এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তার যত রকম সুযোগ-সুবিধা আছে, তা কমিয়ে আনতে হবে, ঘুষ, দুর্নীতি, বন্ধ করতে হবে, অবৈধ সম্পদ দিয়ে দেশের ঋণ পরিশোধ করতে হবে, বদলি না করে, তাদের চাকরিচ্যুত করতে হবে,
right.... kalurghat bilash ar project na aita akta upozilla ke city shate off kore rakse kintu distance onek kom...aita diye 2 lakh manus kosto pacce asha jawa
কালুরঘাট সেতুটা অধিক প্রয়োজনীয় একটা প্রকল্প। বোয়ালখালী বাসির অনেক দিনের প্রাণের দাবি। এটা বাস্তবায়ন হোক। কারণ রেলকাম পুরানো সেতু দিয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। আমরা অনেক কষ্টে সেতু পার হই।
ভাই, উন্নয়নের নামে দেশ ঋনের ভরাডুবির শঙ্কায় রয়েছে.! উন্নয়নের প্রকল্পগুলি সময়ের ব্যবধানে এগিয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু, বর্তমানে একান্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা। মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণির মানুষের পক্ষে ৩বেলা খেতে পারাটাই কষ্ট সাধ্য।
@@tunim4354 চায়না জাপান এদের বাজেট আর বাংলাদেশের বাজেট এক না। তাদের দেশে দুর্নীতি নাই তাই বাজেটের সমস্ত অর্থ উন্নয়নে ব্যায় করা হয় এবং এইটা অনেকদিন ধরে। চায়নার জিডিপি ১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার আর বাংলাদেশের ৪৬০ বিলিয়ন ডলার যেখানে আমাদের দেশ এতদিনে ১ ট্রিলিয়নের কাছাকাছি যাওয়া উচিত ছিলো। কিন্তু বিলাসবহুল উন্নয়নের নামে হরিলুট করে সব শেষ করে ফেলসে 😅
কালুরঘাট রেল সেতু করতে হবে। প্রতি ওয়াকওয়ে দিয়ে হেটে হেটে পার হয় হাজার হাজার মানুষ। এই একটা সেতুর জন্য দক্ষিন চট্টগ্রামের বিরাট একটা অংশ এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন থেমে আছে।
লোডশেডিং নিয়ে অনেক জ্বালাতনে আছি গাজীপুরবাসী দিনে ১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না রাত একটা দুইটা দিনটা চারটা পাঁচটা বাজেও বিদ্যুৎ যায় এদিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করা হলো।।
হবে ভাই, তবে স্বৈরাচার যে পরিমাণ লুটপাট করে গেছে এর বোঝা তো আমাদের কে বহন করতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক করা । কিছুটা স্বাভাবিক হওয়ার পরে সকল প্রকল্পসমূহ চালু হবে ।
Oi apnar theke valo orthoniti bujhe . Er jonno oi Nobel purukar peyeche orthonitie upor . Ar or bari Chittagong. Ontoto karon to achei ei podokhep grohon korar.
হাসিনা থাকলে বলে দেশ উন্নতি হবে। মেট্রোরেল হবে আর এরা এসে বলে বিদ্যুৎ রাস্তাঘাট , ব্রিজ , একমাত্র গভীর সমুদ্র বন্দর সব নাকি বিলাসিতা। হায়রে সাধিনতা। এই হলো হাসিনা আর অন্যদের মদ্ধ্যে পার্থক্য।
উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি, কালুরঘাট সেতু অতি প্রয়োজনীয় একটি প্রকল্প এটি বাস্তবায়নে আপনাদের দায়বদ্ধতা অনষিকার্য, বোয়ালখালীবাসির প্রানের দাবি অন্তর্বর্তী সরকারের নিকট,আশা রাখি বিষয়টি পুনর্বিবেচনা করা হবে
প্রবাসীদের ডলার বাৎসরিক হিসাব করলে যেকোনো শিল্প প্রতিষ্ঠান থেকে বেশি তাই প্রবাসীদের দাবি মেনে নেওয়া উচিত তাদেরকে দেওয়া উচিত অথচ এই যৌক্তিক দাবিটা আমাদের যারা দেশীয় চাকরিজীবী তারা সেটা মেনে নিতে পারতেছে না তার ইচ্ছা করলে পরিবারের সাথে দেখা করতে পারতেছে কিন্তু প্রবাসীরা পারতেছে না পাঁচ বছর পর তিন বছর পর আসতে হচ্ছে এবং সেখানে অতিরিক্ত টাকা দিয়ে আসতে হচ্ছে কিন্তু সরকারি চাকরিজীবীরা ইচ্ছে করলেই দেখা যেতে পারে ছুটি দিতে পারতাছে কিন্তু প্রবাসীরা পারে না এবং একটা নির্দিষ্ট সময় পর পর সরকারি চাকরিজীবীদের ছুটি পেয়ে থাকে। ব্যক্তি সরকারি চাকরি করলে তার পরিবারের অন্যদের অন্য এক জায়গায় সরকারি চাকরি ব্যবস্থা করে দে ফলে তারা সকালে দুর্নীতি করতে, অবৈধ কার্যকলাপে লিপ্ত হতে সহজ হয় এবং দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করতে থাকে।ফলে এর বাইরে যারা চাকরি নিতে চায়,তাদেরকে ঘুষ দিয়ে চাকরি করতে হয়। আবার ক্রিকেট খেলোয়াড়দের সাকিব এই বেতন 94 লক্ষ টাকা এই টাকা যদি তাদেরকে দিয়ে আরো ভালো সে বিদেশ গেল যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের খেলা আমরা দেখেছি তারা কিভাবে খেলছিল বিশ্বকাপের কিভাবে হাজার কোটি টাকা লস করেছিল তারা শুধু বেকার তৈরি করে অন্য কিছু নয় আবার ইঞ্জিনিয়ার নতুন নতুন প্রজেক্ট হাতে নিয়ে সেখান থেকে দুর্নীতির মাধ্যমে অর্থ কামিয়ে নিচ্ছে মৌলের উদাহরণ মৌলভীবাজার জেলার উপজেলা ইন্ডিয়া টু বাংলাদেশ রেললাইন সড়ক এখনো কাজ চলছে চলছে প্রচুর দুর্নীতি এক কাজ করতে গিয়ে বৃষ্টির পানির অপেক্ষা করে কখন আসবে আর বন্যা হয়ে কাজটা বন্ধ উপকম হবে মানুষ প্রচুর হয়রানির মধ্যে আছে। সরকারি চাকরিজীবীদের শিল্পী কিংবা চলচ্চিত্র নায়ক নায়িকা উচ্চমূল্যে বেতন নিয়ে তাকে বেতনের তারতম্য দেখেছেন প্রবাসীদের বেতন কত আপনি দেখবেন। প্রবাসীদের পাঠানো ডলার তারা বাইরে নিয়ে যায় ইউরোপ কিংবা আমেরিকায় ঘর বানায় ,সুইচ ব্যাংককে টাকা জমায় ।রাজনীতিবিদ ও এদের পরিবার এবং চাকরিজীবী ও তার পরিবার বাইরে যেতে দেওয়া উচিত নয়
শেখ হাসিনা ছাড়া অনেক উন্নয়ন যে বাদ হবে সেটা আমরা আগেই জানতাম।তবে একেবারে অপ্রয়োজনীয় হলে বাদ দেওয়া ঠিক হতে পারে।কিন্তু এসব প্রকল্কগুলো একান্ত প্রয়োজন বলেই মনে হলো।
হাসিনা থাকলে বলে দেশ উন্নতি হবে। মেট্রোরেল হবে আর এরা এসে বলে বিদ্যুৎ রাস্তাঘাট , ব্রিজ , একমাত্র গভীর সমুদ্র বন্দর সব নাকি বিলাসিতা। হায়রে সাধিনতা। এই হলো হাসিনা আর অন্যদের মদ্ধ্যে পার্থক্য।
চট্টগ্রাম -কক্সবাজার হাইওয়ে রোডের চারলেন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন দরকার। প্রতি দিন এই দুই লাইনের সড়ক দুর্ঘটনায় মানুষ আহত নিহিতের ঘঠনা ঘটে।রীতিমতো মৃত্যুপুরিতে পরিনত হয়েছে সড়কটি😢😢😢
কালুরঘাট সেতু টা খুবই দরকার এই সেতু হবে শুনতেছি ২০/২৫ বছর যাবত। যে সেতু আছে তা খুবই ঝুঁকিপূর্ণ। এই সেতু নিয়ে সব সরকারই বৈষম্য করে গেলো। এই সেতুর ব্যাপারে রিভিউ করলে ঐ সেতুর উভয় পাশের মানুষই উপকৃত হতো।
কালুরঘাট সড়ক এটা অনেক গুরুত্বপুর্ন, চট্টগ্রামে এখনো যে সেতু ব্যবহার হচ্ছে কাটের সেটা ব্রুটিশদের হাতে করে যাওয়া অনেক পুরোনো সেতু, রেল আসলে গাড়ি যেতে পারেনা গাড়ি গেলে রেল যেতে পারেনা, এক লাইনের গাড়ি আসলে অন্য লাইনের গাড়ি আসতে পারেনা, এইখানে ব্যয়বহুল জানি, তবে প্রতিটা প্রকল্প দেশের জন্য খুব গুরুত্বপুর্ন, এইসব বাদ না দিয়ে বিবেচনায় রাখুন, সেইখানে মুলত কাজের নামে টাকা প্রাচার হয়েছে বেশি, যেইখানে দুই কোটি লাগবে সেইখানে ৮ কোটি খরচ এর হিসাব বসাইছে এইসব সংশোধন করলে কাজ সব করা সম্ভব
কালুরঘাট সেতু আমাদের খুব দরকার। পদ্মা সেতুর মতো বিগ বাজেট না, একটা সাধারণ নিরাপদ সেতু। ফেরিতে চলাচল অত্যন্ত কষ্টকর। বৃষ্টি বেশি হলেই বন্ধ হয়ে যায়। বিদ্যামান সেতুতে বেশি গাড়ি উঠতে পারে না।
মেট্রো প্রজেক্ট গুলো একেবারে বাদ না দিয়ে ধীরে হলেও চালু রাখা দরকার। রাজধানী ঢাকার ভয়াবহ যানজট থেকে মুক্তি পেতে এমআরটি ভূমিকা অপরিসীম। আশাকরি সরকার এদিকটায় নজর দিবেন।
উন্নয়ন মানে কি শুধু দেশের টাকা+ বিদেশ থেকে ধার করে হলে খরচ করা? উন্নয়ন মানে টাকা কিভাবে আসবে সেটা আগে দেখা। আয় বুঝে ব্যয় করাকে বুদ্ধিমান বলে। আর আয়কে ধ্বংস করে মৌলিক চাহিদা বাদ দিয়ে শুধু ইটের দালানের পেছনে সব ঢেলে দেওয়াকে উন্নয়ন বলেনা। এতোদিন উনি উন্নয়নের নামে মানুষকে শুধু রেল,রাস্তা,ব্রিজ এগুলোই বুঝিয়েছে। দেশের মানুষের কর্মসংস্থান, ব্যবসা ক্ষেত্রে,কৃষি ক্ষেত প্রসার করা, দেশের উৎপাদন বৃদ্ধি, দেশের মানুষকে মানব সম্পদে পরিণত করা, এসব হলো আসল উন্নয়ন। যার মাধ্যমে দেশের আয় বাড়বে৷ আর তখন এইসব ব্রিজ,রেল, রাস্তা করতে বিদেশ থেকে ধার করতে হবেনা। আর অপ্রয়োজনীয় কোনো কিছুই দেশের উন্নয়ন বয়ে আনেনা।
উন্নয়ন তো হবেই দেশের ব্যাংক লোট করেছে আওয়ামীলীগ সরকার দেশের রিজার্ভ এ ডলার নেই হুদাই ঋণ করে এনে প্রকল্প করার চেয়ে না করাই ভালো। এমনিতেই ঋণের পরিমাণ অনেক বেশি।
@@sayedofficial1272চুরি করার পরেও শেখ হাসিনার যাওয়ার আগ পর্যন্ত 26 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল আর অন্তর্বর্তী সরকার আসার পরে চুরি না করে ও 6 বিলিয়ন ডলার রিজার্ভ কেমনে হয়
সামরিক বাজেট যেন ছোট না হয়! দরকার পড়লে প্রতিবছর সামরিক শক্তি বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছ থেকে নেওয়া হোক!
১. কালুরঘাট সেতু ২. ফরিদপুর -কুয়াকাটা ৪ লেন ৩. রংপুর সিটি করপোরেশন সড়ক সম্প্রসারণ ........এই কাজ গুলা করা দরকার গুরুত্ব বিবেচনায়,,,, সব উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেলেতো দিনশেষে দেশেরই ক্ষতি
এই প্রকল্প গুলো বন্ধ করবেন কেন? যদি খরছ বেশি দেখানো হয় তাহলে কিভাবে কমানো যায় সেই আলোচনা করুন, আগের সরকারের নেয়া কাজ গুলো বন্ধ মানে আপনারা দেশ চালাতে পারছেন না।
খুবই বাজে ডিসিশন। এইসব মেগা প্রজেক্ট থেকে যে পরিমান রেভেনিউ হয় তা দিয়ে দেশ সামনে আগায়। ইউরোপ, আমেরিকা একদিনে হয় নাই, ওদের অনেক গুলা জেনারেশন কষ্ট করে গেছে। এখন তার মজা বহু জেনারেশন ধরে পাচ্ছে। লোনের প্রথম দিকে একটু কষ্ট হবেই।
সঠিক সিদ্ধান্ত।আগে দেশের মানুষের অল্প আয়ের মধ্যে ভালো জীবনযাপন নিশ্চিত করা দরকার। এরপর উন্নয়ন। মানুষ যখন পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমাতে পারবে তখন উন্নয়ন ও হবে ইনশাআল্লাহ।
Ekdomi wrong decision. Europe, america 1 dine unnoti kore nai. Oder koekta generation kosto kore geche. Akhon bohu generation oigula utilise kore unnoti korei jacche
হাসিনা থাকলে বলে দেশ উন্নতি হবে। মেট্রোরেল হবে আর এরা এসে বলে বিদ্যুৎ রাস্তাঘাট , ব্রিজ , একমাত্র গভীর সমুদ্র বন্দর সব নাকি বিলাসিতা। হায়রে সাধিনতা। এই হলো হাসিনা আর অন্যদের মদ্ধ্যে পার্থক্য।
আমরা উত্তরবঙ্গের মানুষ, তবুও জানি কালুরঘাট সেতু খুব নাজুক, এটা মেরামত দরকার। তবে পাশে নতুন সেতু হলে এটার আর টাকা খরচ করে মেরামতের দরকার নেই। যদিও এই কাজ বন্ধ সাময়িক, অর্থে দেশ সমৃদ্ধ হলে আবার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া শুরু হবে। তাই এই পর্যন্ত অপেক্ষায় রইলাম। ❤
ভালো সিদ্ধান্ত। এখন আমাদের দেশের এই পরিস্থিতি নেই যে এত বড় প্রকল্প তৈরি করা যাবে। আশা করছি অর্থনৈতিক অবস্থা ভালো হলে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো তৈরি করা যাবে।
উন্নয়ন প্রকল্প গুলো বাত দেওয়া কি যৌক্তিক। আপনারা কম খরচে এগুলো বাস্তবায়ন করে দেখাতেন। এগুলোর তো দরকার আছে মানুষের জীবন মান উন্নয়নের। দূর্রনিতী বন্ধ হলে আইনের সঠিক প্রোয়োগ।হলে, কর্মসংস্থান সৃষ্টি হলে তবেই সান্তি আসবে। উন্নয়ন প্রকল্প প্রয়োজনে স্থগিত করে রাখা যেতো আপাদত
কর্ণফুলী টানেলের কোন কাজই নাই।এইরকম বহুত আজগুবি প্রকল্প আছে দেশে।বন্ধ করাটাই উচিত।সালমান এফ রহমান তো বলেছেই যে হাসিনা জোর দিতেন তাড়াতাড়ি প্রকল্প নিতে এবং তার ভাগ বুঝে নিতে।
শেখ হাসিনা সরকার থাকলে সব প্রকল্প গুলো বাস্তবায়ন হতো। দেশের উন্নয়ন প্রকল্প গুলো আরো বৃদ্ধি পেত। জানি অদূর ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে থমকে যায় কিনা।
পিছনের ঘটনা গুলো জানার চেষ্টা করেন আগে, ১০ হাজার কোটির ব্রিজ ৪০ হাজারে নিয়ে গেছে আপনার আব্বা (হাসিন-মোদি) আম্মার পকেট ভরার জন্য এইরকম হাজারো উদাহরণ আছে 😡
ফরিদ, মহিপুর,কুয়াকাটা সড়ক ৪ লেন করা অতীব জরুরী, কাটছাটের নামে এসব মেঘাপ্রকল্প বন্ধ করা জনহিতকর হবেনা। যদি এসব প্রকল্প অতিরিক্ত বাজেট ধরা হলে সেটা সংশোধন করা যেতে পার।
আসুন আমরা সকলে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। দুর্নীতিবাজদের সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা করি।
এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তার যত রকম সুযোগ-সুবিধা আছে, তা কমিয়ে আনতে হবে, ঘুষ, দুর্নীতি, বন্ধ করতে হবে, অবৈধ সম্পদ দিয়ে দেশের ঋণ পরিশোধ করতে হবে, বদলি না করে, তাদের চাকরিচ্যুত করতে হবে,
ঢাকা সিলেট মহাসড়কে ৬ লাইন থেকে ৪ লাইনে আনা হোক
আমরা তো চাচ্ছি।কিন্তু হাসিনার কিছু পাতিনেতা ও বিএনপি তো হতে দিচ্ছে না
@@Tufajjalhusen-gf9ms kan?
@@habibamukti1385 elakar student der ke bole pitanor babostha koren, army/police ke janan
কালুরঘাট নতুন সেতু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পূণবিবেচনা করা দরকার
Bank ge loot kore nia gecje ganen age desh ta re daraite den tarpor sagan
অর্থ সংকট হিসেবে এখন বিবেচনার সুযোগ নেই।
Ekhane thaken apni? Jmne boltesen.. amr boyosh 24 ekhn.. kosto kortesi shei choto theke.. bnp ashse awamilig ashse.. keo bridge korenai.. pura boalkhalir manush chay bridge hok.. apni ashsen taka nai maraite..@@SharifulIslam-vm1wg
right.... kalurghat bilash ar project na aita akta upozilla ke city shate off kore rakse kintu distance onek kom...aita diye 2 lakh manus kosto pacce asha jawa
@@moinulahsan600 govt chap e ache vhai...hasina sb takaniyee vagse...at least free ferry pacchen..apatoto chalai jan
কালুরঘাট সেতুটা অধিক প্রয়োজনীয় একটা প্রকল্প। বোয়ালখালী বাসির অনেক দিনের প্রাণের দাবি। এটা বাস্তবায়ন হোক। কারণ রেলকাম পুরানো সেতু দিয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। আমরা অনেক কষ্টে সেতু পার হই।
ভাই পরিস্থিতি ভালো হোক দেশের তারপর করা যাবে
ভাই দাবি আপনার থাকতেই পারে।কিন্তু ভাই দেশের অবস্থা দেখেন।দেশটাকে স্ঞীর হতে । দেশে রিজার্ভ এর ক্রাসিস
ভাই, উন্নয়নের নামে দেশ ঋনের ভরাডুবির শঙ্কায় রয়েছে.!
উন্নয়নের প্রকল্পগুলি সময়ের ব্যবধানে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
কিন্তু,
বর্তমানে একান্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা।
মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণির মানুষের পক্ষে ৩বেলা খেতে পারাটাই কষ্ট সাধ্য।
Amar bari tangail tobo ami chai kalorgat seto kaj hok tobe apnara akto dorjo doren
সঠিক,,,
আমাদের নতুন কালুরঘাট সেতু হওয়া অনেক জরুরি আমারা এই নদী টি পার করতে গিয়ে অনেক মানুষ অকালে প্রাণ ঝরেছে 😢
যেগুলো জনগনের উপকারে আসবে সেগুলো বাস্তবায়ন করা উচিত।আর যেগুলো কোন
উপকারে আসবেনা সেগুলো বন্ধ করা উচিত তার সাথে চুরিও বন্ধ করা উচিত।
রেল ব্রিজের সাইড দিয়ে সাইডলাইন লোহার ব্রিজ করলে খরচ কম
আলহামদুলিল্লাহ। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকার কে 😊
আমি যতটুকু জানি কালুরঘাট সেতু টা খুবই জরুরী ছিল।
sobe matro suru ekhn theke project charai taka chole jabe fu kore ural diye
আমার ও মতে কালুরঘাট সেতুটি জরুরি। এই সেতুর মেয়াদ শেষ হয়েছে প্রায় ২২ বছর আগে।
দেশের অর্থনৈতিক অবস্থা একটু ঠিক হলে তখন ইনশাআল্লাহ আবার বানানো যাবে। বর্তমানে আমাদের ধৈর্য রাখতে হবে ।
দেশের টাকা অপচয় হচ্ছে, আপনারাই তো বলতেছেন,তাহলে বন্ধ করলে কি সমস্যা। দেশের উন্নয়ন করে কি হবে। কষ্টে থাকেন।তাতেই ভালো।
@@joykhan39735 অন্তরের খবর কেউ ভাই জানে। আমার সাবেক প্রধানমন্ত্রীর জন্য আমার দোয়া সব সময় থাকবে। কিন্তু উনার চেলা পেলারা যা করছে তা লজ্জাজনক।
কালুরঘাট সেতুটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট মানুষের জন্য, দুই পারের মানুষ খুব ভোগান্তিতে আছে।এই প্রজেক্টটি পুনঃ বিবেচনা করা দরকার।
গুড! কারন, পকেটে টাকা নেই ধার করে গোশত কেনার মত বাজেট বোকামী
@@tunim4354 vai geograpy jainna kotha bolen
@@tunim4354খবর দেখে কমেন্ট করেন।দেশের অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতিকে সব থেকে প্রয়োজনীয়তা বিবেচনা করে কাজ করবে।
রাইট
@@tunim4354 ওদের টাকা আছে তাই চলে
@@tunim4354 চায়না জাপান এদের বাজেট আর বাংলাদেশের বাজেট এক না। তাদের দেশে দুর্নীতি নাই তাই বাজেটের সমস্ত অর্থ উন্নয়নে ব্যায় করা হয় এবং এইটা অনেকদিন ধরে। চায়নার জিডিপি ১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার আর বাংলাদেশের ৪৬০ বিলিয়ন ডলার যেখানে আমাদের দেশ এতদিনে ১ ট্রিলিয়নের কাছাকাছি যাওয়া উচিত ছিলো। কিন্তু বিলাসবহুল উন্নয়নের নামে হরিলুট করে সব শেষ করে ফেলসে 😅
কালুরঘাট সেতু টি রাখা জরুরী ছিল ।। আমাদের নদী পার হতে অনেক কষ্ট হয় ।। অনেক মানুষ এর অকালে মৃত্যু হইচে পেড়ি পার হতে গিয়ে 😢😢
Kichu din w8 koren pore jara ashbe gov tara korbe
আপনাদের জন্য করনফুলি টানেল করা হইছে। আপাতত বন্ধ থাকবে ভবিষ্যতে আবার হবে ইনশাআল্লাহ।
Bal korbe. Loot korbe. Shob unnoyoner din shesh @@siddikalamin2733
ভাই এই সব এখন ভুকে যান। এখন আমরা খপ্পরে পড়ে গেছি
আন্দোলন করেন সেতুর জন্য
কালুরঘাট সেতু নিয়ে আগেও অনেক কথা হইছে এটা বাস্তবায়ন করা উচিত ।
কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণ দরকার।
age songkot dur hok, 16 bosor er cancer dur hote somoi lagbe
@@smallcube-zn2mm১৬ বছর পর কি রাস্তা ঘাট বানানো , বিদ্যুৎ পাবো নাহ?
কালুরঘাট সেতু দরকার।
দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য।
এটা বিবেচনা করা দরকার।
কালুরঘাট সড়ক ও রেল সেতু বাদ দেয়া ঠিক হয় নি।
কালুরঘাট রেল কাম সড়ক সেতু কোন যুক্তিতে বিলাস বহুল প্রকল্প জানাবেন। এটি বাদ দেওয়া মানে মানুষ কে কষ্ট দেওয়া।
ভাই এখন দেশে অর্থনীতির অবস্থা খারাপ সুতরাং এই প্রকল্পটা না করাই ভালো অর্থনীতির সচল হলে তারপর করা যাবে
আর হবে না..... 😂😂😂
সব সুদি ইউনুসকে চেয়ারে বসানোর সুফল !!
Bolod....@@ronihasan3699
কালুরঘাটের প্রকল্পটি রাখা উচিত, এবং বরিশাল মহাসড়কের প্রকল্প বাস্তবায়ন করা জরুরী।
কালুরঘাট ব্রিজ একটা গুরুত্বপূর্ণ প্রকল্প বর্তমান ব্রিজটা অনেক পুরনো ও ঝুঁকি পূর্ণ হয়েছে গেছে!
কালুরঘাট সেতু খুবই গুরুত্তপূর্ণ একটি প্রকল্প । সরকার এর এটি পুনরায় বিবেচনা ,করা দরকার।
ভাগ্য ভাল পদ্মা সেতু কাজটা আগেই শেষ হয়েছে
Ri8..noile jonogon hoga mara khabe...
ভাগ্য ভালো কিভাবে হলো। ১০ গুন চুরির মাল এটা।
Ostir bolechen bro
চট্টগ্রামের কালুরঘাটে নতুন সেতু হওয়া প্রয়োজন
কালুরঘাট রেল সেতু বাদ দেওয়া ঠিক হয় নি
কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণ দরকার 🙏🙏
কালুরঘাট সেতু খুবই প্রয়োজনীয়।
আমাদের কালুরঘাট সেতু খুব দরকার
আন্দোলন করেন
কালুরঘাট সেতু অবশ্যই করতে হবে
কালুরঘাট রেল সেতু করতে হবে। প্রতি ওয়াকওয়ে দিয়ে হেটে হেটে পার হয় হাজার হাজার মানুষ। এই একটা সেতুর জন্য দক্ষিন চট্টগ্রামের বিরাট একটা অংশ এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন থেমে আছে।
লোডশেডিং নিয়ে অনেক জ্বালাতনে আছি গাজীপুরবাসী দিনে ১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না রাত একটা দুইটা দিনটা চারটা পাঁচটা বাজেও বিদ্যুৎ যায় এদিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করা হলো।।
সহমত
"অপচয় করোনা, অভাবে পড়োনা"
-- নীতি গ্রহন করছেন,
ধন্যবাদ,,
কালুরঘাটের প্রকল্পটি এবং বরিশাল মহাসড়কের প্রকল্প বাস্তবায়ন করা জরুরী।
কালুরঘাট রেল ও সড়ক সেতু প্রয়োজনীয় ছিল।
কালুরঘাট রেল সেতুটা রাখা হোক
এটা অতি প্রয়োজনীয় প্রকল্প
😂😂😂 chatgai
চট্টগ্রাম মেট্রোরেল ও দরকার
Hm kto j accident hosse protidin kalurghat e
😂😂😂😂 মজা
হবে ভাই, তবে স্বৈরাচার যে পরিমাণ লুটপাট করে গেছে এর বোঝা তো আমাদের কে বহন করতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক করা । কিছুটা স্বাভাবিক হওয়ার পরে সকল প্রকল্পসমূহ চালু হবে ।
কালুরঘাঠ সেতু প্রয়োজন নাই আপনাদের কি বলব ভাষা খুজে পাচ্ছি না
Amadar Gazipur dhirasram icd kaj chalo hoby koby
😂 আন্দোলন করে ফল পেয়েছি 😂
মদ খাইছে ওনারা তাই জানেন্
Oi apnar theke valo orthoniti bujhe . Er jonno oi Nobel purukar peyeche orthonitie upor . Ar or bari Chittagong. Ontoto karon to achei ei podokhep grohon korar.
হাসিনা থাকলে বলে দেশ উন্নতি হবে। মেট্রোরেল হবে
আর এরা এসে বলে বিদ্যুৎ রাস্তাঘাট , ব্রিজ , একমাত্র গভীর সমুদ্র বন্দর সব নাকি বিলাসিতা। হায়রে সাধিনতা।
এই হলো হাসিনা আর অন্যদের মদ্ধ্যে পার্থক্য।
কালুরঘাট সেতু অতি প্রয়োজনীয় জিনিস এটা চট্টগ্রাম বাসির জন্য এবং বোয়ালখালী বাসীর জন্য অতি জরুরি
কালুরঘাট সেতুটি রাখা অত্যন্ত জরুরি, খতিয়ে না দেখে হঠাৎ করে এই সেতুর বাজেট বন্ধ করা নিন্দনীয় আশা করব এটা পুনঃ মূল্যায়ন করা হবে।
সাধারণ গণ মানুষের প্রাণের কথা চিন্তা করে কালুরঘাট সেতুটি বাস্তবায়ন করা জরুরী। প্রতিবছর কত যে মানুষ মারা যাচ্ছে সেতু পারাপারের সময় 😢😢😢
কালুরঘাট রেল ও সড়ক সেতু প্রকল্প রাখা হোক
কালুরঘাট সেতু বাদ দেয়া অযোক্তিক। এটা চট্টগ্রাম বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে রেলপথ যোগাযোগের কারণে এটি আাগের থেকে আরো কয়েকগুণ গুরুত্বপূর্ণ হয়ে গেছে
ভাংগা টু বরিশাল পযন্ত ফোর লেনের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ
ঢাকা বরিশাল মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি, কালুরঘাট সেতু অতি প্রয়োজনীয় একটি প্রকল্প এটি বাস্তবায়নে আপনাদের দায়বদ্ধতা অনষিকার্য, বোয়ালখালীবাসির প্রানের দাবি অন্তর্বর্তী সরকারের নিকট,আশা রাখি বিষয়টি পুনর্বিবেচনা করা হবে
কান্দিয়েরে লাভ অইতু ন.... 😂😂
প্রবাসীদের ডলার বাৎসরিক হিসাব করলে যেকোনো শিল্প প্রতিষ্ঠান থেকে বেশি তাই প্রবাসীদের দাবি মেনে নেওয়া উচিত তাদেরকে দেওয়া উচিত অথচ এই যৌক্তিক দাবিটা আমাদের যারা দেশীয় চাকরিজীবী তারা সেটা মেনে নিতে পারতেছে না তার ইচ্ছা করলে পরিবারের সাথে দেখা করতে পারতেছে কিন্তু প্রবাসীরা পারতেছে না পাঁচ বছর পর তিন বছর পর আসতে হচ্ছে এবং সেখানে অতিরিক্ত টাকা দিয়ে আসতে হচ্ছে কিন্তু সরকারি চাকরিজীবীরা ইচ্ছে করলেই দেখা যেতে পারে ছুটি দিতে পারতাছে কিন্তু প্রবাসীরা পারে না এবং একটা নির্দিষ্ট সময় পর পর সরকারি চাকরিজীবীদের ছুটি পেয়ে থাকে। ব্যক্তি সরকারি চাকরি করলে তার পরিবারের অন্যদের অন্য এক জায়গায় সরকারি চাকরি ব্যবস্থা করে দে ফলে তারা সকালে দুর্নীতি করতে, অবৈধ কার্যকলাপে লিপ্ত হতে সহজ হয় এবং দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করতে থাকে।ফলে এর বাইরে যারা চাকরি নিতে চায়,তাদেরকে ঘুষ দিয়ে চাকরি করতে হয়। আবার ক্রিকেট খেলোয়াড়দের সাকিব এই বেতন 94 লক্ষ টাকা এই টাকা যদি তাদেরকে দিয়ে আরো ভালো সে বিদেশ গেল যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের খেলা আমরা দেখেছি তারা কিভাবে খেলছিল বিশ্বকাপের কিভাবে হাজার কোটি টাকা লস করেছিল তারা শুধু বেকার তৈরি করে অন্য কিছু নয় আবার ইঞ্জিনিয়ার নতুন নতুন প্রজেক্ট হাতে নিয়ে সেখান থেকে দুর্নীতির মাধ্যমে অর্থ কামিয়ে নিচ্ছে মৌলের উদাহরণ মৌলভীবাজার জেলার উপজেলা ইন্ডিয়া টু বাংলাদেশ রেললাইন সড়ক এখনো কাজ চলছে চলছে প্রচুর দুর্নীতি এক কাজ করতে গিয়ে বৃষ্টির পানির অপেক্ষা করে কখন আসবে আর বন্যা হয়ে কাজটা বন্ধ উপকম হবে
মানুষ প্রচুর হয়রানির মধ্যে আছে। সরকারি চাকরিজীবীদের শিল্পী কিংবা চলচ্চিত্র নায়ক নায়িকা উচ্চমূল্যে বেতন নিয়ে তাকে বেতনের তারতম্য দেখেছেন প্রবাসীদের বেতন কত আপনি দেখবেন। প্রবাসীদের পাঠানো ডলার তারা বাইরে নিয়ে যায় ইউরোপ কিংবা আমেরিকায় ঘর বানায় ,সুইচ ব্যাংককে টাকা জমায় ।রাজনীতিবিদ ও এদের পরিবার এবং চাকরিজীবী ও তার পরিবার বাইরে যেতে দেওয়া উচিত নয়
সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে,
বিমানবন্দরের পরিবেশের উন্নতি হয়েছে, প্রতিবাদের জন্য কারাগারে থাকা সমস্ত প্রবাসী এখন মুক্তি পেয়েছে
শেখ হাসিনা ছাড়া অনেক উন্নয়ন যে বাদ হবে সেটা আমরা আগেই জানতাম।তবে একেবারে অপ্রয়োজনীয় হলে বাদ দেওয়া ঠিক হতে পারে।কিন্তু এসব প্রকল্কগুলো একান্ত প্রয়োজন বলেই মনে হলো।
ভাই মন্ত্রি এমপি যাওয়ার সময় যে টাকা-পয়সা নিয়ে গেছে তা না থাকলে ঋণ করে উন্নয়ন করতে হবে নাকি। দেশে কি পরিমাণ ঋণ ধারণা আছে কি আপনার..?
ফরিদপুর কুয়াকাটা ফোর লেন রাস্তা কি তাহলে হবে না?
@@marufhassan3572 বাংলাদেশীরা কখনো কোনো সঠিক দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় বিবেচনা করে না.. আর rin এর ক্ষেত্রেও তাই 😅
হাসিনা থাকলে বলে দেশ উন্নতি হবে। মেট্রোরেল হবে
আর এরা এসে বলে বিদ্যুৎ রাস্তাঘাট , ব্রিজ , একমাত্র গভীর সমুদ্র বন্দর সব নাকি বিলাসিতা। হায়রে সাধিনতা।
এই হলো হাসিনা আর অন্যদের মদ্ধ্যে পার্থক্য।
আপনি একটু ধারনা দেন,, দেশ বেচা লাগবো নাকি,,,,? @@marufhassan3572
কালুরঘাটে নতুন সেতুর পরিবর্তে, নদীর তলদেশে ১টি টানেল দিলে ভালো হয়,
বিনীত অনুরোধ করছি
কিন্তু প্রকল্পগুলো তো সবই গুরুত্বপুর্ন, বিশেষ করে কালুর ঘাট সেতু আর বরিশালের ৪ লেন সড়ক।
কালুরঘাট সেতুর বিকল্প নেই পুরানো সেতু বারবার সংস্কার করে চলছে এটা দ্রুত সময়ে নতুন সেতু প্রয়োজন
কালুরঘাট সেতু খুবই গুরুত্বপূর্ণ
চট্টগ্রাম -কক্সবাজার হাইওয়ে রোডের চারলেন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন দরকার। প্রতি দিন এই দুই লাইনের সড়ক দুর্ঘটনায় মানুষ আহত নিহিতের ঘঠনা ঘটে।রীতিমতো মৃত্যুপুরিতে পরিনত হয়েছে সড়কটি😢😢😢
Bhai era esob bujbe na...lab nai
Deshe r unnoyon hobe na
কালুরঘাট সেতু প্রকল্পটি বাদ দেওয়া উচিত হয়নি।
চিলমারী নদীবন্দর না তিলমারী নদী বন্দর😮কারেকশন জরুরী।
কালুরঘাট সেতু টা খুবই দরকার এই সেতু হবে শুনতেছি ২০/২৫ বছর যাবত। যে সেতু আছে তা খুবই ঝুঁকিপূর্ণ। এই সেতু নিয়ে সব সরকারই বৈষম্য করে গেলো। এই সেতুর ব্যাপারে রিভিউ করলে ঐ সেতুর উভয় পাশের মানুষই উপকৃত হতো।
কালুরঘাট সেতু ঐ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি বিবেচনা করা হোক। প্রধান উপদেষ্টা বিষয়টি জানাার কথা।
আস্তে আস্তে বাজেট আরো কমবে
এই দেশে আগামী ১০ বছরে ৫০ বছরের পিছনে পরবে
কালুরঘাট সড়ক এটা অনেক গুরুত্বপুর্ন, চট্টগ্রামে এখনো যে সেতু ব্যবহার হচ্ছে কাটের সেটা ব্রুটিশদের হাতে করে যাওয়া অনেক পুরোনো সেতু, রেল আসলে গাড়ি যেতে পারেনা গাড়ি গেলে রেল যেতে পারেনা, এক লাইনের গাড়ি আসলে অন্য লাইনের গাড়ি আসতে পারেনা, এইখানে ব্যয়বহুল জানি, তবে প্রতিটা প্রকল্প দেশের জন্য খুব গুরুত্বপুর্ন, এইসব বাদ না দিয়ে বিবেচনায় রাখুন, সেইখানে মুলত কাজের নামে টাকা প্রাচার হয়েছে বেশি, যেইখানে দুই কোটি লাগবে সেইখানে ৮ কোটি খরচ এর হিসাব বসাইছে এইসব সংশোধন করলে কাজ সব করা সম্ভব
উন্নয়ন বাজেটে কালুরঘাট সেতু রাখার জোর দাবি জানাচ্ছি
কালুরঘাট রেল ও সড়ক সেতু প্রকল্প টা রাখা দরকার। রাখা উচিত।।
সবাই আলহামদুলিল্লাহ বলি
কালুরঘাট সেতু আমাদের খুব দরকার। পদ্মা সেতুর মতো বিগ বাজেট না, একটা সাধারণ নিরাপদ সেতু। ফেরিতে চলাচল অত্যন্ত কষ্টকর। বৃষ্টি বেশি হলেই বন্ধ হয়ে যায়। বিদ্যামান সেতুতে বেশি গাড়ি উঠতে পারে না।
মেট্রো প্রজেক্ট গুলো একেবারে বাদ না দিয়ে ধীরে হলেও চালু রাখা দরকার। রাজধানী ঢাকার ভয়াবহ যানজট থেকে মুক্তি পেতে এমআরটি ভূমিকা অপরিসীম। আশাকরি সরকার এদিকটায় নজর দিবেন।
Unnoyon diye ki hbe.. sadhinotar sukh nen
Kalurghat bridge khubi important... Plus ghurnijhor asrhoi kendro tao thaka dorker...
কালুরঘাট সেতু কোন ভাবেই বিলাসী উন্নয়ন নয়। এ সেতুর দাবী বহু বছর ধরে বোয়ালখালী বাসী করে আসছেন।
হবেনা
বুঝে মন্তব্য করবেন, কালুরঘাট সেতুকে বিলাসী উন্নয়ন বলা হয় নাই
সহমত
@@smalamin8618 কি বলা হয়েছে? দয়া করে বলবেন
কালুরঘাট সেতু টা বাদ দেওয়া উচিত হয় নাই,,
আশা করি পূর্ণ বিবেচনা করবে
কোন মেগা প্রকল্প বন্ধ করা যাবে না ১০০% সততার সথে কাজ করতে হবে দেশ উন্নয়ন করার দরকার আছে
উন্নয়ন মানে কি শুধু দেশের টাকা+ বিদেশ থেকে ধার করে হলে খরচ করা?
উন্নয়ন মানে টাকা কিভাবে আসবে সেটা আগে দেখা।
আয় বুঝে ব্যয় করাকে বুদ্ধিমান বলে। আর আয়কে ধ্বংস করে মৌলিক চাহিদা বাদ দিয়ে শুধু ইটের দালানের পেছনে সব ঢেলে দেওয়াকে উন্নয়ন বলেনা।
এতোদিন উনি উন্নয়নের নামে মানুষকে শুধু রেল,রাস্তা,ব্রিজ এগুলোই বুঝিয়েছে। দেশের মানুষের কর্মসংস্থান, ব্যবসা ক্ষেত্রে,কৃষি ক্ষেত প্রসার করা, দেশের উৎপাদন বৃদ্ধি, দেশের মানুষকে মানব সম্পদে পরিণত করা, এসব হলো আসল উন্নয়ন।
যার মাধ্যমে দেশের আয় বাড়বে৷ আর তখন এইসব ব্রিজ,রেল, রাস্তা করতে বিদেশ থেকে ধার করতে হবেনা। আর অপ্রয়োজনীয় কোনো কিছুই দেশের উন্নয়ন বয়ে আনেনা।
উন্নয়ন তো হবেই দেশের ব্যাংক লোট করেছে আওয়ামীলীগ সরকার দেশের রিজার্ভ এ ডলার নেই হুদাই ঋণ করে এনে প্রকল্প করার চেয়ে না করাই ভালো। এমনিতেই ঋণের পরিমাণ অনেক বেশি।
@@sayedofficial1272চুরি করার পরেও শেখ হাসিনার যাওয়ার আগ পর্যন্ত 26 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল আর অন্তর্বর্তী সরকার আসার পরে চুরি না করে ও 6 বিলিয়ন ডলার রিজার্ভ কেমনে হয়
কালুরঘাট সেতু অনেক অবহেলিত। এটির কারণে মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।তাই প্রকল্পটি বাস্তবায়ন অত্যন্ত জরুরি
চলমান প্রকল্প আবার তাড়াতাড়ি চালু করা দরকার
সঠিক সিদ্ধানত আয় বুঝে ব্যয় করা ভালো।বাংলাদেশ বর্তমানে হাজার হাজার কোটি টাকা ঋন আছে।আগে এই ঋন শুদ করা দরকার
হাজার হাজার নয় ভাই, লক্ষ লক্ষ বলেন।
সিঙ্গাপুরে, মালয়শিয়ায়, সুইজারল্যান্ড খুব কম জনসংখ্যা দেশে ঋন জানেন, জানলেন মাথা কপালে উঠবে 🤣
ফরিদপুর থেকে অন্তত বরিশাল পর্যন্ত ৪ লেনর রুটটি করা দরকার। এখানে ২ লেনের রাস্তায় অনেক দূর্ঘটনা ঘটে সব সময়।এই বিষয়টি নিয়ে আর একবার ভাবা দরকার।
ফরিদপুর - কুয়াকাটা মহাসড়কের ভূমি অধিগ্রহণ করে ৪ লেনে উন্নিত করা খুবেই জরুরী। এখানে চিকন রাস্তার জন্য রোজ অনেক প্রান হানী ঘটে।
Hmm অনেক গুরুত্বপূর্ণ এইটা,
কালুরঘাট সেতুর প্রপোজাল টা বাজেট কমিয়ে হলেও বাস্তবায়ন জরুরি। টানেলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রজেক্ট। এটা এভাবে ফেরত পাঠানো ঠিক হয়নি।
সামরিক বাজেট যেন ছোট না হয়! দরকার পড়লে প্রতিবছর সামরিক শক্তি বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছ থেকে নেওয়া হোক!
আরো কমানো উচিত।
abaler abal. tomare economic upodeshta banano hok
Pakistan er dekano pothe egie Jaan ....Sara duniya ghure Pakistan er moto vikkha korte parben
১. কালুরঘাট সেতু
২. ফরিদপুর -কুয়াকাটা ৪ লেন
৩. রংপুর সিটি করপোরেশন সড়ক সম্প্রসারণ
........এই কাজ গুলা করা দরকার গুরুত্ব বিবেচনায়,,,, সব উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেলেতো দিনশেষে দেশেরই ক্ষতি
এই প্রকল্প গুলো বন্ধ করবেন কেন? যদি খরছ বেশি দেখানো হয় তাহলে কিভাবে কমানো যায় সেই আলোচনা করুন, আগের সরকারের নেয়া কাজ গুলো বন্ধ মানে আপনারা দেশ চালাতে পারছেন না।
ধন্যবাদ এদিকে নজর দেয়া খুবই প্রয়োজনীয়
কালুরঘাট সেতু প্রকল্প বাদ দেওয়া ঠিক হয় নাই 😢
চিন্তা কইরেন না ভাই ভবিষ্যতে আর্থিক সমস্যা সমাধান হলে এটা নিশ্চয়ই করা হবে
ফরিদপুর থেকে কুয়াকাটার প্রকল্প পুনর্বিবেচনা করা উচিৎ, কেননা এই মহা সড়কটি খুবই গুরুত্বপূর্ণ।
কালুরঘাট দরকারঈ
ভালো,,, পরে বাজেটে যেগুলা প্রয়োজন সেগুলো যাতে সব করা হয়
গ্রামের দিকে একটু নজর দিবেন । বর্ষাকালে গ্রামের রাস্তা ঘাট দিয়ে চলাচল করা খুবই কষ্ট সাধ্য।
আলহামদুলিল্লাহ খুবই ভালো উদ্দেগ
বাজেট পূর্নমূল্যায়ন করা দরকার ছিল। প্রকল্প বন্ধ করা উচিৎ হবে না✅
খুবই বাজে ডিসিশন। এইসব মেগা প্রজেক্ট থেকে যে পরিমান রেভেনিউ হয় তা দিয়ে দেশ সামনে আগায়। ইউরোপ, আমেরিকা একদিনে হয় নাই, ওদের অনেক গুলা জেনারেশন কষ্ট করে গেছে। এখন তার মজা বহু জেনারেশন ধরে পাচ্ছে। লোনের প্রথম দিকে একটু কষ্ট হবেই।
ভাঙ্গা টু কুয়াকাটা ৪ লেন সড়কের খুবই জরুরি, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ।
আলহামদুলিল্লাহ।
সঠিক সিদ্ধান্ত।আগে দেশের মানুষের অল্প আয়ের মধ্যে ভালো জীবনযাপন নিশ্চিত করা দরকার। এরপর উন্নয়ন। মানুষ যখন পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমাতে পারবে তখন উন্নয়ন ও হবে ইনশাআল্লাহ।
Ekdomi wrong decision. Europe, america 1 dine unnoti kore nai. Oder koekta generation kosto kore geche. Akhon bohu generation oigula utilise kore unnoti korei jacche
হাসিনা থাকলে বলে দেশ উন্নতি হবে। মেট্রোরেল হবে
আর এরা এসে বলে বিদ্যুৎ রাস্তাঘাট , ব্রিজ , একমাত্র গভীর সমুদ্র বন্দর সব নাকি বিলাসিতা। হায়রে সাধিনতা।
এই হলো হাসিনা আর অন্যদের মদ্ধ্যে পার্থক্য।
ডিম কয়টাকা করে খান
সরকারি ভুমিহিন ঘর গুলো কি আর দিবে এই অন্তরবর্তী সরকার কেউ জানলে আমাকে জানাবেন প্লিজ
আমরা উত্তরবঙ্গের মানুষ, তবুও জানি কালুরঘাট সেতু খুব নাজুক, এটা মেরামত দরকার। তবে পাশে নতুন সেতু হলে এটার আর টাকা খরচ করে মেরামতের দরকার নেই। যদিও এই কাজ বন্ধ সাময়িক, অর্থে দেশ সমৃদ্ধ হলে আবার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া শুরু হবে। তাই এই পর্যন্ত অপেক্ষায় রইলাম। ❤
আল্লাহর নামনিয়ে এগিয়ে যান।
ভালো সিদ্ধান্ত। এখন আমাদের দেশের এই পরিস্থিতি নেই যে এত বড় প্রকল্প তৈরি করা যাবে। আশা করছি অর্থনৈতিক অবস্থা ভালো হলে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো তৈরি করা যাবে।
মাশাআললাহ
উন্নয়ন প্রকল্প গুলো বাত দেওয়া কি যৌক্তিক। আপনারা কম খরচে এগুলো বাস্তবায়ন করে দেখাতেন। এগুলোর তো দরকার আছে মানুষের জীবন মান উন্নয়নের।
দূর্রনিতী বন্ধ হলে আইনের সঠিক প্রোয়োগ।হলে, কর্মসংস্থান সৃষ্টি হলে তবেই সান্তি আসবে।
উন্নয়ন প্রকল্প প্রয়োজনে স্থগিত করে রাখা যেতো আপাদত
কর্ণফুলী টানেলের কোন কাজই নাই।এইরকম বহুত আজগুবি প্রকল্প আছে দেশে।বন্ধ করাটাই উচিত।সালমান এফ রহমান তো বলেছেই যে হাসিনা জোর দিতেন তাড়াতাড়ি প্রকল্প নিতে এবং তার ভাগ বুঝে নিতে।
পদ্মা সেতু তৈরিতে বেশি টাকা লেগেছে সেখানে কালুরঘাট সেতু সাশ্রয়ী বাজেট করে একটা দৃষ্টান্ত স্থাপন করার দরকার ছিল।
ব্যয় কমলে জিনিসপত্রের দাম কমবে,আশা করি
Na barbe😢
মানুষের কর্ম হারাবে
শেখ হাসিনা সরকার থাকলে সব প্রকল্প গুলো বাস্তবায়ন হতো। দেশের উন্নয়ন প্রকল্প গুলো আরো বৃদ্ধি পেত। জানি অদূর ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে থমকে যায় কিনা।
সঠিক সিদ্ধান্ত 👍
ভাগ্য ভালো পদ্দা সেতু আগেই হয়ে গেছে 😂 নইলে এটাও বাদ দিতো
পিছনের ঘটনা গুলো জানার চেষ্টা করেন আগে,
১০ হাজার কোটির ব্রিজ ৪০ হাজারে নিয়ে গেছে আপনার আব্বা (হাসিন-মোদি) আম্মার পকেট ভরার জন্য এইরকম হাজারো উদাহরণ আছে 😡
Ktha sotto😂
Thik bolsen
আপনি রাইট কথা বলছেন
ফরিদ, মহিপুর,কুয়াকাটা সড়ক ৪ লেন করা অতীব জরুরী, কাটছাটের নামে এসব মেঘাপ্রকল্প বন্ধ করা জনহিতকর হবেনা। যদি এসব প্রকল্প অতিরিক্ত বাজেট ধরা হলে সেটা সংশোধন করা যেতে পার।
কালুরঘাট রেল সড়ক সেতুর জন্য কবে থেকে যে আন্দোলন চলে। এটা বাদ কেন?
আর চট্টগ্রামে মেট্রোরেল দরকার।
চট্টগ্রামে মেট্রোরেল অপচয় ছাড়া কিছু না,
তবে কালুরঘাট সেতুটা দরকারী ছিল।
@@-_MahediHasan অপচয়? রাস্তাঘাটে জ্যাম দেখছেন? ৯০ লাখ শহরের মানুষে কেউ চড়বে নাহ মনে করেন??
এখন যারা আছেন সবাই মেধাবী ও স্বচ্ছ । আশাকরি সবাই দেশের মানুষের চিন্তা করবেন।স্বৈরাচারীর মতো নিজের চিন্তা করবেন না।
হয় ওরা ওদের জমি বিক্রি করে দেশের কাজে লাগাবে।
সবার একাউন্টের হিসাব নিয়ে দেখ এক মাসে কত ইনকাম হয়েছে। 😂
@@shemulparvez4001 যাদের ইনকাম বন্ধ করে দিয়েছে তারা এখন পাগলের প্রলাপ করবে এটাই স্বাভাবিক। 🤣🤣
পীর দরবেশ সবাই তাই বিদ্যুৎ নাই
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাআল্লাহ ❤
আমাদের প্রাণের দাবী নতুন কালুরঘাট সেতু চাই....😥
ডা. ইউনুছ স্যার এর দৃষ্টি আকর্ষণ করছি... 😢🙏
এসে সেতু কারণে হাজার হাজার মানুষের প্রাণ চলে গেলো...😢
ডা শফিকুর রহমান বাংলা দ্বিতীয় ভাসানী ডা ইউনুস বাংলার দ্বিতীয় বাঘ দাদাবাবুরা চিন্তায় আছে
কালুরঘাট পুরনো ব্রিজ টা সবাই মিলে ভেংগে ফেলা উচিৎ।
না হলে, কালুরঘাটে নতুন ব্রিজ আর হবে না 😢