মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু পাড় হওয়ার অপরূপ দৃশ্য | Padma Bridge

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 380

  • @rajatkantibarman1814
    @rajatkantibarman1814 2 ปีที่แล้ว +107

    ভারত থেকে লিখছি।।খুব ইচ্ছে করছে আজকে ছুটে চলে যাই সেতু পার হওয়ার জন্য।।সত্যিই মানুষের আবেগ টা স্বাভাবিক।।একটা সেতু,অসংখ্য স্বপ্ন,অসংখ্য ঘটনাপরম্পরায় স্বপ্ন বাস্তবায়ন। বাংলাদেশ কে উন্নয়নশীল থেকে উন্নত দেশ হওয়ার সেতু এই পদ্মা সেতু।যমুনা টিভির সমস্ত প্রতিবেদন দেখি।পদ্মা সেতু নিয়ে সমস্ত প্রতিবেদন দেখি,খুব সুন্দর লাগে।।

    • @anisorrahmananis281
      @anisorrahmananis281 2 ปีที่แล้ว +4

      Thanks vai....

    • @SultanaArzuVlogs
      @SultanaArzuVlogs 2 ปีที่แล้ว +4

      👍👍👍

    • @nosratjahan5701
      @nosratjahan5701 2 ปีที่แล้ว +5

      চলে আসেন ভাইয়া 👋🤝🤝🤝

    • @doulatjaman3853
      @doulatjaman3853 2 ปีที่แล้ว +2

      আপনাকে অনেক ধন্যবাদ।

    • @rajatkantibarman1814
      @rajatkantibarman1814 2 ปีที่แล้ว +3

      @@nosratjahan5701 ইচ্ছে থাকলে ও উপায় নেই।৪০০ কিমি দূর।ভিসা পাশপোর্ট,ইত্যাদি অনেক ঝামেলা।তবে বাংলাদেশ আমাকে খুব টানে।।জীবনে অন্তত একবার বাংলাদেশে যাওয়ার ও পদ্মা সেতুতে পারাপারের ইচ্ছে রইল।।দেখা যাক।🙏🙏🙏🙏🙏

  • @tanveermohammad6718
    @tanveermohammad6718 2 ปีที่แล้ว +24

    বাংলা ভাষায় কথা বলা অন্য পারের ভাইয়েরা যেমন আনন্দ করছেন, আমারও কেন জানিনা ভীষণ খুশি লাগছে।
    বশিরহাট, পশ্চিমবঙ্গ 🇮🇳

  • @sebamandal8548
    @sebamandal8548 2 ปีที่แล้ว +23

    চোখে পানি চলে আসলো,,,সৃষ্টিকর্তা যেন এই সেতুকে দীর্ঘস্থায়ী করে,,বাংলাদেশের মানুষ সবাই ভাল থাকুক,,এই প্রার্থনা।
    JSK

    • @oceanview951
      @oceanview951 2 ปีที่แล้ว +1

      joy sree krishna.
      vogobaner kripay ai setu tike thakbe.

    • @AbdurRahman-td3bj
      @AbdurRahman-td3bj 2 ปีที่แล้ว

      ❤️

  • @alamgirkabir2910
    @alamgirkabir2910 2 ปีที่แล้ว +50

    এ কান্না খুশির কান্না।
    ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী

  • @mujibarrahman3605
    @mujibarrahman3605 2 ปีที่แล้ว +56

    গাড়ির চালক ভাইদের আনন্দে চোখে পানি আসছে। এতো দিন কতো কষ্ট ই না করেছে।

  • @gamingwithsujan0217
    @gamingwithsujan0217 2 ปีที่แล้ว +73

    আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পদ্মা সেতু উদ্বোধন হলো ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী সকলকে যারা কাজে নিয়ে নিয়োজিত ছিল এবং আরও ধন্যবাদ জানাই দেশের জনগণকে যারা এই কাজটি করতে সাহায্য করেছে আমরা গর্বিত আমাদের অর্থায়নে পদ্মা সেতু আলহামদুলিল্লাহ। দেশ প্রেম। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহু আকবার

  • @baulsongmanikdhali7698
    @baulsongmanikdhali7698 2 ปีที่แล้ว +43

    পদ্মা সেতু আমাদের সম্পদ, দেশের সম্পদ। ফেরিঘাটে যে কত শত ঘন্টা অপেক্ষার যন্ত্রণা সয়েছি- তার কোনো হিসেব নেই। গর্ব কিংবা অহংকার নয়, আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া জানাই।
    হে আল্লাহ, এ সেতুকে আপনি আমাদের জন্য টেকসই ও উপকারী করুন আমিন

    • @SultanaArzuVlogs
      @SultanaArzuVlogs 2 ปีที่แล้ว +1

      এই যন্ত্রনা যে সইয়েছে শুধু সেই বুঝে।

  • @সুরেরছোঁয়ায়-ব৮ঞ
    @সুরেরছোঁয়ায়-ব৮ঞ 2 ปีที่แล้ว +28

    আমি পশ্চিমবঙ্গের বীরভূমে থাকি। জানিনা কবে দেখতে পাবো এই সেতু । কিন্তু জানিনা কেন খুব আনন্দ হচ্ছে

  • @matraders426
    @matraders426 2 ปีที่แล้ว +17

    নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো অনেক গর্বের সেতু দোয়া করি এই সেতু ঠিকে থাকুক 🤲🤲🤲🤲

  • @sofiyawasiya4425
    @sofiyawasiya4425 2 ปีที่แล้ว +224

    আল্লাহ এই শেতুর মেয়াদ স্থায়ী করে দিন আল্লাহুম্মা আমিন

    • @muklysfoker6976
      @muklysfoker6976 2 ปีที่แล้ว +3

      সেতুর চিন্তা করো দশ টাকার কাপড় ধোয়ার বল সাবান পঁচিশ টাকা সেটা চিন্তা করো না

    • @easypiano6194
      @easypiano6194 2 ปีที่แล้ว +4

      @@muklysfoker6976 80 টাকার কামলা এখন 600 টাকা নিয়ে বাসায় যাই

    • @sahoque5641
      @sahoque5641 2 ปีที่แล้ว

      amin

    • @capitalist369
      @capitalist369 2 ปีที่แล้ว

      ধর্মের বানী তোমার গোয়া দিয়া দিব।

    • @mdrased8534
      @mdrased8534 2 ปีที่แล้ว

      @@easypiano6194 tomar somossa ki

  • @ayeshazahaanhumayra4230
    @ayeshazahaanhumayra4230 2 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ সত্যিই খুব ভাল লাগছে 😍❤️

  • @tusherahmed8
    @tusherahmed8 2 ปีที่แล้ว +5

    আমরা চট্টগ্রামের অনেকেই কিন্তু পদ্মা সেতুতে পা দিব না।কিন্তু পদ্মার বুকে মাথা উঁচিয়ে দাড়িয়ে থাকা বাংলাদেশের সুউচ্চ গৌরবান্বিত পদ্মা সেতু দাড়িয়ে থাকুক যুগ যুগ ধরে 💖💖💖

  • @rhwksjsk8951
    @rhwksjsk8951 2 ปีที่แล้ว +16

    ভালোবাসার আরেক নাম পদ্ম সেতু

  • @shazzadhossainsagor954
    @shazzadhossainsagor954 2 ปีที่แล้ว +27

    আল্লাহ্ আকবর। পদ্মা সেতু বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সক্ষমতার প্রতীক।

    • @salmanghazi77
      @salmanghazi77 2 ปีที่แล้ว +1

      আলহামদুলিল্লাহ 🥰

  • @zahidhossain9166
    @zahidhossain9166 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ, এসব দেখলে কিছু তেলাপোকার শরীর জ্বলে

  • @chakanyosuf6424
    @chakanyosuf6424 2 ปีที่แล้ว +19

    পদ্মা নদী পারি দিতে গিয়ে যাদের জীবন গেছে তাদের আত্মিয় স্বজন যানে এই সেতু তাদের কাছে বিশাল এক আবেগ এখন দুঃখ কিছুটা হলেও মুছবে পদ্মা সেতু চালু হওয়ায়.

  • @niloynill1645
    @niloynill1645 2 ปีที่แล้ว +5

    আহ্....একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারলাম।

  • @Hasib845
    @Hasib845 2 ปีที่แล้ว +6

    ভাবা যায় একটা সেতু মানুষকে কতটা খুশি করে 🥺🥺🥺🥺
    তাদের খুশি দেখে চোখে পানি চলে আসল🖤❤️❤️❤️🖤🖤❤️❤️

  • @baulsongmanikdhali7698
    @baulsongmanikdhali7698 2 ปีที่แล้ว +16

    এই জীবনে বহু কষ্ট করে গ্রামের বাড়িতে গিয়েছি ও ঢাকায় এসেছি, মাওয়া শিমুলিয়া ঘাটে ও কাঁঠাল বাড়ী লঞ্চে ঘাটে দুর্ভোগ পোহাতে হয়েছে। নদীতে ঝড় তুফানে লঞ্চ বন্ধ, ঘন কুয়াশায় লঞ্চ বন্ধ, সন্ধ্যার পর লঞ্চ বন্ধ।
    স্বপ্নের পদ্মা সেতু চালু হয়েছে আলহামদুলিল্লাহ । যখন ইচ্ছে হবে তখনি আমার বাড়ী শিবচরে যাইতে পারবো, রাত দিন ২৪ ঘন্টা, পদ্মা ব্রিজে গাড়ী চলবে" ইনশাআল্লাহ।।।
    পদ্মা সেতু আমাদের সম্পদ, দেশের সম্পদ। ফেরিঘাটে যে কত শত ঘন্টা অপেক্ষার যন্ত্রণা সয়েছি- তার কোনো হিসেব নেই। গর্ব কিংবা অহংকার নয়, আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া জানাই।
    হে আল্লাহ, এ সেতুকে আপনি আমাদের জন্য টেকসই ও উপকারী করুন আমিন।।
    দক্ষিণ অঞ্চলের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ।।
    ফেরি ঘাটে এম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কি!
    ৩ ঘন্টা দেরি হওয়াতে ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কি!
    কুয়াশার কারনে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী জানে পদ্মাসেতু কি!!
    পদ্মা নদীতে লঞ্চডুবি ও টলার ডুবে স্পিডবোটের দুর্ঘটনায় স্বজনহারানো পিতা-মাতা জানে পদ্মা সেতু!!
    সারাবছর পরিচর্যার পরে ঘন্টার পরে ঘন্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষকটি বলতে পারবে পদ্মা সেতু কি!!
    প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলার সহ ডুবে যাওয়া সন্তানকে খুজে না পাওয়া বাবা মা জানে পদ্মা সেতু কি!!
    শিমুলিয়া ঘাট ও কাওড়াকান্দি ঘাটে ফেরির অপেক্ষায় গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়।
    আনসার বাহিনী ও পুলিশকে হাজার টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করে ফেরি পারাপার হইতে হয়।
    আমি নিজেও অনেকবার আমার গাড়ী নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে ছিলাম, ফেরিঘাটে।
    আমি জানি বুঝি পদ্মা সেতু কি!!
    পদ্মা নদীর ভিতরে ঝড় তুফান সৃষ্টি হইলে দেখা যায় চারিদিকে নারী-পুরুষ শিশুসহ সবাই একসাথে বাঁচার আকুতি মিনতি আর্তনাদ কান্নাকাটি এই বুঝি লঞ্চ ডুবে গেল তারাই শুধুমাত্র বুঝে পদ্মা সেতু কি!!
    পদ্মা সেতু কখনোই একটি সাধারন ইট সিমেন্ট স্প্যান সেতু ছিলোনা যারা সেই পথ ব্যবহার করে তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাড় করানো হইচে!!
    যারা পদ্মা সেতুকে আপন করতে পারে নাই
    তারা এ দেশকে এখনো আপন করতে পারে নাই।
    দক্ষিণ অঞ্চলের সাথে মংলা বন্দর, পায়রা বন্দর ও কুয়াকাটা সহ্ এবং ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক এবং সব দিক থেকে উন্নয়নের জোয়ারে হবে ইনশাআল্লাহ।
    কোটি কোটি মানুষের নদীপাড়ের দুর্ভোগের অবসান হবে ইনশাআল্লাহ।।
    ছোট বেলায় যখন কাঠালবাড়ী ঘাট থেকে, সকাল বেলায় ঢাকার উদ্দেশে রওনা দিতাম। ঢাকায় গিয়ে পৌছাইতাম সন্ধার সময়। আসা যাওয়ার পথে ৪ টি ফেরি পারাপারে জীবন অতিষ্ঠ হয়ে যাইতো।।
    এখন মাত্র ২ ঘন্টায় ঢাকা থেকে আসা যাওয়া করতে পারবো ইনশাআল্লাহ।।
    ধন্যবাদ মাননীয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।আপনার হাত ধরেই বাস্তবায়িত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু 💖
    ****** মোঃ মানিক ঢালী ********

    • @SultanaArzuVlogs
      @SultanaArzuVlogs 2 ปีที่แล้ว

      তবুও কিছু বলদ এটা নিয়ে ট্রল করবে,,পদ্মা সেতুর মর্ম শুধু সেই বুঝবে যেই পদ্মা পার হওয়ার কষ্ট টা সোয়েছে।

    • @mujibulhaque5488
      @mujibulhaque5488 2 ปีที่แล้ว

      Very very well said bro. Thanks a lot for explaining the facts. May Allah bless us all.

  • @limunkhan2482
    @limunkhan2482 2 ปีที่แล้ว +6

    আমি এখনো বিশ্বাস করতে পারতেছিনা। আমার কাছে যাদু মনে হয়। হ‍্যা মহান আল্লাহর আসিম কৃপায়। আল্লাহর সাহায্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চোখের মনি হিরার টুকরা। দেশ রত্ন সেখ হাসিনা। Salute for you. Salute for you. Salute for you pm sak hasina.

  • @sunnybhowmick5264
    @sunnybhowmick5264 2 ปีที่แล้ว +1

    Congratulation Bangladesh 👏👏👏
    Best wishes from 🇮🇳 kolkata

  • @mdtorikulislam9770
    @mdtorikulislam9770 2 ปีที่แล้ว +2

    মনের মাঝে খুশি লাগতেছে এবারের ঈদে পদ্মা সেতু হয়ে বাড়ি যাবো শর্ট টাইমে

  • @mohammadrahamatalisarker9735
    @mohammadrahamatalisarker9735 2 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম।
    যে ব্যাক্তি আল্লাহর হুকুম ও নবী করিম ( সাঃ) এর সুন্নত তরিকায় জীবন - যাপন করবেন। সে দুনিয়া ও আখেরাতে সফলকামী হবেন।
    ইনশাআল্লাহ।
    সম্মানিত মুহতারাম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিবেন।

  • @AtikurRahman-rr4ik
    @AtikurRahman-rr4ik 2 ปีที่แล้ว +2

    দল যার যার,পদ্মা সেতু আমাদের সবার ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rezaulkorim2717
    @rezaulkorim2717 2 ปีที่แล้ว +2

    অনেক অনেক ধন্যবাদ যমুনা টেলিভিশনের সাংবাদিক ভাইকে আপনি একটা কষ্টের কথা এবং সত্যি কথা বলেছেন যেটা চিরন্তন সত্য সেটা হল ট্রাক ড্রাইভাররা খুবই অবহেলিত ভিতরে ছিল ফেরি পারাপারের জন্য যেটার কোনো অগ্রধিকার ছিলনা অবহেলিত ভাবে দিন কাটিয়েছে রাত কাটিয়েছে রাস্তায়। আমি ট্রাক ড্রাইভার সহ সকল গাড়িচালকদের বলব সতর্ক ভাবে গাড়ি চালায় ট্রাফিক আইন মেনে সবসময় গাড়ি চালাবেন

  • @tishansg3243
    @tishansg3243 2 ปีที่แล้ว +36

    আসলে সত্যি কথা যে ড্রাইভাররা কত কষ্ট করতো🙏🙏🙏

  • @abuyousuf2
    @abuyousuf2 2 ปีที่แล้ว +17

    আলহামদুলিল্লাহ।
    আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনেক হায়াত দারাজ করুক

  • @Hasib96348
    @Hasib96348 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে।।

  • @sultana6715
    @sultana6715 2 ปีที่แล้ว +31

    টোল নিয়ে মানুষ কথা বলে কিন্তু এখন সবজি দুই-তিনদিন থাকলে নষ্ট হয়ে যায় অনেক পণ্যই নষ্ট হয়েছে তবে সেগুলো আর নষ্ট হবে না। মানুষের সময় অনেক বেঁচে যাবে।

    • @sky497
      @sky497 2 ปีที่แล้ว +1

      আমার মনের কথা বলেছেন ভাই ।

  • @rajendramondal8026
    @rajendramondal8026 2 ปีที่แล้ว +1

    স্বপ্নের পদ্মা সেতু 😍🎊🎉✌️❤️

  • @mdsaimul4004
    @mdsaimul4004 2 ปีที่แล้ว +4

    কোনোদিন যাইতে পারবোনা তারপরও বলতেচি সেতুটির নেক হায়াত দান করে দেওক আল্লাহ

    • @MdIbrahim-yn7bo
      @MdIbrahim-yn7bo 2 ปีที่แล้ว

      কেন ভাই?

    • @mdsaimul4004
      @mdsaimul4004 2 ปีที่แล้ว

      @@MdIbrahim-yn7bo যাওয়ার মতো তৌফিকনাই

  • @masum19711
    @masum19711 2 ปีที่แล้ว +2

    স্বপ্ন দেখতে সবারই ভালো লাগে কিন্তুু বাস্তবতার কি যে স্বাদ যাহা ভাষায় প্রকাশ করা যায়না। বিশেষকরে আমরা যারা দক্ষিনবঙ্গের মানুষ তাদের জন্য এটা এক বিশাল আত্ম-তৃপ্তি স্বপ্নের এই পদ্মা সেতু। আজ গর্ববোধ করে বলতে পারি আমরাও পারি অদম্য ইচ্ছাকে বাস্তবায়িত করতে। যার জন্য আজ এই গর্ব বিশ্বের দরবারেও এক অভূতপূর্ব জায়গা দখল করে নিয়েছে সে হলো আওয়ামীলীগ সরকারের প্রধান নেত্রী ও আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ তাকে অনেক দীর্ঘজীবী করুক ও বাংলাদেশকে বিশ্বের দরবারে আরো মুখ উজ্জল করার তৈফিক দান করুক এই প্রত্যাশায়।

  • @md.abdurrahim5707
    @md.abdurrahim5707 2 ปีที่แล้ว +5

    চোখ আর মন আজ খুশিতে সমুজ্জ্বল 💖💖

  • @mohammadsojib7485
    @mohammadsojib7485 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে দেখলাম খুব ভালো লাগছে

  • @ansarivlogs1996
    @ansarivlogs1996 2 ปีที่แล้ว +1

    I am from Kolkata ❤️

  • @zamanrakib1500
    @zamanrakib1500 2 ปีที่แล้ว +3

    দেখে মনটা আনন্দে ভরে গেল সেতু দেশে অর্থনৈতিক অবস্থা উন্নতি করবে আশা করি

  • @btob-force5173
    @btob-force5173 2 ปีที่แล้ว +1

    এই নিউজটা দেখার জন্য ছয়টা থেকে অপেক্ষা করছি।

  • @palashroy3051
    @palashroy3051 2 ปีที่แล้ว +2

    দেখেই ভাল লাগতেছে " স্বচক্ষে দেখলে মনে হয় আরো ভালো লাগবে !!

  • @fokroulfokroul7804
    @fokroulfokroul7804 2 ปีที่แล้ว +10

    আহ কি মধুর সুখ অনুভব করছি বলে বুজানো যাবেনা,
    দোয়া রইলো প্রধানমন্ত্রীর জন্য

  • @mdrabbiislam7711
    @mdrabbiislam7711 2 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ 💜💙💛🤍

  • @mrahman206
    @mrahman206 2 ปีที่แล้ว +1

    যে সকল ব্যক্তি সড়ক/ সেতু কর্তৃপক্ষের আইন মানছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত। অন্যথায় এই আইন বঙ্গটা সকলের জন্য নিয়মে পরিনত হয়ে যাবে। পরে এটা সামাল দেয়া খুবই কঠিন হবে।

  • @LearnWithShohagh1
    @LearnWithShohagh1 2 ปีที่แล้ว +10

    যমুনার ক্যামেরা এতো খারাপ ক্যান? একটু ভালো ক্যামেরা ব্যবহার করুন।

  • @marjahanmim9706
    @marjahanmim9706 2 ปีที่แล้ว

    মহান আল্লাহর নিকট লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ এই সেতুটি দেখা পযন্ত হায়াত দান করেছেন না হলে মেরেও শান্তি পেতাম না।

  • @1968Jahangir
    @1968Jahangir 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আমাদের দেশকে শান্তি, সমৃদ্ধশালী ও বরকতময় করে দাও-- আমীন 🇧🇩⛵️🇧🇩⛵️🇧🇩⛵️🇧🇩⛵️🇧🇩⛵️🇧🇩

  • @mrlofer7440
    @mrlofer7440 2 ปีที่แล้ว +2

    সত্যি কথা, এটা সম্পূর্ণ একটা স্বপ্ন পূর্ণ হল।
    ধন্যবাদ প্রধানমন্ত্রী।💝💝

  • @md.saydurrahamankhan1316
    @md.saydurrahamankhan1316 2 ปีที่แล้ว

    বাহ অতি চমৎকার দৃশ্য আলহামদুলিল্লাহ

  • @kazisilo
    @kazisilo 2 ปีที่แล้ว +2

    আল্লাহ তোমার কাছে সুকরিয়া আদায় করে শেষ হবে না। অবশেষে আমাদের স্বস্তি। তুমি শেখ হাসিনাকে দীর্ঘ হায়াত দান করো। তাকে ভালো রেখো।

  • @minhajurrahman5839
    @minhajurrahman5839 2 ปีที่แล้ว +1

    ভালোই লাগলো নিজেকে দেখে❤️

  • @samsulhoque9628
    @samsulhoque9628 2 ปีที่แล้ว +2

    Our ancestors are from Bangladesh. Before India gained independence, my grandparents came to Assam, India from present-day Bangladesh. I am proud of the Padma Bridge today as a native of Bangladesh.

  • @abdullah3576
    @abdullah3576 2 ปีที่แล้ว +1

    আমাদের গর্ব, আমাদের অহংকার,আামাদের আবেগ, অনূভুতি 🔥স্বপ্নের পদ্মা সেতু আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়িয়ে আছে আলহামদুলিল্লাহ ❤😍😍💪💪🇧🇩🇧🇩🇧🇩আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে নিজের দেশের মানুষের টাকায় প্রধানমন্ত্রীর ওছিলায় এটি বাস্তবায়িত হয়েছে, তাই তাকে আন্তরিক ধন্যবাদ 💐

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 2 ปีที่แล้ว

    দেখে খুব ভালো হলো।

  • @RealvoiceGEN_Z-f8m
    @RealvoiceGEN_Z-f8m 2 ปีที่แล้ว

    আল্লাহ এই পদ্মা সেতুর মাধ্যমে জনগনের কল্যাণ করুক এবং এই সেতুর নামে দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারকারীদের ধ্বংস করুক শীঘ্রই ।আমিন।

  • @CtgRicky
    @CtgRicky 2 ปีที่แล้ว

    অবশ্যই একদিন দেখতে যাব,,
    স্বপ্নের পদ্মা সেতু😍❤🇧🇩🔥

  • @salmanghazi77
    @salmanghazi77 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের স্বপ্ন পুরন হবে ইনশাআল্লাহ 🥰🇧🇩🥰

  • @sohelmia3070
    @sohelmia3070 2 ปีที่แล้ว +5

    ইনশাআল্লাহ আমি ও একদিন পদ্মাসেতু পাড়ি দিব গাড়ি যোগে।

  • @sahabu2
    @sahabu2 2 ปีที่แล้ว +1

    Eid feeling for us❤️❤️

  • @ashoghureasi
    @ashoghureasi 2 ปีที่แล้ว +4

    আমার প্রানের শহর খুলনা।
    খুলনা দক্ষিণ অঞ্চলে যেতে আমাদের যে কত কষ্ট হতো এটা আমরা জানতাম। ধন্যবাদ জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • @rajibrana3375
    @rajibrana3375 2 ปีที่แล้ว

    শরীয়তপুর আমার অহংকার 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @waytoparadise5536
    @waytoparadise5536 2 ปีที่แล้ว

    খুবই সুন্দর দৃশ‍্য।

  • @thehiddentruth9160
    @thehiddentruth9160 2 ปีที่แล้ว +7

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা ❤️

  • @aktravel6
    @aktravel6 2 ปีที่แล้ว +6

    কিযে খুশি ও আনন্দ লাগছে বলে বুঝানো যাবেনা,মালয়েশিয়া থেকে প্রধান মনএির যখন ঘোষণা দিয়ে ওপেন করে, তখন কেদে ফেলেছিলাম,আলালাহ শেখ হাসিনা কে নেক হায়াত বাড়িয়ে দিন,আশায় আছি ছুটিতে দেশে গিয়ে দেখতে যাবো,আমার শশুর বাড়ি কাছে হওয়ায় সুবিধা হবে, আমার বাড়ি নরসিংদী 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @nosratjahan5701
    @nosratjahan5701 2 ปีที่แล้ว +1

    হে আল্লাহ আমাদের এত কষ্টের টাকার মাতার গামপ্রবাসীদের মাটিতে ঝড়ানো টাকা পদ্মা সেতু আপনি স্থানীয় করে দিয়েন সব বিপদ থেকে পদ্মার করে দিও 🤲🕋🤲🕋🤲🕋

  • @dotreception5926
    @dotreception5926 2 ปีที่แล้ว +2

    কত যে আনন্দ লাগছে বলে বুঝাতে পারবোনা ধন্যবাদ মাননীয় প্রধান মন্ত্রী

  • @nasimabashar4315
    @nasimabashar4315 2 ปีที่แล้ว

    সময় সংবাদ খোঁজ করলাম পাইলাম না ধন্যবাদ যমুনা টেলিভিশকে

  • @fujyalahmadfahad5200
    @fujyalahmadfahad5200 2 ปีที่แล้ว +2

    অনেক সুন্দর সেতু।💕💕🇧🇩🇧🇩

  • @mdabul3037
    @mdabul3037 2 ปีที่แล้ว +1

    সম্মানিত সাংবাদিক ভাই যমুনা টিভি
    আপনার মাধ্যমে জানতে চায়,
    আমাদের টাকায় আমাদের সেতু ।
    শুনে খুশি হলাম, কিন্তু আমাদের টাকায় সেতু হলে কেন টোল দিতে হয়?????
    বিদেশি টাকা হলে ঋণের জন্য টোল নিতে হবে, এখন কেন টোল দিতে হবে,
    দোয়া ও ভালবাসা অবিরাম

  • @syedasalmbadal9176
    @syedasalmbadal9176 2 ปีที่แล้ว +8

    ২১ জেলার জনগন কে উপহার দিয়েছেন স্বপ্নের পদ্মা সেতু । বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ ।।।।।।।।।
    জামালপুর জেলা বাসীর পক্ষ থেকে লক্ষ কোটি জনগনের ভালোবাসা রইলো জননেত্রী শেখ হাসিনার প্রতি ❤️❤️❤️❤️❤️
    সৈয়দ আসলাম বাদল। সাবেক যুগ্ন আহবায়ক। জামালপুর জেলা ছাত্রলীগ। ১৯৯৯--২০০৩।।

  • @pujadaspujadas2552
    @pujadaspujadas2552 2 ปีที่แล้ว +1

    many many thanks manonio prodhan montri sekh hasinaky

  • @MDJoyHossan
    @MDJoyHossan 2 ปีที่แล้ว

    দেশের প্রতিটি মানুষ খুশি

  • @mamunmaria2722
    @mamunmaria2722 2 ปีที่แล้ว +1

    কখন যাবো খুব অস্থির লাগতেছে,,,,,,,,,,

  • @mdbabulhossin1717
    @mdbabulhossin1717 2 ปีที่แล้ว +1

    💖💖💖💖💖আমার সোনার বাংলা আমি তোমাই ভালো বাসি 💖💖💖💖💖💖

  • @farhadhossain4413
    @farhadhossain4413 2 ปีที่แล้ว +1

    মাঝখান দিয়ে বয়ে গেছে এই যে সেতু😊

  • @shariat-ullahmurad6311
    @shariat-ullahmurad6311 2 ปีที่แล้ว +1

    Alhamdulillah.. MashaAllah

  • @ekakiprobash3221
    @ekakiprobash3221 2 ปีที่แล้ว +5

    আমি হলে আজকে, 7 মিনিটের জায়গায় পদ্মা সেতু পার হতে 70 মিনিট নিতাম। ♥️

  • @mehedi07khulna
    @mehedi07khulna 2 ปีที่แล้ว

    ধন‌্যবাদ মান‌নীয় প্রধানম‌ন্ত্রিকে।

  • @সুনাম.টিভি
    @সুনাম.টিভি 2 ปีที่แล้ว

    মনিরুল ভাই আমার প্রিয় সাংবাদিকের অন্যতম।

  • @fardusiislam1906
    @fardusiislam1906 2 ปีที่แล้ว +6

    পদ্মা সেতু দেখা কান্না আসুক আর নাই আসুক টোল দেওয়ার সময় চোখের জল ঠিক ই আসবে 😂😂

  • @sabujalamakonfaruk4673
    @sabujalamakonfaruk4673 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @msmklang2822
    @msmklang2822 2 ปีที่แล้ว

    মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জয় বাংলা জয় বাঈ বন্ধু ধন্যবাদ ধন্যবাদ

  • @marjahanmim9706
    @marjahanmim9706 2 ปีที่แล้ว

    আর মহান আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আমাদের পদ্মা সেতুর আইকন মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ আয়ু দান করেন আমিন।

  • @jafrulislam7297
    @jafrulislam7297 2 ปีที่แล้ว +1

    আনন্দের অশ্রু❤️🇧🇩

  • @Afairytales
    @Afairytales 2 ปีที่แล้ว +2

    ফেরীর জন্য অপেক্ষা করা কি যে কষ্ট তা শুধু যারা যায় তারাই জানে।।
    কিন্তু আমাদের পদ্মা ফেরীতেই পারি দিয়ে ঢাকা আসতে হবে।

  • @msvlogsbd894
    @msvlogsbd894 2 ปีที่แล้ว +2

    আমি দক্ষিণ বঙ্গের মানুষ। পদ্মা সেতু হওয়াতে আমি খুব খুশি। ৮ তারিক বাইক নিয়ে বাড়িতে যাবো।প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আজ তার জন্য আমরা পেয়েছি পদ্মা সেতু।

  • @ontorhossain8620
    @ontorhossain8620 2 ปีที่แล้ว

    Oshadharon

  • @anisorrahmananis281
    @anisorrahmananis281 2 ปีที่แล้ว

    mashallah ❤❤❤❤...

  • @bmmasum8916
    @bmmasum8916 2 ปีที่แล้ว +3

    এটা দেশের রাষ্ট্রীয় সম্পদ এটাকে সবাই নিজের মনে করে দেখে রাখতে হবে সবার?সুতরাং পদ্মা সেতুকে শত্রুর হাত থেকে রক্ষার দায়িত্ব সবার

  • @ahsumon7322
    @ahsumon7322 2 ปีที่แล้ว +2

    নিয়ম/অনিয়ম ভাঙা জাতির নাম বাঙালি জাতি।
    পদ্মাসেতুর উপর একটা চটপটি/ ফুটকার দোকান দিতে চাই ছোট ও সিমীত পরপিসরে।
    কোন ঘুষখোর মামার সাথে যোগাযোগ করতে হবে...? plz জানান

  • @Faujiami
    @Faujiami 2 ปีที่แล้ว +1

    Amra Jara ferry par hotam ..tarai Jani j setu ki jinish..

  • @mohinkhan2503
    @mohinkhan2503 2 ปีที่แล้ว

    Joy bangla Joy bongo Bondou joitu shekhe hasina

  • @bismillahwazmedia
    @bismillahwazmedia 2 ปีที่แล้ว

    পৌঁছে দাও
    কালেমার দাওয়াত
    -লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ

  • @mdhossainnur
    @mdhossainnur 2 ปีที่แล้ว +1

    আমাদের মধ্যে তো অনেকের তো খোচা না মারলে হয়না, যেটা ভাল বা খারাপ কনো দিগে তাকাইনা শুধু সমোলচনাই করি,,,,

  • @sahabanurshefa
    @sahabanurshefa 2 ปีที่แล้ว

    ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা 👍🇧🇩🇧🇩

  • @mdasibkhan5676
    @mdasibkhan5676 2 ปีที่แล้ว

    Thank you PM ❤️

  • @ashrafuddaulasidddiqui8170
    @ashrafuddaulasidddiqui8170 2 ปีที่แล้ว

    রাতের ভিউ চাই। আজকে রাতেই অবশ্যই!!!!!!

  • @updemonff
    @updemonff 2 ปีที่แล้ว

    3:06 suzuki gsxr🥰🥰

  • @nowabkhan2178
    @nowabkhan2178 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ

  • @rajibmollha9913
    @rajibmollha9913 2 ปีที่แล้ว

    আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ
    আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য অফুরন্ত ভালোবাসা দোয়া রইল।

  • @movie-clips3
    @movie-clips3 2 ปีที่แล้ว

    Amr takai amr podda setu❤💖

  • @lailabanu7867
    @lailabanu7867 2 ปีที่แล้ว

    Khub Sundor

  • @chowdhuryjakerin
    @chowdhuryjakerin 2 ปีที่แล้ว +2

    whatever you support Hasina or not but Of course u taking the advantage of her excellence