এত সুন্দর হৃদয় ভরা আলোচনা, যে এই বৃদ্ধ বয়সেও মনে হয়, আয়ুরবেদ পড়ার চেষ্টা করি । ডক্টর কুনাল সরকার, ডক্টর ভাস্বতী ভট্টাচার্য দুজনকে ধন্যবাদ জানানোর ভাষা নেই, শুধু একটাই নিবেদন এরকম আলোচনা আরও যেন আমরা ভবিষ্যতে পাই।
অসাধারণ। ডঃ ভাস্বতী যে ভাবে আমাদের ভারতবর্ষের হাজার বছরের পুরনো Ayurveda চিকিৎসার যে খুব মূল্যবান সেটা বোঝানোর চেষ্টা করেছেন তা অসাধারণ। সনাতন ধর্মে ও Ayurveda চিকিৎসার কথা ও বলা আছে।। 😊😊🙏🙏👌
Ayurvedic medicine kono kaaj deyna ulte kidney liver kharap Kore. Agekar din e lok besi bachto naa ekhon besi baache. Even if u see today we will find rural lifespan is less than urban lifespan.
Namaskar Madam , I am very much excited to see your ayurvedic related vidio. I am suffering from severe knee joint pain and unable even to walk a few feet. I never take allopathic medicines . I strongly believe in ayurvedic medicine. Please share some ayurvedic medicines as I can walk and get relief from severe knee joint pain. l shall be ever very grateful to you to get relief from this painful ilfe.
@@BengaliManfromWB khoti sobkichhui kore.. Ayurveda theke allopathic medicine esechhe. Food e chemical and medicine Ayurveda? Ar agerkar dine ayu besi chhilo
@@BengaliManfromWB age mante sikhun je age manushee ayu besi chhilo. Science niye gyan dite hobe. Apnar dadu ki bolechhe seta research paper na. japaner moto deshe ayu besi karon tader deshe eto technology thakteo tara walking kire office jai.. ar allopathic medicine kheye amar pete ulcer Dermatitis . Rhinitis hoyechhe..onek rog homeo te sariechhii. medicine er side effects thakbei seta he pathy hok
আয়ুর্বেদ কি রোগ মুক্তির একমাত্র মাধ্যম ? আপনার মন্তব্য চিকিৎসা বহিভুত এবং সম্পুর্ন একপেশি মনোভাব। আপনি কি দেখেন না কত জঠিল কঠিন রোগী গুলো হোমিওপ্যাথিতে আরোগ্য লাভ করছে।
ডঃ সরকার ও মাননীয়া ডঃ ভট্টাচার্য দুজনেই আমার প্রনাম নেবেন। খুব ভাল আলোচনা হল বিশেষ কিছু বিষয়ের উপর। তবে আয়ূর্বেদ চিকিৎসার উপর আমার বিশ্বাস ও ভরসা দুটোই বেড়ে গেলো ।
দারুন মূল্যবান আলোচনা পর্যালোচনা । উভয়কেই আন্তরিক ধন্যবাদ । আমরা ভারতবাসী তথা বাঙালিরা এ্যালোপ্যাথির বিষাক্ত পার্শপ্রতিক্রিয়া থেকে এবং ব্যবসায়িক শোষন তথা নির্যাতন থেকে মুক্তি পেতে চাই ।
খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আরও শুনতে চাই। আয়ুর্বেদিক চিকিৎসা সম্মন্ধে আরও জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ ডাঃ ভাশ্বতী ভট্টাচার্য এবং ডাঃ কুনাল সরকার মহাশয়কে।
I have got my son admitted in BAMS course .I have been thinking I have done a blunder. After watching the Mam's statement,now I am satisfied.Thanks to both Doctors attended .
ডক্টর ভাস্বতী ভট্টাচার্য এবং কুনাল সরকার দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এরকম আয়ুর্বেদ নিয়ে আলোচনার জন্য । আয়ুর্বেদ ঔষধ দ্বারা আমাদের নানারকম অসুখ থেকে মুক্তি পাব, আশা রাখি ।
ডাঃ কুনাল সরকার এবং ডাঃ ভাস্বতী ভট্টাচার্য দু জনকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই এত সহজ ভাষায় অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদের তুলনামূলক আলোচনাটি আমাদের সামনে উপস্থাপনার জন্য। আশা রাখি আরও এই ধরনের আয়ুর্বেদ বনাম অ্যালোপ্যাথি সংক্রান্ত আলোচনা আপনাদের কাছে।
It is absolutely fantastic discussion between Dr Kunal and Dr Bhaswati, the suggestion information given by Dr Bhaswati Bhattacharya should be followed by all the practicing physician and surgeon of this earth. Ayurveda is the root of all medicine . Jai Hind
অসাধারণ! অভিনন্দন ডাঃ ভাসওয়াতি ভট্রাচারি। প্রাকৃতিক ঔষধ ও মানব দেহ নিয়ে ভীষণ ভালো বলেছেন। ডাঃ কুনল সরকারের আলোচ্য প্রশ্নগুলো। এ দু'জন দু'মেরুর ডাঃ অনেক গভীর আলোচনা করেন। ডায়াবেটিস থেকে মুক্তি দরকার।
আয়ুর্বেদ নিয়ে ডাঃ ভাস্বতি দেবী ঐই রকম মূল্যবান আলোচনা করে আমাদের মতো সাধারণ মানুষের উপকার করেন ।ডাঃ সরকার ও ডাঃ ভাস্বতি দেবী নমস্কার জানাই এই অতি মূল্যবান আলোচনা করার জন্য।
Heartfelt thanks to Dr Kunal Sarkar & Dr Bhashwati Bhattacharya for organizing this highly informative comparison of Allopathic & Ayurvedic medicines. Please enlighten us periodically this tye of sessions. Salute
দারুন দারুন লাগছিল এই interview শুনতে। Dr Kunal sarkar. You are great. Hats off you.এই ধরনের personality আরো আনুন। আমাদের এই allopathy based treatment শুধুমাত্র দুশ বছরের কিন্তু মানুষের চিকিৎসা পদ্ধতি বিভিন্ন দেশের আয়ুর্বেদিক বা অন্যান্য culture এ Unani বা Chinese medicine বেশ আলাদা এবং সবই কিছু কিছু বিশেষত্ব আছে। সবার knowledge নিলে অনেক বেশি লাভ হবে
খুব ভাল লাগল।অনেক দিন ধরেই কৌতুহল ছিল আয়ুর্বেদিক ও অ্যালাপাথির তুলনামূলক আলোচনা শোনার। সেটা অনেকটাই নিরসন হল।তবে এই বিষয়ে আরো শোনার অপেক্ষায় রইলাম।দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।
Very knowledgeable talk from Dr Bhattacharya. Very open minded. Her understanding from very basics is her stronghold. We want to learn complex mechanism of our body from her. Thanks Dr Sarkar to introduce her.
🤣🤣🤣🤣 "সকাল বেলা পেট থেকে একটা কলা বেরোবে" !!! What a beautiful and valuable conversation! Sir, I am an Anc-Spond patient ! আমি হাটতে চলতে পারছিলাম না ! পুরো বেড রিডিন ! প্রতিটা জয়েন্ট এতো ফুলে গেছিলো যে এ পাশ থেকে ওপাশ করতে পারতাম না ! একজন স্বনাম ধন্য এমিনেন্ট ডাক্তার প্রায় যমের দুয়ারে পাঠিয়ে দিয়েছিলো ! স্বর্ণ ভস্ম খেয়ে উঠে দাঁড়ালাম ! হরতকি ক্যাস্টর অয়েল এ ভেজে গুঁড়ো করা চূর্ণ খেয়ে সুস্থ hoyechi ! তিন মাসে উঠে দাঁড়িয়েছি ! এর আগে এক বছর বিছানার সাথে মিশে ছিলাম ! আমি তারপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল এসাইনমেন্ট ইন লিডারশিপ পোজিশন এ ছিলাম ! আয়ুর্বেদের ওপর আমার অগাধ বিশ্বাস !
@@TheGpapan ডাক্তার রাধেশ্যাম ! মাড়োয়ারি হসপিটালে খোঁজ নিন ! কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট এ ওনার চেম্বার ও ছিল ! ডাক্তার বাবু বাড়ি আসতেন কারণ আমি তো হাঁটা চলাই করতে পারতাম না ! তবে ওনার ওষুধ আর নিদান গুলি অনেক দিন অবধি ফলো করেছি ! 2002 - 2003 এর কথা এবং জানি ও না ডক্টর বাবু কোথায় আছেন কেমন আছেন ! তবে মাড়োয়ারি হসপিটালে আপনি অনেক ডাক্তার এর খোঁজ পাবেন !
আনেক মুল্যবান আলোচনা, আনেক কিছু শেখা এবং বুঝার বিষয়! দিদির কথা আরো শুনতে চাই। ধন্যবাদ ডক্টর বাবুকে এই কথা গুলো শোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভালো থাকবেন উভয়ই!
Such a valuable discussion i have ever had about Ayurveda from a Alopathy doctor. Finishing line is the truth & should be the aim of medical science that patient is the priority & for that, tool needs to be used so that we can have a healthy life & a healthy community.Thanks Dr Kunal & Dr Bhaswati for sharing such a valuable & unique discussion.🙏🙏🙏
This session is a Pathbreaking in all standards... It's really a wonderful conversations between two maestros... We aspire to learn many more valuable aspects of our lives and physiologies through such wonderful sessions... Salute to our authenticity, heritage in medicines as per the great ancient glorious Indian therapeutics and ayurveda!!!
I have read the book by Dr Bhawswati Bhattacharya ..."Everyday Ayurveda"..Its excellent. I shall request Dr Bhattacharya to start a you tube channel where we can learn more
আপনাকে সম্পূর্ণ সমর্থন করছি। ওনার একটা ইউ টিউব চ্যানেল অবশ্যই খোলা উচিত আমাদের মতো সাধারণ মানুষের জন্য ও অবশ্যই ভারতীয় আয়ুর্বেদ সম্বন্ধে সবাইকে আরো বেশি করে অবগত করার জন্য।
Mind blowing.Mam those who are eager, know necessary things of Ayurveda.But the availability of good doctor's are very less at West Bengal. Where you will be available Mam ?
Sir apnar video ami dekhi tar 1st karon, apni onek baro dr noy tar theke onek baro moner manush, apni igo nie thaken na. R madam er theke onek kichu janlm khub valo. Salute both of you.
Thank you sir for your honest discussions dr. Kunal Sarkar. Such valuable discussions are needed more. Thank you Dr. Bhaswati for clear vision on Ayurvedic medicines . We been much educated.
Dada and didi please keep continue and give us good knowledge.please tell us some common thing,I mean what should we eat and what food should be avoided on daily basis.etc....etc
Good information on rice-dal and Glucagon. Will explore, but getting ‘local’ rice is difficult. About the food habit, it’s more close (but not exactly) to what westerners say now as Intermittent Fasting.
Namskar Dr Sarkar and Dr Bhattacharjee.A Great lesson for us.I am very much admirer of Ayurveda.But due to my problems I am bound to have Alopathy medicines because of ignorance and non availability of good Ayurvedic Doctor. Can you please give some references of renowned Ayurvedic Doctor. Thank you all for such a good programme and expecting more in future.
খুব ভালো লাগল, Dr. Dakar এবং Dr. ভাস্বতী 🙏 কত কম সাধারণ মানুষ আমরা, কত কম জানি নি। আপনারা দয়া করে আপনারা সাধারণ মানুষ কে সাহায্য করুন। আমাদের ভুল পথে চালনা করা হচ্ছে। আমরা ভয় পাই। আমাদের শরীরের প্রয়োজন অ প্রয়োজন সম্পর্কে জানান। ধন্যবাদ 🙏🙏
Thank you so much Dr. Bhaswati Bhattacharya and Dr. Kunal Sarkar. Appropriate questions were being put up by Dr. Kunal and aptly answered by Dr. Bhaswati with proper reasoning. Excellent interaction marvelous presentation. Shall be waiting eagerly for the next discourse. Once again thank you very much 🙏🙏
Amazing conversation!! What an eye opener. We are speelbound by Dr. Bhaswatis knowledge, confidence and patient centric holistic treatment and relief. We need much more conversation with Dr. Bhaswati on her line of modern treatmt.
It's such a great discussion many thanks to you both sir & mam. Being a B H.M.S doctor I want to know sir what about your view on Homoeopathic mode of treatment , please give a reply if possible.
কনফিউশন এর মাত্রা বেড়ে গেল। কোনো জ্ঞানী লোক কি বোঝাবেন যে সাধারণ মানুষ হিসেবে কোনটাকে নেব? উদাহরণস্বরূপ: লোহার ছাই খেলে অ্যানিমিয়া ভালো সারে আর লোহা মাখানো অ্যালোপ্যাথি ওষুধ খেলে কম সাড়ে, মাথায় ঢুকছে না।
নমস্কার দুই ডাক্তারকে। মুগ্ধ হয়ে আলোচনা শুনলাম। আমি আজ বছর পনেরের ও বেশী IBS diyria তে ভুগছি। digestion zero হয়ে গেছে। এমন কোনো ডাক্তার নেই দেখাই নি বা ঔষধ খাই নি। Madam র কাছে অনুরোধ করছি কি ভাবে কি খেলে আমি এর থেকে মুক্তি পাবো। আমার শরীরের আর সব মোটামুটি ঠিক আছে।
ড: ভট্টাচার্য এবং ড: সরকার ওনাদের দু জনের এই প্রতিবেদন টি খুবই ভালো লাগলো , এরকম আরো শুনতে আর জানতে চাই, আমার ও ডায়বিটিস আছে এবং এ্যালোপ্যাথি চিকিৎসায় আছি , ঔষধ খেয়ে আমার সুগার তো কম আছি কিন্তু হাতের চালু এবং আঙ্গুলে ঝিন ঝিন করে এটা কী করে কম হবে সেটা ড: ভট্টাচার্য এর কাছে জানতে চাই।
কুনাল বাবুকে দেখে এই রাজ্যের ডাক্তারদের দেখা উচিত। কতটা নম্র,কতটা সুন্দর মানুষ হলে এই রকম বলা যায়।সত্যি অসাধারন।উনি কি সুন্দর ভাবে বললেন আমি শিখছি। ম্যাডাম কে অনেক ধন্যবাদ এত সুন্দর জিনিস শেয়ার করার জন্য।
নিজের পছন্দের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে ডাউনলোড করুন ASKLEPIA HEALTH APP
Play store:
play.google.com/store/apps/details?id=com.asklepiahealth
Very nice and important advice
Good advice
Dr. Biswaroop Roy Choudhury r appointment paoa jabe?
@@sandipbose434 Sir ei muhurte uni amader sathe jukto nei,apni Asklepia Health app er madhhome onnanno aro doctor er sathe consult korte paren.
Very nice👏👏🙏👍
এত সুন্দর হৃদয় ভরা আলোচনা, যে এই বৃদ্ধ বয়সেও মনে হয়, আয়ুরবেদ পড়ার চেষ্টা করি ।
ডক্টর কুনাল সরকার, ডক্টর ভাস্বতী ভট্টাচার্য দুজনকে ধন্যবাদ জানানোর ভাষা নেই, শুধু একটাই নিবেদন এরকম আলোচনা আরও যেন আমরা ভবিষ্যতে পাই।
ধন্যবাদ , ভিডিও টি লাইক - শেয়ার করুন এবং আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন
অসাধারণ। ডঃ ভাস্বতী যে ভাবে আমাদের ভারতবর্ষের হাজার বছরের পুরনো Ayurveda চিকিৎসার যে খুব মূল্যবান সেটা বোঝানোর চেষ্টা করেছেন তা অসাধারণ।
সনাতন ধর্মে ও Ayurveda চিকিৎসার কথা ও বলা আছে।।
😊😊🙏🙏👌
Ayurvedic medicine kono kaaj deyna ulte kidney liver kharap Kore. Agekar din e lok besi bachto naa ekhon besi baache.
Even if u see today we will find rural lifespan is less than urban lifespan.
Namaskar Madam ,
I am very much excited to see your ayurvedic related vidio.
I am suffering from severe knee joint pain and unable even to walk a few feet. I never take allopathic medicines . I strongly believe in ayurvedic medicine. Please share some ayurvedic medicines as I can walk and get relief from severe knee joint pain. l shall be ever very grateful to you to get relief from this painful ilfe.
@@BengaliManfromWB khoti sobkichhui kore.. Ayurveda theke allopathic medicine esechhe. Food e chemical and medicine Ayurveda? Ar agerkar dine ayu besi chhilo
@@viralvideos4472 Statistics dekhun aage manush bachto naa. Amar dadura tader daduke dekhei ni. Boleche je tokhon 60bochor bacha maneo onek chilo.
@@BengaliManfromWB age mante sikhun je age manushee ayu besi chhilo. Science niye gyan dite hobe. Apnar dadu ki bolechhe seta research paper na. japaner moto deshe ayu besi karon tader deshe eto technology thakteo tara walking kire office jai.. ar allopathic medicine kheye amar pete ulcer Dermatitis . Rhinitis hoyechhe..onek rog homeo te sariechhii. medicine er side effects thakbei seta he pathy hok
খুব ভালো আলোচনা ,খুব ভালো লাগলো, dr কুণাল স্যার কে অনেক ধন্যবাদ জানাই আয়ুর্বেদ আলোচনা কে সম্মান দেওয়ায় যেটা পাতি ডাক্তার রা অস্বীকার করে ।
"পাতি ডাক্তার" মানে?
Uigig
@@Indrayudh177 . মানে অদখ্ ডা:, কাচা ডা,।
Vàlo
Dis cartion ft ni
আয়ুরবেদিকে হজমের কি ঔষধ আছে ?
ডাক্তারবাবু আপনার এই অবিরাম সচেতনতা মানুষের কল্যাণ হবে। খুব খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। এমন করে চলুক।
খুব ভালো বলেছেন , মানুষ হয়ে বাঁচতে হলে আমাদের আয়ুর্বেদেই আসতে হবে ।
ধন্যবাদ , ভিডিও টি লাইক - শেয়ার করুন এবং আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন
Dr.P,K Ghosh .Modern medicines are much more accurate in application based on scientific research and studies .
আয়ুর্বেদ কি রোগ মুক্তির একমাত্র মাধ্যম ?
আপনার মন্তব্য চিকিৎসা বহিভুত এবং সম্পুর্ন একপেশি মনোভাব।
আপনি কি দেখেন না কত জঠিল কঠিন রোগী গুলো হোমিওপ্যাথিতে আরোগ্য লাভ করছে।
খুব সুন্দর ।কোন ইগো ছাড়া এত বিশ্ব মানের ডাক্তার বাবু ও দিদিমনী আমাদের প্রাচীন চিকিৎসা নিয়ে আলোচনা করলেন।
ধন্যবাদ , ভিডিও টি লাইক - শেয়ার করুন এবং আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন
ডক্টর সরকারকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি প্রতিবেদন আমাদের সামনে উপস্থাপনা করার জন্য
Dhanyawad sir
দারুন। খুবই অপ্রত্যাশিত। এইরকম আলোচনা হওয়ার কোন রকম লক্ষণ দেখা যাচ্ছিল না। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।
Please discuss ideal diet for ckd patient
এত সুন্দর আলোচনা শুনলে রোগী ৮০℅ সুস্থ হয়ে যাবে😍😍
খুবই কা্র্যকরী এবং সময়োপযোগী। ড: সরকার ও ড: ভট্টাচার্য্য দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ব্লাড সুগার নিয়ে আলোচনার অপেক্ষায় রইলাম
আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করবো আলোচনা করার ।
ডঃ সরকার ও মাননীয়া ডঃ ভট্টাচার্য দুজনেই আমার প্রনাম নেবেন। খুব ভাল আলোচনা হল বিশেষ কিছু বিষয়ের উপর। তবে আয়ূর্বেদ চিকিৎসার উপর আমার বিশ্বাস ও ভরসা দুটোই বেড়ে গেলো ।
Respected...
Dr.kunal sarkar.
Kindly arrange one seminar.
আমরা সবাই শিখতে চাই। ভীষণ ভালো
আলোচনা হোল। Mam.নমস্কার।
দারুন মূল্যবান আলোচনা পর্যালোচনা । উভয়কেই আন্তরিক ধন্যবাদ । আমরা ভারতবাসী তথা বাঙালিরা এ্যালোপ্যাথির বিষাক্ত পার্শপ্রতিক্রিয়া থেকে এবং ব্যবসায়িক শোষন তথা নির্যাতন থেকে মুক্তি পেতে চাই ।
ধন্যবাদ আপনাদের উভয়কেই
ধন্যবাদ, মাননীয় Dr.কুনাল সরকার মহাশয়, মাননীয়া Dr.ভাষসতী ভট্টাচার্য মহাশয়া কে ।গুরুপূর্ণ তথ্য পরিবেশনের জন্য।
আয়ুর্বেদ শাস্ত্রে সমস্ত রোগের উৎস পেট কেই ধরা হয়।পেট ঠিক তো শরীর মন সব ঠিক।।। অসম্ভব সুন্দর আলোচনা।।
খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আরও শুনতে চাই। আয়ুর্বেদিক চিকিৎসা সম্মন্ধে আরও জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ ডাঃ ভাশ্বতী ভট্টাচার্য এবং ডাঃ কুনাল সরকার মহাশয়কে।
আমরা চেষ্টা করবো আরো কিছু আলোচনা করার।
th-cam.com/video/fMpDVKeExsg/w-d-xo.html
I have got my son admitted in BAMS course .I have been thinking I have done a blunder. After watching the Mam's statement,now I am satisfied.Thanks to both Doctors attended .
In which college ?
ডক্টর ভাস্বতী ভট্টাচার্য এবং কুনাল
সরকার দুজনকে অনেক অনেক
ধন্যবাদ, এরকম আয়ুর্বেদ নিয়ে
আলোচনার জন্য । আয়ুর্বেদ
ঔষধ দ্বারা আমাদের নানারকম
অসুখ থেকে মুক্তি পাব, আশা
রাখি ।
ডাঃ কুনাল সরকার এবং ডাঃ ভাস্বতী ভট্টাচার্য
দু জনকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই
এত সহজ ভাষায় অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদের তুলনামূলক আলোচনাটি আমাদের সামনে উপস্থাপনার জন্য। আশা রাখি আরও এই ধরনের
আয়ুর্বেদ বনাম অ্যালোপ্যাথি সংক্রান্ত আলোচনা
আপনাদের কাছে।
আলোচনাটি খুব উপকারী। এই ধরনের আলোচনা মানুষ তথা সমাজের খুব প্রয়োজনীয়।
It is absolutely fantastic discussion between Dr Kunal and Dr Bhaswati, the suggestion information given by Dr Bhaswati Bhattacharya should be followed by all the practicing physician and surgeon of this earth. Ayurveda is the root of all medicine . Jai Hind
অসাধারণ! অভিনন্দন ডাঃ ভাসওয়াতি ভট্রাচারি। প্রাকৃতিক ঔষধ ও মানব দেহ নিয়ে ভীষণ ভালো বলেছেন। ডাঃ কুনল সরকারের আলোচ্য প্রশ্নগুলো। এ দু'জন দু'মেরুর ডাঃ অনেক গভীর আলোচনা করেন। ডায়াবেটিস থেকে মুক্তি দরকার।
অনেক কিছু জানলাম। এরকম আরো আলোচনার জন্য আগ্রহী। ধন্যবাদ ডক্টর সরকার ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য্য।
Thank you
আয়ুর্বেদ নিয়ে ডাঃ ভাস্বতি দেবী ঐই রকম মূল্যবান আলোচনা করে আমাদের মতো সাধারণ মানুষের উপকার করেন ।ডাঃ সরকার ও ডাঃ ভাস্বতি দেবী নমস্কার জানাই এই অতি মূল্যবান আলোচনা করার জন্য।
অত্যন্ত মূল্যবান তথ্য জানলাম ডাঃ ভাস্বতী চক্রবর্তীর কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ ডঃ কুণাল সরকারকে।
কোনও তুলনা হয় না.. এই আলোচনা র.. সাধারণ মানুষ ও অনেক কিছু শিখে নিলো.. Osadharon.. Osadharon..
বিশেষ করে এই প্রতিবেদনটির জন্য আলাদা করে ধন্যবাদ। শ্রদ্ধা।
Share করছি ভীষণ ভাবে
উভয় ডাক্তার বাবুদের স্যালুট জানাই। অতি গুরুত্বপূর্ণ আলোচনা শুনে খুব ভালো লাগলো।
Heartfelt thanks to Dr Kunal Sarkar & Dr Bhashwati Bhattacharya for organizing this highly informative comparison of Allopathic & Ayurvedic medicines.
Please enlighten us periodically this tye of sessions.
Salute
দারুন দারুন লাগছিল এই interview শুনতে। Dr Kunal sarkar. You are great. Hats off you.এই ধরনের personality আরো আনুন। আমাদের এই allopathy based treatment শুধুমাত্র দুশ বছরের কিন্তু মানুষের চিকিৎসা পদ্ধতি বিভিন্ন দেশের আয়ুর্বেদিক বা অন্যান্য culture এ Unani বা Chinese medicine বেশ আলাদা এবং সবই কিছু কিছু বিশেষত্ব আছে। সবার knowledge নিলে অনেক বেশি লাভ হবে
Mind blowing, fabulous, Dr Bhattacharya has enlightened us, a medicine stream which every Indian should be proud off... Eye opener.
Thank your sir...
Good discussion.
ডা: ভাস্বতী ভট্টাচার্যকে অজস্র ধন্যবাদ। উনি সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের চোখ খুলে দিলেন । আমরা সমৃদ্ধ হলাম । আয়ুর্বেদ দীর্ঘজীবী হোক ।
😊ķķkķķ ঠঝঢঢঞঝণঢঢভমমম
ভফপণণণণঞণণণ
Thank you sir
খুব ভাল লাগল।অনেক দিন ধরেই কৌতুহল ছিল আয়ুর্বেদিক ও অ্যালাপাথির তুলনামূলক আলোচনা শোনার। সেটা অনেকটাই নিরসন হল।তবে এই বিষয়ে আরো শোনার অপেক্ষায় রইলাম।দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।
Very knowledgeable talk from Dr Bhattacharya. Very open minded. Her understanding from very basics is her stronghold. We want to learn complex mechanism of our body from her. Thanks Dr Sarkar to introduce her.
খুবভাল লাগে আপনাদের আলোচনা
❤❤❤
অসংখ্য ধন্যবাদ সুস্থ্য থাকুন ভালো থাকুন
🤣🤣🤣🤣 "সকাল বেলা পেট থেকে একটা কলা বেরোবে" !!! What a beautiful and valuable conversation! Sir, I am an Anc-Spond patient ! আমি হাটতে চলতে পারছিলাম না ! পুরো বেড রিডিন ! প্রতিটা জয়েন্ট এতো ফুলে গেছিলো যে এ পাশ থেকে ওপাশ করতে পারতাম না ! একজন স্বনাম ধন্য এমিনেন্ট ডাক্তার প্রায় যমের দুয়ারে পাঠিয়ে দিয়েছিলো ! স্বর্ণ ভস্ম খেয়ে উঠে দাঁড়ালাম ! হরতকি ক্যাস্টর অয়েল এ ভেজে গুঁড়ো করা চূর্ণ খেয়ে সুস্থ hoyechi ! তিন মাসে উঠে দাঁড়িয়েছি ! এর আগে এক বছর বিছানার সাথে মিশে ছিলাম ! আমি তারপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল এসাইনমেন্ট ইন লিডারশিপ পোজিশন এ ছিলাম ! আয়ুর্বেদের ওপর আমার অগাধ বিশ্বাস !
কোন ডাক্তার কে দেখিয়ে আপনি ভালো আছেন, একটু জানাবেন। আমার হজমের খুব সমস্যা। দেখাতে চাই
@@TheGpapan ডাক্তার রাধেশ্যাম ! মাড়োয়ারি হসপিটালে খোঁজ নিন ! কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট এ ওনার চেম্বার ও ছিল ! ডাক্তার বাবু বাড়ি আসতেন কারণ আমি তো হাঁটা চলাই করতে পারতাম না ! তবে ওনার ওষুধ আর নিদান গুলি অনেক দিন অবধি ফলো করেছি ! 2002 - 2003 এর কথা এবং জানি ও না ডক্টর বাবু কোথায় আছেন কেমন আছেন ! তবে মাড়োয়ারি হসপিটালে আপনি অনেক ডাক্তার এর খোঁজ পাবেন !
Amar khub payar batha.apne khokon ke bhaba hortoki r kastor oil khayechan ektu janabn.ane khabo.apne bhalo achan hatta parchn suna khub bhalo laglo.
দুই গুণীজন এর আলোচনা, খুব ই মূল্যবান ।🙏🙏🌹
ভাস্বতীর অন্য ভিডিও দেখার এবং বোঝার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে বাঙলার জনগন । অসঙ্খ্য অসঙ্খ্য আন্তরিক ধন্যবাদ । সকলেই ভালো থাকবেন ।
Khub sundor
আনেক মুল্যবান আলোচনা, আনেক কিছু শেখা এবং বুঝার বিষয়!
দিদির কথা আরো শুনতে চাই।
ধন্যবাদ ডক্টর বাবুকে এই কথা গুলো শোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
ভালো থাকবেন উভয়ই!
Such a valuable discussion i have ever had about Ayurveda from a Alopathy doctor. Finishing line is the truth & should be the aim of medical science that patient is the priority & for that, tool needs to be used so that we can have a healthy life & a healthy community.Thanks Dr Kunal & Dr Bhaswati for sharing such a valuable & unique discussion.🙏🙏🙏
ডাঃ ভাস্বতী আয়ুর্বেদ ডাক্তার
যা শিখলাম তা জীবনেও ভুলবোনা۔۔ ۔۔সত্যি ই অসাধারণ লাগলো l
Excellent conversation
এভাবে আলোচনা করলে মানুষের অনেক উপকার হবে। আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ জানাই।
This session is a Pathbreaking in all standards... It's really a wonderful conversations between two maestros... We aspire to learn many more valuable aspects of our lives and physiologies through such wonderful sessions... Salute to our authenticity, heritage in medicines as per the great ancient glorious Indian therapeutics and ayurveda!!!
খুব খুব খুব ই গুরুত্ব পূর্ণ আলোচনা। আরো শুনতে চাই। মানসিক রোগে আয়ুর্বেদ কতটা সফল।2-3এপিসোড চাই। অনেক শেয়ার করলাম।
Apni jb Roy state ayurveda college and hospital or rajib Gandhi ayurveda hospital er doctor der sathe meet korte paren
I have read the book by Dr Bhawswati Bhattacharya ..."Everyday Ayurveda"..Its excellent.
I shall request Dr Bhattacharya to start a you tube channel where we can learn more
আপনাকে সম্পূর্ণ সমর্থন করছি। ওনার একটা ইউ টিউব চ্যানেল অবশ্যই খোলা উচিত আমাদের মতো সাধারণ মানুষের জন্য ও অবশ্যই ভারতীয় আয়ুর্বেদ সম্বন্ধে সবাইকে আরো বেশি করে অবগত করার জন্য।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার ভট্টাচার্য কে , দুর্দান্ত এক্সপ্লেইন করেছেন
আপনাকেও জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ।
@@AsklepiaHealth-OnlineDoctor ডাক্তার ভট্টাচার্য এর সাথে যোগাযোগ করতে চাই , কী ভাবে করবো ?
Mind blowing.Mam those who are eager, know necessary things of Ayurveda.But the availability of good doctor's are very less at West Bengal. Where you will be available Mam ?
www.drbhaswati.com/ Please visit her website
Sir apnar video ami dekhi tar 1st karon, apni onek baro dr noy tar theke onek baro moner manush, apni igo nie thaken na. R madam er theke onek kichu janlm khub valo. Salute both of you.
Thanks for your support and appreciation
Mam, very much useful advice in our daily life .I need advice for borderline diabetes,fasting is high but near about 148mg but ppbs is 128 mg .
অসাধারণ কোনো কথা হবে না, কারণ আলোচনাটার কোনো মন্তব্য করার ভাষা নেই।
Thank you sir for your honest discussions dr. Kunal Sarkar. Such valuable discussions are needed more. Thank you Dr. Bhaswati for clear vision on Ayurvedic medicines . We been much educated.
দারুণ আলোচনা
Most valuable conversations
Thnaks to Dr. Kunal sarkar for inviting Dr. Bhaswati Bhattacharya from 🇧🇩
Thanks
Amazing discussion. Looking forward to the 30 min exclusive talk on Diabetes Mgmt by Dr. Bhattacharya. Thank you.
খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এরকম আলোচনা বেশি বেশি করে বারবার শুনতে ইচ্ছে থাকলো।
Thank you so much Sir and mam.
খুব ভালো আলোচনা। ডঃ কুনাল সরকার এবং ডঃ ভাস্বতী ম্যাডাম কে অনেক অনেক ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ
Dada and didi please keep continue and give us good knowledge.please tell us some common thing,I mean what should we eat and what food should be avoided on daily basis.etc....etc
Sure..thank you
Dr. Kunal Sarkar & Dr. Bhaswati Bhattacharya আপনাদের গঠনমূলক আলোচনার জন্য অশেষ ধন্যবাদ। এ ধরনের আলোচনা ভবিষ্যতে আরও পাবো বলে আশা করি।
অসংখ্য ধন্যবাদ,সুস্থ্য থাকুন ভালো থাকুন|
সহৃদয়বান ডাক্তাররা গরিবদের জন্য গ্রামে গ্রামে স্বাস্হ্য কেন্দ্র স্থাপনের জন্য সরকারের সঙ্গে মিলে বাংলাকে সহযোগিতা করুন 🌹 ধন্যবাদ
খুব ভাল লাগল । নতুন করে ভাবতে বাধ্য করল। দুজনকেই আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। ভালো থাকুন আর আমাদের জ্ঞান বর্ধন করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
Good information on rice-dal and Glucagon.
Will explore, but getting ‘local’ rice is difficult.
About the food habit, it’s more close (but not exactly) to what westerners say now as Intermittent Fasting.
Wow...দারুন৷ সাধারণ একজন মানুষ হিসেবে দেখে।
খুব ভালো লাগল।
ম্যাডাম দারুন বললেন, আমরা বাজে অভ্যাস হল western culture এ মন দেওয়া, আমাদের আসল কালচার আর উন্নত কিভাবে করব সেটা ধ্যান দিই না
এই রকম আলোচনা আরও অনেক অনেক হোক, আয়ুর্বেদিক বিষয়ে,,
সুস্থ থাকুন ভালো থাকুন
স্বাস্থ সম্পর্কিত যেকোনো পরামর্শের জন্য
ডাউনলোড করুন - Asklepia Health App
অথবা যোগাযোগ করুন - 89100 45558
Namskar Dr Sarkar and Dr Bhattacharjee.A Great lesson for us.I am very much admirer of Ayurveda.But due to my problems I am bound to have Alopathy medicines because of ignorance and non availability of good Ayurvedic Doctor. Can you please give some references of renowned Ayurvedic Doctor. Thank you all for such a good programme and expecting more in future.
You can visit Dr. Jayesh Thakkar, Ayurvedic doctor. To take an appointment, please download Asklepia Health app or call on 8910045558
খুব ভালো লাগল, Dr. Dakar এবং Dr. ভাস্বতী 🙏 কত কম সাধারণ মানুষ আমরা, কত কম জানি নি। আপনারা দয়া করে আপনারা সাধারণ মানুষ কে সাহায্য করুন। আমাদের ভুল পথে চালনা করা হচ্ছে। আমরা ভয় পাই। আমাদের শরীরের প্রয়োজন অ প্রয়োজন সম্পর্কে জানান। ধন্যবাদ 🙏🙏
Thank you so much Dr. Bhaswati Bhattacharya and Dr. Kunal Sarkar.
Appropriate questions were being put up by Dr. Kunal and aptly answered by Dr. Bhaswati with proper reasoning.
Excellent interaction marvelous presentation.
Shall be waiting eagerly for the next discourse.
Once again thank you very much 🙏🙏
অনেক অনেক ধন্যবাদ এই রকম বিষয় নিয়ে আলোচনা করার জন্য , আগামী দিনের অপেক্ষায় রইলাম ।
সুস্থ থাকুন ভালো থাকুন
স্বাস্থ সম্পর্কিত যেকোনো পরামর্শের জন্য
ডাউনলোড করুন - Asklepia Health App
অথবা যোগাযোগ করুন - 89100 45558
Amazing conversation!! What an eye opener. We are speelbound by Dr. Bhaswatis knowledge, confidence and patient centric holistic treatment and relief. We need much more conversation with Dr. Bhaswati on her line of modern treatmt.
Khub valo laglo,ami sampurno akmat,patient ke niye doctor vebe medicine dile khub valo hoy, tate sraddha ta aro barbe
It's such a great discussion many thanks to you both sir & mam.
Being a B H.M.S doctor I want to know sir what about your view on Homoeopathic mode of treatment , please give a reply if possible.
অসাধারণ সুন্দর আলোচনা।আয়ুর্বেদিক প্রাধান্য দেওয়া উচিত ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Have read her books, amazing.
WHAT'S THE NAMES OF HER BOOKS?
@@mohammadbhuiyan5723 your cotact number plrase
খুব সমৃদ্ধ হলাম । আরো শুনতে চাই । অপেক্ষায় রইলাম ।
কনফিউশন এর মাত্রা বেড়ে গেল। কোনো জ্ঞানী লোক কি বোঝাবেন যে সাধারণ মানুষ হিসেবে কোনটাকে নেব? উদাহরণস্বরূপ: লোহার ছাই খেলে অ্যানিমিয়া ভালো সারে আর লোহা মাখানো অ্যালোপ্যাথি ওষুধ খেলে কম সাড়ে, মাথায় ঢুকছে না।
ঠিক বলেছেন ' আসলে মাথায় অনেক চুল তো? তাই মাথায় ঢুকছে না ৷
Dekhun process of making iron for anemia from both side is different and as well as the therapeutic thoughts..
@@sounaksahani1381 , ধন্যবাদ। কিন্তু যার এই ধরনের অসুখ হবে, তাকে কোথায় যেতে বলবেন ? নাকি দুই জায়গাতেই?
@@dulaldey7467 , বাহ, আপনি তো ভালই চুল দেখতে পারেন, আপনি মনে হয় চুলের বিশেষজ্ঞ!
@@sounaksahani1381
অত্যন্ত ভালো লাগলো ধন্যবাদ জানাই ডাঃ কুণাল স্যার এবং ডাঃ ভাস্বতী মেমকে 🙏🌹❤️
হোমিওপ্যাথি চিকিৎসা ও তো বিজ্ঞান ভিতিক, আলোচনা হলে ভালো হয়।
Nischoy hobe ..valo thakun
No it is not
It is pseudo science
আপনি হোমিওপ্যাথি নিয়ে এই ভিডিওটা দেখতে পারেন : th-cam.com/video/OnxQiBcbJj8/w-d-xo.html
🙏ধন্যবাদ মেম 🙏 আমার যা মনে হলো কুণাল বাবু অনেক কিছু শিখে গেলেন.....
দারুন অনুষ্ঠান শুনলাম,আপনাদের দুজন কেই প্রণাম জানাই,অনেক কিছু জানতে পারলাম,খুব উপকৃত এবং সমৃদ্ধ হলাম,পরবর্তী অনুষ্ঠানের অপেক্ষায় রইলাম,,,
খুব সুন্দর, allopathy o Ayurveda melbandhan ভালো লাগলো, kunalbabu o bhaswati di কে dhannobad
Thank you
নমস্কার দুই ডাক্তারকে। মুগ্ধ হয়ে আলোচনা শুনলাম।
আমি আজ বছর পনেরের ও বেশী IBS diyria তে ভুগছি। digestion zero হয়ে গেছে।
এমন কোনো ডাক্তার নেই দেখাই নি বা ঔষধ খাই নি।
Madam র কাছে অনুরোধ করছি কি ভাবে কি খেলে আমি এর থেকে মুক্তি পাবো। আমার শরীরের আর সব মোটামুটি ঠিক আছে।
অসংখ্য ধন্যবাদ স্যার এই রকম নির্লভ জন কল্যাণ মূলক উপস্থাপনা করার জন্যে।
Bhaswati Bhatacharjee Madam Ayurbd Dr and Dr Kunal sarkar discussion is very good
ধন্যবাদ ডাক্তারবাবু, নমস্কার নমস্কার 🙏🙏 এধরনের একটা প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরার জন্য 🙏🙏
আপনাকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। Like ও subscribe করুন নতুন আরো ভিডিও পেতে |
আপনাদের আলোচনা খুব মনোযোগ সহকারে শুনলাম। এটা বেশ ভালো পদক্ষেপ। এধরনের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
খুব অত্যাবশ্যক সুন্দর ও শিক্ষণীয় একটা আলোচনা শুনলাম। আপনাদের দু'জনকেই স্বশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা রইল।
খুব ভালো আলোচনা, অনেক কিছু জানা গেলো।Alopathic limitations সম্পর্কে অনেক তথ্য সমৃদ্ধ হলাম। Thakns Dr Sarkar ও Dr Bhattacharya.
Khub valo laglo ... but onek confusion toiri holo ... bring her again for an another talk ...👍
ডাক্তার কুনাল সরকার ও ডঃ মিসেস ভট্টাচার্য কে অসংখ্য ধন্যবাদ জানাই।
খুব সুন্দর ভাবে বোঝালেন মেডাম,অনেক কিছু জানতে পারলাম,ধন্যবাদ,স্যার এবং মেডাম 🙏🏻
আপনাকেও জানাই ধন্যবাদ ।
Dujon Dr kei amar nomoskar. Amio ayurvedic medicine khai. Vai achi. Amar cheleo America thake r aplar motoi kotha bole. Anek anek dhonno bad.
খুব সুন্দর আলোচনা। ভবিষ্যতে আরও ভালো ভালো আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য অপেক্ষায় থাকলাম।
Dr. Kunal, you are really Broad & open mind OUT LOOK.
GOD Bless your Family.
Hats off both of Dr Kunal sarkar n bhaswati...
ভীষণ খুশি হলাম এরকম প্রোগ্রাম শুনে
Thank you
খুব সুন্দর বিশ্লেষণ। অনেক তথ্য সমৃদ্ধ অসাধারণ আলোচনা।।
ড: ভট্টাচার্য এবং ড: সরকার ওনাদের দু জনের এই প্রতিবেদন টি খুবই ভালো লাগলো , এরকম আরো শুনতে আর জানতে চাই, আমার ও ডায়বিটিস আছে এবং এ্যালোপ্যাথি চিকিৎসায় আছি , ঔষধ খেয়ে আমার সুগার তো কম আছি কিন্তু হাতের চালু এবং আঙ্গুলে ঝিন ঝিন করে এটা কী করে কম হবে সেটা ড: ভট্টাচার্য এর কাছে
জানতে চাই।
Heartfelt congratulations Dr. Kunak Sarkar for your openness to accept the reality and spare some time for Ayurveda in your platform.
কুনাল বাবুকে দেখে এই রাজ্যের ডাক্তারদের দেখা উচিত। কতটা নম্র,কতটা সুন্দর মানুষ হলে এই রকম বলা যায়।সত্যি অসাধারন।উনি কি সুন্দর ভাবে বললেন আমি শিখছি। ম্যাডাম কে অনেক ধন্যবাদ এত সুন্দর জিনিস শেয়ার করার জন্য।