এগার হাজার টাকায় দেশি মুরগির খামার । Deshi murgi । কম খরচে দেশী মুরগির খামার শুরুর উপায়

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • প্রায়শই প্রশ্ন আসে দেশী মুরগির খামার কিভাবে শুরু করবো। আর সেজন্যই কম খরচে Deshi murgi এর খামার শুরু করার গাইডলাইন আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
    শখের খামার এগ্রো প্রজেক্ট দেশের অন্যতম কৃষি খামার। কৃষি বিষয়ক পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনকিউবেটর, ইনকিউবেটরের পার্টস, কৃষি সামগ্রী, ইনব্রিডীং ফ্রী উন্নতমানের টার্কি ও ছাগল সরবরাহ করে থাকি।
    ইনকিউবেটর, ইনকিউবেটরের পার্টস এবং কৃষি সামগ্রী ক্রয়ের জন্য নিচের ওয়েবসাইটটি ভিজিট করুন-
    www.shokherkha...
    “চাষী মানিক” এর ফেসবুক পেজ লিংক লাইক দিয়ে যুক্ত থাকুনঃ
    ১. / chashimanik
    ২. / shokherkhamarap
    ফার্মিং বিষয়ে পরামর্শ ও সেবা পেতে নিচের গ্রুপটিতে যোগ দিনঃ
    / poultrymastersschool
    ♦♦যেভাবে ফার্মে আসবেনঃ সাভার নবীনগর ও বাইপাইল এর মাঝামাঝি স্টপেজ পল্লীবিদ্যুৎ নেমে, রিক্সায় বান্দু মিয়ার পুকুর পাড় পাঁকার মাথায় নেমে শখের খামার বললেই দেখিয়ে দেবে।

ความคิดเห็น • 317

  • @mdhosain561
    @mdhosain561 2 ปีที่แล้ว +1

    আপনার মতো মানুষ পাওয়া খুবই কঠিন ধন্যবাদ ভাইয়া

  • @bayzidbba674
    @bayzidbba674 5 ปีที่แล้ว +21

    স্যালুট একজন ভালোমানুষ ভাই আপনে

  • @গ্রামবাংলারকৃষি-ঢ১গ

    আসসালামু আলাইকুম
    খুব সুন্দর পরামর্শ দেয়ার জন্য
    জাযাকাল্লাহ খাইরান

  • @mohsinmohamed1810
    @mohsinmohamed1810 5 ปีที่แล้ว +1

    বড ভাই আপনার শুরিযা কারপন করছি আমি আমার উওর পাইছি অনেক ধন্যবাদ আপনাকে এই পরামর্শ দিবার জন্য এই পরামর্শ আশা করি অনেক এর উপকার হবে ইশাআল্লাহ

  • @md.mohosinshemul863
    @md.mohosinshemul863 5 ปีที่แล้ว +27

    শখের খামারি এগ্ৰো প্রোজেক্ট এর চাষী মানিক সাহেব Good soul,good man,good advisor. তার দীর্ঘ আয়ু কামনা করছি।তার ভিডিও গুলো দেখে আমি খামার করার আগ্ৰহ বোধ করছি।যদিও আমি আমার শহরের বাসাতে শখ করে টার্কি ও মুরগি পালন করি।চাষী মানিক সাহেবের প্রতিবেদন গুলো দেখে বানিজ্যিক উৎপাদনের কথা ভাবছি।

    • @motiursa2389
      @motiursa2389 5 ปีที่แล้ว

      Md.Mohosin Shemul

    • @asiyatarki5464
      @asiyatarki5464 5 ปีที่แล้ว

      দেশি মুরগীর চোট চোট পোকা হয়,এর করোনিও কি,

  • @taohidhossain40
    @taohidhossain40 4 ปีที่แล้ว

    আমার বিবেকে প্রকৃত সত মানুষ আপনাকেই পেলাম জত গুলো ভিডিও দেখেছি আপনার প্রতিটি কথা আপনার মূল্যবান ধন্যবাদ মানিক ভাই আল্লাহ আপনাকে ওনেক বড় করে দেন ডিওটি করে ওনেক কস্ট করে ভিডিও দেখি আপনার সিংঙ্গাপুর থেকে নরসিংদী তওহিদ

  • @sahedtube
    @sahedtube 5 ปีที่แล้ว

    এক কথায় অসাধারন। আপনার উপস্থাপনা, আপনার কথার ধাপগুলো, বাচন ভঙ্গি, সব কিছু মিলিয়ে অসাধারন। আর যে সকল খামার বিষয়ে টিপস দেন তা অতুলনীয়। আমি মুলত চাকুরীর পাশাপাশি অনলাইনে কিছু কাজ করি। আর ছোট বেলা থেকে কৃষি এবং হাস-মুরগী পালনে একটি ঝুক ছিলো। ইদানিং আপনার ভিডিওগুলো ফলো করছে। অল্প কিছু দেশি মুরগী দিয়ে নিজের ঘরের এক কোনে শুরু করেছি আমি আমার শখের খামার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার শুভকামনায়।

  • @mdalamin-oi8xs
    @mdalamin-oi8xs 6 ปีที่แล้ว

    ভাই কি বলবো কিছুই বলার নাই এতো সুন্দর করে বলেছেন,
    আল্লাহ আপনাকে উত্তম জাজা দিক আমিন।

  • @mdlokmanmia1946
    @mdlokmanmia1946 4 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @sajibmir7650
    @sajibmir7650 ปีที่แล้ว

    এতো কিছু গুছিয়ে বলার জন্য ধন্যবাদ ভাই জান🥰

  • @Anonymous-uc4zu
    @Anonymous-uc4zu 5 ปีที่แล้ว

    ধন্যবাদ শখের খামার ,ধন্যবাদ মানিক ভাই।আপনার দীর্ঘায়ু কামনা করি।

  • @afzalhossain9044
    @afzalhossain9044 6 ปีที่แล้ว +1

    মানিক ভাই সালাম নিবেন,অসাধারণ একটা ভিডিও,অনেক অনেক ধন্যবাদ,,,,,আফজাল হোসেন,,,তাবুক,,,সৌদি আরব,,,,,

  • @tanjidhossaintasif3440
    @tanjidhossaintasif3440 5 ปีที่แล้ว +1

    ধন্যবাদ মানিক ভাই ভালো পরামর্শ দিয়েছেন

  • @rayhanahmed8413
    @rayhanahmed8413 3 ปีที่แล้ว

    ভাই খুব ভাল করে কথা সাজিয়ে গুছিয়ে বলেন মাশাল্লাহ্

  • @jahiruddin77
    @jahiruddin77 6 ปีที่แล้ว +1

    বস্ পুরাই ফাটাইয়া দিলেন!! Love you...

  • @abulkashem799
    @abulkashem799 3 ปีที่แล้ว

    একটা best পরামর্শ।
    ধন্যবাদ

  • @mohammednoman6027
    @mohammednoman6027 6 ปีที่แล้ว +6

    মানিক ভাই সালাম নিবেন আমি ডুবাই থেকে দেখছি আমার বাড়ি চট্টগ্রাম সন্দীপ উপজেলা ভাই ভালো থাকবেন

  • @ProbashiTraveler
    @ProbashiTraveler 4 ปีที่แล้ว

    #Probashitraveler অনেক সুন্দর পোস্ট আমার চ্যানেলের পক্ষ থেকে রইল শুভ কামনা

  • @nakibuddinahmed661
    @nakibuddinahmed661 5 ปีที่แล้ว

    Vai balo laglo apner video gulo dekher por apnake onek onek donnobad delam apne duwa korben apner poramorsho mote ami ekta fram korte sai poramorsho deben bole asha roilo ami assam te bolsi.

  • @h.mkamrul7602
    @h.mkamrul7602 4 ปีที่แล้ว +2

    Thank you brother.from Dubai

  • @kibriagolam3769
    @kibriagolam3769 5 ปีที่แล้ว

    মানিক সালাম নিবেন। আল্লাহ আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখূক। আমি আফ্রিকা থেকে বলছি । দেশে আশে আমিও 1

  • @shohidulsatsia1891
    @shohidulsatsia1891 6 ปีที่แล้ว

    খুব সুন্দর ভিডিও। জাজাকাল্লাহু

  • @teknikalbangala3973
    @teknikalbangala3973 6 ปีที่แล้ว

    ইন্ডিয়া থেকে আপনারাই দেখে ইঙ্কবিতার মেশিন তৈরি করেছি বাচ্চা ভালো ফুটছে 80% প্রথম প্রথম

  • @shohelmohammad8556
    @shohelmohammad8556 3 ปีที่แล้ว

    অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন ভাইজান

  • @tufajjolhusen825
    @tufajjolhusen825 5 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ মানিক ভাই

  • @TheRock-un8bv
    @TheRock-un8bv 4 ปีที่แล้ว

    .ধন্যবাদ ভাই

  • @sirinsultana4861
    @sirinsultana4861 3 ปีที่แล้ว

    Tanks

  • @aponahmed1600
    @aponahmed1600 4 ปีที่แล้ว

    God job

  • @ctgmart7596
    @ctgmart7596 3 ปีที่แล้ว

    অসাধারণ

  • @gyvjkk7702
    @gyvjkk7702 4 ปีที่แล้ว

    nice vdio

  • @abdussamad5945
    @abdussamad5945 6 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে আল্লাহ সুখে রাখবেন এই কামনা প্রতিনিয়ত।

  • @norulmd6381
    @norulmd6381 5 ปีที่แล้ว

    সু পর্মশের জন্য,ধন্যবাদ মানিক ভাই, আপনাকে ।

  • @tazumiah3255
    @tazumiah3255 3 ปีที่แล้ว

    মাসাআল্লাহ্ সুন্দর কথা বলেছেন

  • @ইউসুফসুবারবাইজার

    আসসালামুয়ালাইকুম আমি একজন নতুন উদ্যোক্তা আমি কিভাবে শুরু করব আমাকে একটু প্লিজ জানাবেন আমি আপনার সবগুলো ভিডিও দেখি

  • @harunarrashidsaburul3978
    @harunarrashidsaburul3978 4 ปีที่แล้ว +1

    Good idea bro thanks

  • @biplobshil3730
    @biplobshil3730 5 ปีที่แล้ว

    Vai jotil idea Akbar a real idea. Sea jonno vai upnar topic golo amar kasa cub valo laga. Thank you vai.

  • @mdfaruqueahmedborbhuyan4795
    @mdfaruqueahmedborbhuyan4795 4 ปีที่แล้ว +1

    thank you for good information

  • @kabirk-sk7qr
    @kabirk-sk7qr 6 ปีที่แล้ว +4

    ধন্যবাদ ভাইয়া

  • @mahdihassan2152
    @mahdihassan2152 4 ปีที่แล้ว

    ভাই আমি আপনার ভিডিও সব সময় দেখি অনেক ভালো।অনে কিছু শিখি।দোয়া করি ভাই এগিয়ে যান।

  • @gyvjkk7702
    @gyvjkk7702 4 ปีที่แล้ว +1

    oh koto helpful vdo

  • @nijamchennai
    @nijamchennai 5 ปีที่แล้ว

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুনে অনেক আনন্দিত হচ্ছি

  • @হৃদয়পোল্ট্রিফার্মএ্যান্ডএগ্রো

    নতুন আইডি থেকে প্রথম লাইক ও সাবস্ক্রাইব করলাম, সবাই দোয়া করবেন প্লিজ।

  • @mizanurrahmanalarafat
    @mizanurrahmanalarafat 5 ปีที่แล้ว

    ভাইয়া কম খরচে ঘর তৈরি নিয়ে একটি ভিডিও দিলে খুবই উপকৃত হতাম।

  • @sathipowell2540
    @sathipowell2540 6 ปีที่แล้ว

    Deshi murgir jonno choto bacchake je glukoge,vitamin c, selaine debo seta 1 liter panite ki poriman debo?

  • @mdanower7883
    @mdanower7883 3 ปีที่แล้ว

    নাইস

  • @ziaurrahman2385
    @ziaurrahman2385 5 ปีที่แล้ว +2

    ভাই আপনার ভিডিও ওনেক ভালো লাগে ভাই ডিম বেশি পারার জন্য কি করতে হবে দয়াকরে জানাবেন প্লিজ
    আর দেশি মুরগি বছরে কতটা ডিম পাড়ে

  • @arifularifullaskar2053
    @arifularifullaskar2053 5 ปีที่แล้ว +1

    Nise

  • @shuvoshuvo2432
    @shuvoshuvo2432 4 ปีที่แล้ว +1

    Nice

  • @abdullahaljubaier9371
    @abdullahaljubaier9371 6 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই, অনেক সুন্দর ভিডিও।

  • @uzzalbangladeshi8736
    @uzzalbangladeshi8736 4 ปีที่แล้ว

    Thank you very much sir. For your information

  • @mdminhazmdminhaz427
    @mdminhazmdminhaz427 3 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ্ অনেক ভাল

  • @sagarnath5763
    @sagarnath5763 5 ปีที่แล้ว

    Apnar sob valo lagche Danna bad apnake ami india Assam theke bolchi

  • @hasanmunna7342
    @hasanmunna7342 6 ปีที่แล้ว

    ভাই আমি এই চ্যানেলের অনেক ভক্ত হয়ে গেছি। মানিক ভাই দেশি মুরগির A to Z ভিডিও চাই।

  • @sayanpaul3497
    @sayanpaul3497 6 ปีที่แล้ว

    da da ami duck ar satha chiken ar dim diya chi ta hola duck egg ar ki chu ho ba na to?

  • @golamrabbani3062
    @golamrabbani3062 5 ปีที่แล้ว

    Onek dhonnobad. . bhai.

  • @mdjony786
    @mdjony786 4 ปีที่แล้ว

    ইনকিউবেটারে বিদ্যুৎ চলে গেলে বেকাপ না থাকলে কয় ঘন্টা পর ডিম নষ্ট হয়ে যায় জানাবেন

  • @biplobshil3730
    @biplobshil3730 5 ปีที่แล้ว

    Vai upnar topic golo amar kasa onak valo laga. Vai Ami o akta deshi murgir firm korbo tai upnar sob update daki.

  • @abirhossain7889
    @abirhossain7889 5 ปีที่แล้ว

    ভাইয়া অনেক অনেক ভালো লাকছ আপনার ভিডিওটা। একদম আমার মনের কথাগুলো বলছেন আমি আসলে করতে চাচ্ছি কিন্তুু পারছি না কারন আমি ব্রুডিং করতে পারি না আমি গ্রামে থাকি কিন্তুু কিভাবে কি করবো বুঝি না আপনার ভিডিওটা আমাকে অনুপ্রেরনা জুগিয়েছে কিন্তুু আপনার ভিডিও গুলি দেখে করা কি সম্ভব হবে কোন প্রশিক্ষন লাগবে কি??

  • @mdwajqurunybabu5745
    @mdwajqurunybabu5745 4 ปีที่แล้ว

    ভাই আমি একটি খাঁচায় দেশি মুরগির ফার্ম করেছি এতে কি ডিমের উর্বরতা কমে যাবে বা বাচ্চা হবে না জানাবেন প্লিজ।আর আমার একটা সস্তায় ইনকুইবেটর বানানোর কন্ট্রোলার প্রয়োজন। আমার বাড়ি আশুলিয়া তে।

  • @mdobaydullah2843
    @mdobaydullah2843 5 ปีที่แล้ว

    মুরগির বাচ্চা ঠোকাঠুকি করলে এটা পতিরোধে কি করনিয়?যদি একটু বলতেন

  • @MDHASAN-nx3cw
    @MDHASAN-nx3cw 4 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম। ভাই আপনার কাছে শুনেছিলাম। দেশি মুরগির রানীক্ষেত ভ্যাকসিন করলে বাচ্চা মরেনা। ভাই আমি তো তিনটি মুরগির 39 টি বাচ্চাকে সাত দিনের আগে এক ভ্যাকসিন। আমার 21 দিনের আগে আরেক ভ্যাকসিন করেছি। কিন্তু ভাই বাচ্চাগুলো মারা গেল কেন। এখন আছে মোট নয়টি বাচ্চা। এ বিষয়ে বিস্তারিত বলবেন। আপনার উত্তরের আশায় রইলাম। ধন্যবাদ।

  • @shilpyakter4273
    @shilpyakter4273 5 ปีที่แล้ว +1

    Thanks

  • @prolaychoudhury8404
    @prolaychoudhury8404 5 ปีที่แล้ว

    Vhai darun bolechen.

  • @arpitadas38
    @arpitadas38 4 ปีที่แล้ว

    Best gaidenes

  • @tajfarmhatchery9585
    @tajfarmhatchery9585 5 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আশা করি ভাই জান ভালো আছন আমিও মোটামুটি ভাল আছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম বিগত বেশ কয়েক বৎসর যাবত বেকারি ব্যবসা করি প্রথম অবস্থা মোটামুটি ভাল থাকলেও বর্তমানে অবস্থা সুচনিয় কারন হকারগন হাজার নয় লক্ষ লক্ষ টাকা বাজাইয়া হঠাৎ পালিয়ে যায় অন্যদিগে হকার কয়েকজন মিলে পাটনার শিপ্টে নিজেরাই বেকারি করে নিজের মাল কমধামে সাপলাই করে তার ভিতর কারিগর পাওয়া যাই না শ্রমিক সংকট আবার পুলিশীঅত্যাচার এর ভিতর মবিলকোট বলুনতু কোন দিগে যাই এইসব যন্ত্রনার কারনে অতিষ্ঠ হইয়া বাবলাম শ্রমিক ছারা কোনকিছু করা যাই কি না সে ভাবনা থেকে ১০০ শত টাইগার মুরগির বাচ্চা নিয়ে পরিচর্যা করছি বর্তমান বয়ষ ২ মাস তার পাশাপাশি ২৪ পিছ দেশি মুরগির ৩ মাস বয়ষের বাচ্চা সংগ্রহ করিয়া তার পরিচর্যা করতেছি। এই অবস্তায় আমার টাইগার মুরুগের ভ্যকসিন দেওয়া সত্যেও গত কিছু দিন যাবত ভুমিকরে কয়েকটি জিমাই সাথে সাথে ভুমি গুলা খেয়ে ফেলে তাই আমি ডাক্তারের পরামর্শ নিলে তিনারা আমাকে ঔষধ দিলেন অরিটক্স - প্লাস। আর সিপ্রোসল (ভেট) ১০ আরও দিলেন রেনা মক্স তার এইগুলা শেবনের পরও ২টা মুরগ নরম বা দুর্বল হইয়া পরল এমন কি একটা মারাও গেল আর অপরটা জবাই করে দেখতে পেলাম খাবার গ্রহণ করার পর যেখানে প্রথম যায় সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার সময় ঠিক পাকস্থলীর একটু আগে নারটা একদম শক্ত লুহার রোডের মত খাবার এখানে এসে কোথাও যেতে পারছেনা তার আগের নারি বরি সব পরিস্কার কিন্তু শক্ত আর পাকস্থলীর ভিতর কিছু নেই কয়েকটি আস্তা কাল জিরাওসাদা কিছু ময়লা। তার পর আবার বিষয়টা যানালাম ডাঃকে তিনি এখন বললেন কারমিনা দেওয়ার জন্য এই মুহুর্তে কারমিনা না পাওয়ায় তাদের কাছে গেলাম তিনারা তখন আমাকে দিলেন অটুজাইম কিন্তু ভুমি বন্দ হচ্ছেই না এঅস্তায় আজ ২৮/০৫/২০১৯ ইংরেজি সকাল ৬ টাই আরও একটি বড় নর মুরুগ মারা যায়। তখন তাকেও কেটে দেখলাম ভিতরের অবস্তা তেমন খারাপ না বড় কোন সমস্যা নজরে আসেনি পাকস্থলী ও ভাল আছে বুরির এক জাইগাই হালকা জাম আছে গুরের মত কালার হালকা শক্ত। এখন আরও কিছু বাচ্চা অল্প জিমায় তবে খানা খাই এখন আমি মানুষের ভুমির টেবলেট পানিতে মিক্স করে দিয়েছি। এখন আপনার কোন সাজেশন থাকলে তা শিয়ার করলে উপকৃত হব। আমি এমন একজন মানুষ কখনও হার মানিনা বিদেশ করছি দির্ঘ ১২ বছর। বিমান ও ট্রেন ছাড়া আমার অজানা কিছু নেই ধরছি যখন দেখবই কি আছে। তবে দোয়া করবেন লিখা পড়া করেছি কওমি মাদ্রাসায় দাড়ি ওয়ালা মানুষ হারতে যানে না।

  • @khalidsaifullha906
    @khalidsaifullha906 6 ปีที่แล้ว +1

    আমি জখন বাজার থেকে মুরগী কিনতাম তখন সব গুলো বানজা হতো কয়েকবার কিনে ধরা খাইছি কিন্তু জখন গ্রামের পালের থেকে কিনছি তখন আশার চাইতে ভালো ফল পাইছি আপনার ভিডিও টি আগে পেলে হয়তো তা হতোনা

    • @khalidsaifullha906
      @khalidsaifullha906 6 ปีที่แล้ว

      ভাই অনেক বেপারে ই শিখছি কিন্তু আফসস ধরা খেয়ে খেয়ে শিখতে হইছ আপনার মত শিখানোর লোক ছিলোনা তাহলে মনেহয় এমন টা হতোনা

  • @arsadmia9752
    @arsadmia9752 4 ปีที่แล้ว

    ছালাম ভাই ,,, ভারত থেকে আমার খামারে রানী খেত হয়েছে ,,, মুরগী বয়স ৭৫ দিন ,,,, রানী খেত ,,,, গামবুরু,,,, কৃমি ঔষধ,,,,, এইসব দেওয়া হয়েছে আগেই ,,,, রোগ টা হওয়ার পর এনটিবায়োটিক দিয়েছি ,,,, খামারে জীবাণু নাসক ঔষধ দিয়েছি তারপর ও একটা দুটি করে মরছে কি করব ভাই ,,,,, খামার ও ১টা অন্য কোথাও সরানোর জায়গা নাই

  • @mdnasir-qp9wg
    @mdnasir-qp9wg 6 ปีที่แล้ว +3

    ১/ভাই ডিম দেওয়ার পর দেশি মুরগি কি কুচে পরে না?
    ২;আর ব্রয়লার ফিড খাউয়ালে কি কোন প্রব্লেম হবে না?
    ৩/লেয়ার মুরগির কোন ফিড খাওয়াতে হবে?
    ৪/কত দিন বয়স থেকে লেয়ার ফিড দিতে হবে?
    ৫/ গ্রাম থেকে বড় মুরগি কিনে কি ভ্যাকসিন করা যাবে?

  • @technicaldulal6743
    @technicaldulal6743 4 ปีที่แล้ว

    রোডেল মুরগির বাচ্চা চেনার উপায় একটু বলুন তো

  • @anjabulmondal5778
    @anjabulmondal5778 5 ปีที่แล้ว

    ভাই খুব ভালো বলেছেন

  • @ismsilali7150
    @ismsilali7150 3 ปีที่แล้ว

    সুন্দর ভিডিও ভাই

  • @mohammedjahir7730
    @mohammedjahir7730 4 ปีที่แล้ว

    আমার অনেক শখ মুরগীর খামার করা

  • @fazlulhoque6831
    @fazlulhoque6831 6 ปีที่แล้ว +2

    আছলামুআলাইকুম.ভাই আমি আপনার বিডিও দেখে একটি
    চারস ডিমের ইনকুবিটর বানাইছি. এবং গত দশ তারিখে
    240টি দেশি ডিম সংরহ কের
    দিয়ে ছিলাম সেখান থেকে 78 টি
    ডিম মিছিং হইছে তার মাজে 30টি নষ্ট ছিলো আর বাকি 48টি
    ভিতরে বাচ্ছা মারা গেছে .আপনার সবগুলো বিডিও
    আমি দেখি .আমার পক্ষ আপনার প্রতি দুয়া রইলো

  • @mohdhossain4359
    @mohdhossain4359 5 ปีที่แล้ว

    Useful discuss... Thanks

  • @sksayfoddin6564
    @sksayfoddin6564 5 ปีที่แล้ว +1

    Alhudulilah amay Dubai thanks bolche ....ame Kolkata West Bengal thaka..apner satha kotha bolta chai ????

  • @muktarmuktar5824
    @muktarmuktar5824 5 ปีที่แล้ว

    VAI GOLA SELA DEASE MURGE ATA KE ASOLEA DEASE. NA ONNO JAT JANABEN VAI

  • @DrAshraful11
    @DrAshraful11 5 ปีที่แล้ว

    সুন্দৰ

  • @mdsabbirthacher775
    @mdsabbirthacher775 4 ปีที่แล้ว

    কোনটা দেশি আর কোনটা সোনালী বুঝব কি করে? বুঝার একটা সহজ নিয়ম বলবেন দয়া করে।

  • @HAQUETV
    @HAQUETV 5 ปีที่แล้ว +1

    good advisor

  • @kodorali9156
    @kodorali9156 5 ปีที่แล้ว

    শুভ কামনা আপনার জন্য

  • @md.tohidul9225
    @md.tohidul9225 6 ปีที่แล้ว

    Onk valo video

  • @sohelkhan-eh8kh
    @sohelkhan-eh8kh 5 ปีที่แล้ว

    ভাই, দেশী মুরগীর খাবার কিভাবে তৈরি করা যায়, এ ধরনের একটা ভিডিও দিলে ভাল হত।

  • @mdfiruj1525
    @mdfiruj1525 5 ปีที่แล้ว +2

    আপনার দেওয়া ধারনা এবং হিসাব
    খুব ভাল লাগল

  • @salmaansaleem
    @salmaansaleem 4 ปีที่แล้ว

    ভাই, ভাগ্নে দেশি মুরগির খামার করতে চায়,

  • @szsanjied3805
    @szsanjied3805 5 ปีที่แล้ว +2

    ভাই আমার একটি মাত্র প্রশ্ন। ইনকিউবেটর বানানোর পর যদি htc humidity meter use না করি তাহলে কি ডিম ভালোভাবে ফোটানো সম্ভব হবে নাকি কোন বড় সমস্যা হবে?

  • @surjaman4354
    @surjaman4354 4 ปีที่แล้ว

    মানিক ভাই আমি হবিগন্জ থেকে আমার একটা কন্ট্রোলার লাগবে

  • @lavairis7180
    @lavairis7180 5 ปีที่แล้ว +5

    ভাই দয়া করে আমার পশ্নগুলোর উওর দিবেন - আমি ইন্টারনেট থেকে একটি দেশি মুরগি পালন বিষয়ক বই ডাউনলোড দিয়েছি বইটির নাম < উন্নত পদ্ধতিতে দেশি মুরগি পালন > বইটি একজন ভেটেরিনারি অফিসারের লিখা - তিনি বইটিতে লিখেছেন গরমকালে মুরগি বাচ্চা ফুটানোর ৬-৭ দিন পর আলাদা করে ফেলতে হবে এবং শীতকালে ১২-১৫ দিন পর আলাদা করতে হবে এখন আমার পশ্ন হলো আলাদা করার পরকি বুডিং করতে হবে নাকি তারা জরো হয়ে শরীর গরম করে নিলেই চলবে আর বুডিং নাকরলে কি কোনো সমস্যা হবে?
    এবং আরো লিখেছেন RDv ভ্যাকসিন নাপাওয়া গেলে বড় মুরগির চোখে BCRDv ভ্যাকসিন একফোটা করে দিলেই চলবে এগুলো কি সত্য?

  • @agrobussinesassam3739
    @agrobussinesassam3739 5 ปีที่แล้ว

    Mankda ami bharot thike bolsi, ami apunar ekjon niyomoto viewer, ami bangaldesh thike khaki kembel hasher bascha ante chai kibabe anbo? Plz ektu janaben,

  • @kamalbddn5683
    @kamalbddn5683 5 ปีที่แล้ว

    মেশিন দিয়ে বাচ্চা ফুটালে ঐ বাচ্চা গুলো বয়লার মুরগীর মত ও রোগজীবানু বেশি হয়, কিন্ত ভাল লাগলো, ভাই আমি সামনের মাসে ৫০ টা মুরগি ও ১৫ টা মুরগ. টুটাল ৬৫ টি মুরগীর প্রতি মাসে কত গুলো খাদ্য লাগবে, বা কি কি খাওয়াতে হবে, আমি ভেবেছি হলুদ বোট এবং ধানের বুষি তার সাথে অল্প ছোলা, গমের বুষি,এগুলো খাওয়াতে চাই, দয়া করে বলবেন কি

  • @mdsazid2773
    @mdsazid2773 4 ปีที่แล้ว

    Brothers.thanks

  • @mdsumonmilon5452
    @mdsumonmilon5452 4 ปีที่แล้ว +1

    ভাই এটি দেশি মূরগি পালন দিমু কেবাবে ধিমু

  • @mdshariarferoj6328
    @mdshariarferoj6328 5 ปีที่แล้ว

    Subscribe korlam vai,valo laglo apnar channel ti

  • @Greenworld1990
    @Greenworld1990 4 ปีที่แล้ว

    আপনাকে ধন্যবাদ,
    এভাবে করেছি, হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে,
    অসুখ হলে সব মারা যায়, গ্রামের মানুষ হিসাবে আমরা প্রায় সবাই এই সমস্যার সম্মুখীন ভাই।

  • @mbshahin9471
    @mbshahin9471 4 ปีที่แล้ว

    ভাল কথা

  • @junakimedia
    @junakimedia 5 ปีที่แล้ว

    খুবেই ভালো

  • @kausarsarkar6833
    @kausarsarkar6833 5 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম সিংগাপুর থেকে

  • @mdemonahmed33
    @mdemonahmed33 4 ปีที่แล้ว

    উনি এমন একজন ভালো মানুষ কল দিয়ে ও পাওয়া যায় না

  • @biplobbar5703
    @biplobbar5703 5 ปีที่แล้ว

    manik vai 10dinar desi bachar ektu thanda lagcha ki upay acha ektu bolen

  • @surjotara7576
    @surjotara7576 4 ปีที่แล้ว

    ভাই আমার ৩৩ শতক জায়গা আছে, যেখানে ছোটো ছোটো ৪টি পুকুর আছে। চতুরদিকে নেটের বেড়া আছে, এই জায়গায় কতটি বড় মুরগী উন্মুক্ত অবস্থায় পালন করতে পারব দয়া করে জানাবেন।

  • @mmblackbengalgoatfarm
    @mmblackbengalgoatfarm 5 ปีที่แล้ว

    Very nice