কাঁটামুকুটের বীজ থেকে, চারা করার নিয়ম || Euphorbia Milli From Seed || Hobby Garden || কাঁটামুকুট.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • আসসালামু আলাইকুম...
    কাটামুকুটের বীজ থেকে চারা করার পদ্ধতি এবং যা যা করা যাবেনাঃ
    প্রথমেই আমরা কাঁটামুকুটের ফুল ও বীজ সম্পর্কে জেনে নিই।
    * আমাদের দেশে প্রায় ২০০-৩০০ রঙের কাটামুকুট গাছ পাওয়া
    যায়।
    ★ প্রতি রঙের জন্য ইংরেজিতে কাটামুকুটের ভিন্ন নাম থাকলেও আমাদের বাংলা ভাষী মানুষের জন্য মনে রাখা কঠিন হয়ে যায় বলে সম্প্রতি আমাদের গ্রুপ থেকে প্রতিটি ফুলের জন্য আলাদা বাংলা নামকরণ করছি।
    ★ ফুলের সাইজ মোটামুটি ৩ রকম হয়, বড়, মাঝারি ও ছোট সাইজ।
    ★ দুটি ভিন্ন রঙের ফুলের মদ্ধ্যে পরাগায়ণ ঘটিয়ে বীজ পেলে তা থেকে অনেক সময় সম্পুর্ন নতুন রঙের ফুলের চারা পাওয়া যায়।
    ★ পরাগায়ণ সাধারন প্রাকৃতিক ভাবেই হয় পিপড়া, মৌমাছি সহ
    বিভিন্ন পতঙ্গের মাধ্যমে তবে বেশী বীজ পাওয়ারজন্য হ্যান্ড পলিনেশন করতে পারেন।
    ★ সব ফুলেই যে বীজ হবে এমনটা নয়, এক্ষেত্রে ধৈর্য্যের পরীক্ষা
    দিতে হবে।
    ★ ফুল ফোটার পর ফুলে পানি লাগলে পরাগায়নের সম্ভাবনা কমে যায়।
    ★বীজ পেকে গেলে ফেলে দুরে ছড়িয়ে পরে, তাই পক্ক বীজ পেতে বীজ ম্যাচিউর হলে ফুলগুলো পলি দিয়ে বেধে দিতে পারেন, বীজ ফেটে গেলেও পলিথিনের ভিতরেই থাকবে।
    ★ বীজ কালেক্ট করার পর দ্রুতই জার্মিনেশনে দেয়া ভাল কারন
    বীজ পুরাতন হলে জার্মিনেশন রেট কমে যায়। বীজ জার্মিনেশনের জন্য মিডিয়া তৈরিঃ
    - মোটাবালি ৪০%
    - কোকোপিট ২০% কম্পোস্ট ২০%
    - ধানের চিটা ১০%
    কয়লা ১০%
    ★ছিদ্রযুক্ত পাত্রে মিডিয়া বিছিয়ে তার উপর বীজ ছিটিয়ে দিতে
    হবে।
    ★মিডিয়ায় পানি দিতে হবে যথেস্ট যাতে মিডিয়ায় সবসময়
    ময়েস্চার থাকে, মিডিয়া শুকনো থাকা চলবেনা ।
    ★আলো বাতাস আসে কিন্তু সরাসরি রোদ আসেনা এমন স্থানে
    রাখতে হবে। ★চারার সাইজ ১" এর বেশী হলে রোদে দেয়া যাবে।
    ★ ১৫ দিন পরপর ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে।
    ★ ১ মাসে চারাতে ৪-৬ পাতা চলে আসবে।
    #hobbygarden
    #katamokut
    #কাঁটামুকুট
    #কাঁটামুকুটএরবীজথেকেচারা
    #কাঁটামুকুটের_বীজ_এর_চারা

ความคิดเห็น • 8

  • @kamruzzamanmilon3344
    @kamruzzamanmilon3344 ปีที่แล้ว

    ফুলগুলো তো খুব সুন্দর

  • @Bangladeshi119
    @Bangladeshi119 ปีที่แล้ว

    খুবই সুন্দর হয়েছে

    • @HobbyGarden1
      @HobbyGarden1  ปีที่แล้ว

      thank you for watching my video.

  • @pobonkhan6368
    @pobonkhan6368 ปีที่แล้ว

    আপু ক্যাকটাসের চারা বিক্রি করেন

  • @sksumiya881
    @sksumiya881 ปีที่แล้ว

    মিডিয়াতে না দিয়ে মাটিতে দিলে হবে না

    • @HobbyGarden1
      @HobbyGarden1  ปีที่แล้ว

      সরাসরি মাটিতে না দিয়ে, অত্যন্ত কাঁটামুকুট এর মিডিয়াতে দেওয়া উত্তম হবে। এতে বীজের জার্মিনেসন 90% সফল হবে। শুধু মাটিতে বীজ পচে যাওয়ার সম্ভাবনা বেশি।

  • @stevemcpherson9017
    @stevemcpherson9017 ปีที่แล้ว

    🤷 𝐩𝐫𝐨𝐦𝐨𝐬𝐦