আমন ধান চাষে সুসংহত সার ব্যবস্থাপনা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @madangarai653
    @madangarai653 4 หลายเดือนก่อน +16

    পশ্চিমবাংলার যে সমস্ত মাটি পরীক্ষার কেন্দ্র গুলো আছে তার সাথে কৃষক দের যোগাযোগ মানুষের চাঁদ দেখার মতো, আকাশের চাঁদ তবুও দেখা যায় কিন্ত এইসব সরকারি বাবুদের দেখাই যায় না, তাই সরকারের উচিত এই সব কেন্দ্র গুলোর সাথে কৃষকদের যোগাযোগ যাতে সহজ হয় এবং এর সংখ্যা আরো বাড়ানো।

    • @samarpal687
      @samarpal687 4 หลายเดือนก่อน +4

      😂 একদম সঠিক বলেছেন 😅

    • @pintusoil
      @pintusoil 3 หลายเดือนก่อน

      আপনার পূর্ব অভিজ্ঞতা হিসেবে একদমই সঠিক বলেছেন, তবুও একবার ব্লকের কৃষি অফিসে বা জেলার ল্যাবে যোগাযোগ করুন, হয়তো ধারণা কিছুটা হলেও পরিবর্তন হবে। এখন ল্যাব এর সংখ্যা ও কর্মী দুই আগের তুলনায় বেড়েছে, রিপোর্ট খুব কম সময়ের মধ্যেই পোঁছে দেওয়া হয়। গত বছরের মতো এই বছরেও সমগ্র রাজ্যে ৪ লক্ষ মাটি পরীক্ষা হবে এবং তার জন্য প্রতিটি ব্লকে সয়েল সাথী নিযুক্ত করা আছে, যারা অনলাইন এ মাটি রেজিস্ট্রেশন করবে এবং স্যাম্পল ল্যাবে পাঠাবে, তারপর মাটি স্বাস্থ্য কার্ড পোঁছে দেবে, এই পরিষেবার জন্য তাদের পারিশ্রমিক সরকারি তরফ থেকে দেওয়া হয়। মাটি পরীক্ষার কেন্দ্রের আধিকারিকরা ল্যাবে মাটি পরীক্ষা করে থাকে এবং রিপোর্ট তৈরি করেন, চাষীদের সাথে যোগাযোগ মূলত ব্লকের কৃষি আধিকারিকরা করে থাকেন। ওনাদের সাথে আপনি একটু যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন 🙏

    • @M_ali8914
      @M_ali8914 3 หลายเดือนก่อน +2

      আপনি ঠিক বলেছেন। আমি ২ বছর ধরে ঘুরছি। অফিসে কোনো পরামর্শ আনতে গেলে নিজেকে অপরাধী মনে হয়।

  • @dineshguchhait9255
    @dineshguchhait9255 3 หลายเดือนก่อน

    আমি dhruvi gold, ইউরিয়া ও 10.26.26 দিয়েছি

  • @SKBFriends6524
    @SKBFriends6524 5 หลายเดือนก่อน

    নমস্কার আমি বাঁকুড়া জেলার জঙ্গলমহল থেকে বলছি - কফি চাষ করার জন্য ব্লক থেকে কিছু সাহায্য পাওয়া যায় কি?

  • @baidyanathsen7413
    @baidyanathsen7413 4 หลายเดือนก่อน +1

    আমি বাঁকুড়ার ইন্দাস দু নম্বর পঞ্চায়েত থেকে বৈদ্যনাথ সেন বলছি । আমি এবছর খাস ধানের চাষ করেছি । ধানের বয়স ১৫ দিন হয়েছে ।রোয়ার সময় ডিএ পি দিয়ে রোয়া করেছি। এরপর কি সার দিলে ধানের ফলন বেশি হবে এবং কত পরিমাণ ।এখন মাজরা পোকা দেখা যাচ্ছে কি ঔষুধ দেওয়া যাবে ।একটু বলবেন ।

    • @tuhinghosh8485
      @tuhinghosh8485 4 หลายเดือนก่อน

      পটাশ দেবেন বেশি ইউরিয়া কম আর দানা সার দেবেন না
      40দিনে কাল্টার বিঘা প্রতি 30 ml বালির সাথে ছড়িয়ে দেবেন

  • @archanaghosh1227
    @archanaghosh1227 4 หลายเดือนก่อน

    Namay. Mati. Prikha. Kandra