উলানিয়া জমিদার বাড়ি, বরিশাল | Ulania Jamidar Bari | শেষ পর্ব

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • উলানিয়া জমিদার বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশাল জেলার অন্তর্ভুক্ত মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে অবস্থিত এক চৌধুরী বাড়ি যা জমিদার বাড়ি হিসেবে পরিচিত।
    মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের মধ্যে একটি গ্রামের নাম হলো উলানিয়া গ্রাম। এখানে ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। যা আনুমানিক ১৭০০ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জমিদার বাড়ির বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবেদা হানিফ। ইনি ভারতীয় বংশধর ছিলেন না। ইনার পূর্ব পুরুষরা ছিলেন পারস্যের। সুবেদার হানিফ সৈনিক পদে চাকরি করতেন। এই মেহেন্দিগঞ্জ উপজেলায় তখন ওলন্দাজ দস্যু দল, মগ ও ফিরিঙ্গিদের অত্যাচারে জর্জরিত ছিল। যা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলে। তখন সুবেদার হানিফের উপর দ্বায়িত্ব আসে এদেরকে প্রতিহিত করার। তখন তিনি শক্ত হাতে তাদেরকে দমন করেন এবং এখানে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তার বংশধররা এখানকার জমিদার হন। এইভাবেই এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়।
    সূত্র: উইকিপিডিয়া

ความคิดเห็น • 5

  • @mituakter7013
    @mituakter7013 8 หลายเดือนก่อน +1

    জন্ম ভূমি টা দেখে মনটা ভরে গেল,ভাইয়া আরো ভিডিও চাই

  • @ikbalhassan8423
    @ikbalhassan8423 ปีที่แล้ว +1

    প্রিয় মাতৃভূমি আমার এলাকা খুব মিস করি।

  • @travelwithkazol7679
    @travelwithkazol7679 ปีที่แล้ว

    অসাধারণ হয়েছে ভিডিও টা

  • @miturahman1002
    @miturahman1002 ปีที่แล้ว

    আমার দাদীর বাবার বাড়ি . আল্লাহ তায়ালা আমাকে দেখালেন .ভাই আপনাকে অনেক ধন্যবাদ ও দোয়া করছি আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর সতেজ রাখুন দোয়া রইলো . আমার দাদীর নাম সৈয়দা দিললেনেছা চৌধুরানী .তার ছোট ছেলের নাম সৈয়দ ওবায়দুর রহমান চৌধুরী . তার ছোট আদরের মেয়ে আমি প্রবাসী বাংলাদেশী . আমার দাদীর বিয়ে হয়েছে ভোলার জমিদার বাড়িতে নবাব মিয়ার বাড়ি বললে আপনাদের কে নিয়ে জাবে ইনশাআল্লাহ.বোরহানউদিন বাটামারা আমার দাদীর বারি দেখার ও দেখানোর অনুরোধ রইল . আমার চাচাতো ভাই মনজু চোধুরী বারিতে এক জনই মুরুব্বী থাকেন .

    • @sikdarbarisal9632
      @sikdarbarisal9632 6 หลายเดือนก่อน

      Probase to ami nijeo. 15 days vacation nia dekheasun khali dollar income er pallai pore desh vhulejaan