Bikrompure Baper Bari | বিক্রমপুরে বাপের বাড়ি | Shabana | Anjuman Ara Begum | Monihar | Anupam
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025
- Subscribe Now: goo.gl/oDg7Ps
Welcome to Anupam Movie Songs channel. Watch Popular Bangla Movie Songs, Old Bangla Movie Songs, Anupam provide nonstop entertainment.
Song: Bikrompure Baper Bari
Cast: Shabana
Singer: Anjuman Ara Begum
Lyricist: Gazi Mazharul Anwar
Music: Satta Saha
Movie: Monihar
Director: Mostafa Mehmud
Producer: Abdul Aziz Mia
Production: Chitrolekha
Label: Anupam
All kinds of Digital Copyright and Distribution right preserved by Anupam Recording Media only.
To Set This Song As Caller Tune Please Use Below Mentioned Code:
Ringback Tunes Can Be Set By SMS with only 1 setup:
গানটি গ্রামীনফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
WT লিখে একটি স্পেস দিয়ে 9385602 লিখে পাঠিয়ে দিন 24000 নাম্বারে।
গানটি রবি গ্রাহকরা টেলি টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
GET লিখে একটি স্পেস দিয়ে 9385602 লিখে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।
গানটি বাংলালিংক গ্রাহকরা টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
DOWN9385602 লিখে পাঠিয়ে দিন 2222 নাম্বারে।
গানটি এয়ারটেল গ্রাহকরা কলার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
CT লিখে একটি স্পেস দিয়ে 9385602 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে।
Visit our Official site: www.anupamrm.com
Also, Find us on Social Media:
G+ Anupam: plus.google.co....
Facebook Page: www. Anu...
Twitter Official: / anupamrm
#MoniharMovieSong
#BanglaMovieSong
#banglasong
#banglavideosong
#OldMovieSongs
#moviesongsbangla
#banglapopularsong
#PopularBnaglaSong
কোন ভাষাই এই গানের কথা, সুর, কন্ঠ, দৃশ্য ও প্রেক্ষাপটের প্রশংসা সম্পর্কে যতেষ্ট হবে না। কালে কালে আমাদের গ্রামীণ প্রকৃতি ও সংস্কৃতি যখন আরও হারিয়ে যেতে থাকবে,তখন এ ধরনের গান ও সিনেমার দৃশ্যপটের মাঝেই হয়তো আমাদের তখনকার প্রজন্ম গ্রামের অতীত ঐতিহ্যের পরিচয় খুঁজে পাবে। স্যালূট গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। আল্লাহ তাঁকে মাফ করুন এবং বেহেশত নসীব করুন। আ-মী-ন।
সেই গ্রাম সেই মেঠো পথ আজ কোথায় হারিয়ে গেল....! গানের কথা, সুর, গায়কী, অভিনয়, চিত্রায়ণ, পরিচালনা সব মিলেমিশে একাকার...! কোন অভাগীর কথা কত নান্দনিক ভাবেই না ফুটিয়ে তোলা হয়েছে....!
চমৎকার বিশ্লেষণ!!!!!
sei
সব মেঠোপথ শেখ হাসিনা পাকা করে দিছে
Nice song
গিরীন চক্রবর্তীর গাওয়া বিখ্যাত গান 'কিশোরগঞ্জে মাসির বাড়ি থেকে' অনুপ্রাণিত।
সদ্য প্রয়াত গাজী মাজহারুল আনয়ারের অনবদ্য সৃষ্টি এই গান। সুর কন্ঠ অসাধারণ সেই চিত্রায়ণ
কথা, সুর, কন্ঠ, অভিনয়, পরিচালনা, বাংলার গ্রামীন প্রকৃতি সব মিলে অপূর্ব এক সৃষ্টিকর্ম এই গানটি
Arafat
মানুষের বস্তব জীবেনর সাথে এ গানের মিল আছে। লেখক তা গানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।
পুরানো বাংলা ছবিতেই বাংলাদেশের প্রকৃত রুপ পাওয়া যায়।
আমাদের বিক্রমপুর অর্ধেক পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে এখনো ভাঙ্গার মধ্যেই আছে। কারো কোন দৃষ্টি নাই।
Vai apnar gramer nam Ki union ki
May Almighty Allah grant Jannatul ferdous for Anjuman Ara Begum….Allahumma Ameen.
সেই গ্রামীণ দৃশ্য ও গান কোনটিই এখন আর নেই।
গানটি শুনে সোনারঙ খিলপাড়া বেতকা নতুন বাজার এর বিভিন্ন রাস্তাঘাট এর কথা মনে পরে গেল। বিশেষ করে সাহাবুদ্দিন ভাই, মামুন,অান্না, ঝরনা,সজীব এর কথা মনে পরে গেল।আয়নাল হক
আমি গর্বিত আমি বিক্রমপুরের মেয়ে
Tai
serajdikhan
আমিও বিক্রনপুইরা পোলা
হয়তো বাস্তবে কোন এক অভাগীর মনের লুকানো কথা গানের কথায় প্রকাশ পেল।
ঠিক বলছেন
০০৯৭৪৩৩৯৮৬৭৮৩
@@muhammadakramali4130
সহমত
amar kopal ganer sathe hubohu meel.
same.
আমার বাপের বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, এমন কি শশুর বাড়ি টাও বিক্রমপুরে
আমাদের ও,,,,,,
আমারো সেম
Amader
বিক্রির বিকরমপুইরা আর নোয়াখাইললারা নিজেদের মধ্যেই বিয়ে শাদী করে
আমার বাবার বাড়ি বিক্রমপুর !!!!!
গানগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে
এই গান টি আনজুমানারা বেগম
ছবি মনিহার সেই ছোট বেলায় টাঙ্গাইল
রওশান হলে দেখেছি এখনো মনে হয়
তখন কার সিনেমা দেখতে ইচ্ছে করতো
কি সুন্দর সেই দিন গুলো ছিল সপ্নের মত
আহা ...
না ভাই এটা হলো বাদশা ছবির গান।নায়ক খসরু আর শাবানা। সন্ধান দিলাম আমি মাসুূ পারভেজ। ভূকতা-কালিহাতী-টাংগাইল। বাংলাদেশ। প্রবাসে কুয়েতের মরুভূমির বুক থেকে।
@@masudmasud8917 ভাই তুমি 70 দর্শকের শাবান আলমগীর টেলিসামাদ
অভীনিত মনিহার ছবির গান এইটা
পরে হয়তো অন্ন কোন নায়ক করেছেন
জাই হোক
আমি তোমাকে খুব ভাল বাসি কারন
তুমি আমার বাড়ি কাছের মানুষ
আমার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী
কোকডহরা উতরাইল যেটাকে সবাই
বল্লা কোকডহরা বলে জানে
যাই হোক আমি বিদেশে থাকি 1982
থেকে তাই পরের ছবিগুলো আমি জানিনা
তুমি মনিহার সিনেমা টি সময় পেলে দেখ
খুব ভাল লাগবে। তোমার কথা গুলো মনে থাকবে কারণ দুই জনে একই জায়গার
লোক । দুই জনেই বিদেশ থাকি।
নিজে ভাল থেকো এবং সবাই কে ভাল রেখো
কমেন্টা রেখে গেলাম সৃতি হিসাবে।
সেম কাহিনী 😢😢😢😢😢😢
মাঝে মধ্যেই সেই শৈশবে ফিরে যাই,শৈশবের স্মৃতিগুলো ফিরে পাই মনে আনন্দের ঢেউ বয়ে যায় ।
যতবার শুনি,দেখী ততবার সেদিনের কথা মনে পড়ে!
আমার কমেন্ট টা রেখে গেলাম ২০৩৩ সালের জন্য তখন আমার ছেলে মেয়ের বয়স হবে ১০ বছর
আপনার কত হবে?
সিনেমাঃ মনিহার " আহ কি সুন্দর গানছিলো।❤️💯।তাং ১৭-২-২২ ইং।
এই সেই আমার দেশ বিক্রামপুর পদ্মা নদী আমাদের বিক্রামপুরকে বিলিন করে দিয়েছে আজ আমরা দেশ ছাড়া ।
তো বর্তমানে কয় আছেন?
@@ব্রাহ্মণবাড়িয়ারপোলা-ত৪ড bidesh
আমাদের বাসায় বেরায় যান মুন্সীগনজ সদর
So sorry
আহারে! খুবই দুঃখজনক। দোয়া করি ভালো থাকুন।
এই গানের বাস্তবতায় হাজারো মানুষের বুকে ধারন করছে এই সোনার বাংলাদেশ কে বুঝে কেই বা শুনে আনজুমারা বেগমের এই গানের মধ্যে মানুষের চাপা কষ্ট ফুটে উঠলো
পুরানো দিনের গান।
একবার শুনলে বার বার শুনতে
মন চায়
গানটি আপলোড করার জন্য
অনেক অনেক ধন্য বাদ।
অসংখ্য ধন্যবাদ ....🎻আমাদের বিক্রমপুর কে নিয়ে এরকম সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য🎻🎻🎻🎻
মাঝে মধ্যে পুরানো দিনের গান শুনতে ইচ্ছা হয় পূরানো দিনের ছবি দেখতে ও ইচ্ছে হয়
গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এর লেখা গান অসাধারণ
এমন সুন্দর দৃশ্য বর্তমানে কল্পনা মাত্র
এই সোনালী দিনের গানের মতো,
আবার যদি কৈশোর ফিরে পেতাম,❤️
আর আসবে না ফিরে
এ টাকেই বলে বাংলার রুপ আর বাংলার গান। অনেক দিন পর শুনলাম।
ছবি মনিহার, গীতিকার গাজী মাজাহারুল আনোয়ার, শিল্পী আনঞ্জুম আরা বেগম
শাবানা ম্যামের গরুর গাড়ী চালানো কী সুন্দর !
আমার বাপ দাদা নানা নানি সবি বিক্রামপুর জামাই বাড়িও
Valo voalo gan opohar dibo
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
আরে ও ও ও বেলা যায় বয়ে যায় রে যায়-
আরে ও ও ও বেলা যায় বয়ে যায় রে যায়,
খেতে আর খামারে কে চিনে আমারে,
একা একা রবো কোন ভরসায়।
খেতে আর খামারে কে চিনে আমারে,
একা একা রবো কোন ভরসায়।
কোথায় আছি কেমন আছি খবর নিলো না,
চিঠি দিলাম পত্র দিলাম মামা এলো না।
কোথায় আছি কেমন আছি খবর নিলো না,
চিঠি দিলাম পত্র দিলাম মামা এলো না।
অভাগিনির ভাগ্য আহা কত চমৎকার-
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
আরে ও ও ও আমার নাই কেহ নাই রে নাই-
আরে ও ও ও আমার নাই কেহ নাই রে নাই,
এখানে সেখানে কি যানি কোন খানে,
ঢেউয়ের মতো আমি ভেসে বেড়াই।
এখানে সেখানে কি যানি কোন খানে,
ঢেউয়ের মতো আমি ভেসে বেড়াই।
কপাল দোষে ছোট্ট কালে মরে গেলো মা,
গর্বে থাকতে মরলো পিতা চোখে দেখলাম না।
কপাল দোষে ছোট্ট কালে মরে গেলো মা,
গর্বে থাকতে মরলো পিতা চোখে দেখলাম না।
এই দুঃখের কথা আমি বলবো কত আর-
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
কত না সুন্দর গান।আজীবন মানুষের মুখে থাকবে।
এ সব গান চির অমর হয়ে থাকবে
uhhhhh masterpiece
এখনকার এত উন্নত জীবনের চেয়ে আগের অনুন্নত জীবন অনেক বেশি মধুর ছিল।
২০২১ এও শুনে যাচ্ছি 🌸
T
সেই ছেলেবেলায় ৭০ এর দশকের কথা মনে পড়ে যায়। নেত্রকোনা হীরামন সিনেমা হলে মনিহার ছবিটি দেখেছিলাম।
Old is gold that is my favourite song because my childhood life I watched this movie 🇿🇦🇧🇩
অসাধারণ!❤️✨
আমার নানার বাড়ি
Koto sal ar gan hoba eata
অপূর্ব সুন্দর গানটি। ধন্যবাদ
*_পুরনো দিনের গান গুলো আসলেই অসাধারণ_* 😍❤
Very nice melody song.
Excellent..Anjuman ara Apa..is my favourite singer..She is the best and number one singer..of Bangladesh..
আমার গ্রামের বাড়িও বিক্রমপুরে। তবে পদ্মায় বিলীন হয়ে গিয়েছে গ্রামটি। আমি কখনও গ্রামে থাকিনি, তবে বছরে ২/৩ বার যেতাম। ১৯৯৫-৯৬ এ দিকে গ্রামটি পদ্মার গ্রাসের শিকার হয়। এখনও মাঝে মাঝে হাসাইল বাজারে গিয়ে নদীর দিকে চেয়ে থাকি যেখানে ছিল আমার গ্রামটি।
সত্তি ভাই দুঃক্ষ জনক।
আমাদের বিক্রমপুর❤❤
❤❤❤ অতি পুরাতন গান হিসাবে আমার খুব পছন্দের একটি গান ছিলো সাবানা ম্যামকে আনতোরিক ধন্যবাদ
Great song of Anjuman ara Begum unparalleled sweet tone I have hard From my childchildhood.
বিক্রমপুরে শশুড় বাড়ি আমার, নিজের বাড়িটা শরীয়তপুরে।
আমনে তো আমাগো শইয়তপুইরা মাইয়্যা মানে দেশী বইন 😊😊
Bai Amake niben
Khub sundar nayika, darun misti gaan.
প্রিয় শিক্ষক মজিদ স্যারের মুখে অনেক শুনেছি,হাই স্কুলে থাকতে
ছবিটা কয়এক বার দেখেছি, অসাধারন গান, কখনও ভুলা যায় না
অসাধারণ গান
আমিনুল ইসলাম আমিন গফরগাঁও ময়মনসিংহ থেকে
অনেক দিন পরে গানটিন পেলাম তাই সাথে সাথেই ডাউনলোড করে পেললাম
তাহলে আমিও করে ফেলি।
আরে ভাই সেই সোনালী দিনগুলো গেলো কইরে
😢😢😢😢😢😢😢হয়তো আর ফিরে পাব না
Amar bario Bikrampur ar poranbabu amar baba je gari pechone dorache. I am lucky daughter. True fact sacchi
ইত্যাদি থেকে শুনে আসলাম
জনপ্রিয় বাংলা চ্যেনেল থেকে ধন্যবাদ সবাইকে
সেই ছোট বেলা থেকে শুনে অাসছি।এখনো মাঝে মাঝে শুনি।
জনপ্রিয় প্রতিদিন বাংলা ছায়াছবির গানের আসর নিয়ে আসছি ভালো কমেন্ট করুন
সিনেমার নাম মনি হার কি দারুন দেখতে সিনেমা আফসোস হয় সেই দিন এর কথা মনে হলে
মনিহার সিনেমার গান প্রতি দিন একবার করে শুনি তাও মন ভরে না।
গানগুলো শুনলে মনের অজান্তেই সেই ছোট বেলায় ফিরে যাই। অনেক সময় চোখের কোনে পানি চলে আসে।
thik bolecho bhai...
After long times I got the golden song of Bangladesh.
Thanks
আমাদের অহংকার বিক্রমপুর
ইতিহাস নির্ভর সিনেমা " ফকির মজনু শাহ" আমার যৌবনকালে দেখেছিলাম নাটোর ছায়াবানী সিনেমা হলে। অসাধারণ সিনেমার অসাধারণ একটা গান । আজ গানটা শুনে ফিরে গেলাম সেই সোনালী যৌবনকালে
ছবির নাম মনিহার
গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
ধন্যবাদ ভাই
এই গানটা আমারও খুভ পছন্দের পুরা তিন বছর ধরে খুজেছি তার পর পেলাম গতো বছর।
Big years
B
I went back in my childhood when I was school student and went sunam Gong in 1978
And watch this film
Khub sundor ekti gaan, Bikrampure Baper bari..
অপূর্ব
একদম ঠীক
আহ্্্্্
ছোট বেলায় বাবার মুখে শুনছিলাম এই গান ♥️
সোঁনালী দিনের গান শুনলের জন্য মায়া লাগে
কি সুন্দর মেঠো পথ।।।
বিক্রমপুইরা 🤘🤘
মনে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে এই গান শুনে । মনে হচ্ছে আগের দিন ফিরে পেতে চাই ।
আমার বাড়ি মাওয়া মেদিনী মন্ডলের পদ্মার পাড়ে বাড়ি ছিল যাহা বিক্রমপুরের অধীন গানটি আমার পূরানোস্মৃতিকে উসকে দিল খুব ভালো লাগলো গানটি
এখান সেখানেই পদ্মাসেতু হয়েছে।
এখানে নদী প্রচুর ভাঙ্গে।
বাড়ি আছে নাকি পদ্মায় ভেঙ্গে নিয়ে গেছে কিছু জানতে পারছেন???
মন ছুয়ে যায়।
এই গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আগের দিনের গান গুলা আসলেই কোনো জবাব নেই
সুন্দর দিনের সেই রকম গান আহা ....
আহা মন ছুয়ে গেলো গান টা শুনে কি মিষ্টি আগের গান গুলা, আগেও শুনেছি আরো শুনতে মন চায়, tnx সবাই কে mizan মাদ্রিদ স্পেনে থেকে
hey , madrid ki kam karo..??
আমাদের মধ্যে তো ভালবাসা র অভাব হও র দিন চলে ছে
সিনেমাঃ মনিহারঃ পরিচালক মোস্তফা মেহমুদঃ অভিনয়ে আলমগীর শাবানাঃ আনোয়ার হোসেন সুমিতা দেবীঃ টেলি সামাদঃ কল্পনাঃ মায়া হাজারিকাঃ খলিলঃ মুরাদঃ পরান বিশ্বাসঃ মনজুররাহীঃ ও আরো অনেকে গিতীকার গাজী মাজহারুল আনোয়ারঃ সুরকার সত্য সাহাঃ শিল্পী আঞ্জুমানরা বেগম জমিদার পরিবারের গল্প নিয়ে মনিহার ছবি।
ছবিটির মুক্তির সাল কত??
এমন এমন দৃশ্য আর এমন এমন ছায়াছবি এবং এমন এমন অভিনয় শিল্পী ও গান আর পাওয়া যাবে না নতুন করে।।
আমার মায়ের কাহিনী আমার মার জীবনটা খুব কষ্টের তেমন আমার নানার তেমন মহিষের গাড়ি ছিল আমার নানার খুব বর সম্পদ শালি আছলা বাট আমার মায়ের কষ্টের সেস ছিল না কারণ আমার সত নানি ছিল বাকিটা ইতিহাস......
Reba Reba I have the same story brother
very sad...
আমারে বলুন না ভাই দয়া করে
❤❤অসাধারন❤❤❤❤❤❤
Nice song sabana
Kono prasansai jathesta nai. Amar sonar Bangla ami tomai valobasi
অতুলনীয়
এই ছবিটা দেখে অনেক কেদেছি
অসাধারণ গান ❤❤❤
সেই হয়েছে
যদি কান্না করার নিয়ম থাকতো, তাহলে হয়তো আজ আমি কান্না করেই দিতাম। শুধু দুচোখ বেয়ে অশ্রু ঝড়ছে। আমি ছেলে হয়েও কথাটা বলছি। আমার জীবনের সাথে এই গানের অনেক মিল আছে। কারন আমি যে আমার বাবার তেজ্য করা সন্তান। এখন আমার নিজের বলে কোনও বাড়ি নাই। ছোট একটা চাকরি করি, আর একটা মেসে থাকি। আর মাঝে মাঝে আমার এক বন্ধুর বাড়িতে যাই। তাও আমার বাবার বাড়ি থেকে অনেক দুরে। ১২ বছরের মধ্য বাবার সাথে দেখা হয় নি। তবে ছোট একটা ভাই আছে শুনেছি। সে নাকি এখন বড় হয়েছে। আমার খোজ করতে এসেছিলো বন্ধুর বাসায়। আমি তো আর সেখানে থাকি না। আমি শহরে থাকি, বাবার বাড়িতে যায়গা হয়নি। কোথায় থাকবো তাছাড়া।
আর বলতে পারলাম না। চোখ ঝাপসা হয়ে গেলো।
😭। আপনার কথা শুনে খুব কষ্ট লাগলো 😭! বড় অদ্ভুত, আজব ঘটনা! আপনার ফেসবুক লিংক দিলে কথা বলতাম 🙏
Wrip llpgewqz
আবার যদি ফিরে পেতাম সেই শৈশব