Jainta Hill Resort | জৈন্তা হিল রিসোর্ট | Best Resort In Jaflong | Meghalaya Hills | Ohab Traveler
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024
- Jainta Hill Resort | জৈন্তা হিল রিসোর্ট | Best Resort In Jaflong | Meghalaya Hills | Ohab Traveler
✅ আমাকে ইন্সটাগ্রামে ফলো করুন: / ohabtraveler
জৈন্তিয়া হিল রিসোর্ট বা জৈন্তা হিলস রিসোর্ট সিলেটের পর্যটন এলাকা জাফলং যাবার ঠিক ৫ কি:মি: আগে অবস্থিত।
সিলেট-তামাবিল হাইওয়ে ধরে Jaintia Hill Resort জৈন্তাপুর উপজেলার আলু বাগান নামক স্থানে অবস্থিত।
জৈন্তা হিল রিসোর্ট (Jainta Hill’s Resort) থেকে প্রকৃতির অপূর্ব নিস্বর্গ দেখার পাশাপাশি মেঘালয় পাহাড়ের জলপ্রপাত দেখার জন্য পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ি অবকাশ কেন্দ্রে।
জৈন্তা হিল রিসোর্টে থাকা-খাওয়ার সুবিধার সাথে সাথে রয়েছে পাহাড়ের সৌন্দর্য্য অবলোকন করার ব্যবস্থা। পাহাড়, ঝর্ণা, নদী ও সুনীল আকাশ ছাড়াও জৈন্তা হিল রিসোর্ট থেকে আরো চোখে পড়ে স্বচ্ছ পানির গভীর থেকে শ্রমিকদের পাথর তুলে আনার অসাধারণ দৃশ্য।
জৈন্তিয়া হিল রিসোর্ট থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে রয়েছে জৈন্তা রাজবাড়ি এবং ৫ কিলোমিটার দূরত্বে জাফলংয়ের অবস্থান। এছাড়া জৈন্তা হিল রিসোর্ট থেকে ১ কিলোমিটার দূরে তামাবিল স্থল বন্দর।
জৈন্তা হিল রিসোর্টে থাকার বেশ ভাল ব্যবস্থা রয়েছে। এখানে ২৫০০ থেকে ৪০০০ টাকায় এসি/নন-এসি রুম ও কটেজে রাত্রিযাপন করতে পারবেন।
👉 যোগাযোগের ঠিকানা:
আলু বাগান, জৈন্তাপুর,
জাফলং রোড, সিলেট - ৩১৫৬
মোবাইল: ০১৭১১৩২৪১৭৩
ওয়েবসাইট: www.jaintahill.com
ফেসবুক: jaintiahillresort
👉 সিলেট থেকে জৈন্তা হিল রিসোর্ট
জৈন্তা হিল রিসোর্ট যেতে আপনাকে আসতে হবে সিলেটে। সিলেটে যেকোন স্থান থেকে জাফলংগামী সিএনজি বা লেগুনা ভাড়া করে জৈন্তা হিল রিসোর্ট যেতে পারবেন।
লোকাল বাসে যাওয়ার জন্য সোবহানীঘাট আসতে হবে, জনপ্রতি ৮০-১০০টাকা ভাড়ায় জৈন্তা হিল রিসোর্টে যাওয়া যায়। সিএনজি বা লেগুনা রিজার্ভ ভাড়া লাগে ১৫০০ থেকে ২৫০০ টাকা। মাইক্রোবাস যাওয়া-আসাসহ সারাদিনের জন্যে রিজার্ভ নিলে ৩০০০ থেকে ৫০০০ টাকা ভাড়া লাগবে।
গ্রুপ করে গেলে মাইক্রোবাস রিজার্ভ করে নেওয়া ভালো, তাহলে আশেপাশের অন্যান্য যায়গা নেমে ঘুরে দেখতে পারবেন। গাড়ি ঠিক করার সময় চালকের সাথে ভাল মত দরদাম করে নিবেন এবং কি কি দেখতে চান সে সম্পর্কে জানিয়ে রাখুন।
👉 জৈন্তা হিল রিসোর্টে এর খাবার মেনু
জৈন্তা হিল রিসোর্টে প্রায় সকল ধরনের বাংলা খাবার পাওয়া যায়। খাবার প্যাকেজ ১৫০টাকা থেকে শুরু।
👉 জৈন্তিয়া হিল রিসোর্টের কাছাকাছি দর্শনীয় স্থান
জাফলং, লালাখাল, তামাবিল, জৈন্তাপুর রাজবাড়ি, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, ডিবির হাওর ও রাংপানি।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
💬 For Sponsorship & Brand Collaboration 👉 ohababc@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🎦 Camera: Sony ZV E10
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
©️ Copyrighted by Ohab Traveler
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
📢 Please Note: I only share my personal opinion/experience, which may not be same to other or in real.
Disclaimer 📢
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#JaintaHillResort #জৈন্তিয়া_হিল_রিসোর্ট #ohabtraveler
আপনার ভিডিও গুলোর কোয়ালিটি খুব ভালো, স্পষ্ট ও তথ্যবহুল।
অনেক ধন্যবাদ ভাই। আশা করি সব সময় সাথেই থাকবেন। 😍
অনেক সুন্দর স্যার
ধন্যবাদ।
অ সাধারণ হোটেল থেকে মেঘালয়ের দৃশ্য হোটেল ভাড়া সম্পর্কিত তথ্য অনেকের কাজে আসবে।
@@touriststars আপনাকে অনেক ধন্যবাদ ভাই ভিডিওটা দেখার জন্য।
❤❤
@@raselahmed6968 😍❤️
আমি এ😢খনো যেতে পারি নি
@@SSRFAMILYVLOGS ও আচ্ছা!
জানুয়ারি ফেব্রুয়ারি তে জাফরান ভ্রমণ করলে
কি সব দৃশ্য উপভোগ করা যাবে
ঝরনায় কি পানি থাকবে
শীতকালে সাধারণত ঝর্ণার পানি কমে যায়। এমনি ঘুরে ভালো লাগবে 😊
ধন্যবাদ।