O Lalita| Kaushiki Chakraborty

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 196

  • @Soulintune77
    @Soulintune77 4 ปีที่แล้ว +13

    Why are some people hating on this song can anyone explain? Maybe orthodox people in every part the world or field think alike. Be it when comes to rabindrasangeet, classical music or anyother field. They cannot think or accept things out of this box and thats thr problem. Amazing arrangement n rendition. This entire concert was filled with such amazing performances n new things. Thanks to kaushiki ma'm for this. Aarr dada sunun rabindranaath r gaaner satheo apnara sasthriyo dhokale regejan. Etuku o janena oneke ogulo o max kono raag raginir upor base kore. Ba uni fusion ba amalgamtion jinis ta koto pochondo korten. R manna Dey Saheb's work speaks volume of the artist he is, by saying that i am not saying only about his skills but also his perspective or attitude . I think even he would have loved this new form of lolitaa. Any artist who understands art and its diversity and Universality will surely do. Sonkirno monoshko hoye ar jaihok art r sadhona kora jayna.

    • @annujangid3445
      @annujangid3445 4 ปีที่แล้ว

      Totally agreed🥳

    • @Hwoman1123
      @Hwoman1123 3 ปีที่แล้ว +4

      its not a hatred and its not being orthodox... kaushiki is a legend and an expert but this song was about sentiment and emotion rather than notes.... that simplicity and emotion was missing
      its not being sonkirno manoshko again. its feedback and opinion.. jeta thakle manush aro improve korar scope khuje paye
      shunechen kina janina Lolita Ajaya Chakrabarty o gaiten.. onar softness emotion oshadharon hoto

    • @debopriyabasu5919
      @debopriyabasu5919 3 ปีที่แล้ว +1

      Personally I am big big fan of Kaushiki Chakraborty di but this time gaanta jeno mon chulona but that doesn't mean I am hating on her. Hating is a pretty strong word and how can one hate her?? We are so so lucky that God has given India an artist like her! But Lolita gaanta jeno touch korlo na. As a student of music, I feel gaantar moddhe oi feel ar emotion ta chilona....ai gaan ta eto bar shona je kaane boshe geche Manna Deyr voice ta. Kintu I don't have a problem with fusion. Kaushiki chakraborty dir classical music niye amar kichu bolar joggota nei kintu ai eto kichu jak-jomok, instruments,harkats,taan ar moddhe jeno Lolita kothay hariya geche!

    • @khokonbhuiyan9101
      @khokonbhuiyan9101 ปีที่แล้ว

      Fantastic feelings

    • @simamukherjee1500
      @simamukherjee1500 ปีที่แล้ว

      Actuelly aesi song sunne samojneme dom lagta hae

  • @42vedantasarkar21
    @42vedantasarkar21 3 ปีที่แล้ว +10

    I was one of the audiences in this concert. It was very soothing and wonderful to hear this combination performed by Kaushiki Chakrabarty.
    We had a wonderful night.

  • @Soulintune77
    @Soulintune77 4 ปีที่แล้ว +5

    This rendition was definitely the best of the evening . Saw lolita and maand raag in a Very diff form and it was breathtaking. Kaushiki di was absolutely amazing. So, was other musicians . definitely a great gift all students of music like us ❤

  • @akshaykumarverma5877
    @akshaykumarverma5877 5 ปีที่แล้ว +5

    I had heard this song in 70, very much impressed to hear again.

  • @hemkamalmukhopadhyay5994
    @hemkamalmukhopadhyay5994 5 ปีที่แล้ว +1

    There is nothing wrong in trying a good job. Your sincerity and integrity are beyond question. Only an artist of extremely high calibre can dare attempting such an arduous task. Great job, Madam.

  • @simamukherjee1500
    @simamukherjee1500 ปีที่แล้ว

    Suprovat Darun Darun lage sokale mon valo hoe jae

  • @saumyakantiscreation9512
    @saumyakantiscreation9512 5 ปีที่แล้ว +16

    একাকী গায়কের নহে তো গান গাহিতে হবে দুইজনে।
    কবিগুরুর কথা।শুধু গায়ক গায়িকারাই পন্ডিত বা ওস্তাদ হয় না একি সঙ্গে শ্রোতারাও কিন্তু তাদের শ্রবণ, অনূভূতি,আবেগ ও মনন দিয়ে পন্ডিত হতে পারেন।সেটা চোখে দেখা যায় না, প্রচারে আসেনা, কারণ এর কোনো স্বশাসিত প্রতিষ্ঠান নেই, যেখান থেকে সে এই তকমা পাবে।কাজেই প্রত‍্যেক গায়ক শিল্পী দের আগে শ্রোতাদের কানকে শ্রদ্ধা করতে হবে।যে কান একবার কোনো সৃষ্টির মর্যাদা আগে একবার দিয়ে দিয়েছে, সেই সৃষ্টির ওপর আচড় কাটতে হলে কতটা করবো আর কতটা করবো না এই সীমাবদ্ধতা থাকা প্রয়োজন।
    মাঝ খাম্বাজ বা খাম্বাজ রাগে কতো ঠুংরী গেয়ে আপনি আপনার শ্রোতাদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখতে পারেন, সে প্রমাণ আমরা প্রচুর পেয়েছি।সেটা অবশ্যই বিশুদ্ধ শাস্ত্রীয় সংগীতের আসরে।
    কিন্তু বাংলা আধুনিক গান।পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কঠিনতম সঙ্গীতের অন‍্যতম বিষয়, অন্তত আমার কাছে।অল্প পরিসরে শাস্ত্রীয়, লোক,পাশ্চাত‍্য, আর তারসঙ্গে ছন্দবৈচিত্র্য ও সর্বোপরি আবেগ ও গায়কী মিশেলে সৃষ্ট ।ললিতা গো সৃষ্টির সুরকার ও শিল্পী আধুনিক বাংলাগানের সবকটি শিক্ষায় শিক্ষিত শিক্ষক ছিলেন।তিনি জানতেন ও বলতেন গীতিকার গান লেখার সময় যে ছবি মনে আকেন সেই ছবিকে শুধু সামনে আনার কাজ সুরকার ও শিল্পীর।শিল্পীর কালোয়াতি বড়ো হয়ে গেলে শিল্পী র থেকে সৃষ্টি ছোট হয়ে যাবে।ললিতা গো র শিল্পী ওস্তাদ দবির খানের কাছে দীর্ঘদিন শাস্ত্রীয় সংগীত শিক্ষা লাভ করেও "আও ট‍্যুইস্ট করে,,,,,বা বাংলায় জীবনে কি পাবো নার "মতো গান অবলীলায় গেয়ে যেতে পারেন।ওনার শাস্ত্রীয় সঙ্গীতের দিকটা আমাদের আলোচনা করে ধৃষ্টতা দেখাতে চাই না।
    মুশকিল যেখানে যে সাবলীল সেখানেই তাকে ভালো মানায় বোধহয়।রবীন্দ্রসঙ্গীতের বিধিনিষেধের বেড়াজালে উনি হয়তো সেভাবে স্বছন্দ ছিলেন না, তাই তার মধ‍্যগগনে ইচ্ছা থাকা সত্ত্বেও রবীন্দ্রসঙ্গীতে তিনি বিশেষ নিজেকে আনেন নি।তবে শেষের দিকে ওনার ভাবসম্বলিত পেয়েছি ছুটি বিদায় দেহো ভাই শুনলে কেদে ফেলবেন।
    তাই অনেক হয়েছে ওনার চলে যাওয়াটাও তো"মান্না দে"সুলভ হয় নি।তাই ওনাকে আপনারা ছেড়ে দিন।অথবা আধুনিক বাংলাগানের স্বকীয়তা হৃদয়ঙ্গম করে অনেক কিছু গানের মধ্যে ত‍্যাগ চেষ্টা করুন।না হলে তার লক্ষ লক্ষ শ্রোতারা কষ্ট পান। আর আমরা কষ্ট পেলে ওনার ও কষ্ট হবে।হয়তো অলক্ষ্যে আবার উনি কেঁদে ফেলবেন।

    • @rupadeshmukh3734
      @rupadeshmukh3734 4 ปีที่แล้ว +1

      অসাধরন লিখেছেন ! আপনার লেখা "ললিতা"র চেয়ে কিছু কম মুগ্ধকর নয় !!

    • @saumyakantiscreation9512
      @saumyakantiscreation9512 4 ปีที่แล้ว +1

      পড়ার জন্যে ধন্যবাদ।হৃদয়ের অনেক ব‍্যথাই লেখাটার জন্ম দিয়েছে।

    • @chotokhokondpk7333
      @chotokhokondpk7333 2 ปีที่แล้ว

      আপনার লেখাও একটা শিল্প -- সঠিক মূল্যায়ন ।👌🙏

  • @rmalfu1543
    @rmalfu1543 ปีที่แล้ว +3

    Super performance. Didi Kausiki. go ahead. Use of ornaments in the song very sweet. Your singing style will be more popular the song. Your voice is excellent .Long live didi.

  • @Musiclovertania
    @Musiclovertania 2 ปีที่แล้ว

    Aaahaaa 🧡💛❤❤❤💜🖤❤💜💜💙💙💙💙💙💙
    Enar golar aoaj ta joto bar ee shuni mone hoy jiboner praaner joto oshuddhi ache sob shudhho hoye jachhee, jano shorgo theke esheche 💛💛💛💛

  • @shreyayadav5050
    @shreyayadav5050 5 ปีที่แล้ว +4

    Love uu mam aap jesa to koi ho hi nai saktaa god bless yu aapko meri umr bhi lag jaaye

  • @BabulKaji-d6s
    @BabulKaji-d6s ปีที่แล้ว +1

    Bhalo lage❤

  • @krishnarakshit7506
    @krishnarakshit7506 4 ปีที่แล้ว

    Yeh me baar baar sunta huaa , khub bhalo ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sohinidasgupta9054
    @sohinidasgupta9054 5 ปีที่แล้ว +4

    I was present there! It's a lifetime experience!

  • @masudali444
    @masudali444 4 ปีที่แล้ว +2

    এই গানটি শম্পা কুন্ডুর কণ্ঠে শুনেছিলাম সেটি ছিলো অসাধারণ!

    • @Hwoman1123
      @Hwoman1123 3 ปีที่แล้ว

      Shampa Kundu r natokiyota oshadharon

  • @chotokhokondpk7333
    @chotokhokondpk7333 2 ปีที่แล้ว +1

    প্রাতঃস্মরণীয় মান্না দে কে খুব বেশী করে মনে পড়লো , মান্নাদের কণ্ঠ কোনো দিনও বাঙ্গালীর মন থেকে মুছে যাবে না ।

    • @chotokhokondpk7333
      @chotokhokondpk7333 2 ปีที่แล้ว +1

      গান টা কে যা খুশী করা কৌশিকী চক্রবর্তীর মতো শিল্পীর উচিৎ নয় ।

  • @chanchalhalder8473
    @chanchalhalder8473 2 ปีที่แล้ว

    Excellent! Heart touching.

  • @biswajyotibhattacharyya9385
    @biswajyotibhattacharyya9385 5 ปีที่แล้ว +4

    Thanks a lot for sharing. Pl upload the full concert.

  • @tapankarmakar6468
    @tapankarmakar6468 3 ปีที่แล้ว

    আপনার শ্রদ্ধেয় বাবা পন্ডিত অজয় চক্রবর্তী মহাশয় এসব কালজয়ী পুরোনো গান গুলো কে অন্যরকম ভাবে অলংকৃত করে গাইলে শুনতে দারুন লাগে। কখনও মনে হয় না মূল গানটি থেকে উনি সরে গেছেন। সে এক আলাদা গায়কী, অন্য মাত্রার পরিবেশন। এই তো সেদিন তুমি.... শুনেছিলাম টি ভি তে। এক গানের প্রতিযোগিতার বিচারক হয়ে এসেছিলেন অনেক আগে। এখনও কানে বাজে 'কণাটুকু তার আমি....' কথাটার উপরে একটা মিষ্টি কাজ করেছিলেন,,, আহা কি মিষ্টি কি মিষ্টি সে অলংকার।

  • @simamukherjee1500
    @simamukherjee1500 ปีที่แล้ว

    Suprovat Darun Darun

  • @ToriDattaRoy
    @ToriDattaRoy 3 ปีที่แล้ว +1

    Just divine ❤️❤️🙏🙏

  • @rajivpandey4079
    @rajivpandey4079 3 ปีที่แล้ว

    Fabulous.. 👌👌👌👌👍👍🙏🙏

  • @jagadishdas4907
    @jagadishdas4907 3 ปีที่แล้ว +1

    I'm just amazed

  • @prithijitchakraborty3921
    @prithijitchakraborty3921 3 ปีที่แล้ว

    Superb.....hearing. Requesting to upload the full concert.

  • @nutritiondeptmugberiagangadhar
    @nutritiondeptmugberiagangadhar ปีที่แล้ว

    Osadharon

  • @simamukherjee1500
    @simamukherjee1500 ปีที่แล้ว

    Ami bar bar suni

  • @simamukherjee1500
    @simamukherjee1500 ปีที่แล้ว

    O what a verietion durdanto

  • @moudas769
    @moudas769 5 ปีที่แล้ว +7

    The eve was just unforgettable for me...ma swaraswati...☺️

  • @kaushikbhattacharyya2834
    @kaushikbhattacharyya2834 2 ปีที่แล้ว

    কৌশিকী আমাদের সবার কাছে উজ্জ্বল দৃষ্টান্ত।

  • @dipansu1
    @dipansu1 ปีที่แล้ว

    Spellbound 🙏

  • @cathrienbairagee
    @cathrienbairagee 2 ปีที่แล้ว

    Excellent I love ❤️ your beautiful voice

  • @luckyroybardhan1130
    @luckyroybardhan1130 4 ปีที่แล้ว

    Khub valo laglo 🙏🙏❤️

  • @shinjanroy3267
    @shinjanroy3267 4 ปีที่แล้ว +4

    Koushiki ma'm improvised this song in her own way, it may not sooth your ear or you mayn't like this trial . But i think she did her level best and as always i love this song .

  • @ankangamestar3473
    @ankangamestar3473 5 ปีที่แล้ว +16

    তুমি রূপে লক্ষ্মী গুনে সরস্বতী আর কিছুই বলার নেই

  • @jayeetaghose3503
    @jayeetaghose3503 2 ปีที่แล้ว

    missing soul of the song

  • @kaushikbhattacharyya2834
    @kaushikbhattacharyya2834 2 ปีที่แล้ว

    সুন্দর গলায় সুন্দর গান।

  • @anamitadey1856
    @anamitadey1856 3 ปีที่แล้ว +1

    It was a magical evening..

  • @mayuriroy9376
    @mayuriroy9376 4 ปีที่แล้ว +1

    প্রণাম নেবেন গুরু মা 🙇‍♀️

  • @tanaygope
    @tanaygope 3 ปีที่แล้ว +1

    গানটা শুনে মনটা কারপ হয়ে গেল,, তারা মান্নান দের মত কিংবদন্তী শিল্পীর গান গুলাকেও
    নিজেদের মত করে উপস্থাপন করে গানটার ১২ টা বাজিয়ে দিয়েছে,। 🤬

  • @alokanandadas6475
    @alokanandadas6475 3 ปีที่แล้ว +1

    The famous but Original song of ' The Great singer ' is lost in your singing.

  • @debika_dutta
    @debika_dutta 5 ปีที่แล้ว +1

    Om shanti sister.

  • @kidsdrd
    @kidsdrd 4 ปีที่แล้ว

    AMAZING SAX. WITH KJI

  • @souravkundu3287
    @souravkundu3287 5 ปีที่แล้ว +1

    কোনো কথা হবে না।awesome

  • @ashokchakrabortyashokchakr3275
    @ashokchakrabortyashokchakr3275 3 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @subhankarmondal8335
    @subhankarmondal8335 3 ปีที่แล้ว

    Saksophone ashadharonnn

  • @sumankuilya4643
    @sumankuilya4643 4 ปีที่แล้ว +15

    After listening this version, I realise Manna Dey was boss!

    • @debasishsaha3004
      @debasishsaha3004 2 ปีที่แล้ว +1

      Too late to realise!!

    • @rathindrachatterjee4178
      @rathindrachatterjee4178 2 ปีที่แล้ว

      He was the boss, always .....eternal voice, eternal style, truly a maestro !!

  • @vipulde
    @vipulde 2 ปีที่แล้ว

    মান্না দে কেন সঙ্গীতের ঈশ্বর সেটা এরকম পরীক্ষা নিরীক্ষা হলে আরও বেশি করে প্রমাণিত হয়। তাই এই প্রচেষ্টা স্বাগত।

  • @latasoniemelodysinger8051
    @latasoniemelodysinger8051 4 ปีที่แล้ว

    Wah❤❤❤❤🙏🙏🌹🌹

  • @pompybhattacharjee2614
    @pompybhattacharjee2614 5 ปีที่แล้ว +1

    Too good! Lovely cocktail of genes, training and dedication.

  • @ankitjana7744
    @ankitjana7744 4 ปีที่แล้ว

    Khub bhalo

  • @BabulKaji-d6s
    @BabulKaji-d6s ปีที่แล้ว +1

    I keep ur short name KHUSI means
    Happy
    Hope u don't mind ĺove u.

  • @chakraborty66
    @chakraborty66 5 ปีที่แล้ว +4

    অসম্ভব কর্কশ লাগলো।আপনি আপনার সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়ে থাকুন🙏

  • @rajchakraborty8115
    @rajchakraborty8115 5 ปีที่แล้ว +25

    দেখো মা,তুমি তোমার গান গাও।তুমি বোধ হয় ভুলে ছিলে যে,আধুনিক গান রাগ সংগীত ,এক ই নয়,পাণ্ডিত্য দিয়ে সব সম্ভব নয়,সতন্দ্রতা যেনো শিকড় কে অবমাননা না করে,পায়েসে আর মাংস মিশিয়ে দিও না,তুমি তোমার গান গাও মা ।ভালো থেকো । পরীক্ষা নিরীক্ষার ও একটা মাত্রা এবং সিলেবাস থাকা উচিত।

    • @mohulikachakraborty1262
      @mohulikachakraborty1262 5 ปีที่แล้ว +4

      Apni to apnar matra otikrom korchen. music er M tao janen bole mone hoy na. chi chi .dikkar dewa uchit. chi

  • @rmalfu1543
    @rmalfu1543 ปีที่แล้ว +1

    Why such type of post against against a good singer.? We can pride for her as assets of Bangla song.

  • @kaushikbhattacharyya2834
    @kaushikbhattacharyya2834 2 ปีที่แล้ว

    সরস্বতীর জয় হোক।

  • @anandamukherjee9924
    @anandamukherjee9924 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖

  • @chandanbishayee4375
    @chandanbishayee4375 5 ปีที่แล้ว +2

    I love Kaushiki. I love Manna De too. May his soul rest in peace. Why try to sing his songs the way they were not intended to be sung? Especially by stalwarts like Kaushiki?

  • @tamalikaguha5331
    @tamalikaguha5331 5 ปีที่แล้ว +6

    কিংবদন্তি শিল্পী মান্না দে মহাশয় ললিতাগো গানের যে ডাইমেশন দিয়ে গেছেন, তাকে উত্ রে যাওয়া কোন শিল্পী র পক্ষে সম্ভব নয়। কৌশিকী আজ ভারতের শ্রেষ্ঠ মহিলা শিল্পী দের মধ্যে অন্যতমা। কিন্তু এই গান দিয়ে সে শ্রোতার মন ছুঁতে অসমর্থ।

  • @satchidanandasardar6485
    @satchidanandasardar6485 4 หลายเดือนก่อน

    এটা কি হচ্ছে? গানের আসল আবেগটা হারিয়ে গেলো মনে হচ্ছে।

  • @alokasrinivasan5005
    @alokasrinivasan5005 3 ปีที่แล้ว +1

    the loy was messed up. Now we know what a singer Manna De was.

  • @birajkrishnasaha7968
    @birajkrishnasaha7968 5 ปีที่แล้ว +4

    এই গানটা এই ভাবে (অর্থাৎ ভাবহীন ভাবে) গাওয়াতে , কৌশিকী দিদি শ্রোতাদের কাছে যে অনেকটা সম্মান খোয়ালেন , এইটা সত্যি ।

  • @parthasarathidas5158
    @parthasarathidas5158 3 ปีที่แล้ว +6

    Manna Dey is Manna Dey! Her presentation is not up to the mark , compared to his .

    • @ottosaloon
      @ottosaloon 2 ปีที่แล้ว +1

      Her voice is harsh manna da had very soft voice hence you found it odd

    • @pathikrupokaar4593
      @pathikrupokaar4593 2 ปีที่แล้ว

      You're absolutely right 👍

  • @mitalisen3555
    @mitalisen3555 5 ปีที่แล้ว +2

    ♥️💞♥️💞♥️

  • @priyanshupatra872
    @priyanshupatra872 ปีที่แล้ว +1

    মান্না দে এর সাথে তুলনা করে....কৌশীকি দি কে ছোট বা বড় করবেন না...
    প্রত্যেক শিল্পীর নিজস্ব style হয়.....সে সেরকম গায়
    এই গানটি কিশোর কুমার গাইলে গানটা অন্য রকম হতো,রফি জি গাইলে অন্য রকম হতো
    অজয় চক্রবর্তী গাইলে...অন্য রকম হতো
    বাঁশিতে বাজলে বা সরোদে বাজলেও আলাদা শুনতে লাগতো
    হুবহু মান্না দের মতো করে গাইতে হবে ,তার তো কোনো মানে নেই!

  • @debeshbhattacharyya4946
    @debeshbhattacharyya4946 5 ปีที่แล้ว +5

    অত্যন্ত নিকৃষ্টমানের পরিবেশনা। সবাইকে সব গান মানায়না।

  • @ashistabla9261
    @ashistabla9261 3 ปีที่แล้ว +9

    পুরোনো গান গুলোর এভাবে সারে সর্বনাশ না করলেই ভালো।
    পরীক্ষা করার জন্য নতুনভাবে নতুন গান নির্মাণ করা যেতে পারে। সুমিষ্ট ও তৈরী কন্ঠ থাকলেই সেচ্ছাচার করা যায় না।

  • @bikashchakraborty6041
    @bikashchakraborty6041 5 ปีที่แล้ว +7

    Koushiki should sing her classical songs. She is already a great singer, hence singing Manna Dey or any other is not to her stature. Moreover the accpamiments were not to the mood of the song. Tabla was pathetic.

    • @Bharatourheritage
      @Bharatourheritage 3 ปีที่แล้ว

      Tabla really flat, like the song!

    • @Bharatourheritage
      @Bharatourheritage 3 ปีที่แล้ว +1

      Horrible fusion , those appreciate this kind of music, I am happy to invite them for a dish in which there will be Biriyani mixed with misti doi and rosogolla and lonkar achar on top. All the above in one container mixed together. See if you can digest it. Similar attempt here mixing Gurudeb er gaan with sax and drums!

  • @sabyasachimajumder4863
    @sabyasachimajumder4863 5 ปีที่แล้ว +5

    Koushiki is a very talented singer..no doubt..but to sing a song of a legend requires some balance in modulation of voice...actually the spirit of the song has lost in too much of loykari, I think...the pathos involved in the original number is missing indeed...

    • @Hwoman1123
      @Hwoman1123 3 ปีที่แล้ว +1

      pure classical artist der adhunik gaan e ei problem ta hoe. but Ajay Chakrabarty was expert in both

  • @voiceofanirban9691
    @voiceofanirban9691 5 ปีที่แล้ว +2

    Bekhappa laglo.shilpi bara hole ki gane ja ta korbe.

  • @arijitadas8075
    @arijitadas8075 5 ปีที่แล้ว

    অসাধারণ

  • @biswarupghatak3043
    @biswarupghatak3043 3 ปีที่แล้ว +3

    মান্না দে র গান নিয়ে ছেলেখেলা করেছেন. এটা কিংবদন্তি শিল্পীর অপমান. আপনি নিজের গান নিয়ে এক্সপেরিমেন্ট করুন. আপনার মতো শিল্পীর কাছে এটা আশা করা যায় না.

  • @anamikadas783
    @anamikadas783 5 ปีที่แล้ว +6

    Ami tomar ak akonisto vakto didi...kintu tomar ai ganta sune hatas holam...sab gane keramoti chalena..

  • @soumenrit3912
    @soumenrit3912 ปีที่แล้ว

    Manna dey akhon e hoi madam. Jotoi kaida korun.

  • @sumitsaha1394
    @sumitsaha1394 5 ปีที่แล้ว +4

    বরাবর আপনার গান শুনে আমি মুগ্ধ হই। কিন্তু মান্না দে'র এই গানটি আপনার গায়কীতে ভালো লাগল না। এরকম চেষ্টা নাইবা করলেন !

    • @diptarkamukhopadhyay7820
      @diptarkamukhopadhyay7820 4 ปีที่แล้ว

      Completely agree with Sumit Saha....ki dorkar ei shob kimbadantider gaan niye experiment korey....nijer gaan korun.

  • @ritanegi2287
    @ritanegi2287 5 ปีที่แล้ว +1

    Beautiful

  • @simamukherjee1500
    @simamukherjee1500 ปีที่แล้ว

    Roj Akbar kore suni

  • @MdMizan-em1yc
    @MdMizan-em1yc 5 ปีที่แล้ว +8

    কৌশিকী চক্রবর্তীর মতো শিল্পী এধরনের ভুল দ্বিতীয়বার করুক এটা মোটেও চায় না,,,,

  • @banashribasu1196
    @banashribasu1196 3 ปีที่แล้ว +5

    দিদি আপনি অত্যন্ত গুণী। আপনি কেন অন্যের গান করবেন? এ গানের মেজাজ আলাদা। সেটা শ্রদ্ধেয় মান্না দে ফুটিয়েছিলেন। এটা রাগসঙ্গীত নয়।

    • @jajneswarshil4516
      @jajneswarshil4516 3 ปีที่แล้ว

      আপনারা একটা জায়গায় সীমাবদ্ধ তাই এই কথা বলছেন।। একটু ভেবে দেখুন যে উনি যে ভাবে গেয়েছেন সেটা কতজন গাইতে পারেন।।।অবশ্য শ্রদ্ধেয় মান্না দে কে অমান্য করে বলছি না।।।

    • @saswatadas2889
      @saswatadas2889 3 ปีที่แล้ว

      @@jajneswarshil4516 dorkar nei gaoar.uni onar nijer gan ke jemon khusi gaite paren.manna dey r gan ke eivabe poribeshon kore tar mejaj ta nosto korar kono mane nei.

    • @akashbiswas9599
      @akashbiswas9599 3 ปีที่แล้ว

      @@jajneswarshil4516 কয়েক বালতি করুনা দিলাম ভাই তোমায়। আশা করি এর পর থেকে গান শোনার কান 'একটু' তৈরি হবে

  • @somucin
    @somucin 5 ปีที่แล้ว +2

    এতো কালোয়াতি গান টার সর্বনাশ করে দিলো।

  • @mausumibhattacharya2079
    @mausumibhattacharya2079 3 ปีที่แล้ว

    Feel is missing

  • @dinaakter462
    @dinaakter462 5 ปีที่แล้ว +1

    Keno e Gaian ta ebhabe gailen, keno keno. Uff

  • @dipakkumarroy3684
    @dipakkumarroy3684 3 ปีที่แล้ว +2

    ভাল প্রচেষ্টা তবে মান্না দের সামনে কিছুই না। আপনার গান খুবই উপভোগ করি কিন্ত এটাতে খুব হতাশ হলাম।

  • @shipramondal3490
    @shipramondal3490 5 ปีที่แล้ว +2

    Dhur ki bichchhiri laaglo ☹️
    Kintu onar pure classical program gulo oshadharon laage

  • @dr.kaustavpramanik9396
    @dr.kaustavpramanik9396 4 ปีที่แล้ว

    r ektu pace thik holei n higher scale holei sob thik hoye jeto....

  • @jhunabhattacharya8925
    @jhunabhattacharya8925 3 ปีที่แล้ว

    VALO LAGLO NA

  • @krishnarakshit7506
    @krishnarakshit7506 4 ปีที่แล้ว

    101 see me

  • @SANDIP939
    @SANDIP939 4 ปีที่แล้ว +1

    Ekdam bhalo lago na.ahetuk gayoki dekhabar chestai ganer pran nosto hoye geche.Sab jaiga classical gayoki dilai je bhalo lagbe ta kintu noi...jekhane jototuku chaiche tototuku hole tabei gaan pran pai.na ekdam ekdam bhalo laglo na.Classical gaan r adhunik gaan alada.Gaan ta ke niye ahetuk chele khela kora hoyeche

  • @arkabanerjee6829
    @arkabanerjee6829 5 ปีที่แล้ว +4

    Gane hridoy ta nei... baki sob ache besh entertaining...

  • @shambhucray
    @shambhucray 5 ปีที่แล้ว +1

    Music not relevant, no question on heavily voice !

  • @chaitalichakrabarti4241
    @chaitalichakrabarti4241 3 ปีที่แล้ว

    একটা সময় শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায় এইভাবে অতিরিক্ত কালোয়াতি করে কয়েকটি গান কে অত্যন্ত বিরক্তিকর করে তুলে ছিলেন
    এখন এঁরা ও তাই করছেন
    সবগানে কালোয়াতি ভালো লাগে না

  • @harishankarpati9838
    @harishankarpati9838 4 ปีที่แล้ว +1

    গদা বাঙলায় গানটার "দেহত্যাগ" করানো হয়েছে।। এসব কলোয়াতি মান্না বাবুরও করার ক্ষমতা ছিলো।। করেননি, গানের অর্থ নষ্ট হয়ে যাবে।
    আমি কৌশিকীর বড় FAN, তবু এমন FUSION-এর অত্যাচার নিতে পারলাম না

  • @Hwoman1123
    @Hwoman1123 3 ปีที่แล้ว +4

    shei obhiman ta phutlo na.. sorry. akhon loke amaye bolben, "tui nije ki"? nije jai hoi je professional tao abar e juger living legend tar kache perfection asha koratai manusher bod obhyesh
    and next time please chole jete bole padaro mhare des na bollei bhalo hobe

  • @Sudip_Banerjee
    @Sudip_Banerjee 3 ปีที่แล้ว

    Far better than Maanna Dey in terms of improvisation...

    • @akashbiswas9599
      @akashbiswas9599 3 ปีที่แล้ว +4

      কয়েক বালতি করুনা দিলাম ভাই তোমায়। আশা করি এর পর থেকে গান শোনার কানটি 'একটু' তৈরি হবে...

    • @Sudip_Banerjee
      @Sudip_Banerjee 3 ปีที่แล้ว

      @@akashbiswas9599 ha bhai Tomar koruna nilam...kokhono sakhat porichoy hole na hoy amar porichoy janbo...koruna kore amar kaan toiri korar dayitto nebe naki vaya☺️

  • @jibonbarman2613
    @jibonbarman2613 3 ปีที่แล้ว

    শিল্পীৱ প্ৰেজেন্ট ভালো মিউজিক ভালো না ৷

  • @amarghosh3753
    @amarghosh3753 5 ปีที่แล้ว +6

    আমার খুব ভাল লাগল না, আরও একটু সচেতন হলে ভাল হতো

  • @zinnatbegum7829
    @zinnatbegum7829 2 ปีที่แล้ว

    ভালো হয় নাই

  • @anirbankundu6242
    @anirbankundu6242 5 ปีที่แล้ว +3

    Manna De k asanman kara hoechhe, Kausiki ganer bhab bujhdhe pareni, peajer payes ranna hoechhe, ei duhsahas kara uchit hai ni chhi chhi!!!

  • @rumachatterjee7826
    @rumachatterjee7826 5 ปีที่แล้ว +10

    মান্না দে মহাশয়ের এই গানটি আর যাই হোক কৌশিকী চক্রবর্তীর গলায় একেবারেই ভালো লাগলো না !!! সব কিছু তেই রাগের প্রাধান্য ভালো লাগে না ।মান্না দের গানটিকে এককথায় বলতে গেলে একেবারে নষ্ট করা হয়েছে ।শিল্পী নিজের গান গেয়েই শ্রদ্ধা জানাতে পারতেন ।শিল্পীর নিজের গানের তো তুলনা নেই ।তবে কেন!!!?

    • @soumodeepghosh4963
      @soumodeepghosh4963 ปีที่แล้ว

      আমার mone hoyna যে shilpi যে vbe geiche onnoder sevabei gaite হবে etake toka bole jetate nijoshota nei sekhane shilpir kono astittoi nei manna দেয় onar moton geichen r koushiki Chakraborty r ei gantate nijoshota chilo ebong tar sathemanna ডেকে srodhha jananou chilo

  • @shankhachakraborty9034
    @shankhachakraborty9034 5 ปีที่แล้ว +2

    Cmmnt section dekhe boja jacche koto musically murko lokjon ache......r tader aukat......

  • @pritambiswas5284
    @pritambiswas5284 3 ปีที่แล้ว +4

    আপনার গান আমার খুব প্রিয় কিন্তু বিশ্বাস করুন এই গান টা কিন্তু ফিউশন করেও আপনার কণ্ঠে মানায় নি,ভালো লাগেনি ম্যাডাম।।।

    • @rmalfu1543
      @rmalfu1543 ปีที่แล้ว +1

      Such type of criticism is not proper against a good singer.

    • @devdynamics001
      @devdynamics001 4 หลายเดือนก่อน

      Ra uni gan koren to kinsudhu classical korben ki !? Audience ke jomate korechen , performance korte parben ekta onar moton

  • @nidhiapple6768
    @nidhiapple6768 5 ปีที่แล้ว +5

    আমার মনে হয় আপনি গানটা ভালো গেয়েছেন কিন্তু মান্না দেকে যথেষ্ট অপমান করেছেন এটা আপনি ঠিক করেননি