সূর্যের অন্ধকার | Surjer Ondhokar (New Sonar Bangla Circus)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Vocal , Lyrics , Tune , Guitar : Probar Ripon
    Lead Guitar : Seth Panduranga Blumberg
    Bass : Sayed Ashraf Hassan
    Drums : Cornelius Pronoy Sarker
    Thanks for the video record : Zibran Bahar Abhie
    আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে সেখানে সূর্য অন্ধ
    আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে সেখানে সময় বন্ধ
    আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে সেখানকার চোরাবালি
    তোমার শরীর গিলে নেবে, তোমাকেই গিলে নেবে।
    যদি আমাকে ছেড়ে তুমি চলে যাও
    সাগর পিছিয়ে যাবে তোমাকে ছেড়ে
    এই গ্রহের বাইরে কোনো এক শূন্য সৈকতের দিকে
    শোনো গভীর কোনো ষড়যন্ত্রে
    পৃথিবী থেকে হারিয়ে গেছে সব রেলপথ, জলপথ, আকাশপথ
    রেলপথ, জলপথ, স্থলপথ, বলো কোন পথে তুমি যাবে
    শোনো আমি এক গোয়েন্দা স্যাটেলাইট
    যেখানে যাও আমার রাডার তোমাকেই খুঁজে নেবে
    শোনো কোনো এক অদৃশ্য কারণে
    পৃথিবী থেকে হারিয়ে গেছে সব রেলপথ, জলপথ, আকাশ পথ
    রেলপথ, জলপথ, স্থলপথ বলো কোন পথে তুমি যাবে
    আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে সেখানে সূর্য অন্ধ
    আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে সেখানে সময় বন্ধ
    শোনো তোমার সামনে এখন খোলা আছে একটিমাত্র পথ
    সে পথটা হলাম আমি, সে পথটা হলাম আমি
    সে পথ দিয়ে তুমি ফিরতে পারো আমার ঘরে
    সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে
    সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে

ความคิดเห็น •