খ্যাতির মাশুল। Khyatir Mashul | ছোটদের নাটক । বিজয়া সম্মেলন ২০২৪
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- 🎭 নাটক: খ্যাতির মাশুল 🎭
৯ থেকে ১৪ বছরের একদল আনকোরা, উৎসাহী কচিকাঁচা “ অষ্টবসু, আই আই টি গৌহাটি” নামের দলের ছাতায় নিবেদন করল রবীন্দ্রনাথ ঠাকুরের “খ্যাতির বিড়ম্বনা” অবলম্বনে নাটক “খ্যাতির মাশুল”। বাংলা ১২৯২ এর মাঘ মাস অর্থাৎ ইংরাজী ১৮৮৬ সনের জানুয়ারী মাসে ২৪ বছরের যুবক রবীন্দ্রনাথের লেখা নাটকটি একটি অপূর্ব স্যাটায়ার এবং তাঁর অন্যান্য রচনার মতই আজও প্রাসঙ্গিক। অষ্টবসুর পরিবেশনায় মূল নাটকটির কাঠামো অপরিবর্তিত রেখে কেবলমাত্র বর্তমান সময়কে প্রতিফলিত করার স্বার্থে কিছু পরিমার্জনা করা হয়েছে।
উকিল দুকড়ি দত্তর বেশ পসার হয়েছে। নাম ডাক ছড়িয়ে পড়ছে চারিদিকে। তাঁর উচ্চাশাও ঊর্ধগামী । কিন্ত খ্যাতিমান হবার মাশুল যে বড় কম নয় তা তিনি আন্দাজ করতে পারেননি । কীভাবে মাশুল দিলেন শ্রী দু কড়ি দত্ত, সেই নিয়েই এই নাটক। কৌতুকের আড়ালে এই নাটক আসলে এক শ্রেনীর তথাকথিত খ্যাতিমান, ক্ষমতাশালীর আসল চেহারা উন্মোচন করে।
নাটকের চরিত্র মোট ৮ টি। মূল চরিত্র উকিল দুকড়ি দত্ত। সঙ্গে আছেন তাঁর সহায়ক ভৃগু। আছেন তাঁর বন্ধু হরশঙ্কর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাঙ্গালীচরণ, প্রথমা, দ্বিতীয়, তৃতীয়া এবং খাতাওয়ালা ।
অভিনয়ে:
দু কড়ি দত্ত: রিও
ভৃগু: গোগোল
কাঙ্গালীচরণ: প্রিন্স
হরশঙ্কর: ঈশান
প্রথমা: গুনগুন
দ্বিতীয়: সার্থক
তৃতীয়া: অর্ণা
খাতাওয়ালা: আদি
আবহ ও শব্দ নির্মাণ: চন্দ্রিমা ও পৌষালী
রূপসজ্জা: পারমিতা
পোশাক নির্বাচন, মঞ্চসজ্জা ও ব্যবস্থাপনা: দীপান্বিতা, চন্দ্রিমা, পৌষালী, প্রতিমা, অনুপমা, পাপিয়া, অর্পিতা এবং অঙ্কিতা
সম্পাদনা: শুভদীপ পাল এবং অনিন্দ্য বসু
নির্দেশনা: অধ্যাপক শুভ্রদীপ ঘোষ এবং সহচরী গোষ্ঠী, আইআইটি গৌহাটি
▶️ দেখতে ভুলবেন না!
লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত আমাদের জানাতে অবশ্যই কমেন্ট করুন।
#খ্যাতির_মাশুল #বাংলা_নাটক #শিশু_নাটক #রবীন্দ্রনাথঠাকুর
#KhyatirMashul #PriceOfFame #RabindranathTagore #BengaliDrama #BijoyaSammelan2024 #IITGuwahati #TeroParbon #ChildrensTheatre #CulturalEvent #DramaPerformance #TheatreForKids #BengaliCulture #TagorePlays #StageDrama #TeroParbonPresents #IITGEvents