চুকনগরে আব্বাস এর চুঁইঝাল মাটন | Abbas Mutton Khulna | Bangladesh 2022 last part

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 675

  • @md.masudulalam7879
    @md.masudulalam7879 2 ปีที่แล้ว +181

    চুইঝালের উতপত্তি খুলনায় এবং আব্বাসের খাসির মাংস শুধু খুলনা না পুরো বাংলাদেশে বিখ্যাত !! এখন ঢাকাতে অনেক চুইঝাল রেষ্টুরেন্ট হইছে কিন্তু তারা আব্বাসকেই কপি করতে চায় !! চুইঝাল গাছ পেচিয়ে পেচিয়ে (চুইয়ে চুইয়ে) লতাপাতা জাতীয় গাছ উপরে উঠে তাই চুই বলে কিন্তু ঝাল আসলে মরিচের মত না গরম মসলার মত !! বাংলাদেশে আবার আসবেন শিবাজি দা !! অনেক ধন্যবাদ ❤

    • @explorershibaji
      @explorershibaji  2 ปีที่แล้ว +28

      আপনাকেও ধন্যবাদ এই ইনফরমেটিভ কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

    • @paulandpaul2524
      @paulandpaul2524 2 ปีที่แล้ว +4

      Thank you for the detailed information dada. Onek bhalo basa from Dakhineswar, Kolkata.

    • @niranjanhaldarveena
      @niranjanhaldarveena 2 ปีที่แล้ว +3

      বাহ্, দারুণ ব্যাপার। অনেক ধন্যবাদ বিষয়টা বিশদ ভাবে জানানোর জন্য।

    • @snapped9089
      @snapped9089 2 ปีที่แล้ว +2

      aapni khide paiye dilen dilen dada ...... :)

    • @shabuddinshaheen5814
      @shabuddinshaheen5814 2 ปีที่แล้ว +12

      পূর্ব পঃ জার্মান,, ইউরোপীয় ইউনিয়নে কোনো বাধা নেই,,, সবাই যাতায়াত করতে পারে,,,দুই বাংলার মিলনমেলা যদি সম্ভব হতো?

  • @raihan6975
    @raihan6975 2 ปีที่แล้ว +30

    পশ্চিমবঙ্গের দাদারা এত তৃপ্তি নিয়ে খায়। মুখের এক্সপ্রেশন সাথে স্বাদের মুগ্ধতা সবই মোহনীয়। এভাবে প্রশংসা আমরা বাঙালিরা ও করতে পারি না। যে রান্না করেছে উনি ভিডিও টা দেখতে পেলে উনার যে কি আনন্দ হত!
    দাদাদের বাংলাদেশে স্বাগতম।

  • @kamranhafiz1776
    @kamranhafiz1776 ปีที่แล้ว +2

    আসলেই ঠিক বলেছেন দাদা।
    এরকম কিছু কিছু বিষয়ে আসলেই পাসপোর্ট+ভিসার বেড়াজাল খুলে দেওয়া উচিত। যেমন আব্বাসের হোটেলের চুইঝাল মাংস, বা "কোলকাতার ভাড়ের চা", এসব জিনিস সত্যিই এক অন্যরকম আবেগ+ভালোবাসার নাম।
    এসবের ক্ষেত্রে আসলেই পাসপোর্ট+ভিসার বেড়াজাল না থাকলে কী যে ভালো হতো। ❤❤❤

  • @kishorechaudhuri9180
    @kishorechaudhuri9180 2 ปีที่แล้ว +40

    বাংলাদেশ পর্ব শেষ হয়ে গেল,মনটাও খারাপ হয়ে গেল।প্রতিটি পর্বের সাথে নিজেকে relate করতে পারছিলাম। বোধহয় সাম্প্রতিক বাংলাদেশ ভ্রমণের কারণে, যদিও এত জায়গায় ঘোরা হয় নি। তবুও বাংলাদেশ তো।মা বাবার কাছে শৈশবে শোনা ঘটনা গুলো মনে পড়ে যখন বাংলা দেশ ছিল পূর্ব বঙ্গ বা পূর্ব পাকিস্তান ।বাংলাদেশের মানুষের ব্যবহার শিবাজী বাবুর যেমন অভিজ্ঞতা আমার ও তেমনই,অত্যন্ত আন্তরিক। জয় বাংলা।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 ปีที่แล้ว +13

    দারুণ অভিজ্ঞতা হলো আপনার ভিডিওটি দেখে। চুইঝাল এই প্রথম শুনলাম। শিবাজীদার খাবারের স্বাদের বর্ণনা দুর্ধর্ষ। এই জুটির জন্য শুভ কামনা রইল।

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 2 ปีที่แล้ว +6

    👌❤️❤️❤️ অপূর্ব লাগলো জিভে জল এসে গেলো । চুইঝালের নাম শুনেছি কিন্ত রান্নায় ব্যবহার এই প্রথম ছাক্ষুস অভিজ্ঞতা হলো । আপনাদের এই চমৎকার বিশদ বিবরণ সহ ঘোরার এবং খাওয়ার ব্লগ আরও অনেক সমৃদ্ধ হোক এই শুভেচ্ছা জানাই

  • @md.abdulmotaleb3453
    @md.abdulmotaleb3453 2 ปีที่แล้ว +16

    দাদা বাংলাদেশ ও এদেশের খাবার আপনাদের পছন্দ উপাদেয় হয়েছে নিশ্চয় বাংলাদেশী হিসেবে গর্ব হচ্ছে। অভিনন্দন রইল আপনাদের উভয়ের জন্য।

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu 2 ปีที่แล้ว +32

    আপনারা খেয়ে আর আমি দেখেই চুইঝাল মাটনের ভক্ত হয়ে গেলাম। খুব সুন্দর লাগলো। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @sourovchakma8574
    @sourovchakma8574 2 ปีที่แล้ว +10

    দাদা,,,আপনার বচন,উপস্থাপন আমার খুব ভালো লাগে,,,,প্রথম ভিডিও দেখেই সাবস্ক্রাইব করে নিই,,,আমি বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে চাকমা সম্প্রদায়,,,,এপার বাংলায় এলে রাঙ্গামাটি ঘুরে যাওয়ার নেমন্তন্ন রইল,,,নমস্কার দাদা

  • @sahelibagchi436
    @sahelibagchi436 2 ปีที่แล้ว +4

    ভীষণ ভালো লাগলো বাংলাদেশ পর্ব। এর পরের বার বাংলাদেশের ফরিদপুরের ওপর explore করলে খুব ভালো লাগবে। আমাদের পৈতৃক ভিটে ফরিদপুর। দাদুর কাছে অনেক গল্প শুনেছি এই জায়গার। খুব দেখতে ইচ্ছে করে।

  • @md.udyurrahman7391
    @md.udyurrahman7391 2 ปีที่แล้ว +23

    আমি বাংলাদেশ থেকে আমার পরিবার সহ প্রত্যেক পর্বই দেখি, প্রত্যেক পর্বই আমাদের খুবই ভালো লাগে দাদা।
    💕💕💕Best of Luck💕💕💕

  • @mohd.fozlehrahman7422
    @mohd.fozlehrahman7422 2 ปีที่แล้ว +7

    আমাদের খুব পছন্দের খাবার। ধন্যবাদ আপনাকে এই খাবারটাকে তুলে ধরার জন্য। রসুনের স্বাদ কিন্তু অসাধারণ। আপনার খাওয়া দেখে মন চাইছে কালই চুকনগর যাই।

  • @santanudey9069
    @santanudey9069 2 ปีที่แล้ว +77

    তুমি ভারত থেকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা কে যে ভাবে explore করলে ,আজ পর্যন্ত বাংলাদেশের কোনো ব্লগারও এত সুন্দর ভাবে বাংলাদেশে কে explore করেন নি, ভালো থেকো,

    • @chitramitra5001
      @chitramitra5001 ปีที่แล้ว

      Bhai amer to deshbari sall daorat

    • @chitramitra5001
      @chitramitra5001 ปีที่แล้ว

      Jekane kaon chal bikato
      Er
      Ghure eso kintu

    • @nazmusshaon
      @nazmusshaon ปีที่แล้ว

      Dada bole ki. Tumi bangali karo food vlog dakho nai. Tomar ei dada babur theke onek shundor food vloggers Bangladeshe ase go.

    • @dipta6391
      @dipta6391 ปีที่แล้ว

      Bangladesh e onek vlo food vloger ase

    • @delhk2443
      @delhk2443 6 หลายเดือนก่อน

      ভাল বলেছেন।

  • @siddharthabose4668
    @siddharthabose4668 2 ปีที่แล้ว +16

    দাদা আপনাদের খাবারের সুন্দর বর্ননা দেখে আব্বাস সাহেবের মাংসের প্রেমে পড়ে গেলাম। আমাদের পূর্ব পুরুষের বাসস্থানে যদি কোনোদিন যেতে পারি তবে অবশ্যই আব্বাস সাহেবের রেস্টুরেন্টে যাব। অনেক ধন্যবাদ জানাই আপনাদের এই রকম একটা ভিডিও দেবার জন্য। আমার মায়ের বাসস্থান ছিলো খুবই যেতে ইচ্ছে করে কিন্তু যাওয়া হয়ে ওঠে না।🙏🙏

    • @saenterprise4757
      @saenterprise4757 2 ปีที่แล้ว +3

      ei rokom r o unique khabar ache.. ekbar asen... valo lagbe..

  • @barshankarmakar4342
    @barshankarmakar4342 2 ปีที่แล้ว +3

    সত্যি আপনার সমস্ত tour series গুলোর মধ্যে আপনার বাংলাদেশ series টা অনবদ্য ও একটি আলাদা জায়গা করে ধরে রাখবে। আমি শুরু থেকে সব কটা video খুব details এ দেখলাম, বাংলাদেশের এরাম tour video আমি এর আগে কোনোদিন দেখিনি, যদিও food blog অনেক দেখেছি। 😊💛👌🏽

  • @shahriarsumon8029
    @shahriarsumon8029 2 ปีที่แล้ว +5

    যেকোনো কিছুর সাবলীল বর্ণনাই আপনাকে দুর্দান্ত লাগে।
    আরও এগিয়ে যান দাদা.........
    শুভ কামনা রইলো।
    মিলান,ইতালি থেকে

  • @titosiddique1571
    @titosiddique1571 2 ปีที่แล้ว +4

    বাংলাদেশ এর প্রতিটি ব্লগ অসাধারণ ❤️, আর,চুকনগরের আব্বাসের চুই ঝালের মাংস , সব সময় স্পেশাল, দারুন, ইয়াম্মি,

  • @mdkabiruddinmasud4225
    @mdkabiruddinmasud4225 2 ปีที่แล้ว +1

    দাদা আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কবে খুলনার পব` দেখবো, ভালো লাগলো, খুলনার সব গুলো পব` দেখলাম আপনার।

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 ปีที่แล้ว +2

    শিবাজী বাবু এবং পৃথ্বীশ বাবু আপনারা যে ভোজন রসিক তা অনেকগুলি নানান দেশের ভিডিওতেই প্রমাণিত সত্য 🎉 তবে বাংলাদেশের ইলিশের বাজার দেখে মন লোভী হয়ে উঠেছিল 🇮🇳❤️👍

  • @arindamdas2554
    @arindamdas2554 2 ปีที่แล้ว +61

    চুইঝাল আমাদের এখানেও পাওয়া যায়। আমাদের বাড়িতেই ছিল বহুদিন। বাবা লাগিয়ে ছিলেন। ফেলে আসা দেশের স্মৃতি জড়িয়ে থাকতে। গাছটা একবছর অতিবৃষ্টিতে মারা যায়। তখন অবশ্য বাবাও চলে গিয়েছেন। গন্ধটা সত্যিই অদ্ভুত সুন্দর।

    • @jikopal5079
      @jikopal5079 2 ปีที่แล้ว +3

      fele esechen keno???
      ese ki Korechen. kono vumika niyechen???

    • @liabilitygaming4843
      @liabilitygaming4843 2 ปีที่แล้ว +3

      @@jikopal5079 apnar bhumika ta ektu Janie din sokoler obogotir jonno!!

    • @Blue_sky683
      @Blue_sky683 2 ปีที่แล้ว

      @@jikopal5079 বসে বসে মার খাবে নাকি???

    • @saenterprise4757
      @saenterprise4757 2 ปีที่แล้ว +1

      Ami Barasat er kache Nilgonj Haat Theke kine ani .. 400 tk kg nei...

    • @liabilitygaming4843
      @liabilitygaming4843 2 ปีที่แล้ว +1

      @@saenterprise4757 400 taka kg kon part tar dam? I mean daal (branch), naki kando, naki gora?

  • @papiasamaddar6689
    @papiasamaddar6689 2 ปีที่แล้ว +4

    এই ঝাল আমি খেয়েছি আমার পিসিমা নিয়ে আসতেন। আসলে আমার বাবার বাড়ি যশোরে ছিল।এখন পিসিরা ওখানে থাকে। যশোর দেখার ইচ্ছা ছিল ।যাক খুব সুন্দর লেগেছে ভিডিও। ভালো থাকবেন।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 2 ปีที่แล้ว +2

    Asadharon laglo Bangladesh series.Sesh vedio ta jibe jol niye alo....bhalo thakben.

  • @subhajitparia3251
    @subhajitparia3251 2 ปีที่แล้ว +18

    আপনার খাওয়া দেখে আমার মুখে জল চলে এল❤️🤤
    ভিডিও টা দারুন হয়েছে 👍👌

  • @rovermithu
    @rovermithu ปีที่แล้ว +2

    আমার বাড়ি সাতক্ষীরা, চুকনগর থেকে খুব কাছে, আমার এলাকা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ❤

  • @dudettepanchi2168
    @dudettepanchi2168 2 ปีที่แล้ว +8

    আমার দিদার হাতের চুই ঝাল দিয়ে বানানো মাছ, মাংসের ঝোল এর কথা মনে পড়ছে... অসাধারণ টেস্ট... চুই এর.. ঠান্ডা লাগলে দিদা বলতো চুইঝাল খেলে সেরে যাবে। এখন অবশ্য কলকাতা এ rare পাওয়া যায়... দারুন আপনার ভিডিও টা ..

    • @sayeedrahman9540
      @sayeedrahman9540 ปีที่แล้ว

      আপনার দিদা নিশ্চয়ই খুলনা অঞ্চলের মেয়ে। ছোটবেলা থেকে এটাই শুনে আসছি এবং আমার পরবর্তী প্রজন্মকে এটাই বলবো যে ঠান্ডা, সর্দি লাগলে চুইঝাল খেলে সেরে যায়।

  • @monoranjanochakraborty8755
    @monoranjanochakraborty8755 ปีที่แล้ว +3

    আমি খুব শিগগিরই চুকনগর যাব চুই ঝালের মাৎস খেতে। শিবাজি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

  • @reyaanray7032
    @reyaanray7032 2 ปีที่แล้ว +5

    February te malaysia jacchilam, ebar dekhchi bangladesh ta agey jete hobe... Er kaaron ki janen shibaji da? Apnar osadharon vlogging er presentation.. amar mone hoi banglar onnotomo shera travel channel holo explorer shibaji .. obosshoyi songe prithwijit da. Awesome..

  • @afzal16862
    @afzal16862 2 ปีที่แล้ว +1

    চাকরি কালীন সময়ে এখানে খেয়েছি। অপুর্ব, অতুলনীয়। মাইকেল মধুসূদন দত্ত এর জন্ম স্থান সাগরদাঁড়ি নিয়ে একটা এপিসোড করবেন। আশা করি আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় হবে। ভিসার বিষয়টি নিয়ে আপত্তি আমারও। অবশ্যই অন আরাইভ্যাল সুবিধা থাকা উচিৎ, দুই দেশের জন্য। দেশের সকল এলাকায় গিয়েছি অনেক বার। আপনার ভ্লগে আবার নুতন করে দেখছি।

  • @suinso7940
    @suinso7940 2 ปีที่แล้ว +9

    পৃথিবীর সব দুঃখ একদিকে আর মটনের পিস ঠিকঠাক না পাওয়ার দুঃখ একদিকে।
    পৃত্থীজিৎবাবুর জন‍্য একবুক সহমর্মিতা।

  • @ahmedirfansamad
    @ahmedirfansamad 2 ปีที่แล้ว +5

    শিবাজী ভাই, আপনার উপস্থাপনা অসাধারণ হয়েছে। আপনি বাংলার দেশে আবার আসেন, বাংলাদেশের উত্তরের দিকে ভ্রমণ করবেন।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 2 ปีที่แล้ว +14

    আমার বাবার এক বন্ধু বহু আগে বলেছিছেন আমাদের পরিপারের যদি কোনো বংশানুক্রমিক ব্যাধি থেকে থাকে তা হলো খাবারের প্রতি কিঞ্চিৎ পাগলামো ।
    এর পড়া প্রায় ৫০ বছর কেটে গেছে - কিন্তু আজও আমি উপলব্ধি করি তার অনুমান সঠিক ছিল । বিভিন্ন দেশের বা রাজ্যের খাদ্য গ্রহণ করা আমার ছোটবেলার শখ । আজ চুই ঝাল মটন দেখে বহুদিনের পুরোনো স্বাদ মনে পরে গেলো । ২০১০ সালে আমি এর স্বাদ গ্রহণ করেছিলাম ঢাকা শহরে । আজ শিবাজী বাবুর পরিবেশনা দেখে মনে হলো আবার আমি এই অসাধারণ দ্রব্য টি ভক্ষণ করছি ।
    চুই ঝাল একটি মশলা এটি অনকে চুই, চই বা চই ঝাল বলে থাকে। চুই ঝালের কথা বলতেই অনেকের জ্বিবে জ্বল চলে আসে। চুইঝাল একটি প্রচলিত মসলা জাতীয় অর্থকরী ফসল। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটি বেশি চাষ হয়ে থাকে। স্থানীয়রা এটিকে চুইঝাল বলে থাকে। পিপারাসি পরিবারের সপুষ্পক লতা চুই। এর বৈজ্ঞানিক নাম Piper chaba। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি। দেশে সাতক্ষীরা এবং খুলনাঞ্চলে সবচেয়ে ভালো চুই উৎপাদন হয়। খুলনা, সাতক্ষীরা,যশোর নড়াইলে চুই ঝাল মশলা হিসেবে অনেক জনপ্রিয়।
    চুইঝাল মুলত মরিচ এর বিকল্প হিসেবে ব্যাবহার করা হয়। সাধারনত মাংসের সাথে এটি ব্যাবহার করা হয়। কান্ডের ছাল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে তরকারি তে দেওয়া হয়। এটি ঝাল হলে ও শরীরের কোন ক্ষতি করে না।
    খুলানা,যশোর,নড়াইল সাতক্ষীরার কাচা বাজারে এটি কমন মশলা। তবে আজকাল ঢাকায় অনলাইন এ বিক্রি হচ্ছে। কলকাতায় এই চুই ঝাল পাওয়া যায় কিনা জানা নেই তবে দিল্লি তে পাওয়া যায় না ।
    হারবাল চিকিৎসকরা বলেন, চুই ঝাল শুধু মাত্র মসলা নয় ভেষজ ওষুধ, চুইলতার শিকড়, কাণ্ড, পাতা, ফুল ফল সব অংশই ভেষজগুণ সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ পুরো গাছ উপকারি। মানব শরীরের বিভিন্ন রোগ নিবারণে এটি অনেক কার্যকর। গ্যাস নিবারণ, কোষ্ঠকাঠিন্য তাড়াতে, রুচি বাড়াতে, ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ওষুধ এটা। অর্থাৎ পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সারাতে খেতে চুই ঝাল খাওয়া যাবে।
    সুতরাং যারা এখনো চুই ঝাল খাননি তারা তাড়াতাড়ি এর স্বাদ গ্রহণ করুন ।

  • @foodmove7733
    @foodmove7733 2 ปีที่แล้ว +5

    প্রথম কমেন্ট, বাংলাদেশ থেকে

    • @explorershibaji
      @explorershibaji  2 ปีที่แล้ว +1

      😍

    • @foodmove7733
      @foodmove7733 2 ปีที่แล้ว +1

      আমার বাড়ি বরিশাল স্বরুপকাঠি তে, ভাসমান পেয়ারা বাগানের কাছে। আপনি যেখানে গিয়েছিলেন। অনেক ভালো লাগে আপনার ভ্লগিং। আমার ও ইচ্ছে আছে ট্রাভেলিং এর ভ্লগ করবো একদিন।

  • @farukraihan4894
    @farukraihan4894 2 ปีที่แล้ว +1

    আমাদের যশোর থেকে খুব কাছাকাছি,সময় পেলে যাওয়া হয়, খুব সুন্দর রান্না আব্বাসের হোটেলের চুই ঝালের খাসির মাংস। ভালো থাকবেন দাদা, আমার কোলকাতায় যাওয়া পড়ে, আপনার চ্যানেল খুব ই ভালো লাগে। আপনার সাথে কোলকাতায় সুযোগ পেলে দেখা করার ইচ্ছে আছে।

  • @md.tayhedarifchowdhury8683
    @md.tayhedarifchowdhury8683 ปีที่แล้ว

    দারুন। বই পত্রে যা পড়েছি তা আপনার মাধ্যমে দেখতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

  • @ritaganguly3155
    @ritaganguly3155 ปีที่แล้ว +2

    আমাদের বাংলাদেশ নিয়ে যাওয়ায় ব‍্যাবসহা করুন। টাকা দিয়ে যাব। বাংলাদেশ 10 দিনের 1 টা ট‍ুর করুন খুব খুশী হব। না হলে খারাপ হবে শিবাজী দা ।

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 2 ปีที่แล้ว +10

    দূর্দান্ত!
    চুই ঝাল এর সঙ্গে মাংসের স্বাদ অসাধারণ হয় আর স্বাদ অনেকটা গোল মরিচ এর ঝাল এর মতো..

  • @a.s.3344
    @a.s.3344 2 ปีที่แล้ว +6

    আমার পূর্বপুরুষ ওপার বাংলার , বাবা মা সবার বাড়ি যশোরে। আমার দিদার বাড়ি ছিল খুলনায় । দিদার কাছে শুনেছি চুই ঝালের কথা, দিদা রান্নায় দিতেন, তাই সেই সুবাদে আমি খেয়েছি চুইঝাল ,দিদা মাঝে মাঝে এখনও আবদার করেন চুই এর জন্য ,কলকাতার বাজারে কতটা পাওয়া যায় জানি না, তবে আমাদের এখানকার মফস্বল এর বাজারে পাওয়া যায় ।

  • @subhajitghosh8601
    @subhajitghosh8601 2 ปีที่แล้ว +3

    অনবদ্য উপস্থাপনা 👌 দারুন প্রাপ্তি হলো 😊 ভালো থাকবেন 🙏❤️

  • @soumimajumder6076
    @soumimajumder6076 2 ปีที่แล้ว +59

    বাংলাদেশ যেতে মন চায় বিশেষত তাদের খাওয়ার এর জন্য।♥️

    • @peachforeveryone
      @peachforeveryone 2 ปีที่แล้ว +6

      যখন ইচ্ছে চলে আসুন ভাই।

    • @Nobodytheraginggamer
      @Nobodytheraginggamer 2 ปีที่แล้ว +1

      আমার তো আবার তোমাদের কষা মটন

    • @natureandfoodbd5798
      @natureandfoodbd5798 2 ปีที่แล้ว

      বাংলাদেশে ঘুরে যাবার আমন্ত্রণ রইলো ☺️

    • @soumimajumder6076
      @soumimajumder6076 2 ปีที่แล้ว +4

      অনেক ধন্যবাদ আপনাদের।। আমার প্রপিতামহ এর বাড়ি ছিল বাংলাদেশ। তাই ওদেশের সাথে আমার নাড়ির টান। অবশ্যই যাব কোনও একদিন। এমন মিষ্টি ভাষা আর আতিথেয়তা কি অগ্রাহ্য করা যায়।

    • @natureandfoodbd5798
      @natureandfoodbd5798 2 ปีที่แล้ว

      @@soumimajumder6076 ভালবাসা রইলো ☺️

  • @koushikbiswas4391
    @koushikbiswas4391 ปีที่แล้ว +1

    Dada amar bari Newbarrackpur, apnar khulna video ta khub valo lagache,Abbas er chuijhal er mansho khate jachi may te

  • @arnabbhowal7518
    @arnabbhowal7518 2 ปีที่แล้ว

    শিবাজিদা আপনার ভিডিগুলো আমি গত একমাস থেকে দেখা শুরু করেছি। দারুন লাগছে। আপনাদের বাংলাদেশ পর্বটা আমার দারুন ভালো লাগলো। আমি আপনার খুব ভক্ত হয়ে গেছি। আপনার বয়স প্রায় 50 আর আমার বয়স 44 তাই আপনি আমার দাদার মতো। আপনি আগে টিউশন পড়াতেন আর আমি নিজেও টিউশন পড়াই। যদিও আমি একটি গভঃ স্কুলে ল‍্যাব অ‍্যাটেন্ড‍্যান্ট পদে চাকরিও কবি। তবে আমি খুব একটা ঘুরতে যেতে পারি না। তাই আপনার ভিডিও গুলি আমার সেই অপূর্ণ ঘুরতে যাবার ইচ্ছে গুলোকে অনেকটাই পূর্ণ করছে।আর আমিও আপনার মত মিষ্টি খুব একটা পছন্দ কবি না ঝালটা খুব পছন্দ করি। আসলে মনে হচ্ছে আমরা দুজনেই বাঙাল😊। আর আপনার বাড়ি সোদপুর আর আমার বাড়ি ঠিক গঙ্গার ওপারে রিষড়ায়। আপনি এর উত্তরে কিছু লিখে জানালে খুব খুশি হব।🙏🙏

  • @sayaksc3590
    @sayaksc3590 2 ปีที่แล้ว +4

    Waaah Daroon laglo Vlog ta 👌👌❤️ Abaro Osaadharon episode 🔥🔥 Khulna series jome kheer 👌Chui jhal Sathe Mutton laa jabab 👌dekhei jibhe jol ese galo 😋😋 uff lobhonio 😋 ar poriman o durdanto 👌 chaliye jao..excellent presentation..keep it up ❤️❤️❤️❤️❤️❤️

  • @surojitdaspal5838
    @surojitdaspal5838 ปีที่แล้ว +1

    Darun enjoy korlam ei last year er Bangladesh series! Bangladesh er khawa dawa sotti osadharon 😋

  • @subhamoyghosh6778
    @subhamoyghosh6778 2 ปีที่แล้ว +3

    Byapok 👌👌👌
    Thanks for sharing 😊
    Love from Mumbai 🤗

  • @uditaraychaudhuri5017
    @uditaraychaudhuri5017 ปีที่แล้ว

    Excellent shibaji da excellent. Apnar aager porbe prithwijit da r bola katha ta darun chilo. Oi chicken ta chicken r moto i khete 😃😃. Darun darun . Khub valo lagche

  • @ArpitaAdak2023
    @ArpitaAdak2023 2 ปีที่แล้ว +1

    দাদা, আপনার গলার স্বর এবং কথা বলার ধরণ অপূর্ব।

  • @meghlab2978
    @meghlab2978 2 ปีที่แล้ว +1

    চুই ঝাল এই প্রথমবার শুনলাম। এটা আসলে কি ভাবে রান্না করে। দাদা আপনি এত উপভোগ করে খেলেন কি বলবো?? অসাধারণ, অসাধারণ ভিডিও। 👍👍👍👍👌👌

    • @shahshakib8515
      @shahshakib8515 2 ปีที่แล้ว +3

      এটা এক ধরনের পানের গাছ।ঝাল হিসেবে ব্যাবহার হয়

    • @tahsinhamim6170
      @tahsinhamim6170 2 ปีที่แล้ว +3

      @@shahshakib8515 এটা পানের গাছের মত দেখতে তাই বলে পানের কাছ না। আমাদের নিজেদের বাগান আছে চুলঝাল গাছের। চুইঝালের গাছ পানের থেকে বেশ আলাদা ধরনের্।

    • @shahshakib8515
      @shahshakib8515 2 ปีที่แล้ว

      @@tahsinhamim6170 হইতে পারে ভাই।আমাদের পঞ্চগড়ে আবার গাছনা পান বলে

  • @FarhanSiamCreations
    @FarhanSiamCreations 2 ปีที่แล้ว +7

    আরো কিছু ভ্লগ বাংলাদেশে করতেন দাদা। 😑
    আপনার ভ্লগ গুলো খুব এনজয় করতাম। 😊
    যাই হোক আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ 💙

  • @GUULLIVER
    @GUULLIVER 2 ปีที่แล้ว +8

    এরপর বাংলাদেশে আসলে দুইটি জায়গায় যাবেন - সুন্দরবন আর সিলেটে টাঙুয়ার হাওর। পরেরটায় যেতে হলে অবশ্য বর্ষার সময় আসতে হবে।

  • @kunaldutta634
    @kunaldutta634 2 ปีที่แล้ว +1

    Sotti sibaji da darun ek creative food vlog sotti eta ekdm onno rkm Khabar....... darun bangal r mel bondhon

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 2 ปีที่แล้ว +1

    Ei dokan ta khub famous adnan da er video te dekhechi tomar video o khub valo👍👍

  • @mishukmondal5335
    @mishukmondal5335 2 ปีที่แล้ว

    দাদা আপনি তো হেব্বি জিনিস। বাংলাদেশে কিছুদিন এসে একেবারে সব ঘুরে গেলেন। আর আমি তো বাংলাদেশে থেকে আপনার অর্ধেক ও ঘুরলাম না হিহি। আমার বাড়ি খুলনাতে দাদা। আপার ভিডিও গুলো খুব ভালো লাগে।

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 2 ปีที่แล้ว +11

    রান্নাটা দেখতে তো দারুণ সুন্দর; আরও সুন্দর পছন্দের খাবার খেয়ে আপনার মুখে তৃপ্তির
    "অঅ.."!

  • @sudeshnamukherjee1772
    @sudeshnamukherjee1772 ปีที่แล้ว +1

    আপনি travel tour এর সঙ্গে সঙ্গে ফুড tour ও সমানভাবে করতে থাকুন।।।।দারুন লাগছে

  • @prithasaha9167
    @prithasaha9167 2 ปีที่แล้ว +2

    Dada aamar full family originally from Dhaka but Ami ei Desh ei hoyechhi tai Bangladesh somporke kono idea nei. Aapnar video gulo besh besh valo lage.

  • @eternalpeace7354
    @eternalpeace7354 2 ปีที่แล้ว +8

    Excellent video but sad to see that BD series is ending. So many hidden gems there. Please consider to bring Bangladesh Series II soon. 😊

  • @mdhossain-gi3yo
    @mdhossain-gi3yo 2 ปีที่แล้ว +4

    দাদা, আমার বাড়ীর এত নিকটে এলেন আর দেখাটাই করতে পারলাম না ইসসসসস🤦‍♂️🤦‍♂️
    ভালবাসা অবিরাম দাদা❤️❤️❤️❤️❤️

  • @debjitghosh9299
    @debjitghosh9299 2 ปีที่แล้ว +1

    Taratari taratari taratari....... Next series suru krun 💗💗💗❤️❤️❤️ camping 🏕️..... 💗💗💗

  • @sanaulsani1833
    @sanaulsani1833 2 ปีที่แล้ว +1

    সিবাজী দা তোমার উপস্থাপন আসলেই চমৎকার। খুব সাজিয়ে গোছিয়ে স্পষ্ট কলা বলো বেশ ভালো লাগছে।
    ধন্যবাদ।
    আমরাতো চাই সার্কভুক্ত দেশ গুলিতে ভিষা মুক্ত হউক। তুমিও সার্কের দেশগুলিতে ভিষামুক্ত প্রবেশাধীকার নিয়ে কথা বলো না কেন?

  • @pramodroy800
    @pramodroy800 ปีที่แล้ว +1

    শিবা দা আপনি সোনার বাংলা তে সম্পূর্ণ ইঞ্জয় করছেন কিন্তু। Good luck

  • @jewelbiswas5627
    @jewelbiswas5627 2 ปีที่แล้ว +9

    দাদা আমিও শুধু এই ঝোল দিয়ে ভাত খাবার জন্যই অনেকবার আব্বাসে গিয়েছি।আমার কাছেও আপনার মত ঝোলটা বেশি দারুন লাগে!😋😋

  • @mahadhihassan919
    @mahadhihassan919 2 ปีที่แล้ว +2

    আমার যদি ঈশ্বরের মত ক্ষমতা থাকতো, পৃথিবীর সকল বর্ডার ভেঙে ফেলতাম। মানুষ কে পাখি বা মাছের মত স্বাধীন করতাম। আমরা বড়াই করি মানুষ, কিন্তু নিজেরাই নিজেদের কে গণ্ডির মধ্যে আবদ্ধ করেছি। আমরা পাখি বা মাছের থেকেও অধম। ফিনল্যান্ড থেকে আপনার ভিডিওর মাধ্যমে নিজের স্বদেশ দেখছি। আর প্রচন্ড টান অনুভব করছি।

  • @rajkumarkarfa1142
    @rajkumarkarfa1142 ปีที่แล้ว

    Shibaji da mukuer expression tha awesome 👍. Heavenly.

  • @rumkibhattacharjee8225
    @rumkibhattacharjee8225 2 ปีที่แล้ว +4

    Lobhoniyo jinis dakhei jive jol chole elo 😀👌👌🙏🙏

  • @chittaranjanbiswas9842
    @chittaranjanbiswas9842 2 ปีที่แล้ว +6

    ইউপি থেকে বলছি। আদি নিবাস নড়াইল, চুইঝালে মাংস বড়ো মাছ ও মুগের ডাল খুব সুস্বাদ হয়।

  • @pritommondal7165
    @pritommondal7165 2 ปีที่แล้ว +4

    আপনি আমার এলাকায় আসছিলেন জানলে দেখা করতাম দাদা 😍😍,,,
    আব্বাস হোটেলের রান্না অসাধারণ

  • @satyabrataghosh8420
    @satyabrataghosh8420 2 ปีที่แล้ว +1

    বেশ উপভোগ করলাম ভালো লাগল।আপনারা ভালো থাকবেন ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @sujatamondal1773
    @sujatamondal1773 2 ปีที่แล้ว +1

    আপনার খাওয়া দেখে আমার মুখে জল চলে এল। খুব ভাল লাগল। আপনারা ভাল থাকবেন। 🤤🤤🤤🤤

  • @travellovesarpan
    @travellovesarpan 2 ปีที่แล้ว +2

    শিবাজী স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনার জন্য আমরা কত অজানা জিনিস জানতে পারি। শিবাজীর dictionary আর ও সমৃদ্ধ হক❤️❤️

  • @anupbhattacharya8096
    @anupbhattacharya8096 2 ปีที่แล้ว +25

    Chuijhal is the new discovery....it is to be introduce in Kolkata.We are hopefully that our renowned restaurant thinks for the same.I believe that Shivaji will be our Brand Ambassador for the indo Bangladesh recipi exchange program

    • @md.basheerhussain9281
      @md.basheerhussain9281 2 ปีที่แล้ว +2

      Nice idea 👍

    • @nahidbin1600
      @nahidbin1600 2 ปีที่แล้ว +1

      হিমুর হেসেলে হয়তো পেয়ে যাবেন

    • @tapemaj
      @tapemaj 2 ปีที่แล้ว +1

      Which restaurant in Kolkata ?
      Please mention the name …

    • @liabilitygaming4843
      @liabilitygaming4843 2 ปีที่แล้ว +2

      Chuijhal kolkatay na pawa geleo bongaon line er jekono station a neme peye jaben. Specially Habra, thakurnagar esob jaygay!!

  • @travelwithsuhasini
    @travelwithsuhasini 2 ปีที่แล้ว

    Asadharan hoiche 🥰.. Aapnar video dekhle anek kichu information peye jai.. East or west Shibaji is the best

  • @mitraindy8463
    @mitraindy8463 ปีที่แล้ว +1

    Indian Mark Weins . Keep it up. Your presentation is highly appreciable. Good show Mr. Shivaji

  • @salequemohammad9056
    @salequemohammad9056 2 ปีที่แล้ว

    জনাব মাসুদ এর লেখা ও আপনাদের খাওয়া দেখে- বিষয়টি ভালোভাবে বুঝলাম। ধন্যবাদ আপনাদের।

  • @abdullahbinomar3284
    @abdullahbinomar3284 2 ปีที่แล้ว

    অসাধারণ লাগল দাদা,আপনার বাংলায় কথা বলা আমার দুর্দান্ত লাগে।

  • @JahidsWorldwide
    @JahidsWorldwide 2 ปีที่แล้ว

    বাংলাদেশ মানেই একেক এলাকার একেক ধরনের ঐতিহ্যবাহী খাবার।
    পুরান ঢাকায় আমার এলাকার স্পেশাল খাবার- বাকরখানি, কাচ্চি বিরিয়ানি, লাচ্ছি, ফালুদা।
    আমার দাদাবাড়ি গাজীপুরের স্পেশাল খাবার- কাঁঠালের পিঠা, গজা নামক মিষ্টি আরও নানান কিছু। বাংলাদেশের একেক জায়গায় একেক ধরনের ঐতিহ্যবাহী খাবার। 🇧🇩🇧🇩🇧🇩

  • @souravmajumder1214
    @souravmajumder1214 2 ปีที่แล้ว +3

    ওখানে যাওয়ার ইচ্ছে রইল।কিন্তু পৃথ্বীজিত দা র পিস টার জন্য।মন খারাপ।হয়ে গেলো😋😋😋😋😋

  • @mahadevsingharoy4438
    @mahadevsingharoy4438 ปีที่แล้ว

    I wait for the video,your all videos is mindblowing,waiting for the next video,but could not wait,as soon as possible reslise the video

  • @travellovesarpan
    @travellovesarpan 2 ปีที่แล้ว +1

    Sir আপনার খাওয়া দেখে আর বিশ্লেষণ শুনে, রাত ১১:৩০ টার সময় আবার ও ক্ষিদে পেয়ে যাচ্ছে😊😊আর যারা health conscious তারা এই ভিডিও টা দেখার পর সেটা আর থাকবে কি না সন্দেহ আছে😃😃

  • @neamulkarim6540
    @neamulkarim6540 2 ปีที่แล้ว +1

    খুব এনজয় করে খেলেন। আর আমি আপনার খাওয়াটা এনজয় করলাম। ধন্যবাদ দাদা।

  • @ChutysGoldenEye
    @ChutysGoldenEye 2 ปีที่แล้ว +3

    চুইঝাল দিয়ে খাসীর মাংস আমি প্রথম খেয়েছিলাম ২০১৭ সালে আমাদের পুরান ঢাকায় থাকা খুলনার একটা পরিবারের বিয়ের অনুষ্ঠানে। সত্যি বলছি শিবাজি দা, ঢাকাইয়া কুট্টি হিসেবে মাংসের বিভিন্ন পদ আমি প্রতি সপ্তাহেই খাই, কিন্তু এই চুইঝালের মাংসের ব্যাপারটা সত্যিই অন্যরকম। তোমাদের পশ্চিমবঙ্গে চুইঝাল পাওয়া যায় কী? আমার ঠিক জানা নেই, কখনো কাউকে বলতে শুনিনি আমি।

    • @f3470
      @f3470 2 ปีที่แล้ว

      পাওয়া যায়। এখানে মাংসে অনেকেই চুই ঝাল দিয়ে খায়।

    • @ChutysGoldenEye
      @ChutysGoldenEye 2 ปีที่แล้ว

      @@f3470 তাই? আমি আজ ১ম শুনলাম। 🙂

    • @f3470
      @f3470 2 ปีที่แล้ว

      @@ChutysGoldenEye yes .পশ্চিম বঙ্গে আসার আমন্ত্রণ রইল ☺️

    • @rideformemories463
      @rideformemories463 2 ปีที่แล้ว

      @@f3470 kon jaygay Thikana bolun

    • @ChutysGoldenEye
      @ChutysGoldenEye 2 ปีที่แล้ว +1

      @@f3470 অনেক ধন্যবাদ। আমি গত অক্টোবরেও ঘুরে এলাম। আবার আসবো। আপনাকেও আমাদের বাংলাদেশ ভ্রমণের নিমন্ত্রণ দিলাম দাদা।😊

  • @saro8624
    @saro8624 2 ปีที่แล้ว +12

    তেলটার পরিমাণ একটু বেশি বলেই তো মাংসটা খেতে মজা হয়েছে। কারণ মাংস অনুযায়ী তেল ঢালতে হয় এই চুই ঝালের মাংসে না হয়তো মজা হয় না। আমার জন্ম কিন্তু খুলনায় কিন্তু সেটেল করেছি ঢাকা। আমি সুমন বলছি ঢাকা থেকে আপনার রেগুলার সাবস্ক্রাইবার সেই প্রথম দিকে থেকে।

  • @ziaulkarim8446
    @ziaulkarim8446 ปีที่แล้ว +1

    দাদা? টাঙ্গাইলের পোড়া বাড়ির চমচম তো মিস করলেন।

  • @kamalxxxxx
    @kamalxxxxx 2 ปีที่แล้ว +10

    বারবার বাংলায় ফিরে আসুন, ভাল থাকুন। দুই বাংলার সেতু বন্দ্বনে ভূমিকা রাখুন

  • @atonudasgupta891
    @atonudasgupta891 2 ปีที่แล้ว

    সত্যি কথা - একশত ভাগ সত্যি কথা - এসব ব্যাপারে পাসপোর্ট ভিসা উঠিয়ে দেওয়া উচিত - খাসির মাংসের স্বাদ আমারও এখনো পাওয়া হয়নি। এবার তোমাকে দেখার পর যেতে হবে দেখছি!! 🥘🍲

  • @malaybanerjee3172
    @malaybanerjee3172 2 ปีที่แล้ว +1

    Ahare prithyijitda ektu shakto mutton er piece pelo.etai dukhyer.Jai hok chuizhal mutton khubyi tasty.shibajida darun laglo.explorer bapare tumi masterblaster.bhalo theko.

  • @GUULLIVER
    @GUULLIVER 2 ปีที่แล้ว +2

    অনেকে বলছেন চুইঝাল এখানে পাওয়া যায় ওখানে পাওয়া যায়। যায় বৈকি। কিন্তু হাতের পাঁচটা আঙুল যেমন সমান না যদিও সবগুলিই আঙুল - তেমনি সব চুইঝালও আসলে সমান না। বাংলাদেশেও একাধিক জায়গায় এটা পাওয়া যায়। এমনকি খুলনা জেলার একদম লাগোয়া যশোরেও প্রচুর চুই হয়। কিন্তু খুলনা-সাতক্ষীরার চুইয়ের ধারেকাছেও লাগে না। মাত্র একটা ডিস্ট্রিক্ট পেরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আরও দূরে গেলে কি অবস্থা হয় বলার আর অপেক্ষা রাখে না!!! 😇

  • @srinjitamukherjee9186
    @srinjitamukherjee9186 2 ปีที่แล้ว +2

    Just ai matro tomar kotha vabchilam ar ekhoni tomar video notification ta elo🌚💗

  • @avikmajumder7034
    @avikmajumder7034 2 ปีที่แล้ว

    শিবাজী দা মানেই নিত্যনতুন ব্লগ। দারুন চুঁইঝাল। (from Nimta)

  • @villagehoodvlogger
    @villagehoodvlogger 2 ปีที่แล้ว

    প্রথম বার আপনার ভিডিও দেখলাম 🥰 ভালো লাগল

  • @ummahskitchenbd
    @ummahskitchenbd 2 ปีที่แล้ว +4

    আব্বাসের এখানে আমার খুব খাওয়ার ইচ্ছে। এখনোও এখানে যাওয়া হয় নাই। ইস...! দাদার খাওয়া দেখে সেইরকম ক্ষুধা লেগে গেল...!

  • @farahparag2703
    @farahparag2703 2 ปีที่แล้ว

    Hay hay bangladesh series sesh😩ki egerly bose thaktam episode gula dekhar jonne🌼Dada winter e arekbar ghure jan amader desh e

  • @shawunislam71
    @shawunislam71 2 ปีที่แล้ว +1

    দাদা তোমার বাংলাদেশের গুলো ভিডিও দেখে মনটা খুশিতে নেচে উঠে ❤️

  • @anuproy6402
    @anuproy6402 5 หลายเดือนก่อน

    দাদা আপনাদের খাওয়ার স্টাইল দেখে আমার ও খাওয়া হয়ে গেছে 😂সত্যিই অসাধারণ 👍

  • @sarojbose6015
    @sarojbose6015 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন

  • @abhishekbose8107
    @abhishekbose8107 2 ปีที่แล้ว

    The whole series of Bangalore has been spell bounding.

  • @historymystery1234
    @historymystery1234 2 ปีที่แล้ว +1

    আমাদের কোচবিহারে এটার নাম চই।গ্রামের মামাবাড়িতে ছোটবেলায় গাছ থেকে কেটে নিয়ে খেতাম। অনেকদিন পর গতবছর কালীপূজার সময় কিনে নিয়ে আসলাম। শরীর ব্যাথা বেদনার নিরাময় করে চই বা চুইঝাল। তবে এখন সবসময় পাওয়া যায় না।

  • @jayantaguchait1541
    @jayantaguchait1541 2 ปีที่แล้ว +1

    প্রথম নাম সুনলাম চুইছালে খুব ভালো লাগলো ভিডিও দাদা

  • @journeywithanindya
    @journeywithanindya 2 ปีที่แล้ว +17

    খাসির মাংস থেকে চুয়ের দাম বেশি বাবা । অনেক কিছু অন্যরকম দেখলাম আজকে, ধন্যবাদ শিবাজী দা দেশে বসেই বিদেশ ভ্রমণ হয়ে যাচ্ছে।

    • @villagelifeinbangladesh6018
      @villagelifeinbangladesh6018 2 ปีที่แล้ว +3

      যাকে দাদা বলছেন তাকেই বাবা বলছেন ইন্ডিয়ান সিরিয়াল এ দেখি নাতনীকে মা নাতীকে বাবা বলে সম্পর্কটাই ঠিক করে বোঝেনা বেশিরভাগ ভারতীয় রা আমি একজন বাংলাদেশী হিন্দু কিন্তু ভারতের এই ডাকগুলি আমার খুব খারাপ লাগে।

    • @journeywithanindya
      @journeywithanindya 2 ปีที่แล้ว

      @@villagelifeinbangladesh6018 দাদা আমি ওটা বাবা না বাবাহ লিখতে চেয়েছিলাম।

    • @kingreturns2436
      @kingreturns2436 2 ปีที่แล้ว

      @@villagelifeinbangladesh6018 se take bap ( baba) bole ni bujlen se expression dilo j mutton er theke besi dam baba re baba aebar bujlen..??

    • @journeywithanindya
      @journeywithanindya 2 ปีที่แล้ว

      @@kingreturns2436 Ha Akdom Thik Bola6hen Dada

    • @nahidbin1600
      @nahidbin1600 2 ปีที่แล้ว

      এখানে খাসির মাংসের কিলো ১০০০ টাকা। আপনাদের ওখানে থেকে বেশি। সে হিসেবে চুইয়ের দাম সমান, বেশি নয়।

  • @travelwithme4694
    @travelwithme4694 ปีที่แล้ว

    হ্যাঁ দাদাভাই এই খাবারের সাধ যে একবার পেয়েছে কেবলমাত্র সেই বোঝে কি খেল।
    ধন্যবাদ এতো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

  • @senddev
    @senddev 2 ปีที่แล้ว

    Aj ker video editing khub bhalo hoyecho