জামরুল গাছের রিপোর্টিং | গাছের রিপোর্টিং কখন ও কেন করবেন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 13

  • @venusgarden959
    @venusgarden959 ปีที่แล้ว +1

    Amazing fantastic🤘😝🤘

  • @hitz786
    @hitz786 ปีที่แล้ว

    sir ,
    jamrul gacher dal chatai er adorsho somoy kokhn ??

  • @prodiproy5112
    @prodiproy5112 ปีที่แล้ว

    দাদা, কোন সময়ে reporting করেছিলেন, বললে খুব ভালো হয়

  • @biswajitdebnath1651
    @biswajitdebnath1651 3 ปีที่แล้ว +1

    Matir bodole jodi cocopit use kori tobe ki ki asubidha hote pare??

    • @SabujSathiGarden
      @SabujSathiGarden  3 ปีที่แล้ว

      যেসব গাছ বেশি জল পছন্দ করে না, তাদের ক্ষেত্রে কোকো পিটের ব্যবহার না করা ভালো। কারন অতিরিক্ত জল গাছের শিকড় পচিয়ে দেবে। ভিডিও একটি বানাবো যেখানে এইগুলো উল্লেখ করবো। ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    • @biswajitdebnath1651
      @biswajitdebnath1651 3 ปีที่แล้ว +1

      @@SabujSathiGarden gache jol debar janno ami jodi systematic vabe pipe line lagai tobe ki hote pare???

    • @SabujSathiGarden
      @SabujSathiGarden  3 ปีที่แล้ว

      একদমই হবে। তাহলে তো কোনো কথায় নেই। খুব ভালো হবে। অনলাইনে পাবেন। ইরিগেশন সিস্টেম। লাগিয়ে নিন। টাইমার যেটা আছে সেই টা লাগাবেন। ধন্যবাদ আপনাকে।

  • @thehickey7698
    @thehickey7698 3 ปีที่แล้ว +1

    দাদা এই মাটির টবগুলো চন্দননগরের কোন জায়গাটাতে খোঁজ করবো.. please জানাবেন

    • @SabujSathiGarden
      @SabujSathiGarden  3 ปีที่แล้ว

      শোনঘাটা মোড়ে, হাইস্কুলের দিকে যেতে ডানদিকে খোঁজ করবেন। ধন্যবাদ🙏

  • @Anindya.1097
    @Anindya.1097 3 ปีที่แล้ว +1

    এটা কি জাতের জামরুল?

    • @SabujSathiGarden
      @SabujSathiGarden  3 ปีที่แล้ว +1

      ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ🙏💕 আপনাকে। দাদা, আমি যখন কিনেছি, তখন নার্সারি থেকে বলেছে থাই ভ্যারাইটি। এখনও ফল হয়নি। এটি সাদা। এবছর ফল আসবে। অবশ্য ই আপডেট দেখাবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। সাথে থাকুন। নমস্কার।

  • @ongkara2791
    @ongkara2791 3 ปีที่แล้ว +1

    দাদা ফাটারা কি 100 গ্রাম পাওয়া যায় ও দাম কতো নিয়েছে বলবেন।

    • @SabujSathiGarden
      @SabujSathiGarden  3 ปีที่แล้ว

      ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফাটারা ১০০ গ্ৰাম পাবেন না। ৪ কেজির প্যাকেট। ১৮০ টাকা কেজি। তবে আমি একটি বড়ো সারের দোকান থেকে অনেক অনুরোধ করে ১ কেজি নিয়েছি। দাম নিয়েছে ১৮০ টাকা। ধন্যবাদ।