বসন্তের দূত বসন্তবৌরি পাখি | Coppersmith Barbet Bird | Documentary

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2024
  • বসন্তের দূত বসন্তবৌরি পাখি | Coppersmith Barbet Bird | Documentary
    www.youtube.com/@wildindiamit...
    PLEASE SUBSCRIBE👉 @wildindiamit 🙏
    OUR SECOND CHANNEL👉 @banglavlog ​
    বাংলার পাখি PLAYLIST :-
    • Playlist
    BIRDWATCHING DOCUMENTARY PLAYLIST :-
    • BIRDWATCHING DOCUMENTARY
    পাখির বাংলা নামঃ ছোট বসন্ত বাউরি । ইংরেজি নামঃ কপারস্মিথ বারবেট, (Coppersmith Barbet) | বৈজ্ঞানিক নামঃ Megalaima haemacephala | এরা নানান নামে পরিচিত, যেমন: বসন্ত বউরি, বসন্ত বাওড়ি, বসন্ত বৌরি ইত্যাদি।
    প্রজাতির গড় দৈর্ঘ্য ১৬-১৭ সেন্টিমিটার। কপাল, বুক পরিষ্কার লাল। চোখের দু’পাশ থুতনি ও গলা হলুদ। মুখাবয়ব কালো। পিঠ ঘাসরঙা সবুজ। নিচের দিকে খাড়া খাড়া মোটা রেখা। ওড়ার পালক কালচে। বুক উজ্জ্বল লালের সঙ্গে সোনালি হলুদের পট্টি। লেজ খাটো। লেজের শেষপ্রান্ত সবুজাভ নীল। চোখের মনি কালচে-ধাতব। ঠোঁট শক্ত মজবুত, কালো। ঠোঁটের গোড়ায় ক’টি শক্ত লোম। পা বাদামি-লালচে। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম।
    ছোট বসন্ত বাউরি বসন্তকালে এদের দেখা মেলে। গ্রামের নির্জন রাস্তা ধরে হাঁটলে প্রজাতির ‘টুক্-টুক্-টুক..’ আওয়াজ কানে আসে। অনেক দূর থেকে শোনা যায় সে আওয়াজ। হঠাৎ আওয়াজটি কানে গেলে যে কেউ কামারের হাতুড়ি পেটার আওয়াজ মনে করতে পারেন। বিদঘুটে আওয়াজ হলেও সুরে রয়েছে চমৎকার তাল-লয়। শোনার আগ্রহ জাগে।
    সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা আকারে চড়ুই পাখির সমান হলেও অনেক উচ্চস্বরে ডাকতে পারে। পাখি দেখতে ভারী চমৎকার। প্রথম দর্শনেই ভালো লাগে। সাধারণত এরা বসন্তকালে জনসন্মুখে আসে। অন্য সময়ে চলে যায় আড়ালে আবডালে। তাই বলে এরা কিন্তু পরিযায়ী নয়। দেশি প্রজাতির পাখি। হরেক প্রজাতির দেখা মেলে দেশে। তারমধ্যে এরা অতি সুলভ দর্শন। ঢাকা শহরেও হরহামেশাই দেখা মেলে। চোখ-কান খোলা রাখলে রাজধানীর উদ্যানগুলোতে নজরে পড়তে পারে এদের। উঁচু উঁচু গাছে এদের বিচরণ। ঘন পাতার আড়ালে থাকতে পছন্দ করে। বৃক্ষচারী পাখি; পারতপক্ষে মাটিতে নামেনা এরা।
    প্রধান খাবারঃ ছোট ছোট বুনোফল। বট-পাকুড়, বকুল, দেবদারু, পেয়ারা, জাম, আতা, সফেদা, জামরুল ইত্যাদি ফলের প্রতি আসক্তি বেশি। ফল সংকটে পোকামাকড়েও ভাগ বসায়। প্রজনন সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল। অঞ্চলভেদে সময়ের হেরফের হয়। যেমন ভারত, শ্রীলঙ্কায় ভিন্ন সময়ে বাসা বাঁধে। তবে সব স্থানেই এরা গাছের খোড়লে বাসা বাঁধে। নিজেরাই খোড়ল করে নেয়। ডিম পাড়ে ৩-৪টি। ফুটতে সময় লাগে ১৪-১৫দিন। শাবক উড়তে শেখে ১৫-২০ দিনে।
    Our Collaboration Email ID :- amitswildindia@gmail.com
    Welcome To Wild India TH-cam Channel.
    SUBSCRIBE, Like & Share Our Channel with your Family & Friends 🙏.
    একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ তথ্য সমেত পশু পাখির নাম বাংলায় প্রকাশ করা হয় |
    চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন |
    #wildindia #bird #birdvoice #birdringtone #birdsounds #birdsong #birdwatching #birds #indianbirds #indiananimals #birdsvideo #nature #documentary #wildlifechannel #birding #pakhirdak #birdsound #পাখি #pakhi #পাখিরডাক #birdphotography #wildlifephotography #wildlife #documentary #birdsinindia #wildindiabestmoments #lostinthewildernesswithus

ความคิดเห็น • 4

  • @adriennefriend
    @adriennefriend 3 หลายเดือนก่อน +1

    Absolutely outstanding! Thank you!

    • @wildindiamit
      @wildindiamit  3 หลายเดือนก่อน +1

      More videos are coming! Keep watching 😊🙏

  • @sreejitajana7146
    @sreejitajana7146 3 หลายเดือนก่อน +1

    Tomar kotha gulo r video gulo khove valo lage. Pakhir somporke onek basi kore Jana jai

    • @wildindiamit
      @wildindiamit  3 หลายเดือนก่อน

      Thanks a lot dekhte thakun ❤️