মানুষের এত এত চাওয়ার মাঝে আমি কেবল তোমাকে পেতে চেয়েছি। চেয়েছি একটা চিলেকোঠা, প্রশস্ত তোমার বুক, চেয়েছি একটা বিকেল সমেত চায়ের কাপে চুমু। মানুষের এত এত চাহিদার দুনিয়ায় আমি কেবল তোমাকে স্পর্শ করতে চেয়েছি। চেয়েছি আমাকে আশ্বস্ত করার খুদে বার্তা। কখনো জানতে চাওনি, এত এত মানুষের কোলাহলেও আমার কেন শুধু তোমাকেই লাগবে! তবে শুনো- তুমি আমার সেই কোলাহল, যাকে পেলে নীরবতা ভুলে যাই- এত এত কোলাহলের ভিড়েও, আমার শুধু তুমিটাকেই চাই!
মানুষের এত এত চাওয়ার মাঝে আমি কেবল তোমাকে পেতে চেয়েছি। চেয়েছি একটা চিলেকোঠা, প্রশস্ত তোমার বুক, চেয়েছি একটা বিকেল সমেত চায়ের কাপে চুমু। মানুষের এত এত চাহিদার দুনিয়ায় আমি কেবল তোমাকে স্পর্শ করতে চেয়েছি। চেয়েছি আমাকে আশ্বস্ত করার খুদে বার্তা। কখনো জানতে চাওনি, এত এত মানুষের কোলাহলেও আমার কেন শুধু তোমাকেই লাগবে!
তবে শুনো-
তুমি আমার সেই কোলাহল,
যাকে পেলে নীরবতা ভুলে যাই-
এত এত কোলাহলের ভিড়েও,
আমার শুধু তুমিটাকেই চাই!
❤❤❤
🖤🖤
🖤🖤