যত শুনি ততই মুগ্ধ এবং অবাক হয়ে যাচ্ছি। একজন প্রকৃত শিল্পী। প্রতিভা নিয়ে সবাই জন্মে না। তোমার সঙ্গীত প্রতিভা সহজাত। স্যোশাল মিডিয়ার বিস্তৃতি ব্যাপক; কিন্তু তোমার এই বিরল প্রতিভা বৃহত্তর আঙ্গিকে তুলে ধরো। টেলিভিশন দেখার সুযোগ নেই। জানি না, তুমি টেলিভিশনে গাও কিনা। সেই সঙ্গে হিন্দি মাধ্যমে কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। গীতা দত্ত খুব বেশি দিন জীবিত ছিলেন না, কিন্তু তার প্রতিভার কারণে তিনি অমর। তোমার এই শিল্পী-সত্ত্বার প্রতি শ্রদ্ধা অফুরান। শুভকামনা নিরন্তর।
শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই , আমি যদিও অবুঝ একজন শ্রুতা মাত্র । পৃথিবীতে কত যে সুন্দর পরিবেশ আছে ,তা আমি কেন অনেকেই জানেন না ।গানের জগৎ এর তুলনা হয় না ।
হয়ত আমি আপনার সবগুলো গানের শুনে ফেলেছি.. কি সুন্দর গান আপনি. প্রথমে আপনার গান ফেইচবুকে শুনেছিলাম, পরে ইউটিউবে না খুজে পারলাম না. প্রতিদিন সকাল বেলা আপনার গান শুনেই আমার ঘুম ভাঙে।
আপনার এই প্রর্যন্ত যত গান শুনেছি আমি মনে করি আপনার কন্ঠে গাওয়া সেরা গান,আপনি এই গানে সর্বচ্চ দেওয়ার চেষ্টা করেছেন।এই গান গায়তে আপনার কত ঘাম ছুটছে তা আর কেউ না বুজুক আমি বুঝতে পারছি। আপনার জন্য শুভ কামনা রইলো সব সময়।আমি বাংলাদেশ বলছি দিদি।আপনার গানও গানের কন্ঠ আপনার রূপ আমাকে মুগ্ধ করেছে।ধন্যবাদ।
বোন , তোমার এই গানটি খুবই অসাধারণ । শুনে মুগ্ধ হলাম, আমার স্নেহাশিস ও অভিনন্দন জানাচ্ছি । তোমার কন্ঠ ও যন্ত্র সংগীতের তালে তালে নিজেকে আবেগময় হয়ে গেছি । ধন্যবাদ
গ্রামের অবস্হাসম্পন্ন গৃহস্থ ঘরে কলেরগান পরে ক্যাসেট প্লেয়ার ছিল অভিজাত্যের প্রতীক..!!আমাদের কৈশোরকালের কথা বলছি..মেঠো পথে চলতে চলতে হঠাৎ থমকে দাড়িয়ে যেতাম কোন মধুর সুরেলা কন্ঠের এই সকল গানে..মনে মনে গুন গুন করতাম!! আজ অনেকটা পথ পেরিয়ে ব্যস্ততার মহাকালে ঢুকেছি!! আবার ডিজিটাল যুগে সবকিছুই হাতের মুঠোয়!! আজ ইউটিউবে আপনার অসাধারন গান শুনে ফিরে গেলাম অতীতে..!! শুধুমাত্র হারমোনিয়াম আর তবলার সমন্বয়ে এত মধুর গান যেন প্রানে লাগল সুধার মতো!! আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম যেন নুতন কিছু মিস না করি!! আপনি ন্যাচারাল ট্যালেন্টেড!! আপনার জন্য অনেক দোয়া/ আশীর্বাদ রইল!! আপনি এগিয়ে যান সাফল্যের শিখরে..বাংলাদেশ থেকে!!
ওনার আমি অনেক গান শুনেছি। তবে এই গানটাই আমার কাছে ওনার গাওয়া শ্রেষ্ঠ গান। বয়সে আমার থেকে উনি অনেক ছোটো। তাই কঠোর অধ্যাবসায়ের ফলে ভবিষ্যতে ওনার আরো উন্নতি প্রার্থনা করি !!!
এ যেন আর এক সন্ধ্যা মুখোপাধ্যায়। অসাধারণ! এজন্য খুব হিংসা হয়। এতো সুন্দর কন্ঠ আপনাকেও সৃষ্টিকর্তা দান করেছেন। আমিও খুব গান পাগল একজন মানুষ। তাই বললাম। খুব ভালো হয়েছে।
এতো দরদ দিয়ে গাইলে দিদি সরোজিনী যে, তোমার সুর সুন্দর গানটা আর তোমার গাওয়া বলে মনে হয়না। এটা যিনি প্রথম সেই সুরের স্বর্ণ যুগে গেয়েছিলেন তার কন্ঠে শুনছি এমন এক সুমধুর স্বাপ্নিক জগতে চলে গেলাম । ----- আর আমার মতো এক তুচ্ছ মানুষ কিনা তোমার কিছু গানের মধ্যে সীমাবদ্ধতা আছে কিনা তা দেখার চেষ্টা করেছি ! বার্ধক্যজনিত প্রবণতা । ---- However, the gone golden era of Bengali and other songs of India is getting revived through some great artists like you and this change could play a positive role in changing mindset of people !
Wonderful performance...amazing voice and perfection level...we had the rare opportunity to listen to such unfogettable songs from Gitashree herself a number of times...eager to hearing the other famous numbers from your sweet voice.
তোমার সমস্ত গাওয়া গান গুলি খুব মনোযোগ সহকারে শুনেছি তবে এই গানটি কত বার শুনেছি তা বলা মুশকিল। কেননা এত সুন্দর করে গেয়েছো তুমি। খুব ভালো থেকো। আশীর্বাদ রইলো ভবিষ্যতে আরও উন্নত হোক তোমার। এর বেশী কিছু বলার নেই।
@@dewdrops5969 একদম ঠিক কথা। সরোজিনী র সুমধুর কন্ঠ আশা করি প্রত্যেক বাঙালির ভাল লাগবে। কারণ ও শুধুমাত্র হারমোনিয়াম আর তবলাবাদক নিয়ে মন প্রাণ উজাড় করে যে ভাবে প্রতিটি গান গেয়েছে তার তুলনা হয় না। অবশ্য এটা আমার ব্যক্তিগত মতামত। অন্যের নিশ্চয় কোন সংশয় থাকতেও পারে। আসুন আমরা সকল গুণমুগ্ধ শ্রোতারা ওনার এই শুভ প্রচেষ্টা কে কুর্নিশ জানাই। আমি বক্তিগত ভাবে ওর অনেক সাফল্য কামনা করি।
অসাধারণ কণ্ঠস্বর আপনার। ভগবান মা সরস্বতী আপনার গলায় বিরাজমান। ব্যবসা সূত্রে আমি গুজরাটের বড়দা শহরে থাকি। আমার পরিবারের সমস্ত সদস্য আপনার গান একদিন না শুনে থাকতে পারে না। ঈশ্বর আপনার মঙ্গল করুক এবং আপনি জীবনে অনেক উন্নতি করুন এই প্রার্থনা করি।
বন্ধু, আজ সকালের ৬ থেকে ৯ টা এই ৩ ঘন্টা বয়ে গেল এক ঐশ্বরিক সুন্দরের আবিস্কারে। খুব আনন্দ পেলাম। সব ধরনের সঙ্গীতে এই অসামান্য সাবলীলতা সুদূর্লভ। অকপটে স্বীকার করি ১৪ বছরের সংসার জীবনে নতুন করে প্রেমে পড়লাম। কন্যাকে দেখলাম। ঈর্ষণীয় ভাগ্যবান কত্তাটিকে দেখার বাসনা রইল।
খুবই কঠিন গান,কিন্তু তুমি গানটা তুমি যে ভাবে গাইলে তাতে তোমার সংগীত প্রতিভার পরিচয় মেলে। ঈশ্বরপ্রদত্ত কণ্ঠ তোমার। বাঙালি হিসেবে আমি গর্বিত যে একজন সত্যিকার কোকিল কণ্ঠি কে আমরা পেয়েছি।
দিদি আপনার গান আমার খুব ভালো লেগেছে কারন আপনি আপনার নিজের কণ্ঠে গান গুলি গেছেন। আমার যুক্তি হলো এটাই আপনি সন্ধ্যা মুখোপাধ্যায় এর গান গাইছেন মানে এটা নয় যে ওনার গলা নকল করতে হবে। কারন আপনি সরোজিনী ঘোষ আপনাকে সেই নামেই সবাই চিনুক। নাহলে সন্ধ্যা মুখোপাধ্যায় এর গলা নকল করলে ঐরকম নকল তো সারা বাংলায় 100খানা আছে। আপনি নিজের গলায় গেয়েছেন এটাই ভালো।
আহা ! আহা ! কথা , সুর , মিষ্টি কন্ঠস্বর আর হৃদয় ভরা দরদ। শুনে মনটা জুড়িয়ে গেল। আমার একান্ত অনুরোধ আপনি গান গাওয়া ছাড়বেন না। ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর শ্রাবণের ধারার মত ঝরে পড়ুক।
সরোজিনী আপু। আমি বাংলাদেশ থেকে ইউটিউবে খুঁজে খুঁজে তোমার গান শুনে। আমি স্বপ্নেও তোমার গান। দোয়া করি আপু তুমি ভারতের অনেক বড় শিল্পী হও। তোমার গান আমাকে মুগ্ধ করে দেয়।
মন কাড়া সুর আপনার। অবিকল সন্ধ্যা মুখোপাধ্যায়। শুধু মুখশ্রী আলাদা। সুন্দর অতি সুন্দর। ফেসবুকে আপনার গান পোস্ট করে প্রচুর শেয ও কমেন্ট পেয়েছি। সাবস্ক্রাইব করলাম পরবর্তী গান শুনার জন্য। শুভরাত্রি।
আপনি যেভাবে একের পর এক এই ধরনের গান উপহার দিচ্ছেন, তাতে করে আপনার গানের অনুরাগী শ্রোতার সংখ্যা কিন্তু এখন অনেক। আপনি কি তার টের পাচ্ছেন? এভাবেই গেয়ে যান। আমরা আপনার সাথে আছি।
আহা কি সুন্দর.... অপূর্ব
যত শুনি ততই মুগ্ধ এবং অবাক হয়ে যাচ্ছি। একজন প্রকৃত শিল্পী। প্রতিভা নিয়ে সবাই জন্মে না। তোমার সঙ্গীত প্রতিভা সহজাত। স্যোশাল মিডিয়ার বিস্তৃতি ব্যাপক; কিন্তু তোমার এই বিরল প্রতিভা বৃহত্তর আঙ্গিকে তুলে ধরো। টেলিভিশন দেখার সুযোগ নেই। জানি না, তুমি টেলিভিশনে গাও কিনা। সেই সঙ্গে হিন্দি মাধ্যমে কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। গীতা দত্ত খুব বেশি দিন জীবিত ছিলেন না, কিন্তু তার প্রতিভার কারণে তিনি অমর। তোমার এই শিল্পী-সত্ত্বার প্রতি শ্রদ্ধা অফুরান। শুভকামনা নিরন্তর।
শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই , আমি যদিও অবুঝ একজন শ্রুতা মাত্র । পৃথিবীতে কত যে সুন্দর পরিবেশ আছে ,তা আমি কেন অনেকেই জানেন না ।গানের জগৎ এর তুলনা হয় না ।
হয়ত আমি আপনার সবগুলো গানের শুনে ফেলেছি.. কি সুন্দর গান আপনি. প্রথমে আপনার গান ফেইচবুকে শুনেছিলাম, পরে ইউটিউবে না খুজে পারলাম না. প্রতিদিন সকাল বেলা আপনার গান শুনেই আমার ঘুম ভাঙে।
আমি আপনার মিষ্টি গলার গানে খুবিই তৃপ্তি পাই। Very very soothing gentle voice.
আপনার এই প্রর্যন্ত যত গান শুনেছি আমি মনে করি আপনার কন্ঠে গাওয়া সেরা গান,আপনি এই গানে সর্বচ্চ দেওয়ার চেষ্টা করেছেন।এই গান গায়তে আপনার কত ঘাম ছুটছে তা আর কেউ না বুজুক আমি বুঝতে পারছি। আপনার জন্য শুভ কামনা রইলো সব সময়।আমি বাংলাদেশ বলছি দিদি।আপনার গানও গানের কন্ঠ আপনার রূপ আমাকে মুগ্ধ করেছে।ধন্যবাদ।
বোন , তোমার এই গানটি খুবই অসাধারণ । শুনে মুগ্ধ হলাম, আমার স্নেহাশিস ও অভিনন্দন জানাচ্ছি । তোমার কন্ঠ ও যন্ত্র সংগীতের তালে তালে নিজেকে আবেগময় হয়ে গেছি । ধন্যবাদ
Fine tha 0:36 0:36
প্রতিটি শব্দের সাথে কণ্ঠ, ভাব ও অনুভুতির
অভিব্যক্তি ফুটে উঠেছে ❤❤❤❤❤❤❤
অনেক অনেক বার শুনলাম আজ কমেন্ট না করে পারলাম না খুব খুব ভালো হয়েছে।ধন্যবাদ।
@@nilavbiswas569দেখব
❤❤ অসাধারণ সঙ্গীতাঙ্গ❤❤
এ আমার মা সরস্বতী ❤❤❤❤❤
❤❤ আমার মা সরস্বতী ❤
গ্রামের অবস্হাসম্পন্ন গৃহস্থ ঘরে কলেরগান পরে ক্যাসেট প্লেয়ার ছিল অভিজাত্যের প্রতীক..!!আমাদের কৈশোরকালের কথা বলছি..মেঠো পথে চলতে চলতে হঠাৎ থমকে দাড়িয়ে যেতাম কোন মধুর সুরেলা কন্ঠের এই সকল গানে..মনে মনে গুন গুন করতাম!! আজ অনেকটা পথ পেরিয়ে ব্যস্ততার মহাকালে ঢুকেছি!! আবার ডিজিটাল যুগে সবকিছুই হাতের মুঠোয়!! আজ ইউটিউবে আপনার অসাধারন গান শুনে ফিরে গেলাম অতীতে..!! শুধুমাত্র হারমোনিয়াম আর তবলার সমন্বয়ে এত মধুর গান যেন প্রানে লাগল সুধার মতো!! আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম যেন নুতন কিছু মিস না করি!! আপনি ন্যাচারাল ট্যালেন্টেড!! আপনার জন্য অনেক দোয়া/ আশীর্বাদ রইল!! আপনি এগিয়ে যান সাফল্যের শিখরে..বাংলাদেশ থেকে!!
Amora Bharat r Bangladseh border tule debo.Ki bolen?
BISWAJIT PATRA ভালবাসা, মিউজিক আর সংস্কৃতিকে সীমানা দিয়ে বেঁধে রাখা যায়না!! ভালবাসা না থাকলে আপন ভাইয়ের সাথেও অনেক উঁচু প্রাচীর (বিভেদের)গড়ে উঠে..!!
@@Visible-k1c Bharat ---Bangladesh er border China.
Amar gan ektu dekhun
@@satyabatiprasanta1234 আমি গানকে ভালবাসি!! সময় করে শুনব!!শুভকামনা নিরন্তর!!
Ashadharon Sundar Geyechho 💝🤗 Khub Bhalo laglo ♥️😘 Waaaaaah
ওনার আমি অনেক গান শুনেছি। তবে এই গানটাই আমার কাছে ওনার গাওয়া শ্রেষ্ঠ গান। বয়সে আমার থেকে উনি অনেক ছোটো। তাই কঠোর অধ্যাবসায়ের ফলে ভবিষ্যতে ওনার আরো উন্নতি প্রার্থনা করি !!!
বোন তোমার সুমধুর কন্ঠে গান শুনে মুগ্ধ বিভোর হয়ে গেলাম। তোমাকে অনেক অভিনন্দন শুভেচ্ছা, তুমি এভাবেই গান শুনিয়ে মুগ্ধ করে যাও।
তোমার এই গানটা যে আমি কতবার শুনেছি তার কোনো হিসেব নেই। কি দরদী কন্ঠ!! দারুণ!!
Sudhu ekrash mugdhota. Blissful singing. Durdanto gayaki apnar didi. Jatobar apnar gaan gulo sunchi tatobar mugdho hochchi. God bless you and khub bhalo thakben
এ যেন আর এক সন্ধ্যা মুখোপাধ্যায়। অসাধারণ! এজন্য খুব হিংসা হয়। এতো সুন্দর কন্ঠ আপনাকেও সৃষ্টিকর্তা দান করেছেন। আমিও খুব গান পাগল একজন মানুষ। তাই বললাম। খুব ভালো হয়েছে।
একদম সঠিক বলেছেন, ইনি যেন আর একজন সন্ধ্যা মুখপাধ্যায়
Khoob ohonkari...aami ekbar subscribe kore unsubscribe kore diechi..... . Egobe na ini....oneek problem enar.....lokke osomman koren ekhoni...FB te
প্রশঙসা অবশ্যই ভালো। তবে একজন প্রথিতযশা শিল্পীর সঙ্গে তুলনা করে নয়।
তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে দিদি অনেক ভালো লাগে তোমার গান। তোমার কন্ঠতো নয় মনে হয়
তোমার গান আমার মন ভরে যায়।
এতো দরদ দিয়ে গাইলে দিদি সরোজিনী যে, তোমার সুর সুন্দর গানটা আর তোমার গাওয়া বলে মনে হয়না। এটা যিনি প্রথম সেই সুরের স্বর্ণ যুগে গেয়েছিলেন তার কন্ঠে শুনছি এমন এক সুমধুর স্বাপ্নিক জগতে চলে গেলাম । ----- আর আমার মতো এক তুচ্ছ মানুষ কিনা তোমার কিছু গানের মধ্যে সীমাবদ্ধতা আছে কিনা তা দেখার চেষ্টা করেছি ! বার্ধক্যজনিত প্রবণতা । ---- However, the gone golden era of Bengali and other songs of India is getting revived through some great artists like you and this change could play a positive role in changing mindset of people !
💐♥️👍🏼মিলিয়ন মিলিয়ন আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা আপনাকে হে গুণী শিল্পী! খুশীর এই বন্যায় আমরা সবাই আপ্লুত। ‘সরোজিনী ঘোষ সঙ্গীত ‘ তরী সাফল্যের চূড়ান্ত শিখরে আরোহণ করুক- এই শুভ কামনা সর্বক্ষণ।
Ami ektu chesta karchi
অপূর্ব........
দারুন.....
সুন্দর.....
চমৎকার ❤
সরোজিনী দিদি গানের জগতে অন্তর ছুঁয়ে যাওয়া একটা নাম।খুব ভালো লাগলো গানটি।
ভাল লাগলো গানটি
Adbhut... Apurbo... Kichu bolar bhasha nei👌👌👍👍
মিস্টি কন্ঠে গানটি মনোমুগ্ধকর হয়েছে। গানটি শুনে মন জুড়িয়ে গেল। সুন্দর গান উপহার দেয়ার জন্য দিদিমণি কে ধন্যবাদ।
Ahaah...ki sundor gailen...mon juriye gelo...ki kore paren eto sundor kore gaite...ami toh abaak hoye suni ...apni ashadharon...apni sotti guni.. amar nomoskar neben 🙏
খুব সুন্দর গান শুনলাম।ভগবান আপনার মঙ্গল করুন
Sweet,
Darun dhorlen darun....... Just fantastic🙏🙏
Thank you 😊
Makes my eyes teary, every time I watch it. Bravo!
Thank you very much 😊 ☺ 🙏
খুব ভাল গান গেয়েছেন
আহা আহা কী অপূর্ব মধুর কন্ঠ ! কতদিন চলে গেল,নতুন গান শুনতে পারছিনা দিদি ।
Wonderful performance...amazing voice and perfection level...we had the rare opportunity to listen to such unfogettable songs from Gitashree herself a number of times...eager to hearing the other famous numbers from your sweet voice.
Vison valo laglo . Asakori erokom onek valo valo gan upohar deben .
Darun beautiful your voice nice God bless you 👍👍
পুরোনো দিনের এই গানগুলো আজকের ছেলেমেয়েরা গায় ই না। খুব খুব আনন্দ পেলাম।আরো এমন গান শোনার ইচ্ছে এবং অনুরোধ রইল দিদিভাই তোমার কাছে।
আই কান্ড বিলিভ ইট, এতো সুন্দর সিংগিং, প্রানটা জুড়িয়ে গেল,।
অসাধারন গাইলেন দিদি । আপনার কন্ঠ সত্যিই মনমুগ্ধকর । আপনি একদিন অনেক বড় মাপের শিল্পী হবেন ।আপনার জন্য আমার শুভকামনা রইলো দিদি । ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ভালো ভালো গান গেয়ে আমাদেরকে আনন্দ দিয়ে যাবেন ।
Dhanyabad ❤ 🙏
Onek Shundor gaan ta ❤! khub valo laglo !❤
মাসি মনি খুব সুন্দর গেয়েছো গানটি।❤❤
খুব ভালো গাইলেন দিদি। আরো শোনার জন্য অপেক্ষায় রইলাম
তোমার সমস্ত গাওয়া গান গুলি খুব মনোযোগ সহকারে শুনেছি তবে এই গানটি কত বার শুনেছি তা বলা মুশকিল। কেননা এত সুন্দর করে গেয়েছো তুমি। খুব ভালো থেকো। আশীর্বাদ রইলো ভবিষ্যতে আরও উন্নত হোক তোমার। এর বেশী কিছু বলার নেই।
মিঃ অশোক, আপনার সহজ, সাবলীল , আন্তরিক মন্তব্য খুব ভালো লাগল। সত্যি, উনি প্রাণ ঢেলে গেয়েছেন। উনি যেন চিরাচরিত বোনের প্রতিমূর্তি।
@@dewdrops5969 একদম ঠিক কথা। সরোজিনী র সুমধুর কন্ঠ আশা করি প্রত্যেক বাঙালির ভাল লাগবে। কারণ ও শুধুমাত্র হারমোনিয়াম আর তবলাবাদক নিয়ে মন প্রাণ উজাড় করে যে ভাবে প্রতিটি গান গেয়েছে তার তুলনা হয় না। অবশ্য এটা আমার ব্যক্তিগত মতামত। অন্যের নিশ্চয় কোন সংশয় থাকতেও পারে। আসুন আমরা সকল গুণমুগ্ধ শ্রোতারা ওনার এই শুভ প্রচেষ্টা কে কুর্নিশ জানাই। আমি বক্তিগত ভাবে ওর অনেক সাফল্য কামনা করি।
@@ashokekumarhensh8747.আপনার সুচিন্তিত মতামতের সাথে ঐক্যমত পোষন করছি।
আজ প্রথম আপনার গান শুনলাম। মুগ্ধ হয়ে গেছি। সকাল থেকে শুধু আপনার গান ই শুনছি।
অসাধারণ গেয়েছেন দিদি মন ছুঁয়ে গেছে👌
আমার প্রিয় গান গুলির মধ্যে একটি পছন্দের গান।খুব ভালো গেয়েছেন। আপনার পথচলা সুন্দর হোক।
অসাধারণ কণ্ঠস্বর আপনার। ভগবান মা সরস্বতী আপনার গলায় বিরাজমান। ব্যবসা সূত্রে আমি গুজরাটের বড়দা শহরে থাকি। আমার পরিবারের সমস্ত সদস্য আপনার গান একদিন না শুনে থাকতে পারে না। ঈশ্বর আপনার মঙ্গল করুক এবং আপনি জীবনে অনেক উন্নতি করুন এই প্রার্থনা করি।
অসংখ্য ধন্যবাদ দাদা।এভাবেই পাশে থাকুন।
খুব ভালো লাগল। দারুণ পরিবেশনা।
তুমি কী যে আবেগ দিয়ে গাও দিদি! আমি বার বার শুনি।মিষ্টি কণ্ঠ টি রিনিঝিনি করে বেজে ওঠে! মহান আল্লাহ তোমার এ মধুর কণ্ঠ নিজ হাতে দান করেছেন।
এক দম👍🏻
Heart Touching Song
বন্ধু, আজ সকালের ৬ থেকে ৯ টা এই ৩ ঘন্টা বয়ে গেল এক ঐশ্বরিক সুন্দরের আবিস্কারে। খুব আনন্দ পেলাম। সব ধরনের সঙ্গীতে এই অসামান্য সাবলীলতা সুদূর্লভ। অকপটে স্বীকার করি ১৪ বছরের সংসার জীবনে নতুন করে প্রেমে পড়লাম। কন্যাকে দেখলাম। ঈর্ষণীয় ভাগ্যবান কত্তাটিকে দেখার বাসনা রইল।
অসংখ্য ধন্যবাদ জানাই। ভাল থাকবেন।
দিদি কি দরদ আপনার কণ্ঠে, মুগ্ধ হয়ে গেলাম, ঘরের রেকর্ডিং যদি এতো মুগ্ধতা দিতে পারে ষ্টুডিও রেকর্ডিং কতো সুন্দর হবে !! 🌹🌹
মনমুগ্ধকর গান শুনে মুগ্ধ হলাম
ঈশ্বরের আশীর্বাদি ফুল তুমি , অনেক অনেক বড় মাপের শিল্পী হও ,প্রভুর নিকট ইহাই প্রার্থনা করি ❤
👌কি জাদু আছে তোমার গানে
💓বুকের ভিতর বিষম টানে
👏ফিরে ফিরে শুনি হাজার বার
🌹শুধু ই কি গানে গানে
💓ও প্রাণ ব্যাকুল প্রাণে
🙏হিয়া মোর ছোটে দুর্নিবার।
nice .
খুব ভালো
আহা কী অসাধারণ সুরে , দেহভাষে , আভাসে তুমি করিলে এ রোমান্টিক প্রেমের গান !
Hmmm
এই গান টি আমি অনেক শিল্পীর কণ্ঠে শুনেছি ۔۔কিন্তু আপনার কণ্ঠে গানটা শুনতে আমার খুব ভালোলাগে ۔۔আপনি best
Amar o ekti TH-cam channel achhe.channel er nam সুর সাধনা। please amar gan sunben and valo lagle subscribe o comments korben.🙏🙏🙏
খুবই কঠিন গান,কিন্তু তুমি গানটা তুমি যে ভাবে গাইলে তাতে তোমার সংগীত প্রতিভার পরিচয় মেলে। ঈশ্বরপ্রদত্ত কণ্ঠ তোমার। বাঙালি হিসেবে আমি গর্বিত যে একজন সত্যিকার কোকিল কণ্ঠি কে আমরা পেয়েছি।
Thank you so much 💓
যতই শুনছি ততই তোমার কণ্ঠ মনের ভেতর গেঁথে যাচ্ছে
OMG!!!! Very talented singer you are. Simply mesmerising!!!
হৃদয় ছুঁয়ে গেলো। অসাধারণ ❤️সন্ধ্যা মুখপাধ্যায়ের কে মনে করিয়ে দেয় আপনার সুমধুর কণ্ঠ
শুভ সকাল। মন ছুঁয়ে যায়। খুব খুব সুন্দর মিষ্টি গান। তোমার কণ্ঠে শ্রুতিমধুর,যেনো সোনা ঝরা সন্ধা।
Ba..khub sundor❤️❤️
Sotti ashadharon ❤️
খুব ভাল লাগল গানটি শুনে।অসাধারন দিদি।
আহা কী অসাধারন গেয়েছো। তুলনা নেই। ভবিষ্যতে এই ধরনের মিষ্টি গান শোনার অনুরোধ করছি।
Many many thinks good song
Amar সুর সাধনা name ekti TH-cam channel achhe.please amar gan sunben and valo lagle subscribe o comments korben please.🙏🙏🙏🙏🙏
ধন্যবাদ দিদি
অনেক। দিন পর আবার আপনাকে দেখলাম এবং আপনার মধউময়কনঠও উপভোগ করলাম
কি অসাধারণ গান শুনলাম খুব ভালো লাগলো
Darun laglo boudi.je eto bhalo gaite pare se na jani kato bhalo
আপনার গান শুনে আমার মন প্রাণ ভরে গেল। যদিও এই প্রথম আপনার গলায় গান শুনলাম।
তোমার এ গানটা বারবার শুনি । তবু মন ভরে না ।
Bar bar suni...oshadaron... Genuine singer
ঈশ্বরের গৌরব হোক। অসাধারণ আপনার গানের গলা।
কালজয়ী গানগুলো আপনার পরিবেশনায় সাধনায় অসাধারণ লেগেছে। শুভকামনা।
সত্তি অসাধারণ লেগেছে,আপনার গলার স্বর মন ছুয়ে যায়।
আহা কি সুন্দর কণ্ঠ,, সব থেকে ভালো লাগলো অনুকরণ না করে নিজের মতো করে গেয়েছেন ! দারুন !
দিদি আপনার গান আমার খুব ভালো লেগেছে কারন আপনি আপনার নিজের কণ্ঠে গান গুলি গেছেন। আমার যুক্তি হলো এটাই আপনি সন্ধ্যা মুখোপাধ্যায় এর গান গাইছেন মানে এটা নয় যে ওনার গলা নকল করতে হবে। কারন আপনি সরোজিনী ঘোষ আপনাকে সেই নামেই সবাই চিনুক। নাহলে সন্ধ্যা মুখোপাধ্যায় এর গলা নকল করলে ঐরকম নকল তো সারা বাংলায় 100খানা আছে। আপনি নিজের গলায় গেয়েছেন এটাই ভালো।
অসাধারণ কন্ঠ আর তেমনি সুরেলা উপস্থাপনা..সকল শুভ হোক ❤️👌🙏🏻
Beautiful ! Ki likhi tomay....Love to hear in your voice.
This is very beautiful and lovely song.Thanks 😂
প্রনাম নিবেন
এতো যে ভালো লাগে আপনার গলায় গান গুলো
বারবার শুনি শুধু
Ohhh dear 💘 just fantastic and lovely ❤❤❤❤❤❤❤❤
অসাধারন
,Ami Tomar gan bhalobasi are sarbada suni
খুবই সুমধুর শুনতে লাগলো! অসাধারণ॥
আহা ! আহা ! কথা , সুর , মিষ্টি কন্ঠস্বর আর হৃদয় ভরা দরদ। শুনে মনটা জুড়িয়ে গেল। আমার একান্ত অনুরোধ আপনি গান গাওয়া ছাড়বেন না। ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর শ্রাবণের ধারার মত ঝরে পড়ুক।
অসাধারণ, দিদিভায়েরকণ্ঠে গান টি শুনতে শুনতে অনেক বছর পিছনে চলে গেলাম, খুব সুন্দর
আহা দিদিভাই তোমার জন্য আমার ভালোবাসার পসরা রইল। আমাকে চল্লিশ বছর আগের জীবন ফিরিয়ে দিলে।
সরোজিনী আপু। আমি বাংলাদেশ থেকে ইউটিউবে খুঁজে খুঁজে তোমার গান শুনে।
আমি স্বপ্নেও তোমার গান।
দোয়া করি আপু তুমি ভারতের অনেক বড় শিল্পী হও। তোমার গান আমাকে মুগ্ধ করে দেয়।
অসংখ্য ধন্যবাদ ভাই
Didi,
Your singing voice is gift of God.
Rgds
Asadharon! Excellent 👌
Thank you 😊
"তুমি নির্মল কর মঙ্গল করে' গানটা শোনাবেন। request করলাম
মন কাড়া সুর আপনার। অবিকল সন্ধ্যা মুখোপাধ্যায়। শুধু মুখশ্রী আলাদা। সুন্দর অতি সুন্দর। ফেসবুকে আপনার গান পোস্ট করে প্রচুর শেয ও কমেন্ট পেয়েছি। সাবস্ক্রাইব করলাম পরবর্তী গান শুনার জন্য। শুভরাত্রি।
অসাধারণ
এক কথায় অসাধারণ যার তুলনায় হয় না!!
দিদি তোমার কন্ঠ খুব সুন্দর।তুমি অারো গান উপহার দাও,এটা কামনা করি।
এত পরিস্কার গায়কী কন্ঠ। অনবদ্য, সমালোচনার উপরে।
মা সরস্বতীর আশীর্বাদ পুষ্ট কণ্ঠ
অসাধারণ কণ্ঠে অসাধারণ একটা গান শুনলাম । আমি আপনার fan হয়ে পড়ছি ধীরে ধীরে ।
আমি স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশীথ বাসর শয্যায়
মন বলে ভালবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায়
(আজ) জানিনা এ কোন লীলাতে মন চায় যে মাধুরী বিলাতে
তবু পারেনি তোমারে ভোলাতে মধুর বধুর সজ্জায়
মন বলে ভালবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায়
সুন্দর এই মায়া তিথিতে মন তুমি ছাড়া কিছু জানেনা
যেন এ আবেশ কোনদিন ভাঙ্গেনা
জানিনা তো এই ফাগুনে আমি জ্বলে মরি কিসের আগুনে
এ কোন খুশীর বিজুরী শিহরে তনুর মজ্জায়
মন বলে ভালবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায়
অসাধারণ অপুর্ব খুব সুন্দর 👍👍👍
আপনি যেভাবে একের পর এক এই ধরনের গান উপহার দিচ্ছেন, তাতে করে আপনার গানের অনুরাগী শ্রোতার সংখ্যা কিন্তু এখন অনেক। আপনি কি তার টের পাচ্ছেন? এভাবেই গেয়ে যান। আমরা আপনার সাথে আছি।
Darun
Khub bhalo legeche sorojini anti .👌👌👌👌
You have beautiful voice
খুব ই মিষ্টি কণ্ঠ।
সব সময় অপেক্ষায় থাকি এই মিষ্টি কণ্ঠের গান শুনার জন্য।
এ গানের সুর এর চেয়ে আর বেশি কিছু ভালো হতে পারেনা !
Didi amake ektu dekhun na chesta karechi
গানটি প্রথম বার শুনলাম , ভীষণ সুন্দর লাগলো,
বা়ঃ দারুণ দারুণ।।। unty....
অসাধারণ!!!!!!
যতই শুনছি আরও শুনতে ইচ্ছে করছে।
ধন্যবাদ এতো সুন্দর গান শোনানোর জন্য।
Thank you so much 💓💗
হৃদয় ছুঁয়ে যায় কিভাবে পারেন এতো সুন্দর করে গাইতে।
Dhanyabad 😊 🙏
Darun laglo....monta bhore gelo...