এই গানের লেখক সাগর চৌধুরী ও সুরকার এস আই টুটুল কে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য।সেই সাথে লিজার অসাধারন পারফরম্যান্স এক কথায় সুপার।
@@mdrubelkhan8279 সালমাও শিল্পী হিসেবে ভালো। তবে প্রধানত সে ফোক গানের শিল্পী। ফোক গান ছাড়া আধুনিক গানগুলোতে তার কণ্ঠ তেমন মানানসই না। সে অবশ্যই তার ক্যাটাগরিতে দক্ষ, তবে আমার ব্যক্তিগত পছন্দ লিজা আপু। অনেকেই হয়তো আমার সাথে একমত হবে।
আমার মনের মানুষের অনেক পছন্দের গান ছিল এটা।ওর মোবাইল থেকে শুনে শুনে আমার অনেক পছন্দের গান হয়ে যায়।যখনি শুনি ২০১১ সালের কলেজ জীবনের কথা মনে পড়ে।কলেজে টিনশীটে বসে বসে শুনতাম।অন্য রখম অনুভূতি কাজ করে।এখন সে ভাল লাগা কাজ করে এই গানটার জন্য।২০৫০ সালে এর জনপিয়তা হারাবে না।।❤❤❤❤❤
২০১৭ সালে এক বান্ধবীর সাথে কথা বলতে গিয়ে গানের সুর টা শুনেছিলাম। খুব ভালো লাগছিলো। অনেক খুজেছি কিন্তু লিরিক্স জানতাম না। তাই পাইনি আর কোথাও শুনিনি। মেয়েটার সাথেও আর কথা হতোনা। সুর টা ভুলে যাচ্ছিলাম বলে ওই সুর টা নিজে দিয়ে রেকর্ড করে রেখেছিলাম। আর মাঝে মাঝে শুনে মনে রাখতাম। মাসখানেক আগে যখন মেসের একটা ফ্রেন্ড কে শুনতে শুনলাম দৌড়ে গেলাম। আর ওকে বিশাল একটা ধন্যবাদ দিলাম। এখন ইউটিউবে ঢুকলে অধিকাংশ সময়ই শোনা হয়।
এটা তার জীবনের সবচেয়ে বেশি ভালো গাওয়া গান। এরকম সে আর হিট গান গাইতে পারবে বলে মনে হয় না। বাংলা সবচেয়ে বেশি হিট গান এটা। তার জন্য ভালোবাসা অবিরাম। ❤❤❤👏👏
ইস,,,,,,,,,,,কতই না মধুর চিলো সেই দিন গুলো যখন কোনো কারন ছাড়াই গানটা শুনতাম,,,,,,, আর এখন শুনলে সুদু মনে শান্তি না কিছু কষ্টও কুঁড়ে কুঁড়ে কাঁদায় আমায়😢😢😢😢
মনে পড়ে যায় ২০১২/১ র কথা সময়গুলো খুব মিস করি। তুমি ঐযে গেলে আর এলে না। আর দেখাও হোলো না। হয়তো অনেক ভালো আছো। আমি দোয়া করি তুমি ভালো থাকো এটাই কামনা করছি।।
সময়ের সাথে পেরে উঠিনা বলে নিয়মিত গান শোনা হয়ে ওঠে না।সময় হলে আমি প্রচুর গান শুনি।লিজা গানটি অসাধারণ গেয়েছেন। সেই সাথে গিতীকার এবং টুটুল ভাইকে অনেকে অনেক ধন্যবাদ।
ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায় নিরবে যদি ঐ দু"টি চোখ জ্বলে ভিজে তোমার মনে রেখ আমিও এখনো তোমারই প্রতিক্ষায়,,, ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায় নিরবে যদি ঐ দু"টি চোখ জ্বলে ভিজে তোমার,, রাত জেগে জেগে যদি দু চোখে পড়ে বিষাদের ছায়া অভিমানের পালা শেষ না হলেও বুকে জমে থাকে মায়া,, ও রাত জেগে জেগে যদি,, দু চোখে পড়ে বিষাদের ছায়া,, অভিমানের পালা শেষ না হলেও বুকে জমে থাকে মায়া,, মনে রেখ আমিও এখনো তোমার-ই প্রতিক্ষায়, ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায় নিরবে যদি ঐ দু"টি চোখ জ্বলে ভিজে তোমার সারাটা দিন ধরে যদি,,, নিজেকে বড় একাকী-লাগে অভিযোগের কথা শেষ না হলেও শেষ হবে অনুরাগে,, ও সারাটা দিন ধরে যদি নিজেকে বড় একাকী-লাগে অভিযোগের কথা শেষ না হলেও শেষ হবে অনুরাগে মনে রেখ আমিও এখনো তোমার-ই প্রতিক্ষায়,,, ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায় নিরবে যদি ঐ দু"টি চোখ জ্বলে ভিজে তোমার মনে রেখ আমিও এখনো তোমারই প্রতিক্ষায়,,, ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায় নিরবে যদি ঐ দু"টি চোখ জ্বলে ভিজে তোমার,, =========== ধন্যবাদ 05.02.09
২০০৮ সাল।তখন শেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ি,লিজা আসলো আমাদের কলেজে,তার প্রচারণায়।আমাদের কামরুল স্যারের আত্মীয় সে।যতটুকু জেনেছি সেও আমাদের ২০০৮ ব্যাচের। অনেক স্মৃতি মনে পড়ে গেলো। তার গাওয়া এই গানটা আমার অনেক পছন্দের। মনে হচ্ছে এইতো সেদিন।অথচ ১৪ বছর কেটে গেছে এর মাঝে।
ফেভারিট কিছু গানের লিস্টে এই গানটিও রেখেছিলাম আর ফেভারিট গানগুলো সব সময়ই শুনতাম। অনেকদিন ধরে গান শুনি না, আজকে ২৮/৫/২০ইং তারিখে আবার গানটি মনে পড়ে গেল, তাই কয়েকবার শুনলাম। সত্যি অনেক ভাল লাগে এই গানটি।
অসাধারণ। যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। আরে যে ঘৃণা করবে সে কখনো ভালোবাসেনি। ভালোবাসা হয় মন দিয়ে,চেহারা,শরীর,কিংবা অর্থ, সম্পদ দেখে নয়। যে ভালোবাসায় চাহিদা থাকে, সেটা কখনো ভালোবাসা হতে পারে
২০৫০ সালের জন্য একটা কমেন্ট করে রেখে গেলাম,,,, আমি জানি ততদিন থাকবো না কিন্তু আমার কমেন্টটা থাকবে,, ভবিষ্যৎ প্রজন্মে এসে দেখবে এই গানটা কত জনপ্রিয় ছিল,,,,❤
কাউকে ভালবাসাটা পাগলামি … কারো ভালোবাসা পাওয়াটা উপহার!! যে আপনাকে ভালোবাসে তাকে ভালবাসাটা আপনার দায়িত্ব… কিন্তু আপনি যাকে ভালবাসেন তাঁর কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য,যা সবার কপালে জোটে না..
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতো না 😢 প্রিয় স্মৃতি রেখে গেলাম যখন কোন মানুষ এই গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার শুনতে আসবে 😢
এটা ভালোবাসা কিনা জানি না, ১১ বছরে তার প্রতি আমার মায়া একটুও কমে নি। ১১ বছর আগের সেই মুখটা আর একবার দেখতে চাই। এই পৃথিবীতে আর কখনো তার সাথে দেখা হবে কিনা জানি না। সে যে পরিচিত হয়েও অপরিচিত একজন। সেই অপরিচিত মানুষটা যে সারা জীবনের জন্যে আমার অস্তিত্বে কষ্ট হয়ে মিশে যাবে তা কখনও কল্পনাও করি নি তখন। প্রতিদিন দেখা হতো যার সাথে শেষ পর্যন্ত সে অচেনাই রয়ে গেল। সেই মহাখালী, লিচুবাগান, ২০১৩ সাল আমার জীবনের সেরা মুহূর্ত । সে আমাকে উপহার হিসেবে শুধু ঐ সময়ের স্মৃতিগুলোই দিয়ে গেছে। সে হারিয়ে গেছে অজানায়। কোথায় গেলে পাবো তাকে। অনেক ভুলার চেষ্টা করেও ভুলতে পারি নি। মৃত্যুর আগে আর একটা বারের জন্য সেই মুখটা দেখতে চাই। যাকে কোনদিন হৃদয়ে জমে থাকা কথাগুলো বলতে পারি নি, সেই কথাগুলো আমার মৃত্যুর আগে একবার বলে যেতে চাই। যার চোখে, যার মুখে এত মায়া, তার এই মায়াকে উপেক্ষা করার ক্ষমতা তো আল্লাহ্ আমাকে দেন নাই। তাই হয়তো আজও সেই মায়ায় আটকে আছি। আমি জানি না, তাকে ঘিরে আমার হৃদয়ে খুব গোপনে বেঁচে থাকা অনুভূতির চাপা কষ্টের আর্তনাদ কোনদিন তার কান পর্যন্ত পৌঁছাবে কি না। একদিন হয়তো আমি তার অপেক্ষায় থাকতে থাকতেই মারা যাবো আর এই গল্পটা অসমাপ্তই রয়ে যাবে......এমনটা না হোক, একবারতো দেখা হউক। অন্তত গল্পটার সমাপ্তি হোক। "কি যাদু করিলা পিড়িতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে।" এই গানের জন্ম হয়তো শুধু তার আর আমার জন্যই হয়েছিল যে গান আমার জীবনের সাথে মিশে গেছে। প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। আল্লাহ চাইলে হয়তো কোনদিন দেখা হবে এই আশায় দিন গুনছি। হয়তো আমরা একই শহরে থাকি কিন্তু আমাদের দেখা হয় না। ২০১৩ সালের ফেলে আসা সেই জায়গা, সেই রাস্তা, সেই আকাশ, চাঁদ, সূর্য সবকিছু আগের মতই আছে, সেখানে শুধু অপরিচিত দুইটা মানুষ সে আর আমি নাই। সেই জায়গার মায়ায় পড়ে গেছি আমি কারণ সেখানেই তো আমাদের দেখা হয়েছিল, সেখানেই তো আমরা ছিলাম। আমার জীবনের ফেলে আসা অতীতের সেই অপরিচিত মানুষের সাথে কি এই পৃথিবীতে কোনদিনও আমার দেখা হবে, কোন দিন কি তার সাথে আমার পরিচয় হবে, কথা হবে কি কোনদিন? জানি না! সে কি কোনদিন এই গান শুনতে এসে আমার এই কমেন্ট পড়ে আমাকে চিনতে পারবে ? জানি না। তবুও লিখলাম যদি সে পড়ে। এটা শুধু একটা কমেন্ট না, এটা একটা বার্তা। যদি এই বার্তার মাধ্যমেই অনেক গুলো বছর পর আবারও তাকে খুঁজে পায়। একটা অপরিচিত মানুষ, যার জন্য এত মায়া এই পৃথিবীতে তার সাথে আর কিছু না হোক অন্তত আমাদের পরিচয়টা হোক। Unknown Someone, আপনাকেই বলছি...যদি কখনও আমার এই লিখাটা আপনি পড়েন আর তখন যদি আমাকে চিনতে পারেন তবে হয়তো আমার face টা আপনার চোখের সামনে ভেসে উঠবে। তখন response কইরেন। Please don’t make yourself a stranger. I want to know you, I want to die after seeing you for a moment.
নিঃসন্দেহে আপনার জীবনের একটি সেরা গান! আপনি চাইলেও এটাকে আর অতিক্রম করতে পারবেননা। আপনি আমার অনেক প্রিয়, অনেকদিন বেঁচে থাকুন আর সুন্দর সুন্দর গান উপহার দিবেন আশা করি! ভালবাসা রইলো!
এই গানটা খুব প্রিয় ছিল 2015 সালে যখন ক্লাস 9 এ পড়তাম। দাদার ফোন থেকে কতবার যে শুনেছি, গানটা শুনলে স্কুল জীবনের সেই দিনগুলো মনে পড়ে। এখনো ভালো লাগে গানটা❤️
তোমার প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই।স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ,ওদের ভালবাসার সীমানা পেরিয়ে এই পৃথিবী থেকে অন্য কোন পৃথিবীতে যাওয়া হয় না,তাই তোমার খোঁজ খবর আমার কাছে নেই,আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ন মালা গুলো ।সেই দিন গুলি আজ কত বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি।সকলের অজান্তে আজও ভালবাসি তোমাকে ।নীরবে এই মন তোমাকে এখনও খোঁজে ফিরে বেড়ায় অতীতের স্মৃতির আঙ্গিনায় ।অন্তত এক পলকের জন্য তোমাকে এখনও দেখতে ইচ্ছে করে।
ভুল করে মনে পরুক বা ইচ্ছে করে এখন আর অপেক্ষা করি না। আসলে অপেক্ষা করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। চাইলে সারাজীবন ও অপেক্ষা করা যায় তবে সেই অপেক্ষা মুল্যহীন।
কমেন্ট টা রেখে গেলাম তার জন্ন্যে হইতো যদি সে দেখে চার বছরের রিলেশন এক মিনিটে শেষ করে দিয়েছে আজ তার কথা খুব মনে পরছে জানি সে ভালোই আছে বউ সন্তান দের নিয়ে তার জন্ন্যে দোয়া রইলো আমার
গান টা তে নিজের অনেক কিছু কুজে পাই।মাজে মাজে মনে হয় নিজের সব কস্ট গুলো যেন ও গানের প্রোতেক টা সুরে সুরে লুকিয়ে আছে। এমন হাজার মানুষ আছেন যারা একমত হবেন।
এই গানটা যেদিন তুমি স্কুল মাঠে গেয়েছিলে তখন তোমার আর আমার প্রেমের বসন্তকাল। কিন্তু ফিল হয়নি তখন যে গানটি আমার জীবনে এতো বড় অধ্যায় হয়ে দ্বারাবে। আজ তোমাকে হারানোর ১১ বছর কিন্তু গানটি শুনলে এখনো সেই স্কুল মাঠ আর তুমি সামনে চলে আসো সেদিনের মতো করে।প্রিয় 'মন'যেখানেই থাকো আর যে ভাবেই থাকো আর যার হাত ধরেই আছো ভালো থেক।ভালবাসা ♥️♥️ সবসময়। মান
প্রিয় মুক্তা.. তোমার জন্য আজ আমি ছন্নছাড়া. কি পেলে আমার হাসি টা কেড়ে নিয়ে.. 😢💔 দোয়া করি সব সময় ভালো থেকো 💙🤲 কমেন্ট করে রেখে দিলাম কেউ যদি লাইক করে তাহলে মনে পড়বে তোমার কথা প্রিয়.. 💔
এই গান টা যতবার শুনি ততবার ই ভালো লাগে, আর গানের লেখক ও দারুন কিছু কথা লিখেছেন এই গান টা তে বলার অপেক্ষা রাখে না এস আই টুটুল কি জিনিস যেমন গায়ক ঠিক তেমন সুরকার, আর লিজা আপুও টুটুল ভাইয়ের সুরের ১০০% দিয়েই গেয়েছে,,
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হত না প্রিয় এ🥀 স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারো গানটা শুনতে আসবো প্রিয় 🌹গানটা 💔🖤NF
এই গান নিয়ে আমার জীবনের একটা গল্প তখন আমার বয়স 7 বসর দাদার রেডিও তে গানটা শুনেসিলাম তার পর থেকে গানটা খুব প্রিয় হয়ে উঠে আমি এখন প্রতিদিন এইগান না শুনলে ঘুম আসে না 2050 সালের জন্য কমেন্ট রেখে গেলাম
এই গানের লেখক সাগর চৌধুরী ও সুরকার এস আই টুটুল কে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য।সেই সাথে লিজার অসাধারন পারফরম্যান্স এক কথায় সুপার।
আমার হাতে ফোন থাকলেই একবার দৈনিক
আজ থেকে প্রায় তিন বছর ধরে আমি তার অপেক্ষায় আছি
ক্লোজআপ ওয়ানের যতগুলো সিজন হয়েছে তার মধ্যে সেরা আবিষ্কার নিঃসন্দেহে লিজা আপু। কী চমৎকার কণ্ঠ আর গায়কী! বাংলাদেশের শ্রেয়া ঘোষাল বললে ভুল হবেনা।
Vai Salma ki dos korce
@@mdrubelkhan8279 সালমাও শিল্পী হিসেবে ভালো। তবে প্রধানত সে ফোক গানের শিল্পী। ফোক গান ছাড়া আধুনিক গানগুলোতে তার কণ্ঠ তেমন মানানসই না। সে অবশ্যই তার ক্যাটাগরিতে দক্ষ, তবে আমার ব্যক্তিগত পছন্দ লিজা আপু। অনেকেই হয়তো আমার সাথে একমত হবে।
@@techforpeace38183 রাইট
Asholei apura jodi India er moto chance peto tahole Sreya Ghoshaler chaye kuno ongshei kom hotona
পরশী কি তাহলে?
গানের কথা গুলোতে ভয়ংকর রকমের অনুভূতি প্রকাশ 🖤
সত্যি ভালোবাসার মানুষটা কে পেতে অনেক বড় ভাগ্য লাগে যেটা আমার নেই,,, দোয়া করি সব সময় তুমি ভালো থেকো
পান নাই ভালোবাসা আছে আর পেয়ে গেলে তার অবহেলা সহ্য করতে পারতেন না😭😭
গান টা যতোবার শুনি ততোবারই শুনতে ইচ্ছে করে, ধন্যবাদ জানাই লিজা আপুকে এতো আবেগময় একটি গান উপহার দেওয়ার জন্য।
২০৫০ সালের জন্য কমেন্ট করে গেলাম, আগামীর প্রজন্ম এসে দেখবে আমাদের অতীত এর গানের কথা গুলো কতই না আবেগময় ছিলো
আমার মনের মানুষের অনেক পছন্দের গান ছিল এটা।ওর মোবাইল থেকে শুনে শুনে আমার অনেক পছন্দের গান হয়ে যায়।যখনি শুনি ২০১১ সালের কলেজ জীবনের কথা মনে পড়ে।কলেজে টিনশীটে বসে বসে শুনতাম।অন্য রখম অনুভূতি কাজ করে।এখন সে ভাল লাগা কাজ করে এই গানটার জন্য।২০৫০ সালে এর জনপিয়তা হারাবে না।।❤❤❤❤❤
r8 vi
Ai Ganta fast time jokhon sunecilam tokhon ganer manei bujtam naa...but ajo ai ganta suni..R akhon ami ak babyer ma...
... mm. 😮😮😅😅😮😮
হঠাৎ মনে পড়লো।।তাই শুনতে আসলাম।।।অসাধারণ।।
আমিও সেইম
২০১৭ সালে এক বান্ধবীর সাথে কথা বলতে গিয়ে গানের সুর টা শুনেছিলাম। খুব ভালো লাগছিলো। অনেক খুজেছি কিন্তু লিরিক্স জানতাম না। তাই পাইনি আর কোথাও শুনিনি। মেয়েটার সাথেও আর কথা হতোনা। সুর টা ভুলে যাচ্ছিলাম বলে ওই সুর টা নিজে দিয়ে রেকর্ড করে রেখেছিলাম। আর মাঝে মাঝে শুনে মনে রাখতাম। মাসখানেক আগে যখন মেসের একটা ফ্রেন্ড কে শুনতে শুনলাম দৌড়ে গেলাম। আর ওকে বিশাল একটা ধন্যবাদ দিলাম। এখন ইউটিউবে ঢুকলে অধিকাংশ সময়ই শোনা হয়।
Bah
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹
Valobasha niben vai
রাইট
Allhamdulillah
আমি এই গান টা প্রায়ই শুনি।
তাকে আর কখনো পাবো না😭😭😭😭
বাটন ফোন, 1জিবি মেমোরি। মনে পড়ে গেলো ফেলে আসা স্মৃতিগুলো😊
প্রথম দিকে ২৫৬এমবি ও ছিলো
Hmmm,,,ami o shunecilam@@nasimakter6669
এটা তার জীবনের সবচেয়ে বেশি ভালো গাওয়া গান। এরকম সে আর হিট গান গাইতে পারবে বলে মনে হয় না। বাংলা সবচেয়ে বেশি হিট গান এটা। তার জন্য ভালোবাসা অবিরাম। ❤❤❤👏👏
ইস,,,,,,,,,,,কতই না মধুর চিলো সেই দিন গুলো যখন কোনো কারন ছাড়াই গানটা শুনতাম,,,,,,, আর এখন শুনলে সুদু মনে শান্তি না কিছু কষ্টও কুঁড়ে কুঁড়ে কাঁদায় আমায়😢😢😢😢
নিধি
রাইট
সেম😢😢
গানটি ২০০৯ সালে বন্ধু সালাম এর একটা প্রিয় গান ছিলো।সে প্রেম না করেও এই গানটা বার বার শুনতো।
সত্যিই গানটা অসাধারণ শুনলেই মনটা আবেগ প্রময় হয়ে ওঠে কি অসাধারণ গান লিজা আপু আমাদের উপহার দিয়ে গেছেন সত্যিই আপনি স্মরণীয় হয়ে থাকবেন।
এই গানগুলু আবেগ। আর বতর্মান গাগুলো অধিকাংশই হাড়িয়ে যায় দুদিনেই। আর এই গানটা যুগ যুগ মানুষের মনে রয়ে যাবে।
২০৫০ সালের জন্য ১ টা কমেন্টস রেখে গেলাম..এই গানগুলো হারিয়ে যাবার নয়..চলবে যুগের পর যুগ..😍😍
কি মারাত্মক গান ছিল কলিজা পর্যন্ত পেয়ে গেছে😪😪😪😪২০২২সালে কমেন্টা রেখে গেলাম Young Boys হিসেবে।
কি মারাত্মক গান ছিল কলিজা পর্যন্ত পেয়ে গেছে😪😪😪😪২০২২সালে কমেন্টা রেখে গেলাম Young Boys হিসেবে।
আমিও অংশগ্রহণ করলাম
Nice songs
অনেক পছন্দের গান আমার 🥀❤️
❤❤এই গানের মাধ্যমে লিজাকে আমার প্রথম চেনা।❤❤ অসাধারণ একটা গান, অসাধারণ মায়াবী কণ্ঠ....
ন
মনে পড়ে যায় ২০১২/১ র কথা সময়গুলো খুব মিস করি। তুমি ঐযে গেলে আর এলে না। আর দেখাও হোলো না। হয়তো অনেক ভালো আছো। আমি দোয়া করি তুমি ভালো থাকো এটাই কামনা করছি।।
- একদিন টাকা হলে অসহায় মানুষদের_
- মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ...!🥺🖤
লিজার ভাগ্যাকাশের এক অনন্য উজ্জ্বল নক্ষত্র এই গানটি....💕
ধন্যবাদ এই অসাধারণ গানটির গীতিকার সাগর জাহান....💞
2014 সালের কথা মনে পড়ে গেল।
কত স্মৃতি বন্ধুদের সাথে।
ওদের সাথে প্রথম এই গানটি শুনেছিলাম।
অনেক ভালোবাসা জড়ানো রয়েছে গানটির সাথে।
9
Amr 2013 saler kotha mone pore gelo phone ring tone dicilan
এটা ২০০৮ সালের গান
bondhu chara sob osol
হঠাৎ মনে পড়ল তাই শুনতে আসলাম....অসাধারণ
২০২৩ সালে এসেও গানটা শুনি।
মনে পড়ে অনেক সুন্দর কিছু মুহুর্ত আর গুণগুণ করে গাওয়া গানটা।
Amio❤❤❤❤❤
@@fatemamily7844tvtggtt titty yvgvg tact tvtvg taft cvt yt vhf tft tbc tbc ggg tact tyg vtg ggt tcr ctv ttv GBV cfc tyg GBV cfc tyg tat
Ami sunlam
Amio 23 sale suntaci.. Class 10 a pori. 🙂
হুম গানটা আমার খুব প্রিয়
২০০৮ হতে অদ্যবধি প্রতিনিয়ত গানটি শুনেই যাচ্ছি। জানিনা কত দিন, কত বছর শুনে যাবো। ধন্যবাদ লিজা তোমাকে। ❤
এরকম গানের জন্যই বাংলা গান সমৃদ্ধি পেয়েছে...লিরিকগুলা জাস্ট অসাধারণ 🥰
কতো সুন্দর একটা গান ❤, কমেন্ট করে গেলাম,,,,,যতবার লাইক আসবে ততবার গানটি শুনে যাবো।।।❤
তাই না কী❤❤❤❤
❤❤
❤❤❤❤❤qqqqqq❤❤❤q❤qqqqqq❤❤❤❤❤❤q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qq❤q❤❤❤❤❤❤@@Imran_41
আসেন ভাই গান টি শুনেন
আমি যতো বার আসি তত বার সুনি
এই ধরনের গানগুলা কোনদিন ও অচল হবে না।সেই ছোট্ট কাল থেকে শুনে আসছি এখনও শুনছি, কখনও খারাপ লাগেনি আর লাগবে না।
সময়ের সাথে পেরে উঠিনা বলে নিয়মিত গান শোনা হয়ে ওঠে না।সময় হলে আমি প্রচুর গান
শুনি।লিজা গানটি অসাধারণ গেয়েছেন। সেই সাথে গিতীকার এবং টুটুল ভাইকে অনেকে অনেক ধন্যবাদ।
কিছু কিছু গান আছে যে গান গুলো শুনলে মনে পড়ে যায় পুরোনো দিন গুলো
ভালো থাকুক প্রিয় মানুষটা❤❤❤
কখন যে চোঁখের কনে পানি চলে আসলো বুঝতে ও পারিনি 😢😢
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার
মনে রেখ আমিও এখনো
তোমারই প্রতিক্ষায়,,,
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার,,
রাত জেগে জেগে যদি
দু চোখে পড়ে বিষাদের ছায়া
অভিমানের পালা শেষ না হলেও
বুকে জমে থাকে মায়া,,
ও রাত জেগে জেগে যদি,,
দু চোখে পড়ে বিষাদের ছায়া,,
অভিমানের পালা শেষ না হলেও
বুকে জমে থাকে মায়া,,
মনে রেখ আমিও এখনো
তোমার-ই প্রতিক্ষায়,
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার
সারাটা দিন ধরে যদি,,,
নিজেকে বড় একাকী-লাগে
অভিযোগের কথা শেষ না হলেও
শেষ হবে অনুরাগে,,
ও সারাটা দিন ধরে যদি
নিজেকে বড় একাকী-লাগে
অভিযোগের কথা শেষ না হলেও
শেষ হবে অনুরাগে
মনে রেখ আমিও এখনো
তোমার-ই প্রতিক্ষায়,,,
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার
মনে রেখ আমিও এখনো
তোমারই প্রতিক্ষায়,,,
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার,,
===========
ধন্যবাদ
05.02.09
T
খুব মিচ করচি
❤❤
সুখে থাকলে কখনোই মনে পরবে না.... নিয়তি বড়ই অদ্ভুত... যে ভালবাসা পায় সে সব জায়গায়ই পায়... আর যে দিয়ে যায় সে শুধু কষ্টটাই পায়... 😥
Hmm..right
@@marjiyajahanurmi6345 b
@@marjiyajahanurmi6345৷
@@marjiyajahanurmi6345।
একদম রাইট সার্থপররা ভালই থাকে ...
এই গানটা যে যে ইচ্ছা করেই শুনতে এসেছেন তারা সকলেই বিশেষ একধরনের আবেগ প্রবণ মানুষ 😊😊
❤❤❤
হয়তো
Thik bolecen
যেমন আঁই ফকিরী
🎉
ভীষণ ভালো লাগে।।।।❤❤❤❤
কত যে গানটা শুনেছি তা ভাষায় প্রকাশ করা যাবে না।
অনেক স্মৃতি জড়িয়ে আছে গানটার সাথে,
আজো সেই অনুভব করি গানটা শোনার পর।
২০০৮ সাল।তখন শেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ি,লিজা আসলো আমাদের কলেজে,তার প্রচারণায়।আমাদের কামরুল স্যারের আত্মীয় সে।যতটুকু জেনেছি সেও আমাদের ২০০৮ ব্যাচের।
অনেক স্মৃতি মনে পড়ে গেলো।
তার গাওয়া এই গানটা আমার অনেক পছন্দের। মনে হচ্ছে এইতো সেদিন।অথচ ১৪ বছর কেটে গেছে এর মাঝে।
১৭-১৮ ব্যাচ ভাই, শেরপুর সরকারি কলেজ🤎
আপনি বলেছিলেন, এমন কিছু গান উপহার দিতে চান,যাতে মানুষ আপনাকে আজীবন স্মরণ রাখে।
এই গানের জন্য আপনাকে আজীবন স্মরণ রাখবে সবাই।❤❤
একমত পোষন করছি "আপনার সাথে।
বাস্তবতার সাথে অনেক মিল আছে ❤
মিউজিক দারুন
গানটি অসাধান গেয়েছেন
সব মিলিয়ে পাটিয়ে দিয়েছে♥♥♥
২০২৩ এ এসেও গানটার প্রতি ভালোবাসা একটুও কমেনি। এখনও সেই আগের অনুভূতি রয়ে গেছে।❤️
Same
Same 2011/2012
আহ কতই না সুন্দর একটা গান, লিজা আপুর কন্ঠে আরও বেশি ভালো লেগেছে। ২০২৩ সালে আর কে কে এই গানটি দেখেছেন।
আমি❤
ajke sonlam ai ganta onek din por khub vlo laglo
আগে গানটা শুনতাম সুরটি অনেক ভালো লাগতো তাই❤আর এখন শুনি জীবনের সাথে মিল আছে তাই😢😢😢
ফেভারিট কিছু গানের লিস্টে এই গানটিও রেখেছিলাম আর ফেভারিট গানগুলো সব সময়ই শুনতাম। অনেকদিন ধরে গান শুনি না, আজকে ২৮/৫/২০ইং তারিখে আবার গানটি মনে পড়ে গেল, তাই কয়েকবার শুনলাম। সত্যি অনেক ভাল লাগে এই গানটি।
অসম্ভব একটা সুন্দর গান
😢
অসাধারণ।
যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না।
আরে যে ঘৃণা করবে সে কখনো ভালোবাসেনি।
ভালোবাসা হয় মন দিয়ে,চেহারা,শরীর,কিংবা অর্থ, সম্পদ দেখে নয়।
যে ভালোবাসায় চাহিদা থাকে, সেটা কখনো ভালোবাসা হতে পারে
একদম 💔
ইন্ডিয়া থেকে 2021
এই গানটি 112 বার শুনলাম
২০৫০ সালের জন্য একটা কমেন্ট করে রেখে গেলাম,,,, আমি জানি ততদিন থাকবো না কিন্তু আমার কমেন্টটা থাকবে,, ভবিষ্যৎ প্রজন্মে এসে দেখবে এই গানটা কত জনপ্রিয় ছিল,,,,❤
বলতে গেলে লিজাকে এই গানের মাধ্যমে সবাই চিনছে। অসম্ভব সুন্দর গানটি
জি ভাইয়া
অসাধারণ। পারফরম্যান্স
43:2
কাউকে ভালবাসাটা পাগলামি …
কারো ভালোবাসা পাওয়াটা উপহার!!
যে আপনাকে ভালোবাসে তাকে ভালবাসাটা আপনার দায়িত্ব…
কিন্তু আপনি যাকে ভালবাসেন তাঁর কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য,যা সবার কপালে জোটে না..
Right 10000👍👍
R8 bro
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতো না 😢 প্রিয় স্মৃতি রেখে গেলাম যখন কোন মানুষ এই গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার শুনতে আসবে 😢
এটি একটি অসাধারণ বাংলা গান যা আমার জীবনে শ্রেষ্ঠ গানের মধ্যে অন্যতম।
আল্লাহ তোমাকে চেহারা, মেধা, কন্ঠ, সম্মান, যশ, খ্যাতি সব সমানে সমানে দিয়েছে।
মাশাল্লা
Tik bolsen vai
ঠিক
R8
কি মারাত্মক গান ছিল কলিজা পর্যন্ত পেয়ে গেছে😪😪😪😪২০২২সালে কমেন্টা রেখে গেলাম Young Boys হিসেবে।
প্রতিটা লিরিক্সে এত আবেগ,এত ইমোশন,শোনার মত, সত্যিই অসাধারন। 🙂🥀
L৳1৳৳৳৳০
♥️♥️
গান হচ্ছে স্মৃতির প্রাণ যা রূদয়ে মানুষটিকে বাঁচিয়ে রাখে।
অভিযোগ অবশ্যই ছিলো প্রিয়,তাই কখনো তীব্র অনুরাগেও আমরা এক হতে পারিনি।
কি অসাধারণ কথা ও সুর,কন্থটাও মায়াবি,ধন্যবাদ লিজাআপু.₹.
আমার পছন্দের একটা গান 😍
লিজার এই গান টা সেরা কন্ঠে যেদিন গেয়েছিলো সেদিনই দেখেছিলাম সেদিন থেকেই ভালো লাগে 🤩
এটা ভালোবাসা কিনা জানি না, ১১ বছরে তার প্রতি আমার মায়া একটুও কমে নি। ১১ বছর আগের সেই মুখটা আর একবার দেখতে চাই। এই পৃথিবীতে আর কখনো তার সাথে দেখা হবে কিনা জানি না। সে যে পরিচিত হয়েও অপরিচিত একজন। সেই অপরিচিত মানুষটা যে সারা জীবনের জন্যে আমার অস্তিত্বে কষ্ট হয়ে মিশে যাবে তা কখনও কল্পনাও করি নি তখন। প্রতিদিন দেখা হতো যার সাথে শেষ পর্যন্ত সে অচেনাই রয়ে গেল। সেই মহাখালী, লিচুবাগান, ২০১৩ সাল আমার জীবনের সেরা মুহূর্ত । সে আমাকে উপহার হিসেবে শুধু ঐ সময়ের স্মৃতিগুলোই দিয়ে গেছে। সে হারিয়ে গেছে অজানায়। কোথায় গেলে পাবো তাকে। অনেক ভুলার চেষ্টা করেও ভুলতে পারি নি। মৃত্যুর আগে আর একটা বারের জন্য সেই মুখটা দেখতে চাই। যাকে কোনদিন হৃদয়ে জমে থাকা কথাগুলো বলতে পারি নি, সেই কথাগুলো আমার মৃত্যুর আগে একবার বলে যেতে চাই। যার চোখে, যার মুখে এত মায়া, তার এই মায়াকে উপেক্ষা করার ক্ষমতা তো আল্লাহ্ আমাকে দেন নাই। তাই হয়তো আজও সেই মায়ায় আটকে আছি। আমি জানি না, তাকে ঘিরে আমার হৃদয়ে খুব গোপনে বেঁচে থাকা অনুভূতির চাপা কষ্টের আর্তনাদ কোনদিন তার কান পর্যন্ত পৌঁছাবে কি না। একদিন হয়তো আমি তার অপেক্ষায় থাকতে থাকতেই মারা যাবো আর এই গল্পটা অসমাপ্তই রয়ে যাবে......এমনটা না হোক, একবারতো দেখা হউক। অন্তত গল্পটার সমাপ্তি হোক।
"কি যাদু করিলা পিড়িতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে।" এই গানের জন্ম হয়তো শুধু তার আর আমার জন্যই হয়েছিল যে গান আমার জীবনের সাথে মিশে গেছে। প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। আল্লাহ চাইলে হয়তো কোনদিন দেখা হবে এই আশায় দিন গুনছি। হয়তো আমরা একই শহরে থাকি কিন্তু আমাদের দেখা হয় না। ২০১৩ সালের ফেলে আসা সেই জায়গা, সেই রাস্তা, সেই আকাশ, চাঁদ, সূর্য সবকিছু আগের মতই আছে, সেখানে শুধু অপরিচিত দুইটা মানুষ সে আর আমি নাই। সেই জায়গার মায়ায় পড়ে গেছি আমি কারণ সেখানেই তো আমাদের দেখা হয়েছিল, সেখানেই তো আমরা ছিলাম। আমার জীবনের ফেলে আসা অতীতের সেই অপরিচিত মানুষের সাথে কি এই পৃথিবীতে কোনদিনও আমার দেখা হবে, কোন দিন কি তার সাথে আমার পরিচয় হবে, কথা হবে কি কোনদিন? জানি না! সে কি কোনদিন এই গান শুনতে এসে আমার এই কমেন্ট পড়ে আমাকে চিনতে পারবে ? জানি না। তবুও লিখলাম যদি সে পড়ে।
এটা শুধু একটা কমেন্ট না, এটা একটা বার্তা। যদি এই বার্তার মাধ্যমেই অনেক গুলো বছর পর আবারও তাকে খুঁজে পায়। একটা অপরিচিত মানুষ, যার জন্য এত মায়া এই পৃথিবীতে তার সাথে আর কিছু না হোক অন্তত আমাদের পরিচয়টা হোক।
Unknown Someone, আপনাকেই বলছি...যদি কখনও আমার এই লিখাটা আপনি পড়েন আর তখন যদি আমাকে চিনতে পারেন তবে হয়তো আমার face টা আপনার চোখের সামনে ভেসে উঠবে। তখন response কইরেন। Please don’t make yourself a stranger. I want to know you, I want to die after seeing you for a moment.
2022 সালে এই গানটা কে কে শুনেছেন দেখতে চাই। এই গানটা শুনে প্রিয় মানুষটার কথা খুব মনে পড়িল। ভালো থাকিও প্রায়।
Ami
ji ami
2022 kano 2050 year a ai gann❤❤❤
নিঃসন্দেহে আপনার জীবনের একটি সেরা গান! আপনি চাইলেও এটাকে আর অতিক্রম করতে পারবেননা। আপনি আমার অনেক প্রিয়, অনেকদিন বেঁচে থাকুন আর সুন্দর সুন্দর গান উপহার দিবেন আশা করি! ভালবাসা রইলো!
2021 সালে এসেও শুনলাম গানটা! অসাধারন !
£
Tai
ভাগ্গিস বাংলা ভাষা বুঝতো পারি বলে আজ এতো সুন্দর গান শুনতে পারছি ♥️
এই গানটা খুব প্রিয় ছিল 2015 সালে যখন ক্লাস 9 এ পড়তাম। দাদার ফোন থেকে কতবার যে শুনেছি, গানটা শুনলে স্কুল জীবনের সেই দিনগুলো মনে পড়ে। এখনো ভালো লাগে গানটা❤️
এই সেই গান,,, যে গান শুনে লিজা আপুর ভক্ত 💖 ২০১০ সালে শুনেছিলাম,,, ২০২১ ও শুনলাম,
বাহ্ এখনও মন ছুঁয়ে যায় 💐
Best wishes Apu💕👌
Hi
তোমার প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই।স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ,ওদের ভালবাসার সীমানা পেরিয়ে এই পৃথিবী থেকে অন্য কোন পৃথিবীতে যাওয়া হয় না,তাই তোমার খোঁজ খবর আমার কাছে নেই,আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ন মালা গুলো ।সেই দিন গুলি আজ কত বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি।সকলের অজান্তে আজও ভালবাসি তোমাকে ।নীরবে এই মন তোমাকে এখনও খোঁজে ফিরে বেড়ায় অতীতের স্মৃতির আঙ্গিনায় ।অন্তত এক পলকের জন্য তোমাকে এখনও দেখতে ইচ্ছে করে।
সেম😔😥😥😥
Same
অতীত ভুলে পুরোপুরি বর্তমানকে ভালোবাসুন বেশি করে
ভালোবাসা কখনো মরে না
😰😰😰😰
💘💘 কষ্টের কোনো ওজন নেই 😭😭 তবুও তা বহন করা অনেক কষ্টকর 💖💘
ভুল করে মনে পরুক বা ইচ্ছে করে এখন আর অপেক্ষা করি না। আসলে অপেক্ষা করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। চাইলে সারাজীবন ও অপেক্ষা করা যায় তবে সেই অপেক্ষা মুল্যহীন।
ভাই বুকে আয়
ঠিক বলেছেন ভাই
Right
@@mdkafi2045 আহারে সবগুলো মনে হচ্ছে ভুক্তভোগী
Right
আমার অনেক প্রিয় একটি গান যা আমি প্রতিনিয়ত শুনি সেই ছোট বেলা থেকে 🥰❤️
এই গানের প্রতিটা কথাই এত্তো সুন্দর অনেক দিন পর আবার গান টা শুনলাম....! ০৮/০৩/২০২০
ব
লিজার গাওয়া এটাই সেরা গান, অসম্ভব সুন্দর...
কমেন্ট টা রেখে গেলাম তার জন্ন্যে হইতো যদি সে দেখে চার বছরের রিলেশন এক মিনিটে শেষ করে দিয়েছে আজ তার কথা খুব মনে পরছে জানি সে ভালোই আছে বউ সন্তান দের নিয়ে তার জন্ন্যে দোয়া রইলো আমার
❤️
হৃদয়ে রক্ত ক্ষরণ হলো
গান টা তে নিজের অনেক কিছু কুজে পাই।মাজে মাজে মনে হয় নিজের সব কস্ট গুলো যেন ও গানের প্রোতেক টা সুরে সুরে লুকিয়ে আছে। এমন হাজার মানুষ আছেন যারা একমত হবেন।
রাইট
২০২৪ সালে কে কে গানটা শুনেছেন ?
৩/৩১/২০২৪ সকাল ৯:০৫ মিনিটে দেখলাম
🎉
আমি প্রতি দিন শুনি ❤❤😊
Onek cester por khuje pelam, mone korte parchilam na😢
ami
Wonderful Song. Thanks Liza❤❤
হাত ধরে কথা দেওয়া মানুষ টাও একদিন হাত ছেড়ে চলে যায়। তখন দুঃখ ছাড়া আর কিছুই থাকে না 🙂
Atai bastobota
Akdom thik 😢😢😢😢😢😢
হঠাৎ মনে পড়ে গেল আজ থেকে ৭ বছর আগের কথা তাকে যখন গানটা শুনাতাম
অনেকটা দিন পার হয়ে গেছে সে এখন এক বাচ্চার মা দোয়া করি ভালো থাকুক ভালোবাসার মানুষটা
আপনি করেন নি এখনো বিয়ে,, চেড়ে গেছে কেন? আটকাননি?
@@arminsultanamim2843 আটকানোর মত কোন পথ তখন ছিলনা অনেক ছোট ছিলাম তখন
@@RaselHossain-fw9du এর মতো কষ্ট আর নেই
২০২১ সালে কে কে গানটি শুনছেন শুধু তারাই লাইক দিবেন, দেখতে চাই গানটি কার কার প্রিয়,,
আমি ১০০ বারের উপরে শুনেছি।
প্রতিদিন রাতে শুনি
@@misbahsarwarmitu9025 mmmmmm
Me
আমি ২০০৮ সালে ক্লাস সিক্সে থাকতে ক্লোজ আপ,, শিল্পী লিজার কন্ঠে প্রথম শুনেছিলাম।
গান টি অনেক আগে শুনেছি, আবার ও শুনলাম খুবই শ্রুতি মধুর ❤️
এই গানটা যেদিন তুমি স্কুল মাঠে গেয়েছিলে তখন তোমার আর আমার প্রেমের বসন্তকাল। কিন্তু ফিল হয়নি তখন যে গানটি আমার জীবনে এতো বড় অধ্যায় হয়ে দ্বারাবে। আজ তোমাকে হারানোর ১১ বছর কিন্তু গানটি শুনলে এখনো সেই স্কুল মাঠ আর তুমি সামনে চলে আসো সেদিনের মতো করে।প্রিয় 'মন'যেখানেই থাকো আর যে ভাবেই থাকো আর যার হাত ধরেই আছো ভালো থেক।ভালবাসা ♥️♥️ সবসময়।
মান
😭😭😭😭
💙
@@limonhowlader240 ধন্যবাদ
@@rokayaswapna8960❤❤
দোয়া রাখবেন। @@rokayaswapna8960
আহা সেই ছোটবেলা থেকে শুনে আসছি যত শুনে ততই ভালো লাগে ,আগের মত !
আমার মতো কে আছে যে ২০২৪ এসে এই গান শুনছেন
আমি প্রতিদিন শুনি ২০১৮
🤚
Ami so sad night 😢
Ami
আমি
লিজা আপু তোমার আগের চেহারা আমার কাছে খুব প্রিয়,তাই বার বার তোমাকে আগের চেহারাই দেখতে মন চাইলে এই গানটি ভিডিও সহ দেখি।অনেক প্রিয় তুমি আপু
কিছু কিছু গান কিছু কিছু সুরকার গীতিকার শিল্পীকে আজীবন বাঁচিয়ে রাখে। ভুল করে যদি এমন একটা গান।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
কিছু কিছু গান আছে মন ছুয়ে যায় মনে রাখার মতো গান❤️❤️
এই গানটি কমপক্ষে ১০০০ বারের চেয়ে বেশি শুনেছি এখনও প্রতিদিন শুনি অনেক সুন্দর একটা গান।
❤❤
প্রিয় মুক্তা..
তোমার জন্য আজ আমি ছন্নছাড়া.
কি পেলে আমার হাসি টা কেড়ে নিয়ে.. 😢💔 দোয়া করি সব সময় ভালো থেকো 💙🤲
কমেন্ট করে রেখে দিলাম কেউ যদি লাইক করে তাহলে মনে পড়বে তোমার কথা প্রিয়.. 💔
Be happy always 😊
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
@@MuktaBegam-ed8ts আপনি কি সেই মুক্তা যাকে উদ্দেশ্য করে উনি এই বার্তাটি লিখেছেন ❣️
@@K.B-z3n না..❌
18.09.24 এসে শুনতেছি , যত বার লাইক পড়বে ততো বার শুনতে আসবো
আমি যখন ক্লাস ৮ পরতাম কেন জানি গান টা ভালো লাগত দিন টা ছিল ২০১৫ সালে।শৈশব এর গান গুল মনে পরলেই মনে পরে যায় শৈশব এর দিন গুল
সারাজীবন ভালবেসে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েও কিছু মানুষ ছেড়ে যায় তখন কষ্ট ছাড়া সঙ্গি হিসেবে আর কেউ থাকে না
প্রিয় জন না প্রয়োজন ছিলো হয় তো🖤
এই গান টা যতবার শুনি ততবার ই ভালো লাগে, আর গানের লেখক ও দারুন কিছু কথা লিখেছেন এই গান টা তে বলার অপেক্ষা রাখে না এস আই টুটুল কি জিনিস যেমন গায়ক ঠিক তেমন সুরকার, আর লিজা আপুও টুটুল ভাইয়ের সুরের ১০০% দিয়েই গেয়েছে,,
এই গানটার প্রতি আমার মনে যেন আলাদাই একটা টান রয়ে গেছে
যারা প্রকৃতপক্ষে ভালবাসে তারা কখনও আপন মানুষকে ছেড়ে যায় না...
অপেক্ষার অবসান হয়েছে,তোকে ছাড়া থাকতে শিখে গেছি
আমার আপুর খুব প্রিয় ছিল গানটি। আপু সবসময় শুনত গনটি। আর আমিও শুনে শুনে গানটি শিখে নিয়ে ছিলাম আজো সেই রকম ভালো লাগে 🥰❤️
Hum🥰
স্মৃতি হিসেবে কমেন্ট টা করে গেলাম । যখন কোউ এই গানটা শুনতে এসে আমার কমেন্টে লাইক দিবে তখন আবার গানটা শুনতে আসবো।
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হত না প্রিয় এ🥀 স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারো গানটা শুনতে আসবো প্রিয় 🌹গানটা 💔🖤NF
আমি ও 🥰🥰
আমিও 🥰🥰🥰
Ami dilam Ekhon kmon acen
চিতি গুলো ব্রো জ্বালায়😭😭😭😭💔@@ShaheenAlom-u6u
বেঁচে আছি আলহামদুলিল্লাহ @@ShaheenAlom-u6u
এই গান নিয়ে আমার জীবনের একটা গল্প তখন আমার বয়স 7 বসর দাদার রেডিও তে গানটা শুনেসিলাম তার পর থেকে গানটা খুব প্রিয় হয়ে উঠে আমি এখন প্রতিদিন এইগান না শুনলে ঘুম আসে না 2050 সালের জন্য কমেন্ট রেখে গেলাম