Chiltey Roud | Coke Studio Bangla | Season One | Arnob X Ripon (Boga)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 11K

  • @Arnob_official
    @Arnob_official 2 ปีที่แล้ว +25320

    বুদ্ধ পূর্নিমায় আমাদের গান .. গানটা বগার সাথে গাওয়া খুবি কঠিন ছিল.. মন টন খারাপ হয়ে , গলা টলা ধরে .. একাকার অবস্থা !! আশাকরি ভালো লাগবে !

    • @fariyatasnim2976
      @fariyatasnim2976 2 ปีที่แล้ว +163

      ভালোবাসা ভাইয়া

    • @fariyatasnim2976
      @fariyatasnim2976 2 ปีที่แล้ว +76

      @@SBSB272 আপনি ভুল বলেছেন, এটাই অর্ণব এর ইউটিউব চ্যানেল!
      অযথা ভুল তথ্য ছড়িয়ে দেবেন না ।

    • @nabidislam
      @nabidislam 2 ปีที่แล้ว +48

      অনেকদিন পুরে পুরাতন গানে নতুন আবহে কন্ঠ দিলেন, অসাধারণ।

    • @tushersvlog1344
      @tushersvlog1344 2 ปีที่แล้ว +29

      Lots of love arnob da❤️

    • @shuvowahid3724
      @shuvowahid3724 2 ปีที่แล้ว +9

  • @bappamazumderbd
    @bappamazumderbd 2 ปีที่แล้ว +3397

    Another beautiful track from coke studio bangla! Great job done Arnob ! Boga sang beautifully as always. Thanks to the entire team !!!

    • @parthabiswas5980
      @parthabiswas5980 2 ปีที่แล้ว +15

      Next gan Bappa dar chai

    • @nazmulsowd6173
      @nazmulsowd6173 2 ปีที่แล้ว +7

      Dada apnake dekhte chai Coke studio te

    • @ahsanulhaque4811
      @ahsanulhaque4811 2 ปีที่แล้ว +7

      Bappa da, waiting for your song.

    • @tahsinaiyan2110
      @tahsinaiyan2110 2 ปีที่แล้ว +7

      দাদা আপনার অপেক্ষায় থাকলাম

    • @naimhasan4148
      @naimhasan4148 2 ปีที่แล้ว +5

      Why are we not still seeing you in coke studio dear Bappa Mazumder? Very much disappointed not seeing you sir. Hope to see you soon!

  • @SaifZohan
    @SaifZohan 2 ปีที่แล้ว +3148

    বগা তালেব (রিপন) এর গলায় অন্যরকম একটা জাদু আছে। ভাওয়াইয়া গান এর আসল স্বাদটা পাওয়া যায়। সাথে অর্ণবদার অংশটুকু মিলে পুরো '' অর্ণবদ্য '' হয়েছে

    • @babulhossain4504
      @babulhossain4504 2 ปีที่แล้ว +1

      রাইট ভাই

    • @amitmazumder6009
      @amitmazumder6009 2 ปีที่แล้ว +7

      ভাই জানতে চাই উনার নামের সাথে বগা কেন সংযুক্ত

    • @mosabbir007
      @mosabbir007 2 ปีที่แล้ว +56

      বগা চেষ্টা করসে , কিন্তু সেরা মানের ভাওয়াইয়া বগার জন্য গাওয়া অসম্ভব । বগা রাজশাহীর ছেলে। ভাওয়াইয়া একটা হেভিলি একসেন্টেড রংপুর কুচবিহারের ফোক গান । ঘাটতি কোথায় সেটা এই এলাকার মানুষ না হলে বোঝাও কঠিন। শহুরে ভাওয়াইয়া অবশ্য অনেকেই ভালো গায়

    • @maibamrajibsingha3837
      @maibamrajibsingha3837 2 ปีที่แล้ว +1

      Awesome compo.
      Goose bump… missing the beloved ones.

    • @atikislam1429
      @atikislam1429 2 ปีที่แล้ว

      Big fan vi

  • @mdshahanshah9192
    @mdshahanshah9192 ปีที่แล้ว +55

    ও কি একবার আসিয়া সোনার চাঁন্দ মোর যাও দেখিয়া রে🔥আহা কত মধুর আমার বাংলা ভাষা❤️
    বাঙালী হয়ে জন্মে গ্রহণ করে আমি গর্বিত, কারণ যুদ্ধ করে এই বাংলা পেয়েছি,বাংলা ভাষায় কথা বলতে পেরে আমি গর্বিত কারণ অনেক কষ্ট ও যুদ্ধ করে এই বাংলা ভাষা পেয়েছি, এই বাংলা এই বাংলার ভাষা আমরা বাঙালীদের অহংকার অমূল্য সম্পদ,
    বাংলা আমার মাতৃ ভূমি তোমায় অনেক ভালোবাসি❤️🇧🇩

  • @prasenjitc8680
    @prasenjitc8680 2 ปีที่แล้ว +653

    প্রাণ ফালা ফালা হয়ে গেল..... চোখের কোনে জল চকচক করে গেল.... thank you অর্নব ভাই, আর রিপন ভাই.... love from,,, 🇮🇳 India...

    • @thetanzilsarker8524
      @thetanzilsarker8524 2 ปีที่แล้ว

      thanks man

    • @lincerozario4173
      @lincerozario4173 2 ปีที่แล้ว

      Thanks

    • @Daddy-R
      @Daddy-R 2 ปีที่แล้ว +6

      Pura Bangla ak hou. Kew tomader dabai rakhte parbe na. Joi Bangla ❤️

    • @BristyySarkhel
      @BristyySarkhel 2 ปีที่แล้ว +1

      আমি ইউটুবেএ গান শুনাইই,, সবাইই সুনো,আর ভালোও লাগলে এই বোনের পরিবারের সদস্য হও দয়া করে,২০০০---+ বন্ধু হলো, বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧💜💜💜💜💜💜❤️💕

    • @skimran9706
      @skimran9706 2 ปีที่แล้ว

      🇧🇩♥️

  • @TechtothePointTTP
    @TechtothePointTTP 2 ปีที่แล้ว +616

    কিভাবে প্রশংসা করব খুঁজে পাচ্ছিনা। কি লিখব বুঝতে পারছিনা। শেষ কবে এমন অঝোরে কেঁদেছি মনে পড়েনা। আজকের কোক ষ্টুডিওর পরিবেশনা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে। আগে থেকেই অর্নবের ফ্যান ছিলাম, আজ তাকে নতুন করে আবার আবিষ্কার করলাম। আর বগার মত এমন শিল্পীকে কেন এতদিন চিনলাম না, সে জন্য নিজের ওপর অনেক রাগ হচ্ছে। অফুরন্ত ভালবাসা কোক ষ্টুডিও সাথে সংশ্লিষ্ট সবার জন্য।

    • @abdullahalmubin3903
      @abdullahalmubin3903 2 ปีที่แล้ว +7

      আরেহ ওয়াহিদ ভাই যে!

    • @nayemurrahman9723
      @nayemurrahman9723 2 ปีที่แล้ว +2

      ওয়াহিদ ভাই যে!

    • @monisoungkor7399
      @monisoungkor7399 2 ปีที่แล้ว +6

      ওয়াহিদ ভাই, বগা তালেব ভাইয়ের পূবান হাওয়া গানটা শুনে দেখিয়েন। জাস্ট মাস্টারপিস

    • @exploreexperience3716
      @exploreexperience3716 2 ปีที่แล้ว +1

      Swarabanjo Band er Member Boga Taleb. Oder Gaan gula shunte Paren. International Folk Fest Dhaka te first shunsilam Tader gaan. Tarpor thekei fan hoye gesi

    • @khandakermonayem2046
      @khandakermonayem2046 2 ปีที่แล้ว +4

      এই গান থেকে প্রেরণা নিয়ে,পেইড রিভিউ দেওয়া বন্ধ করলে আরো খুশি হব।

  • @chaitanyamajumdar4443
    @chaitanyamajumdar4443 2 ปีที่แล้ว +207

    বার বার ভাবি - কতটা দরদ থাকলে গানের গভীর মর্মে পৌঁছানো যায়! আমার আস্পর্ধা কিসের গানের বিশ্লেষণ করার! সীমাহীন সৌন্দর্য লুকিয়ে রাখা হয়েছে বালিহাঁস - এর কান্নায়। ঝলমলে আকাশ সুরের তানে। কোরাসে লেগেছে কল্পনার বিরাম। আমার ভালোবাসা রইলো।

    • @farhadsabbir7273
      @farhadsabbir7273 2 ปีที่แล้ว +1

      Shotti bolechen Bhaiyaa. GAAN ti bhalo legeche eita shotto kintu comment korbar ar sahosh holo naa apnar comment pore.

    • @anisahossain642
      @anisahossain642 2 ปีที่แล้ว

      আমাদের ভাওয়াইয়া গান..
      Brilliant job. So proud of you.

    • @chaitanyamajumdar4443
      @chaitanyamajumdar4443 2 ปีที่แล้ว

      @@farhadsabbir7273 ❤️

    • @chaitanyamajumdar4443
      @chaitanyamajumdar4443 2 ปีที่แล้ว

      @@anisahossain642 ❤️ একদম দাদা

  • @ayonmukherjee5539
    @ayonmukherjee5539 ปีที่แล้ว +341

    কোনরকম দুঃখ ছাড়াই কাঁদিয়ে ছাড়লে গো, দাদারা!! কী আবেগ, বাপরে!!!
    অসাধারণ!

  • @arponbarua3074
    @arponbarua3074 2 ปีที่แล้ว +208

    বুদ্ধ পূর্নিমায় এ কি অপরুপ সৃষ্টি।এইতো আসল ম্যাজিক।অর্ণবদার কন্ঠের সাথে বগা তালেবের ভাওয়াইয়া,এক শিউরে ওঠা অনুভূতি।
    সকলকে বুদ্ধপূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।

    • @faisalzaman5705
      @faisalzaman5705 2 ปีที่แล้ว +1

      Apnakeo shubhechcha 🥰

    • @provatyraj9057
      @provatyraj9057 2 ปีที่แล้ว +1

      বৌদ্ধ পূর্নিমার শুভেচ্ছা 😊❤️

  • @sunilale1381
    @sunilale1381 2 ปีที่แล้ว +840

    I'm from Nepal..my love goes to all the bengali people. Music has no boundaries. I don't understand a word but I can feel the love and pain of this song. It's like a fine wine.

  • @auroraepiphany9703
    @auroraepiphany9703 2 ปีที่แล้ว +91

    Here is a 37 yo woman from abroad listening Arnob and crying her heart out for her 17 yo self. Life has changed immensely but this song by Arnob still remained the same in her life❤️

    • @sajibsjb
      @sajibsjb 7 หลายเดือนก่อน

      Take care beautiful person.

  • @rududradevdas2993
    @rududradevdas2993 2 ปีที่แล้ว +210

    এখন ভারতীয় সময় ৩:২৫ আর ইউরোপে ১০:৫৫ । আমরা দুজন অন কল আবার গানটা শুনলাম; দূরত্বের কষ্ট চোখে ভেসে উঠলো আবার। আমার ভালোবাসা আমাকে রোদ বলে ডাকে। এই গানটা আমাদের ভালোবাসাকে জন্ম দিয়েছে; আমাদের দূরত্বকে নিকট করেছে। 🥺

    • @hanifsheikh6892
      @hanifsheikh6892 7 หลายเดือนก่อน +1

      বেঁচে থাকুক আপনাদের ভালোবাসা,,ইনশা আল্লাহ ❤
      বাংলাদেশ থেকে শুভকামনা আপনাদের জন্য 🎉❤

  • @biswadeepghosh1914
    @biswadeepghosh1914 2 ปีที่แล้ว +1832

    ষাটোর্ধ্ব বয়সে নতুন করে Romanticism কমই আসে, তবুও এই গানটা শুনে মনে হচ্ছে সেই 20র বয়সে চলে যাচ্ছি, সেই বেদনা, সেই ভালবাসা, ধন্যবাদ অর্নব, বগা,তোমরা যা উপহার দিলে তা অনবদ্য. ভালোবাসা ভারত থেকে

    • @dipudip2570
      @dipudip2570 2 ปีที่แล้ว +20

      Love from Bangladesh ❤️🇧🇩🌿

    • @raiyan6255
      @raiyan6255 2 ปีที่แล้ว +44

      কিছু কমেন্ট পড়লে মনটাই ভাল হয়ে যায়

    • @user-rp2dw2yq2j
      @user-rp2dw2yq2j 2 ปีที่แล้ว +7

      @@raiyan6255 আসলেই..

    • @sanjibmajumdersu2
      @sanjibmajumdersu2 2 ปีที่แล้ว +10

      অনবদ্য গান!তোমাদের পরিশ্রমের ফসল। আমার ভালবাসা নিও।

    • @SharifulIslam-bd1817
      @SharifulIslam-bd1817 2 ปีที่แล้ว +2

      Love from Bangladesh ❤️❤️❤️❤️❤️

  • @learnenglishbybangla
    @learnenglishbybangla 2 ปีที่แล้ว +305

    কোক স্টুডিও এর এই গান নির্বাচনে যারা আছেন তাদের জানতে ইচ্ছে করে। প্রতিটা গানের নির্বাচন, গায়ক নির্বাচন সবকিছুতেই অসাধারণ ভ্যারিয়েশন। ধন্যবাদ আপনাদের। আরেকটি অসাধারণ উপহার।

    • @ahsanulhaque4811
      @ahsanulhaque4811 2 ปีที่แล้ว +6

      Arnob is the curator of Coke studio.

    • @kawsarhamid718
      @kawsarhamid718 2 ปีที่แล้ว

      It's Arnab masterpiece

    • @nishatjahanpromy6092
      @nishatjahanpromy6092 2 ปีที่แล้ว +1

      It's aaaarnooooob!!!!! 💘

    • @swarupdevnath8056
      @swarupdevnath8056 2 ปีที่แล้ว +1

      আমার মনে হয় তাহসানও ভালো ভুমিকা রাখে গান এবং গায়ক নির্বাচনে

    • @mithunpaul1533
      @mithunpaul1533 2 ปีที่แล้ว +2

      Tahsan is nowhere near the creative team. You can check the song description.

  • @deshirongbaaz5836
    @deshirongbaaz5836 2 ปีที่แล้ว +191

    রংপুরের সন্তান হিসেবে ভাওয়াইয়া অংশটির জন্য ধন্যবাদ জানাচ্ছি। কাল এক চিলতে রোদ উঠলে ভিজতে ভিজতে গানটা আবার শুনবো। বুকের ভেতর কোথায় যেন হাহাকার করে উঠলো। সেটা থাকুক। কালকের জন্য পেলেপুষে রাখি।

  • @mrityunjoy135
    @mrityunjoy135 7 หลายเดือนก่อน +34

    ২ বচ্ছর হয়ে গেলো গানটার, প্রথম দিনের মতো আজও শুনলে কখনও চোখ বেয়ে এমনি জল চলে আসে, কখনও হাউ হাউ করে কাঁদি ...
    বেঁচে থাক কোক স্টুডিও বাংলা, বেঁচে থাক অর্ণব, বেঁচে থাক বগা....
    আর এ ভাবেই বেঁচে থাক আমাদের ছোট ছোট আবেগ গুলো

    • @marufasaied116
      @marufasaied116 7 หลายเดือนก่อน +1

      জি ভাই

  • @AbdurRahim-ve4xw
    @AbdurRahim-ve4xw 2 ปีที่แล้ว +424

    প্রবাসে আছি। স্ত্রী গানটা পাঠালো।
    কলিজা ছিড়ে যাচ্ছে, চোখ ভেসে যাচ্ছে।
    ধন্যবাদ ভাই।❤️😓

    • @BristyySarkhel
      @BristyySarkhel 2 ปีที่แล้ว +1

      আমি ইউটুবেএ গান শুনাইই,, সবাইই সুনো,আর ভালোও লাগলে এই বোনের পরিবারের সদস্য হও দয়া করে,২০০০---+ বন্ধু হলো, বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧💜💜💜💜💕

    • @nashitazaman6129
      @nashitazaman6129 2 ปีที่แล้ว +4

      Your wife is lucky then🌼

    • @nasirKhan-zk3dh
      @nasirKhan-zk3dh 10 หลายเดือนก่อน

      😢

    • @abdurrazzaque2200
      @abdurrazzaque2200 7 หลายเดือนก่อน

      আপনার অনুভূতির সঙ্গে একমত পোযন করছি।

    • @sajibsjb
      @sajibsjb 7 หลายเดือนก่อน

      @@abdurrazzaque2200onubhuti er sathe sohanubhuti prokash kora jai, Ekmot ba oikyamotto na

  • @tarekmahamud5028
    @tarekmahamud5028 2 ปีที่แล้ว +436

    আমার জন্মদাত্রী মা তার একমাত্র ছেলেকে ২ মাস বয়সে রেখে চলে গেছেন পরপারে। সেই ২ মাস বয়সী শিশু আজকের ২৫ বছরের এই আমি। গানটার মাধ্যমে আমার আকুতি প্রকাশিত হয়েছে মা যেন একবার এসে এই আমাকে একটু দেখে যায়!😢 গানটার কথার সাথে আমার জীবনের গল্প মিলে গেছে।

    • @imranhasan2856
      @imranhasan2856 2 ปีที่แล้ว +22

      আপনার মায়ের জন্য অনেক দোয়া থাকলো ভাই। আল্লাহ উনাকে জান্নাতে নসিব করুন এই দোয়ায় করি।
      আর আপনিও যেন একদিন জান্নাতে গিয়ে মায়ের আদর নিতে পারেন সেই দোয়া করি। আপনাদের দেখা যেন আবার জান্নাতেই হয়।

    • @tarekmahamud5028
      @tarekmahamud5028 2 ปีที่แล้ว +1

      @@imranhasan2856 ❤️❤️❤️

    • @romjanali78910
      @romjanali78910 2 ปีที่แล้ว +13

      গানটি যতটা আমার হৃদয় স্পর্শ করেনি তার চেয়েও বেশি স্পর্শ করেছে আপনার কথাটি। আল্লাহ্ সহায় হোক।

    • @tarekmahamud5028
      @tarekmahamud5028 2 ปีที่แล้ว

      @@romjanali78910 😔❤️

    • @Al-Amin23
      @Al-Amin23 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @abantisithi1324
    @abantisithi1324 2 ปีที่แล้ว +515

    আহা রে .. ❤️
    Kudos to the entire team 🙏🏻

    • @abirakbar8885
      @abirakbar8885 2 ปีที่แล้ว +6

      Waiting for your song in coke studio 💗

    • @Adrit_D
      @Adrit_D 2 ปีที่แล้ว +3

      Want to see u on this stage like Ritu Raj 😕.

    • @amazuddinraihan1176
      @amazuddinraihan1176 2 ปีที่แล้ว +4

      আপনাকে কখন যে দেখবো ☹️

    • @sanatonray4698
      @sanatonray4698 2 ปีที่แล้ว +4

      আপনার গ্লাসের জাদু দেখতে চাই।এখানে

    • @anikmajumder821
      @anikmajumder821 2 ปีที่แล้ว +2

      Coke studio bangla te Abanti sithi di ke cai😍😍

  • @amitnath1251
    @amitnath1251 ปีที่แล้ว +58

    রিলিজ হওয়ার পর থেকে প্রতিদিন রাতের ধোঁয়া, এক বুক হতাশা, অবিরাম গড়িয়ে পড়া চোখের জলের সাথে এই গানটাও হয়ে উঠেছে সঙ্গি।

  • @shifatmahmud9605
    @shifatmahmud9605 2 ปีที่แล้ว +846

    আমার বাসা রংপুর, ভাওয়াইয়া গানের অঞ্চলের মানুষ। বয়স কম, নিজেকে মডার্ণ ভাবি। ভাবতাম এ যুগে কে ভাওয়াইয়া শোনে, ভাওয়াইয়াকে শুধুমাত্র আমার এলাকার ঐতিহ্য হিসেবেই দেখতাম, কখনো ভালোবাসিনি। আজ কোক স্টুডিও আমার ঐতিহ্য কে ভালোবাসতে শিখিয়েছে🖤

    • @delexP
      @delexP 2 ปีที่แล้ว

      ভালো লাগলো

    • @liptosarker
      @liptosarker 2 ปีที่แล้ว +1

      100/100,,,
      Vallagce vai,,,,,
      আসলেই ভালোবাস্তে সিখালো নুতুন করে ভাওয়াইয়া কে,,,❤️

    • @uttombissas6184
      @uttombissas6184 2 ปีที่แล้ว +2

      onek onek onek sundor ganta sunle sorir siure ote,i ❤️ this song

    • @mdyasirabrarrupak1386
      @mdyasirabrarrupak1386 2 ปีที่แล้ว

      💟💟💟💟

    • @rabbiulhasan3589
      @rabbiulhasan3589 2 ปีที่แล้ว +2

      ভাওয়াইয়া আমার ১নম্বর পছন্দের গান। এক গান শতবার হাজার বার শুনলেও মন ভরে না।

  • @aniketbhaduri5798
    @aniketbhaduri5798 2 ปีที่แล้ว +73

    মুগ্ধতার ভাষা খুঁজে পাচ্ছি না! বেঁচে থাক বাংলা গান, বেঁচে থাক বাংলার লোকসঙ্গীত, বেঁচে থাক দুই পাড়ের মানুষের গান কে ঘিরে আবেগ ও ভালোবাসা।

  • @alaminrazu4003
    @alaminrazu4003 2 ปีที่แล้ว +70

    গানটা যে কতশত মানুষের ফেভারিট প্লে লিস্ট এ থাকবে তা বলার অপেক্ষা রাখেনা।এই ভয়ংকর সুন্দর, কি সুর,কি আবেগময়,কি আকুল আবেদন। শুধু এখনকার জন্যই গানটি ফেভারিট না,আজকের পর ৫০ বছর পরও নতুন প্রজন্মরা গানটি শুনবে। আর আমাদের অর্নব, বগাদের কম্বিনেশন, মিউজিক, কাজ দেখে কতই না অবাক হবে।

  • @sumonmohonto354
    @sumonmohonto354 2 ปีที่แล้ว +577

    যেখানে আমরা ভারতের পশ্চিমবঙ্গবাসী ক্রমাগত বাংলা সংস্কৃতিকে ভুলে যাচ্ছি সেখানে বাংলাদেশ এত সুন্দর ভাবে বাংলা সংস্কৃতি , বাঙালি কবি সাহিত্যিকদের সংরক্ষণ করছে, এটা দেখেই খুব ভালো লাগছে.... এ ভাবেই এত সুন্দরভাবে বেঁচে থাকুক বাংলা সংস্কৃতি....... ❤😊
    16K

    • @mustarah9457
      @mustarah9457 ปีที่แล้ว +22

      কলকাতায় এত উদারমনা মানুষ আছে দেখে ভালো লাগলো। ভালবাসা নিবেন।

    • @rakibulhasannepohasannepo
      @rakibulhasannepohasannepo ปีที่แล้ว

      @@mustarah9457 bhvk

    • @RAKlBUL
      @RAKlBUL ปีที่แล้ว +5

      Copy paste comment koren koren kan?

    • @iftekharkalam3393
      @iftekharkalam3393 ปีที่แล้ว +5

      bhai amra boro hoichi SHOMORSH... SHIRSHENDU PORE.... KOLKATA R EI OBOSTHA ONLY BECAUSE THEY ARE NOT INDEPENDENT COUNTRY.... GET স্বাধীনতা..... ITS IMPORTANT.... OTHER WISE KHAMOKHA ...HA HUTASH KOREN NA .....

    • @bidisha.biswas
      @bidisha.biswas ปีที่แล้ว +1

      Ekdom amr moner kotha bollen ❤

  • @d.b.durjoy9143
    @d.b.durjoy9143 2 ปีที่แล้ว +733

    এ যেন সিদ্ধার্ত গৌতমের সংসার ত্যাগের দৃশ্য। অপূর্ব সুন্দর স্ত্রী যশোধরা, ঘুমন্ত পুত্র রাহুল এবং একটা পুরো সম্রাজ্যের মোহ ত্যাগ করে যাওয়ার সেই দৃশ্য গানের কথায় ফুটে উঠছে। সকলকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ❤️

    • @shahhamza1991
      @shahhamza1991 2 ปีที่แล้ว +8

      শুভেচ্ছা

    • @SkrezaStudio
      @SkrezaStudio 2 ปีที่แล้ว +3

      💌

    • @d.b.durjoy9143
      @d.b.durjoy9143 2 ปีที่แล้ว +2

      @@shahhamza1991 ধন্যবাদ ভাইয়া

    • @saranVai
      @saranVai 2 ปีที่แล้ว +1

      @@d.b.durjoy9143 bah
      \

    • @d.b.durjoy9143
      @d.b.durjoy9143 2 ปีที่แล้ว

      @@saranVai 😌

  • @AnikBarua
    @AnikBarua 2 ปีที่แล้ว +103

    "ও কি একবার আসিয়া" বলে যখন টান দেয় তখন মনে হয় কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এত মায়া এত মমতা দিয়ে সুর তোলা আপনাকে ভালো বাসতেই হবে। একেই বলে পরানের গহিনের ভিতরের গান। গুরু অর্ণব আপনাকে প্রণাম 🙏। কোক স্টুডিও পুরো টিমকে শুভ বুদ্ধ পূর্ণিমা।জগতের সকল প্রাণী সুখী হোক।

  • @tahmidpng
    @tahmidpng 2 ปีที่แล้ว +2573

    ফুল সাউন্ডে শুনতেসিলাম, আব্বু এসে আব্বাসের সময়ে এই গান কেমন ফেমাস ছিলো ওইগুলো কাহিনি শুরু করলো। থ্যানক্স কোক স্টুডিও বাপ-বেটা একসাথে শোনার মত গান উপহার দেওয়ার জন্য🖤

    • @souherdosadman2591
      @souherdosadman2591 2 ปีที่แล้ว +11

      Luckyy❤️❤️

    • @tayasma6742
      @tayasma6742 2 ปีที่แล้ว +9

      এটা কি আব্বাসের গান?

    • @drRownakJahan
      @drRownakJahan 2 ปีที่แล้ว +21

      আমি আব্বাস উদ্দিনের ভার্সন টা আব্বুর সাথে শুনছিলাম অনেক আগে। প্রায় প্রায় শুনতাম। ওইটাতে যে ফিল পাই, সেই রকম ভালোলাগা আসেনা

    • @tayasma6742
      @tayasma6742 2 ปีที่แล้ว

      @@drRownakJahan 🥰

    • @tahmidpng
      @tahmidpng 2 ปีที่แล้ว

      @@souherdosadman2591 haee bhai💞

  • @arupkumar6840
    @arupkumar6840 ปีที่แล้ว +22

    This is a masterpiece by Coke Studio. Special thanks to Arnob. If you are not there, we never get this masterpiece. When you say "রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি", I think a million eyes are filled by tears....

  • @Stritrek
    @Stritrek 2 ปีที่แล้ว +758

    My grandfather used to sing that song a long ago, while putting me to sleep. He died 7 years ago.... but I'm crying so bad.....
    "ওকি একবার আসিয়া
    সোনার চান্দ মোর যাও দেখিয়া রে"
    love that song.... (Still crying for him)

    • @gamecitywithme220
      @gamecitywithme220 2 ปีที่แล้ว +13

      I am so sorry for you sir this song reminds me of my best friend😭😭😫

    • @kobiasaduzzamananis2133
      @kobiasaduzzamananis2133 2 ปีที่แล้ว +2

      Sorry for u bruh ♥️

    • @Stritrek
      @Stritrek 2 ปีที่แล้ว

      @@kobiasaduzzamananis2133 thanks

    • @mohuamatin9639
      @mohuamatin9639 2 ปีที่แล้ว +2

      May Allah grant your grandpa Jannah

    • @lrjshanto9746
      @lrjshanto9746 2 ปีที่แล้ว +1

      same to bro🎶

  • @aronnokshobuj
    @aronnokshobuj 2 ปีที่แล้ว +289

    ঢাকায় ছোট থেকে বড় হলেও আমাদের অরিজিন রংপুরের। গানটা ছাড়ার সাথে সাথে আব্বু এসে বগাদার সাথে গানের কলি গুলো গাইলেন। ধন্যবাদ কোক স্টুডিও ❤️❤️

    • @sagarbasak9001
      @sagarbasak9001 2 ปีที่แล้ว

      আবার আসবেন রংপুরে❤️

    • @nayan2563
      @nayan2563 2 ปีที่แล้ว +2

      আমার বাড়িও দিনাজপুরে 💗🙏🚩

    • @aronnokshobuj
      @aronnokshobuj 2 ปีที่แล้ว +1

      @@nayan2563 আমাদের সেতাবগঞ্জ ❤️❤️

    • @MdMamun97
      @MdMamun97 2 ปีที่แล้ว +1

      আমার কুড়িগ্রাম

    • @emonray5956
      @emonray5956 ปีที่แล้ว

      From Lalmonirhat ❤️❤️

  • @Swastika_mimi
    @Swastika_mimi 2 ปีที่แล้ว +143

    চেনা, অচেনা গানগুলোর সঙ্গে এত দক্ষ গায়ক, গায়িকাদের স্থান দিয়েছো কোক স্টুডিওতে, এখানেই সার্থকতা অর্ণব দা তোমার। কোক স্টুডিও এগিয়ে যাক, কোটি কোটি মানুষের মন জয় করুক। বাংলা গান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। অনেক ভালোবাসা পশ্চিমবঙ্গ থেকে পুরো টিমের জন্য। ❤

  • @kamrulhasan-cd4kj
    @kamrulhasan-cd4kj 2 ปีที่แล้ว +89

    এই গান টা বারবার স্কিপ করে চলে যাই। এত ভয়ংকর সুন্দর আবেগ নেয়ার সাহস হয় না!!!!

    • @jafrinjara4267
      @jafrinjara4267 2 ปีที่แล้ว

      Ekbar sahos kore sunei dekhen na😇

    • @taslamazaman3060
      @taslamazaman3060 10 หลายเดือนก่อน +3

      একদম মনের কথা বললেন ভাইটি। এই গানটা সচরাচর শুনতে সাহস করি না। কারন জানি শুনলে এমন এক দুঃখের স্রোত খুলে যাবে, যেটা বন্ধ করার সাধ্য নেই।

  • @yeasinparvez6892
    @yeasinparvez6892 2 ปีที่แล้ว +131

    রংপুরের মানুষ হিসেবে ভাওয়াইয়া শুনলেই একটা অন্যরকম অনুভূতি হয়।
    আর দাদার কথা নাইবা বললাম সব মিলায় অসাধারণ 🌻

  • @tylerpalefsky5913
    @tylerpalefsky5913 2 ปีที่แล้ว +1473

    Bangla songs are honestly the best, I'm american who can't speak bangla. But I still love and appreciate these beautiful songs!
    🇺🇸 ❤️🇧🇩

    • @asifmohammad7249
      @asifmohammad7249 2 ปีที่แล้ว +24

      Thanks for the appreciation… we Bangladeshi love American songs as well. A lot!!!

    • @2b_honest
      @2b_honest 2 ปีที่แล้ว +22

      বাংলা আমাদের মাতৃভাষা । আর এই বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করতে প্রস্তুত।। ❤️

    • @rabbychowdhury4742
      @rabbychowdhury4742 2 ปีที่แล้ว +7

      🇧🇩❤️🇺🇲

    • @litonsarker862
      @litonsarker862 2 ปีที่แล้ว +7

      Thanks much for your appreciation about Bengali songs @Tyler

    • @dhimanchakraborty1283
      @dhimanchakraborty1283 2 ปีที่แล้ว +2

      Thank You so much Tyler 🖤

  • @sagardash2302
    @sagardash2302 2 ปีที่แล้ว +53

    পাঁচটা টিউশনি শেষ করে মাথা হ্যাং হয়ে গিয়েছিল।
    বাসায় এসে দেখি নটিফিকেশন, নতুন গানের।
    ইয়ারফোন লাগিয়ে শুনতেছি এখন দশম বার চলছে।
    আজকে ঘুমানোর আগ পর্যন্ত চলবে।
    Love you ARNOB and RIPON dada

  • @amiyamohanta2653
    @amiyamohanta2653 ปีที่แล้ว +9

    গানটি যতবারই শুনি মনটা কেমন যেন ভেঙে যায়,চোখদুটি ভিজে আসে।অদ্ভুত এক মায়া জড়ানো গানটি। রনিত আমার খুব কাছের বন্ধু,ও আমাকে এই গানটি প্রথম শুনিয়েছিল।যখনই গানটি শুনি রনিতের কথা খুব মনে পড়ে।

  • @mohammadsi678
    @mohammadsi678 2 ปีที่แล้ว +111

    এই ভাওয়াইয়া গান শুনে দেশ থেকে বহুদূরে থেকেও মনে হচ্ছে দেশের মাটির গন্ধ পেলাম| অন্তরে শিহরণ জাগে! খুবভালো কম্পোজিশন হয়েছে অর্ণব ভাই! অনেক ধন্যবাদ

  • @goldbangla7956
    @goldbangla7956 2 ปีที่แล้ว +40

    মালাইশিয়া থেকে বলছি মালাই ভাষা শুনতে শুনতে কান টা জ্বালা পালা হয়েগেছে সারাদিন কাজ শেষে যখন রুমে শুয়ে বাংলা গান শুনি তখন প্রাণটা আমার জুড়িয়ে যায়।মায়ের ভাষা আমার ভাষা বাংলা ভাষা
    বাংলা ভাষা।

  • @roysudipto6520
    @roysudipto6520 2 ปีที่แล้ว +54

    OMG! কি অনবদ্য, কি চমৎকার! বান্দরবান এর কোন এক পাহাড়ে বসে গান টা শুনলাম। এ এক অসামান্য অনুভূতি যা এই ফোনের কিবোর্ড এ লিপিবদ্ধ করা সম্ভব হয়তো না। গান শেষে দেখি চোখ ভিজে গেছে অনেক আগেই। আজ অনেক বছর হয় আমারদের দেখা হয় না
    This is an angelic Symphony

  • @durjoybarua5341
    @durjoybarua5341 ปีที่แล้ว +18

    "থাহুক মন তোর দেবার থুবার
    দেখাই পাওয়া ভার রে", কি যে ব্যাথা আর ব্যাকুলতা এই লাইনগুলোয়। নিতে পারি না আমি।

  • @poddopata2877
    @poddopata2877 2 ปีที่แล้ว +62

    অর্ণব'দার মন টন খারাপ হওয়া, গলা টলা ধরে যাওয়া আর বগা'দার বুকে ধাক্কা দিয়ে সুখের মতো ব্যথা ছড়িয়ে দেয়া- দুর্দান্ত এক সঙ্গত। এই সবটাকে সোনায় সোহাগা করেছে দুর্ধর্ষ আবহ সঙ্গীতায়োজন। খুব খুব উপভোগ্য একটা উপস্হাপনা। গোটা টিমকে অভিবাদন :)

  • @niloy172
    @niloy172 2 ปีที่แล้ว +171

    টানা তিনবার শুনলাম,এখনো গায়ে কাঁটা দেয়া। অর্ণব,আপনি হারিয়ে যাবেন না,আপনাকে এই ভরাডুবি হওয়া
    বাংলা সংগীত জগতের ভীষণ প্রয়োজন।

    • @imrulehsan
      @imrulehsan 2 ปีที่แล้ว

      So true

    • @nihalroy4196
      @nihalroy4196 2 ปีที่แล้ว

      So True!

    • @rafirafa171
      @rafirafa171 2 ปีที่แล้ว

      arnob da asa tai bangla gan suni tar voice just wow .. arnob da tmr ak pagol vokto ami

  • @mostafizurrahmansafy3849
    @mostafizurrahmansafy3849 2 ปีที่แล้ว +897

    গ্রাম আর শহর, কিন্তু প্রেমের অনুভূতিগুলো একইরকম! একজন কাঁদছে প্রিয়কে দেখার জন্য, আরেকজন কাঁদছে আর বলছে আমাকে দেখে যাও!! অসাধারণ গানের লিরিক্স! নাগরিক উপমাগুলো যতোটা বুকে দাগ কাটছে, গ্রামের বালিহাঁস, সোনার চান্দ একই অনুভূতি তৈরি করছে। অসাধারণ অসাধারণ

    • @ruhialjallad
      @ruhialjallad 2 ปีที่แล้ว +25

      আপনার এই বিশ্লেষণটি বেশ বিচক্ষণ। পড়ে বেশ ভালো লাগলো।

    • @pamora3515
      @pamora3515 2 ปีที่แล้ว +1

      Great 👍

    • @dr.artistic1985
      @dr.artistic1985 2 ปีที่แล้ว +1

      Well said

    • @anuruddra5080
      @anuruddra5080 2 ปีที่แล้ว +1

    • @hawladersaiful6569
      @hawladersaiful6569 2 ปีที่แล้ว +6

      আপনার লিখার জন্য গানটা বেশি ভালো লাগলো

  • @Musical_amit
    @Musical_amit ปีที่แล้ว +164

    আমি ত্রিপুরার মানুষ বাংলার লোক গান গুলো গেয়ে থাকি,
    বাংলাদেশ এর এই সব গান গুলো শুনলে মনে হয় বাংলাদেশ চলে যাই,
    কি দারুন গান ভাই
    ❤❤❤❤❤
    lots of love from INDIA❤️

    • @mdalhazbadhon4954
      @mdalhazbadhon4954 ปีที่แล้ว +4

      Chole ashen vai ❤️

    • @Abhi-sq2oi
      @Abhi-sq2oi ปีที่แล้ว +1

      Jaao bhai chole jao

    • @tauhidchowdhury5029
      @tauhidchowdhury5029 ปีที่แล้ว +8

      এ গানগুলো বাংলাদেশেই ভাল হয় । মাটির টান থেকে ভাবটা আসে ।

    • @itachiuchiha3826
      @itachiuchiha3826 ปีที่แล้ว +5

      chole asho bhai ghure jaw…Dekhe jaw ei bangla ke…

    • @Abhi-sq2oi
      @Abhi-sq2oi ปีที่แล้ว

      Nijer desh chara abar jabo oi banglai jah amaderi daan 🌞🚀

  • @kristytupur
    @kristytupur 2 ปีที่แล้ว +46

    Me and my teenage daughter watched this one together. And we both are absolutely blown away. I think this is the biggest achievement of Coke Studio. Bringing generations together to awesome music. Hats off Arnob & team! 😍😍😍😍

  • @pritambarua8334
    @pritambarua8334 2 ปีที่แล้ว +76

    This song remind me of Gautama Buddha and his wife Yashadhara. where Buddha left far behind everything to know the world,to know the truth of nature on the other side Yashadhora was like please come back i need you. Thanks for such a soulful concept.

  • @dr.jyotidas3034
    @dr.jyotidas3034 2 ปีที่แล้ว +139

    না, চোখের জল আটকে রাখা গেল না...!
    এক একটা গান আসে...আর পরের টার অপেক্ষা করি...এর মাঝে এগুলো শুনেই যেন বেঁচে থাকি...!...অসাধারণ....💖💖

    • @pintugmc2412
      @pintugmc2412 2 ปีที่แล้ว

      Same to you!

    • @Nahid_Hasan_Pingku
      @Nahid_Hasan_Pingku 2 ปีที่แล้ว

      অসাধারণ ❤️

    • @anirbanacharjya9663
      @anirbanacharjya9663 2 ปีที่แล้ว

      জী। দারুণ বলেছেন।💐

    • @VogolMaster
      @VogolMaster 2 ปีที่แล้ว

      গত তিন বছরের কান্না আজ রাতে.....

  • @amitnath1251
    @amitnath1251 ปีที่แล้ว +13

    চোখদুটো খুব পড়ছে মনে এই কথাটা কেমনে বলি????????????😭😭😭
    এই মাঝরাত! সারাদিনের ক্লান্তি! বালিশ চাদর এপাশ ওপাশ!! কানে হেডফোন! ছটফটানি! এই গান!!!
    চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে পড়া
    এইসব এইসব কিছুই একতরফা ভালোবাসার ফল! কোন এক জন্মে করে আসা পাপের ফল!
    😭

    • @muhammadhossain3905
      @muhammadhossain3905 ปีที่แล้ว

      7 bosor hoe gelo tar samne die hete shey amake chintei pare na 😅

  • @mahmudulhasnat1077
    @mahmudulhasnat1077 2 ปีที่แล้ว +156

    এইতো আমার গান , এইতো আমার সত্তা , আমার identity ,,,,,,,এইসবই coke sudio বাংলাকে কে আলাদা করবে , লালন , নজরুল , ভাওয়াইয়া , ভাটিয়ালী , জারি , সারি , কবিগান ,ছেঁচড় গান , জাগের গান , , জাওয়া গান , ঝুমুর গম্ভীরা , হাপু গান আবার নতুন রূপে ফিরে আসুক ।

    • @anirbanacharjya9663
      @anirbanacharjya9663 2 ปีที่แล้ว +4

      জী একদম দারুণ কথা বলেছেন ।

    • @whateverwherever3023
      @whateverwherever3023 2 ปีที่แล้ว

      Apnar sathe AK moth puson korchi. Bangladeshi hisebe aitai Amar ostittoi.

  • @tasirlohanihridoy7438
    @tasirlohanihridoy7438 2 ปีที่แล้ว +82

    অপেক্ষায় ছিলাম কবে কোক স্টুডিয়ো বাংলা আমাদের রংপুরি ভাষার ভাওয়াইয়া গান পরিবেশন করবে। আমার নিজের মাতৃভাষা মানে রংপুরের ভাওয়াইয়া অংশটা শুনে অসাধারণ লাগলো। নিজেকে গর্বিত লাগছে। ভাওয়াইয়ার পুরান স্বাদ ৬০ ভাগই দিয়েছে বগা রিপন ছেলেটা।

  • @Liyon24
    @Liyon24 2 ปีที่แล้ว +88

    রেতের বেলায় একলা এখন
    জিরোচ্ছে সব শহরতলি
    চোখ দু'টো খুব পরছে মনে
    এই কথাটা কেমনে বলি!!?
    বুকে এসে লাগছে লাইন টা❤️🙂

  • @bariizlam638
    @bariizlam638 ปีที่แล้ว +6

    ive heard this song a 1000 times already.. Ripon (Boga's) er golaye eto dorod....eto maya aar abeg diye gaan ta gaise...i'm speechless....and Arnob is amazing as usual..backing vocals o khubi shundor...amazing track!!! loved it guys!! thanks for producing such a beautiful medley!!

  • @pratimroy4995
    @pratimroy4995 2 ปีที่แล้ว +33

    এত দরদ ও যত্ন সহকারে সঙ্গীত পরিবেশন করতে খুব অল্প সংখ্যক মানুষই পারেন, আপনাদের প্রণাম জানাই। অপূর্ব, অনবদ্য। বুদ্ধ পূর্ণিমার দিন এমন বেদনাপূর্ণ অথচ স্নিগ্ধ গান শুনে যেন মনের সমস্ত গ্লানি দূর হয়ে গেল। সানাইবাদক কেও অভিবাদন জানাই।

  • @anwarpasha861
    @anwarpasha861 2 ปีที่แล้ว +92

    চিলতে রোদে আর ভাওয়াইয়া! একদিকে শহরতলী আরেকদিকে গ্রাম! কিন্তু আবেগ তো একই! আহহ অসাধারণ সমৃদ্ধ! ৬+৬ = ১২ ঘন্টা জার্নিতে প্লে লিস্টে শুধু এই একটা গানই ছিলো। কত্ত বার যে শুনেছি তার হিসেব নাই! ধন্যবাদ অর্নব এবং বগা এতো সুন্দর গান উপহার দেয়ার জন্য! ❤️

  • @nasimahmed9862
    @nasimahmed9862 2 ปีที่แล้ว +27

    When Arnob says “রোজ সকালে পড়ছে মনে,এই কথাটা কেমনে বলি"
    Damn! Felt this..🙂❤️

  • @Mugdhaart676
    @Mugdhaart676 ปีที่แล้ว +10

    এই গানটা শুনে কার কেমন অনুভুতি হয় আমি জানি না।আমি এই গানটা শুনে শুধুই আমার কন্যা(মিলি) কে অনুভব করি।আমার চোখের জল কখন গাল বেয়ে আমাকে ভাসিয়ে নিয়ে যায়,বুঝতেই পারিনা।আমার মিলি পড়ালেখার জন্য গত চার বছর ধরে আমার থেকে অনেক দুরে 😢

    • @shimumoy
      @shimumoy ปีที่แล้ว

      মিলি ভাল থাকুক,নিরাপদে থাকুক ❤️

  • @abedasultana655
    @abedasultana655 2 ปีที่แล้ว +88

    বাবার চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বড় হয়েছি। শৈশব কেটেছে রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। গানের মতই সুন্দর মানুষ গুলো। এত সুন্দর। সানাই, বাঁশি,গিটার,কন্ঠ সবমিলিয়ে কি অসাধারণ।

    • @sagarbasak9001
      @sagarbasak9001 2 ปีที่แล้ว +1

      আবার আসবেন আমাদের রংপুরে❤️

    • @hussainsaddam6330
      @hussainsaddam6330 2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ... কুড়িগ্রাম এর মানুষের পক্ষ থেকে ❤️

    • @abedasultana655
      @abedasultana655 2 ปีที่แล้ว

      @@hussainsaddam6330 আমার সবচেয়ে প্রিয় শহরের একটি হলো কুরিগ্রাম।

    • @abedasultana655
      @abedasultana655 2 ปีที่แล้ว +1

      @@sagarbasak9001 অবশ্যই

    • @sagarbasak9001
      @sagarbasak9001 2 ปีที่แล้ว +1

      @@abedasultana655 সর্বদা স্বাগতম❤️

  • @subhasish8329
    @subhasish8329 2 ปีที่แล้ว +156

    অর্ণব দা তো বরাবরের প্রিয় । দুই বাংলা মিলিয়ে অর্ণবদার মত ট্যালেন্টেড Musician নেই সেটা বারংবার বলি । তবে মুগ্ধ করলো এই ক্ষেত্রে বগা ❤️ শেষ এক মাসে মনে হয় গানটা ১০০০ বার শোনা হয়ে গেছে বিচ এর ধারে বসে । গানের প্রতিটা কথা যেন অনুভব করতে পারছি । ভালো মন ও খারাপ হয়ে যাচ্ছে এক নিমিষে, কাঁদতে ইচ্ছে করছে । কিন্তু তারপর ও আবার শুনছি 🌸
    টরন্টো, কানাডা

  • @shetolsstudio6936
    @shetolsstudio6936 2 ปีที่แล้ว +60

    অর্ণব আপনাকে বলছি,চিলতে রোদ আপনি যেভাবে গাইলেন এটা অসাধারণ এক অনুভুতির জন্ম দিল বহুদিন পর। এতো আধুনিক সুরের সাথে আপনি যেভাবে রাম প্রসাদির সুর ঢোকালেন এবং অবলিলায় গেয়ে গেলেন এটা আমি আগে কখনও শুনিনি।বাংলা গানকে আপনি যে মাত্রায় পৌছে দিলেন অনেকদিন পর সেটা আমার কাছে বিরল হয়ে থাকবে আজীবন। সাথে ভাওয়াইয়ার যে মিশ্রণ সেটাও অন্য এক জগতে নিয়ে গেলো গানটাকে।এক কথায় তুলনাহীন।জয় হোক আপনার জয় হোক বাংলা গানের।জয় গুরু।

  • @moments_of_lifeB
    @moments_of_lifeB ปีที่แล้ว +41

    Why our Bengali songs are this much amazing? 🥹💞 Literally got goosebumps.

  • @nilakash9619
    @nilakash9619 2 ปีที่แล้ว +57

    আধুনিক গানের সাথে ভাওয়াইয়ার মিশেলটা মনে হয় এই প্রথম কোনো এক্সপেরিমেন্ট আমাদের বাংলা গানের জগতে। বৌদ্ধ পূর্ণিমার রাতে দারুণ উপভোগ্য একটি গান ❤️

  • @xamiekhan
    @xamiekhan 2 ปีที่แล้ว +85

    গানটাতে কে কাকে নিয়ে ভাবছেন জানিনা তবে আমার মা মারা গেছেন গত ডিসেম্বরে। আমি প্রতিদিন সকালে উঠে বোকার মতো সোফায় চা নিয়ে বসে থাকি আর প্রতিক্ষণে মনে পড়ে যদি আর একবার বসে কথা বলতে পারতাম। এই গানটা শুনার সাথে সাথে চোখ দিয়ে পানি চলে এসেছে।

  • @tonmoydas3850
    @tonmoydas3850 2 ปีที่แล้ว +137

    বাংলা গানের মতো এতো হৃদয়স্পর্শতা, মাধুর্য্য, দরদ কোথাও পাওয়া যাবেনা। কোথাও না...

  • @hasnathkhondokar6226
    @hasnathkhondokar6226 2 ปีที่แล้ว +6

    মনটা বিষন্ন হয়ে যায়। গানটা তো ....কোন কমেন্ট করার যোগ্যতা নেই। এটা অনুভূতিতেই থাক। গানের সঙ্গে অতিরিক্ত পেলাম শ্রোতাদের মন্তব্যগুলো । একটা গান মানুষের অনাভূতিতে কতটা দাগ কাটে, মানুষ কতটা নস্টালজিয়ায় ভোগে।

  • @motiurr823
    @motiurr823 2 ปีที่แล้ว +28

    নিজের অজান্তেই কান্না করে ফেললাম। রিপন ভাই এর কাতর কন্ঠে প্রেমিকাকে পাওয়ার আর্তনাদ সত্যি অসাধারণ ছিল।হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার মতো গান। মানে এ গান সম্পর্কে বলার মতো ভাষা পাচ্ছি না।যা বলবো তাতেই কম হয়ে যাবে।

  • @Swarobanjo
    @Swarobanjo 2 ปีที่แล้ว +395

    বগা আমাদের ঘরের লোক বলে বলছি না, কোক স্টুডিওর এই পর্যন্ত সবচেয়ে পরিমিত এবং শ্রুতিমধুর গানটি হয়েছে 'চিলতে রোদ'।
    বগা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিল। আগামীতে তাকেই তার স্ট্যান্ডার্ড যেমন ডিঙাতে হবে, তেমনি অন্য শিল্পীদেরও তার স্ট্যান্ডার্ডকে ডিঙাতে হবে বলে আমাদের মনে হয়। স্বরব্যাঞ্জোর পক্ষ থেকে শুভেচ্ছা।

    • @hani222
      @hani222 2 ปีที่แล้ว +2

      যে যার মতো সেরাটা দেয়৷ সবারই আলাদা আলাদা ফ্যান আছে। সবাইকে নিয়েই এগিয়ে যাক।

    • @musafirboy6650
      @musafirboy6650 2 ปีที่แล้ว +7

      আব্বাস উদ্দিনকে ১০০% ফলো করা উচিত ছিলো। ঐ সুরে আরো appeal ছিলো। তার পরও এপর্যন্ত এটাই বেস্ট আমার কাছে।
      আর সানাই টা না থাকলে বারবার আমার লোম খাড়া হতো না।

    • @sujaybaidya1606
      @sujaybaidya1606 2 ปีที่แล้ว +4

      Boga dar কন্ঠে আরো অনেক গান চাই। ভালো recording গান ওনার খুব কম আছে

    • @moshiurr.tahmid8244
      @moshiurr.tahmid8244 2 ปีที่แล้ว +4

      কোক স্টুডিওর গানগুলার মাঝে এই প্রথম কোনো গানের এন্ডিং পর্যন্ত চোখ বন্ধ করে শুনে গেছি। বগাদার গলা বারবার ই ভেতর কাপায় দিছে। "প্রাথনা"-য় বগাদাকে বেকস্টেইজে পাওয়ার পর থেকেই আশায় ছিলাম কখন ফ্রন্টে দেখবো।
      ভালোবাসা নিও বগাদা❤️

    • @sujaybaidya1606
      @sujaybaidya1606 2 ปีที่แล้ว +1

      Swarbanjjo er kachhe anurodh boga da ke dea good quality er kichu record করানো হোক..bogar maximum song e valo recording naa

  • @rohankr.mukherjee1334
    @rohankr.mukherjee1334 2 ปีที่แล้ว +43

    গতকাল গানটা প্রথম শুনলাম । সত্যি বলতে কালকে সারাদিন এই গানটাই শুনেছি আজও শুনছি। কিন্তু আজ শোনার আরেকটা বিশেষ কারণ আছে। ভাগ্যের কি পরিহাস বা কি কাকতালীয় ব্যাপার যে আজ হাওড়া স্টেশনে "বগা তালেব " এর এক ঝলক পেলাম। ভাবলাম গিয়ে একটু কথা বলি কিন্তু হয়ে উঠলনা। বাংলার গান আর সংস্কৃতি দুই দেশই সমান। বাংলাদেশের গুণী প্রতিভা দের আমার সেলাম । জয় হোক বাংলার, এগিয়ে যাও তোমরা। তোমরা সত্যিই অসাধারণ। আর এই গানটা হয়তো সারাজীবনের সাথী হয়ে থেকে গেলো আমার প্লেলিস্ট এ। অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা এত ভালো গান শোনানোর জন্য ❤️।

  • @rasel1768
    @rasel1768 ปีที่แล้ว +55

    এইধরনের গানগুলো যারা শোনে তাদের আবেগের গভীরতা কে সম্মান জানাই 🙏From Rajshahi ❤️

    • @rabinhalderhalder2699
      @rabinhalderhalder2699 ปีที่แล้ว

      আমি মনে করলাম আমার গুরুদেব গান টা গাইছে ।arjit সিং ।তারপর দেকলাম ওনি না ।খুব ভালো লাগলো ।❤থানক্স এরকম গান শোনানোর জন্য

    • @tuhinbhattacharjee3459
      @tuhinbhattacharjee3459 ปีที่แล้ว

      Dhonnobad ❤️

    • @sahinhasan8714
      @sahinhasan8714 7 หลายเดือนก่อน

      অনেক কস্ট লাগলো

  • @KHAIDAICOMBD
    @KHAIDAICOMBD 2 ปีที่แล้ว +709

    এক কথায় অনবদ্য। অনেকদিন পর একটা কলজে ছেঁড়া গান শোনার অনুভূতি পেলাম।

  • @kishorebaruadip3370
    @kishorebaruadip3370 2 ปีที่แล้ว +115

    পুর্নিমার চাঁদ যেনো সত্যি সত্যিই নেমে আসলো এই গানে... সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীমেয় শুভেচ্ছা ♥ অর্ণব দা ভালোবাসা জেনো

  • @kaziziauddinbappe2222
    @kaziziauddinbappe2222 2 ปีที่แล้ว +60

    ওরে সানাইরে (shehnai), কি অসাধারণ বাজনা… বুকটা এফোঁড় ওফোঁড় কইরা দিলো। ধন্যবাদ অর্ণব এবং তার পুরো বাদক দলকে! থ্রি চিয়ার্স ফর কোক ষ্টুডিও, বাংলা!!

  • @goboreghas
    @goboreghas 8 หลายเดือนก่อน +7

    আমি ভারতীয়। বাংলাদেশ আমার খুব প্রিয়, গান গুলিও আসাধারন, চোখ গেল পাখি, নদির কূল নাই, চিলতে রদে, গান গুলিতে গায়ক গায়িকা জীবন্ত প্রান প্রতিষ্ঠা করেছেন।

  • @osmangoni-tj5br
    @osmangoni-tj5br 2 ปีที่แล้ว +94

    অর্ণবের প্রতি সম্মান রেখেই বলছি বগা তালেব এখানে অন্য রকম একটা অনুভূতি দিয়েছেন, যা পুরো শরীর কাপিয়ে দেয়।

    • @md-shafiqurrahman5535
      @md-shafiqurrahman5535 2 ปีที่แล้ว +16

      কোক স্টুডিওতে অর্নবের রোল টাই হচ্ছে সাইড রোল হিসেবে থেকে বাংলা গানের অতীত ভান্ডার আমাদের আরেকবার মনে করিয়ে দেয়া। তবে সেকেন্ড স্পেল আর থার্ড স্পেলে কিন্তু অর্নব তার দম আর গলার কারুকাজ দিয়ে পাল্লা দিয়েছে

    • @dungavhai3319
      @dungavhai3319 2 ปีที่แล้ว +7

      I am quite sure Arnob being the producer will be happy with your comment.

    • @haseeb6053
      @haseeb6053 2 ปีที่แล้ว

      অর্ণব কম যাননি। অত্যন্ত যত্ন নিয়ে গেয়েছেন। পাল্লার প্রশ্ন নেই- শহুরে আর গ্রামীন আবেগের মিলনমেলা। সেহনাই এর শক্তিশালী সুর। সুন্দর!

    • @GalaxianAstrovian
      @GalaxianAstrovian 2 ปีที่แล้ว

      গ্রামীণ ভাওয়াইয়া আর শহুরে আধুনিকতা, এর থেকে ভালো কম্বিনেশন আর কি চাই,,,

  • @maitrayeepaul7274
    @maitrayeepaul7274 2 ปีที่แล้ว +148

    কত পুরনো গান শায়ানদার! নতুনভাবে শুনে কি ভাল লাগলো। ভাওয়াইয়া অংশটির সাথে কি অসাধারণভাবে ক্রসওভার করা হয়েছে! আরও এগিয়ে চলুক কোক স্টুডিও বাংলা...

  • @udaymajumder5671
    @udaymajumder5671 2 ปีที่แล้ว +238

    আজ বুদ্ধ পূর্ণিমা আর এই সুন্দর গানটি আমাদের উপহার দেওয়ার জন্য অর্ণব দা আর বিশেষ করে রিপন দা উফ❤️ আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ ❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @AlaminIslam-m3v
      @AlaminIslam-m3v 8 หลายเดือนก่อน

      আপনাকে এবং ভারত বাসিকে বাংলাদেশ থেকে ভালো বাসা❤️🇧🇩🇮🇳

  • @alaminpalash40
    @alaminpalash40 ปีที่แล้ว +3

    রাতের বেলা একলা এখন
    জিরোচ্ছে সব শহরতলি,
    চোখ দু"টো খুব পড়ছে মনে
    এই কথাটা কেমনে বলি!!
    just awesome !!

  • @ranashakhawat3158
    @ranashakhawat3158 2 ปีที่แล้ว +43

    আমরা যারা প্রবাসী,, তাদের উপলব্ধির তাদের মনের গহীনের কথায় একাকার,, ধন্যবাদ কোক স্টুডিও বাংলা,,,

  • @partho333
    @partho333 2 ปีที่แล้ว +52

    এই ভাওয়াইয়ার টান আর সানাই এর সুরে চোখে পানি চলে আসলো। আঞ্চলিক গানের সাথে আত্মার সম্পর্ক এভাবেই বুঝি প্রকাশ পায়। এই সানাই, বাশি, গানের গলা সব মিলিয়ে এ এক জাদুর পরিবেশ।

  • @SamiaHusna
    @SamiaHusna 2 ปีที่แล้ว +164

    গানটা release দেয়ার ১ ঘন্টা পর আবিস্কার করি অর্নব এর গান আসছে! Train এ ছিলাম! ট্রেন চলছে অনেক fast আর মাথার উপর ইয়া বড় চাদ! এই অবস্থায় গানটা শুনলাম! এত খুশি হলাম আমি গানটা শুনে! কি সুন্দর হতে পারে কোন কাজ! কি নিখুঁত! Thanks to the whole team!

    • @arnabs2009
      @arnabs2009 2 ปีที่แล้ว +6

      আমিও ট্রেনে বসে নোটিফিকেশন পেলাম কোক স্টুডিওর নতুন গান, তার উপর অর্ণবের এই গানটা আমার ভীষণ ফেভারিট! ট্রেনে বসে রিপিটের উপর এই গান শুনতে শুনতে এসেছি কালকে 😊😊

  • @mrparvezbd
    @mrparvezbd ปีที่แล้ว +2

    যতোবারই গানটা শুনি ততোবার চোখদুটো ঝাপসা হয়ে আসে। অজান্তেই কতো প্রিয় মানুষদের মায়াভরা মুখগুলো মনে পরে যায়, কতোদিন তাদের সাথে দেখা হয়না আবার কারো কারো সাথে আর কখোনই দেখা হবেনা।
    সরনদা কতোটা ভালোবাসলে অর্নবদার বোনকে এতো সুন্দর করে চিঠিটা লিখেছিলেন। আর অর্নবদা কতো দরদ দিয়েই না চিলতে রোদে গানটা সৃষ্টি করলেন, সত্যিই অসাধারন। রিপন এর গান তেমন শুনা হতো না, আমাদের দেশে এমন এক প্রতিভা আছে জানাই ছিলোনা। দুজনের কম্পোজিশানে এই গানটা বাংলা গানের ইতিহাসে স্মরনীয় গান হয়ে থাকবে। এই গানের পেছনের সবার জন্য শুভকামনা। চোখটা আবার ঝাপসা হয়ে আসছে…….😢

  • @tawsifferdous2126
    @tawsifferdous2126 2 ปีที่แล้ว +115

    এই প্রথম "কোক স্টুডিও বাংলা"র কোন গানে আমি সত্যিকারের "বাংলাদেশ"টা খুঁজে পাইলাম! কোন রক জ্যাজ ফ্ল্যামেঙ্কোর ঝকমারি না একদম দেশের মাটি আলো বাতাস থেকে উঠে আসা 'র' মিউজিক! 💚
    অর্ণব এইবার ছক্কা হাঁকাইছে! বল একদম স্টেডিয়াম পার!!

    • @srishtiduttachowdhury
      @srishtiduttachowdhury 2 ปีที่แล้ว

      হক কথা কইলেন এক্কেবারে! এইবারেরটা ছুঁয়ে গেল।

    • @anihassahina5397
      @anihassahina5397 6 หลายเดือนก่อน

      বাংলার বলুন। এই গান বাবা, নানীর মুখে শুনে বড় হয়েছি। ছোট বেলায় চলে যায়, টাইম মেশিন ছাড়ায়। পশ্চিম বঙ্গ❤

  • @ummulowara4790
    @ummulowara4790 2 ปีที่แล้ว +236

    গানটা আজকে অসংখ্য বারের মতো শোনার সময় পাশে একজন দাদী বসে ছিলেন বগার অংশটুকু শুনার সময় বলছিলেন এইটাতো অনেক আগের গান আমাদের অংপুরের ভাওয়াইয়া! আমাদের বগা! তোমরা আজকালকার মেয়েরা এই গান ও শুনো! And then I was like everything is possible for Arnob! He knows magic! He can bewitch our generation with his mastermind ideas🖤🌸 Seriously Arnob all my love goes for you! Love you always 💗

    • @khokon_m
      @khokon_m 2 ปีที่แล้ว +2

      The credit for Boga's part purely goes to Boga!

  • @alifhasan.
    @alifhasan. 2 ปีที่แล้ว +54

    অর্ণব দাদা বাংলাদেশের লিভিং লিজেন্ড।
    তাকে হয়তো এখনো অতোটা সম্মান আমরা দিতে পারি নাই। কিন্তু সে একজন অসাধারণ ব‍্যক্তিত্ব।মন থেকে ভালোবাসা রইলো এক ঢালি।❤❤❤❤❤

  • @nazmulhaque07214
    @nazmulhaque07214 ปีที่แล้ว +46

    Thanks to Ripon (Boga) for presenting the Bhawaya song of Rangpur region so beautifully.🇧🇩🔥

  • @THussainAbir
    @THussainAbir 2 ปีที่แล้ว +52

    এই আমাদের মাটির গান, কলজে ছিড়ে নেয়, এই আবেগ, এই বাসনা আর এই মিনতি, মিলে মিশে অপূর্ব এক আবেশ ছড়ায়। দারুন, অভিনন্দন সবাইকে।

  • @rafimir59
    @rafimir59 2 ปีที่แล้ว +111

    অর্ণব জাদুকরের ঝুলি থেকে আরো একটি যাদু বের হয়ে আসলো❣️
    বগার কন্ঠের মায়ায় পড়েই আছি খুব জোরে পড়েছি উঠতে পারছি না,উঠতে চাই ও না

    • @shuronjonabhattacharjee3819
      @shuronjonabhattacharjee3819 2 ปีที่แล้ว

      Etao jadu
      📺: th-cam.com/video/-jUXpqKN7n4/w-d-xo.html

    • @rafimir59
      @rafimir59 2 ปีที่แล้ว

      @shuronjona সকল যাদুই এই যাদুর কাছে হার মানতে বাধ্য

  • @prantabarua407
    @prantabarua407 2 ปีที่แล้ว +54

    নির্বান পাওয়া জন্য বৌদ্ধদের যে কি আকুলতা,তার সাথে পরিবার আর প্রিয় মানুষগুলোকে একসঙ্গে দেখার যে তীব্র বাসনা,তা এই ম্যাশাপের মাধ্যমে একীভূত করে দিয়েছে...
    যাবতীয় দুঃখ ভূলে মনের ঠিকানা খোঁজার গান...
    ধন্য আমার জন্ম বাংলাদেশে জন্ম নেওয়া
    ধন্য আমি বাংলাভাষী হতে পেরে..
    এর চেয়ে আর কিছু হতে পারে না।
    বাংলাদেশ বাংলাদেশই থাকবে
    শ্রীলংকা হবে না।এই দেশের মানুষ তা হতে দেবে না।

  • @Atikul25Alom
    @Atikul25Alom 4 หลายเดือนก่อน +1

    প্রতিদিন কয়েকবার করে শোনা হয়।
    ২৪ সালে এসেও এর ব্যাতিক্রম হয়নি।
    বগা এবং অর্ণব ভাই এর সমস্ত মায়াময় আবেগ যেন এই গানটিতে উজার করে ঢেলে দিয়েছেন।আহ কি সে আবেগ।বগা তো কাঁদিয়ে ছাড়লো।🥺

  • @tasnimxara382
    @tasnimxara382 2 ปีที่แล้ว +196

    উত্তরবঙ্গের (রংপুর অঞ্চল) ঐতিহ্য ভাওয়াইয়া গানকে তুলে ধরার জন্য কোক স্টুডিওকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি যুগলবন্দী। 🥰

    • @deshirongbaaz5836
      @deshirongbaaz5836 2 ปีที่แล้ว +1

      It should be Rangpur, not Uttorbongo

    • @tasnimxara382
      @tasnimxara382 2 ปีที่แล้ว

      @@deshirongbaaz5836 Yes, I know that. Btw thanks for your correction.

    • @avikchowdhury42
      @avikchowdhury42 2 ปีที่แล้ว +5

      লিখেন বাংলার ভাওয়াইয়া গানকে আরো উজ্জীবিত করে সারা বাংলার কাছে নিয়ে আসলেন...
      উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম না বলে একটা বাংলাই আমাদের ভালোবাসার❤️

    • @dungavhai3319
      @dungavhai3319 2 ปีที่แล้ว +6

      @@avikchowdhury42 Tahole Indian union er shathe ar na theke united Bangladesh ee join koren. Delhi wala ra 70 bochore oo to ekta oo Bangali prime minister dilo na. Amra jantam north Indian Hindi ar Pakistani Urdu wala ra Bangali ke dominate korte chai shob shomoy. Eai karoneai Bangla language ar culture ke protect korar jonnoi Bangladesher jonmo. Amar shonar bangla ami tomai onek beshi valobashi. Joy Bangla.

  • @shamimashraf7311
    @shamimashraf7311 2 ปีที่แล้ว +52

    ‘বুলবুলি’-র পর Coke Studio বাংলা আরেকটা অসাধারণ গান উপহার দিয়েছে ‘চিলতে রোদ’। অর্ণবের নিজস্ব স্টাইলের সঙ্গে বগা রিপনের ভাওয়াইয়া গানের কম্বিনেশন মিলে দুর্দান্ত একটা উপস্থাপনা। লুপে শুনতেসি।

    • @shamimashraf7311
      @shamimashraf7311 2 ปีที่แล้ว +1

      @@habibnazzar1460
      Edited, Thanks.

    • @tasirlohanihridoy7438
      @tasirlohanihridoy7438 2 ปีที่แล้ว +1

      এটা আমাদের রংপুরের ভাওয়াইয়া

  • @baherdesh-771
    @baherdesh-771 2 ปีที่แล้ว +25

    রংপুর এক স্বতন্ত্র জগৎ। যার নিজস্ব ভাষা, সংস্কৃতি, গান সবই আছে। সুন্দর গানের জন্য ধন্যবাদ

  • @hayatmahmudayyash2858
    @hayatmahmudayyash2858 7 หลายเดือนก่อน +1

    প্রিয়বিয়োগ
    সবাই তো বলে দেখা না হলে, কথা না হলে, আস্তে আস্তে নাকি মানুষ ভুলে যায়। কিন্তু ওরা জানেইনা মানুষটাকে ভুলে থাকা যায়না। অভ্যাস হয়ে যায় তাকে ছাড়া থাকতে। তার প্রতি আমরা চিরতরে কৃতজ্ঞ থাকতে পারি কারণ ভালোবাসা যে কত সুন্দর হয় সে আমায় শিখিয়েছে। ধন্যবাদ তোমাকে দুর্নিবার

  • @adhkhanavalochele1470
    @adhkhanavalochele1470 2 ปีที่แล้ว +115

    সব অপেক্ষার শেষে অর্ণব দা দেখা দিল 💙💙💙
    ফিউশন বলতে যা বুঝায় তার অর্থ বুঝতে ...

    • @malam6298
      @malam6298 2 ปีที่แล้ว +1

      Thick bolsen vai

  • @kabirkabir9117
    @kabirkabir9117 2 ปีที่แล้ว +80

    এরই নাম মাতৃভাষা, হৃদয়ের প্রতিটি কোণাকে যেনো স্পর্শ করলো গানের প্রতিটি শব্দ ও সুর। অসাধারণ ফিউশন।

  • @09amitava
    @09amitava 2 ปีที่แล้ว +98

    অর্ণব রিপন, কাঁদিয়ে দিলে তোমরা আর একেবারে হাপুস নয়নে! তোমরা দুজন তো অসাধারণ সুন্দর কিন্তু বাকিরা? তারা তো এক কথায় অনবদ্য!❤ কি আর বলবো "জয় বাংলা ভাষা র জয়✊❤💐👍🏼"

  • @lailatulislam
    @lailatulislam 11 หลายเดือนก่อน

    চোখ দুটো ভীষণ মনে পড়ছে বিশ্বাস করো, এই অসুস্থ শরীরে নিজের ভিতর যে কি ঝড় বইছে তা হয়তো বুঝানো অসম্ভব।
    পরিশেষে, ধন্যবাদ এত সুন্দর উপসংহার উপহার হিসেবে দেয়ার জন্য

  • @abdullahnayan3965
    @abdullahnayan3965 2 ปีที่แล้ว +99

    " Our sweetest songs are those that tell of saddest thoughs" - P.B.Shelly
    গানটা নিদারুণ বেদনার নীল ছাপ দিয়ে গেছে মনে, এটাই এর পূর্ণ স্বার্থকতা।
    মাঝে মাঝে কিছু কষ্টের অনুভূতিরও প্রকাশ প্রয়োজন পড়ে, কষ্টটা সুন্দরভাবে ব্যাক্ত হয়েছে।

    • @rangeetgies
      @rangeetgies 2 ปีที่แล้ว +1

      আহা বড় সুন্দর করে বললেন দাদা।

    • @kaisarali6820
      @kaisarali6820 2 ปีที่แล้ว +1

      This is the punch line

  • @sabrinahasan7639
    @sabrinahasan7639 2 ปีที่แล้ว +789

    I lost my mum almost 3 years back. Music was her life.
    জীবনে কত রকম গান মায়ের গলায় আমি শুনেছি তার হিসাব নেই কোন। এই গানটা প্রথম যেদিন আমি শুনলাম, তখন কাজে যাচ্ছিলাম বাসে করে। বিদেশে এই শীতের মধ্যে এমনিতেই মন খারাপ হয়ে থাকে, এই গানটা শুনে আমি সানগ্লাস-মাস্কে লুকিয়ে কেঁদেছি।
    I had goosebumps, I had tears. I was in trance for a couple of minutes, I wasn’t in this world anymore. মনে হচ্ছিলো মা পাশেই ছিলো।
    This song makes me happy, miserable, restless- all at the same time.
    Hats off for this amazing creation.

    • @mhabubasiddikakhanam8408
      @mhabubasiddikakhanam8408 2 ปีที่แล้ว +1

      ❤️

    • @kamrulhasanrumel6983
      @kamrulhasanrumel6983 2 ปีที่แล้ว +2

      Really felt same feelings of transition from reality to surreality

    • @pavelhusain1543
      @pavelhusain1543 2 ปีที่แล้ว +4

      এই গানটায় যাদু আছে। আর বগার কন্ঠ কলিজা ধরে টান মারে। আহ!

    • @mdkhalidrahman2832
      @mdkhalidrahman2832 2 ปีที่แล้ว +5

      আন্টির জন্যে দোয়া রইলো।

    • @friendzstreet8670
      @friendzstreet8670 2 ปีที่แล้ว +1

      Loosing someone like mother or this type of unconditional loveable person, it seems like lost everything in our life. 😢😢😢

  • @cishtiaiub
    @cishtiaiub 2 ปีที่แล้ว +92

    মধ্যরাত, বাস দ্রুতগামী আর আমি জানালা দিয়ে চাঁদকে নজরবন্দী করছি। কানে অনবরত বেজে যাচ্ছে এই গান। চোখ দুটো' ভাসিয়ে যাচ্ছে আনমনে।

  • @riomalik4831
    @riomalik4831 11 หลายเดือนก่อน +1

    তার চোখ দুটো এত মায়াবি, আমার খুব কাছের। 5 বছরে একটু একটু করে শক্ত করে চলেছি, এই গান সব তছনচ করে দিচ্ছে আমার, আর যে সম্ভব নয়, সে যে শহর বদলে ফেলেছে , সে আমায় ছেড়ে গেল, অথচ সে এখনও আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। "তোর চোখ দুটো খুব পড়ছে মনে, এই কথাটা আর কেমনে বলি। ভালো থাক ক্ষেপা। কপালে ছিলনা রে, সেই আমিই সবটা হারালাম। 💔