টাঙ্গুয়ার হাওর || Tanguar Haor || সুনামগঞ্জ সিলেট || Sunamganj Sylhet || House boat || হায়ুজ বোট

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • টাঙ্গুয়ার হাওর ( বাংলা : টাঙ্গুয়ার হাওর , সিলেটি : ꠑꠣꠋꠃꠀꠞ ꠢꠣꠃꠞ), বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় অবস্থিত , এটি একটি অনন্য জলাভূমি বাস্তুতন্ত্র যা জাতীয় গুরুত্বের আন্তর্জাতিক গুরুত্বের মধ্যে এসেছে । হাওরের মধ্যে ৪৬টি গ্রামসহ টাঙ্গুয়ার হাওরের আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার (39 বর্গ মাইল) যার মধ্যে 2,802.36 হেক্টর 2 জলাভূমি। এটি 40,000-এরও বেশি মানুষের জীবিকার উৎস। প্রাকৃতিক সম্পদের অত্যধিক শোষণের ফলে এর সংকটজনক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ 1999 সালে এটিকে পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকা ঘোষণা করে।
    প্রতি শীতে হাওরে থাকে প্রায় ২০০ ধরনের পরিযায়ী পাখি। 1999-2000 সালে, সরকার হাওরের মৎস্য চাষ থেকে রাজস্ব হিসাবে 7,073,184 টাকা আয় করেছিল। হাওরে ১৪০ প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে। এদের মধ্যে বেশি প্রাধান্য পেয়েছে: আয়ির , বিড়াল মাছ , বাইম, তারা, গুতুম, গুলশা, টেংরা, তিতনা, গড়িয়া, বেটি, কাকিয়া । গুল্লি, বালুয়া, বন তুলসি , নলখাগড়া ও অন্যান্য মিঠাপানির জলাভূমির গাছ রয়েছে এই হাওরে।
    টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের সংখ্যার কারণে পর্যটকদের কাছে এটি পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। টাঙ্গুয়ার হাওরে একটি বড় হাউসবোট আছে। এটি একটি বিশাল, ধীর গতির বার্জ যা অবসর ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ সফরের সময় যে হাউসবোট ব্যবহার করেছিলেন তা থেকে এই পরিষেবাটি অনুপ্রাণিত । এটি 2021 সাল থেকে চালু আছে। এটি প্রায় 71 ফুট (22 ​​মিটার) লম্বা এবং মাঝখানে প্রায় 14 ফুট (4.3 মিটার) চওড়া।

ความคิดเห็น • 2

  • @gopalsaha1414
    @gopalsaha1414 3 หลายเดือนก่อน

    Vlog tah eto taratari up dilen🫠
    Btw sundor❤

  • @abulbashar3357
    @abulbashar3357 3 หลายเดือนก่อน

    ❤❤