Salute all the freedom fighters of 1971! Salute Indian people who attached themselves emotionally and practically with liberation war of 71. Salute Indian government for its heroic roll! Special thanks for welcome about 1 crore refugees in 1971. My parents, grandparents and many relatives were some of them of those vast Bengali refugees. We can never forget that memory.
আমার স্বাধীনতা যুদ্ধের কথা মনে পড়ে,বয়স তখন ১০ এর মত,আমরা টাঙ্গাইলের প্রত্যন্ত এলাকায় ছিলাম, পালিয়ে পালিয়ে থাকতে হতো কখনো কখনো। মুক্তিযোদ্ধাদের মাঝে মাঝে দেখতাম দলবেঁধে রাস্তা দিয়ে হেঁটে যেতে, হাতে অস্ত্র। একদিন দেখলাম আকাশে প্রায় শখানেক,প্লেন উড়ে যাচ্ছে, আশ্চর্য হয়েছিলাম,পরে জানলাম ভারতীয়, বিমান, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর কিছুদিন পর টাঙ্গাইল শহরে গেলাম, ভারতীয় বাহিনী দেখার জন্য,আনেক মুক্তিযোদ্ধাদের দেখলাম, গ্রামের পথে যাদের দেখেছিলাম, অনেকেই মুখচেনা হয়ে গিয়েছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখেছিলাম ভিড়ের মধ্যে টাঙ্গাইল শহরে মাঠের মধ্যে একটি মঞ্চে অনেকের সাথে কথা বলতে।
আমি তখন 9 বছর বয়সী এক বালক। আমরা সমবয়সি বন্ধুরা মিলে মাঠে ফূটবল খেলছিলাম, হঠাৎ আকাশে তীব্র কান ফাটানো আওয়াজ, ন্যাট ফাইটার জেট ও মিগ 21 বিমান যুদ্ধের মহড়ায় ব্যস্ত। ছোটো ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে ভয়ঙ্কর কোন যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তার আগে পুর্ব পাকিস্তান থেকে অগণিত শরণার্থীর কিছু অংশ ফাঁকা সল্ট লেকে এসে আশ্রয় শিবিরে কোনো রকমে মাথা গুজে পরে আছে, দেখতে গিয়েছিলাম পাড়ার যুবক দাদাদের সাথে, নির্বস্ত্র নিরন্ন হাতে একটা সাদা রঙের এনামেলের থালা বা বাটি হাতে খাবার ভিক্ষা চাইছে। অসহ্য অবস্থা। যুবক দাদারা যা কিছু পেরেছিল তাই দিয়ে তাদের সাহায্য করেছিল, ওদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছিল। এখনো মনে আছে। কিন্তু বর্তমান বাংলাদেশের কিছু ধর্ম উন্ম্মাদ 53 বছর আগের ইতিহাস ভুলেই গেছে। জেনে রাখ, তুমি ইতিহাস ভুলতে চাইলেও, ইতিহাস কিন্তু তোমায় ভুলবে না উন্ম্মাদরা! ইতিহাস তোমাদের দোজখে পাঠাবে!
ইতিহাস কেউ ভুলে নাই দাদা! যাদের ধর্মান্ধ বলছেন, তারাই সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিলো! আর শেইখ মুজিব জীবনেও স্বাধীনতার পক্ষে ছিলেন না। মেজর জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের আসল পিতা
@JahidHossain-mu2xz আপনারাই স্বাধীনতা অর্জন করেছেন। কেউ deny করেনি। ভারতীয় সেনাবাহিনী যা করার করেছে। এটাও কেউ অস্বীকার করবেনা আশা করি। আপনারা (যদি আপনি জাতীয়তাবাদী বাংলাদেশি হন) স্বাধীনতাকামী ছিলেন। স্বাধীনতা পেয়েছিলেন। ভারতীয় সেনা ও আপনাদের স্বাধীনতার জন্য মূল্য চুকিয়েছে। বাকিটা আপনি বুঝেনিন।
হ্যা মানুষ অতীত ভুলেই যায়।আমি ৭১ দেখিনি তবে বতমান দেখছি ভারত বিগত ১০,১৫ বছর যাবত বাংলাদেশের পিছনে লেগে আছে। বাংলাদেশকে ছোট করা,বাঙালী জাতিকে ছোট করা,বাংলাদেশীরা উইপোকা,বাংলাদেশীদের ধরে বঙ্গপোসাগরে ফেলে দেওয়া, বাংলাদেশীদের উল্টো করে ঝুলিয়ে রাখা,বাংলাদেশীরা অনুপ্রবেশকারী, ঝাড়খণ্ড নির্বাচন প্রচারনায় বাংলাদেশকে বাজে ছোট হিসেবে তুলে ধরা।বর্ডার হত্যা,জল ছেড়ে দিয়ে মজা করা ভারতের জলে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। এইসব কর্মকান্ডের জন্য আমার ভেতরে ভারত বিদ্দেশ ভারতের প্রতি ক্ষোপ,হিংসা বাড়ছে কেননা আমি বতমান দেখছি। আর পাকিস্তান গত ১০,১৫ বছরে বাংলাদেশকে সন্মান দিয়েছে যে এই এই সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে ফলে পাকিস্তানের প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে শএু হয়েও আর যে আমার ৭১ রের বন্ধু ছিলো বতমান কর্ম কান্ডের জন্য শএু হয়ে গেছে।
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে আমরা চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করি। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ত্রিপুরার মানুষ, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই ঋণ কোনদিন শোধ করা যাবে না। এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, বস্ত্র দিয়েছেই, বাসস্থান দিয়েছে, চিকিৎসা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে সর্বোপরি ভারতীয় সেনাবাহিনী মিত্রবাহিনীর ভূমিকায় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের অনেক সৈনিক জীবন দিয়েছে আমার লাল সবুজ পতাকা অর্জনের জন্য। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী জাতিসংঘ সহ সারা পৃথিবীতেই পাকিস্তানি হানাদারদের ভয়াবহ গণহত্যার কথা বিশ্ববাসীকে জানিয়েছেন। বিশ্ব জনমত বাঙ্গালীদের পক্ষে এনেছেন। ভারতের সকল রাজনৈতিক দল এবং সকল মতের মানুষ আমাদেরকে সাহায্য করেছেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।
@MdAnishasan-sx1mk আপনি কি আপনার দেশ @ বাংলাদেশ কে নিয়ে ভাবেন?? আপনার মধ্যে নিজের দেশ নিয়ে জাতীয়তাবাদ (nationalism) আছে?? যদি থাকতো, তাহলে বোঝা যেত sovereign বাংলাদেশ কখোনো অন্য কোনো দেশের গোলাম হতে পারেনা। তবে, ইদানীং গোলাম হয়ে গেছে।
There were many brave Bengali-Pakistani soldiers who trained and fought alongside Muktibahini and had access to some limited modern equipment. Also, note that at that time Pakistani army had way more modern equipment than India as the USA was their main ally (let alone China). So, with all due respect, what you are trying to indicate is not only false but also degrading to Bengali freedom fighters.
মুক্তিযোদ্ধারা খান সেনাদের কোন বাল ও ছিড়তে পারছিলো না। দশ হাজার ভারতীয় সৈন্য শহিদ হয়েছিলো তোদের বাংলাদেশ স্বাধীন করার জন্য। বেইমানি করিস না ভারতবাসির সঙ্গে।
একরকম ঢেকিতে ধানই ভেঙেছে।ভালো করে ভেবে দেখ সেইসময় আমরা না থাকলে তোদের মুক্তিযোদ্ধারা বন্দুক কই পেত ট্রেনিং কই পেত ভাব।তোদের ঢেকিও আমরা দিয়েছি ধানও আমরা দিয়েছি।তুইতো মুক্তিযোদ্ধা না যারা মুক্তিযোদ্ধা তাদেরকে জিজ্ঞাসা কর।আমরা না থাকলে ওরা ঢেকি কই পেত আর ধান কই পেত
Salute all the freedom fighters of 1971! Salute Indian people who attached themselves emotionally and practically with liberation war of 71. Salute Indian government for its heroic roll! Special thanks for welcome about 1 crore refugees in 1971. My parents, grandparents and many relatives were some of them of those vast Bengali refugees. We can never forget that memory.
Stay blessed forever Friend.
আমার স্বাধীনতা যুদ্ধের কথা মনে পড়ে,বয়স তখন ১০ এর মত,আমরা টাঙ্গাইলের প্রত্যন্ত এলাকায় ছিলাম, পালিয়ে পালিয়ে থাকতে হতো কখনো কখনো। মুক্তিযোদ্ধাদের মাঝে মাঝে দেখতাম দলবেঁধে রাস্তা দিয়ে হেঁটে যেতে, হাতে অস্ত্র। একদিন দেখলাম আকাশে প্রায় শখানেক,প্লেন উড়ে যাচ্ছে, আশ্চর্য হয়েছিলাম,পরে জানলাম ভারতীয়, বিমান, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর কিছুদিন পর টাঙ্গাইল শহরে গেলাম, ভারতীয় বাহিনী দেখার জন্য,আনেক মুক্তিযোদ্ধাদের দেখলাম, গ্রামের পথে যাদের দেখেছিলাম, অনেকেই মুখচেনা হয়ে গিয়েছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখেছিলাম ভিড়ের মধ্যে টাঙ্গাইল শহরে মাঠের মধ্যে একটি মঞ্চে অনেকের সাথে কথা বলতে।
আমি তখন 9 বছর বয়সী এক বালক। আমরা সমবয়সি বন্ধুরা মিলে মাঠে ফূটবল খেলছিলাম, হঠাৎ আকাশে তীব্র কান ফাটানো আওয়াজ, ন্যাট ফাইটার জেট ও মিগ 21 বিমান যুদ্ধের মহড়ায় ব্যস্ত। ছোটো ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে ভয়ঙ্কর কোন যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তার আগে পুর্ব পাকিস্তান থেকে অগণিত শরণার্থীর কিছু অংশ ফাঁকা সল্ট লেকে এসে আশ্রয় শিবিরে কোনো রকমে মাথা গুজে পরে আছে, দেখতে গিয়েছিলাম পাড়ার যুবক দাদাদের সাথে, নির্বস্ত্র নিরন্ন হাতে একটা সাদা রঙের এনামেলের থালা বা বাটি হাতে খাবার ভিক্ষা চাইছে।
অসহ্য অবস্থা। যুবক দাদারা যা কিছু পেরেছিল তাই দিয়ে তাদের সাহায্য করেছিল, ওদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছিল। এখনো মনে আছে। কিন্তু বর্তমান বাংলাদেশের কিছু ধর্ম উন্ম্মাদ 53 বছর আগের ইতিহাস ভুলেই গেছে। জেনে রাখ, তুমি ইতিহাস ভুলতে চাইলেও, ইতিহাস কিন্তু তোমায় ভুলবে না উন্ম্মাদরা! ইতিহাস তোমাদের দোজখে পাঠাবে!
ইতিহাস কেউ ভুলে নাই দাদা! যাদের ধর্মান্ধ বলছেন, তারাই সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিলো! আর শেইখ মুজিব জীবনেও স্বাধীনতার পক্ষে ছিলেন না। মেজর জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের আসল পিতা
Love from Bangladesh.
আপনারা আমাদের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতার জন্য অন্তর থেকে ভালোবাসা তবে আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করেছি
তা ভারতীয় সেনারা তোদের দেশে ঢুকে পরার আগে কেনো, পাকিস্তানি খান সেনাদের তোরা পরাজিত করতে পারিসনি?
@JahidHossain-mu2xz আপনারাই স্বাধীনতা অর্জন করেছেন। কেউ deny করেনি। ভারতীয় সেনাবাহিনী যা করার করেছে। এটাও কেউ অস্বীকার করবেনা আশা করি।
আপনারা (যদি আপনি জাতীয়তাবাদী বাংলাদেশি হন) স্বাধীনতাকামী ছিলেন। স্বাধীনতা পেয়েছিলেন। ভারতীয় সেনা ও আপনাদের স্বাধীনতার জন্য মূল্য চুকিয়েছে। বাকিটা আপনি বুঝেনিন।
মানুষ অতীত নিয়ে বাঁচে না, বর্তমানই রূঢ় সত্য, কৃতজ্ঞতার বোঝা কম মানুষই বহন করে, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা মনে করিয়ে দেয়।
মুসলিম শাসন অবসান ঘটানোর জন্য ব্রিটিশদের ধন্যবাদ দিয়েছেন কখনো?? দেওয়া উচিৎ না, কারণ তারা আগের শাসক থেকেও বড় শোষক ছিল, দুর্ভিক্ষের জন্যও দায়ী।
হ্যা মানুষ অতীত ভুলেই যায়।আমি ৭১ দেখিনি তবে বতমান দেখছি ভারত বিগত ১০,১৫ বছর যাবত বাংলাদেশের পিছনে লেগে আছে। বাংলাদেশকে ছোট করা,বাঙালী জাতিকে ছোট করা,বাংলাদেশীরা উইপোকা,বাংলাদেশীদের ধরে বঙ্গপোসাগরে ফেলে দেওয়া, বাংলাদেশীদের উল্টো করে ঝুলিয়ে রাখা,বাংলাদেশীরা অনুপ্রবেশকারী, ঝাড়খণ্ড নির্বাচন প্রচারনায় বাংলাদেশকে বাজে ছোট হিসেবে তুলে ধরা।বর্ডার হত্যা,জল ছেড়ে দিয়ে মজা করা ভারতের জলে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। এইসব কর্মকান্ডের জন্য আমার ভেতরে ভারত বিদ্দেশ ভারতের প্রতি ক্ষোপ,হিংসা বাড়ছে কেননা আমি বতমান দেখছি। আর পাকিস্তান গত ১০,১৫ বছরে বাংলাদেশকে সন্মান দিয়েছে যে এই এই সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে ফলে পাকিস্তানের প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে শএু হয়েও আর যে আমার ৭১ রের বন্ধু ছিলো বতমান কর্ম কান্ডের জন্য শএু হয়ে গেছে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় ভারত জয় বাংলা
❤❤❤❤ বাংলাদেশ থেকে
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে আমরা চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করি।
বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ত্রিপুরার মানুষ, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই ঋণ কোনদিন শোধ করা যাবে না।
এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, বস্ত্র দিয়েছেই, বাসস্থান দিয়েছে, চিকিৎসা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে সর্বোপরি ভারতীয় সেনাবাহিনী মিত্রবাহিনীর ভূমিকায় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে।
তাদের অনেক সৈনিক জীবন দিয়েছে আমার লাল সবুজ পতাকা অর্জনের জন্য।
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী জাতিসংঘ সহ সারা পৃথিবীতেই পাকিস্তানি হানাদারদের ভয়াবহ গণহত্যার কথা বিশ্ববাসীকে জানিয়েছেন।
বিশ্ব জনমত বাঙ্গালীদের পক্ষে এনেছেন।
ভারতের সকল রাজনৈতিক দল এবং সকল মতের মানুষ আমাদেরকে সাহায্য করেছেন
তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।
*Q: What was the Biggest Army Surrender in modern history ?*
*A: 93,000 DARPOOK Fouji Surrender in 1971.*
বাংলাদেশ সম্মান করতে চায়।কিন্তু গোলামি করতে চায় না।অন্তরের অন্তরথল থেকে আপনাকে সম্মান করি।কিন্তু আপনাদের মিডিয়া গুজব ছড়িয়ে আজ সম্পকের এই অবস্থা করছে😢
@MdAnishasan-sx1mk আপনি কি আপনার দেশ @ বাংলাদেশ কে নিয়ে ভাবেন?? আপনার মধ্যে নিজের দেশ নিয়ে জাতীয়তাবাদ (nationalism) আছে?? যদি থাকতো, তাহলে বোঝা যেত sovereign বাংলাদেশ কখোনো অন্য কোনো দেশের গোলাম হতে পারেনা। তবে, ইদানীং গোলাম হয়ে গেছে।
কারা শুরু করেছে, সেটা ভাবার বিষয়।
🙏🇧🇩🙏
ইশ অঙ্গরাজ্য বানানোর উত্তম সুযোগ ছিল 😁
There were many brave Bengali-Pakistani soldiers who trained and fought alongside Muktibahini and had access to some limited modern equipment. Also, note that at that time Pakistani army had way more modern equipment than India as the USA was their main ally (let alone China). So, with all due respect, what you are trying to indicate is not only false but also degrading to Bengali freedom fighters.
এই সংবাদ মাধ্যম বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে কোন তথ্য শুনতেই এখন মনে হয় কি জানি কি মিথ্যে খবর ই না এবার পরিবেশন করবে।
Apnar sei abodan k yunus vulie diche.....
Younus ki korce ?
Inquilab zindabad
Why India against independence of Bangla at 1947??????
১৯৪৭ এ বাংলা স্বাধীন হলে ১৯৭১ এর প্রয়োজন হত না !!!
আপনারাই চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে যেতে...
চোদনা চোদনা ভাই ভাই বলে
Tai to baba thokon thomra muslim muslim bhi bhi bole mirit korcho . Dos indier .kon madrasa thake porecho kanglu.
@Riyazuddin-o3u ভাই মেইন কথা ওটাই... ওটা লোকানোর জন্যই নতুন প্রজন্মকে ভারতের সম্বন্ধে বিষ ঢেলে এসেছে...
৪৭ এ পাকিস্তানের সাথে না থাকলে হায়াদ্রাবাদের মত দখল করে নিতো
অকৃতজ্ঞরা সবসময় এটাই বলবে,তোরা মুসলমান জাত,তোদের রক্তে রক্তে বেইমানি।
আপনারাই সব করে দিয়েছিলেন আর এদেশের মুক্তিযুদ্ধারা ঢেকিতে ধান বানছিলো, তাই না?
মুক্তিযোদ্ধারা খান সেনাদের কোন বাল ও ছিড়তে পারছিলো না। দশ হাজার ভারতীয় সৈন্য শহিদ হয়েছিলো তোদের বাংলাদেশ স্বাধীন করার জন্য। বেইমানি করিস না ভারতবাসির সঙ্গে।
Thora okitogo. Ek ber ki bolo bharot sob khoreche. Asole thoder jole .
একরকম ঢেকিতে ধানই ভেঙেছে।ভালো করে ভেবে দেখ সেইসময় আমরা না থাকলে তোদের মুক্তিযোদ্ধারা বন্দুক কই পেত ট্রেনিং কই পেত ভাব।তোদের ঢেকিও আমরা দিয়েছি ধানও আমরা দিয়েছি।তুইতো মুক্তিযোদ্ধা না যারা মুক্তিযোদ্ধা তাদেরকে জিজ্ঞাসা কর।আমরা না থাকলে ওরা ঢেকি কই পেত আর ধান কই পেত
কেউ তো করেছিলো. তাদের জীবনের ঝুঁকি নিয়ে...
ওদের সন্মান করতেই হবে
অকৃতজ্ঞদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।
ওটা সারদা পুলিশ একাডেমি।আমি ট্রেনিং করেছি।
আমি বাংলাদেশি।ভারতকেও ভালোভাসি।
Rendia
ভারত আমাদের শত্রু
ভালোবাসা কই থেকে আসে তোর
🇧🇩💚🇮🇪❤️🇧🇩✌️
১৬ ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসে সকল শহিদ ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, স্বৈরাচার খুনি হাসিনা যাওয়ার পর আমরা এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছি।
😂😂😂
স্বাধীনতা ❌
পাকিস্তানের গোলামী✅
ইনুসের চেয়ে পৃথিবীতে বড় খুনি-স্বৈরাচার নাই, কদিন পরেই বোঝা যাবে।
Bha potaka to Bangladesh er na. Bhuji thoder jala ta ki
Shopne mukti joddo koresile.konodin barud chuyechish maorarpo Maura.
Love from Bangladesh.