vaiya amr NID card a name correction koreci but driving license holo correction koranor ager NID diye kora, ami ekn ki korle new NID r sathe mil rekhe driving license smart card pete pari. please janaben.thank you
ভাইয়া আমার আগের লাইসেন্স এবং হালকা থেকে মিডিয়াম করেছি, আগের লাইসেন্সে আমার পারমানেন্ট এড্রেস ভুল ছিলো এবং আমার জন্ম তারিখ ভুল ছিলো, আর মিডিয়াম লাইসেন্সেও ভুল চলে আসছে, আমি কার্ড এখনো হাতে পায়নি কিন্তু কার্ড রেডি পর প্রিন্টিং এ দেখাচ্ছে, এই অবস্থায় কি আমি সংশোধন করতে পারবো জানাবেন প্লিজ
আমি আমার লাইসেন্সে আমার এড্রেস পরিবরতনের জন্য অ্যাপ্লাই করেছিলাম , তখন ই-লাইসেন্সে আমি যেমন পরিবর্তন করেছিলাম তেমন দেখাইছে, কিন্ত স্মার্ট কার্ড হাতে পেয়ে দেখি পরিবর্তন হয় নাই আগের মত আছে, এখন করনীয় কী?
আসসালামু ওয়লাইকুম স্যার আমি নওমুসলিম আমি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে চাই এখন সমস্যা হল আমার এন আই ডি কাডে আমার পূর্বের নাম আছে নাম এখনো সংশোধন হয়নি এখন আমি কি লাইসেন্স পূর্বের নামে করবো নাকি এফিডেভিট এর কাগজ দিয়ে করা যাবে কি দয়া করে জানাবেন
আপনার ভোটার আইডি কার্ডে যে নাম থাকবে সেই নামে লাইসেন্স হবে। এফিডেভিট করে নতুন নামে লাইসেন্স করতে পারবেন না। ভোটার আইডি কার্ড সংশোধন করে পরে নতুন নামে লাইসেন্স করতে পারবেন।
স্যার আমার ড্রাইভিং লাইসেন্স লাইট থেকে হেভি করাতে দিয়েছি ফিঙ্গার এবং পরীক্ষার সহ দিয়ে বসে আছি ব্যাঙ জমা দিতে পারতেছি না বিগত একবছর কখন ব্যাংক জমা নিবে এবং ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ নাই ইমার্জেন্সি ব্যাংক জমা দিয়ে কার্ড কিভাবে পাব তা জানাবেন
@@InformerShahed এই অমিল এর জন্য আবেদন করতে হবে ? নাকি বিআরটিএ থেকেই আমাদেরকে জানাবে ভাই??? কারণ আমার গ্রামের নামের অমিল হয়ে আছে। আমার ই লাইসেন্স অ্যপ্রুভ হওয়া ৯৯ দিন হয়ে গেল কিন্তু এখনো স্মাটকার্ড প্রিন্ট হলো না ভাই। আমাকে কি এই অমিল সংশোধন করার জন্য আবেদন করতে হবে???
ভাই আমি আমার ১৮ বছর হওয়ার আগেই দালাল ধরে জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে ড্রাইভিং লাইসেন্স করেছিলাম এখন আমার এন ই ডি হওয়ার পর আমি আমার ড্রাইভিং লাইসেন্স এর বয়স সংশোধন করতে চাচ্ছি কিন্তু সংশোধন হচ্ছে না এবং এইটা লিখা আসে - ACCORDING TO YOUR NID DATE OF BIRTH, YOUR AGE WAS LESS THAN 18 YEARS IN THE TIME OF YOUR LICENSE ISSUED. SO, YOU ARE NOT ALLOWED TO CHANGE YOUR DATE OF BIRTH! এখন আমি কিভাবে আমার লাইসেন্স এর বয়স সংশোধন করতে পারি ? বি দ্র: লাইসেন্স এবং এন আই ডি এর বয়স এর পার্থক্য ২ বছর । এখন আমার এন ই ডি তে বয়স ২০ এবং লাইসেন্স এ ২২ ।
@@InformerShahed ভাই এখন আমার করণীয় কি ? যেইভাবেই হোক এন ই ডি এর সাথে তো মিল করতে হবে নাহলে তো আমি পরে অনেক সমস্যায় পড়বো এবং লাইসেন্স রিনিউ করতে পারবো না । এইটার একটা সমাধান দেন প্লিজ ।
ভাই আমার প্রথম ইসু তারিখ ভুল করছে ২০০৮ এর জায়গায় ২০২৩ দিয়ে দিয়েছে এটা কি করা যায় এমন কিভাবে করব জানাবেন খুব উপকার হবে। এক মাস আগে app দিয়ে চেক করছি সবকিছু ঠিক আছে কিন্তু এক মাস পর চেক করলাম দেখি ২০০৮ এর জায়গায় ২০২৩ সাল প্রথমে শুধু দিয়ে রাখছে
ভাইয়া আমি আমার পেশাদার লাইট মটরস ডাইভিং লাইসেন্স এর ই - পেপারস পাইছি ২৪/০৮/২৩ ইং তারিখে বাট এখন DL.চেকারে সাচ দিলে No data valid found দেখায় ভাইয়া আমি দেশের বাইরে যাব উপায় বলবেন 😢😢😢😢😢😢😢😢😢😢😢
আপনি আবেদন করার সময় আপনার ঠিকানার ঘরে কোন ধরনের তথ্যগত ভুল হয়েছিল। যার কারণে DL Checker এ No Data Found দেখাচ্ছে। অফিস থেকে সংশোধন করে দিলে আপনার লাইসেন্স প্রিন্টে যাবে।
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮
আমার ডাইভিং লাইসেন্স ছিলো শুধু লাইট।পরে আপনার ভিডিও দেখে শ্রেনী সংযোজন গিয়ে আবেদন করছি।পাস করে টাকা ও জমা দিছি ১০/১০/২০২৩ এখনো অনুমোদনের অপেক্ষা দেখাচ্ছে।বিআরটিতে বার বার যোগাযোগ করে কিছু বলতে পারতেছে না।হট লাইনে এই পরজন্ম ৫০ বার কল দিছি লাইন পাই না।এখন কি করনিও আমার।
অফিস থেকে অনুমোদনের জন্য আপনার পূর্বের যে ভলিউম আছে সেই ভলিউম স্ক্যান করে পরে অনুমোদন দিতে হয়। ভলিউম না পাওয়া গেলে একটু দেরি লাগতে পারে কিন্তু এত দেরিতো লাগার কথা না।
আমার ড্রাইভিং লাইসেন্স এর ইনফরমেশন এ মাতার নাম যা আছে Nid তে সেটাই আছে, এখন আমি nid তে মাতার নাম সংশোধন করবো, তাহলে কি ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন এ অটোমেটিক মাতার নাম সংশোধন দেখাবে ?
ভাই আমার nid কার্ড এ গ্রামের নাম ভুল থাকায় আমার ড্রাইভিং লাইসেন্স এ ও গ্রামের নাম ভুল আসে । কিন্তু পরে আমি আমার nid কার্ড এ গ্রামের নাম ঠিক করি,,,, এর পর আমি ড্রাইভিং লাইসেন্স এ গ্রামের নাম ঠিক করার জন্য মোবাইল ফোন এ আবেদনের চেষ্টা চালায়,,,, কিন্তু কোনো ভাবেই আমি ঠিক করার সিস্টেম পাইতেছি না,,,, ভাই আমায় একটু দয়াকরে সমাধানের উপায় বের করে দেন,,,,🙏🙏🙏
রেনু করার পর যখন লাইসেন্স নাম্বার পড়বে তখন আপনি অনলাইনে সংশোধনের আবেদন করলে হয়ে যাবে। ভালোভাবে জেনে আবেদন করতে হবে আবেদন ভুল হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮😮
ভাই। অপেশাদার লাইসেন্স করার পর NID correction করেছিলাম নিজ নাম। এখন নিজ নাম পরিবর্তন করতে পারতেছিনা BSP সংশোধন অপশনে। কিন্তু সংশোধন সিলেক্ট করা যাচ্ছে নিজ নাম,পিতা-মাতার নাম- পিতা মাতার নাম টিক বক্সে ক্লিক করার পর সংশোধন করা গেলেও নিজ নাম করা যাচ্ছেনা। রিফ্রেশ করলেও বর্তমান NID ইনফরমেশনের মত আসতেছে না। কি করতে হবে?
@@InformerShahed ধন্যবাদ আপনাকে দ্রুত রিপ্লাইয়ের জন্য। সেভাবে চেষ্টা করে দেখেছি কাজ হচ্ছে না। রেজিষ্ট্রেশন করে লাইসেন্স করেছিলাম গত অক্টোবর ২০২৩ এ। তখন সিঙ্গেল নাম SOJIB ছিল NID তে নাম এবং সেভাবেই লাইসেন্স করা। পরবর্তিতে নভেম্বর ২০২৩ এ আমি NID correction করে আমার নামে SOJIB এর সাথে KHAN এড করেছি এখন সেই অনুযায়ী কারেকশন করতে চাচ্ছি, রিফ্রেশ করলাম। কিন্তু নিজ নাম কোনোভাবেই এডিট করতে পারতেছিনা সংশোধন অপশনে, তবে পিতা মাতার নামে করা যাচ্ছে। এখন সমাধান কি?
@@InformerShahed রিফ্রেশ করলাম এবং পোর্টালে কোনো অপশন পেলাম না। "লাইসেন্সের অমিল অনুমোদন" নামে আর একটা অপশন পেলাম কিন্তু সেটা তো মনে হয়না সংশোধন রিলেটেড। আমি অক্টোবরে ২০২৩ এ NID তে Sojib নাম দিয়ে লাইসেন্স করেছিলাম। আবার পরবর্তী নভেম্বর ২০২৩ এ NId সংশোধন করে SOJIB Khan নামে কারেকশন করি, এবং এখন NID বর্তমান এই নামে সংশোধন করতে গেলে করতে পারতেছি না নিজ নাম। কিন্তু পিতা মাতার নাম বা ঠিকানা করা যাচ্ছে, এখন কি উপায়ে সমাধান করা যায় ভাই?
আপনার এনআইডি কার্ড সংশোধন হয়ে অনলাইনে আসছে কিনা সেটা আগে চেক করুন। পরে বিএসপি একাউন্ট এর প্রোফাইলে গিয়ে রিফ্রেস করে দেখুন আপনার আইডি কার্ডের সংশোধিত নাম আসছে কিনা। বিএসপির প্রোফাইলে সংশোধিত নাম আসলে অবশ্যই সংশোধন হওয়ার কথা।
আসসালামু আলাইকুম, ভাই আমার লাইসেন্স হাতে পাইছি কিন্তু রক্তের গ্রুপ ও জন্ম সাল ঠিক করা জাবে কি জন্ম তারিখ ঠিক আছে সুধু সালটা ঠিক করতে হবে আর রক্তের গ্রুপ
অনলাইনে শুধুমাত্র রক্তের গ্রুপ সংশোধন করা যায়, জন্ম তারিখ সংশোধন করা যায় না। জন্ম তারিখ সংশোধনের জন্য আপনি সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন সেখান থেকে চাইলে করতে পারবেন।
ভাই আমার সব ঠিক আছে শুধু পোস্ট অফিসের জায়গায় ইউনিয়নের নাম দেয়া আছে, যা পাসপোর্টের সাথে এবং Nid তে অমিল এর জন্য কি আগে সংশোধন ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে,নাকি পরে ফি দিতে হবে,এর ফি কতো টাকা লাগতে পারে?সেই ফি কি অনলাইনে দেয়া যাবে? দয়া করে একটু জানাবেন, অগ্রিম ধন্যবাদ।
@@InformerShahed মানে আগে অনলাইনে ফি দেয়ার পর আবেদন করতে হবে? ভাইয়া ক্ষেত্রে বিশেষ ফি কি কম বেশি হয়নাকি, বিআরটিয়ে গিয়েছিলাম তারা মোট ১৩০০ চাইছিল এছাড়াও তাড়া দুই জনে এক্স্ট্রা২০০০ হাজার টাকা চেয়ে ছিল?
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮😮
ভাই আসসালামুয়ালাইকুম আমি অমিলের জন্য আবেদন করছি আবেদন এপ্রুভ করছে বিআরটি কিন্তু আমি শ্রেণীর সংযোজন বা উন্নয়ন করতে পারতেছিনা আগের নিয়মিত খাই ঘটনা হচ্ছে একটাতে জন্ম তারিখের অমিল এটাতে ড্রাইভিং লাইসেন্স উন্নয়ন করতে পারতেছি না আরেকটা লাইসেন্সের নামের মধ্যে একটা অক্ষর ভুল সেটাও সংযোজন বা উন্নয়ন করতে পারতেছিনা তাহলে অমিল আবেদন করলাম এপ্রুভ দিলো এপ্রুভ এর মানে কি বুঝলাম নাতো
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮😮
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮😮
@@InformerShahedভাই এখন সুযোগ দিছে আমি সংশোধন করলাম সর্বশেষ। এ ব্যাপার একটা ভিডিও দিয়েন দর্শকদের জানানোর জন্য অনেক মানুষ উপকৃত হবে। আপনার চ্যানেলটি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি
অমিল অনুমোদন মানে কিন্তু কোন ধরনের সংশোধন না। আপনার লাইসেন্সের যা আছে তাই থাকবে এনআইডি কার্ডে যা আছে তাই থাকবে শুধুমাত্র আপনি আবেদন করার জন্য অনুমতি পাবেন। অমিল অনুমোদন সাধারণত ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই অনুমোদিত হয়ে যায়।
আমার ই- লাইসেন্স এপ্রুভ হওয়া ১২ তারিখে তিন মাস হয়ে যাবে । কিন্তু এখনো স্মার্ট কার্ড প্রিন্ট হলো না। আমার ই- লাইসেন্স এ গ্রামের নাম ভুল ভাবে এন্ট্রি করছে। এখন কি আমি এই নিয়মে আমার লাইসেন্সটি সংশোধন করতে পারবেো কি??? এছাড়া আমার এই লাইসেন্সটি হলো প্রফেশনাল লাইট আমি কি এটির সাথে এখন মোটরসাইকেল এড করতে পারব??? দয়া করপ জনাবেন ভাইয়া।
@@InformerShahed সংশোধন হবে না ঠিক আছে। কিন্তু আমি কি এখন এর সাথে মোটরসাইকেল এড করতে পারব না ভাইয়া??? আমার সকল কাগজ আপনার ইমেইলে পাঠাচ্ছি একটু দেখবেন কি ভাইয়া???
vaiya amr NID card a name correction koreci but driving license holo correction koranor ager NID diye kora, ami ekn ki korle new NID r sathe mil rekhe driving license smart card pete pari. please janaben.thank you
অনলাইনে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
Vai amar pesadar driving license havi license jonmosale vul ase NId card ar Driving license ee mil nai eita kii thik kora possible ?
আপনার লাইসেন্সের প্রথম ইস্যুর তারিখ থেকে এনআইডি কার্ডের বর্তমান বয়স যদি ২৪ বছরের ভিতরে হয় তাহলে সম্ভব।
আমি ড্রাইভিং লাইসেন্স অমিল তথ্য সংশোধন করার পর (রিফ্রেশ)এই শব্দটা এসেছে, এখন আমার কি করতে হবে। দয়া করে জানালে উপকার হত।
রিফ্রেশ করলে পরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। পরে ড্যাশবোর্ড থেকে আপনি যে আবেদন করতে চান সে আবেদন করতে পারবেন।
@@InformerShahed ধন্যবাদ
ভাইয়া আমার আগের লাইসেন্স এবং হালকা থেকে মিডিয়াম করেছি, আগের লাইসেন্সে আমার পারমানেন্ট এড্রেস ভুল ছিলো এবং আমার জন্ম তারিখ ভুল ছিলো, আর মিডিয়াম লাইসেন্সেও ভুল চলে আসছে, আমি কার্ড এখনো হাতে পায়নি কিন্তু কার্ড রেডি পর প্রিন্টিং এ দেখাচ্ছে, এই অবস্থায় কি আমি সংশোধন করতে পারবো জানাবেন প্লিজ
কার্ড প্রিন্ট না হওয়া পর্যন্ত সংশোধন করতে পারবেন না।
ই-ড্রাইভিং লাইসেন্স এ রেফারেন্স নং যেটা থাকে। সেই রেফারেন্স নংটি কার্ড আকারে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় দুই জায়গায় একই নাম্বার থাকে কিনা?
জী ভাই রেফারেন্স নম্বর একটাই।
আমি আমার লাইসেন্সে আমার এড্রেস পরিবরতনের জন্য অ্যাপ্লাই করেছিলাম , তখন ই-লাইসেন্সে আমি যেমন পরিবর্তন করেছিলাম তেমন দেখাইছে, কিন্ত স্মার্ট কার্ড হাতে পেয়ে দেখি পরিবর্তন হয় নাই আগের মত আছে, এখন করনীয় কী?
সংশোধন করলে তো সংশোধিত হয়ে আসার কথা। যেহেতু সংশোধন হয়নি সুতরাং দ্বিতীয় বার আবার সংশোধন আবেদন করতে হবে যথাযথ প্রক্রিয়ায়।
একই স্থায়ীভাবে সংশোধন করা যাবে নাকি সামরিক সময়ের জন্য??
স্থায়ীভাবে সংশোধন করতে হলে, সংশোধন অপশনে গিয়ে আবেদন করতে হবে।
ভাই আমার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে এখন সেটক কে কি আমি পেশাদার হেবি লাইসেন্স করতে পারবো রেনু করার সময় একটু জানাবেন???
ভাই অপেশাদার লাইসেন্স কখনো হেভী হয়না। হেভী করতে হলে আগে আপনাকে পেশাদার হালকা লাইসেন্স করতে হবে। পরে সেটাকে মধ্যম বা হেভি করতে পারবেন।
Nid card onujai driving licences change kora jaibea ke or dik kora jaibea ke.
হ্যা যাবে।
@@InformerShahed koto din somai lugbea dik kortea
৩-৪ মাস
ভাই আমি আমার এন আইডি লাইসেন্স অমিল আমি বি এস পি একাউন্টে আবেদন করেছি তাতে কি আমার ই লাইসেন্স ঢিক দেখাবে
ভাই ❤
আপনার ভিডিও নিয়মিত দেখি। আমি অমিল জন্য আবেদন করে Approve হওয়ার পর লাইসেন Reniew করি। এখনো pending দেখাই। lience free online জমার পর কতদিনের মধে E-Lience দেই।
Please একটু জানাবেন।
আপনার BSP অ্যাকাউন্টে যখন অনুমোদনের অবস্থা 'অনুমোদিতে' দেখাবে তখন ই লাইসেন্স জেনারেট হবে।
@@InformerShahed ভাইয়া কতদিন লাগতে পারে টাকা জমা দেওয়ার পর?
BRTC তে Money Receipt নিয়ে গেলে কি তাড়াতারি হবে?
আসসালামু ওয়লাইকুম স্যার আমি নওমুসলিম আমি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে চাই এখন সমস্যা হল আমার এন আই ডি কাডে আমার পূর্বের নাম আছে নাম এখনো সংশোধন হয়নি এখন আমি কি লাইসেন্স পূর্বের নামে করবো নাকি এফিডেভিট এর কাগজ দিয়ে করা যাবে কি দয়া করে জানাবেন
আপনার ভোটার আইডি কার্ডে যে নাম থাকবে সেই নামে লাইসেন্স হবে। এফিডেভিট করে নতুন নামে লাইসেন্স করতে পারবেন না। ভোটার আইডি কার্ড সংশোধন করে পরে নতুন নামে লাইসেন্স করতে পারবেন।
স্যার আমার ড্রাইভিং লাইসেন্স লাইট থেকে হেভি করাতে দিয়েছি ফিঙ্গার এবং পরীক্ষার সহ দিয়ে বসে আছি ব্যাঙ জমা দিতে পারতেছি না বিগত একবছর কখন ব্যাংক জমা নিবে এবং ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ নাই ইমার্জেন্সি ব্যাংক জমা দিয়ে কার্ড কিভাবে পাব তা জানাবেন
খুব দ্রুত আপডেট চলে আসবে একটু অপেক্ষা করুন।
ভাইয়া আপনার লাইট লাইসেন্সের বয়স কত বছর পর হেবি তে আবেদন করছিলেন?
৩ বছর হলে আবেদন করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্সের একাউন্ট নিবন্ধন করতে পারছি না NiD কার্ড ইউস্ট দেখাচ্ছে এখন কি করবো ভাই😢
আপনার যেই মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই নাম্বারটি থেকে বিএসপির হেল্প সেন্টারে 16107 ফোন দিলে সমাধান করে দিবে।
স্যার ডাইভিং লাইসেন্স এর সাথে ন্যাশনাল আইডি কার্ডের অমিলের জন্য আবেদন করেছি বিআরটিএ অফিস থেকে অনুমোদন পাবো কতদিন পর
বেশি দিন লাগার কথা না।
@@InformerShahed এই অমিল এর জন্য আবেদন করতে হবে ? নাকি বিআরটিএ থেকেই আমাদেরকে জানাবে ভাই??? কারণ আমার গ্রামের নামের অমিল হয়ে আছে। আমার ই লাইসেন্স অ্যপ্রুভ হওয়া ৯৯ দিন হয়ে গেল কিন্তু এখনো স্মাটকার্ড প্রিন্ট হলো না ভাই। আমাকে কি এই অমিল সংশোধন করার জন্য আবেদন করতে হবে???
ami vul kore amar bsp account a ,onner licence add kore diyechi ,omil er jaigay,ekhn etay ki kono problem hobe.dlt kortew parchi nah
আপনার কোন সমস্যা নাই, যার লাইসেন্স Add করেছেন তার সমস্যা হতে পারে।
@@InformerShahed delete kora jabe na kono vabe.?
না ভাই।
ভাই আমি আমার ১৮ বছর হওয়ার আগেই দালাল ধরে জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে ড্রাইভিং লাইসেন্স করেছিলাম এখন আমার এন ই ডি হওয়ার পর আমি আমার ড্রাইভিং লাইসেন্স এর বয়স সংশোধন করতে চাচ্ছি কিন্তু সংশোধন হচ্ছে না এবং এইটা লিখা আসে -
ACCORDING TO YOUR NID DATE OF BIRTH, YOUR AGE WAS LESS THAN 18 YEARS IN THE TIME OF YOUR LICENSE ISSUED. SO, YOU ARE NOT ALLOWED TO CHANGE YOUR DATE OF BIRTH!
এখন আমি কিভাবে আমার লাইসেন্স এর বয়স সংশোধন করতে পারি ?
বি দ্র: লাইসেন্স এবং এন আই ডি এর বয়স এর পার্থক্য ২ বছর । এখন আমার এন ই ডি তে বয়স ২০ এবং লাইসেন্স এ ২২ ।
আপনার লাইসেন্সের ইস্যু তারিখ থেকে আপনার জন্ম তারিখের পার্থক্য ১৮ বছর হতে হবে। যেহেতু ১৮ বছর হয় না তাই আপনার জন্ম তারিখ সংশোধন করতে পারবেন না।
@@InformerShahed ভাই এখন আমার করণীয় কি ? যেইভাবেই হোক এন ই ডি এর সাথে তো মিল করতে হবে নাহলে তো আমি পরে অনেক সমস্যায় পড়বো এবং লাইসেন্স রিনিউ করতে পারবো না । এইটার একটা সমাধান দেন প্লিজ ।
আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারেন।
সংশোধন এবং শ্রেণি উন্নীত করা যাবে একসাথে?
যদি আপনার লাইসেন্সের মেয়াদ না থাকে অর্থাৎ নবায়নের সময় আপনি এই তিনটি কাজ একসাথে করতে পারবেন।
আমার লার্নার কার্ড এর নম্বর ভুল আছে সংশোধন করা যাবে কি????
কি নাম্বার মোবাইল নাম্বার?
ভাই আমার প্রথম ইসু তারিখ ভুল করছে ২০০৮ এর জায়গায় ২০২৩ দিয়ে দিয়েছে এটা কি করা যায় এমন কিভাবে করব জানাবেন খুব উপকার হবে। এক মাস আগে app দিয়ে চেক করছি সবকিছু ঠিক আছে কিন্তু এক মাস পর চেক করলাম দেখি ২০০৮ এর জায়গায় ২০২৩ সাল প্রথমে শুধু দিয়ে রাখছে
লাইসেন্স যখন কার্ডে প্রিন্ট হবে সেখানে ইস্যু তারিখ ঠিকই থাকবে।
আমারও ভুল আইছে,,, পরে কিছু দিন পর এমনেই ঠিক হয়ছে
হ্যা
বস্ এখন কি হেভি করা করা যাবে??
Vai submit korsi ar pora ke korta hoba janaben ❤ onek dhonobad
অফিস থেকে approve দিলেই কাজ শেষ।
ভাইয়া আমি আমার পেশাদার লাইট মটরস ডাইভিং লাইসেন্স এর ই - পেপারস পাইছি ২৪/০৮/২৩ ইং তারিখে বাট এখন DL.চেকারে সাচ দিলে No data valid found দেখায় ভাইয়া আমি দেশের বাইরে যাব উপায় বলবেন 😢😢😢😢😢😢😢😢😢😢😢
আপনি আবেদন করার সময় আপনার ঠিকানার ঘরে কোন ধরনের তথ্যগত ভুল হয়েছিল। যার কারণে DL Checker এ No Data Found দেখাচ্ছে। অফিস থেকে সংশোধন করে দিলে আপনার লাইসেন্স প্রিন্টে যাবে।
ধন্যবাদ ভাই ❤
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন
আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮
পেশাদার নবায়ন পরীক্ষায় পাস করে ফি জমার পূর্বে ভুলে পাকনামি করে অমিল অনুমোদনের জন্য আবেদন করে ফেলেছি সেক্ষেত্রে কি করা যায় ?
সমস্যা নাই অমিল অনুমোদন হয়ে গেলে নবায়নের ফি পেমেন্ট করে দিবেন।
আমার ড্রাইভিং লাইসেন্স নন স্মার্ট NID দিয়ে করা। আমি কি স্মার্ট NID দিয়ে নিবন্ধন করতে পারব?
পারবেন।
ভাই আমার লাইসেন্স আর এনআইডি কার্ড নাম জন্ম তারিখ দুটোই ভুল এটা কি করা যাবে
আগে এনআইডি কার্ড সংশোধন করেন পরে এনআইডি কার্ড অনুযায়ী লাইসেন্স সংশোধন করতে পারবেন।
আমার ডাইভিং লাইসেন্স ছিলো শুধু লাইট।পরে আপনার ভিডিও দেখে শ্রেনী সংযোজন গিয়ে আবেদন করছি।পাস করে টাকা ও জমা দিছি ১০/১০/২০২৩ এখনো অনুমোদনের অপেক্ষা দেখাচ্ছে।বিআরটিতে বার বার যোগাযোগ করে কিছু বলতে পারতেছে না।হট লাইনে এই পরজন্ম ৫০ বার কল দিছি লাইন পাই না।এখন কি করনিও আমার।
অফিস থেকে অনুমোদনের জন্য আপনার পূর্বের যে ভলিউম আছে সেই ভলিউম স্ক্যান করে পরে অনুমোদন দিতে হয়। ভলিউম না পাওয়া গেলে একটু দেরি লাগতে পারে কিন্তু এত দেরিতো লাগার কথা না।
আমার ড্রাইভিং লাইসেন্স এর ইনফরমেশন এ মাতার নাম যা আছে Nid তে সেটাই আছে, এখন আমি nid তে মাতার নাম সংশোধন করবো, তাহলে কি ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন এ অটোমেটিক মাতার নাম সংশোধন দেখাবে ?
না ভাই অটোমেটিক সংশোধন হবে না লাইসেন্সের জন্য আলাদা আবেদন করতে হবে।
@@InformerShahed আবেদন করার পর, মাতার নাম সংশোধন হলে কি আবার স্মার্ট কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পাবো/দিবে নতুন করে ?
হ্যা পোস্ট অফিসের মাধ্যমে পাবেন।
ভাই আপনার সাথে কথা বলতে পারবো
বলেন
ভাই আমার nid কার্ড এ গ্রামের নাম ভুল থাকায় আমার ড্রাইভিং লাইসেন্স এ ও গ্রামের নাম ভুল আসে । কিন্তু পরে আমি আমার nid কার্ড এ গ্রামের নাম ঠিক করি,,,, এর পর আমি ড্রাইভিং লাইসেন্স এ গ্রামের নাম ঠিক করার জন্য মোবাইল ফোন এ আবেদনের চেষ্টা চালায়,,,, কিন্তু কোনো ভাবেই আমি ঠিক করার সিস্টেম পাইতেছি না,,,, ভাই আমায় একটু দয়াকরে সমাধানের উপায় বের করে দেন,,,,🙏🙏🙏
খুব সোজা, সংশোধন অপশনে গিয়ে সংশোধন করতে পারবেন।
ভাই, আগে renew করবো নাকি তথ্য সংশোধন করবো? মেয়াদ আছে ১মাস। প্রথমে তথ্য অমিল দেখাচ্ছিল। apply করার পর BRTA approve করেছে।
ভাই আগে Renew করবেন। লাইসেন্সের মেয়াদ না থাকলে তথ্য সংশোধন করতে পারবেন না।
অনেক অনেক ধন্যবাদ ভাই
@@InformerShahed
রেনু করার পর যখন লাইসেন্স নাম্বার পড়বে তখন আপনি অনলাইনে সংশোধনের আবেদন করলে হয়ে যাবে। ভালোভাবে জেনে আবেদন করতে হবে আবেদন ভুল হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়
আমার এনআইডি কাডে বাংলায় স্বাক্ষর আর আমি পেশাদার লাইসেন্সে ইংরেজিতে স্বাক্ষর করতে চাই এতে কি কোনো সমস্যা হবে নাকি।দয়া করে জানাবে স্যার।
না ভাই কোন সমস্যা নাই।
ভাই অমিল আবেদন করে যদি নবায়ন করা হয় ,কার্ড যখন আসবে তখন কি এন আইডি কার্ড অনুযায়ী আসবে নাকি সে ভুল টাই আসবে
না ভুল টাই আসবে
@@InformerShahed পেশাদার লাইসেন্স এর জন্ম তারিখ সংশোধন করা যাই না তাহলে অমিল আবেদন করে নবায়ন করে লাভ কী হবে ,,,ভুলটা সংশোধন কীভাবে হবে
সম্ভব হলে NID কার্ড সংশোধন করবেন, লাইসেন্সের জন্ম তারিখ সংশোধনের আপাতত সুযোগ নাই।
ভাই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে?
Video Description এ দেওয়া আছে।
এই ভিডিওটা কবের ২৪ সালের কি নতুন আপডেট একটু জানাবেন কষ্ট করে ভাইয়া
হ্যা, একদম নতুন আপডেট। আপনার বিএসপি একাউন্টে লগ ইন করে চেক করে নিন।
@@InformerShahed ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল আমার যদি একটু দয়া করে নাম্বারটা দিতেন
ইমেইল এ বলতে পারেন।
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন
আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮😮
@@InformerShahedআমারও কিছু কথা ছিল আপনার ইমেইল টা দেওয়া যাবে
ভাই।
অপেশাদার লাইসেন্স করার পর NID correction করেছিলাম নিজ নাম।
এখন নিজ নাম পরিবর্তন করতে পারতেছিনা BSP সংশোধন অপশনে।
কিন্তু সংশোধন সিলেক্ট করা যাচ্ছে নিজ নাম,পিতা-মাতার নাম- পিতা মাতার নাম টিক বক্সে ক্লিক করার পর সংশোধন করা গেলেও নিজ নাম করা যাচ্ছেনা।
রিফ্রেশ করলেও বর্তমান NID ইনফরমেশনের মত আসতেছে না।
কি করতে হবে?
আপনি প্রথমে আপনার বিএসপি একাউন্টের প্রোফাইলে গিয়ে দেখুন, আপনার বর্তমান যে এনআইডি কার্ডের নাম সেই নাম অনুসারে বিএসপিতে নাম আসছে কিনা?
@@InformerShahed ধন্যবাদ আপনাকে দ্রুত রিপ্লাইয়ের জন্য।
সেভাবে চেষ্টা করে দেখেছি কাজ হচ্ছে না।
রেজিষ্ট্রেশন করে লাইসেন্স করেছিলাম গত অক্টোবর ২০২৩ এ। তখন সিঙ্গেল নাম SOJIB ছিল NID তে নাম এবং সেভাবেই লাইসেন্স করা।
পরবর্তিতে নভেম্বর ২০২৩ এ আমি NID correction করে আমার নামে SOJIB এর সাথে KHAN এড করেছি এখন সেই অনুযায়ী কারেকশন করতে চাচ্ছি, রিফ্রেশ করলাম।
কিন্তু নিজ নাম কোনোভাবেই এডিট করতে পারতেছিনা সংশোধন অপশনে, তবে পিতা মাতার নামে করা যাচ্ছে।
এখন সমাধান কি?
@@InformerShahed ধন্যবাদ ভাই।
না সেই অনুযায়ী নাম আসছে না।
সেই অনুযায়ী নাম আনবো কিভাবে?
@@InformerShahed রিফ্রেশ করলাম এবং পোর্টালে কোনো অপশন পেলাম না।
"লাইসেন্সের অমিল অনুমোদন" নামে আর একটা অপশন পেলাম কিন্তু সেটা তো মনে হয়না সংশোধন রিলেটেড।
আমি অক্টোবরে ২০২৩ এ NID তে Sojib নাম দিয়ে লাইসেন্স করেছিলাম।
আবার পরবর্তী নভেম্বর ২০২৩ এ NId সংশোধন করে SOJIB Khan নামে কারেকশন করি, এবং এখন NID বর্তমান এই নামে সংশোধন করতে গেলে করতে পারতেছি না নিজ নাম।
কিন্তু পিতা মাতার নাম বা ঠিকানা করা যাচ্ছে, এখন কি উপায়ে সমাধান করা যায় ভাই?
আপনার এনআইডি কার্ড সংশোধন হয়ে অনলাইনে আসছে কিনা সেটা আগে চেক করুন। পরে বিএসপি একাউন্ট এর প্রোফাইলে গিয়ে রিফ্রেস করে দেখুন আপনার আইডি কার্ডের সংশোধিত নাম আসছে কিনা। বিএসপির প্রোফাইলে সংশোধিত নাম আসলে অবশ্যই সংশোধন হওয়ার কথা।
ভাই আমার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বাবার নাম জন্ম তারিখ অমিল
অমিল অনুমোদনের জন্য আবেদন করেন হয়ে যাবে।
আসসালামু আলাইকুম, ভাই আমার লাইসেন্স হাতে পাইছি কিন্তু রক্তের গ্রুপ ও জন্ম সাল ঠিক করা জাবে কি জন্ম তারিখ ঠিক আছে সুধু সালটা ঠিক করতে হবে আর রক্তের গ্রুপ
অনলাইনে শুধুমাত্র রক্তের গ্রুপ সংশোধন করা যায়, জন্ম তারিখ সংশোধন করা যায় না। জন্ম তারিখ সংশোধনের জন্য আপনি সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন সেখান থেকে চাইলে করতে পারবেন।
নাম সংশোধন করতে আবেদন করলে কতদিন পরে আসবেন
লাইসেন্স পাইতে সময় লাগবে, তবে স্লিপ পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে।
আমার লাইসেন্স টি প্রিন্ট করা হয়নি এখনো রেডি ফর পৃন্ট এ আছে
আমার সংশোধন প্রয়োজনীয় করনীয় কি?
আবেদন করতে পারবেন এখন, কার্ড প্রিন্ট না হলেও এখন সংশোধন আবেদন করা যায়।
ভাই আমার সব ঠিক আছে শুধু পোস্ট অফিসের জায়গায় ইউনিয়নের নাম দেয়া আছে, যা পাসপোর্টের সাথে এবং Nid তে অমিল এর জন্য কি আগে সংশোধন ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে,নাকি পরে ফি দিতে হবে,এর ফি কতো টাকা লাগতে পারে?সেই ফি কি অনলাইনে দেয়া যাবে? দয়া করে একটু জানাবেন, অগ্রিম ধন্যবাদ।
হ্যা অনলাইনে সংশোধনের আবেদন করতে পারবেন। অনলাইনে ফি জমা দিতে হবে ১০৪৭ টাকা এবং লাইসেন্স ডেলিভারি চার্জ ৬০ টাকা।
@@InformerShahed মানে আগে অনলাইনে ফি দেয়ার পর আবেদন করতে হবে? ভাইয়া ক্ষেত্রে বিশেষ ফি কি কম বেশি হয়নাকি, বিআরটিয়ে গিয়েছিলাম তারা মোট ১৩০০ চাইছিল এছাড়াও তাড়া দুই জনে এক্স্ট্রা২০০০ হাজার টাকা চেয়ে ছিল?
না আপনি অনলাইনে আবেদন করলে, আবেদনের শেষের দিকে ফি পেমেন্ট করার অপশন পাবেন। সেখান থেকে বিকাশ, নগদ বা অনলাইন ব্যংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন
আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮😮
লাইসেন্স ভারী করতে হলে আপনার লাইসেন্সের মেয়াদ মিনিমাম এক বছর থাকতে হবে। লাইসেন্সের মেয়াদ না থাকলে আপনি ভারীর জন্য আবেদন করতে পারবেন না।
ভাই আমি দালাল কে ৮০০০ হাজার দিচি। আমার সেইম সমস্যা। আমার টা পেন্ডিং আছে। আবেদন করলে পরে ডোব টেস্ট এগোলো কি করা লাগবে
পেশাদার হলে ডোপ টেস্ট লাগবে।
সেম স্যামসা আমার ও
আমি অনলাইন এ আবেদন করছি কিন্তু আমাকে অ্যাপ্রভাল দিচ্ছে না কতদিনের ভিতরে দিবে,,,???
১-২ সপ্তাহ লাগে।
@@InformerShahed ধন্যবাদ সাথে সাথে রিপ্লাই জন্য,, আপনার চ্যানেলের জন্য শুভকামনা
ভাই আসসালামুয়ালাইকুম আমি অমিলের জন্য আবেদন করছি আবেদন এপ্রুভ করছে বিআরটি কিন্তু আমি শ্রেণীর সংযোজন বা উন্নয়ন করতে পারতেছিনা আগের নিয়মিত খাই ঘটনা হচ্ছে একটাতে জন্ম তারিখের অমিল এটাতে ড্রাইভিং লাইসেন্স উন্নয়ন করতে পারতেছি না আরেকটা লাইসেন্সের নামের মধ্যে একটা অক্ষর ভুল সেটাও সংযোজন বা উন্নয়ন করতে পারতেছিনা তাহলে অমিল আবেদন করলাম এপ্রুভ দিলো এপ্রুভ এর মানে কি বুঝলাম নাতো
আপনার বিএসটি আইডিতে লগইন করে দেখুন যেখানে approve দিছে অ্যাপ্রুভের নিচে একটি মেসেজ লেখা আছে সেটি কি লেখা দেখায়?
Vai amar licence status. Link Pending dekhache er Mane ki
আপনার কি আগের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স? যেটা নবায়ন বা শ্রেণীর সংযোজন বা উন্নয়ন করতে দিয়েছেন?
আমার নাম ও জন্ম তারিখ সংশোধন এবং রিনিউ করা লাগবে
জন্ম তারিখ সংশোধনের সুযোগ নাই।
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন
আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮😮
@@InformerShahedভাই আমার মাধ্যম লাইসেন্স আছেএখন আমি ভারি করতে চাই..বিআরিটিতে গেলে বলে বাড়ি.লাইসেন্সের অনুমোদন দেয় না নাকি এখন
আপনার কারো কি জানা আছে..মাধ্যম থেকে ভারি করা যাবে এভাবে😮😮😮আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন..আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইছি..আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে মিডিয়াম আমি রেনু করতে দিছি ৭ মাসের ২০২৩.সময়.ওই সময় নাকি.মাধ্যম থেকে ভারী করা.বন্ধ ছিল.পরে আমি কয়েক.বার বিআরটিতে যোগাযোগ করলাম তারা বলে এখনো বন্ধ নাকি.আসলে কি বন্ধ না খুলছে মিডিয়াম লাইসেন্স থেকে ভাড়ি লাইসেন্স করা.জাবে.আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ৯ মাসের ৪ তারিখে২০২৩ ..এখন আমি বি আর টি তে যোগাযোগ করলে বলে এখনো..মাধ্যম থেকে ভাড়ি করার অনুমতি নাকি নাই..😮😮😮
@@InformerShahedভাই এখন সুযোগ দিছে আমি সংশোধন করলাম সর্বশেষ। এ ব্যাপার একটা ভিডিও দিয়েন দর্শকদের জানানোর জন্য অনেক মানুষ উপকৃত হবে। আপনার চ্যানেলটি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি
ইনশাআল্লাহ ভাই।
ভাই আমার হালকা লাইসেন্সের বয়স ২ বছর হয়েছে। আমি এখন হেবি করতে পারব?
না, হেভী করতে হলে হালকা লাইসেন্স এর বয়স ৩ বছর হতে হবে।
@@InformerShahedনতুন নিয়মে হালকা থেকে সরাসরি কি হেবি করা যায়?
যায়, হালকা লাইসেন্সের মেয়াদ ৩ বছর হলে সরাসরি হালকা থেকে হেভি করা যায়।
@@InformerShahed thanks brother
হালকা থেকে হেভী করতে হলে বয়সের কোনো শর্ত আছে কত হতে হবে?
ভাইয়া আমি date of birth change করতে চাই
এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেরকম করতে চাইলে করতে পারবেন
ড্রাইভিং লাইসেন্সে অমিল আবেদন কত দিনের মধ্যে অনুমোদন দেয় এবং সেজন্য কি আবার নতুন করে কার্ড প্রিন্ট হবে নাকি নবায়নের সাথে তথ্য সংশোধন হয়ে বের হবে
অমিল অনুমোদন মানে কিন্তু কোন ধরনের সংশোধন না। আপনার লাইসেন্সের যা আছে তাই থাকবে এনআইডি কার্ডে যা আছে তাই থাকবে শুধুমাত্র আপনি আবেদন করার জন্য অনুমতি পাবেন। অমিল অনুমোদন সাধারণত ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই অনুমোদিত হয়ে যায়।
@@InformerShahed ভাইজান একটা জিনিস খেয়াল করছি লাইসেন্স করার পরে আমার এনআইডি কার্ডের নামের বানান সংশোধন করেছি সেজন্য মনে হয় তথ্যের মিল খুঁজে পাইনি
exactly
@@InformerShahed ভাইজান অমিল তথ্য সংশোধন হওয়ার পরেই কি আমি নবায়ন করতে পারব
হ্যাঁ ভাই, অনুমোদন হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার বিএসপি একাউন্ট থেকে লাইসেন্স নবায়নের নির্দেশনা দিয়ে দিবে।
Thankew Sir
Welcome.
Aponar facebook page nai?
আছে Informer Shahed
ভাই আমি এইভাবে করছি হয়না
কেন হবে না ভাই অবশ্যই হয়, আমি তো অনেক গুলি করে দিয়েছি।
আমার ই- লাইসেন্স এপ্রুভ হওয়া ১২ তারিখে তিন মাস হয়ে যাবে । কিন্তু এখনো স্মার্ট কার্ড প্রিন্ট হলো না। আমার ই- লাইসেন্স এ গ্রামের নাম ভুল ভাবে এন্ট্রি করছে। এখন কি আমি এই নিয়মে আমার লাইসেন্সটি সংশোধন করতে পারবেো কি??? এছাড়া আমার এই লাইসেন্সটি হলো প্রফেশনাল লাইট আমি কি এটির সাথে এখন মোটরসাইকেল এড করতে পারব??? দয়া করপ জনাবেন ভাইয়া।
না এই প্যানেল থেকে শুধু মাত্র পুরাতন লাইসেন্স সংশোধন করা যাবে।
@@InformerShahed বিএসপি একাউন্টে প্রবেশ করতে পারতাছিনা
কেন পারছেন না, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
@@InformerShahed সংশোধন হবে না ঠিক আছে। কিন্তু আমি কি এখন এর সাথে মোটরসাইকেল এড করতে পারব না ভাইয়া??? আমার সকল কাগজ আপনার ইমেইলে পাঠাচ্ছি একটু দেখবেন কি ভাইয়া???
@@imbangladeshi.7631 ok, I will see brother
অনুসন্ধান করলে আসে কেন
কি আসে?
ভাই আপনি আমারটা সংশোধন করে দিতে পারবেন
Ok
হয়রানির আরেক নাম ডিজিটাল বাংলাদেশ
😴
08-01-2024
👍