Kono Ekdin Amai Tumi Khujbe। কোনো একদিন আমায় তুমি খুঁজবে। MD. Ibrahim। Hasan Motiur Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.1K

  • @rodela--roysul
    @rodela--roysul 2 ปีที่แล้ว +117

    -এই মিথ্যা মায়ার শহরে ভালোবাসা খুবই অসহায় ☹️
    -আসুন আমরা ইসলামের পথে থাকি, তাহলে আল্লাহ ও প্রিয় নবী আমাদের কে ভালোবাসবেন❤️❤️

  • @babuldebnath1413
    @babuldebnath1413 5 ปีที่แล้ว +62

    অসাধারণ। এই গানগুলি কোন দিন হারানোর মত নয়। চির অম্লান হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

  • @rt-toshi-video-vision
    @rt-toshi-video-vision ปีที่แล้ว +91

    হ্যাঁ আমি স্পেশাল,
    কারন আমি হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত!
    আলহামদুলিল্লাহ্.!'🌹🌹🌹

    • @shimulhossain1597
      @shimulhossain1597 ปีที่แล้ว +2

      ❤❤

    • @misirali2584
      @misirali2584 9 หลายเดือนก่อน

      বুঝলাম 😮

    • @MahamudaAktharAkthar-el1du
      @MahamudaAktharAkthar-el1du 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @abdullahzihan-rr3lf
      @abdullahzihan-rr3lf หลายเดือนก่อน

      তুই স্পেশাল বলদ,কারণ তুই জায়গা বুঝে কথা বলতে পারিস না😂😂😂😂

  • @khairkhan5184
    @khairkhan5184 4 ปีที่แล้ว +45

    হাসান মতিউর রহমান ভাইকে একুশে পদক দেওয়া উচিৎ। তিনি যেভাবে বাংলার সংস্কৃতিকে গানের মাধ্যমে তুলে ধরেছেন সত্যিই অসাধারণ

    • @tarikulislam8524
      @tarikulislam8524 2 ปีที่แล้ว +1

      হাাচান।মতিঊরহমান

  • @S-h-Shopon
    @S-h-Shopon ปีที่แล้ว +147

    প্রিয় হাবিবা,,,তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো প্রিয় গানটা 😢😢😢

    • @abdullaaiyan5127
      @abdullaaiyan5127 ปีที่แล้ว +3

      😂

    • @abdussubhan5861
      @abdussubhan5861 11 หลายเดือนก่อน +3

      কথা সত্য...........

    • @Hasmatara172-hz1bk
      @Hasmatara172-hz1bk 11 หลายเดือนก่อน +5

      সত্য

    • @S-h-Shopon
      @S-h-Shopon 11 หลายเดือนก่อน +3

      Hmm

    • @friendstv5658
      @friendstv5658 9 หลายเดือนก่อน +3

      আমার কিছুই বলার নাই শুধু এতো টুকুই বলবো ভালো থাকুক ভালোবাসার মানুষ 🖤

  • @nitaychandas8557
    @nitaychandas8557 2 ปีที่แล้ว +98

    এই গানের অনুভূতি মুখের ভাষায় ব্যাক্ত করার মতো নয়।কোটি কোটি ধন্যবাদ এমন লেখক,সুরকার ও শিল্পীকে।😌😌😌😇😇😇

    • @rubelshain8261
      @rubelshain8261 ปีที่แล้ว

      এই গানের অনুভূতি মুখের ভাষায় ব্যাক্ত করার মতো নয় কোটি কোটি ধন্যবাদ লেখক, সুরকার, ও শিল্পীকে ❤

  • @shahidurrahman2989
    @shahidurrahman2989 3 ปีที่แล้ว +58

    এখন তোমার আর আমাকে নেই কোন প্রয়োজন,চারিদিকে ঘিরে আছে তোমার কতো শত প্রিয়জন।
    অসাধারণ গানের কথা গুলো!

  • @sulaimankabir6932
    @sulaimankabir6932 2 ปีที่แล้ว +35

    লেখক এবং গায়ক দু'জনই বাংলার কিংবদন্তী বাংলার প্রাণ সালাম তাদেরকে।

  • @sshakipur433
    @sshakipur433 4 ปีที่แล้ว +31

    অসাধারণ গানের কথাগুলো 👍 ধন্যবাদ হাসান মতিয়োর রহমানকে এতো সুন্দর গানটি লেখার জন্য শিল্পীও তার সেরাটা উজার করে গেয়েছেন💗💗

  • @mdsekendarali7961
    @mdsekendarali7961 5 ปีที่แล้ว +36

    গানের কথাগুলি তীরের মতো, হৃদয়ে বিধে। এই তীর হৃদয়ে বিধে, হৃদয়কে আরও রোমাঞ্চ করে তোলে। সব ব্যাথায় বা কষ্টই দুঃখ দেয় না। অসাধারণ গান।💘💘💘

  • @mujiburrahman728
    @mujiburrahman728 5 ปีที่แล้ว +238

    লেখকই মুল যিনি কথাগুলো সাজিয়ে লিখেছেন।হাছান মতিউর রহমান অবশ্যই জাতীয় পুরস্কার পাওয়া উচিৎ

    • @rejaulkarim7622
      @rejaulkarim7622 2 ปีที่แล้ว +3

      বাঃ খুব সুন্দর চমৎকার অপুর্ব অসাধারণ ইব্রাহিম ভাই আপনার গান কন্ঠ সুর ধন্যবাদ

    • @চায়েরসকাল
      @চায়েরসকাল 2 ปีที่แล้ว

      ইত্যাদি তে অনেক গান হাসান মতিউর রহমান এর প্রচারিত হয়

    • @DewanAkash-in4ev
      @DewanAkash-in4ev ปีที่แล้ว

      100%right

  • @BrokenHeart-qu9jp
    @BrokenHeart-qu9jp 3 ปีที่แล้ว +73

    ছোট বেলায় আনন্দে গানটা শুনতাম, আর আজ এক বুক কষ্ট নিয়া গানটা শুনতাছি😭😭😭💔😭😭😭

    • @anowarhussain3883
      @anowarhussain3883 3 ปีที่แล้ว +2

      My beautiful song

    • @mdtanvirhasantuhin8908
      @mdtanvirhasantuhin8908 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣 দরা

    • @iqbalmonju2624
      @iqbalmonju2624 8 หลายเดือนก่อน

      ছোট বেলায় আনন্দে গানটা শুনতাম, আর এখন একবুক কষ্ট নিয়ে গানটা শুনছি। 😭😭😭

  • @md.shafiqulislamsiddique9320
    @md.shafiqulislamsiddique9320 3 ปีที่แล้ว +11

    ধন্যবাদ ইব্রাহিম ভাইকে । ধন্যবাদ হাসান মতিউর রহমানকে সুন্দর গান লিখার জন্য ।

  • @md.gulbadansarker5908
    @md.gulbadansarker5908 ปีที่แล้ว +14

    গীতিকার, সুরকার ও শিল্পী আজীবন কোটি কোটি দর্শকের হৃদয়ে বেঁচে থাকবেন।

  • @নন্দিনীপাঠানঝুম
    @নন্দিনীপাঠানঝুম 5 ปีที่แล้ว +101

    তোমার প্রিয়জন থাকবেনা যখন পাশে। কি যে ভাল লাগে এই কথা গুলো
    প্রতিটি কথাই হৃদয়ে লাগে।।

    • @sabbirahammed2164
      @sabbirahammed2164 3 ปีที่แล้ว +2

      কি বলবো কমেন্ট করার ভাষা হারিয়ে ফেলেছি এক কথায় অসাধারণ

  • @mdbalal98
    @mdbalal98 6 ปีที่แล้ว +81

    সত্যিই ইব্রাহীম ভাই এর এই গানটা আমি কত শত বার শুনেছি গননা করে বলতে পারবো না।যত বার শুনেছি ততবার শুনতে ইচ্ছে হয়।আমি যখন গানটা শুনতাম তখন আমার সেই ভালো বাসার মানুষটটি বলতো আমি তো তোমার আছি সারা জীবন তোমারই থাকবো।কেন শুধু শুধু তানটা শুনে নিজেকে ছোট করে রাখো।আজ সে কোথায় আর আমি কোথায়।ভুলার শত চেষ্টা করেও স্মৃতি আমাকে ভুলতে দেয় না। আর এখন গানটা শুনতে অতীত আমাকে কাদায়।আর সেই প্রেয়সিনীর কথা মনে পডে বার বার।আর ভাবি আসলে কি সে আমাকে মনে করে আসলে কি হারিয়ে যাওয়া সেই অতীত আমার মতো কি তার হৃদয়ে নাডা দেয়।তবে আমি যতটুকু অনুধাবন করি তাহলো সত্যি কারের ভালোবাসা মানুষ কোন দিন ভুলতে পারেনা।অতীত তাকে পিছু টানবেই।

    • @shahporan3394
      @shahporan3394 6 ปีที่แล้ว +3

      md balal ভাই আপনার মনে অনেক কষ্ট, আমার মতই ভাই আমাকেও সেম কথা বলত আমিত তোমারি।

    • @skrobi2701
      @skrobi2701 6 ปีที่แล้ว

      R

    • @mmisu3x612
      @mmisu3x612 6 ปีที่แล้ว

      kalalejadakla

    • @sarifsarkar6889
      @sarifsarkar6889 6 ปีที่แล้ว +2

      এটাই ভাগ্যর পরিহাস

    • @djdjdjjd8613
      @djdjdjjd8613 5 ปีที่แล้ว

      The only ways of getting
      A new 50t
      To sh +0096452]?
      Your own 80 you 88,

  • @mithunsarker5370
    @mithunsarker5370 2 ปีที่แล้ว +26

    আমি জানি,এখন তুই তোমার স্বামী সন্তান নিয়ে সুখেই আছো,তোমার সুখে এখন আর আমার কোন বাঁধা নাই,তোমার জন্য আমি ঠিক,আগের মতই কষ্ট পাই,রাত গভীর হলে,সেই যন্ত্রণা আরও বহুগুণে বেড়ে যায়,তোমার হয়তো আর আমাকে মনে পড়ে না,হয়তো মনে করারও প্রয়োজন পড়ে,তবুও কেনো জানি বার বার একটি কথাই বেশি মনে হয়,তুমি হয়তো একদিন আমাকেই খুঁজবে,মলিকুল।।।

    • @NitayChan
      @NitayChan ปีที่แล้ว

      আপনার ব্যাথা অবশ্যই সীমাহীন।কিন্তু সেলফ লাভের এনার্জি তে আসুন, এভাবে বাচা যায়না। 🙂

  • @Masud654
    @Masud654 6 ปีที่แล้ว +195

    আমি এই গান যতবার আর যত মনোযোগ দিয়ে শুনেছি, আর কোন গান এমন করে উপলব্ধি করার অভিপ্রায় হয়নি। আমার জীবনের শ্রেষ্ঠ গান। প্রতিটি লাইনে এমন এমন কথা দিয়ে সাজানো যা একটা মানুষকে স্মৃতিচারণ করিয়ে চোখ দিয়ে পানি আনতে বাদ্ধ করবে।

  • @Ronaldo07-9
    @Ronaldo07-9 2 หลายเดือนก่อน +1

    গানটা চোখ বুঝে নিজের অনুভব দিয়ে মন প্রান উজাড় করে গেয়েছেন😢❤

  • @m.a.hsajeebkhan8283
    @m.a.hsajeebkhan8283 11 หลายเดือนก่อน +1

    অনেক অনেক আবেগ দিয়ে গানটা গেয়েছেন। গানের মাঝে খুজে পাই আমরা হাজারো মানুষ মানসিক শান্তি। সবাই হারিয়ে যায় রেখে যায় শুধু কিছু সুন্দর মূহুর্তের স্মৃতি। সেই সুন্দর মূহুর্তের কথা মনে করেই সুখী অথবা দুঃখি হই আমরা সকলে।💔 ভালো থাকুক হারিয়ে যাওয়া মানুষ গুলো,,,!!

  • @ferozrahman1824
    @ferozrahman1824 3 ปีที่แล้ว +294

    পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।

    • @sharifulislamsharif5345
      @sharifulislamsharif5345 2 ปีที่แล้ว +8

      অসাধারন উক্তি। কপি করলাম

    • @antaramaliha9365
      @antaramaliha9365 2 ปีที่แล้ว +3

      কথাটা চির সত্যি।

    • @jesminmahfuza2407
      @jesminmahfuza2407 2 ปีที่แล้ว +6

      যা বলেছেন,যে ভোগে সেই বোঝে,এটা এমন একটা অত্যাচার সহ্য করাাও মুশকিল,আবার অত্যাচার না করলেও ভাল লাগে না

    • @kawcherkawcher3885
      @kawcherkawcher3885 2 ปีที่แล้ว +1

      😥😥😥😥

    • @mdsorower355
      @mdsorower355 2 ปีที่แล้ว

      অসাধারন

  • @ruhulgoodsong7092
    @ruhulgoodsong7092 4 ปีที่แล้ว +84

    যে মানুষের মাঝে জ্ঞানের আলো আছে ও মনুষ্য বোধ আছে তারাই শুধু এই গান শুনতে বা বুঝতে পারবে।

    • @majharsk2711
      @majharsk2711 3 ปีที่แล้ว +2

      Right👍

    • @mdrabbymiah3380
      @mdrabbymiah3380 3 ปีที่แล้ว

      ভাই ঠিক বলছেন

    • @mdrabbymiah3380
      @mdrabbymiah3380 3 ปีที่แล้ว +1

      এটা আমার খুব পছন্দের একটা গান

    • @mdshoel9272
      @mdshoel9272 3 ปีที่แล้ว

      @@majharsk2711 wwwwwwwwwwwwwwswwwswwsswwwwsswwwwwwwwwwaewwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaawwwawwwwwwwwwwwwwwwwwwwwwwwswwwwwwwewwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwswwwwwwawwwswwwswwwwpoolooooookoloooooolkooooooooiiiuuuuuuuuuiuuuuujuujuujujuujuuujujuuujujuuuuuuhuuuullollllolollllolooooookoooooooooooooloooooooooppooooooooolkloooollllllllololoooollllllooooolllllllllllllllllllllllllolllllooooooooooooooooookoooolooopolollooollloooooooooooooooouuuhuuuuuuuuuuhuuuuuuuuuiuuuuuuuiikiiiiiijuuuujiolpoooooooooooopoooooooolpqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaaaawwssswwwwwwwwwwaaaaaaaaaaaaaaaaaaaaawwwwwwwwwwwwswwsssswwwwwwwwwwwwwwwwwweeeeerrrrrrrtttyuuuyuyuuuuiiuuujiiuuuiiiuuuiiuuuiujui7uiuuiiiuiijiuuuuuuuiijjjnnnmnnmnnnnnnnnnmnnmnnnnbbbbbbbjhhhhhhhhbuujuuyytttghhhuuuuujuiuuuuuuuuuuiuuiuiuuuiuiuuuiuuuyiubbbhhh bbbb

    • @Crazyboy-br5yb
      @Crazyboy-br5yb 3 ปีที่แล้ว

      r8

  • @nitaychandas8557
    @nitaychandas8557 2 ปีที่แล้ว +53

    এই গানটি যতবার শুনি ততবারই কান্নায় ভেঙ্গে পড়ি।আসলেই কেন সত্যিকারের ভালবাসা অবহেলার পাত্র হয়ে থাকে।😫😫😫😩😩😩😭😭😭😭

  • @enlightenedalamin3707
    @enlightenedalamin3707 4 ปีที่แล้ว +41

    চোখের পানি গুলো আটকানোর ক্ষমতা নেই আমার।
    আজো তোমাকে ভুলতে পারিনি

    • @colourworldfoysal9772
      @colourworldfoysal9772 3 ปีที่แล้ว +1

      সে এখন কোথায় ভাই

    • @itnaunion3690
      @itnaunion3690 3 ปีที่แล้ว

      @@colourworldfoysal9772 thik kotha

    • @mayabinur3467
      @mayabinur3467 2 ปีที่แล้ว

      আমার ও একজন হারিয়ে গেছে।কিন্তু সে ফিরে আসলে ও গ্রহন করার মত না।অনেক শিকর ছড়িয়ে দিয়েছে অনেক সংসারে এভাবে যেনো কারো মন না ভাংগে।

  • @sadmusicbd8205
    @sadmusicbd8205 4 ปีที่แล้ว +78

    পীথিবীতে ভালোবাসা বলে কিছু নেই যা আছে তা শুধু টাকা কারন যার টাকা তার ভালোবাসা আছে

    • @majedabegum5433
      @majedabegum5433 3 ปีที่แล้ว +2

      জারা টাকা চিনে তাদের কে সবাই ভালো বাসে

    • @tariqulislam81
      @tariqulislam81 3 ปีที่แล้ว +1

      না ভাই কথাটা ঠিক না। টাকা দিয়ে সবকিছু হয় না।

    • @munsorali4952
      @munsorali4952 3 ปีที่แล้ว

      Right

    • @khasrubarbhuiyaofficial3088
      @khasrubarbhuiyaofficial3088 3 ปีที่แล้ว

      রাইট

    • @m.dsamratkhan860
      @m.dsamratkhan860 3 ปีที่แล้ว

      @@majedabegum5433 টাকা দিয়ে ভালোবাসা হয় না

  • @anamulnext4102
    @anamulnext4102 2 ปีที่แล้ว +16

    স্যার হাসান মতিউর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুরকার গীতিকার এবং কণ্ঠশিল্পী

  • @abmsiddique7670
    @abmsiddique7670 5 ปีที่แล้ว +8

    এই গানটি কত যে শুনেছি, যতই শুনি ততই ভালো লাগে । সত্যি অসাধারন ।গফরগাওঁ , ময়মনসিংহ

    • @ashrafulalam5316
      @ashrafulalam5316 2 ปีที่แล้ว

      এই গানটি কত যে শুনেছি। আমার মনে নেই। যতোই শুনি ততই ভালো লাগে। সত্যিই খুব অসাধারণ একটা গান । নগরকান্দা উপজেলা। ফরিদপুর জেলা

  • @musefahmed6383
    @musefahmed6383 ปีที่แล้ว +4

    মরনের পরে যদি জীবন থাকে সেই দিন প্রিয়ে তুমি আমার হবে ---বাহ্ সুন্দর মিল সুর কন্ঠ আচানক মনপ্রাণ হরন করেছে!👍👍👍💖💖💞💞🎀💕💯💯

  • @MasudRana-ng4bl
    @MasudRana-ng4bl หลายเดือนก่อน +15

    আজ ২০২৪ সালের গানটি শুনলাম। বেকারত্ব টাকার অভাবে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি। সে কখনো মন বোঝেনি। আজ টাকা হয়েছে সবকিছু হয়েছে। মনের মানুষ এখনো হয়নি।

  • @majadulmajadul2181
    @majadulmajadul2181 7 หลายเดือนก่อน +9

    এই গানটি পরবর্তী প্রজন্মের কাছে কমেন্ট করে রেখে গেলাম 2024 সাল।

  • @poorbikerBD
    @poorbikerBD ปีที่แล้ว +13

    2023 সালে এসে কে কে এই গান শুনছেন..? ভালোবাসায় ব্যর্থ হয়ে সারাদিন সারারাত এই গান শুনেছি আর ডার্বি সিগারেট প্যাকেট প্যাকেট শেষ করেছি..😭😭😭

  • @NitayChan
    @NitayChan ปีที่แล้ว +6

    এটি কি শুধু একটি বিচ্ছেদ গান!একজন মানুষ কতটুকু ভালবাসলে এতো অধিকার বোধ থেকে বলতে পারে মরনের পর পারে যদিগো কখনো দেখা হয় সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মোড় এ হৃদয়।☹️☹️☹️😭😭😭😢😢😢

  • @ummahanirimakhanom2903
    @ummahanirimakhanom2903 5 ปีที่แล้ว +26

    আম্মুর খুব পছন্দের গান! আম্মু অনেক শোনেন, তার সাথে আমারও শোনা হয়! কথা গুলো যেন বাস্তব

    • @nurahammed9489
      @nurahammed9489 2 ปีที่แล้ว +2

      সত‍্যিই অসাধারণ। তবে ছেলেদের জন্য

    • @morjinabagum7226
      @morjinabagum7226 2 ปีที่แล้ว

      ধন‍্যবাদ

  • @arifulislam-1504
    @arifulislam-1504 3 ปีที่แล้ว +16

    আমার পছন্দের শিল্পীদের মধ্যে উনি অন্যতম। ছোট বেলায় আব্বা যখন ফিতা ক্যাসেট দিয়ে টেপ রেকর্ডারে গানগুলো শুনতেন তখন থেকেই খুব মনোযোগ দিয়ে শুনতাম এবং উপভোগ করতাম। এখনো সেই অরিজিনাল ভার্সনগুলো শুনি এবং যত শুনি ততোই ভালো লাগে।

  • @attitudeeditmaster999
    @attitudeeditmaster999 3 ปีที่แล้ว +10

    গানটি শুনলে মনের অজান্তে চোখের কোনে জল চলে আসে , মনে করিয়ে দেয় সেই স্মৃতি বিজরিত দিন গুলোর কথা।

  • @mdhumayunkabir1194
    @mdhumayunkabir1194 ปีที่แล้ว +4

    যতই চলে যাক , যতই ফেলে যাক মন থেকে মুছা যায় না অতীতের সৃতি আসলেই খুঁজে এবং মনে মনে কল্পনা করে এটাই বাস্তব

    • @masud9170
      @masud9170 6 หลายเดือนก่อน

      হুম😢

  • @FtcKamalHossain1
    @FtcKamalHossain1 5 ปีที่แล้ว +4

    পুকুরেতে পানি নাই, গাছটা হইলো সবুজ বন্ধু সহ আশরাফ উদাশ ভাইয়ের কন্ঠে এমন অসংখ্য গান শুনে হাসান মতিউর রহমান ভাইয়ের প্রেমে পড়ে যাই। আসলে উনি একজন মাটির গীতিকবি। শুভ কামনা রইলো তার জন্য।

  • @rumiakhter6044
    @rumiakhter6044 ปีที่แล้ว +3

    ছোট বেলাই বাবা শুনতো,,, তখন বুজতে পারতাম না গানের অর্থ কি,,, যখন আসতে আসতে বড় হয়তেছি,,, গান শুনতেছি দিন যায় আর এই গান জনপ্রিয়তার কোন শেষ নেই

  • @chcpsadeq8185
    @chcpsadeq8185 4 ปีที่แล้ว +5

    অসাধারণ, অতুলনীয়, যতবার শুনি বারবার শুনতে মন চায়।

  • @wasimalhasanwasimalhasan6427
    @wasimalhasanwasimalhasan6427 2 ปีที่แล้ว +4

    মনটা কেঁদে গেল গানটি শুনে ।।সত্যিই স্বার্থের জন্য কিছু মানুষ খুব কাছে আসে আর অল্পতেই অনেক দূরে চলে যাই।।কী অপরাধ সেই কথাটিও বলার নাকী সময় থাকেনা।।

  • @lokmanhossen1535
    @lokmanhossen1535 3 ปีที่แล้ว +49

    ২০২১ সালে কে কে শুনছেন, লাইক দিন ❤

  • @AbulKashem-xf3wl
    @AbulKashem-xf3wl 6 ปีที่แล้ว +13

    অনেক কিছু লুকিয়ে আছে এই গানের ভিতরে অসাধারণ কথাগুলো

  • @mdansarsk8636
    @mdansarsk8636 ปีที่แล้ว +3

    মতিউর রহমান স্যারকে আমি এই প্রথম দেখলাম অনেক নাম শুনছি জীবনের অনেক বড় মাপের একজন গীতিকার উনার অনেক নাম স্বনামধন্য গীতিকার

  • @ShahirHasan-t8j
    @ShahirHasan-t8j 16 วันที่ผ่านมา

    এই গুনী শিল্পী আমাদের মাঝে চিরকাল থাকবে কিন্তু যিনি তাকে কস্ট দিয়ে সুখ খুঁজে নিয়েছেন তিনি হারিয়ে যাবে ইনশাল্লাহ

  • @M.R.business
    @M.R.business 6 ปีที่แล้ว +58

    জানি খুব সুখে আছো আর সুখে থাকলে আমার কথা মনে থাকবে না এটাই সাভাবিক দুয়া করি আরও সুখে থাক।তার পরও মনে হয় কেন জানি কোন এক দিন আমায় তুমি খুজবে

    • @mamunrosid3579
      @mamunrosid3579 5 ปีที่แล้ว

      Nic

    • @redwanislam7136
      @redwanislam7136 3 ปีที่แล้ว

      😭😭😭😭

    • @ধূসরগোধূলি-শ৯ছ
      @ধূসরগোধূলি-শ৯ছ 2 ปีที่แล้ว +1

      কারো সাথে প্রতারণা করে কিংবা কারো মন ভেঙে কাউকে কোনোদিন সুখী হতে দেখিনি।

  • @MdRana-xq7fs
    @MdRana-xq7fs 5 ปีที่แล้ว +26

    আমার সর্বোচ্চ পচন্দের গানটা,আমি প্রতিদিনে ৮/১০ বার শুনি

  • @redbricks3333
    @redbricks3333 6 ปีที่แล้ว +3

    এসব গান শুনলে অনেক কিছু মনে পরে যায় । এখন ভাবি জীবনে কেন প্রেম করলাম ! যুদি প্রেম না করতাম , তাহলে হয়ত এ যন্ত্রনার জীবন কাটাতে হতনা !

  • @MDMostafaKamal-w8p
    @MDMostafaKamal-w8p 12 วันที่ผ่านมา +1

    ২০২৪ এসে শুনছি ছোটো বেলায় শুনতাম

  • @kawsermahmud8257
    @kawsermahmud8257 5 ปีที่แล้ว +2

    আমার প্রিয় গান।একেবারে জীবনের সাথে মিশে আছে। ধন্যবাদ গীতিকার ও শিল্পী কে এতো মন জয়ী একটা গান আমাদেরকে উপহার দেয়ার জন্য।

  • @klantopotik7762
    @klantopotik7762 6 ปีที่แล้ว +31

    কাছে থাকলে এবং সহজে কিছু পেলে তার মুল্য বুঝা যায়না, হারালে তার মুল্য বুঝা যায় এবং তখন সেই শূন্যতা প্রতিটি সময় উপলব্ধি হয় তখন আর হতাস দৃষ্টি দিয়ে আকাশ প্রানে চেয়ে থাকা ছাড়া কিছুই করার থাকেনা........!

  • @mdnezamuddin5999
    @mdnezamuddin5999 4 ปีที่แล้ว +164

    কালজয়ী গান।২০২০ সালে যারা শুনছেন তারা লাইক করুন।

    • @সামছুলহক-দ৯ন
      @সামছুলহক-দ৯ন 3 ปีที่แล้ว +2

      আমি ২০২১ সালে শুনছি আগেও অনেক অনেক দিন শুনেছি

  • @abdulhaqueabdulhaque5453
    @abdulhaqueabdulhaque5453 5 ปีที่แล้ว +11

    অঝোরে শুধু কাদতে ইচ্ছে হয় গানটি শুনলে

  • @m.a.hsajeebkhan8283
    @m.a.hsajeebkhan8283 ปีที่แล้ว +2

    প্রিয় মানুষটা একদিন ঠিকই খুঁজবে।
    যদি ভালোবাসাটা সত্যি এবং নিঃস্বার্থ হয়।
    সেদিন হয়তো লক্ষ তারার মাঝে থাকবো আমি।
    এই মিথ্যা মায়ার শহরে ভালোবাসা আজ খুবই অসহায়।

  • @mdkurbanali4188
    @mdkurbanali4188 2 ปีที่แล้ว +2

    আমি যতবারই এইগানটি শুনেছি ততবারই আমার চোখে পানি চলে আসে ধন্যবাদ ইব্রাহিম ভাইকে

  • @hossanamiramir8410
    @hossanamiramir8410 3 ปีที่แล้ว +2

    যখন আমার বয়স ৮/১০
    সেই সময় শুনা গান আজও সৃতিতে ভাসে আজ আবার শুন লাম খুব ভালো লাগলো। ইতালির থেকে শুনছি।

  • @saifulislamsakil2867
    @saifulislamsakil2867 3 ปีที่แล้ว +3

    কলিজায় লাগলো, নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো ❤❤❤

  • @awalhossain1253
    @awalhossain1253 3 ปีที่แล้ว +5

    গানটা যতোবারই শুনি ততোই শুনতে মন চায়। এমন গান মানুষের অন্তরে আজীবন বেঁচে থাকবে।

  • @mdsabbirahmmed7785
    @mdsabbirahmmed7785 2 ปีที่แล้ว +2

    ছোটবেলায় যতটুকু শুনেছিলাম ইব্রাহিম সাহেব একজন সৈনিক ছিলেন এবং তার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর এই গান টা গায়, কিন্তু এখন অন্যরকম শুনছি

  • @allbtv3170
    @allbtv3170 11 หลายเดือนก่อน +1

    ছোটবেলায় বাবার মুখে এই গান সব সময় শুনতাম, কিন্তুু এই গানের মানে বুজতাম না,এখন আমার বাবা নেই গানটা রয়ে গেছে,গানটা শুনলে কলিজা টা কেঁপে উঠে।

  • @lipiislam7234
    @lipiislam7234 6 ปีที่แล้ว +16

    সুন্দর গানের কথা গুলো ধন্যবাদ কিছু মানুষ বুঝে না হাড়িয়ে খুঁজে মনে দাগ কাটার মতো গানটি। ভালবাসা মূল্য কতটুকু তার দাম অপমানের মাঝে দিতে হয়েছে জীবনের ভুলা যাবেনা।

    • @mdkabir7762
      @mdkabir7762 5 ปีที่แล้ว

      Yes excellent song ( I am kabir Qatar) imo 974 70010776 single

  • @arifmollah4511
    @arifmollah4511 4 ปีที่แล้ว +4

    মানুষ তার ডাকে সারা দিয়ে চলে যায়।কিন্তু কিছু মানুষ অসাধারন প্রতিভা রেখে যায়।যা যুগের পর যুগ থেকে যায়।এই সব প্রতিভার মধ্য দিয়ে মানুষের রূদয়ে তারা বেঁচে থাকে।

  • @KhaledaMoni-nx3qm
    @KhaledaMoni-nx3qm 16 วันที่ผ่านมา

    গানটা শুনে যতটা খুশি হলাম তার চেয়ে বেশি পূর্বের স্মৃতির দুঃখ কষ্টের ব্যথা ও বেদনা সবগুলো জেগে উঠলো মানুষের জীবনে এটাই বাস্তবতা 😊😊😊😊😊😊😊😊😊

  • @ranabirtalukdar6576
    @ranabirtalukdar6576 4 ปีที่แล้ว +5

    এই গানটি কথা, কলি ও সুর এবং যিনি গেয়েছেন সত্যি অনবদ্য হৃদয় ছুঁয়ে গেছে । আমি এই দুজনকেই আমার মনের গভীর থেকে শ্রদ্ধা ও প্রনাম জানাই।

    • @capcut9399
      @capcut9399 2 ปีที่แล้ว

      অত্যাচার আছে কিন্তু কাছাড় আছে কিন্তু গান দিয়ে মানুষকে এভাবে হৃদয়কে মন ভরে দিয়ে মানুষকে পাগল করে দিল শিল্পী

  • @rajufhofficial
    @rajufhofficial ปีที่แล้ว +5

    আমার মত কে কে মিথ্যা ভালোবাসায় মায়ায় পড়েছিলেন 😢

  • @salauddinsa7088
    @salauddinsa7088 6 ปีที่แล้ว +72

    চিরদিন শুনবে জাতি এই গানটা

    • @abidshahriar3044
      @abidshahriar3044 6 ปีที่แล้ว

      salauddin sa

    • @ferdousmia209
      @ferdousmia209 5 ปีที่แล้ว

      চলে যায় যদি কেউ বাধন ছিরে কদিস কেন মন

    • @mdmohiuddin519
      @mdmohiuddin519 5 ปีที่แล้ว

      কান্না চলে আসে আমার

  • @ranasheikhriadhasan5722
    @ranasheikhriadhasan5722 3 ปีที่แล้ว +5

    ১৯৯৩-৯৪ সালেও যতটা ভাল লাগতো আজ ২০২১ এ এসেও ততটা ভাল লাগে। এগুলো কালজয়ী গান। ভাললাগার মাঝে একটুও ধুলিকণা পড়েনি। গীতিকার সুরকার শিল্পী সবাইকে আল্লাহ ভাল রাখুক। দীর্ঘায়ু দান করুক।

  • @forhadkhan1100
    @forhadkhan1100 3 หลายเดือนก่อน

    কোন একদিন
    আমায় তুমি খুঁজবে
    সেইদিন ওগো প্রিয়ে
    আমার ভালোবাসা বুঝবে
    এখন তোমার আর
    আমাকে নেই কোন প্রয়োজন
    চারদিকে ঘিরে আছে
    তোমার কত শত প্রিয়জন
    ফেলে আসা দিন যবে
    কাঁটা হয়ে প্রাণে বিঁধবে
    তোমার প্রিয়জন
    থাকবে না যখন পাশে
    যৌবন যদি গো চলে যায় কোনদিন
    সে কি আর ফিরে আসে
    মরনের পরপারে
    যদি গো কখনো দেখা হয়
    সেদিনও দেখিবে তুমি
    আছো জুড়ে মোর এ হৃদয়
    আঁখিজল তবু চোখে
    ঝরঝর অবিরাম ঝরবে
    -------
    মোহাম্মদ ইব্রাহীম

  • @joyaislam3061
    @joyaislam3061 3 ปีที่แล้ว +4

    কোন একদিন আমি পৃথিবী থেকে চিির বিদায় নিয়ে চলে যাবো স্মৃতিময় মুহূর্তগুলো রয়ে যাবে।।

  • @shamimaakter7471
    @shamimaakter7471 3 ปีที่แล้ว +3

    আমিও জানি কোন একদিন আমায় খুজবে সেই দিন ওগো প্রিয় আমার ভালোবাসা বুঝবে 💞💞💞 কোন একদিন।।

  • @একলাপ্রথিক-ধ৫ছ
    @একলাপ্রথিক-ধ৫ছ 6 ปีที่แล้ว +81

    কষ্ট দাওতবে এতো বেশি দিয়ো না যা সইবারক্ষমতা আমার নাই॥দুঃখ দাওতবে এতো বেশি দিয়ো না যা বইবারক্ষমতা আমার নাই॥ আমায় এতো বেশি কাঁদাইয়ো না,যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে॥

    • @jannatulferdosezile2765
      @jannatulferdosezile2765 6 ปีที่แล้ว

      একলা প্রথিক

    • @manikrona2248
      @manikrona2248 6 ปีที่แล้ว

      ভাই মোবাইল নামবারটা দেন

    • @aliali-vb4pr
      @aliali-vb4pr 6 ปีที่แล้ว

      Ko

    • @aliali-vb4pr
      @aliali-vb4pr 6 ปีที่แล้ว

      @@jannatulferdosezile2765
      N

    • @rumaakter6883
      @rumaakter6883 5 ปีที่แล้ว

      একলা প্রথিক আমিও তোমারি মতও

  • @shawankhan1426
    @shawankhan1426 5 ปีที่แล้ว +3

    এসব গান চিরজিবন থাকবে মানুষের হৃদয়ের স্পর্শে যুগে যুগে মানুষের মনে,,,

  • @entertainmentall8007
    @entertainmentall8007 3 ปีที่แล้ว +1

    Satti ei gan ta shune mon pran bhore jay..... Jato shuni tatoi valo lage.... I love this song..

  • @uttamhira9157
    @uttamhira9157 2 ปีที่แล้ว

    জয় হরি বোল, আপনাকে অনেক, অনেক ধন্য বাদ ।আপনার এই গান টি, বা এই গান গুলো মনে হয় সারা দিন শুনতে থাকি ।ভালো বাসা তো অনেক ধরনের হয়। মানুষ ভুলে যায়, বেই মান। এটা কি পৃথিবীর নিয়ম, মানুষ গুলো পরে তাকে আর চিনে না ।ধন্য বাদ, জয় হরি বোল ।

  • @sharifjafor4095
    @sharifjafor4095 4 ปีที่แล้ว +4

    অনেক ছোট বেলা থেকে গানটি শুনে আসছি কিন্তু শিল্পী কে জানতাম না।অসাধারণ গায়কী ইব্রাহিম ভাই।

  • @shaymolksd8307
    @shaymolksd8307 6 ปีที่แล้ว +22

    এক কথায়, ওল্ড ইজ গোল্ড

  • @alimran8215
    @alimran8215 5 ปีที่แล้ว +124

    পৃথীবিতে কেউ সুখি নয় সুখ নামের মরিচিকার পিছনে ছুটতে কখন যে মৃত্যু আসে সে নিজেও জানেনা

    • @sharminkhan4269
      @sharminkhan4269 5 ปีที่แล้ว +2

      ঠিক বলেছেন

    • @Md-ls3fd
      @Md-ls3fd 4 ปีที่แล้ว +2

      ঠিক বলেছো

    • @taniyasultana8560
      @taniyasultana8560 4 ปีที่แล้ว

      জন,প্রিয়,গীতিকার,হাসান মতি,ভাই এর,গান,আমার অনেক ভাল,লাগে যদি,নাম্বার পেতাম,ওর,সাথে কথা বলতাম,ওর,নাম্বার কি,ভাবেপাব

    • @biswajitbiswas1477
      @biswajitbiswas1477 4 ปีที่แล้ว

      @@sharminkhan4269
      8k8i8..
      .k. Bm

    • @mahabubmiah8628
      @mahabubmiah8628 4 ปีที่แล้ว

      @@sharminkhan4269 aaa

  • @TamannaAktarAktar-in2ux
    @TamannaAktarAktar-in2ux 3 หลายเดือนก่อน

    ভালবাসা যে কত কষ্টের একমাত্র তারাই জানে যারা ছেকা খেয়েছে, সত্যিই প্রিয় তোমাকে ফেলে এতো সুন্দর গানটা শুনা হত না 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @khairulmridha8612
    @khairulmridha8612 2 ปีที่แล้ว +4

    সত্যিই অসাধারণ একটি রিদয় ছোঁয়া গান ।

  • @tabassummedia9238
    @tabassummedia9238 6 ปีที่แล้ว +9

    খন তোমার জীবনে ছিলাম তখন বুজ নাই কিন্তু এখন তুমি খুঁজে বেরাও কি লাভ বলো।কি বলে ছিলাম না এত অবহেলা কর না হারিয়ে গেলে আর পাবে না।আর পাবে না তবু ভালো থেকো 💘💘

  • @mdnowab6151
    @mdnowab6151 6 ปีที่แล้ว +59

    সময় যখন চলে যায় তখন খুজে কোন লাভ নেই,,,তাই সময় থাকতে সময়ের কাজ করা ভালো,,

    • @ShohelRana-bj6qd
      @ShohelRana-bj6qd 6 ปีที่แล้ว

      অসাধারন লাগে

    • @depodepo6580
      @depodepo6580 5 ปีที่แล้ว

      md nowab কোন এক দিন আমায়তুমি খুজ বে শেদিনওগো পিয় আমার ভালো ভাশা বুবে

  • @smdulalpress3088
    @smdulalpress3088 2 ปีที่แล้ว +2

    একটি অসাধারণ গান
    সুর ও ছন্দ প্রতিটি মানুষের হৃদয়ের কথা ফলে।

  • @SuromaVlogs
    @SuromaVlogs 4 ปีที่แล้ว +1

    দারুন একটা গান শুনলাম

  • @md.alamin7921
    @md.alamin7921 4 ปีที่แล้ว +8

    এইসব গানের জনপ্রিয়তা শেষ হবার নয়।।❤❤

  • @najmakhatun4711
    @najmakhatun4711 6 ปีที่แล้ว +4

    ইব্রাহিম কাকার এই গান শুনলে আমার জীবনে স্যারের সাথে সম্পকে কথা মনে করে দেয় আর কষ্টে বুক ফেটে যায়

  • @fajlulhaquejoy7187
    @fajlulhaquejoy7187 ปีที่แล้ว +2

    অসাধারণ বাস্তবতা।কমেন্ট করলাম সবার তরে।

  • @majumder.821
    @majumder.821 2 ปีที่แล้ว +2

    গানের লেখক এবং গায়ক দুইজনেই অমর শিল্পী। আমি পশ্চিমবঙ্গ থেকে।

  • @dolonarif2719
    @dolonarif2719 4 ปีที่แล้ว +3

    আমি যতই শুনি ততই চোখের জল অঝোর ঝারায় বহিয়া যায়।

  • @SalmaKhatun-fe3mj
    @SalmaKhatun-fe3mj 3 ปีที่แล้ว +3

    এই গানটা আমার মনের খোরাক। যখন নিজেকে সামলাতে পারিনা তখন এই গানটা আমাকে শান্তি দেয়।

  • @anantabeautifulbangladesh8661
    @anantabeautifulbangladesh8661 3 ปีที่แล้ว +3

    টানা ১০ বার শুনলাম 😯 বুকের ভিতর শুধু মোচড় দিয়ে উঠলো 😭।

  • @koopkoop
    @koopkoop 10 หลายเดือนก่อน +1

    এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই সবই অভিনয়

  • @danissarker3693
    @danissarker3693 3 ปีที่แล้ว +2

    আমার খুবই পিয় একটা গান কত হাজার বার যে শুনেছি মনে নেই যত বার শুনি মন ভড়েনা ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @mdbazlu7904
    @mdbazlu7904 5 ปีที่แล้ว +3

    এক কথায় অসাধারণ ছিল গানটি। কাল জয়ী গান।(রাজবাড়ী শ্রীপুর)

  • @beautysaha8624
    @beautysaha8624 6 ปีที่แล้ว +9

    Salute Sir Mindblowing

  • @mdarafathassain7414
    @mdarafathassain7414 3 ปีที่แล้ว +3

    কোনো একদিন, যদি কলিজা ফিরতে চাও তো, প্লিজ চলে এসো,,, মরনের আগে পযর্ন্ত দুয়ার খুলে রেখেছি😭😭😭

  • @sanjayroy3894
    @sanjayroy3894 3 ปีที่แล้ว

    Jotobar ganta suni mone hoi Hasan vai ganta amar jonnei লিখেছিলেন, r ইব্রাহিম ভায়ের আবেগ জড়ানো কন্ঠে গানটা অন্য মাত্রা পেয়েছে।
    From India

  • @mohinuddin2969
    @mohinuddin2969 5 หลายเดือนก่อน

    আমি একজন সৌদি প্রবাসি, জীবনে অনেক বার শুনেছি তবে ২০২৪ সালে এসে আজ ছুটির দিনে মন ভরে ১০ বার গানটা শুনলাম।

  • @mdomaruzzal236
    @mdomaruzzal236 3 ปีที่แล้ว +3

    গানটা শুনলে সেই শৈশবের কলেজ জীবনের হারিয়ে যাওয়া প্রিয়জন কে মনে পড়ে ।

  • @Rana-bj9ou
    @Rana-bj9ou 3 ปีที่แล้ว +3

    তুমি আমার ভালোবাসা বুজবে সেই দিন কোন কাজ হবে না হয়তো আমি অনেক দূরে চলে যাবো 😭😭😭😭

  • @khairkhan5184
    @khairkhan5184 3 ปีที่แล้ว +4

    Hasan Motiur Rahman is a great music director, who was created by too many favourite songs.who else watching in 2021?

  • @friendstv5658
    @friendstv5658 9 หลายเดือนก่อน

    আমার কিছুই বলার নেই
    শুধু এতোটুকুই বলবো
    ভালো থাকুক ভালোবাসার মানুষ এটাই আমার স্বার্থকথা🖤