সমস্যা টা হলো,আমার এবং আমার স্বামীর নামে ১.৫ শতক করে টোটাল ৩ শতক জমি আছে,যেটা আমরা গত বছর নভেম্বর এ কিনেছি ব্যাংক লোন নিয়ে।বিক্রি করে দিব বিধায় এটা আমি এই বছর আয়কর রিটার্ন এ দেখায় নি,এখন সম্পত্তির হিসাবে খ নং ঘরে এটা কিভাবে দেখাবো? ১.৫ ক্রয় সুত্রে নিজ ১.৫ ক্রয় সুত্রে স্বামী এরকম হবে নাকি ৩ শতক ক্রয় সুত্রে নিজ+স্বামী এরকম হবে? জানালে উপকৃত হবো।
@@Dilipsaly06 ধন্যবাদ আপু, আমি অন্য একটা মেইল থেকে চেক করছি। অবশ্যই আপনার স্বামী যদি কোম্পানি চাকরি করে বা সরকারি চাকরি করে তার এনআইডি দিয়ে যা কিছু আছে সবই দিতে হবে। এই ক্ষেত্রে সম্পদ অর্জিত হয়েছে কার নামে সেখানে অপশন স্বামী লিখে দিবেন।
অলংকার আমার নামেও আছে স্ত্রীর নামেও আছে আয়কর রিটার্ন অনুযায়ী। সঞ্চয়পত্র আমার নামেও আছে স্ত্রীর নামেও আছে। তাহলে সেটা কিভাবে লিখব। একই ঘরে কি দুইজনের তথ্য লেখা যাবে?
ধন্যবাদ স্যার! আপনার এবং আপনার স্ত্রীর নামে যে অলংকার এবং সঞ্চয়পত্র দুইজনের তথ্য দিতে হবে । এর জন্য আপনি এমএস ওয়ার্ড কাজ করে নিতে পারেন। আর তা না হলে একাধিক কাগজ যুক্ত করে দিতে পারেন ।
সমস্যা টা হলো,আমার এবং আমার স্বামীর নামে ১.৫ শতক করে টোটাল ৩ শতক জমি আছে,যেটা আমরা গত বছর নভেম্বর এ কিনেছি ব্যাংক লোন নিয়ে।বিক্রি করে দিব বিধায় এটা আমি এই বছর আয়কর রিটার্ন এ দেখায় নি,এখন সম্পত্তির হিসাবে খ নং ঘরে এটা কিভাবে দেখাবো?
১.৫ ক্রয় সুত্রে নিজ
১.৫ ক্রয় সুত্রে স্বামী
এরকম হবে নাকি
৩ শতক ক্রয় সুত্রে নিজ+স্বামী
এরকম হবে?
জানালে উপকৃত হবো।
১.৫ ক্রয় সুত্রে নিজ
১.৫ ক্রয় সুত্রে স্বামী Or ৩ শতক ক্রয় সুত্রে নিজ+স্বামী dite paren . No problem. thank you
Excellent
বাচ্চার জন্ম নিবন্ধ করা হয়নি।
ওখানে কি লিখব
বাচ্চার জন্ম নিবন্ধ ঘরে ডট দিয়ে যান। কিন্তু জন্ম তারিখের জায়গায় তারিখ দিয়ে দিবেন।
মিলিওনিয়ার স্কিম এর টাকা কোন ঘরে লিখব- সঞ্চয় স্কিম এর ঘরে , না DPS এর ঘরে ?
সঞ্চয় স্কিম এর ঘরে যাবে। ধন্যবাদ
আসসালামু আলাইকুম আমি এই ফর্মটা পূরণ করতে পারছি না এর কারণ আমি এই ফর্মটা এডিট করতে পারছি না কিভাবে এডিট করতে হয় আমাকে অবশ্য জানাবেন
একটা MS Word এ এমন একটা ফর্ম তৈরি করে নেন। ধন্যবাদ
এই ফর্মটা এডিট করতে পারছি না কিভাবে এডিট করতে হয় জানাবেন
এটা তো PDF ফর্ম ।এটা তো এডিট করা যাবে না । ধন্যবাদ
কর্মচারী অবিবাহিত হলে তার তথ্য প্রদানের প্রক্রিয়া কি?
কর্মচারী অবিবাহিত হলে শুধু কর্মচারী তথ্য প্রদানের করবেন। যেই ঘরের তথ্য থাকবে সেখানে প্রযোজ্য নাই লিখে দিবেন । ধন্যবাদ
Thank you
thank you
আপু আমার স্বামী প্রাইভেট কোম্পানিতে জব করে। এখন আমার সম্পদ বিবরণীতে কি ওর কি কি আছে এগুলো উল্লেখ করতে হবে।
@@Dilipsaly06 ধন্যবাদ আপু, আমি অন্য একটা মেইল থেকে চেক করছি। অবশ্যই আপনার স্বামী যদি কোম্পানি চাকরি করে বা সরকারি চাকরি করে তার এনআইডি দিয়ে যা কিছু আছে সবই দিতে হবে। এই ক্ষেত্রে সম্পদ অর্জিত হয়েছে কার নামে সেখানে অপশন স্বামী লিখে দিবেন।
@@Dilipsaly06 আশা করি উত্তর পেয়ে গেছেন যদি এরপরেও বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে নক করবেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ।
অলংকার আমার নামেও আছে স্ত্রীর নামেও আছে আয়কর রিটার্ন অনুযায়ী। সঞ্চয়পত্র আমার নামেও আছে স্ত্রীর নামেও আছে। তাহলে সেটা কিভাবে লিখব। একই ঘরে কি দুইজনের তথ্য লেখা যাবে?
ধন্যবাদ স্যার! আপনার এবং আপনার স্ত্রীর নামে যে অলংকার এবং সঞ্চয়পত্র দুইজনের তথ্য দিতে হবে । এর জন্য আপনি এমএস ওয়ার্ড কাজ করে নিতে পারেন। আর তা না হলে একাধিক কাগজ যুক্ত করে দিতে পারেন ।
একই ঘরে না লিখে ঘর বাড়িয়ে নিয়ে তথ্য লিখেন । ধন্যবাদ।
টিন করি নাই এটা কি দিতেই হবে?
Yes, Sir
Tin Certificate আগে করবেন। এবং টিন নাম্বার টা দিবেন।
nice
Thank you so much
nice
thank you