ইঞ্জিনিয়ার ছাড়া আমাদের দেশের মানুষই সবচেয়ে বেশি পন্ডিতি করে ঘর বাড়ি বানায়। আর এটার খুব খারাপ ফলাফল আবার বাড়ির মালিককেই ভোগ করতে হয়। সাধারণত আমাদের দেশের মানুষ গ্রামে বাড়ি ঘর করলে কন্ট্রাকটর নির্বাচনেও চরম বোকামি এবং হেয়ালিপনা করে । যোগ্যতার ভিত্তিতে নয় বরং এলাকার পরিচিতির ভিত্তিতে কাজ দেয়। এতে ভালো কন্ট্রাক্টর বেশি রেটে কাজ করতে পারে না। কারন সস্তায় খারাপ কাজ করে দেওয়ার লোকের অভাব নাই।
তিন তলা ফাউন্ডেশন দিয়েছি, কিন্তু এখন ছাদ না দিয়ে টিনশেড দেবো।কলামের উপরে বাড়তি রড় কি বাঁকা করে রেখে টিনশেড দিতে পারবো।পরে ছাদ করতে পারলে সোজা করে দেবো আর কি?
ইঞ্জিনিয়ার ছাড়া আমাদের দেশের মানুষই সবচেয়ে বেশি পন্ডিতি করে ঘর বাড়ি বানায়। আর এটার খুব খারাপ ফলাফল আবার বাড়ির মালিককেই ভোগ করতে হয়।
সাধারণত আমাদের দেশের মানুষ গ্রামে বাড়ি ঘর করলে কন্ট্রাকটর নির্বাচনেও চরম বোকামি এবং হেয়ালিপনা করে । যোগ্যতার ভিত্তিতে নয় বরং এলাকার পরিচিতির ভিত্তিতে কাজ দেয়। এতে ভালো কন্ট্রাক্টর বেশি রেটে কাজ করতে পারে না। কারন সস্তায় খারাপ কাজ করে দেওয়ার লোকের অভাব নাই।
তিন তলা ফাউন্ডেশন দিয়েছি, কিন্তু এখন ছাদ না দিয়ে টিনশেড দেবো।কলামের উপরে বাড়তি রড় কি বাঁকা করে রেখে টিনশেড দিতে পারবো।পরে ছাদ করতে পারলে সোজা করে দেবো আর কি?
চেষ্টা করবেন কলমের রড সোজা রেখেই টিন বসানোর জন্য রড যদি একবার ব্যান করা হয় পরবর্তীতে সোজা করলে টেন পার্সেন্ট থেকে ফাইভ পারসেন্ট এ শক্তি চলে আসে।
@MdShohag-qc4fx ছিদ্র করে টিন বসালে। বৃষ্টির পানি পড়ার সম্ভাবনা সেটাই সমস্যা ভাই