শাহ জালাল (রাঃ) মাজার এখন ভন্ডদের কারখানা /Hazrat Shah jalal Mazar Sylhet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • হযরত শাহজালাল রাঃ ছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ যার সম্পুর্ণ নাম হযরত শেখ শাহ জালাল কুনিয়াত মুজ্জারদ রাঃ।
    আজ থেকে সাড়ে সাতশত বছর আগে আরবের দেশ ইয়েমেন থেকে তিনশত ষাট জন ৩৬০ সফর সংগী নিয়ে দ্বীন ইসলাম প্রচারের জন্য সিলেট আসেন। কথিত আছে শাহ জালালের মামা একমুষ্টি মাটি হাতে ধরিয়ে দিয়ে বলেন এই মাটির রং গন্ধ যেই দেশে যেখানে মিল পাবেন সেখানেই আস্তানা গড়ে নিতে শেষ পর্যন্ত সিলেটের মাটির সাথে মিল হলে এখানে মান সিলেটে হযরত শাহজালাল রাঃ আবাস গড়েন।তাইতো বলা হয় আরবের মাটির সাথে সিলেটের মাটির মিল রয়েছে। এছাড়া ও সিলেটকে বলা হয় বাংলাদেশে ইসলাম প্রবেশের দ্বার।
    আজ থেকে ৭৫০ বছর আগে অত্যাচারী রাজা গৌড় গোবিন্দের রাজ্য ধ্বংস করে হযরত শাহজালাল ইসলামের আলোয় আলোকিত করেন সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থান কিন্তু তিনির মাজার প্রাংগন আজ ভন্ডদের কারখানায় পরিণত। শাহ জালাল রাঃ ন্যায় পরায়ন হাওয়ার ফলে সকল ধর্মের মানুষের কাছে সমান ভাবে সমান ভাবে সমাদৃত ছিলেন। এখনো উনার মাজারে বিভিন্ন ধর্মের মানুষের আনাগুণা দেখা যায়।
    শাহ জালালের স্মৃতির সাথে জড়িত অনেক কিছু মাজার প্রাংগণে দেখতে পাওয়া যায় এর মধ্যে অন্যতম জালালি কবুতর গজার মাছ শাহ জালালের ডেগচি ও সোনা রুপার কৈ মাগুর। সোনা রুপার কৈ মাগুরের যে কুপ রয়েছে সেই কুপের সাথে নাকি জমজম কূপের সম্পর্ক রয়েছে।
    সিলেট সহ বাংলাদেশে ইসলামের আলোয় আলোকিত করার কারিগর হযরত শাহজালাল রাঃ তিনির মাজার প্রাংগণ আজ অন্ধকারে নিমজ্জিত ওরশের নামে হয় ভণ্ডামি নামধারী মুসলিমরা যাদের না আছে নামাজ না আছে রোজা বিভিন্ন ধরনের নেশায় আশক্ত হয়ে ভণ্ডামি করেন।যা সামাজিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করলে খুবই খারাপ দেখায়।যা একটি পবিত্র স্থান মাজারের ক্ষেত্রে বড়ই বেমানান।
    সিলেট ভ্রমণে আসুন শাহ জালালের ইতিহাস জানুন অলী আউলিয়ার সাথে আমাদের জীবনের আমাদের কি পার্থক্য রয়েছে একটু চিন্তা করে দেখুন। সিলেট ভ্রমণে আসলে শাহ জালাল মাজারের পাশে রয়েছে হোটেল রেস্টুরেন্টে সহজে থাকতে পারবেন।
    #শাহ_জালাল_মাজার_এখন_ভন্ডদের_কারখানা
    #Hazrat_shah_jalal_mazar_Sylhet
    #sylhet #sylhetvlog #sylheti_video #sylhet_City #sylhet_tour #mazar #sylhet_mazar #সিলেট #মাজার #মাজার_শরীফ #মাজার _জিয়ার #ভন্ড_বাবা #ভন্ডপীর #গৌড়_গোবিন্দ #শাহ_পরান #শাহ_জালাল_মাজার_সিলেট #ভন্ড_তালা_বাবার_গোপন_রহস্য_ফাস
    Peaceful Nasheed ↓Origenal
    • Video
    sylhet,
    sylhet city,
    sylhet tour,
    সিলেট,
    সিলেট শহর,
    সিলেট ভ্রমণ,
    sylhet 20224,
    sylhet city 2024,
    sylhet city tour,
    sylhet Bangladesh,
    sylhet travel,
    sylhet vlog,
    সিলেট বাংলাদেশ,
    সিলেট সিটি,

ความคิดเห็น • 8