ইহু‌দিরা কিভা‌বে ইসর‌া‌ইল রাষ্ট্র গঠন কর‌লো।ইসরা‌য়েল রা‌ষ্ট্রের ইতিহাস|History of israel@Tothefocus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • ইসরা‌য়েল রা‌ষ্ট্রের ইতিহাস।ইহু‌দিরা যেভা‌বে ইসার‌য়ের রাষ্ট্র গঠন কর‌লো‪@ToTheFocus‬
    মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন নামে যে এলাকা, সেটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। তখন ফিলিস্তিনে যারা থাকতেন, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল আরবরা, সেই সঙ্গে ছিল কিছু ইহুদীও। কিন্তু এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে, যখন আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে দায়িত্ব দেয় ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।
    ইহুদিরা এই অঞ্চলকে তাদের পূর্বপুরুষদের দেশ বলে দাবি করে। কিন্তু আরবদেরও দাবি, এই ভূমি তাদের এবং এবং তারা ইহুদিদের জন্য সেখানে রাষ্ট্র গঠনের চেষ্টার বিরোধিতা করে। ১৯২০ থেকে ১৯৪০ দশকের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদি ফিলিস্তিনে যেতে শুরু করে এবং তাদের সংখ্যা বাড়তে থাকে। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ংকর ইহুদি নিধনযজ্ঞ১৯৪৭ সালে জাতিসংঘে এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে দুই টুকরো করে দুটি পৃথক ইহুদি ও আরব রাষ্ট্র গঠনের কথা বলা হলো। জেরুজালেম থাকবে একটি আন্তর্জাতিক নগরী হিসেবে। ব্রিটিশরা এই সমস্যার কোনো সমাধান করতে না পেরে ১৯৪৮ সালে ফিলিস্তিন ছাড়ে। ইহুদি নেতারা এরপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। বহু ফিলিস্তিনি এর প্রতিবাদ জানান এবং এরপর যুদ্ধ শুরু হয়। প্রতিবেশী আরব দেশগুলোর সৈন্যরাও যেখানে যায় যুদ্ধ করতে। হাজার হাজার ফিলিস্তিনিকে তখন ঘরবাড়ি ফেলে পালাতে অথবা চলে যেতে বাধ্য করা হয়। ফিলিস্তিনিরা এই ঘটনাকে 'আল নাকবা' বা ‘মহাবিপর্যয়’ বলে থাকেন।
    জেরুজালেম নগরী ভাগ হয়ে যায়, ইসরায়েলি বাহিনী দখল করে নগরীর পশ্চিম অংশ, আর জর্ডানের বাহিনী পূর্ব অংশ। দু’পক্ষের মধ্যে যেহেতু কখনোই কোনো শান্তিচুক্তি হয়নি, তাই উভয় পক্ষই অপর পক্ষকে দোষারোপ করতে থাকে। দুই পক্ষের মধ্যে পরের দশকগুলোতে এরপর আরও বহু যুদ্ধ হয়েছে। ১৯৬৭ সালে আরেকটি যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর, সিরিয়ার গোলান মালভূমি, গাজা, এবং মিশরের সিনাই অঞ্চল দখল করে নেয়। বেশিরভাগ ফিলিস্তিনি শরণার্থী থাকেন গাজা এবং পশ্চিম তীরে। প্রতিবেশী জর্ডান, সিরিয়া এবং লেবাননেও রয়েছেন অনেক ফিলিস্তিনি। ইসরায়েল এখন পুরো জেরুজালেম নগরীকেই তাদের রাজধানী বলে দাবি ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়। পুরো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে কেবল যুক্তরাষ্ট্রসহ হাতে গোনা কয়েকটি দেশ। গত ৫০ বছর ধরে ইসরায়েল এসব দখলীকৃত জায়গায় ইহুদি বসতি স্থাপন করে যাচ্ছে।
    --------------------
    History of israel,ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের কারণ, তথাকথিত ফ্লোটিং রক, ইসরাইলের জন্মের ইতিহাস, ফিলিস্তিনদের তাড়িয়ে যেভাবে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়েছিল, ফিলিস্তিনদের তাড়িয়ে যেভাবে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়েছিল, পৃথিবীর ভয়ংকর নিদর্শন, ইসলামের শত্রু ইহুদি রাষ্ট্র ইসরাইল সম্পর্কে কিছু অবাক করা তথ্য, ইসলামের শত্রু, ইহুদি রাষ্ট্র ইসরাইল, ইসরাইল, ইসরাইলের জন্ম কিভাবে, জেরুজালেম, ইসরাইলের ইতিহাস, আরব-ইসরাইল যুদ্ধ, মধ্যপ্রাচ্যের রাজনীতি, জেরুজালেমের ইতিহাস, ফিলিস্তিন,ইসরাইল ফিলিস্তিন ইতিহাস, ইসরাইল ও ফিলিস্তিন যুদ্ধের কারণ, ইহুদিদের ইতিহাস, ফিলিস্তিনের বর্তমান অবস্থা, ইসরাইলের বর্তমান অবস্থা, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস, Israel state history in bangla, ইসরাইল ও ফিলিস্তিনের ইতিহাস, ইসরাইল কেন এত শক্তিশালী, ইহুদি ইসরাইল রাষ্ট্রের জন্ম ইতিহাস, ইসরায়েল, ইহুদি, ফিলিস্তিন, ইতিহাস, Israel, Palestine,
    ইসরায়েল, প্যালেস্টাইন, ফিলিস্তিন,ইসরাইল, ইসরাইলের জন্ম কিভাবে, জেরুজালেম, পশ্চিম তীর, গাজা, ফিলিস্তিন, জেরুজালেমের ইতিহাস, যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হল, middle east, gaza, arab israel war, ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের কারণ, ইসরাইলের জন্মের ইতিহাস, ইহুদি রাষ্ট্র ইসরাইল, মধ্যপ্রাচ্যের রাজনীতি, আরব-ইসরাইল যুদ্ধ, নেতানিয়াহু, হামাস, গাজায় হামলা, ইসরাইলের ইতিহাস, ইসরায়েল রাষ্ট্রের জন্ম, যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল।, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, ইসরায়েল রাস্ট্রের জন্ম, hamas,ইসরায়েলের ইতিহাস, ইসরায়েলের সামরিক শক্তি, ইজরায়েলের ইতিহাস, ইসরায়েলের মিসাইল, হিজাবুল্লা, আধুনিক সমরাস্ত্র,israel map, how did israel became a country, how israel was created, israel history, israel palestine conflict, palestine and israel, Palestine, Israel, Zionist movement, Jewish state, Jerusalem, formation of israel, West Bank, the Six-Day War, Nakba, Gaza, al aqsa mosque, Israel Raid, Palestinian Rights, west bank, israel, israeli settlements, history of israel, creation of israel, Sheikh Jarrah, Palestinians under attack, palestine israel, israel palestine, masjid al aqsa ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, ইসরালের ইতিহাস, ফিলিস্তিনের ইতিহাস আরব, ইহুদি, মুসলিম, নেতানিয়াহু,latest bangladeshi news, Breaking News, Bangladesh news, Bangla TV news, bangla news online, Jamuna TV, international news, global news, International Politics, international updates, hamas vs israel fight, hamas vs israel, hezbollah vs israel, hezbollah attack israel, News Bangladesh,Arab, Israel, Palestine, Israel history, Palestine History, Israel Palestine war, United Nation, Benjamin Netanyahu, israel palestine conflict, israel news, israel palestine conflict history, israel palestine, israel gaza, benjamin netanyahu, hamas israel war, israel and palestine history, palestine, netanyahu, benjamin netanyahu interview, israel‪@ToTheFocus‬
    ---------------------
    #ইসরা‌য়েলরা‌ষ্ট্রেরইতিহাস
    #ইহু‌দিরাযেভা‌বেইসার‌য়েররাষ্ট্রগঠনকর‌লো
    #Israelhistory
    #israelpalestineconflict
    #Tothefocus

ความคิดเห็น • 16

  • @sakherbaul8114
    @sakherbaul8114 10 หลายเดือนก่อน +2

    ইতিহাস জানা গেল

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน +1

      ধন‌্যবাদ সা‌থে থাকার জন‌্য।

  • @LikhonSarkerHimel
    @LikhonSarkerHimel 10 หลายเดือนก่อน

    বাহ, তথ্যবহুল ইতিহাস

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน

      মতাম‌তের জন‌্য ধন‌্যবাদ।

  • @ahmedsharif9245
    @ahmedsharif9245 10 หลายเดือนก่อน

    তথ্যবহুল ভিডিওটা ভালে লাগলো।

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน

      মতাম‌তের জন‌্য ধন‌্যবাদ।

  • @muhammadsalauddin6081
    @muhammadsalauddin6081 10 หลายเดือนก่อน

    Very informative video

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน

      Thanks for your feedback.

  • @MediaExpertbd
    @MediaExpertbd 10 หลายเดือนก่อน

    খুবই তথ‌্যবহুল ভি‌ডিও।

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน

      মতাম‌তের জন‌্য ধন‌্যবাদ।

  • @romanaaney6735
    @romanaaney6735 10 หลายเดือนก่อน

    অনেক কিছু জানলাম ধন্যবাদ।

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน

      মতাম‌তের জন‌্য ধন‌্যবাদ।

  • @abrarzawad2722
    @abrarzawad2722 10 หลายเดือนก่อน

    স‌ত্যিই ভি‌ডিও দে‌খে ইসরাইল এর প্রকৃত ই‌তিহাস জানলাম। ধন‌্যবাদ।

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน +1

      মতাম‌তের জন‌্য ধন‌্যবাদ।

  • @user-bk1pl9kk8v
    @user-bk1pl9kk8v 10 หลายเดือนก่อน

    Very current issues.thanks.

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน

      Thanks for your comments.