য এগুলোর প্রয়োজন হয়না।

    • @MahidulIslam-hf5qk
      @MahidulIslam-hf5qk 2 หลายเดือนก่อน

      লাগে না এগুলা ভাই

    • @MahidulIslam-hf5qk
      @MahidulIslam-hf5qk 2 หลายเดือนก่อน

      ভাইয়া আপনি সৌদি কোন জায়গায় আছেন ? আমি মদিনাতে আছি আলহামদুলিল্লাহ

    • @jrshekar5715
      @jrshekar5715 2 หลายเดือนก่อน

      আমিও মদিনায় চিলাম ভাই একন দাম্মাম আছি

  • @ajharulislamarif
    @ajharulislamarif 2 หลายเดือนก่อน

    Amar poricito ek vai er Portugal e dublin asce Croatia finger dicilo uni

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      apnar vai Croatia te work permit niye ascilen naki illegal way te ascilen?

    • @ajharulislamarif
      @ajharulislamarif 2 หลายเดือนก่อน

      Work permit

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      Onar visa/trc er date over howar por Croatia te police dore jdi finger ne tahole dublin asbe. R jdi oni Croatia te asylum er jonno apply koren tahole o dublin asbe.
      Amni sob kicur date tkle to dublin asar kotha nah vai.

  • @md.rashalahead
    @md.rashalahead หลายเดือนก่อน

    ভাই আপনে সাথে কথা বলা যাবে কি আমার কথা ছিলো

    • @bongian
      @bongian  หลายเดือนก่อน

      জ্বি ভাই, বলুন।

  • @user-bj6qg4xe7o
    @user-bj6qg4xe7o 2 หลายเดือนก่อน

    বাই আমি সউদি থেকে ক্রোয়েসিয়ার জন্ন ফাইল জমা করচি ফারমিট আসতে কত দিন লাগে বাইয়া প্লিজ জানাবেন

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      আপনি কোন কাজের পারমিটের জন্য আবেদন করেছেন সেটা বললে হয়তো আন্দাজ করা যেত। তবে কতদিন লাগতে পারে সেটা একান্তই আপনার ডকুমেন্টস যারা বা যিনি প্রসেসিং করতেছেন তার উপর এবং আপনি যে কোম্পানিতে কাজের জন্য আবেদন করেছিলেন তাদের উপর নির্ভর করে।

    • @mithuhossain4431
      @mithuhossain4431 2 หลายเดือนก่อน

      ভাইয়া আপনি কোন অফিস থেকে এপ্লাই করছেন

    • @user-bj6qg4xe7o
      @user-bj6qg4xe7o 2 หลายเดือนก่อน

      বিল্ডিং এর কাজ

    • @user-zx8of3ws6n
      @user-zx8of3ws6n 2 หลายเดือนก่อน

      আসসালামু আলাইকুম

    • @user-zx8of3ws6n
      @user-zx8of3ws6n 2 หลายเดือนก่อน

      নূর ভাই আপনাকে কার মাধ্যমে পুরুষের জমা দিছেন কোন অফিস থেকে আমিও সৌদি থাকি

  • @user-rk9tn4pu9f
    @user-rk9tn4pu9f 2 หลายเดือนก่อน

    ক্রোয়েশিয়া অবৈধ ভাবে ঢুকলে কি থাকা যায় নাকি ডিপোর্ট করে দেয়?

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      অবৈধ অবস্থায় পুলিশ ধরলে আইনগত ব্যবস্থা নিয়ে ক্রোয়েশিয়ার আগে যে দেশ থেকে এসেছেন সে দেশে পাঠিয়ে দিবেন। এখন পর্যন্ত সরাসরি নিজ দেশে পাঠিয়ে দেয়ার খবর পাইনি।

  • @rocksaifulblog121
    @rocksaifulblog121 หลายเดือนก่อน

    আপনার সাথে কথা বলতে চাই,,

    • @bongian
      @bongian  หลายเดือนก่อน

      জ্বি, বলুন।

    • @rocksaifulblog121
      @rocksaifulblog121 หลายเดือนก่อน

      @@bongian আপনার ফেসবুক লিংকটা দেন

  • @mdrasel6536
    @mdrasel6536 2 หลายเดือนก่อน

    ফ্রান্সের কেস মারলে কী তাদের কেম যেতে হয়,না কী যেতে হয় না, যাওয়ার কী বাধ্য তা মূলক

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน +1

      কোন বাধ্যবাধকতা নেই।
      এই বিষয় নিয়ে ইন শা আল্লাহ্ সামনে ভিডিও আসবে।

    • @mdrasel6536
      @mdrasel6536 หลายเดือนก่อน

      ভাই ভিডিও টা কবে দিবেন...????

  • @user-bd5dy8hc5m
    @user-bd5dy8hc5m หลายเดือนก่อน

    আমি ২০১৩ সালে ইতালি গেছিলাম এয়ারপোর্ট থেকে আমাকে ব্যাক করে দিছে ফিংগার রেখে দিছে এখন আমি কি আবার ক্রোয়েশিয়া গিয়ে এটা লিখে ঢুকতে পারবো ভাই ওখানে কি ফিঙ্গার কোন প্রবলেম হবে

    • @user-ny6iv1cj6v
      @user-ny6iv1cj6v หลายเดือนก่อน

      ব্যাক করে কেনও দিলও জানাবেন

    • @bongian
      @bongian  หลายเดือนก่อน +1

      আমি যতদূর জানি ১৮ মাস পর ফিঙ্গার অটোমেটিক মুছে যায়। তারপরও আপনি কোনো বিশেষজ্ঞ থেকে জেনে নিতে পারেন।

  • @mdabdullahdhaka2543
    @mdabdullahdhaka2543 2 หลายเดือนก่อน +2

    আসসালামু আলাইকুম ভাই প্লিজ আপনার WhatsApp নাম্বারটা দেওয়া জাবে ভাই। আপনার সাথে আমার একটু কথা ছিল প্লিজ ভাই

    • @bongian
      @bongian  2 หลายเดือนก่อน

      ওয়ালাইকুম আসসালাম
      ভাই, আমার social account চ্যানেলে দেয়া আছে; আপনি চাইলে সেখান থেকে knock দিতে পারেন।

    • @mdabdullahdhaka2543
      @mdabdullahdhaka2543 2 หลายเดือนก่อน

      @@bongian ওকে