লাল তীর এর হাইব্রিড জাতের বেগুন পার্পল কিং সম্পর্কে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • লাল তীর সীড লিমিটেড এর উদ্ভাবিত একটি জনপ্রিয় হাইব্রিড জাতের বেগুন হলো, পার্পল কিং। এটি বাংলাদেশের চাষী ভাইদের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি জাত। পার্পল কিং এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি ভাইরাস সহনশীল জাত এবং সারাবছর চাষযোগ্য। এর গায়ের রঙ গাড় বেগুনী। সাধারণত পার্পল কিং ২৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর ওজন ১২০ থেকে ১৫০ গ্রাম। মাত্র ৬০-৭০ দিনের মধ্যে পার্পল কিং সংগ্রহ করার জন্য উপযুক্ত হয়ে যায়। এর একরপ্রতি ফলন ৩৮ থেকে ৪০ টন।
    লাল তীর এর বীজ সংক্রান্ত আরো তথ্যের জন্য যুক্ত থাকুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের সাথে।
    Website Link : www.lalteer.com
    Facebook : Lalteer

ความคิดเห็น • 13