ভাই শুধু এরা না বাংলাদেশের একটি টিভি চ্যানেল আছে যার নাম এস টিভি (S.TV) ওই চ্যানেল জিনের বাদশার এড দেয় যা দেখলে মনে হয় আমরা সব আদিম যুগে পড়ে আছি আর তারা আমাদেরকে সভ্যতার পথ দেখাচ্ছে এদের একটা ব্যাবস্থা নেয়া উচিত। এক মত থাকলে লাইক দিন।
Thank you so much man after you that's why I like ok because this very life ok all the people who is the knocking all the history telling telling all the morning taking ok thank you so much police donation and thankyou media
আমার বাবা কে একদিন কল দিয়েছিল জিনের বাদশাহ।।। 😂😂।। মাঝ রাতে!!.!.!।।।আমার বাবা কিছু করি নাই,,প্রথমে শুদ্ধ(গালি) ভাষায় কিছু কথা বলেছে,,,আর বলেছে "তুই কোথায় থাকস বল"!!!৷ তারপর আর কি,,,শুধু শুধু বলছে তোমার অনেক ক্ষতি হবে,,,আমি জিনের বাদশাহ।!!,😂😂😂😂😂😂।।। এগুলা কে কঠর শাস্তি দেওয়া উচিত।।।😤😤😤
"তবুও_কি_তোমরা_বোঝ_না" **************************** [সুরা-ইউনুস, আয়াত-১৬, তফসীর] -------------------------------------------------- বিসমিল্লাহির রহমানির রহিম, قُلۡ لَّوۡ شَآءَ اللّٰہُ مَا تَلَوۡتُہٗ عَلَیۡکُمۡ وَ لَاۤ اَدۡرٰىکُمۡ بِہٖ ۫ۖ فَقَدۡ لَبِثۡتُ فِیۡکُمۡ عُمُرًا مِّنۡ قَبۡلِہٖ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۶﴾ বলুন, ‘আল্লাহ্ যদি চাইতেন আমিও তোমাদের কাছে এটা (কুরআন) তিলাওয়াত করতাম না এবং তিঁনিও তোমাদেরকে এ বিষয়ে জানাতেন না। আমি তো আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করেছি [১]; তবুও কি তোমরা বুঝতে পার না [২]? ________[সুরা-ইউনুস, আয়াত-১৬]_______ ~~~ আয়াতের তফসীর- [১] এ সময়টুকু ছিল, চল্লিশ বৎসর। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ “আল্লাহ্ তা’আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চল্লিশ বৎসর বয়সে নবুওয়াত দেন”। [বুখারীঃ ৩৫৪৮, মুসলিমঃ ২৩৪৭] ~~~ [২] মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নিজে এ কিতাবের রচয়িতা নন বরং আল্লাহর পক্ষ থেকে অহীর মাধ্যমে এটি তার ওপর নাযিল হচ্ছে, তার এ দাবীর সপক্ষে এটি একটি জোরালো যুক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন তো তাদের মাঝেই ছিল। নবুওয়াত লাভের আগে পুরো চল্লিশটি বছর তিনি তাদের মধ্যে অতিবাহিত করেছিলেন, কোন লেখা পড়া জানতেন না। [কুরতুবী] তিঁনি তাদের শহরে জন্মগ্রহণ করেন। তাদের চোখের সামনে তাঁর শিশুকাল অতিক্রান্ত হয়। সেখানেই বড় হন। যৌবনে পদার্পণ করেন তারপর প্রৌঢ়ত্বে পৌঁছেন। থাকা খাওয়া, ওঠাবসা, লেনদেন, বিয়ে শাদী ইত্যাদি সব ধরনের সামাজিক সম্পর্ক তাদের সাথেই ছিল, এবং তার জীবনের কোন দিক তাদের কাছে গোপন ছিল না। তার এ জীবনধারার মধ্যে দুটি বিষয় একেবারেই সুস্পষ্ট ছিল। মক্কার প্রত্যেকটি লোকই তা জানতো। ~~~ (এক) নবুওয়াত লাভ করার আগে তার জীবনের পুরো চল্লিশটি বছরে তিঁনি এমন কোন শিক্ষা, সাহচর্য ও প্রশিক্ষণ লাভ করেননি, এবং তা থেকে এমন তথ্যাদি সংগ্রহ করেননি যার ফলে একদিন হঠাৎ নবুওয়াতের দাবী করার সাথে সাথেই তার কণ্ঠ থেকে এ তথ্যাবলীর ঝর্ণাধারা নিঃসৃত হতে আরম্ভ করেছে। ~~~ (দ্বিতীয়) যে কথাটি তাঁর পূর্ববতী জীবনে সুস্পষ্ট ছিল সেটি এই যে, নবুওয়াত লাভের পূর্ব থেকেই তিনি সততা ও আমানতদারীতে প্রসিদ্ধ ছিলেন। [কুরতুবী ] মিথ্যা, প্রতারণা, জালিয়াতী, ধোঁকা, শঠতা, ছলনা এবং এ ধরনের অন্যান্য অসৎগুণাবলীর কোন সামান্যতম গন্ধও তাঁর চরিত্রে পাওয়া যেতো না। মূলতঃ এটা এমন একটি দিক যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের অত্যন্ত সুস্পষ্ট দলীল। ~~~ সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে (তখন তিঁনি কাফিরদের সর্দার ছিলেন) জিজ্ঞাসা করেছিলেন যে, তোমরা কি তাকে (অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) এ-ধরনের (অর্থাৎ নবুওয়তের) দাবীর পূর্বে কখনো মিথ্যা বলার অপবাদ দিতে? আবু সুফিয়ান তখন বলেছিল, না-- অথচ আবু সুফিয়ান ঐ সময় কাফেরদের সর্দার ছিল। তারপরও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হক কথা বলতে বাধ্য হয়েছিল। আর জানা কথা যে, শক্রদের মুখ থেকে যে প্রশংসা বের হয় তা যথার্থ প্রশংসা। মোট কথাঃ তখন সম্রাট হিরাক্লিয়াস বলেছিলেনঃ “আমি এটা অবশ্যই বুঝি যে, সে মানুষের সাথে মিথ্যা কথা ত্যাগ করেছে তারপর সে, আল্লাহর উপর মিথ্যা কথা বলবে এটা কখনো হতে পারে না” [বুখারীঃ ৭, মুসলিমঃ ১৭৭৩] ~~~ অনুরূপভবে জাফর ইবনে আবি তালেবও আবিসিনিয়ার বাদশাহ নাজাসির দরবারে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে, "আল্লাহ আমাদের মধ্যে এমন একজন রাসূলকে পাঠিয়েছেন যার গুণাগুণ বংশ পরিচয় ও আমানতদারী সম্পর্কে আমাদের সবাই জানে। নবুওয়াতের পূর্বে সুদীর্ঘ চল্লিশ বৎসর তিঁনি আমাদের সাথে অবস্থান করেছেন।" [মুসনাদে আহমাদ: ১/২০১] _____subscribe করে সাথেই থাকুন ধন্যবাদ---------
জ্বীনের কাজ এতো সহজ নয়। আল্লাহ কোরআন পরিপূর্ণ ভাবে জানতে হবে এবং প্রস্থ হবে এবং সদাসর্বদা নামাজ পড়তে হবে থাকতে হবে। এতই যদি সহজ হতো তাহলে প্রত্যেক ঘরে ঘরে সবাই চিনে বাসা হত। সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। ধন্যবাদ সময় টিভি। আপনার আপনার প্রতারকদের কে আইনের আওতায় এনে বিচার করে।
হায়রে মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। আর তোমাদের সাহায্য করবে আল্লাহ। আর তোমরা কেন পীর বাবাদের কাছে গিয়ে নিজের ধন, সম্পদ নষ্ট করছ। তাই সকল মানুষকে নিচের এই আয়াতটি ভালো করে পড়া উচিত। তাহলে আর এসব বিভ্রান্তি ছড়াতে পারবে না। সূরাঃ আল-ইমরান [3:160] إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে এমন কে আছে, যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর ওপরই মুসলমানগনের ভরসা করা উচিত।
লোভী এবং বোকা মানুষের সাথে এমনি হওয়া উচিত,।
এবং বোকা।
Tik bolechen
Rate
লোভের জন্য না আপু ওরা কথা বলতে বলতে কিভাবে যেনো বশ করে ফেলে
U-r-right
ওরা জিনের বাদশা না হোক,
গাজার বাদশা তো অবশ্যই🤣🤣
😀😀😀
হা হা সত্যি বলছেন ভাই
লোভী ও বোকা মানুষের এমন পরিনতি অসম্ভব নয়। তবে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
2019..still we as a nation in dark. What a peoples we are!
লোভ করতে আল্লাহপাক নিজেই
নিষেধ করে দিয়েছেন, তবে কেন
আমার এ ধরনের লোভ করবো,
হে আল্লাহ তুমি আমাদের সকল
প্রকার লোভ থেকে দূরে রাখ,আমিন।
ভাই শুধু এরা না বাংলাদেশের একটি টিভি চ্যানেল আছে যার নাম এস টিভি (S.TV) ওই চ্যানেল জিনের বাদশার এড দেয় যা দেখলে মনে হয় আমরা সব আদিম যুগে পড়ে আছি আর তারা আমাদেরকে সভ্যতার পথ দেখাচ্ছে এদের একটা ব্যাবস্থা নেয়া উচিত। এক মত থাকলে লাইক দিন।
Your rahit
@@mithukhan2638 ama der kas thaka 25 lake tk nesha ai vaba ...ader ka akhon ki vaba dor bo
Thanks somoy tv
দোষ এদের নাহহহ, দোষ হলো যারা টাকা দিছে, এখন দেখ লোভ করলে কেমনডা লাগে, ঠিকই হইছে🤩🤩
অবশেষে জ্বীনের বাদশাহ ধরা পরলো সাধারণ মানুষের কাছে,,, ওতো সত্যি অসম্ভব..😂😂
আহ!দেশে আজ কি চলছে,,, যারা ভুক্তভোগী তাদেরও দোষ আছে,,,এ যোগে কেনো এগুলিকে বিশ্বাস করে
P
জ্বীন ভূত দিয়ে মানুষকে panic এর মধ্যে রেখেছে কিছু মানুষ। বিজ্ঞান ভিত্তিক জীবন দর্শনের অভাবে এইসব কুসংস্কার টিকে আছে।
ওহ এই সেই জিনের বাদশা
আল্লাহ😣😣😣 এদের জন্য আজকে এমন অবস্থা😥😥😥
ধন্যবাদ জানাই পুলিশ ভাই দের কে
এদের কঠিন শাস্তি চাই
এদের ফাঁসি দেওয়া হক।
জ্বিনের বাদশাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেয়া হোক
আমি নিজেও অনেক্টা এরুকুম একটি ছোট খাটো চক্রের স্বিকার হয়ে টাকা হারাইছি রেল ষ্টেশনে।
ওদের কোনো দোষ নেই সব লোভী লোকদের কারণে হচ্ছে।তাদের সাস্তী দেন।
nice
বাংলাদেশের মানুষের মন লুভ লালসায় ভরা
আমার বাড়ির পাশে একজন মহিলা এমন প্রতারণার স্বীকার হয়ছে ৫/৬ দিন আগে। আমার বাড়ি গাজিপুরে।
ভাই আমাদের বাড়ির পাশের এক আংকেলের কাছ থেকে এরকম জীনের বাদশা হয়ে পুতুল দিয়ে তিন লাখ টাকা নিয়েছে
জারা জোরিতো তাদেরকে জাবাজ জিবন দেও উচিত
কিছু বছর আগে আমাকে ফোন করেছিল।তখন আমি আরও ছোট ছিলাম ।তাই ভয়ে ফোন কেটে দেই..।😅😅😅😅😅😑😑😑
Hahaha 🤣🤣🤣🤣🤣🤣
গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় আগে অভিযান চালান
ঠিক বলেছেন ভাই মান সম্মান শেষ শয়তান গুলোর জন্য...
@@moutushi5766 hmmm onk dn dhore sunce ai alakate naki agula bare gace
আমাদের এখানেও এমন হয়েছে এক পরিবারের সাথে, পরে এই টাকার সোখে , ঐ মহিলা দুনিয়া থেকে বিদাই নিয়েছে
Thank you so much man after you that's why I like ok because this very life ok all the people who is the knocking all the history telling telling all the morning taking ok thank you so much police donation and thankyou media
মানুষের এতে লোভ থাকে কিভাবে, একটা মুর্তি নিয়ে তিন লাখ চার লাখ টাকা দেয় কিভাবে।
আমার বাবা কে একদিন কল দিয়েছিল জিনের বাদশাহ।।। 😂😂।।
মাঝ রাতে!!.!.!।।।আমার বাবা কিছু করি নাই,,প্রথমে শুদ্ধ(গালি) ভাষায় কিছু কথা বলেছে,,,আর বলেছে "তুই কোথায় থাকস বল"!!!৷ তারপর আর কি,,,শুধু শুধু বলছে তোমার অনেক ক্ষতি হবে,,,আমি জিনের বাদশাহ।!!,😂😂😂😂😂😂।।।
এগুলা কে কঠর শাস্তি দেওয়া উচিত।।।😤😤😤
আমাকেও ফোন করে ছিল। গভীর রাতে, সোনার মুদ্রার লোভ দেখিয়ে ছিল, ৭কলসের,,আমি সারা দেইনি।।
ভাই আমার এক বন্ধুর কাছ থেকেও এভাবে ১২ লাখ টাকা নিয়েছে এক প্রতারক চক্র কিন্তু এখন তাদের সাথে কুনো যোগাযোগ করা যাচ্ছে না,,
এদের কথায় যারা কাজ করে তারা বেশির ভাগ লোভী মানুষ।
আমার কাছেও ফোন দিয়েছিলো আমি নাকি সোনার কলসী পেয়েছি,আমাকে বগুড়া যেতে বলে,তখন তাকে গালি দিলাম,আমি বকা দেই ৫টি ও আমারে বকা দেয় ২০টি
ভাই আমাকেও বলছে আমি নাকি সোনার কলসি পাবো আমাকে দিনাজপুর যাইতে বলছে
কি বলেন ভাই। এই রকম কথা বলে।
😂
5 vs 20
লোভে পাপ, পাপে মৃত্যু।
ফাঁসি চাই ফাঁসি চাই
এদেরকে ফাঁসি দেওয়া হোক
ওদের সাথে এমনি হওয়া উচিত
তাই
এদের কঠিন সাজা দেওয়া হক
Voice kmn jeno j
কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু
প্রতারিত হবার মত এখনো এমন বলদ মানুষ আছে,শুনেই অবাক হলাম🤣
মহিলাদের সাথে এমন প্রতারণা করতে পারে
এগুলো তো টিভিতে এড দিয়ে কাজ করে পশাসন দেখছে না
এদের মহিলাদের বিচার করা উচিশ এত টাকার লোভ কেন
এরা প্রতারক এদের যেন সুস্থ বিচার হয় এটাই আশা করি
এদের কোনও দোষ নাই সব দোষ জারা বেশি লোভ করে তাদের কাছে যায় তাদের আগে ধরেন এই লোভের জন্য আজকে দেশের এই অবস্থা
এই ধরনের বাট পারদের বেশি করে সাজা হওয়া দরকার কম সাজা হলে এক পা এক হাত কেটে দেওয়া হোক আমার সাথে কে কে একমত আছেন সবাই কমেন্ট করুন
আমাকেও একদিন ফোন করেছিল আমি অনেক গালি দিয়েছি। আর প্রকৃত পক্ষে যারা মূর্খ তারাই এদের ফাদে পরে।
কমল দে কে পরিবর্তন করুন...তার কথা বলার ভাবভঙ্গি একজন সাংবাদিক এর সাথে যায় না
আমাদের পরিবারকেও জিনের বাদশা ফোন করে অনেক ফাদে ফেলতে চেয়েছিলো!ওদের কঠিন বিচার করা হোক
লোপে পাপ আর পাপে মৃত্যু।
এদের কে। ডাইরেক্ট ফাঁসি দেওয়া হোক, কোন কথা নাই।
Police k thanks
ai kaj korar jonno
তারাতারি দনি হওয়ার আশায় এই অবস্তা মানুষের এখন আবার থানায় জায়
Amrao ai dhoka kheachi😭😭😭😭
আমাকেও ফোন দিছিলো।। আমিতো প্রথমবারের কুত্তার বাচ্চা বলে গালি দেওয়া শুরু করছি।। বেশি লোভ করলে এরকম ই হয়।
"তবুও_কি_তোমরা_বোঝ_না"
****************************
[সুরা-ইউনুস, আয়াত-১৬, তফসীর]
--------------------------------------------------
বিসমিল্লাহির রহমানির রহিম,
قُلۡ لَّوۡ شَآءَ اللّٰہُ مَا تَلَوۡتُہٗ عَلَیۡکُمۡ وَ لَاۤ اَدۡرٰىکُمۡ بِہٖ ۫ۖ فَقَدۡ لَبِثۡتُ فِیۡکُمۡ عُمُرًا مِّنۡ قَبۡلِہٖ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۶﴾
বলুন, ‘আল্লাহ্ যদি চাইতেন আমিও তোমাদের কাছে
এটা (কুরআন) তিলাওয়াত করতাম না এবং তিঁনিও তোমাদেরকে এ বিষয়ে জানাতেন না।
আমি তো আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করেছি [১];
তবুও কি তোমরা বুঝতে পার না [২]?
________[সুরা-ইউনুস, আয়াত-১৬]_______
~~~
আয়াতের তফসীর-
[১] এ সময়টুকু ছিল, চল্লিশ বৎসর।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ
“আল্লাহ্ তা’আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চল্লিশ বৎসর বয়সে নবুওয়াত দেন”।
[বুখারীঃ ৩৫৪৮, মুসলিমঃ ২৩৪৭]
~~~
[২] মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নিজে
এ কিতাবের রচয়িতা নন বরং আল্লাহর পক্ষ থেকে অহীর মাধ্যমে এটি তার ওপর নাযিল হচ্ছে,
তার এ দাবীর সপক্ষে এটি একটি জোরালো যুক্তি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন তো তাদের মাঝেই ছিল।
নবুওয়াত লাভের আগে পুরো চল্লিশটি বছর তিনি তাদের মধ্যে অতিবাহিত করেছিলেন, কোন লেখা পড়া জানতেন না।
[কুরতুবী]
তিঁনি তাদের শহরে জন্মগ্রহণ করেন। তাদের চোখের সামনে তাঁর শিশুকাল অতিক্রান্ত হয়।
সেখানেই বড় হন। যৌবনে পদার্পণ করেন তারপর প্রৌঢ়ত্বে পৌঁছেন।
থাকা খাওয়া, ওঠাবসা, লেনদেন, বিয়ে শাদী ইত্যাদি সব ধরনের সামাজিক সম্পর্ক তাদের সাথেই ছিল,
এবং তার জীবনের কোন দিক তাদের কাছে গোপন ছিল না।
তার এ জীবনধারার মধ্যে দুটি বিষয় একেবারেই সুস্পষ্ট ছিল।
মক্কার প্রত্যেকটি লোকই তা জানতো।
~~~
(এক) নবুওয়াত লাভ করার আগে তার জীবনের পুরো চল্লিশটি বছরে
তিঁনি এমন কোন শিক্ষা, সাহচর্য ও প্রশিক্ষণ লাভ করেননি,
এবং তা থেকে এমন তথ্যাদি সংগ্রহ করেননি যার ফলে
একদিন হঠাৎ নবুওয়াতের দাবী করার সাথে সাথেই তার কণ্ঠ থেকে
এ তথ্যাবলীর ঝর্ণাধারা নিঃসৃত হতে আরম্ভ করেছে।
~~~
(দ্বিতীয়) যে কথাটি তাঁর পূর্ববতী জীবনে সুস্পষ্ট ছিল সেটি এই যে,
নবুওয়াত লাভের পূর্ব থেকেই তিনি সততা ও আমানতদারীতে প্রসিদ্ধ ছিলেন। [কুরতুবী ]
মিথ্যা, প্রতারণা, জালিয়াতী, ধোঁকা, শঠতা, ছলনা এবং
এ ধরনের অন্যান্য অসৎগুণাবলীর কোন সামান্যতম গন্ধও তাঁর চরিত্রে পাওয়া যেতো না।
মূলতঃ এটা এমন একটি দিক যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের অত্যন্ত সুস্পষ্ট দলীল।
~~~
সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে (তখন তিঁনি কাফিরদের সর্দার ছিলেন) জিজ্ঞাসা করেছিলেন যে,
তোমরা কি তাকে (অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) এ-ধরনের (অর্থাৎ নবুওয়তের) দাবীর পূর্বে কখনো মিথ্যা বলার অপবাদ দিতে?
আবু সুফিয়ান তখন বলেছিল, না--
অথচ আবু সুফিয়ান ঐ সময় কাফেরদের সর্দার ছিল।
তারপরও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হক কথা বলতে বাধ্য হয়েছিল।
আর জানা কথা যে, শক্রদের মুখ থেকে যে প্রশংসা বের হয় তা যথার্থ প্রশংসা।
মোট কথাঃ তখন সম্রাট হিরাক্লিয়াস বলেছিলেনঃ
“আমি এটা অবশ্যই বুঝি যে,
সে মানুষের সাথে মিথ্যা কথা ত্যাগ করেছে তারপর সে,
আল্লাহর উপর মিথ্যা কথা বলবে এটা কখনো হতে পারে না”
[বুখারীঃ ৭, মুসলিমঃ ১৭৭৩]
~~~
অনুরূপভবে জাফর ইবনে আবি তালেবও আবিসিনিয়ার বাদশাহ
নাজাসির দরবারে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে,
"আল্লাহ আমাদের মধ্যে এমন একজন রাসূলকে পাঠিয়েছেন
যার গুণাগুণ বংশ পরিচয় ও আমানতদারী সম্পর্কে আমাদের সবাই জানে।
নবুওয়াতের পূর্বে সুদীর্ঘ চল্লিশ বৎসর তিঁনি আমাদের সাথে অবস্থান করেছেন।"
[মুসনাদে আহমাদ: ১/২০১]
_____subscribe করে সাথেই থাকুন ধন্যবাদ---------
জ্বীনের কাজ এতো সহজ নয়।
আল্লাহ কোরআন পরিপূর্ণ ভাবে জানতে হবে এবং প্রস্থ হবে এবং সদাসর্বদা নামাজ পড়তে হবে থাকতে হবে। এতই যদি সহজ হতো তাহলে প্রত্যেক ঘরে ঘরে সবাই চিনে বাসা হত। সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক।
ধন্যবাদ সময় টিভি। আপনার আপনার প্রতারকদের কে আইনের আওতায় এনে বিচার করে।
যারা এদের বিশ্বাস করে দোষ তাদেরও আছে।
লোভী মহিলা গুলো এ ফাঁদে পরে বেশি 😄😄😄😄
কত ধরনের বাটপার আমাদের দেশে আল্লাহ জানে
আমার আম্মুকে রাত 3 টার দিগে ফোন দিয়ে ছিলো। আম্মুকে অনেক ভয় দেখিয়ে টাকা চেয়ে ছিলো আম্মু বাবা কে কিছু না বলে টাকা দিয়ে ছিলো আমাদের থেকে অনেক টাকা নিয়েছে
Kotin shasti dawa hoq.parlay oder kay fashi dawa hoq
আমাকে যদি একদিন ফোন দিয়েছিলো,গ্রামীন অফিস থেকে,কিন্তু নাম্বার ছিলো বাংলালিংক, আমাকে বলছে ২ লাখ টাকার লটারি পেয়েছি,তারপর ফোন দিতে বলছে,আমি খেলাধুলা করতেছিলাম,আর ফোনেও ব্যালেন্স ছিলো না,তাই আর ফোন দেওয়া হয় নাই।
আমাদের এলাকায় একজন আছে।
মূল হোতাকে ধরা হোক।
আমার মায়ের কাছ থেকে নিছে ৭০ হাজার টাকা। পুতুল টাও আছে
হাইরে কি বলেন।
ভাই আমাকেও রাত ২ টার দিকে ফোন দিয়ে ছিলো,
কি বলবো কিছু মানুষ এতো খারাপ।
লোভে পাপ, আর পাপে প্রতারক 😜
Sir edar ke cross fair kore den!
লোভে পাপ পাপে মৃত্যু কথাটা কে বা জানেনা ,,,?
আমাকেও একদিন মধ্যরাতে কল দিয়েছিল পরে আমি ফোনে ইচ্ছা মত ঝাড়ি দিয়েছি।
আচ্ছা আমার মা বাবাকে হেলফ করা যায় না ওনারা সব হারিয়ে এখন খুব কষ্ট করতেছে
এরার ফাসি দরকার
আমাদের গ্রামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে জিনের বাদশা।
Eder ki dos. Amra to ho jo ke bangali.amra to Totor picone 10 joner line lagai.
দেশে এখোনো এতো বোকা লোক আছে?😕
মানুষ গুলো কেমন আবাল?? এই যুগে এসেও মানুষ এগুলো বিশ্বাস করে??!!🙄🙄
মহিলাদের একটু বেশিই লোভ....😡😡😡
এই শালারা আমাকেও একদিন ফোন দিয়ে বলতেছে আমি জিনের বাদশা। তখন আমার উত্তম-মাধ্যম খেলার সাথে ও কলটা কেটে দিয়েছে😡
ওদের কে গন ধোলাই দেয়া হোক
*এদের কে কি করা দরকার*
amakeo ekbar call dixilo.ami tokhon 1st year a pori.choto chilam.onk voy paixilam.sathe sathe ammuke daki.eka ghumate parini maybe oidin r.
এইজন্য মহান সৃষ্টি করতে বলেছেন এলেন জানা প্রত্যেক নর-নারীর উপর ফরজ
2005 সালে আমার চাচি কাছ থেকে 70 হাজার টাকা এবং এক ভরি স্বর্ণ নিয়ে যায়
ওদের হাত কেটে দেন
আমি পনে আট লাখ টাকা ধরা খাইছি। ফাসি তলা, মোকাম তলা গাইবান্ধা বগুড়া
আমাদের বাড়িতে ও দিয়েছে
ভাই আমারে কিছুদিন আগে এই প্রতারক গুরুপের একজন ফোন দিছিলো
মহিলাটা যে মূর্তি টা নিবে তার নিজের লাভের জন্যই তো নিবে
এদের ফাসি চাই
এদেরকে বাঁশ ডলা দেয়া হোক
হায়রে মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। আর তোমাদের সাহায্য করবে আল্লাহ। আর তোমরা কেন পীর বাবাদের কাছে গিয়ে নিজের ধন, সম্পদ নষ্ট করছ। তাই সকল মানুষকে নিচের এই আয়াতটি ভালো করে পড়া উচিত। তাহলে আর এসব বিভ্রান্তি ছড়াতে পারবে না।
সূরাঃ আল-ইমরান [3:160]
إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে এমন কে আছে, যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর ওপরই মুসলমানগনের ভরসা করা উচিত।
ঠিকই আছে এমন মানুষের সাথে কিছু বাটপারি করার দরকার তাহলে ঠিক মতে শিক্ষা পাইবে মহিলা টা অনেক বেশি লোভে পড়ে গেছে
আমাকে ও রাত তিনটা দিকে ফোন করে ছিলো কয় দিন আগে
আমার কাছ থেকেও নিছে,,,২০১৩ সালে,,,,৩ লক্ষ।মুরতিটা এখনো আমার কাছে আছে,,,,
5 বছরের কারাদন্ড হওয়া উচিত
লোভীর পরিনাম এরকম হয়ে থাকে।