বোরকা পরলেই কি পর্দা করা হবে?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 33

  • @arifbillah1384
    @arifbillah1384 2 ปีที่แล้ว +2

    জাযাকাল্লাহু খাইরান

  • @safiulsekh2658
    @safiulsekh2658 2 ปีที่แล้ว +1

    Alhamdullilah khub sundor alochona

    • @BoishakhiTVIslam
      @BoishakhiTVIslam  2 ปีที่แล้ว

      Thanks for your opinion. Stay connected with Boishakhi TV

  • @rafiarafirafia1005
    @rafiarafirafia1005 3 ปีที่แล้ว +2

    অসাধারণ করে বুঝানো হয়েছে ❤️❤️

  • @islamboksh5845
    @islamboksh5845 3 ปีที่แล้ว +2

    Mashaallah onak sundor alochona

    • @BoishakhiTVIslam
      @BoishakhiTVIslam  3 ปีที่แล้ว

      বৈশাখী টিভির সাথেই থাকুন।

  • @ইমতিয়াজ-ড৮ণ
    @ইমতিয়াজ-ড৮ণ 3 ปีที่แล้ว +7

    প্রিয় হুজুর ,,,,,,,,,,,,,,,,,একটা কথা জানার ছিল? আপনারা পর্দার বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক কিছু জানান দেন lআমি জানতে চাই ভিডিওতে এসে মেয়েদের গজল বলাটা কতটা জায়েজ সে অনুষ্ঠানগুলো আপনারাই করেন????

    • @RehanaAkter-sf1fo
      @RehanaAkter-sf1fo 3 ปีที่แล้ว

      Ekmot

    • @shahriarislamshafi3773
      @shahriarislamshafi3773 3 ปีที่แล้ว

      উনি করেছেন বলে উনার এই কাজকে সবার উপর উপরে চাপিয়ে দিলেন?? শায়েখ আহমদুল্লাহ, খোন্দকার জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সহ প্রমুখ আলেমে দ্বীন যারা অফলাইনে সারা বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পাশাপাশি অনলাইন বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দ্বীনের দাওয়াতের চেষ্টা করেছেন করার চেষ্টা করছেন যারা মানুষেরা এগুলোর অপব্যবহার থেকে দূরে থেকে যতটুকু ভালো ব্যাবহার করা যায় ততটুকু করে। এবং অনেকে আলহামদুলিল্লাহ করছেন। সবাইকে এই দোষে দোষাণ্বিত করাতো কিছুটা আরজ আলী মাতব্বর এর মতো হয়ে গেল যে তার মৃত মায়ের ফটো ক্যামেরা দিয়ে তুলে ফেলায় ঐ এলাকার হুজুরগণ তার মায়ের জানাযা পড়ান নি ও পড়তে দেন নি বলে সে পুরো মুসলিম আলেম গোষ্ঠী থেকে শুরু করে পুরো ইসলামের বিরুদ্ধে চলে গিয়ে এখন নাস্তিকদের ওস্তাদ হয়ে বসে আছে।

    • @ইমতিয়াজ-ড৮ণ
      @ইমতিয়াজ-ড৮ণ 3 ปีที่แล้ว

      @@shahriarislamshafi3773 😪😪 আল্লাহ ভাই দোষী করলাম কোথায় l আমি তো জাস্ট জানতে চাইলাম আপনি কি বুঝেছেন আমি জানিনা l

    • @aizaislamnipa217
      @aizaislamnipa217 8 หลายเดือนก่อน +1

      দেখেন jodi, মেয়ের বয়স হয় ৮ ৯বা ১০, তাহলে তো তার জন্য পরিপূর্ণ পর্দা অবশ্যক না,,,,,,,, অতএব এইরকম বয়সী মেয়েদের কন্ঠের গজল, পুরুষরা শুনতে পারবে। 😊

  • @msjgg4947
    @msjgg4947 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ

  • @Aorat
    @Aorat 5 หลายเดือนก่อน

    হুজুর চোখ ঢেকে পরদা করা যাবে দলিল সহ জানাবেন প্লিজ

  • @danasishmajumder9695
    @danasishmajumder9695 8 หลายเดือนก่อน

    Amo kinyu jomdu. Apner kathgulo sundor

  • @rehanaakhter6659
    @rehanaakhter6659 ปีที่แล้ว

    হুজুর আমার একটা কথা জানার ছিল আমার সৎ ছেলেদের সাথে আমার পর্দা করতে হবে আর আমার সৎ মেয়ের জামাইর সামনে কি আমার পর্দা করতে হবে ইসলাম কি বলে এই বিষয় একটু জানাবেন দয়া করে

    • @MdBabu-r3o3y
      @MdBabu-r3o3y 7 หลายเดือนก่อน

      Na korte hobe na

  • @daulatunnesa6925
    @daulatunnesa6925 2 ปีที่แล้ว

    Alhamdulillah

  • @farjanakhanom3576
    @farjanakhanom3576 3 ปีที่แล้ว

    Sudhu hat khula rakhlay ki hoba...ami cok ar hat khula rakhi...

    • @kishanarabi8818
      @kishanarabi8818 3 ปีที่แล้ว

      সবার হাত সমান আকর্ষণীয় না। যাদের হাতের কবজি ও তালু তুলনামূলক ফর্সা ও আকর্ষণীয় তাদের হাতের তালু ঢেকে রাখা উচিত।

  • @bakibilla534
    @bakibilla534 3 ปีที่แล้ว

    Borkha porla ki saj goj kora jaba

    • @zawadzarif
      @zawadzarif 5 หลายเดือนก่อน

      মহিলাদের সামনে করা যাবে, সাজগোজ করে নন-মাহরাম এর সামনে যাওয়া যাবে না।

  • @pyrapyri7382
    @pyrapyri7382 3 ปีที่แล้ว +1

    আমি বুঝিনা কে এই ভিডিওটা তে dislike করসে. খুবই দু:খজনক 😔😔

  • @hasanrazing6910
    @hasanrazing6910 10 หลายเดือนก่อน +1

    মুখঢ়েকে অনেকে দুইনমবরির সুযোগ নেয় সেটা ও একটা সমস্যা। কয়দিন পর এটা নিয়ে ফতোয়া দিবে। কারো কথা নির্দিষ্ট না।

  • @rubenaakhtar8648
    @rubenaakhtar8648 4 ปีที่แล้ว +1

    মুখ খুলা রাখলে কি গুনা হবে

    • @kishanarabi8818
      @kishanarabi8818 3 ปีที่แล้ว

      আমাদের দেশের মেয়ে/মহিলাদের শাড়ির ব্যাপারে একধরনের সহজাত দুর্বলতা বা ভাললাগা লক্ষ্য করা যায়।
      আবার দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক হিসেবেও শাড়ি অনেকের দৃষ্টিতেই খুব শালীন, মার্জিত ও নির্দোষ একটি পোশাক বলে মনে হয়।
      অনেক দ্বীনি বোন‌ও শুধু "শাড়ি পরে পর্দা করা যায় ও ঘরের বাইরে বিচরণ করা যায়"---এমন একটা ফ্যান্টাসিতে ভোগেন।
      অথচ হিজাবের কথা বলতে গিয়ে আল্লাহ্ তাআলা গোপনীয় সৌন্দর্য প্রকাশ না করার কথা বলেছেন। আর সামাজিক অনুষ্ঠানগুলোতে নারীরা সাজ-সজ্জা ও সৌন্দর্য ফুটিয়ে তুলতেই শাড়ি পরে শতশত মানুষকে দেখিয়ে। কেউ কেউ শাড়ি পরে নামেমাত্র একটা স্কার্ফ দিয়ে মাথাটাই ঢাকে শুধু। থ্রি-কোয়ারটার বা কনু‌ই পর্যন্ত হাতার ব্লাউজে হাতটাও ঠিকমত ঢাকেনা, খোলা মুখে মেকাপের আস্তর লাগায়। এসব অনুষ্ঠানগুলোতে ১০০ জনের মাঝে এমন ১ জন মহিলা/মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা হিজাবের বিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাদামাটা ও মোটা কাপড়ের শাড়িকে ঢিলেঢালাভাবে নিকাবসহ হিজাব পালনের নীতিমালা মেনে পরিধান করেছে।
      তবে এমন অনেককেই দেখতে পাওয়া যায় যারা শ‍্যাম ও কূল দুই-ই রাখতে গিয়ে ফেস্টিভ লুক ও সাজ-সজ্জার উদ্দেশ‍্যে শাড়ি পরেন এবং সেটার মধ‍্যেই আক্ষরিকভাবে হিজাবটুকুও পালন হওয়ার মিথ‍্যা শান্তনা খোঁজার চেষ্টা করে থাকেন!
      বাস্তবতা একথাই বলে যে শাড়ির সার্থকতা হল সৌন্দর্য ও সাজ-সজ্জা প্রকাশ করার মাঝে। আর সৌন্দর্য ও সাজ-সজ্জা প্রকাশ এবং হিজাব পালন- এই দুইয়ের মাঝে সত‍্যনিষ্ঠ সমণ্বয় আদৌ সম্ভব নয়। হিজাব পরার দাবী করার পরেও যদি কাউকে এটেনশন সিক করার মতো সুন্দর বা আকর্ষণীয় দেখায় তখন তো সেটাকে হিজাব বলা যাবেনা।
      প্রথম আলোর নকশাসহ বিভিন্ন পত্রিকার লাইফস্টাইল ও ফ‍্যাশন বিষয়ক ফিচারগুলোতে শাড়ির নিরন্তর বন্দনা,,, বিভিন্ন গল্প-উপন‍্যাসের রোমান্টিক নায়িকা চরিত্রের রূপায়নে শাড়ি পরানো, অনলাইন-অফলাইনের বিভিন্ন পরিমণ্ডলে শাড়ির ব‍্যাপারে **পুরুষদের** কৌতুহলী ও আসক্ত দৃষ্টি, ভাবাবেগ ও মন্তব‍্য ইত‍্যাদি প্রমাণ করে শাড়ি নিছক সাড়ে বারো হাত লম্বা একটা পোশাক নয়। সময়ের ব‍্যবধানে বিবর্তিত, বিকশিত ও প্রজ্জ্বলিত বিপরীতমুখী আকর্ষণের অনুঘটক!
      বিভিন্ন পরিধান রীতিতে দেহকে আবৃত রেখেও সবকিছু প্রকাশ করে দেয়ার স্কোপটা শাড়িতেই সবচেয়ে বেশি---এই ম‍্যাসেজটাকেই আকাশ সংস্কৃতি তথা মিশ্র সংস্কৃতির এই যুগে মিডিয়া আর বিনোদনের মাধ্যমগুলোতে শাড়ি পরিহিত নারীর উপস্থিতির মাধ‍্যমে তুলে ধরা হচ্ছে।
      অনেকেই পর্দা রক্ষার ক্ষেত্রে শাড়ির নেতিবাচক দিকগুলোর কারণে শাড়িকে *সম্পূর্ন পরিত‍্যাজ‍্য বিবেচনা করে বসেন* ।
      অথচ বাসায় স্বামীর জন‍্য সাজসজ্জা ও আকর্ষণীয় সৌন্দর্য প্রকাশের উদ্দেশ‍্যে শাড়ি একটা *আদর্শ পোশাক* হতে পারে।
      আল্লাহ্'র হুকুম আর আনুগত‍্যের সীমারেখায় নারীরা তাদের সহজাত নারীসুলভ শখ আর আহ্লাদকে জলাঞ্জলী না দিয়ে পরম সার্থকতায় রূপ দিতে পারেন যদি তারা ঘরে প্রাইভেসী বজায় রেখে স্বামীর জন‍্য সাজসজ্জার উদ্দেশ‍্যে শাড়ি পরেন।
      এতে একদিকে স্ত্রীরা ঈবাদাতের নেকী পাবেন। দাম্পত‍্য জীবন‌ও মধুময় হয়ে উঠবে।