Success Story of Shivam Dube
ฝัง
- เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024
- শিভাম দুবে ১৯৯৩ সালের ২৬ জুন ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম রাজেশ দুবে ও মায়ের নাম মাধুরি দুবে। প্রিয়াঙ্কা প্রভু ও পুজা দুবে নামের দুইজন বোন রয়েছে শিভামের। পড়াশোনা করেছেন Hansraj Morarji Public School, Mumbai ও Rizvi College of Arts, Science and Commerce থেকে। শিভামের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, ওজন আনুমানিক ৮১ কেজি।
চন্দ্রকান্ত ক্রিকেট একাডেমীতে মাত্র ৬ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন। আর্থিক সমস্যার কারণে ১৪ বছর বয়সে তিনি ক্লাব ক্রিকেট ছেড়ে দেন। ৪ বছর পর চাচা রমেশ দুবের সহযোগিতায় আবার পেশাদার ক্রিকেট শুরু করেন। ২০১৬ সালের ১৮ জানুয়ারি সৈয়দ মোশতাক আলী ট্রফিতে বারোদা দলের বিপক্ষে মুম্বাই দলের হয়ে ঘরোয়া লীগে খেলা শুরু করেন। ২০১৭ সালের ৭ ডিসেম্বর কর্নাটকের বিপক্ষে রঞ্জি ট্রফিতে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় তাঁর। সেই ম্যাচের প্রথম ইনিংসে বল করে ৫ উইকেট নেন ও ২য় ইনিংসে ৭১ রান করেন। যদিও তাঁর দল মুম্বাই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল।
২০১৮ সালের ১৭ ডিসেম্বর বারোদার বিপক্ষে ১ ওভারে ৫টি ছয় মেরে আলোচনায় আসেন তিনি। মূলত সেটাই ছিল শিভামের ক্যারিয়ার টার্নিং পয়েন্ট। পরবর্তীতে ২০১৯ সালে T-20 Mumbai লীগেও তিনি প্রবীন তাম্বে র ১ ওভারে ৫ টি ছয় মেরেছিলেন। T-20 Mumbai লীগে টুর্নামেন্ট সেরাও হয়েছিলেন তিনি।
শিভাম দুবের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৯ সালের ৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে T-20 ম্যাচ দিয়ে। আর একমাত্র ODI খেলেছেন ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের আগেই অবশ্য আইপিএল শুরু করেছিলেন তিনি। ২০১৯ আইপিএলে RCB তাঁকে ৫ কোটি রূপিতে দলে নেয়। বর্তমানে ৪ কোটি রুপির বিনিময়ে ২০২২ আইপিএল খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এখন পর্যন্ত আইপিএল থেকে শিভামের মোট আয় ১৮ কোটি ৪০ লাখ রুপি।
২০২১ সালের ১৬ জুলাই Anjum Khan কে বিয়ে করেন। ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি ছেলে সন্তানের বাবা হন তিনি।
Shivam Dube, Shivam Dube Bio, Shivam Dube Biography, Shivam Dube Lifestyle, Shivam Dube Wife, Shivam Dube Family, Shivam Dube income, Shivam Dube IPL 2022, Shivam Dube Life Story