সরিষা ফুলের মধু নিয়ে ভুল ধারণা ভোক্তাদের, বিপাকে চাষীরা | Honey Business

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • দেশে উৎপাদিত মধুর একটি বড় অংশই আসে সরিষা ফুল থেকে। কিন্তু কিছু ভ্রান্তধারণার কারণে সরাসরি ভোক্তা পর্যায়ে এই মধুর চাহিদা কম। ফলে বিক্রির জন্য বহুজাতিক কোম্পানির ওপরই নির্ভরশীল হতে হয় খামারীদের। এতে নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন খামারীরা। লোকসানের মুখে পড়ে অনেকেই মধু চাষ ছেড়ে দিচ্ছেন।
    Subscribe to our channel: / jamunatvbd
    Follow us on Twitter: / jamunatv
    Find us on Facebook:
    Check our website: www.jamuna.tv
    #JamunaTelevision #JTV #যমুনাটিভি

ความคิดเห็น • 279

  • @SaifulIslam-xk1kd
    @SaifulIslam-xk1kd ปีที่แล้ว +113

    অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনের সত্যিটা প্রচার করার জন্য।

    • @doctorsbrother
      @doctorsbrother ปีที่แล้ว +1

      কোন এলাকায় এগুলো

    • @SaifulIslam-xk1kd
      @SaifulIslam-xk1kd ปีที่แล้ว +2

      @@doctorsbrother সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ইত্যাদি জায়গা থেকে সংগ্রহ করে থাকে মধু চাষিরা।

    • @learningwithmoshiur
      @learningwithmoshiur ปีที่แล้ว +1

      🤣🤣🤣holud media ja bujabey apnara tai bujbrn

    • @SaifulIslam-xk1kd
      @SaifulIslam-xk1kd ปีที่แล้ว +3

      @@learningwithmoshiur ভাই শরিষা ফুলের মধু সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল বাট বিক্রি করতে প্রবলেম হতো জমে যাওয়ার কারণে। বর্তমান মানুষ মিডিয়াকে বেশি বিশ্বাস করে। আর যমুনা টেলিভিশন সত্যি টা প্রচার করেছে। আর হ্যাঁ ভোক্তা অধিকার পর্যন্ত অনেক পরীক্ষা করে সঠিক টা পেয়েছে।
      আপনার বুঝ আপনার কাছে।
      অসংখ্য ধন্যবাদ

  • @sonarbangladesh5604
    @sonarbangladesh5604 ปีที่แล้ว +25

    নি ঃসন্দেহে ভালো খবর,এমন প্রতিবেদন সত্যি ধন্যবাদ পাওয়ার দাবিদার।

  • @lamiaislam4829
    @lamiaislam4829 ปีที่แล้ว +47

    আশা করি এই সংবাদমাধ্যমে দেশের মানুষ সঠিক তথ্য পেয়েছে এখন সাধারণ মানুষের ভুল ধারনা থেকে বেরিয়ে আসবে, এবং নিশ্চয়ই আবার পূনরায় মধু ক্রয় করবে।

  • @Beautifuluae
    @Beautifuluae ปีที่แล้ว +50

    বাজার ঠিক ই আছে কিন্তু বাংলাদেশের সব কিছু তে এত বেশি ভেজাল যে,আসল জিনিস কনতেও মানুষের সন্দেহ হয়।

    • @himelprodhan5511
      @himelprodhan5511 9 หลายเดือนก่อน

      মুল কারন এটাই

  • @MDShamim-yu5ev
    @MDShamim-yu5ev ปีที่แล้ว +46

    কিছু কিছু মধু চাষিরা চিনির সিরা মিশানোর কারণে, সাধারণ ক্রেতাদের তাদের প্রতি বিশ্বাস উঠে গেছে।
    বাংলাদেশি অনেক মধু ব্যবসায়ীরা চিনির সিরা দিয়ে মধু তৈরি করে ফেলে, তাইতো এখন আর সব মধু ব্যবসায়ীকে মানুষ বিশ্বাস করেনা।

    • @ordinaryselfless6275
      @ordinaryselfless6275 ปีที่แล้ว

      Right vai right

    • @Mriz2001
      @Mriz2001 ปีที่แล้ว

      ভাই যারা বড় চাষি তারা এসব করে না। তারা মধু বিক্রিই করতে পারে না। সবচেয়ে ভালো হয়। নিজে গিয়ে মধু কিনলে।

  • @MdSagor-di4cc
    @MdSagor-di4cc ปีที่แล้ว +3

    সঠিক খবর উপস্হাপনের জন্য যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ

  • @mdfoysalofficial8033
    @mdfoysalofficial8033 ปีที่แล้ว +43

    এই বিষয়ে যদি বাংলাদেশের সরকার যদি একটু নজর দেয় তাহলেই সাধারণ খামারীরা ন্যায্য মূল্য পাবে ধন্যবাদ সবাইকে!

    • @probashjibonkosto1361
      @probashjibonkosto1361 ปีที่แล้ว +1

      কৃত্রিম সরকারের আমলে ভেজাল তো পাবেনই

    • @asharalo7236
      @asharalo7236 ปีที่แล้ว +3

      সরকার নজর দিলে সব জয় বাংলা হয়ে যাবেন

  • @rajvewton6446
    @rajvewton6446 ปีที่แล้ว +8

    সরিষার মধু সম্পর্কে জানেই না বাংলাদেশের জনগণ আমি বছরের ৩৬৫ দিনে মধু খাই এবং সরিষার মধু সবচেয়ে কার্যকর। ❤️❤️

  • @jahangirmia1044
    @jahangirmia1044 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশন কে। সঠিক সংবাদ প্রকাশের জন্য।

  • @ranaahamad794
    @ranaahamad794 ปีที่แล้ว +6

    মদু চাষী ভাইলোক আপনাদের অনেক ধন্যবাদ

  • @nomanphotography807
    @nomanphotography807 ปีที่แล้ว +73

    যাদের অহংকার নেই তারাই বলি আলহামদুলিল্লাহ 🥰

    • @mdshahaporan8733
      @mdshahaporan8733 ปีที่แล้ว +1

      আলহামদুলিল্লাহ 🤲🤲🤲🤲🌷🌷🌷

    • @Viral.Topic.bangla
      @Viral.Topic.bangla ปีที่แล้ว

      ছাগল

    • @mdhalim-qn3bo
      @mdhalim-qn3bo ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ

    • @belaltv1556
      @belaltv1556 ปีที่แล้ว +1

      এখানে অহংকারের কি হলো এটা আগে বুঝা ছাগল কোথাকার

    • @sahidulislamsuhelsuhelcox4054
      @sahidulislamsuhelsuhelcox4054 ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ

  • @nurseabdurrahim
    @nurseabdurrahim ปีที่แล้ว +2

    গুরুত্বপূর্ণ তথ্য জানলাম।

  • @freshnotch
    @freshnotch ปีที่แล้ว +15

    আল্লাহ কত কিছুর নতুনত্ব রেখেছেন পবিত্র আল কুরআনের মধ্যে, সুবহানাল্লাহ্.

    • @rafiarman5416
      @rafiarman5416 ปีที่แล้ว

      Dhur

    • @brokenheart5912
      @brokenheart5912 9 หลายเดือนก่อน +1

      সবকিছু নাটক হলে চলে না😂

  • @shahinhasan5791
    @shahinhasan5791 ปีที่แล้ว

    Thanks Jamuna TV channel key tule dharar jonney....

  • @RangDhanu-x6e
    @RangDhanu-x6e 4 หลายเดือนก่อน

    Thank's.

  • @lifeplayroom4305
    @lifeplayroom4305 ปีที่แล้ว +1

    যমুনা টেলিভিশনের এই নিউজটা দেখে অনেকের ভুল ধারণা ভাংবে। ধন্যবাদ

  • @quazinurhossain9390
    @quazinurhossain9390 ปีที่แล้ว

    Thanks jomuna tv.

  • @বাবুমোল্লা-য৯ম
    @বাবুমোল্লা-য৯ম ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ যমুনা টিভির সম্মানিত সাংবাদিক ভাইদের প্রচার-প্রচারণায় এডভাইস বৃদ্ধি করার প্রয়োজন মনে করিনা

  • @islamiccenter160
    @islamiccenter160 ปีที่แล้ว +6

    আমিও আগে তাই ভাবতাম, 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

  • @faridayeasmin9562
    @faridayeasmin9562 ปีที่แล้ว +8

    বাংলাদেশের মানুষতো টাকা দিয়েও ভালো জিনিসটা পায় না এটা একটা অত্যন্ত দুঃখের বিষয়।

  • @rahadhussainhoney3760
    @rahadhussainhoney3760 ปีที่แล้ว +1

    Thanks jomuna tv

  • @humayunkabir2812
    @humayunkabir2812 ปีที่แล้ว +1

    আমার এলাকায় আসসে কিন্তু মানুষ নিতে চায়না,,বলে ভেজাল আছে,অথচ খামারিরা ভেজাল মিশায় কখন? তারা সারা রাত বাড়িতে গিয়ে থাকে(আর এখানের খামারির কথা বলছি),আবার বাড়ি থেকে আসতে আসতে ৯/১০ বাজে,আর সারা দিন তো মানুষ থাকেই তাদের পাশে,, কিন্তু সাদা কেনো? এবং এতো জমায় কেনো?? এই হলো প্রশ্ন, কিন্তু সরিষা ফুলের মধু যে জমে যায় এটা যারা যানেনা আমার মনে হয় তারা সরিষা মধুর ব্যপারে জানেই না।।। আর তা ছাড়া এতো ফুল থাকতে খামারিরা টাকা খরচ করে কেনো খাওয়াবে মৌমাছিকে??? তবে সবাই এক নাও হতে পারে,তাই বলে সবাইকেই তো খারাপ বলা যায় না।।।আসলে খাটি জিনিসের প্রতি মানুষের সন্দেহ বেশি থাকে।

  • @MdHabibullah-m1r
    @MdHabibullah-m1r 9 หลายเดือนก่อน

    মাশা আল্লাহ

  • @MKM-w8f
    @MKM-w8f 7 หลายเดือนก่อน +1

    সরিষা ফুলের মধু ভালই।
    কিন্তু বাজারে ভেজাল অনেক বেশি

  • @samiyaaktershimu9790
    @samiyaaktershimu9790 ปีที่แล้ว +7

    অনেকেই বেশি টাকা দিয়েও খাঁটি মধু পায় না, আর তারা খাঁটি মধু বিক্রি করতে পারে না, দেশের সকল ব্যবসায় এখন সিন্ডিকেটের হাতে

    • @shophousenk
      @shophousenk ปีที่แล้ว

      বাস্তব কথা,

  • @MdRobiul-lo5rt
    @MdRobiul-lo5rt ปีที่แล้ว

    ধন্যবাদ সঠিক তথ্য তুলে ধরার জন্য.....

  • @mdmonirkhan3080
    @mdmonirkhan3080 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ যমুনা টিভিকে

  • @MdHabibullah-m1r
    @MdHabibullah-m1r 9 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার

  • @m.ahasmot5090
    @m.ahasmot5090 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @nagarkrishi
    @nagarkrishi ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি গরু-মহিষের ভিডিও শুরু করছি

  • @Babu_Vai
    @Babu_Vai ปีที่แล้ว +1

    যমুনা টেলিভিশন কে ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ খবর প্রচারের জন্য।

  • @abdussalam9690
    @abdussalam9690 ปีที่แล้ว +14

    আর এ দিকে আমি খাটি মধুর খোজে থাকি😪

    • @shophousenk
      @shophousenk ปีที่แล้ว +1

      আহারে,আমরা বিক্রয় করতে পারি না

    • @abdussalam9690
      @abdussalam9690 ปีที่แล้ว

      @@shophousenk আপনার লোকেশন কোই?

    • @taqwaorganicfood5193
      @taqwaorganicfood5193 ปีที่แล้ว

      আমাদের কাছ থেকে নিতে পারেন।

  • @imranhossen5207
    @imranhossen5207 ปีที่แล้ว +6

    কৃত্রিম খাবার.. সেই কৃত্রিম খাবারের নাম বললেন না কেন?সেই কৃত্রিম খাবার টা হচ্ছে চিনি।

  • @md.mostakimali360
    @md.mostakimali360 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ

  • @KrishiMagazine
    @KrishiMagazine ปีที่แล้ว +1

    "মধু জমে গেলেই ভেজাল"- এই ক্ষতিকর ও ভ্রান্ত ধারণা বাংলাদেশে মৌ শিল্প বিকাশের অন্যতম প্রধান অন্তরায়।
    দেশের মানুষ যদি সচেতন হতো তাহলে মৌচাষী, উদ্যোক্তা ও ভোক্তা সবাই উপকৃত হতো।

  • @naimulahsan3296
    @naimulahsan3296 ปีที่แล้ว +3

    মৌ চাষিদের সাথে ভোক্তার সরাসরি যোগাযোগ স্থাপন করা গেলে উভয়ই উপকৃত হতো।

  • @sohojrannaghor4053
    @sohojrannaghor4053 ปีที่แล้ว +4

    জীবনের সকল প্রয়োজনে 'আস্তাগফিরুল্লাহ' শব্দটি উচ্চারণ করুন,
    এবং এটিকে জীবনের নিত্যসঙ্গী বানিয়ে নিন,
    আর ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন।
    ব্যর্থতার কালো মেঘ দূর হয়ে
    সফলতার সূর্য উদয় হবেই হবে, ইং শা আল্লাহ!

  • @hasnatsakib7223
    @hasnatsakib7223 ปีที่แล้ว +1

    @1:02 see

  • @mdrofik9428
    @mdrofik9428 ปีที่แล้ว

    মাশাআল্লাহ,

  • @bbproductssolution.3317
    @bbproductssolution.3317 ปีที่แล้ว

    Good news.

  • @mdmasumbillah6102
    @mdmasumbillah6102 9 หลายเดือนก่อน

    Manikganj kothay. Modhu cash hocce?

  • @samiyaswapn910
    @samiyaswapn910 9 หลายเดือนก่อน

    কোন জেলায় পাওয়া যায়

  • @mdraselraselmoola2244
    @mdraselraselmoola2244 ปีที่แล้ว

    এখন থেকে অনলাইনে যে পরিমান মধু বিক্রিতা দেখি..আমার মনে হয় এতো পরিমানের মৌমাছি ও নেই...
    কই পাই এতো মধু মৌওয়াল

  • @sadiaakter5978
    @sadiaakter5978 ปีที่แล้ว

    চাষিদের ঠিকানা ও যোগাযোগ এর মাধ্যমটা দিলে ভাল হত। অনেকেই আছেন যোগাযোগের কারনে নিতে পারবে না।

  • @bdislam81083
    @bdislam81083 9 หลายเดือนก่อน

    আমি মানিকগঞ্জ সিংগাইর থেকে সরিষার মধু চাষিদের কাছ থেকেই সংগ্রহ করছি কোন বেজাল নাই। ফ্লেবার সব টিকিই আছে কিন্তু জমে জায়। তাই বলে এটা বেজাল মধু না।

  • @alauddin-dr7my
    @alauddin-dr7my ปีที่แล้ว +1

    খামারি ভাইয়েরা যোগাযোগের মাধ্যমে প্রতিটা পৌরসভার বাজারে একটা স্টশনারী দোকানে খাঁ টি মধু রাখলে সাথে প্রচার করলে সবাই খাঁ টি মধু পাবে খামারি ও সঠিক দাম পাবে

  • @rstotocompany7416
    @rstotocompany7416 9 หลายเดือนก่อน +1

    যে মধু তে চিনি থাকে সেই মধু মানুষ কিনবে ই বা কেন?

  • @SaifulislamShabuz-o9y
    @SaifulislamShabuz-o9y 10 หลายเดือนก่อน

    কোথায় পাবো এই মধু

  • @yousufjamil307
    @yousufjamil307 ปีที่แล้ว +5

    খামারিদের সাথে যোগাযোগের কোন নাম্বার অথবা উপায় থাকলে এ ক্ষতি হতো না বলে আমি মনে করি।

  • @syedshohag61
    @syedshohag61 ปีที่แล้ว +2

    আমি এই খাটি মুধু নিছি এক জন্য খামারি কাছে থেকে ভালো মান পেয়েছি

  • @mohammadjakirhossain562
    @mohammadjakirhossain562 ปีที่แล้ว

    মধু খেতে খুব ইচ্ছে হয় কিন্তু সবাই বলে ভেজাল চিনি দিয়ে বানানো এটা-সেটা এ কারণে মধু কিনতে ভয় পাই যাইহোক কিছুদিন আগে এক কেজি অর্ডার করছিলাম গত কালকে তিন কেজি অর্ডার করছি আপনাদের ভিডিও দেখে বিশ্বাস হচ্ছে যে সত্যিই এগুলো অরিজিনাল মধু

  • @MERRasel-s3b
    @MERRasel-s3b 9 หลายเดือนก่อน

    আমি পাইকারি মধু কিনতে চাই
    একটু সাহয্য করুন প্লিজ।

  • @sumondatta5486
    @sumondatta5486 9 หลายเดือนก่อน

    সরিষা ফুলের মধু অন লাইন থেকে এনেছি ২০২৩ সালে। ২৪ সালে দেখি বোতলের উপরের ২-৩ ইনছি মধুর মত দেখা যাচ্ছে বাকি সব চিনির মত। আসল নকল বুঝতে পারছিনা।কেউ পরামর্শ দিলে উপকার হয়
    যানেলে

  • @mdmohidul1354
    @mdmohidul1354 ปีที่แล้ว

    মানিকগঞ্জের সরিষা ফুলের খাটি মধু কেমনে পাবো

  • @tanjimsagor2575
    @tanjimsagor2575 ปีที่แล้ว +5

    আমার বাবা গত বছর ১৮ই ফেব্রুয়ারী ২০২২ আল্লাহর ডাকে সাড়া দিয়ে.. ফজরের নামাজরত অবস্থায় ইন্তেকাল করেন,, 😓😓ঐই দিন শুক্রবার ছিল.. আজ প্রায় এক বছর হয়ে গেছে আমার বাবার জন্য দোয়া করবেন সবাই..!!🤲🤲

  • @alaminhossen-rt9rp
    @alaminhossen-rt9rp 8 หลายเดือนก่อน

    আশা করি মানুষ বুঝতে পারবে আর মধু ক্রয় করবে।আমি নিজেও ক্রয় করি এবং খায়

  • @foridahmedmaruf3682
    @foridahmedmaruf3682 9 หลายเดือนก่อน

    খাঁটি মধু কুথায় পাওয়া যাবে ?

  • @shihababdurrakib5165
    @shihababdurrakib5165 ปีที่แล้ว

    অনেক মানুষ বুঝে না যে, সরিষা ফুলের মধু জমে যায়।
    না বুঝেই ফ্যাটফ্যাট করে।
    সর্বস্তরে এটা প্রচার করা উচিৎ

  • @hmdashik3628
    @hmdashik3628 7 หลายเดือนก่อน

    Vai sothik thikana den jar kach theke modhu nite pari

  • @nazmulhaq2329
    @nazmulhaq2329 ปีที่แล้ว +2

    এখানেই রাষ্ট্রের হাত বাড়াতে হবে। রাষ্ট্র কাজ হলো জনগণ যেখানে অপারগ সেখানেই তার হাত বাড়াতে হবে।

  • @TV-qy5sz
    @TV-qy5sz ปีที่แล้ว

    আমরা সরাসরি খামারিদের কাছ থেকে কিনতে চাই!!!!!

  • @sourovkumarsarkar3726
    @sourovkumarsarkar3726 ปีที่แล้ว +1

    15 হাজার টন মধু ঊৎপাদন হয় ।
    Wow .

  • @nyeemkhan1958
    @nyeemkhan1958 7 หลายเดือนก่อน

    This is the most valuable honey available in bd.

  • @muklesurrahmansunnymmrs8472
    @muklesurrahmansunnymmrs8472 ปีที่แล้ว +2

    দেশের ভেজাল জিনিসের এক নাম্বারে আছে মধু,,,,

  • @Mriz2001
    @Mriz2001 ปีที่แล้ว +1

    মধু জমলে সেটা ভেজাল না। আমার মামার ঘরের পাশে ২ টা বাক্স ছিলো। সেগুলা থেকে নিজেরা মধু রাখতাম কিছুদিন গেলে এমনিই মধু জমে। এটা এমন কি।

  • @MDSOHAG-fo6vp
    @MDSOHAG-fo6vp ปีที่แล้ว +1

    মধু নিতে চাই দিতে পারবে?????

  • @kuwaitkuwait5311
    @kuwaitkuwait5311 ปีที่แล้ว

    এই চাষিদের টিকিয়ে রাখতে পারে সাংবাদিক ভাইয়েরা জনগণকে সচেতন করার জন্য।

  • @kawsar9241
    @kawsar9241 ปีที่แล้ว

    আরো আধুনিক ভাবে ছাশ করতে হবে

  • @rathinbagchirathinbagchi6066
    @rathinbagchirathinbagchi6066 9 หลายเดือนก่อน

    ইউরিয়া সারের মধু তৈরি করো ,তাহলেই ভালো হবে।।

  • @DrshamnoonBadrulTraveltricks
    @DrshamnoonBadrulTraveltricks ปีที่แล้ว +1

    চিনির দাম বেড়ে যাওয়ায়

  • @shaheedsarwer1163
    @shaheedsarwer1163 9 หลายเดือนก่อน

    কৃষি মন্ত্রলয় থেকে ওদেরকে অনুমতি দিলে এবং সেই মধু একটি নামে বাজারজাত করলে আমরা ভোক্তাগন অবশ্যই কিনতাম,,

  • @basirbasir3356
    @basirbasir3356 ปีที่แล้ว +2

    আমরা ভেজাল খাইতে খাইতে আল্লাহর প্রকৃতিকে এখন ভেজাল মনে করতাছি

  • @abutalebkhan7419
    @abutalebkhan7419 ปีที่แล้ว +1

    মধু সহজলভ্য , তাই ভেজালের সম্ভাবনা কম। আসল মধু জমে যায় আমি নিজে আহরণ করিতাম ।

  • @mdimranulhasan278
    @mdimranulhasan278 ปีที่แล้ว

    Onak onak vlo modhu....ami akjon vokta

  • @absaruddinkhan2583
    @absaruddinkhan2583 ปีที่แล้ว

    বুঝতেছিনা

  • @BDJobPreparation360m
    @BDJobPreparation360m 9 หลายเดือนก่อน

    খামারিদের কাছে কিনতে গেলে তখন ৪০০টাকা বলে

  • @Asaduzzaman-xd3oy
    @Asaduzzaman-xd3oy ปีที่แล้ว +1

    আমার প্রশ্ন হচ্ছে মৌমাছিকে কেন চিনির পানি খাওয়ানো হয়?
    ইনপুটে চিনি দিলে আউটপুটে কি মধু পাওয়া যাবে?

  • @md.mostafizurrahman2424
    @md.mostafizurrahman2424 ปีที่แล้ว +1

    আপনারা দয়াকরে মধু চাষীদের লোকেশন ও মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দি্য়ে দেন
    যাদের মধু প্রয়োজন তাহারা যোগাযোগ করে নিয়ে নিবে।

  • @alaminhossain5551
    @alaminhossain5551 ปีที่แล้ว +1

    সরিষা ফুলের জমা মধু কিভাবে ঘন করে

  • @masrafemunim4851
    @masrafemunim4851 ปีที่แล้ว

    এদেশে ভালো কিছু শুরু করতে চাইলেও সেখানে বাধা আসে

  • @Scissor_in_chittagong
    @Scissor_in_chittagong ปีที่แล้ว +1

    আমরা একদম খাটি মধু নিচ্ছি আলহামদুলিল্লাহ।

    • @Scissor_in_chittagong
      @Scissor_in_chittagong ปีที่แล้ว

      kal dine detail janabo insah allah.tader phn number diy dibo.t
      Ekhon e nei amr kache tai

  • @ArifHosen-nt2jx
    @ArifHosen-nt2jx 9 หลายเดือนก่อน

    সরিষা ফুলের মধু জমে যাচ্ছে আমাদের মধু জমে গেছে

  • @shanailnoor1618
    @shanailnoor1618 10 หลายเดือนก่อน

    ALLAHU AKBAR , amra asole motu paie na , plese amader dan.

  • @maksudhossainbappy3597
    @maksudhossainbappy3597 8 หลายเดือนก่อน

    তুমরাওতো সিন্ডিকেট থেকে কম না।
    কোম্পানীতে কম দামে দিতে পারবে,কিন্তু সাধারণ মানুষ কিনতে গেলে দাম বেশি নাও।তাছাড়া কোম্পানীকে কম দামে অর্জিনালটি দিলেও সাধারণ মানুষকে ভেজালযুক্তটি দাও।
    অধিকাংশ ব্যবসায়ী এমনটি করে।

  • @mobarak-k2e
    @mobarak-k2e 9 หลายเดือนก่อน

    এক্কেবারে খাটি সরিষা ফুলের মধুতে একটু হাল্কা বোটকা গন্ধ থাকে, একারণেও হয়তো মানুষ আগ্রহী কম হয়।

  • @KajolChowdhury94
    @KajolChowdhury94 ปีที่แล้ว +1

    Ha💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mdnurulislammonir5459
    @mdnurulislammonir5459 ปีที่แล้ว +1

    সরিষা থেকে মধু হলে এটা তারাতাড়ি জমে যায় এইটা আমি জানি

  • @mdarifulislam1871
    @mdarifulislam1871 ปีที่แล้ว

    Tik e ase karon,sobse bashi bejal ei modo te

  • @fatemamoina1630
    @fatemamoina1630 ปีที่แล้ว

    Ami nite chay Kivabe kinte pari?

  • @rakibuddin3522
    @rakibuddin3522 ปีที่แล้ว +2

    মধু চাষিদের মোবাইল নং সহ বিভিন্ন শহরে তালিকা প্রকাশ করা হোক ওনারা কখন কোথায় থাকে কেউ জানে না

  • @khairulamin8811
    @khairulamin8811 ปีที่แล้ว

    আমরা কুমিল্লা এমন খাটি মধু খুঁজে পাচ্ছিনা। পাইলে কিনতাম

  • @samiyaswapn910
    @samiyaswapn910 9 หลายเดือนก่อน

    কোন জেলায় পাওয়া যাবে কত হাজার টাকা কেজি

  • @ajoyroy9377
    @ajoyroy9377 ปีที่แล้ว

    এখানে যারা মধু বিক্রি করতেছে তাদের নাম্বার টা পাওয়া যাবে কি??

  • @MdSmile-p7v
    @MdSmile-p7v 9 หลายเดือนก่อน

    ভেজালের ভিরে ভালোর মান এভাবেই হারিয়ে যায়,,হোক তা মধু বা হোক তা মানুষ

  • @subodhsadhak8502
    @subodhsadhak8502 ปีที่แล้ว

    চিনি পানিতে গুলো মৌচাকের পাশে রাখা হয় সেটা আবার মৌমাছি চাকে নিয়ে জমা করে। কৃষকের ভাষায় বিকল্প খাবার। পাবলিকের কাছে যেই লাউ সেই কদু।

  • @manzurchowdhury481
    @manzurchowdhury481 ปีที่แล้ว

    Baire export koren tahole lavoban hoben

  • @saksab7301
    @saksab7301 ปีที่แล้ว

    ছাইড়া দেন ,বাগিচায় ফুল চাষ করুন। ধন্যবাদ।

  • @ramsitamagi2
    @ramsitamagi2 9 หลายเดือนก่อน

    আমার খামারিদের দরকার। কয়েক টন মধু লাগবে।

  • @fatema2901
    @fatema2901 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম অনলাইন বিক্রি করতে পরাবেন সাধারণ মানুষের উপকার হবে

    • @shophousenk
      @shophousenk ปีที่แล้ว

      আমরা বিক্রয় করছি তা উৎপাদনের ৫% ও না

  • @প্রতিবাদী-ঘ৪শ
    @প্রতিবাদী-ঘ৪শ ปีที่แล้ว

    মধুর ব্যবসার চেয়ে কঠিন কোন ব্যবসা নেই।
    এই দেশে মদ গ্যান্জা বিঁড়ি সিগারেট বিক্রি করতে বুঝানো লাগেনা! অথচ মধু দুধ বিক্রি করতে খাটিত্বের বিষয়ে অনেক কথা বলা লাগে।